এস.এস.সি বাংলা ২য় পত্র : পদ-প্রকরণ(১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ৪র্থ অধ্যায় - ১ম পরিচ্ছেদ: পদ-প্রকরণ(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. সামান্যতা বোঝাতে বিশেষণ শব্দযুগলের বিশেষণ হিসেবে ব্যবহার হয়েছে কোনটিতে?
Ο ক) কালো কালো চেহারা
Ο খ) কবি কবি ভাব
Ο গ) রাশি রাশি ধান
Ο ঘ) গরম গরম জিলাপি
 সঠিক উত্তর: (খ)

 ২. মাহমুদ ভাল ছেলে - ‘ভাল’ কোন পদ?
Ο ক) বিশেষ্য
Ο খ) বিশেষণ
Ο গ) ক্রিয়া
Ο ঘ) ক্রিয়া বিশেষণ
 সঠিক উত্তর: (খ)

 ৩. “ছি ছি, তুমি এত নীচ” - এ বাক্যের ‘ছি ছি’ অনন্বয়ী অব্যয় দ্বারা অর্থ প্রকাশ পেয়েছে -
Ο ক) উচ্ছ্বাস
Ο খ) বিরক্তি
Ο গ) ঘৃণা
Ο ঘ) যন্ত্রণা
 সঠিক উত্তর: (গ)

 ৪. কোন শব্দটি আই প্রত্যয়যোগে গঠিত বিশেষণ পদ?
Ο ক) বড়াই
Ο খ) চড়াই
Ο গ) মিঠাই
Ο ঘ) চোরাই
 সঠিক উত্তর: (ঘ)

 ৫. নাম পুরুষের সম্ভ্রমাত্মক রূপের সর্বনাম কোনটি?
Ο ক) তারা
Ο খ) তাঁকে
Ο গ) আপনি
Ο ঘ) মম
 সঠিক উত্তর: (খ)

 ৬. কী আপদ! লোকটা যে পিছু ছাড়ে না। - এখানে কোন অর্থে অব্যয়ের প্রয়োগ হয়েছে?
Ο ক) ঘৃণা প্রকাশে
Ο খ) যন্ত্রণা প্রকাশে
Ο গ) সম্মতি প্রকাশে
Ο ঘ) সম্বোধনে
 সঠিক উত্তর: (খ)

 ৭. ‘পাথুরে মূর্তি’ এ পদটি কোন ধরনের বিশেষণের উদাহরণ?
Ο ক) উপাদানবাচক
Ο খ) রূপবাচক
Ο গ) অবস্থাবাচক
Ο ঘ) গুণবাচক
 সঠিক উত্তর: (ক)

 ৮. মুখ যেন পদ্মফুল - এ বাক্যে ‘যেন’ অব্যয়টি কী অর্থ প্রকাশ করছে?
Ο ক) উপমা
Ο খ) তুলনা
Ο গ) প্রার্থনা
Ο ঘ) নিরাশা
 সঠিক উত্তর: (ক)

 ৯. ‘সে’ এর বিভক্তিগ্রাহী রূপ কী?
Ο ক) তিনি
Ο খ) যিনি
Ο গ) তা
Ο ঘ) তো
 সঠিক উত্তর: (গ)

 ১০. অনুসর্গ অব্যয় কোন নামে পরিচিত?
Ο ক) অনুকার অব্যয়
Ο খ) অনন্বয়ী অব্যয়
Ο গ) নিত্যসম্বন্ধীয় অব্যয়
Ο ঘ) পদান্বয়ীঅব্যয়
 সঠিক উত্তর: (ঘ)

 ১১. উপাস্যের প্রতি সাধারণত কোন সর্বনাম প্রযুক্ত হয়?
Ο ক) তুমি
Ο খ) তুই
Ο গ) আপনি
Ο ঘ) উপরের সবগুলো
 সঠিক উত্তর: (ক)

 ১২. সামীপ্যবাচক সর্বনাম কোনগুলো?
Ο ক) সব, সকল, তাবৎ
Ο খ) ইরা, ইহারা, ইনি
Ο গ) ঐ, ঐসব, সব
Ο ঘ) নিজে, খোদ, আপনি
 সঠিক উত্তর: (খ)

