ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ৪র্থ অধ্যায় - ২য় পরিচ্ছেদ: ক্রিয়াপদ(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৪১. কোন ক্রিয়া একটি অন্যটির উপর নির্ভরশীল?
Ο ক) নিষেধাত্মক ভাবের ক্রিয়া
Ο খ) সাপেক্ষ ভাবের ক্রিয়া
Ο গ) আদেশাত্মক ভাবের ক্রিয়া
Ο ঘ) অনুরোধসূচক ভাবের ক্রিয়া
সঠিক উত্তর: (খ)
৪২. “শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে।” - বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
Ο ক) নাম ধাতুর ক্রিয়া
Ο খ) প্রযোজক ক্রিয়া
Ο গ) যৌগিক ক্রিয়া
Ο ঘ) মিশ্র ক্রিয়া
সঠিক উত্তর: (গ)
৪৩. কোনটি বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?
Ο ক) তুমি ঘুমিয়েই দিন কাটালে
Ο খ) আজ বেশ এক ঘুম ঘুমালে
Ο গ) এমন মেয়ে আর দেখি নি
Ο ঘ) আমার দিন কেটে গেল
সঠিক উত্তর: (খ)
৪৪. “তিনি ফিরে এলে সবকিছুর মীমাংসা হবে” বাক্যে ক্রিয়া কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) সম্ভাবনা অর্থে
Ο খ) অনুমোদন অর্থে
Ο গ) নিরন্তরতা অর্থে
Ο ঘ) উদ্দেশ্য বুঝাতে
সঠিক উত্তর: (ক)
৪৫. নিচের কোন বাক্যটিতে আকাঙ্ক্ষা প্রকাশক ভাব ব্যক্ত হয়েছে?
Ο ক) অন্যায় কাজ করবে না
Ο খ) মিষ্টি মুখে মিষ্টি করে হাসুক
Ο গ) পড়াশোনা করলে স্টার মার্ক নেয় কে
Ο ঘ) আবার তোরা মানুষ হ
সঠিক উত্তর: (খ)
৪৬. ক্রিয়া সংঘটনের ধরন বা রীতিকে কী বলে?
Ο ক) ক্রিয়ার ভাব
Ο খ) ক্রিয়ার কাল
Ο গ) ক্রিয়ার বাচ্য
Ο ঘ) ক্রিয়ার অনুজ্ঞা
সঠিক উত্তর: (ক)
৪৭. ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই ভাগে
Ο খ) তিন ভাগে
Ο গ) চার ভাগে
Ο ঘ) পাঁচ ভাগে
সঠিক উত্তর: (ক)
৪৮. “আমরা বই পড়ি” - এখানে ‘পড়ি’ ক্রিয়া কোন ভাবের উদাহরণ?
Ο ক) সাধারণ নির্দেশক ভাব
Ο খ) সাপেক্ষ ভাব
Ο গ) উপদেশাত্মক ভাব
Ο ঘ) প্রশ্ন জিজ্ঞাসা ভাব
সঠিক উত্তর: (ক)
৪৯. নিচের কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ?
Ο ক) ছেলেটি বই পড়ে না
Ο খ) আকাশে চাঁদ ওঠে নাই
Ο গ) এত রাতে বাইরে যাব না
Ο ঘ) ভূতকে ভয় পাই না
সঠিক উত্তর: (গ)
৫০. কোন বাক্যটিতে সমধাতুজ/ধাত্বর্থক কর্ম রয়েছে?
Ο ক) আমি ঘুম থেকে জেগেছি
Ο খ) এমন সুখের মরণ কে মরতে পারে
Ο গ) আর কেঁদো না
Ο ঘ) দুধকে মোরা দুগ্ধ বলি
সঠিক উত্তর: (খ)
৫১. “বিদ্যুৎ চমকাচ্ছে” - কোন ক্রিয়া?
Ο ক) যৌগিক
Ο খ) প্রযোজক
Ο গ) নাম ধাতুর
Ο ঘ) মিশ্র
সঠিক উত্তর: (গ)
৫২. দেখা, শোনা কোন পদ?
Ο ক) ক্রিয়া
Ο খ) বিশেষ্য
Ο গ) বিশেষণ
Ο ঘ) অব্যয়
সঠিক উত্তর: (ক)
৫৩. ‘ঘটনাটা শুনে রাখ’ - বাক্যে কোন ক্রিয়া রয়েছে?
Ο ক) অকর্মক
Ο খ) যৌগিক
Ο গ) প্রযোজক
Ο ঘ) মিশ্র
সঠিক উত্তর: (খ)
৫৪. “আমি আহার করিলাম।” এখানে সমাপিকা ক্রিয়ার পূর্বে কোন পদ যুক্ত হয়ে একত্রে মিশ্র ক্রিয়া গঠন করেছে?
