এস.এস.সি বাংলা ২য় পত্র : শব্দের শ্রেণিবিভাগ(১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় - ১১তম পরিচ্ছেদ: শব্দের শ্রেণিবিভাগ(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. গঠন অনুসারে শব্দকে কয়টি শ্রেণিতে ভাগ করা হয়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (খ)

 ২. ‘হস্তী’ অর্থগতভাবে কোন শব্দ?
Ο ক) যৌগিক
Ο খ) তৎসম
Ο গ) রূঢ়ি
Ο ঘ) যোগরূঢ়
 সঠিক উত্তর: (গ)

 ৩. ‘জলধি’ এ যোগরূঢ় শব্দটি কোন অর্থ প্রকাশ করে?
Ο ক) জলাশয়
Ο খ) জল রাখার পাত্র
Ο গ) সমুদ্র
Ο ঘ) কলসি
 সঠিক উত্তর: (গ)

 ৪. ‘সন্দেশ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয়গত অর্থ কোনটি?
Ο ক) অন্যদেশ
Ο খ) সুস্বাদু খাবার
Ο গ) সংবাদ
Ο ঘ) মিষ্টান্ন
 সঠিক উত্তর: (গ)

 ৫. তিন প্রকার দৃষ্টিকোণ থেকে শব্দের শ্রেণিবিভাগ করা হয়, তা কী কী?
Ο ক) উৎপত্তিমূলক, গঠনমূলক, অর্থমূলক
Ο খ) তত্ত্বীয়, ব্যবহারিক, আঞ্চলিক
Ο গ) উৎপত্তিমূলক, ব্যুৎপত্তিমূলক, উৎসমূলক
Ο ঘ) উৎপত্তিমূলক, ব্যাখ্যামূলক, পারিভাষিক
 সঠিক উত্তর: (ক)

 ৬. সাধিত শব্দগুলো সাধারণ -
Ο ক) অর্থবাচক শব্দ
Ο খ) স্ত্রীবাচক শব্দ
Ο গ) পুরুষবাচক শব্দ
Ο ