ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ৪র্থ অধ্যায় - ১ম পরিচ্ছেদ: পদ-প্রকরণ(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৬১. নিম্নের কোনটি বিয়োজক অব্যয়ের উদাহরণ?
Ο ক) তিনি সৎ তাই সকলেই তাকে শ্রদ্ধা করে
Ο খ) তিনি বিদ্বান অথচ সৎ ব্যক্তি নন
Ο গ) মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন
Ο ঘ) এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পার
সঠিক উত্তর: (গ)
৬২. “মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।” - বাক্যের অব্যয়টি কোন শ্রেণিভুক্ত?
Ο ক) সমুচ্চয়ী অব্যয়
Ο খ) অনন্বয়ী অব্যয়
Ο গ) অনুকার অব্যয়
Ο ঘ) অনুসর্গ অব্যয়
সঠিক উত্তর: (ক)
৬৩. ‘নিশীথ রাতে বাজছে বাঁশি’ - ‘নিশীথ’ কোন পদ?
Ο ক) ক্রিয়া
Ο খ) বিশেষ্য
Ο গ) বিশেষণ
Ο ঘ) ক্রিয়াবিশেষণ
সঠিক উত্তর: (গ)
৬৪. সম্ভ্রমান্তক সর্বনাম পদ কোনগুলো?
Ο ক) যে, তারা, তা
Ο খ) তিনি, তা, কারা
Ο গ) তাঁরা, তাঁদের, তিনি
Ο ঘ) তুই, তোরা, তারা
সঠিক উত্তর: (গ)
৬৫. চাউল, চিনি, কাঠ, পানি - এগুলো কোন ধরনের বিশেষ্য?
Ο ক) ব্যক্তিবাচক
Ο খ) জাতিবাচক
Ο গ) বস্তুবাচক
Ο ঘ) সমষ্টিবাচক
সঠিক উত্তর: (গ)
৬৬. বাংলা অব্যয় শব্দ কোনটি?
Ο ক) আবার
Ο খ) সহসা
Ο গ) সাবাস
Ο ঘ) নইলে
সঠিক উত্তর: (ক)
৬৭. ‘ছেলেটি ভেউ ভেউ করে কাঁদছে’ - ‘ভেউ ভেউ’ কোন জাতীয় অব্যয়?
Ο ক) প্রশ্নবোধক
Ο খ) উপসর্গ
Ο গ) অনুকার
Ο ঘ) সম্বোধনসূচক
সঠিক উত্তর: (গ)
৬৮. কোনটি গুণবাচক বিশেষ্য?
Ο ক) সৌন্দর্য
Ο খ) দর্শন
Ο গ) লবণ
Ο ঘ) ভোজন
সঠিক উত্তর: (ক)
৬৯. ‘উদীয়মান’ বিশেষণটির সাথে কোন বিশেষ্য পদটি প্রযোজ্য?
Ο ক) বুদ্ধি
Ο খ) লেখক
Ο গ) যৌবন
Ο ঘ) সম্রাট
সঠিক উত্তর: (খ)
৭০. ‘আপন ভালো সবাই চায়’ - বাক্যটিতে ‘ভালো’ কী পদ?
Ο ক) বিশেষণ
Ο খ) বিশেষ্য
Ο গ) সর্বনাম
Ο ঘ) অব্যয়
সঠিক উত্তর: (খ)
৭১. নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ- এগুলো কী বাচক নাম বিশেষণ?
Ο ক) গুণবাচক
Ο খ) রূপবাচক
Ο গ) ভাববাচক
Ο ঘ) অবস্থাবাচক
সঠিক উত্তর: (খ)
৭২. অনুসর্গ অব্যয় আর কোন নামে পরিচিত?
Ο ক) পদান্বয়ী অব্যয়
Ο খ) অনুকার অব্যয়
Ο গ) অনন্বয়ী অব্যয়
Ο ঘ) নিত্য সম্বন্ধীয় অব্যয়
সঠিক উত্তর: (ক)
৭৩. ‘যে’ কোন শ্রেণির সর্বনাম শব্দ?
Ο ক) সংযোগজ্ঞাপক
Ο খ) সামীপ্যবাচক
Ο গ) অনির্দিষ্টতাজ্ঞাপক
Ο ঘ) ব্যতিহারিক
সঠিক উত্তর: (ক)
৭৪. তোমার এ পুণ্য প্রচেষ্টা সফল হোক। এখানে ‘পুণ্য’ কোন পদরূপে ব্যবহৃত হয়?
Ο ক) বিশেষ্য
Ο খ) বিশেষণ
Ο গ) অব্যয়
Ο ঘ) সর্বনাম
সঠিক উত্তর: (খ)
৭৫. ‘ঝুমঝুম’, ‘গুড়গুড়’ - এখানে কোন শ্রেণির অব্যয়?