Ο ক) বিশেষ্য
Ο খ) বিশেষণ
Ο গ) ধ্বন্যাত্মক অব্যয়
Ο ঘ) নাম পদ
সঠিক উত্তর: (ক)
৫৫. পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হলে কোন ক্রিয়া অবশ্যই ব্যবহার করতে হয়?
Ο ক) যৌগিক ক্রিয়া
Ο খ) অসমাপিকাা ক্রিয়া
Ο গ) সমাপিকা ক্রিয়া
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)
৫৬. কোন বাক্যটিতে সকর্মক ক্রিয়ার ব্যবহার হয়েছে?
Ο ক) বেশ ঘুমিয়েছি
Ο খ) ছেলেটা কানে শোনে না
Ο গ) ছেলেটা কথা শোনে
Ο ঘ) আমি রাতে খাব না
সঠিক উত্তর: (গ)
৫৭. ধাত্বর্থক কর্ম রয়েছে কোন বাক্যে?
Ο ক) নাসিমা ফুল তুলছে
Ο খ) সাপুড়ে সাপ খেলায়
Ο গ) বেশ এক ঘুম ঘুমিয়েছি
Ο ঘ) বাবা আমাকে একটা কলম দিলেন
সঠিক উত্তর: (গ)
৫৮. “কাটিতে কাটিতে ধান এল বরষা।” - এই বাক্যের অসমাপিকা ক্রিয়া কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) সমকাল
Ο খ) নিরন্তরতা
Ο গ) সমাপ্তি
Ο ঘ) সূচনা
সঠিক উত্তর: (ক)
৫৯. ‘এখন গোল্লায় যাও’ - কোন ক্রিয়ার উদাহরণ?
Ο ক) যৌগিক ক্রিয়া
Ο খ) মিশ্র ক্রিয়া
Ο গ) প্রযোজক ক্রিয়া
Ο ঘ) অসমাপিকা ক্রিয়া
সঠিক উত্তর: (খ)
৬০. “বৃষ্টি আসে আসুক” - বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করে?
Ο ক) সাপেক্ষ ভাব
Ο খ) নির্দেশক ভাব
Ο গ) আকাঙ্ক্ষা প্রকাশক ভাব
Ο ঘ) অনুজ্ঞা ভাব
সঠিক উত্তর: (গ)
৬১. বাক্যে সাধারণত কোন দুটি ধাতু দ্বারা গঠিত ক্রিয়াপদ উহ্য থাকে?
Ο ক) আছ্ এবং কহ্
Ο খ) হ্ এবং কহ্
Ο গ) হ্ এবং আছ্
Ο ঘ) কহ্ এবং ল
সঠিক উত্তর: (গ)
৬২. সমধাতুজ কর্মপদ অকর্মক ক্রিয়াকে কোন ক্রিয়ায় রূপান্তরিত করে?
Ο ক) সমাপিকা ক্রিয়ায়
Ο খ) দ্বিকর্মক ক্রিয়ায়
Ο গ) সকর্মক ক্রিয়ায়
Ο ঘ) অসমাপিকা ক্রিয়ায়
সঠিক উত্তর: (গ)
৬৩. কোন বাক্যটিতে নির্দেশক ভাব প্রকাশ পেয়েছে?
Ο ক) আপনি কি আসবেন
Ο খ) মিথ্যা বলবে না
Ο গ) শিক্ষককে মান্য করবে
Ο ঘ) মানুষ হও
সঠিক উত্তর: (ক)
৬৪. দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মটিকে কী বলা হয়?
Ο ক) অপ্রধান কর্ম
Ο খ) গৌণ কর্ম
Ο গ) ধাত্বর্থক কর্ম
Ο ঘ) মুখ্য কর্ম
সঠিক উত্তর: (ঘ)
৬৫. ‘ঝম্ ঝম্ বৃষ্টি পড়ছে’ কোন ক্রিয়ার উদাহরণ?
Ο ক) যৌগিক
Ο খ) মিশ্র
Ο গ) নামধাতু
Ο ঘ) প্রযোজক
সঠিক উত্তর: (খ)
৬৬. সমাপিকা ক্রিয়া কিভাবে গঠিত হয়?
Ο ক) ধাতুর সঙ্গে বর্তমান, অতীত ও ভবিষ্যৎ কালের বিভক্তি যুক্ত হয়ে
Ο খ) ধাতুর সঙ্গে কাল নিরপেক্ষ বিভক্তি যুক্ত হয়ে
Ο গ) ধাতুর সঙ্গে বর্তমান কালের বিভক্তি যুক্ত হয়ে
Ο ঘ) ধাতুর সঙ্গে অতীত কালের বিভক্তি যুক্ত হয়ে
সঠিক উত্তর: (ক)
৬৭. “তিনি গেলে কাজ হবে” - এখানে অসমাপিকা ক্রিয়া কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) কার্যপরম্পরা
Ο খ) সাপেক্ষতা
Ο গ) বিস্ময়জ্ঞাপক
Ο ঘ) সম্ভাবনার বিকল্প
সঠিক উত্তর: (খ)
৬৮. সাধারণ ঘটনা বর্ণনা করলে বা কোনো কিছু জিজ্ঞাসা করলে ক্রিয়াপদের যে ভাব হয় তাকে কী বলে?
