এস.এস.সি বাংলা ২য় পত্র : ক্রিয়া বিভক্তি: সাধু ও চলিত(১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ৪র্থ অধ্যায় - ৬ষ্ঠ পরিচ্ছেদ: ক্রিয়া বিভক্তি: সাধু ও চলিত(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. ‘কর’ ধাতুর উত্তম পুরুষ পুরাঘটিত অতীতে চলিত রূপ কোনটি?
Ο ক) করতাম
Ο খ) করিয়াছিলাম
Ο গ) করিলাম
Ο ঘ) করেছিলাম
 সঠিক উত্তর: (ঘ)

 ২. খুঁজ্, খুল্, তুল্ ধাতুগুলো কোন আদিগণের অন্তর্ভুক্ত?
Ο ক) কহ্
Ο খ) কাট্
Ο গ) ইলখ্
Ο ঘ) উঠ্
 সঠিক উত্তর: (ঘ)

 ৩. ‘ঘুরা’ - এর আদিগণ কোনটি?
Ο ক) ঝিমা
Ο খ) খোঁচা
Ο গ) উঁচা
Ο ঘ) দৌড়া
 সঠিক উত্তর: (গ)

 ৪. কোনটি ‘লিখ’ আদিগণের অন্তর্ভুক্ত?
Ο ক) আক্
Ο খ) ভিড়্
Ο গ) গুণ্
Ο ঘ) শিখ্
 সঠিক উত্তর: (খ)

 ৫. খোয়া, গোছা, যোগা ধাতুগুলো কোন আদি গণভুক্ত?
Ο ক) ফিরা
Ο খ) ঘুরা
Ο গ) উঠ্
Ο ঘ) ধোয়া
 সঠিক উত্তর: (ঘ)

 ৬. যেসব ধাতুর সকল কালের রূপ পাওয়া যায় না তাকে বলে -
Ο ক) অজ্ঞাতমূল ধাতু
Ο খ) অসম্পূর্ণ ধাতু
Ο গ) সাধিত ধাতু
Ο ঘ) সংযোগমূলক ধাতু
 সঠিক উত্তর: (খ)

 ৭. ‘ধাতুর গণ’ নির্ণয় করতে কয়টি বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়?
Ο ক) চারটি
Ο খ) তিনটি
Ο গ) দুইটি
Ο ঘ) পাঁচটি
 সঠিক উত্তর: (গ)

 ৮. ঘটমান বর্তমান কালের সাধুরীতির উত্তম পুরুষের ক্রিয়া বিভক্তি কোনটি?
Ο ক) ইতেছি
Ο খ) ইয়াছি
Ο গ) ইলাম
Ο ঘ) ইতেছ
 সঠিক উত্তর: (ক)

 ৯. কোন ধাতুগুলো ‘কাট্’ আদিগণের অন্তর্ভুক্ত?
Ο ক) চাহ্, বাহ্, নাহ্
Ο খ) গাঁথ্, চাল্, আক্
Ο গ) কহ্, সহ্, বহ
Ο ঘ) উড়্, শুন, ফুট
 সঠিক উত্তর: (খ)

 ১০. ‘জিত্’ - কোন আদি গণের অন্তর্ভুক্ত?
Ο ক) ফিরা
Ο খ) বিগড়া
Ο গ) চিন্
Ο ঘ) লিখ্
 সঠিক উত্তর: (ঘ)

 ১১. ‘চটকা’ আদিগণের উদাহরণ নয় কোনটি?
Ο ক) সমঝা
Ο খ) উপচা
Ο গ) ধমকা
Ο ঘ) কচলা
 সঠিক উত্তর: (খ)

 ১২. বিভক্তিসমূহ কিসের ভেদে বিভিন্ন রূপ পরিগ্রহ করে?
Ο ক) ক্রিয়ার কাল, পুরুষ ও বাচ্যভেদে
Ο খ) ক্রিয়ার বিন্যাসভেদে
Ο গ) ক্রিয়ার রূপভেদে
Ο ঘ) ক্রিয়ার অবস্থানভেদে
 সঠিক উত্তর: (ক)