Ο ক) সমুচ্চয়ী
Ο খ) অনন্বয়ী
Ο গ) অনুকার
Ο ঘ) অনুসর্গ
সঠিক উত্তর: (গ)
৭৬. ‘তাকেও আসতে বলেছি’ - এখানে ‘ও’ অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) সম্ভাবনায়
Ο খ) স্বীকৃতি জ্ঞাপনে
Ο গ) সংযোগ অর্থে
Ο ঘ) হতাশা অর্থে
সঠিক উত্তর: (খ)
৭৭. কোনটি সংযোগজ্ঞাপক সর্বনামের উদাহরণ?
Ο ক) তুই-তোবা
Ο খ) যারা-তারা
Ο গ) কে-কী
Ο ঘ) আপনা-আপনি
সঠিক উত্তর: (খ)
৭৮. কোনটি বিদেশি অব্যয়?
Ο ক) শাবাশ
Ο খ) বেশ বেশ
Ο গ) কন কন
Ο ঘ) অতএব
সঠিক উত্তর: (ক)
৭৯. “ছেলে তো নয় যেন ননীর পুতুল” - উক্ত বাক্যটিতে কী অর্থ প্রকাশ পেয়েছে?
Ο ক) ব্যঙ্গ প্রকাশ
Ο খ) বিরক্তি প্রকাশ
Ο গ) বিকল্প প্রকাশ
Ο ঘ) আদর প্রকাশ
সঠিক উত্তর: (ক)
৮০. কোনগুলো বিদেশি অব্যয় পদের উদাহরণ?
Ο ক) অতএব, সুতরাং
Ο খ) পুনশ্চ, নিমিত্ত
Ο গ) আলবত, মারহাবা
Ο ঘ) হঠাৎ, দৈবাৎ
সঠিক উত্তর: (গ)
৮১. পদ কয় প্রকার?
Ο ক) চার
Ο খ) পাঁচ
Ο গ) ছয়
Ο ঘ) সাত
সঠিক উত্তর: (খ)
৮২. নিচের কোনটি বিশেষণের অতিশায়ন?
Ο ক) আজ আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন
Ο খ) পদ্মা দীর্ঘতর কিন্তু মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী
Ο গ) বাঘের চেয়ে সিংহ বলবান
Ο ঘ) ধীরে ধীরে বায়ু বয়
সঠিক উত্তর: (খ)
৮৩. স্বয়ং বক্তা কোন পুরুষ?
Ο ক) নাম
Ο খ) প্রথম
Ο গ) মধ্যম
Ο ঘ) উত্তম
সঠিক উত্তর: (ঘ)
৮৪. উপসর্গ যুক্ত বিশেষণ কোনটি?
Ο ক) ঠান্ডা হাওয়া
Ο খ) আচ্ছা মানুষ
Ο গ) নির্জলা মিথ্যা
Ο ঘ) সুন্দর সকাল
সঠিক উত্তর: (গ)
৮৫. তৎসম শব্দের অতিশায়নে দুয়ের মধ্যে তুলনা বুঝাতে কোন প্রত্যয় যুক্ত হয়?
Ο ক) ইষ্ট
Ο খ) ইয়ান
Ο গ) তম
Ο ঘ) ঈয়স
সঠিক উত্তর: (ঘ)
৮৬. অভিযাত্রী, মানুষ, কল্পনা, রাজ্য - কোন পদ?
Ο ক) বিশেষ্য পদ
Ο খ) অব্যয় পদ
Ο গ) ক্রিয়াপদ
Ο ঘ) বিশেষণ পদ
সঠিক উত্তর: (ক)
৮৭. কোন পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে?
Ο ক) নাম বিশেষণ
Ο খ) ভাব বিশেষণ
Ο গ) সমাসসিদ্ধ বিশেষণ
Ο ঘ) উপসর্গযুক্ত বিশেষণ
সঠিক উত্তর: (খ)
৮৮. বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি?
Ο ক) বহর
Ο খ) গমন
Ο গ) চিনি
Ο ঘ) সুখ
সঠিক উত্তর: (গ)
৮৯. ছেলে কিংবা মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট - ‘কিংবা’ কোন পদ?
Ο ক) বিশেষ্য
Ο খ) বিশেষণ
Ο গ) অব্যয়
Ο ঘ) সর্বনাম
সঠিক উত্তর: (গ)
৯০. কোনটি রূপবাচক নাম বিশেষণ?