Ο ক) ক্রিয়ার ভাব
Ο খ) অনুজ্ঞা ভাব
Ο গ) নির্দেশক ভাব
Ο ঘ) সাপেক্ষ ভাব
সঠিক উত্তর: (গ)
৬৯. ধ্বন্যাত্মক অব্যয়ের পরে মৌলিক ধাতু যুক্ত হয়ে কোন ক্রিয়া গঠিত হয়?
Ο ক) প্রযোজক
Ο খ) মিশ্র
Ο গ) যৌগিক
Ο ঘ) নাম ধাতুর
সঠিক উত্তর: (খ)
৭০. ক্রিয়ার নির্দেশক ভাবের উদাহরণ কোনটি?
Ο ক) মিথ্যে বলবে না
Ο খ) আল্লাহ তোমার মঙ্গল করুন
Ο গ) তুমি কি বাড়ি যাবে?
Ο ঘ) পড়লে ভালো ফলাফল করতে পারবে
সঠিক উত্তর: (গ)
৭১. কোন বাক্যটির ক্রিয়া সকর্মক?
Ο ক) সন্ধ্যা হল
Ο খ) আকাশে চাঁদ দেখা যায়
Ο গ) আকাশে চাঁদ যেন মাটিতে নেমেছে
Ο ঘ) শিশুটি কাঁদছে
সঠিক উত্তর: (খ)
৭২. অনুক্ত ক্রিয়াপদ দ্বারা গঠিত বাক্য কোনটি?
Ο ক) বাগানে ফুল ফুটেছে
Ο খ) নদীতে নৌকা চলছে
Ο গ) রোদ উঠেছে
Ο ঘ) আকাশটা বেশ মেঘলা
সঠিক উত্তর: (ঘ)
৭৩. “বাগানে বেশ কমলা-লিচু ফলেছে” - এ বাক্যে ‘ফলেছে’ কোন ক্রিয়া?
Ο ক) প্রযোজক ক্রিয়া
Ο খ) যৌগিক ক্রিয়া
Ο গ) মিশ্র ক্রিয়া
Ο ঘ) নামধাতুর ক্রিয়া
সঠিক উত্তর: (ঘ)
৭৪. ‘সাপেক্ষতা’ অর্থে অসমাপিকা ক্রিয়া ব্যবহারের সঠিক উদাহরণ কোনটি?
Ο ক) আজ গেলেও যা, কাল গেলেও তা
Ο খ) তিনি গেলে কাজ হবে
Ο গ) চারটা বাজলে স্কুল ছুটি হবে
Ο ঘ) বৃষ্টিতে ভিজলে সর্দি হবে
সঠিক উত্তর: (খ)
৭৫. কোনটি মিশ্র ক্রিয়া?
Ο ক) এখন যেতে পার
Ο খ) অজগরটি ফোঁসাচ্ছে
Ο গ) এখন গোল্লায় যাও
Ο ঘ) সাইরেন বেজে উঠল
সঠিক উত্তর: (গ)
৭৬. আমি চোখে দেখি না। বাক্যটির ক্রিয়া কীরূপ?
Ο ক) সকর্মক
Ο খ) অকর্মক
Ο গ) দ্বিকর্মক
Ο ঘ) সমধাতুজকর্ম
সঠিক উত্তর: (খ)
৭৭. কোন বাক্যটি সাপেক্ষ ভাব প্রকাশ করছে?
Ο ক) আমাকে বইটি দাও
Ο খ) যদি সে যেত, আমি আসতাম
Ο গ) তোমার ইচ্ছা পূর্ণ হোক
Ο ঘ) রেবা ভালো গান করে
সঠিক উত্তর: (খ)
৭৮. কোন ধাতুর সঙ্গে পুরুষ ও কালসূচক ক্রিয়াবিভক্তি যোগে সেই ক্রিয়াপদ গঠিত হয়?
Ο ক) দ্বিকর্মক ক্রিয়া
Ο খ) মিশ্র ক্রিয়া
Ο গ) নামধাতুর ক্রিয়া
Ο ঘ) অকর্মক ক্রিয়া
সঠিক উত্তর: (গ)
৭৯. কোনটি মিশ্র ক্রিয়ার উদাহরণ?
