এস.এস.সি বাংলা ২য় পত্র : বাংলা অনুজ্ঞা(১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ৪র্থ অধ্যায় - ৫ম পরিচ্ছেদ: বাংলা অনুজ্ঞা(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. তুচ্ছার্থক বা ঘনিষ্ঠার্থক মধ্যম পুরুষের ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় চরিত রীতির বিভক্তি কোনটি?
Ο ক) -ইস
Ο খ) -ও
Ο গ) -স
Ο ঘ) -ইও
 সঠিক উত্তর: (গ)

 ২. 'Make good' - এর সঠিক অনুবাদ কোনটি?
Ο ক) ক্ষতিপূরণ
Ο খ) ভালো কাজ
Ο গ) ভালো তৈরি কর
Ο ঘ) ভালো হওয়া
 সঠিক উত্তর: (ক)

 ৩. ‘আমার দরখাস্তটা পড়ুন’ কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
Ο ক) অনুরোধ
Ο খ) প্রার্থনা
Ο গ) আদেশ
Ο ঘ) উপদেশ
 সঠিক উত্তর: (খ)

 ৪. ‘চেষ্টা কর, সবই বুঝতে পারবে’ - বাক্যটি কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
Ο ক) আদেশ
Ο খ) সম্ভাবনায়
Ο গ) বিধান অর্থে
Ο ঘ) অনুরোধ অর্থে
 সঠিক উত্তর: (খ)

 ৫. ‘আদেশ’ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি?
Ο ক) আমটা খাও
Ο খ) সবাই এখানে আসুন
Ο গ) সুখী হও
Ο ঘ) স্বার্থের প্রতি দৃষ্টি রেখ
 সঠিক উত্তর: (ক)

 ৬. “একটা গান শোনা “ - এ বাক্যে ক্রিয়াপদটি কোন অনুজ্ঞা ভাব প্রকাশ করছে?
Ο ক) আদেশ
Ο খ) উপদেশ
Ο গ) অনুরোধ
Ο ঘ) প্রার্থনা
 সঠিক উত্তর: (গ)

 ৭. বর্তমান অনুজ্ঞায় নাম পুরুষের সাধারণ অর্থে ধাতুর বিভক্তি কোনটি?
Ο ক) উন
Ο খ) উক
Ο গ) ও
Ο ঘ) অ
 সঠিক উত্তর: (খ)

 ৮. কোনটি প্রাচীন বাংলা রীতির অনুজ্ঞা?
Ο ক) গুরুজনে করহ নতি
Ο খ) সদা সত্য কথা বলবে
Ο গ) একটি গান শোনাও
Ο ঘ) কাল একবার এস
 সঠিক উত্তর: (ক)

 ৯. কোন কালে বাংলা অনুজ্ঞার ব্যবহার নেই?
Ο ক) বর্তমান
Ο খ) অতীত
Ο গ) ভবিষ্যৎ
Ο ঘ) ঘটমান অতীত
 সঠিক উত্তর: (খ)

 ১০. পাতিস নে শিলাতলে পদ্মপাতা - বাক্যটিতে কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
Ο ক) আদেশ
Ο খ) উপদেশ
Ο গ) অনুরোধ
Ο ঘ) অভিশাপ
 সঠিক উত্তর: (খ)

 ১১. সাধারণ মধ্যম পুরুষের বর্তমান কালের অনুজ্ঞায় চলিতরীতির বিভক্তি কোনটি?
Ο ক) উক
Ο খ) ন
Ο গ) উন
Ο ঘ) ও
 সঠিক উত্তর: (ঘ)

 ১২. অনুরোধে বর্তমান অনুজ্ঞার উদাহরণ কোনটি?
Ο ক) রোগ হলে ওষুধ খাবে
Ο খ) ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে
Ο গ) খোদা তোমার হায়াত দারাজ করুন
Ο ঘ) কাজটি করে ফেল
 সঠিক উত্তর: (খ)

 ১৩. কোনটি বর্তমান কালের অনুজ্ঞার উদাহরণ?
Ο ক) রোগ হলে ওষুধ খাবে
Ο খ) সে বই পড়ে
Ο গ) কাল একবার আসিও
Ο ঘ) কড়া রোদে ঘোরাফেরা করো না
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪. ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় কোন পুরুষ ব্যবহৃত হয়?
Ο ক) উত্তম পুরুষ
Ο খ) মধ্যম পুরুষ
Ο গ) নাম ‍পুরুষ
Ο ঘ) প্রথম পুরুষ
 সঠিক উত্তর: (ক)

 ১৫. ‘অনুরোধ’ বোঝাতে অনুজ্ঞার ব্যবহার কোনটি?
Ο ক) কাল একবার এস
Ο খ) সত্য কথা বলবে
Ο গ) কাজটি করে ফেল
Ο ঘ) আল্লাহ তোমার মঙ্গল করুন
 সঠিক উত্তর: (ক)