Ο ক) ঠান্ডা হাওয়া
Ο খ) সবুজ পাতা
Ο গ) মাটির থালা
Ο ঘ) ভরা নদী
সঠিক উত্তর: (খ)
৯১. আপসে, পরস্পর ইত্যাদি কোন ধরনের সর্বনামের উদাহরণ?
Ο ক) সাকল্যবাচক
Ο খ) সংযোগজ্ঞাপক
Ο গ) ব্যতিহারিক
Ο ঘ) দূরত্ববাচক
সঠিক উত্তর: (গ)
৯২. ‘যথা ধর্ম তথা জয়’ - এটি কোন অব্যয়ের উদাহরণ?
Ο ক) নিত্য সম্বন্ধীয় অব্যয়
Ο খ) অনুকার অব্যয়
Ο গ) বাক্যালংকার অব্যয়
Ο ঘ) বিয়োজন অব্যয়
সঠিক উত্তর: (ক)
৯৩. ভাববাচক বিশেষ্য পদ গঠনে কোন প্রত্যয় গঠিত হয়?
Ο ক) অন
Ο খ) আল
Ο গ) আই
Ο ঘ) ইয়া
সঠিক উত্তর: (ক)
৯৪. কোনটি পরিমাণবাচক বিশেষণ?
Ο ক) মেটে কলসি
Ο খ) হাজার টনী জাহাজ
Ο গ) দক্ষ কারিগর
Ο ঘ) সিকিপথ
সঠিক উত্তর: (খ)
৯৫. ‘মরি! মরি! কী সুন্দর প্রভাতের রূপ’ - এখানে অনন্বয়ী অব্যয়েকী ভাব প্রকাশ পেয়েছে?
Ο ক) যন্ত্রণা
Ο খ) উচ্ছ্বাস
Ο গ) বিরক্তি
Ο ঘ) সম্মতি
সঠিক উত্তর: (খ)
৯৬. কোন অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির ন্যায় কাজ করে?
Ο ক) বাক্যালঙ্কার অব্যয়
Ο খ) অনন্বয়ী অব্যয়
Ο গ) অনুকার অব্যয়
Ο ঘ) অনুসর্গ অব্যয়
সঠিক উত্তর: (ঘ)
৯৭. যে কোনো বিশেষ্য পদ কোন পুরুষ?
Ο ক) উত্তম পুরুষ
Ο খ) মধ্যম পুরুষ
Ο গ) মধ্যম ও নাম পুরুষ
Ο ঘ) নাম পুরুষ
সঠিক উত্তর: (ঘ)
৯৮. কোনটি সমাসসিদ্ধ বিশেষণ?
Ο ক) কবেকার কথা
Ο খ) আচ্ছা মানুষ
Ο গ) নৈতিক বল
Ο ঘ) চৌচালা ঘর
সঠিক উত্তর: (ঘ)
৯৯. বিশেষ্য পদ কত প্রকার?
Ο ক) ছয়
Ο খ) পাঁচ
Ο গ) সাত
Ο ঘ) চার
সঠিক উত্তর: (ক)
১০০. কোনটি সমষ্টিবাচক বিশেষ্য?
Ο ক) পর্বত
Ο খ) মাটি
Ο গ) মানুষ
Ο ঘ) বহর
সঠিক উত্তর: (ঘ)
১০১. ক্রিয়াজাত বিশেষণের উদাহরণ কোনটি?
Ο ক) আচ্ছা মানুষ
Ο খ) বেকার
Ο গ) মেঠো পথ
Ο ঘ) খাবার পানি
সঠিক উত্তর: (ঘ)
১০২. সৌরভ, যৌবন, সুখ ইত্যাদি কোন প্রকারের বিশেষ্য?
Ο ক) সংজ্ঞাবাচক বিশেষ্য
Ο খ) বস্তুবাচক বিশেষ্য
Ο গ) নামবাচক বিশেষ্য
Ο ঘ) গুণবাচক বিশেষ্য
সঠিক উত্তর: (ঘ)
১০৩. ‘ঠান্ডা হাওয়া’ কী বাচক বিশেষণ?
Ο ক) গুণবাচক
Ο খ) নির্দিষ্টতাবাচক
Ο গ) রূপবাচক
Ο ঘ) অবস্থাবাচক
সঠিক উত্তর: (ঘ)
১০৪. কোনটি বিশেষণ পদ?
Ο ক) রক্ত
Ο খ) রক্তাক্ত
Ο গ) আসক্তি
Ο ঘ) প্রীতি
সঠিক উত্তর: (খ)
১০৫. সর্বনামের বিভক্তিগ্রাহী রূপ কোনটি?
Ο ক) আমা
Ο খ) যাহার
Ο গ) তাহার
Ο ঘ) ইহার
সঠিক উত্তর: (ক)
১০৬. “দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে” - এই বাক্যের অব্যয়টির নাম কী?