Ο ক) তাজমহল দর্শন করলাম
Ο খ) বাঁশি বাজে
Ο গ) জনবল বসিয়ে রেখ না
Ο ঘ) কাজটি ভালো দেখায় না
সঠিক উত্তর: (ক)
৮০. আর কত খেলা খেলবে - এ বাক্যে ‘খেলা’ -
Ο ক) একটি ক্রিয়াপদ
Ο খ) সমধাতুজ কর্ম
Ο গ) অসমাপিকা ক্রিয়া
Ο ঘ) দ্বিকর্মক ক্রিয়া
সঠিক উত্তর: (খ)
৮১. প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়ার কোন ভাব হয়?
Ο ক) নির্দেশক ভাব
Ο খ) সাপেক্ষ ভাব
Ο গ) উপদেশাত্মক ভাব
Ο ঘ) আকাঙ্ক্ষা ভাব
সঠিক উত্তর: (ক)
৮২. পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হলে কোন পদটি অপরিহার্য?
Ο ক) ক্রিয়াপদ
Ο খ) বিশেষ্য পদ
Ο গ) অব্যয় পদ
Ο ঘ) বিশেষণ পদ
সঠিক উত্তর: (ক)
৮৩. নির্দেশক ভাবের ক্রিয়া থাকে কোন ধরনের বাক্যে?
Ο ক) প্রাথনামূলক
Ο খ) প্রশ্নবোধক
Ο গ) আদেশমূলক
Ο ঘ) বিস্ময়সূচক
সঠিক উত্তর: (খ)
৮৪. পারভেজ বই পড়ে - এ বাক্যের ক্রিয়াটি -
Ο ক) সকর্মক
Ο খ) অকর্মক
Ο গ) দ্বিকর্মক
Ο ঘ) সমাপিকা
সঠিক উত্তর: (ক)
৮৫. এমন সুখের মরণ কে মরতে পারে - এখানে ‘মরণ’ কোন কর্ম?
Ο ক) দ্বিকর্ম
Ο খ) অকর্ম
Ο গ) প্রযোজক কর্ম
Ο ঘ) সমধাতুজ কর্ম
সঠিক উত্তর: (ঘ)
৮৬. “কাজটি শেষ করে দিলাম” - এ বাক্যের ক্রিয়া কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) সামর্থ্য
Ο খ) পূর্ণতা
Ο গ) নিরন্তরতা
Ο ঘ) ক্রমশ
সঠিক উত্তর: (খ)
৮৭. ক্রিয়ার ভাব কত প্রকার?
Ο ক) প্রকারবিহীন
Ο খ) দুই প্রকার
Ο গ) তিন প্রকার
Ο ঘ) চার প্রকার
সঠিক উত্তর: (ঘ)
৮৮. অসমাপিকা ক্রিয়া নিচের কোন বাক্যে আছে?
Ο ক) আমরা মেলায় যাই
Ο খ) সেই বেশি চায়
Ο গ) গান গেয়ে তরী বেয়ে কে আসে পাড়ে
Ο ঘ) মামা এসেছেন
সঠিক উত্তর: (গ)
৮৯. “তিনি চমৎকার বলতে পারেন” - বাক্যের ক্রিয়াটি -
Ο ক) মিশ্র ক্রিয়া
Ο খ) যৌগিক ক্রিয়া
Ο গ) অনুক্ত ক্রিয়া
Ο ঘ) নামধাতুজ ক্রিয়া
সঠিক উত্তর: (খ)
৯০. কোনটিতে প্রযোজক ক্রিয়া আছে?
Ο ক) তিনি ছেলেকে পড়াচ্ছেন
Ο খ) তোমাকে অনেকবার বলেছি
Ο গ) একি কথা শুনি
Ο ঘ) তুমি কোন কাননের ফুল
সঠিক উত্তর: (ক)
৯১. মূলকর্তার করণীয় কর্তা যাকে দিয়ে সম্পাদিত হয় তাকে কী বলে?
Ο ক) মুখ্য কর্তা
Ο খ) প্রযোজক কর্তা
Ο গ) প্রযোজ্য কর্তা
Ο ঘ) কর্মবাচ্যের কর্তা
সঠিক উত্তর: (গ)
৯২. কোন বাক্যে নির্দেশক ভাবের ক্রিয়া আছে?
Ο ক) চুপ কর
Ο খ) এক্ষুনি চলে যাও
Ο গ) কোথাও যাও
Ο ঘ) সে যাক
সঠিক উত্তর: (গ)
৯৩. কোন বাক্যে মিশ্র ক্রিয়ার ব্যবহার করা হয়েছে?
Ο ক) মাথা ঝিম্ ঝিম্ করছে
Ο খ) এখন যেতে পার
Ο গ) সাইরেন বেজে উঠল
Ο ঘ) তিনি বলতে লাগলেন
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৪১. কোন ক্রিয়া একটি অন্যটির উপর নির্ভরশীল?