 ১৬. ‘আমাকে সাহায্য করুন’ - কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
Ο ক) অনুরোধ
Ο খ) প্রার্থনা
Ο গ) আদেশ
Ο ঘ) উপদেশ
 সঠিক উত্তর: (ক)

 ১৭. প্রাচীন বাংলা রীতিতে মধ্যম পুরুষের অনুজ্ঞায় ক্রিয়া পদে কোনটি যোগ করার নিয়ম ছিল?
Ο ক) অ, ও
Ο খ) এ, ঐ
Ο গ) ও, উ
Ο ঘ) ও, ঔ
 সঠিক উত্তর: (ক)

 ১৮. ‘কাল একবার এসো’ - নিচের কোনটির উদাহরণ?
Ο ক) বর্তমান অনুজ্ঞা
Ο খ) ঘটমান অনুজ্ঞা
Ο গ) নিত্যবৃত্ত বর্তমান
Ο ঘ) ভবিষ্যৎ অনুজ্ঞা
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯. প্রত্যক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তি কোন পুরুষ?
Ο ক) উত্তম পুরুষ
Ο খ) মধ্যম পুরুষ
Ο গ) নাম পুরুষ
Ο ঘ) ক্রিয়ার পুরুষ
 সঠিক উত্তর: (খ)

 ২০. ‘মন দিয়ে পড়’ - বাক্যের অনুজ্ঞাভাব কোন অর্থদায়ক?
Ο ক) অনুরোধসূচক
Ο খ) উপদেশাত্মক
Ο গ) আদেশাত্মক
Ο ঘ) আশীর্বাদক
 সঠিক উত্তর: (খ)

 ২১. অনুজ্ঞার সংজ্ঞা অনুযায়ী অনুজ্ঞা কোন পুরুষে সীমাবদ্ধ?
Ο ক) উত্তম
Ο খ) মধ্যম
Ο গ) নাম
Ο ঘ) প্রথম
 সঠিক উত্তর: (খ)

 ২২. উপদেশাত্মক অনুজ্ঞা ভাবের উদাহরণ কোনটি?
Ο ক) আমটা খাও
Ο খ) মানুষ হও
Ο গ) কাল দেখা করো
Ο ঘ) আপনারা আসবেন
 সঠিক উত্তর: (খ)

 ২৩. ‘ওখানে যাস না’ - কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
Ο ক) নিষেধ
Ο খ) উপদেশ
Ο গ) আশীর্বাদ
Ο ঘ) বিধান
 সঠিক উত্তর: (খ)

 ২৪. ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় ব্যবহৃত তুচ্ছার্থক মধ্যম পুরুষের সাধুরীতির ক্রিয়া বিভক্তির উদাহরণ কোনটি?
Ο ক) ইস
Ο খ) ইও
Ο গ) ইবেন
Ο ঘ) ইবে
 সঠিক উত্তর: (ক)

 ২৫. নিচের কোন অনুজ্ঞা দ্বারা আদেশ বোঝাচ্ছে?
Ο ক) দূরে দাঁড়াও
Ο খ) সময় নষ্ট কর না
Ο গ) আমার প্রার্থনা মঞ্জুর করুন
Ο ঘ) গোল্লায় যাও
 সঠিক উত্তর: (ক)

 ২৬. অনুরোধ অর্থে অনুজ্ঞার ব্যবহার কোনটি?
Ο ক) চুপ কর
Ο খ) মিথ্যা বলিবে না
Ο গ) একটি গান শোনাও
Ο ঘ) মন দিয়ে পড়
 সঠিক উত্তর: (গ)

 ২৭. “ঈশ্বর আপনার মঙ্গল করুন” - কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
Ο ক) আদেশ
Ο খ) উপদেশ
Ο গ) প্রার্থনা
Ο ঘ) অনুরোধ
 সঠিক উত্তর: (গ)

 ২৮. আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা, অনুনয় প্রভৃতি অর্থে বর্তমান এবং ভবিষ্যৎকালে মধ্যম পুরুষের ক্রিয়াপদের যে রূপ হয়, তাকে বলে -
Ο ক) ক্রিয়ার কাল
Ο খ) ক্রিয়ার ভাব
Ο গ) অনুজ্ঞা
Ο ঘ) ক্রিয়া বিভক্তি
 সঠিক উত্তর: (গ)

 ২৯. কোন ক্ষেত্রে ক্রিয়ার রূপের পার্থক্য দেখা যায়?
Ο ক) বচনভেদে
Ο খ) ক্রিয়ার ভাব
Ο গ) বিভক্তির ক্ষেত্রে
Ο ঘ) পুরুষভেদে
 সঠিক উত্তর: (ঘ)

 ৩০. সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের বর্তমান কালের অনুজ্ঞায় কোন ক্রিয়া বিভক্তি যুক্ত হয়?
Ο ক) ইও, ইবে
Ο খ) উন, ন
Ο গ) বেন, এন
Ο ঘ) অ, ও
 সঠিক উত্তর: (খ)