Ο ক) অনুসর্গ অব্যয়
Ο খ) অনুকার অব্যয়
Ο গ) অনন্বয়ী অব্যয়
Ο ঘ) সমুচ্চয়ী অব্যয়
সঠিক উত্তর: (ক)
১০৭. ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’- এখানে ‘কিংবা’ অব্যয়টি কোন অব্যয়?
Ο ক) অনুকার অব্যয়
Ο খ) বিয়োজক অব্যয়
Ο গ) সমুচ্চয়ী অব্যয়
Ο ঘ) সংযোজক অব্যয়
সঠিক উত্তর: (খ)
১০৮. “সেদিন কি আর আসবে” - ‘আর’ কোন অর্থ প্রকাশ করেছে?
Ο ক) পুনরাবৃত্তি
Ο খ) নির্দেশ
Ο গ) নিরাশা
Ο ঘ) বাক্যালঙ্কার
সঠিক উত্তর: (গ)
১০৯. বিধেয় বিশেষণ কোথায় বসে?
Ο ক) বিশেষ্যের পরে
Ο খ) বিশেষণের পরে
Ο গ) বিশেষণের পূর্বে
Ο ঘ) বিশেষ্যের পূর্বে
সঠিক উত্তর: (ক)
১১০. “আমার আর থাকা হয়ে উঠল না” - বাক্যটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) সম্ভাবনা অর্থে
Ο খ) সামান্য অর্থে
Ο গ) অবিরাম অর্থে
Ο ঘ) অভ্যাস র্থে
সঠিক উত্তর: (ক)
১১১. কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয় এর উদাহরণ?
Ο ক) যত গর্জে তত বর্ষে না
Ο খ) মরি মরি, কি সুন্দর
Ο গ) প্রভাতের রূপ
Ο ঘ) অতি ভক্তি চোরের লক্ষণ
সঠিক উত্তর: (ক)
১১২. “ওগো, আজ তোরা যাসনে ঘরের বাহিরে” - এখানে ‘ওগো’ কোন অব্যয় পদ?
Ο ক) সমুচ্চয়ী
Ο খ) অনন্বয়ী
Ο গ) অনুসর্গ
Ο ঘ) অনুকার
সঠিক উত্তর: (খ)
১১৩. কোনটি ক্রিয়া বিশেষণের উদাহরণ?
Ο ক) চলন্ত গাড়ি
Ο খ) করুণাময় তুমি
Ο গ) দ্রুত চল
Ο ঘ) নীল আকাশ
সঠিক উত্তর: (গ)
১১৪. নিচের কোনটি সর্বনামের বিভক্তিগ্রাহী রূপ?
Ο ক) তুমি
Ο খ) আমি
Ο গ) তোমা
Ο ঘ) তিনি
সঠিক উত্তর: (গ)
১১৫. তিনি যাবেন, না হয় আমি যাব - এ বাক্যের ‘না’ অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) সম্ভাবনায়
Ο খ) বিকল্প প্রকাশে
Ο গ) স্বীকৃতি প্রকাশে
Ο ঘ) সংযোগ অর্থে
সঠিক উত্তর: (খ)
১১৬. ‘শনশন বায়ু বয়’ - এ বাক্যটিতে ‘শনশন’ অব্যয়টি -
Ο ক) অনুসর্গ অব্যয়
Ο খ) অনন্বয়ী অব্যয়
Ο গ) অনুকার অব্যয়
Ο ঘ) সমুচ্চয়ী অব্যয়
সঠিক উত্তর: (গ)
১১৭. কোন কোন পদের পুরুষ আছে?
Ο ক) বিশেষ্য, সর্বনাম ও অব্যয়
Ο খ) বিশেষ্য, বিশেষণ ও অব্যয়
Ο গ) বিশেষ্য, বিশেষণ ও ক্রিয়া
Ο ঘ) বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়া
সঠিক উত্তর: (ঘ)
১১৮. ‘এ এক বিরাট সত্য’ - এখানে ‘সত্য’ কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
Ο ক) বিশেষ্যরূপে
Ο খ) অব্যয়রূপে
Ο গ) বিশেষণরূপে
Ο ঘ) বিশেষণের বিশেষণরূপে
সঠিক উত্তর: (ক)
১১৯. অংশবাচক বিশেষণের উদাহরণ হলো -
Ο ক) সত্তর পৃষ্ঠা
Ο খ) পাঁচ শতাংশ ভূমি
Ο গ) শ টাকা
Ο ঘ) সিকি পথ
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৬১. নিম্নের কোনটি বিয়োজক অব্যয়ের উদাহরণ?