Ο ক) নিষেধাত্মক ভাবের ক্রিয়া
Ο খ) সাপেক্ষ ভাবের ক্রিয়া
Ο গ) আদেশাত্মক ভাবের ক্রিয়া
Ο ঘ) অনুরোধসূচক ভাবের ক্রিয়া
সঠিক উত্তর: (খ)
৪২. “শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে।” - বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
Ο ক) নাম ধাতুর ক্রিয়া
Ο খ) প্রযোজক ক্রিয়া
Ο গ) যৌগিক ক্রিয়া
Ο ঘ) মিশ্র ক্রিয়া
সঠিক উত্তর: (গ)
৪৩. কোনটি বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?
Ο ক) তুমি ঘুমিয়েই দিন কাটালে
Ο খ) আজ বেশ এক ঘুম ঘুমালে
Ο গ) এমন মেয়ে আর দেখি নি
Ο ঘ) আমার দিন কেটে গেল
সঠিক উত্তর: (খ)
৪৪. “তিনি ফিরে এলে সবকিছুর মীমাংসা হবে” বাক্যে ক্রিয়া কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) সম্ভাবনা অর্থে
Ο খ) অনুমোদন অর্থে
Ο গ) নিরন্তরতা অর্থে
Ο ঘ) উদ্দেশ্য বুঝাতে
সঠিক উত্তর: (ক)
৪৫. নিচের কোন বাক্যটিতে আকাঙ্ক্ষা প্রকাশক ভাব ব্যক্ত হয়েছে?
Ο ক) অন্যায় কাজ করবে না
Ο খ) মিষ্টি মুখে মিষ্টি করে হাসুক
Ο গ) পড়াশোনা করলে স্টার মার্ক নেয় কে
Ο ঘ) আবার তোরা মানুষ হ
সঠিক উত্তর: (খ)
৪৬. ক্রিয়া সংঘটনের ধরন বা রীতিকে কী বলে?
Ο ক) ক্রিয়ার ভাব
Ο খ) ক্রিয়ার কাল
Ο গ) ক্রিয়ার বাচ্য
Ο ঘ) ক্রিয়ার অনুজ্ঞা
সঠিক উত্তর: (ক)
৪৭. ভাব প্রকাশের দিক দিয়ে ক্রিয়াপদকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই ভাগে
Ο খ) তিন ভাগে
Ο গ) চার ভাগে
Ο ঘ) পাঁচ ভাগে
সঠিক উত্তর: (ক)
৪৮. “আমরা বই পড়ি” - এখানে ‘পড়ি’ ক্রিয়া কোন ভাবের উদাহরণ?
Ο ক) সাধারণ নির্দেশক ভাব
Ο খ) সাপেক্ষ ভাব
Ο গ) উপদেশাত্মক ভাব
Ο ঘ) প্রশ্ন জিজ্ঞাসা ভাব
সঠিক উত্তর: (ক)
৪৯. নিচের কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ?
Ο ক) ছেলেটি বই পড়ে না
Ο খ) আকাশে চাঁদ ওঠে নাই
Ο গ) এত রাতে বাইরে যাব না
Ο ঘ) ভূতকে ভয় পাই না
সঠিক উত্তর: (গ)
৫০. কোন বাক্যটিতে সমধাতুজ/ধাত্বর্থক কর্ম রয়েছে?
Ο ক) আমি ঘুম থেকে জেগেছি
Ο খ) এমন সুখের মরণ কে মরতে পারে
Ο গ) আর কেঁদো না
Ο ঘ) দুধকে মোরা দুগ্ধ বলি
সঠিক উত্তর: (খ)
৫১. “বিদ্যুৎ চমকাচ্ছে” - কোন ক্রিয়া?
Ο ক) যৌগিক
Ο খ) প্রযোজক
Ο গ) নাম ধাতুর
Ο ঘ) মিশ্র
সঠিক উত্তর: (গ)
৫২. দেখা, শোনা কোন পদ?
Ο ক) ক্রিয়া
Ο খ) বিশেষ্য
Ο গ) বিশেষণ
Ο ঘ) অব্যয়
সঠিক উত্তর: (ক)
৫৩. ‘ঘটনাটা শুনে রাখ’ - বাক্যে কোন ক্রিয়া রয়েছে?
Ο ক) অকর্মক
Ο খ) যৌগিক
Ο গ) প্রযোজক
Ο ঘ) মিশ্র
সঠিক উত্তর: (খ)
৫৪. “আমি আহার করিলাম।” এখানে সমাপিকা ক্রিয়ার পূর্বে কোন পদ যুক্ত হয়ে একত্রে মিশ্র ক্রিয়া গঠন করেছে?
