এস.এস.সি বাংলা ২য় পত্র : ক্রিয়াপদ(১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ৪র্থ অধ্যায় - ২য় পরিচ্ছেদ: ক্রিয়াপদ(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. ক্রিয়ার যে অবস্থার দ্বারা তা ঘটারধরন বা রীতি প্রকাশ পায়, তাকে কী বলে?
Ο ক) কাল
Ο খ) ভাব
Ο গ) গঠন
Ο ঘ) কারক
 সঠিক উত্তর: (খ)

 ২. যা হয় হোক - কী প্রকাশক ভাব?
Ο ক) আকাঙ্ক্ষা
Ο খ) সাপেক্ষ
Ο গ) অনুজ্ঞা
Ο ঘ) নির্দেশক
 সঠিক উত্তর: (ক)

 ৩. “তার মঙ্গল হোক।” - বাক্যের ক্রিয়াপদটি কোন ভাব প্রকাশ করে?
Ο ক) সাপেক্ষ
Ο খ) নির্দেশক
Ο গ) আকাঙ্ক্ষা
Ο ঘ) অনুজ্ঞা
 সঠিক উত্তর: (গ)

 ৪. কাল বা পুরুষবাচক ক্রিয়া বিভক্তির সাথে কী যোগ করলে ক্রিয়াপদ গঠিত হয়?
Ο ক) ধাতু
Ο খ) প্রকৃতি
Ο গ) প্রত্যয়
Ο ঘ) সন্ধি
 সঠিক উত্তর: (ক)

 ৫. প্রভাতে সূর্য উঠলে অন্ধকার দূর হয় - ‘উঠলে’ ক্রিয়াটি কোন ক্রিয়া?
Ο ক) সমাপিকা
Ο খ) অসমাপিকা
Ο গ) প্রযোজক ক্রিয়া
Ο ঘ) যৌগিক ক্রিয়া
 সঠিক উত্তর: (খ)

 ৬. কোনটি আকাঙ্ক্ষা ভাবের ক্রিয়া?
Ο ক) ভালো থাক
Ο খ) চুপ কর
Ο গ) সত্য বল
Ο ঘ) পড়তে বস
 সঠিক উত্তর: (ক)

 ৭. অসমাপিকা ক্রিয়াঘটিত বাক্যে কয় প্রকার কর্তা দেখা যায়?
Ο ক) চার প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) দুই প্রকার
Ο ঘ) পাঁচ প্রকার
 সঠিক উত্তর: (খ)

 ৮. “ডেকে দে পাষন্ড!” বাক্যটিতে ক্রিয়ার ভাবটি -
Ο ক) নির্দেশক
Ο খ) আকাঙ্ক্ষা
Ο গ) সাপেক্ষ
Ο ঘ) অনুজ্ঞাসূচক
 সঠিক উত্তর: (ঘ)

 ৯. তিনি ফুটবল খেলায় নাম করেছেন - বাক্যে ক্রিয়া পদটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া
Ο খ) যশস্বী হওয়া
Ο গ) সুযোগ পাওয়া
Ο ঘ) চেষ্টা করা
 সঠিক উত্তর: (খ)

 ১০. কোন ক্রিয়া একজনের চালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয়?
Ο ক) সকর্মক ক্রিয়া
Ο খ) অকর্মক ক্রিয়া
Ο গ) প্রযোজক ক্রিয়া
Ο ঘ) যৌগিক ক্রিয়া
 সঠিক উত্তর: (গ)

 ১১. ‘আমরা তাজমহল দর্শন করলাম’ - এই বাক্যের ক্রিয়াটি কোন শ্রেণির?
Ο ক) যৌগিক
Ο খ) প্রযোজক
Ο গ) মিশ্র
Ο ঘ) দ্বিকর্মক
 সঠিক উত্তর: (গ)

 ১২. “ভালো করে পড়লে সফল হবে” - এ বাক্যে কী বুঝাতে ক্রিয়ার সাপেক্ষ ভাবের ব্যবহার হয়েছে?
Ο ক) উদ্দেশ্য
Ο খ) সম্ভাবনা
Ο গ) ইচ্ছা
Ο ঘ) কামনা
 সঠিক উত্তর: (ক)

 ১৩. নিচের কোন বাক্যে যৌগিক ক্রিয়া ‘সমাপ্তি’ অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) কাদের সাহেব দিনাজপুর যেতে পারেন
Ο খ) মিতা গেয়ে যাচ্ছে
Ο গ) বৃষ্টি থেমে গেল
Ο ঘ) চা জুড়িয়ে যাচ্ছে
 সঠিক উত্তর: (গ)

 ১৪. কোন বাক্যে মিশ্র ক্রিয়ার প্রয়োগ আছে?
Ο ক) সাপুড়ে সাপ খেলায়
Ο খ) টিপ টিপ বৃষ্টি পড়ছে
Ο গ) অজগরটি ফোঁসাচ্ছে
Ο ঘ) ঘটনাটা শুনে রাখ
 সঠিক উত্তর: (খ)