 ১৩. অনুপস্থিত বা পরোক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তিকে কোন পুরুষ বলা হয়?
Ο ক) উত্তম পুরুষ
Ο খ) মধ্যম পুরুষ
Ο গ) নাম পুরুষ
Ο ঘ) পরোক্ষ পুরুষ
 সঠিক উত্তর: (গ)

 ১৪. নিশ্চয়ই, আলবত কোন শ্রেণির অব্যয়?
Ο ক) অনন্বয়ী
Ο খ) অনুকার
Ο গ) অনুসর্গ
Ο ঘ) সমুচ্চয়ী
 সঠিক উত্তর: (ক)

 ১৫. ‘তিনি সৎ, তাই সকলেই তাঁকে শ্রদ্ধা করে’ - এখানে ‘তাই’ অব্যয়টি -
Ο ক) সংযোজক অব্যয়
Ο খ) বিয়োজক অব্যয়
Ο গ) সমুচ্চয়ী
Ο ঘ) সংকোচক অব্যয়
 সঠিক উত্তর: (ক)

 ১৬. ‘সমিতি’ কোন বিশেষ্যের উদাহরণ?
Ο ক) নামবাচক বিশেষ্য
Ο খ) জাতিবাচক বিশেষ্য
Ο গ) সমষ্টিবাচক বিশেষ্য
Ο ঘ) গুণবাচক বিশেষ্য
 সঠিক উত্তর: (গ)

 ১৭. ‘গীতাঞ্জলী’, ‘বিশ্বনবী’ কোন ধরনের বিশেষ্য পদ?
Ο ক) সংজ্ঞাবাচক
Ο খ) গুণবাচক
Ο গ) বস্তুবাচক
Ο ঘ) সমষ্টিবাচক
 সঠিক উত্তর: (ক)

 ১৮. “তোমাকে নিয়ে কী মুশকিলেই না পড়লাম।” - এ বাক্যটিতে কী অর্থ প্রকাশ পেয়েছে?
Ο ক) বিড়ম্বনা
Ο খ) বিরক্তি
Ο গ) ক্ষোভ
Ο ঘ) ঘৃণা
 সঠিক উত্তর: (ক)

 ১৯. কোনটি বিশেষ্য পদ?
Ο ক) বৈচিত্র্য
Ο খ) বিচিত্র
Ο গ) বিশিষ্ট
Ο ঘ) প্রকৃত
 সঠিক উত্তর: (ক)

 ২০. বাক্যের বিধেয় বিশেষণ কোথায় বসে?
Ο ক) সমাপিকা ক্রিয়ার পরে
Ο খ) বিশেষ্যের পরে
Ο গ) বিশেষ্যের পূর্বে
Ο ঘ) কর্মের পরে
 সঠিক উত্তর: (গ)

 ২১. ‘হাসেম কিংবা কাসেম এর জন্যে দায়ী’ - এখানে ‘কিংবা’ কোন অব্যয়?
Ο ক) সমুচ্চয়ী অব্যয়
Ο খ) সংযোজক অব্যয়
Ο গ) বিয়োজক অব্যয়
Ο ঘ) সংকোচক অব্যয়
 সঠিক উত্তর: (গ)

 ২২. ‘সোনার তরী’, ‘বিষের বাঁশি’, ‘নকশী কাঁথার মাঠ’ - এগুলো কোন শ্রেণির বিশেষ্য?
Ο ক) গুণবাচক
Ο খ) সংজ্ঞাবাচক
Ο গ) বস্তুবাচক
Ο ঘ) ভাববাচক
 সঠিক উত্তর: (খ)

 ২৩. কী আপদ! লোকটা যে পিছু ছাড়ে না। - ‘কী আপদ’ কোন পদ?
Ο ক) অব্যয়
Ο খ) বিশেষণ
Ο গ) সম্বোধন পদ
Ο ঘ) বিশেষ্য
 সঠিক উত্তর: (ক)