 ১৩. সাধারণ মধ্যম পুরুষের পুরাঘটিত অতীত কালের ‘কর’ ধাতুর প্রযোজক ক্রিয়ার চলিত রূপ কী?
Ο ক) করিয়েছিলে
Ο খ) করাচ্ছিলে
Ο গ) করিয়াছিলে
Ο ঘ) করালে
 সঠিক উত্তর: (ক)

 ১৪. দুমড়া, মুচড়া কোন আদি গণের মধ্যে পড়ে?
Ο ক) ছোবলা
Ο খ) বিগড়া
Ο গ) কোদলা
Ο ঘ) উলটা
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫. সাধারণ মধ্যম পুরুষের অনুজ্ঞায় সাধুরীতিতে ‘কর’ ধাতুর ভবিষ্যৎ কালের ক্রিয়াপদের রূপ কী?
Ο ক) করিও
Ο খ) করো
Ο গ) করিস
Ο ঘ) সবগুলোই
 সঠিক উত্তর: (ক)

 ১৬. সমঝা, ধমকা, কচলা ধাতুগুলো কোন আদিগণভুক্ত?
Ο ক) ছোবলা
Ο খ) বিগড়া
Ο গ) চটকা
Ο ঘ) উলটা
 সঠিক উত্তর: (গ)

 ১৭. ‘সিটকা’ কোন আদিগণের ধাতু?
Ο ক) ছোবলা
Ο খ) উলটা
Ο গ) বিগড়া
Ο ঘ) চটকা
 সঠিক উত্তর: (গ)

 ১৮. ‘উঁচা’ কোন আদিগণের অন্তর্ভুক্ত?
Ο ক) শু
Ο খ) ফিরা
Ο গ) দৌড়া
Ο ঘ) ঘুরা
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯. কোন গুচ্ছের সবগুলো ধাতু উঠ্-আদিগণের অন্তর্ভুক্ত?
Ο ক) শুন্, খুঁজ্, ডুব্, তুল
Ο খ) সহ্, সহ্, বস্, শুন্
Ο গ) নিখ্, কিন্, বাহু, ডুব্
Ο ঘ) কিহ্, ডুব্, নিখ্, শুন্
 সঠিক উত্তর: (ক)

 ২০. ‘যা’ - ধাতুর পুরাঘটিত অতীতকালের প্রথম পুরুষের চলিত রূপ কোনটি?
Ο ক) গেল
Ο খ) গিয়াছিল
Ο গ) যেত
Ο ঘ) গিয়েছিল
 সঠিক উত্তর: (ঘ)

 ২১. ক্রিয়া বিভক্তিসমূহ কী ভেদে বিভিন্ন রূপ পরিগ্রহ করে?
Ο ক) বাচ্য
Ο খ) কাল
Ο গ) পুরুষ
Ο ঘ) সবই সঠিক
 সঠিক উত্তর: (ঘ)

 ২২. ‘বাঁধ’ ধাতুটি কোন আদিগণ ভুক্ত?
Ο ক) গাহ্
Ο খ) কাট্
Ο গ) নাহা
Ο ঘ) লাফা
 সঠিক উত্তর: (খ)

 ২৩. কোন বাক্যে অসম্পূর্ণ ধাতুর ব্যবহার হয়েছে?
Ο ক) কি কথা শুনালি মোরে
Ο খ) দাঁড়াও তোমাকে দেখাচ্ছি
Ο গ) কোথায় ছিলি
Ο ঘ) অন্য কোথা, অন্য কোন স্থানে
 সঠিক উত্তর: (গ)

 ২৪. ‘নহ’ ধাতুর সাধারণ বর্তমান উত্তম পুরুষের চলিত রূপ কোনটি?
Ο ক) নহ্
Ο খ) নহে
Ο গ) নই
Ο ঘ) নয়
 সঠিক উত্তর: (গ)

 ২৫. অসম্পূর্ণ ধাতু কয়টি?
Ο ক) তিনটি
Ο খ) চারটি
Ο গ) পাঁচটি
Ο ঘ) ছয়টি
 সঠিক উত্তর: (গ)

 ২৬. ‘কচলা’ ধাতুটি কোন আদিগণের?
Ο ক) উলটা
Ο খ) চটকা
Ο গ) ছোবলা
Ο ঘ) বিগড়া
 সঠিক উত্তর: (খ)