Ο ক) তিনি সৎ তাই সকলেই তাকে শ্রদ্ধা করে
Ο খ) তিনি বিদ্বান অথচ সৎ ব্যক্তি নন
Ο গ) মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন
Ο ঘ) এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পার
সঠিক উত্তর: (গ)
৬২. “মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।” - বাক্যের অব্যয়টি কোন শ্রেণিভুক্ত?
Ο ক) সমুচ্চয়ী অব্যয়
Ο খ) অনন্বয়ী অব্যয়
Ο গ) অনুকার অব্যয়
Ο ঘ) অনুসর্গ অব্যয়
সঠিক উত্তর: (ক)
৬৩. ‘নিশীথ রাতে বাজছে বাঁশি’ - ‘নিশীথ’ কোন পদ?
Ο ক) ক্রিয়া
Ο খ) বিশেষ্য
Ο গ) বিশেষণ
Ο ঘ) ক্রিয়াবিশেষণ
সঠিক উত্তর: (গ)
৬৪. সম্ভ্রমান্তক সর্বনাম পদ কোনগুলো?
Ο ক) যে, তারা, তা
Ο খ) তিনি, তা, কারা
Ο গ) তাঁরা, তাঁদের, তিনি
Ο ঘ) তুই, তোরা, তারা
সঠিক উত্তর: (গ)
৬৫. চাউল, চিনি, কাঠ, পানি - এগুলো কোন ধরনের বিশেষ্য?
Ο ক) ব্যক্তিবাচক
Ο খ) জাতিবাচক
Ο গ) বস্তুবাচক
Ο ঘ) সমষ্টিবাচক
সঠিক উত্তর: (গ)
৬৬. বাংলা অব্যয় শব্দ কোনটি?
Ο ক) আবার
Ο খ) সহসা
Ο গ) সাবাস
Ο ঘ) নইলে
সঠিক উত্তর: (ক)
৬৭. ‘ছেলেটি ভেউ ভেউ করে কাঁদছে’ - ‘ভেউ ভেউ’ কোন জাতীয় অব্যয়?
Ο ক) প্রশ্নবোধক
Ο খ) উপসর্গ
Ο গ) অনুকার
Ο ঘ) সম্বোধনসূচক
সঠিক উত্তর: (গ)
৬৮. কোনটি গুণবাচক বিশেষ্য?
Ο ক) সৌন্দর্য
Ο খ) দর্শন
Ο গ) লবণ
Ο ঘ) ভোজন
সঠিক উত্তর: (ক)
৬৯. ‘উদীয়মান’ বিশেষণটির সাথে কোন বিশেষ্য পদটি প্রযোজ্য?
Ο ক) বুদ্ধি
Ο খ) লেখক
Ο গ) যৌবন
Ο ঘ) সম্রাট
সঠিক উত্তর: (খ)
৭০. ‘আপন ভালো সবাই চায়’ - বাক্যটিতে ‘ভালো’ কী পদ?
Ο ক) বিশেষণ
Ο খ) বিশেষ্য
Ο গ) সর্বনাম
Ο ঘ) অব্যয়
সঠিক উত্তর: (খ)
৭১. নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ- এগুলো কী বাচক নাম বিশেষণ?
Ο ক) গুণবাচক
Ο খ) রূপবাচক
Ο গ) ভাববাচক
Ο ঘ) অবস্থাবাচক
সঠিক উত্তর: (খ)
৭২. অনুসর্গ অব্যয় আর কোন নামে পরিচিত?
Ο ক) পদান্বয়ী অব্যয়
Ο খ) অনুকার অব্যয়
Ο গ) অনন্বয়ী অব্যয়
Ο ঘ) নিত্য সম্বন্ধীয় অব্যয়
সঠিক উত্তর: (ক)
৭৩. ‘যে’ কোন শ্রেণির সর্বনাম শব্দ?
Ο ক) সংযোগজ্ঞাপক
Ο খ) সামীপ্যবাচক
Ο গ) অনির্দিষ্টতাজ্ঞাপক
Ο ঘ) ব্যতিহারিক
সঠিক উত্তর: (ক)
৭৪. তোমার এ পুণ্য প্রচেষ্টা সফল হোক। এখানে ‘পুণ্য’ কোন পদরূপে ব্যবহৃত হয়?
Ο ক) বিশেষ্য
Ο খ) বিশেষণ
Ο গ) অব্যয়
Ο ঘ) সর্বনাম
সঠিক উত্তর: (খ)
৭৫. ‘ঝুমঝুম’, ‘গুড়গুড়’ - এখানে কোন শ্রেণির অব্যয়?