 ২৪. নিচের কোন বাক্যে বিশেষণের বিশেষণ রয়েছে?
Ο ক) ঘোড়া খুব দ্রুত চলে
Ο খ) ধীরে চলো
Ο গ) সে গুণবান
Ο ঘ) তারা পরিশ্রমী
 সঠিক উত্তর: (ক)

 ২৫. কোন বাক্যে অনন্বয়ী অব্যয়ের ব্যবহার হয়েছে?
Ο ক) বাঃ কী সুন্দর পাখি
Ο খ) বেলা যে পড়ে এল
Ο গ) ঝমঝম করে বৃষ্টি নামল
Ο ঘ) যত গর্জে তত বর্ষে না
 সঠিক উত্তর: (ক)

 ২৬. ‘পুরুষ’ ব্যাকরণের কিরূপ শব্দ?
Ο ক) প্রাতিপাদিক শব্দ
Ο খ) প্রতিশব্দ
Ο গ) পারিভাষিক শব্দ
Ο ঘ) দ্বিরুক্ত শব্দ
 সঠিক উত্তর: (গ)

 ২৭. ‘করুণাময় তুমি’ - এখানে ‘করুণাময়’ কোন বিশেষণ?
Ο ক) বিশেষ্যর বিশেষণ
Ο খ) বাক্যের বিশেষণ
Ο গ) সর্বনামের বিশেষণ
Ο ঘ) ক্রিয়া বিশেষণ
 সঠিক উত্তর: (গ)

 ২৮. ‘স্বর্ণময় পাত্র’ - এ পদটি কোন ধরনের বিশেষণের উদাহরণ?
Ο ক) রূপবাচক
Ο খ) গুণবাচক
Ο গ) অবস্থাবাচক
Ο ঘ) উপাদানবাচক
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯. নিচের কোনগুলো খাঁটি বাংলা অব্যয় শব্দ?
Ο ক) আবার, আর
Ο খ) যদি, তথা
Ο গ) খুব, খাসা
Ο ঘ) কুহু, ঘেউ
 সঠিক উত্তর: (ক)

 ৩০. পদ প্রথমত দুই প্রকার; যথা -
Ο ক) বিশেষ্য ও বিশেষণ
Ο খ) সব্যয় ও অব্যয়
Ο গ) নাম ও ক্রিয়া
Ο ঘ) অব্যয় ও ধন্যাত্মক অব্যয়
 সঠিক উত্তর: (খ)

 ৩১. ‘যেমন কর্ম তেমন ফল’ - বাক্যে কোন ধরনের অব্যয় ব্যবহৃত হয়েছে?
Ο ক) নিত্য সম্বন্ধীয়
Ο খ) অনুকার
Ο গ) অনন্বয়ী
Ο ঘ) বাক্যালংকার
 সঠিক উত্তর: (ক)

 ৩২. অপরিবর্তনীয় শব্দকে কোন পদ বলে?
Ο ক) অব্যয় পদ
Ο খ) ক্রিয়াপদ
Ο গ) সর্বনাম পদ
Ο ঘ) অনুক্ত ক্রিযাপদ
 সঠিক উত্তর: (ক)

 ৩৩. “আপনি যা জানেন তা তো ঠিকই বটে।” - বাক্যটিতে অনুন্বয়ী অব্যয় কোনটি?
Ο ক) যা
Ο খ) তা
Ο গ) আপনি
Ο ঘ) তো
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪. কোনটি জাতিবাচক বিশেষ্য?
Ο ক) পর্বত
Ο খ) মাটি
Ο গ) জনতা
Ο ঘ) বহর
 সঠিক উত্তর: (ক)

 ৩৫. কোন কোন পদের পুরুষ নেই?
Ο ক) বিশেষ্য ও অব্যয়
Ο খ) ক্রিয়া ও অব্যয়
Ο গ) ক্রিয়া ও বিশেষণ
Ο ঘ) বিশেষণ ও অব্যয়
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬. সব্যয় পদ কত প্রকার?
Ο ক) তিন প্রকার
Ο খ) দু’প্রকার
Ο গ) চার প্রকার
Ο ঘ) পাঁচ প্রকার
 সঠিক উত্তর: (গ)