 ২৭. একান ধাতুগুলোর সর্বকালের রূপ পাওয়া যায় না?
Ο ক) শুন, খুজ, ডুব, তুম
Ο খ) আছ, নহ, বট, থাক
Ο গ) সহ, কহ, বস, বহ
Ο ঘ) কিন, কম, ধমকা, উপচা
 সঠিক উত্তর: (খ)

 ২৮. বাংলা ভাষার সমস্ত ধাতুকে কয়টি ‘গণে’ ভাগ করা হয়েছে
Ο ক) বাইশটি
Ο খ) একুশটি
Ο গ) বিশটি
Ο ঘ) উনিশটি
 সঠিক উত্তর: (গ)

 ২৯. কাটা, ডাকা কোন আদিগণভুক্ত?
Ο ক) লাফা - আদিগণ
Ο খ) উলটা - আদিগণ
Ο গ) ছোবলা - আদিগণ
Ο ঘ) চটকা - আদিগণ
 সঠিক উত্তর: (ক)

 ৩০. কোন ক্ষেত্রে ক্রিয়া বিভক্তির পার্থক্য হয় না?
Ο ক) কালভেদে
Ο খ) পুরুষভেদে
Ο গ) বাচ্যভেদে
Ο ঘ) বচনভেদে
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১. ছিটা, শিখা, ঝিমা, চিরা ধাতুগুলো কোন আদিগণভুক্ত?
Ο ক) ঘুরা
Ο খ) নি
Ο গ) লাফা
Ο ঘ) ফিরা
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২. কোঁচকা, কোঁকড়া, কোদলা ধাতুগুলো কোন আদিগণভুক্ত?
Ο ক) ছোবলা
Ο খ) ঘরা
Ο গ) লাফা
Ο ঘ) কর
 সঠিক উত্তর: (ক)

 ৩৩. ‘কেমন আছিস?’ কোন ধাতুজাত ক্রিয়া?
Ο ক) কর্মবাচ্যের ধাতু
Ο খ) যৌগিক ধাতু
Ο গ) অসম্পূর্ণ ধাতু
Ο ঘ) বাংলা ধাতু
 সঠিক উত্তর: (গ)

 ৩৪. ধাতুর পরে যে সকল বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে ক্রিয়াপদ গঠিত হয়, তাদেরকে বলে -
Ο ক) অনুসর্গ
Ο খ) প্রত্যয়
Ο গ) ক্রিয়া-বিভক্তি
Ο ঘ) কৃৎপ্রত্যয়
 সঠিক উত্তর: (গ)

 ৩৫. ‘যা’ ধাতুর মধ্যম পুরুষের নিত্যবৃত্ত অতীত কালের চলিত ভাষার রূপ কোনটি?
Ο ক) গিয়েছিল
Ο খ) যেতে
Ο গ) যাইতে
Ο ঘ) যেতাম
 সঠিক উত্তর: (খ)

 ৩৬. ধাতুর ‘গণ’ বলতে কী বোঝায়?
Ο ক) ধাতুর বানানের ধরন
Ο খ) ক্রিয়া বিভক্তি যোগের নিয়ম
Ο গ) ধাতুর গঠন অনুসারে
Ο ঘ) ক্রিয়াপদ গঠনের নিয়ম
 সঠিক উত্তর: (ক)

 ৩৭. নিচের কোন ধাতুটিতে মূলস্বর আ-কারান্ত?
Ο ক) শেখো
Ο খ) যেতো
Ο গ) শোনেন
Ο ঘ) দিতাম
 সঠিক উত্তর: (খ)

 ৩৮. ‘দে’ ধাতুর প্রথম পুরষের ঘটমান বর্তমানের চলিত রীতির রূপ কোনটি?
Ο ক) দিতেছে
Ο খ) দিত
Ο গ) দিয়েছিল
Ο ঘ) দিচ্ছে
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৯. ‘গণ’ শব্দের অর্থ কী?
Ο ক) গুচ্ছ
Ο খ) শ্রেণি
Ο গ) প্রকার
Ο ঘ) দল
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post