Ο ক) বিশেষ্য
Ο খ) বিশেষণ
Ο গ) ধ্বন্যাত্মক অব্যয়
Ο ঘ) নাম পদ
সঠিক উত্তর: (ক)
৫৫. পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হলে কোন ক্রিয়া অবশ্যই ব্যবহার করতে হয়?
Ο ক) যৌগিক ক্রিয়া
Ο খ) অসমাপিকাা ক্রিয়া
Ο গ) সমাপিকা ক্রিয়া
Ο ঘ) কোনোটিই নয়
সঠিক উত্তর: (গ)
৫৬. কোন বাক্যটিতে সকর্মক ক্রিয়ার ব্যবহার হয়েছে?
Ο ক) বেশ ঘুমিয়েছি
Ο খ) ছেলেটা কানে শোনে না
Ο গ) ছেলেটা কথা শোনে
Ο ঘ) আমি রাতে খাব না
সঠিক উত্তর: (গ)
৫৭. ধাত্বর্থক কর্ম রয়েছে কোন বাক্যে?
Ο ক) নাসিমা ফুল তুলছে
Ο খ) সাপুড়ে সাপ খেলায়
Ο গ) বেশ এক ঘুম ঘুমিয়েছি
Ο ঘ) বাবা আমাকে একটা কলম দিলেন
সঠিক উত্তর: (গ)
৫৮. “কাটিতে কাটিতে ধান এল বরষা।” - এই বাক্যের অসমাপিকা ক্রিয়া কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) সমকাল
Ο খ) নিরন্তরতা
Ο গ) সমাপ্তি
Ο ঘ) সূচনা
সঠিক উত্তর: (ক)
৫৯. ‘এখন গোল্লায় যাও’ - কোন ক্রিয়ার উদাহরণ?
Ο ক) যৌগিক ক্রিয়া
Ο খ) মিশ্র ক্রিয়া
Ο গ) প্রযোজক ক্রিয়া
Ο ঘ) অসমাপিকা ক্রিয়া
সঠিক উত্তর: (খ)
৬০. “বৃষ্টি আসে আসুক” - বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করে?
Ο ক) সাপেক্ষ ভাব
Ο খ) নির্দেশক ভাব
Ο গ) আকাঙ্ক্ষা প্রকাশক ভাব
Ο ঘ) অনুজ্ঞা ভাব
সঠিক উত্তর: (গ)
৬১. বাক্যে সাধারণত কোন দুটি ধাতু দ্বারা গঠিত ক্রিয়াপদ উহ্য থাকে?
Ο ক) আছ্ এবং কহ্
Ο খ) হ্ এবং কহ্
Ο গ) হ্ এবং আছ্
Ο ঘ) কহ্ এবং ল
সঠিক উত্তর: (গ)
৬২. সমধাতুজ কর্মপদ অকর্মক ক্রিয়াকে কোন ক্রিয়ায় রূপান্তরিত করে?
Ο ক) সমাপিকা ক্রিয়ায়
Ο খ) দ্বিকর্মক ক্রিয়ায়
Ο গ) সকর্মক ক্রিয়ায়
Ο ঘ) অসমাপিকা ক্রিয়ায়
সঠিক উত্তর: (গ)
৬৩. কোন বাক্যটিতে নির্দেশক ভাব প্রকাশ পেয়েছে?
Ο ক) আপনি কি আসবেন
Ο খ) মিথ্যা বলবে না
Ο গ) শিক্ষককে মান্য করবে
Ο ঘ) মানুষ হও
সঠিক উত্তর: (ক)
৬৪. দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মটিকে কী বলা হয়?
Ο ক) অপ্রধান কর্ম
Ο খ) গৌণ কর্ম
Ο গ) ধাত্বর্থক কর্ম
Ο ঘ) মুখ্য কর্ম
সঠিক উত্তর: (ঘ)
৬৫. ‘ঝম্ ঝম্ বৃষ্টি পড়ছে’ কোন ক্রিয়ার উদাহরণ?
Ο ক) যৌগিক
Ο খ) মিশ্র
Ο গ) নামধাতু
Ο ঘ) প্রযোজক
সঠিক উত্তর: (খ)
৬৬. সমাপিকা ক্রিয়া কিভাবে গঠিত হয়?
Ο ক) ধাতুর সঙ্গে বর্তমান, অতীত ও ভবিষ্যৎ কালের বিভক্তি যুক্ত হয়ে
Ο খ) ধাতুর সঙ্গে কাল নিরপেক্ষ বিভক্তি যুক্ত হয়ে
Ο গ) ধাতুর সঙ্গে বর্তমান কালের বিভক্তি যুক্ত হয়ে
Ο ঘ) ধাতুর সঙ্গে অতীত কালের বিভক্তি যুক্ত হয়ে
সঠিক উত্তর: (ক)
৬৭. “তিনি গেলে কাজ হবে” - এখানে অসমাপিকা ক্রিয়া কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) কার্যপরম্পরা
Ο খ) সাপেক্ষতা
Ο গ) বিস্ময়জ্ঞাপক
Ο ঘ) সম্ভাবনার বিকল্প
সঠিক উত্তর: (খ)
৬৮. সাধারণ ঘটনা বর্ণনা করলে বা কোনো কিছু জিজ্ঞাসা করলে ক্রিয়াপদের যে ভাব হয় তাকে কী বলে?