 ৩৭. “আপন ভালো পাগলেও বুঝে” - এখানে ‘ভালো’ কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে?
Ο ক) সর্বনাম
Ο খ) বিশেষ্য
Ο গ) বিশেষণ
Ο ঘ) অব্যয়
 সঠিক উত্তর: (খ)

 ৩৮. ‘উঃ! পায়ে বড্ড লেগেছে - এই অনন্বয়ী অব্যয় কী প্রকাশে ব্যবহৃত হয়েছে?
Ο ক) ঘৃণা
Ο খ) বিরক্তি
Ο গ) যন্ত্রণা
Ο ঘ) উচ্ছ্বাস
 সঠিক উত্তর: (গ)

 ৩৯. নবম শ্রেণি, প্রথমা কন্যা - এখানে নবম, প্রথমা কোন জাতীয় বিশেষণ?
Ο ক) ক্রমবাচক
Ο খ) সমষ্টিবাচক
Ο গ) পরিমাণবাচক
Ο ঘ) সংখ্যাবাচক
 সঠিক উত্তর: (ক)

 ৪০. কার পরিবর্তে উত্তম পুরুষ ব্যবহৃত হয়?
Ο ক) স্বয়ং বক্তা
Ο খ) শ্রোতা
Ο গ) অনুপস্থিত ব্যক্তি
Ο ঘ) কোনোটিই নয়
 সঠিক উত্তর: (ক)

 ৪১. “এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পা “ - বাক্যে কী ধরনের অব্যয়ের ব্যবহার ঘটেছে?
Ο ক) সংযোজক
Ο খ) বিয়োজক
Ο গ) সংকোচক
Ο ঘ) অনুগামী সমুচ্চয়ী
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২. কোনটি নিত্য সম্বন্ধীয় অব্যয়ের উদাহরণ?
Ο ক) অতি ভক্তি চোরের লক্ষণ
Ο খ) যত গর্জে তত বর্ষে না
Ο গ) ওদিকে আর যাব না
Ο ঘ) এত চেষ্টাতেও হলো না
 সঠিক উত্তর: (খ)

 ৪৩. কোনটি ভাববাচক বিশেষ্য?
Ο ক) মাইকেল
Ο খ) লন্ডন
Ο গ) তারল্য
Ο ঘ) দর্শন
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৪. ‘আকাশে চাঁদ দেখি নে’ - এ বাক্যে ব্যবহৃত সকর্মক ক্রিয়ার অকর্মক রূপ কোনটি?
Ο ক) আকাশে চাঁদ দেখি
Ο খ) আকাশে মেঘ দেখি নে
Ο গ) আমি চোখে দেখি না
Ο ঘ) আমি বল দেখি নে
 সঠিক উত্তর: (গ)

 ৪৫. “সেদিন কি আর আসবে?” - ‘আর’ কোন অর্থ প্রকাশ করছে?
Ο ক) পুনরাবৃত্তি
Ο খ) নির্দেশ
Ο গ) নিরাশা
Ο ঘ) বাক্যালঙ্কার
 সঠিক উত্তর: (গ)

 ৪৬. অনুগামী সমুচ্চয়ী অব্যয় কোনগুলো?
Ο ক) এবং, ও, আর
Ο খ) কিংবা, অথবা, নতুবা
Ο গ) যে, যদি, যেন
Ο ঘ) কিন্তু, পরন্ত, অথচ
 সঠিক উত্তর: (গ)

 ৪৭. “চিক চিক করে বালি কোথা নাহি কাদা” - এ বাক্যের দ্বিরুক্ত শব্দ ‘চিক চিক’ কোন ধরনের পদ?
Ο ক) ক্রিয়া বিশেষণ
Ο খ) বিশেষণ
Ο গ) ভাব বিশেষণ
Ο ঘ) বিশেষ্য
 সঠিক উত্তর: (গ)