 ৩১. নিচের কোন বাক্যটিতে আদেশ অর্থে অনুজ্ঞা হয়েছে?
Ο ক) মন দিয়ে পড়
Ο খ) ক্ষমা কর আমাকে
Ο গ) চুপ কর
Ο ঘ) তোমার উন্নতি হবে না
 সঠিক উত্তর: (গ)

 ৩২. “কাজটি করে দাও না ভাই।” - এ বাক্যটিতে কী অর্থ প্রকাশ পেয়েছে?
Ο ক) প্রার্থনা
Ο খ) অনুরোধ
Ο গ) বিরক্তি
Ο ঘ) আদর
 সঠিক উত্তর: (খ)

 ৩৩. ‘পারলে একবার বেড়াতে এসো।’ - কোন কালে এবং কোন অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
Ο ক) ভবিষ্যৎ কালের সম্ভাবনায়
Ο খ) বর্তমান কালের উপদেশে
Ο গ) বর্তমান কালের আদেশে
Ο ঘ) ভবিষ্যৎ কালের অনুরোধে
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪. ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় কোন পুরুষের ব্যবহার হয়?
Ο ক) উত্তম পুরুষের
Ο খ) নাম পুরুষের
Ο গ) মধ্যম পুরুষের
Ο ঘ) উত্তম ও নাম পুরুষের
 সঠিক উত্তর: (গ)

 ৩৫. “কাল একবার এসো” - নিচের কোনটির উদাহরণ?
Ο ক) বর্তমান অনুজ্ঞা
Ο খ) ঘটমান বর্তমান
Ο গ) নিত্যবৃত্ত বর্তমান
Ο ঘ) ভবিষ্যৎ অনুজ্ঞা
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬. অপ্রত্যক্ষ বলে কোন পুরুষের অনুজ্ঞা হয় না?
Ο ক) উত্তম পুরুষ
Ο খ) মধ্যম পুরুষ
Ο গ) নাম পুরুষ
Ο ঘ) উত্তম পুরুষ ও নাম পুরুষ
 সঠিক উত্তর: (গ)

 ৩৭. ‘অন্যায়ের কাছে মাথা নত করবে না।’ - কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
Ο ক) আদেশ
Ο খ) অনুরোধ
Ο গ) উপদেশ
Ο ঘ) বিধান
 সঠিক উত্তর: (গ)

 ৩৮. “তোমার মঙ্গল হোক” - বাক্যটির ক্রিয়া কোন ভাব প্রকাশক?
Ο ক) নির্দেশক
Ο খ) অনুজ্ঞাসূচক
Ο গ) সাপেক্ষ
Ο ঘ) আকাঙ্ক্ষা প্রকাশক
 সঠিক উত্তর: (খ)

 ৩৯. অনুজ্ঞায় বাক্য গঠনে - “সদা সত্য কথা বলবে” কিসের উদাহরণ?
Ο ক) অনুরোধের
Ο খ) আদেশের
Ο গ) বিধানের
Ο ঘ) সম্ভাবনার
 সঠিক উত্তর: (খ)

 ৪০. “রোগ হলে ওষুধ খাবে” - ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় কোন অর্থ প্রকাশ পাচ্ছে?
Ο ক) বিধান
Ο খ) আদেশ
Ο গ) অনুরোধ
Ο ঘ) অনুনয়
 সঠিক উত্তর: (ক)

 ৪১. নির্দেশক ভাবের সাধারণ বর্তমান কালের সম্ভ্রমাত্মক মধ্যম পুরুষের বিভক্তি কোনটি?
Ο ক) এন
Ο খ) উন
Ο গ) হ
Ο ঘ) ও
 সঠিক উত্তর: (ক)

 ৪২. কোন ক্রিয়াটি ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় সম্ভাবনা বোঝাচ্ছে?
Ο ক) রোগ হলে ওষুধ খেতে হবে
Ο খ) সদা সত্য কথা বলতে হবে
Ο গ) চেষ্টা কর, বুঝতে পারবে
Ο ঘ) কাল এসো
 সঠিক উত্তর: (গ)

 ৪৩. কোন ক্রিয়াটি ভবিষ্যৎ কালের অনুজ্ঞায় আদেশ বোঝাচ্ছে?
Ο ক) খোদা আপনার মঙ্গল করুন
Ο খ) তোর সর্বনাশ হোক
Ο গ) আমাকে সাহায্য করুন
Ο ঘ) সদা সত্য কথা বলবে
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৪. মা বললেন, “রোদে ঘোরাফেরা করবে না” - কোন অর্থে অনুজ্ঞা?
Ο ক) আদেশ অর্থে
Ο খ) প্রার্থনা অর্থে
Ο গ) অনুরোধ অর্থে
Ο ঘ) নিষেধ অর্থে
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৫. “রোগ হলে ওষুধ খাবে” - কোন কালের অনুজ্ঞা?
Ο ক) শীতকাল
Ο খ) বর্তমান কাল
Ο গ) ভবিষ্যৎ কাল
Ο ঘ) অতীত কাল
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post