Ο ক) ক্রিয়ার ভাব
Ο খ) অনুজ্ঞা ভাব
Ο গ) নির্দেশক ভাব
Ο ঘ) সাপেক্ষ ভাব
সঠিক উত্তর: (গ)
৬৯. ধ্বন্যাত্মক অব্যয়ের পরে মৌলিক ধাতু যুক্ত হয়ে কোন ক্রিয়া গঠিত হয়?
Ο ক) প্রযোজক
Ο খ) মিশ্র
Ο গ) যৌগিক
Ο ঘ) নাম ধাতুর
সঠিক উত্তর: (খ)
৭০. ক্রিয়ার নির্দেশক ভাবের উদাহরণ কোনটি?
Ο ক) মিথ্যে বলবে না
Ο খ) আল্লাহ তোমার মঙ্গল করুন
Ο গ) তুমি কি বাড়ি যাবে?
Ο ঘ) পড়লে ভালো ফলাফল করতে পারবে
সঠিক উত্তর: (গ)
৭১. কোন বাক্যটির ক্রিয়া সকর্মক?
Ο ক) সন্ধ্যা হল
Ο খ) আকাশে চাঁদ দেখা যায়
Ο গ) আকাশে চাঁদ যেন মাটিতে নেমেছে
Ο ঘ) শিশুটি কাঁদছে
সঠিক উত্তর: (খ)
৭২. অনুক্ত ক্রিয়াপদ দ্বারা গঠিত বাক্য কোনটি?
Ο ক) বাগানে ফুল ফুটেছে
Ο খ) নদীতে নৌকা চলছে
Ο গ) রোদ উঠেছে
Ο ঘ) আকাশটা বেশ মেঘলা
সঠিক উত্তর: (ঘ)
৭৩. “বাগানে বেশ কমলা-লিচু ফলেছে” - এ বাক্যে ‘ফলেছে’ কোন ক্রিয়া?
Ο ক) প্রযোজক ক্রিয়া
Ο খ) যৌগিক ক্রিয়া
Ο গ) মিশ্র ক্রিয়া
Ο ঘ) নামধাতুর ক্রিয়া
সঠিক উত্তর: (ঘ)
৭৪. ‘সাপেক্ষতা’ অর্থে অসমাপিকা ক্রিয়া ব্যবহারের সঠিক উদাহরণ কোনটি?
Ο ক) আজ গেলেও যা, কাল গেলেও তা
Ο খ) তিনি গেলে কাজ হবে
Ο গ) চারটা বাজলে স্কুল ছুটি হবে
Ο ঘ) বৃষ্টিতে ভিজলে সর্দি হবে
সঠিক উত্তর: (খ)
৭৫. কোনটি মিশ্র ক্রিয়া?
Ο ক) এখন যেতে পার
Ο খ) অজগরটি ফোঁসাচ্ছে
Ο গ) এখন গোল্লায় যাও
Ο ঘ) সাইরেন বেজে উঠল
সঠিক উত্তর: (গ)
৭৬. আমি চোখে দেখি না। বাক্যটির ক্রিয়া কীরূপ?
Ο ক) সকর্মক
Ο খ) অকর্মক
Ο গ) দ্বিকর্মক
Ο ঘ) সমধাতুজকর্ম
সঠিক উত্তর: (খ)
৭৭. কোন বাক্যটি সাপেক্ষ ভাব প্রকাশ করছে?
Ο ক) আমাকে বইটি দাও
Ο খ) যদি সে যেত, আমি আসতাম
Ο গ) তোমার ইচ্ছা পূর্ণ হোক
Ο ঘ) রেবা ভালো গান করে
সঠিক উত্তর: (খ)
৭৮. কোন ধাতুর সঙ্গে পুরুষ ও কালসূচক ক্রিয়াবিভক্তি যোগে সেই ক্রিয়াপদ গঠিত হয়?
Ο ক) দ্বিকর্মক ক্রিয়া
Ο খ) মিশ্র ক্রিয়া
Ο গ) নামধাতুর ক্রিয়া
Ο ঘ) অকর্মক ক্রিয়া
সঠিক উত্তর: (গ)
৭৯. কোনটি মিশ্র ক্রিয়ার উদাহরণ?