 ৪৮. ‘দুরত্ববাচক’ সর্বনাম পদ নয় কোনটি?
Ο ক) কেহ
Ο খ) ঐ
Ο গ) ঐসব
Ο ঘ) সব
 সঠিক উত্তর: (ক)

 ৪৯. ‘নদী ও পর্বত’ কোন ধরনের বিশেষ্য পদ?
Ο ক) সংজ্ঞাবাচক
Ο খ) জাতিবাচক
Ο গ) বস্তুবাচক
Ο ঘ) সমষ্টিবাচক
 সঠিক উত্তর: (খ)

 ৫০. নিত্য সম্বন্ধীয় অব্যয় কোনগুলো?
Ο ক) যথা-তথা
Ο খ) অতি-পুনরায়
Ο গ) আবার, ও
Ο ঘ) এবং, কিন্তু
 সঠিক উত্তর: (ক)

 ৫১. তৎসম শব্দের অতিশায়নে বহুর মধ্যে তুলনায় নিচের কোনটি ব্যবহৃত হয়?
Ο ক) তম
Ο খ) তর
Ο গ) ইষ্ট
Ο ঘ) চেয়ে
 সঠিক উত্তর: (ঘ)

 ৫২. ওকে বলাও যা, না বলাও তা - এখানে ‘ও’ অব্যয়টি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) সম্ভাবনায়
Ο খ) হতাশাজ্ঞাপনে
Ο গ) তুলনায়
Ο ঘ) সংযোগ অর্থে
 সঠিক উত্তর: (গ)

 ৫৩. নিচের কোনটি সমষ্টিবাচক বিশেষ্য?
Ο ক) হিমালয়
Ο খ) জনতা
Ο গ) মানুষ
Ο ঘ) তারুণ্য
 সঠিক উত্তর: (খ)

 ৫৪. কোনটি ভাববাচক বিশেষণ?
Ο ক) শয়ন/গমন
Ο খ) লবণ
Ο গ) যৌবন
Ο ঘ) বিশ্বনবী
 সঠিক উত্তর: (ক)

 ৫৫. সমিতি, ঝাঁক, বহন কোন পদের উদাহরণ?
Ο ক) গুণবাচক বিশেষ্য
Ο খ) নাম বিশেষণ
Ο গ) ভাব বিশেষণ
Ο ঘ) সমষ্টিবাচক বিশেষ্য
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৬. ‘হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান’ - এখানে ‘হে দারিদ্র‌্য’ কোন ধরনের অনন্বয়ী অব্যয়?
Ο ক) উচ্ছ্বাস প্রকাশক অব্যয়
Ο খ) সমর্থনসূচক অব্যয়
Ο গ) সম্বোধনবাচক অব্যয়
Ο ঘ) বাক্যালংকার অব্যয়
 সঠিক উত্তর: (গ)

 ৫৭. ‘নিশ্চয়ই যাব’ - বাক্যের ‘নিশ্চয়ই’ পদটি কোন শ্রেণির অব্যয়?
Ο ক) সমুচ্চয়ী
Ο খ) অনুসর্গ
Ο গ) অনুকার
Ο ঘ) অনন্বয়ী
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৮. কোনটি সংজ্ঞাবাচক বিশেষ্য?
Ο ক) গরু
Ο খ) সমিতি
Ο গ) বীরত্ব
Ο ঘ) গীতাঞ্জলি
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৯. ‘ধিক্ তারে, শত ধিক, নির্লজ্জ যে জন’ - এ বাক্যে ‘শত ধিক’ কোন বিশেষণের উদাহরণ?
Ο ক) ক্রিয়া বিশেষণ
Ο খ) বাক্যের বিশেষণ
Ο গ) অব্যয়ের বিশেষণ
Ο ঘ) বিশেষনীয় বিশেষণ
 সঠিক উত্তর: (গ)

 ৬০. ‘সামান্য একটু দুধ দাও’ - এ বাক্যে ‘সামান্য’ কোন পদ?
Ο ক) বিশেষ্য
Ο খ) অব্যয়
Ο গ) সর্বনাম
Ο ঘ) বিশেষণ
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post