Ο ক) সমুচ্চয়ী
Ο খ) অনন্বয়ী
Ο গ) অনুকার
Ο ঘ) অনুসর্গ
সঠিক উত্তর: (গ)
৭৬. ‘তাকেও আসতে বলেছি’ - এখানে ‘ও’ অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) সম্ভাবনায়
Ο খ) স্বীকৃতি জ্ঞাপনে
Ο গ) সংযোগ অর্থে
Ο ঘ) হতাশা অর্থে
সঠিক উত্তর: (খ)
৭৭. কোনটি সংযোগজ্ঞাপক সর্বনামের উদাহরণ?
Ο ক) তুই-তোবা
Ο খ) যারা-তারা
Ο গ) কে-কী
Ο ঘ) আপনা-আপনি
সঠিক উত্তর: (খ)
৭৮. কোনটি বিদেশি অব্যয়?
Ο ক) শাবাশ
Ο খ) বেশ বেশ
Ο গ) কন কন
Ο ঘ) অতএব
সঠিক উত্তর: (ক)
৭৯. “ছেলে তো নয় যেন ননীর পুতুল” - উক্ত বাক্যটিতে কী অর্থ প্রকাশ পেয়েছে?
Ο ক) ব্যঙ্গ প্রকাশ
Ο খ) বিরক্তি প্রকাশ
Ο গ) বিকল্প প্রকাশ
Ο ঘ) আদর প্রকাশ
সঠিক উত্তর: (ক)
৮০. কোনগুলো বিদেশি অব্যয় পদের উদাহরণ?
Ο ক) অতএব, সুতরাং
Ο খ) পুনশ্চ, নিমিত্ত
Ο গ) আলবত, মারহাবা
Ο ঘ) হঠাৎ, দৈবাৎ
সঠিক উত্তর: (গ)
৮১. পদ কয় প্রকার?
Ο ক) চার
Ο খ) পাঁচ
Ο গ) ছয়
Ο ঘ) সাত
সঠিক উত্তর: (খ)
৮২. নিচের কোনটি বিশেষণের অতিশায়ন?
Ο ক) আজ আমাদের কঠিন পরিশ্রমের প্রয়োজন
Ο খ) পদ্মা দীর্ঘতর কিন্তু মেঘনা বাংলাদেশের দীর্ঘতম নদী
Ο গ) বাঘের চেয়ে সিংহ বলবান
Ο ঘ) ধীরে ধীরে বায়ু বয়
সঠিক উত্তর: (খ)
৮৩. স্বয়ং বক্তা কোন পুরুষ?
Ο ক) নাম
Ο খ) প্রথম
Ο গ) মধ্যম
Ο ঘ) উত্তম
সঠিক উত্তর: (ঘ)
৮৪. উপসর্গ যুক্ত বিশেষণ কোনটি?
Ο ক) ঠান্ডা হাওয়া
Ο খ) আচ্ছা মানুষ
Ο গ) নির্জলা মিথ্যা
Ο ঘ) সুন্দর সকাল
সঠিক উত্তর: (গ)
৮৫. তৎসম শব্দের অতিশায়নে দুয়ের মধ্যে তুলনা বুঝাতে কোন প্রত্যয় যুক্ত হয়?
Ο ক) ইষ্ট
Ο খ) ইয়ান
Ο গ) তম
Ο ঘ) ঈয়স
সঠিক উত্তর: (ঘ)
৮৬. অভিযাত্রী, মানুষ, কল্পনা, রাজ্য - কোন পদ?
Ο ক) বিশেষ্য পদ
Ο খ) অব্যয় পদ
Ο গ) ক্রিয়াপদ
Ο ঘ) বিশেষণ পদ
সঠিক উত্তর: (ক)
৮৭. কোন পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে?
Ο ক) নাম বিশেষণ
Ο খ) ভাব বিশেষণ
Ο গ) সমাসসিদ্ধ বিশেষণ
Ο ঘ) উপসর্গযুক্ত বিশেষণ
সঠিক উত্তর: (খ)
৮৮. বস্তু বা দ্রব্যবাচক বিশেষ্যের উদাহরণ কোনটি?
Ο ক) বহর
Ο খ) গমন
Ο গ) চিনি
Ο ঘ) সুখ
সঠিক উত্তর: (গ)
৮৯. ছেলে কিংবা মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট - ‘কিংবা’ কোন পদ?
Ο ক) বিশেষ্য
Ο খ) বিশেষণ
Ο গ) অব্যয়
Ο ঘ) সর্বনাম
সঠিক উত্তর: (গ)
৯০. কোনটি রূপবাচক নাম বিশেষণ?