Ο ক) তাজমহল দর্শন করলাম
Ο খ) বাঁশি বাজে
Ο গ) জনবল বসিয়ে রেখ না
Ο ঘ) কাজটি ভালো দেখায় না
সঠিক উত্তর: (ক)
৮০. আর কত খেলা খেলবে - এ বাক্যে ‘খেলা’ -
Ο ক) একটি ক্রিয়াপদ
Ο খ) সমধাতুজ কর্ম
Ο গ) অসমাপিকা ক্রিয়া
Ο ঘ) দ্বিকর্মক ক্রিয়া
সঠিক উত্তর: (খ)
৮১. প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়ার কোন ভাব হয়?
Ο ক) নির্দেশক ভাব
Ο খ) সাপেক্ষ ভাব
Ο গ) উপদেশাত্মক ভাব
Ο ঘ) আকাঙ্ক্ষা ভাব
সঠিক উত্তর: (ক)
৮২. পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হলে কোন পদটি অপরিহার্য?
Ο ক) ক্রিয়াপদ
Ο খ) বিশেষ্য পদ
Ο গ) অব্যয় পদ
Ο ঘ) বিশেষণ পদ
সঠিক উত্তর: (ক)
৮৩. নির্দেশক ভাবের ক্রিয়া থাকে কোন ধরনের বাক্যে?
Ο ক) প্রাথনামূলক
Ο খ) প্রশ্নবোধক
Ο গ) আদেশমূলক
Ο ঘ) বিস্ময়সূচক
সঠিক উত্তর: (খ)
৮৪. পারভেজ বই পড়ে - এ বাক্যের ক্রিয়াটি -
Ο ক) সকর্মক
Ο খ) অকর্মক
Ο গ) দ্বিকর্মক
Ο ঘ) সমাপিকা
সঠিক উত্তর: (ক)
৮৫. এমন সুখের মরণ কে মরতে পারে - এখানে ‘মরণ’ কোন কর্ম?
Ο ক) দ্বিকর্ম
Ο খ) অকর্ম
Ο গ) প্রযোজক কর্ম
Ο ঘ) সমধাতুজ কর্ম
সঠিক উত্তর: (ঘ)
৮৬. “কাজটি শেষ করে দিলাম” - এ বাক্যের ক্রিয়া কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) সামর্থ্য
Ο খ) পূর্ণতা
Ο গ) নিরন্তরতা
Ο ঘ) ক্রমশ
সঠিক উত্তর: (খ)
৮৭. ক্রিয়ার ভাব কত প্রকার?
Ο ক) প্রকারবিহীন
Ο খ) দুই প্রকার
Ο গ) তিন প্রকার
Ο ঘ) চার প্রকার
সঠিক উত্তর: (ঘ)
৮৮. অসমাপিকা ক্রিয়া নিচের কোন বাক্যে আছে?
Ο ক) আমরা মেলায় যাই
Ο খ) সেই বেশি চায়
Ο গ) গান গেয়ে তরী বেয়ে কে আসে পাড়ে
Ο ঘ) মামা এসেছেন
সঠিক উত্তর: (গ)
৮৯. “তিনি চমৎকার বলতে পারেন” - বাক্যের ক্রিয়াটি -
Ο ক) মিশ্র ক্রিয়া
Ο খ) যৌগিক ক্রিয়া
Ο গ) অনুক্ত ক্রিয়া
Ο ঘ) নামধাতুজ ক্রিয়া
সঠিক উত্তর: (খ)
৯০. কোনটিতে প্রযোজক ক্রিয়া আছে?
Ο ক) তিনি ছেলেকে পড়াচ্ছেন
Ο খ) তোমাকে অনেকবার বলেছি
Ο গ) একি কথা শুনি
Ο ঘ) তুমি কোন কাননের ফুল
সঠিক উত্তর: (ক)
৯১. মূলকর্তার করণীয় কর্তা যাকে দিয়ে সম্পাদিত হয় তাকে কী বলে?
Ο ক) মুখ্য কর্তা
Ο খ) প্রযোজক কর্তা
Ο গ) প্রযোজ্য কর্তা
Ο ঘ) কর্মবাচ্যের কর্তা
সঠিক উত্তর: (গ)
৯২. কোন বাক্যে নির্দেশক ভাবের ক্রিয়া আছে?
Ο ক) চুপ কর
Ο খ) এক্ষুনি চলে যাও
Ο গ) কোথাও যাও
Ο ঘ) সে যাক
সঠিক উত্তর: (গ)
৯৩. কোন বাক্যে মিশ্র ক্রিয়ার ব্যবহার করা হয়েছে?
Ο ক) মাথা ঝিম্ ঝিম্ করছে
Ο খ) এখন যেতে পার
Ο গ) সাইরেন বেজে উঠল
Ο ঘ) তিনি বলতে লাগলেন
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Bangla2