 ১৫. “আমি এ সংবাদে দুঃখিত হলাম” - এখানে ‘দুঃখিত হলাম’ কোন ক্রিয়ার উদাহরণ?
Ο ক) মিশ্র ক্রিয়া
Ο খ) প্রযোজক ক্রিয়া
Ο গ) মৌলিক ক্রিয়া
Ο ঘ) যৌগিক ক্রিয়া
 সঠিক উত্তর: (ক)

 ১৬. কোন বাক্যে অনুক্ত ক্রিয়া আছে?
Ο ক) তোমার মা কেমন আছেন
Ο খ) আজ প্রচন্ড গরম পড়েছে
Ο গ) অরণী লক্ষ্মী মেয়ে
Ο ঘ) ঠান্ডা বাতাস বইছে
 সঠিক উত্তর: (গ)

 ১৭. সাপেক্ষ ভাবের উদাহরণ কোনটি?
Ο ক) ভালো করে পড়লে সফল হবে
Ο খ) ছাতাটা দিন তো ভাই
Ο গ) বৃষ্টি আসে আসুক
Ο ঘ) স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রেখো
 সঠিক উত্তর: (ক)

 ১৮. কোন বাক্যটি অনুজ্ঞা ভাব প্রকাশ করছে?
Ο ক) আমি বাড়ি যাই
Ο খ) মানুষের মতো মানুষ হও
Ο গ) পরিশ্রম করলে সফল হবে
Ο ঘ) তার মঙ্গল হোক
 সঠিক উত্তর: (খ)

 ১৯. ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায় - কী কী?
Ο ক) মৌলিক ধাতু ও সিদ্ধ ধাতু
Ο খ) ক্রিয়ামূল ও ক্রিয়াবিভক্তি
Ο গ) গম্ ও গঠ্ ধাতু
Ο ঘ) স্বয়ংসিদ্ধ ও মৌলিক ধাতু
 সঠিক উত্তর: (খ)

 ২০. কোন ধাতুর ক্রিয়াপদ উহ্য থাকে?
Ο ক) কর
Ο খ) দা
Ο গ) পড়
Ο ঘ) আছ্
 সঠিক উত্তর: (ঘ)

 ২১. ‘খোকাকে তুমি কাঁদিয়ো না’ - বাক্যটিতে কোন ধরনের ক্রিয়া ব্যবহৃত হয়েছে?
Ο ক) সমধাতুজ
Ο খ) সকর্মক
Ο গ) প্রযোজক
Ο ঘ) যৌগিক
 সঠিক উত্তর: (গ)

 ২২. কোন বাক্যটিতে অসমাপিকা ক্রিয়া আছে?
Ο ক) এ নদীতে প্রচুর মাছ আছে
Ο খ) আমরা হাত মুখ ধুয়ে বেড়াতে বের হব
Ο গ) রূপকথার গল্প শোন
Ο ঘ) তুমি কোথায় যাচ্ছ
 সঠিক উত্তর: (খ)

 ২৩. বাক্যের ক্রিয়াপদ ও কর্মপদ একই ধাতু থেকে গঠিত হলে, ঐ কর্মপদকে বলে -
Ο ক) দ্বিকর্মক ক্রিয়া
Ο খ) গৌণ কর্ম
Ο গ) মুখ্য কর্ম
Ο ঘ) সমধাতুজ কর্ম/ধাত্বর্থক
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪. “তোমাকে দেখে প্রীত হলাম” - কোন ক্রিয়ার উদাহরণ?
Ο ক) যৌগিক ক্রিয়া
Ο খ) প্রযোজক ক্রিয়া
Ο গ) মিশ্র ক্রিয়া
Ο ঘ) অনুক্ত ক্রিয়া
 সঠিক উত্তর: (গ)

 ২৫. আদেশ, উপদেশ, নিষেধ- এগুলো ক্রিয়ার কোন ভাব?
Ο ক) সাপেক্ষ ভাব
Ο খ) অনুজ্ঞা ভাব
Ο গ) নির্দেশক ভাব
Ο ঘ) আকাঙ্ক্ষা ভাব
 সঠিক উত্তর: (খ)

 ২৬. কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া আছে?
Ο ক) এ নদীতে প্রচুর মাছ আছে
Ο খ) আমরা হাত-মুখ ধুয়ে বেড়াতে বের হব
Ο গ) রূপকথার গল্প শোন
Ο ঘ) তুমি কোথায় যাচ্ছ
 সঠিক উত্তর: (খ)