Ο ক) ঠান্ডা হাওয়া
Ο খ) সবুজ পাতা
Ο গ) মাটির থালা
Ο ঘ) ভরা নদী
সঠিক উত্তর: (খ)
৯১. আপসে, পরস্পর ইত্যাদি কোন ধরনের সর্বনামের উদাহরণ?
Ο ক) সাকল্যবাচক
Ο খ) সংযোগজ্ঞাপক
Ο গ) ব্যতিহারিক
Ο ঘ) দূরত্ববাচক
সঠিক উত্তর: (গ)
৯২. ‘যথা ধর্ম তথা জয়’ - এটি কোন অব্যয়ের উদাহরণ?
Ο ক) নিত্য সম্বন্ধীয় অব্যয়
Ο খ) অনুকার অব্যয়
Ο গ) বাক্যালংকার অব্যয়
Ο ঘ) বিয়োজন অব্যয়
সঠিক উত্তর: (ক)
৯৩. ভাববাচক বিশেষ্য পদ গঠনে কোন প্রত্যয় গঠিত হয়?
Ο ক) অন
Ο খ) আল
Ο গ) আই
Ο ঘ) ইয়া
সঠিক উত্তর: (ক)
৯৪. কোনটি পরিমাণবাচক বিশেষণ?
Ο ক) মেটে কলসি
Ο খ) হাজার টনী জাহাজ
Ο গ) দক্ষ কারিগর
Ο ঘ) সিকিপথ
সঠিক উত্তর: (খ)
৯৫. ‘মরি! মরি! কী সুন্দর প্রভাতের রূপ’ - এখানে অনন্বয়ী অব্যয়েকী ভাব প্রকাশ পেয়েছে?
Ο ক) যন্ত্রণা
Ο খ) উচ্ছ্বাস
Ο গ) বিরক্তি
Ο ঘ) সম্মতি
সঠিক উত্তর: (খ)
৯৬. কোন অব্যয় বিশেষ্য ও সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির ন্যায় কাজ করে?
Ο ক) বাক্যালঙ্কার অব্যয়
Ο খ) অনন্বয়ী অব্যয়
Ο গ) অনুকার অব্যয়
Ο ঘ) অনুসর্গ অব্যয়
সঠিক উত্তর: (ঘ)
৯৭. যে কোনো বিশেষ্য পদ কোন পুরুষ?
Ο ক) উত্তম পুরুষ
Ο খ) মধ্যম পুরুষ
Ο গ) মধ্যম ও নাম পুরুষ
Ο ঘ) নাম পুরুষ
সঠিক উত্তর: (ঘ)
৯৮. কোনটি সমাসসিদ্ধ বিশেষণ?
Ο ক) কবেকার কথা
Ο খ) আচ্ছা মানুষ
Ο গ) নৈতিক বল
Ο ঘ) চৌচালা ঘর
সঠিক উত্তর: (ঘ)
৯৯. বিশেষ্য পদ কত প্রকার?
Ο ক) ছয়
Ο খ) পাঁচ
Ο গ) সাত
Ο ঘ) চার
সঠিক উত্তর: (ক)
১০০. কোনটি সমষ্টিবাচক বিশেষ্য?
Ο ক) পর্বত
Ο খ) মাটি
Ο গ) মানুষ
Ο ঘ) বহর
সঠিক উত্তর: (ঘ)
১০১. ক্রিয়াজাত বিশেষণের উদাহরণ কোনটি?
Ο ক) আচ্ছা মানুষ
Ο খ) বেকার
Ο গ) মেঠো পথ
Ο ঘ) খাবার পানি
সঠিক উত্তর: (ঘ)
১০২. সৌরভ, যৌবন, সুখ ইত্যাদি কোন প্রকারের বিশেষ্য?
Ο ক) সংজ্ঞাবাচক বিশেষ্য
Ο খ) বস্তুবাচক বিশেষ্য
Ο গ) নামবাচক বিশেষ্য
Ο ঘ) গুণবাচক বিশেষ্য
সঠিক উত্তর: (ঘ)
১০৩. ‘ঠান্ডা হাওয়া’ কী বাচক বিশেষণ?
Ο ক) গুণবাচক
Ο খ) নির্দিষ্টতাবাচক
Ο গ) রূপবাচক
Ο ঘ) অবস্থাবাচক
সঠিক উত্তর: (ঘ)
১০৪. কোনটি বিশেষণ পদ?
Ο ক) রক্ত
Ο খ) রক্তাক্ত
Ο গ) আসক্তি
Ο ঘ) প্রীতি
সঠিক উত্তর: (খ)
১০৫. সর্বনামের বিভক্তিগ্রাহী রূপ কোনটি?