 ২৭. “যত্ন করলে রত্ন মিলে” - এখানে ‘করলে’ কোন ক্রিয়ার উদাহরণ?
Ο ক) অনুক্ত
Ο খ) দ্বিকর্মক
Ο গ) সমাপিকা
Ο ঘ) অসমাপিকা
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮. ব্যক্তিবাচক কর্মপদটিকে কোন কর্ম বলে?
Ο ক) মুখ্য কর্ম
Ο খ) গৌণকর্ম
Ο গ) সমধাতুজ কর্ম
Ο ঘ) ধাত্বর্থক কর্ম
 সঠিক উত্তর: (খ)

 ২৯. কখনো বাক্যে ক্রিয়াপদ উহ্য বা অনুক্ত থাকতে পারে। কোনটি এর উদাহরণ?
Ο ক) কবির বই পড়ছে
Ο খ) ছেলেটা কথা শোনে
Ο গ) ইনি আমার ভাই
Ο ঘ) তোমার মা কেমন আছেন
 সঠিক উত্তর: (গ)

 ৩০. কোনটি প্রযোজক ক্রিয়ার উদাহরণ?
Ο ক) কঞ্চিটি বাঁকিয়ে ধর
Ο খ) সাইরেন বেজে উঠল
Ο গ) খোকাকে কাঁদিও না
Ο ঘ) আকাশে চাঁদ দেখি নি
 সঠিক উত্তর: (গ)

 ৩১. আকাঙ্ক্ষার ভাব কোনটি?
Ο ক) স্বাস্থ্যের প্রতি লক্ষ রেখো
Ο খ) মানুষ হও
Ο গ) তুমি আসবে
Ο ঘ) বাংলাদেশ চিরজীবী হউক
 সঠিক উত্তর: (ঘ)

 ৩২. কোনটি বিভক্তিযুক্ত ক্রিয়ার দ্বিত্ব প্রয়োগের উদাহরণ?
Ο ক) বৃষ্টিতে ভিজলে সর্দি হবে
Ο খ) এখন আমি যেতে চাই
Ο গ) লোকটাকে দৌড়াতে দেখলাম
Ο ঘ) কাটিতে কাটিতে ধান এল বরষা
 সঠিক উত্তর: (ঘ) 

৩৩. সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ কোনটি?
Ο ক) লোকটি চোখে দেখে না
Ο খ) ছেলেটি কথা বোঝে না
Ο গ) পাখি ওড়ে
Ο ঘ) সে পথে ভিক্ষা করে
 সঠিক উত্তর: (ক)

 ৩৪. দার্শনিক সত্য প্রকাশে ‘ইলে’ বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়ার ব্যবহার হয়েছে কোন বাক্যটিতে?
Ο ক) বৃষ্টিতে ভিজলে সর্দি হবে
Ο খ) একবার মরলে কি কেউ করে
Ο গ) দুইটা বাজলে স্কুল ছুটি হবে
Ο ঘ) জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫. “আমার আর থাকা হয়ে উঠলো না” - বাক্যটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) সামান্য অর্থে
Ο খ) অবিরাম অর্থে
Ο গ) সম্ভাবনা অর্থে
Ο ঘ) অভ্যাস অর্থে
 সঠিক উত্তর: (গ)

 ৩৬. কোন ক্রিয়া ধাতুর সাথে বর্তমান, অতীত বা ভবিষ্যৎ কালের বিভক্তি যুক্ত হয়ে গঠিত হয়?
Ο ক) মিশ্র ক্রিয়া
Ο খ) যৌগিক ক্রিয়া
Ο গ) সমাপিকা ক্রিয়া
Ο ঘ) অসমাপিকা ক্রিয়া
 সঠিক উত্তর: (গ)

 ৩৭. ‘সাপুড়ে সাপ খেলায়’ বাক্যে প্রযোজ্য কর্তা কোনটি?
Ο ক) সাপুড়ে
Ο খ) সাপ
Ο গ) উহ্য রয়েছে
Ο ঘ) ব্যবহার নেই
 সঠিক উত্তর: (খ)

 ৩৮. কোন বাক্যটির ক্রিয়া অকর্মক?
Ο ক) আকাশে চাঁদ উঠেছে
Ο খ) বেশ এক ঘুম ঘুমিয়েছি
Ο গ) চুপ করে থাক
Ο ঘ) মেয়েটি হাসে
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৯. ক্রিয়াপদকে ‘কী’ বা ‘কাকে’ দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাকে কী বলে?
Ο ক) কর্মপদ
Ο খ) অব্যয় পদ
Ο গ) সর্বনাম পদ
Ο ঘ) ক্রিয়া বিশেষণ
 সঠিক উত্তর: (ক)

 ৪০. ‘শিক্ষক ছাত্রদেরকে পড়াচ্ছেন’ - বাক্যটি কোন ক্রিয়ার উদাহরণ?
Ο ক) ধ্বনাত্মক ক্রিয়া
Ο খ) যৌগিক ক্রিয়া
Ο গ) প্রযোজক ক্রিয়া
Ο ঘ) সমধাতুজ ক্রিয়া
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post