Ο ক) আমা
Ο খ) যাহার
Ο গ) তাহার
Ο ঘ) ইহার
সঠিক উত্তর: (ক)
১০৬. “দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে” - এই বাক্যের অব্যয়টির নাম কী?
Ο ক) অনুসর্গ অব্যয়
Ο খ) অনুকার অব্যয়
Ο গ) অনন্বয়ী অব্যয়
Ο ঘ) সমুচ্চয়ী অব্যয়
সঠিক উত্তর: (ক)
১০৭. ‘মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন’- এখানে ‘কিংবা’ অব্যয়টি কোন অব্যয়?
Ο ক) অনুকার অব্যয়
Ο খ) বিয়োজক অব্যয়
Ο গ) সমুচ্চয়ী অব্যয়
Ο ঘ) সংযোজক অব্যয়
সঠিক উত্তর: (খ)
১০৮. “সেদিন কি আর আসবে” - ‘আর’ কোন অর্থ প্রকাশ করেছে?
Ο ক) পুনরাবৃত্তি
Ο খ) নির্দেশ
Ο গ) নিরাশা
Ο ঘ) বাক্যালঙ্কার
সঠিক উত্তর: (গ)
১০৯. বিধেয় বিশেষণ কোথায় বসে?
Ο ক) বিশেষ্যের পরে
Ο খ) বিশেষণের পরে
Ο গ) বিশেষণের পূর্বে
Ο ঘ) বিশেষ্যের পূর্বে
সঠিক উত্তর: (ক)
১১০. “আমার আর থাকা হয়ে উঠল না” - বাক্যটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) সম্ভাবনা অর্থে
Ο খ) সামান্য অর্থে
Ο গ) অবিরাম অর্থে
Ο ঘ) অভ্যাস র্থে
সঠিক উত্তর: (ক)
১১১. কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয় এর উদাহরণ?
Ο ক) যত গর্জে তত বর্ষে না
Ο খ) মরি মরি, কি সুন্দর
Ο গ) প্রভাতের রূপ
Ο ঘ) অতি ভক্তি চোরের লক্ষণ
সঠিক উত্তর: (ক)
১১২. “ওগো, আজ তোরা যাসনে ঘরের বাহিরে” - এখানে ‘ওগো’ কোন অব্যয় পদ?
Ο ক) সমুচ্চয়ী
Ο খ) অনন্বয়ী
Ο গ) অনুসর্গ
Ο ঘ) অনুকার
সঠিক উত্তর: (খ)
১১৩. কোনটি ক্রিয়া বিশেষণের উদাহরণ?
Ο ক) চলন্ত গাড়ি
Ο খ) করুণাময় তুমি
Ο গ) দ্রুত চল
Ο ঘ) নীল আকাশ
সঠিক উত্তর: (গ)
১১৪. নিচের কোনটি সর্বনামের বিভক্তিগ্রাহী রূপ?
Ο ক) তুমি
Ο খ) আমি
Ο গ) তোমা
Ο ঘ) তিনি
সঠিক উত্তর: (গ)
১১৫. তিনি যাবেন, না হয় আমি যাব - এ বাক্যের ‘না’ অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) সম্ভাবনায়
Ο খ) বিকল্প প্রকাশে
Ο গ) স্বীকৃতি প্রকাশে
Ο ঘ) সংযোগ অর্থে
সঠিক উত্তর: (খ)
১১৬. ‘শনশন বায়ু বয়’ - এ বাক্যটিতে ‘শনশন’ অব্যয়টি -
Ο ক) অনুসর্গ অব্যয়
Ο খ) অনন্বয়ী অব্যয়
Ο গ) অনুকার অব্যয়
Ο ঘ) সমুচ্চয়ী অব্যয়
সঠিক উত্তর: (গ)
১১৭. কোন কোন পদের পুরুষ আছে?
Ο ক) বিশেষ্য, সর্বনাম ও অব্যয়
Ο খ) বিশেষ্য, বিশেষণ ও অব্যয়
Ο গ) বিশেষ্য, বিশেষণ ও ক্রিয়া
Ο ঘ) বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়া
সঠিক উত্তর: (ঘ)
১১৮. ‘এ এক বিরাট সত্য’ - এখানে ‘সত্য’ কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
Ο ক) বিশেষ্যরূপে
Ο খ) অব্যয়রূপে
Ο গ) বিশেষণরূপে
Ο ঘ) বিশেষণের বিশেষণরূপে
সঠিক উত্তর: (ক)
১১৯. অংশবাচক বিশেষণের উদাহরণ হলো -
Ο ক) সত্তর পৃষ্ঠা
Ο খ) পাঁচ শতাংশ ভূমি
Ο গ) শ টাকা
Ο ঘ) সিকি পথ
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
SSC Bangla2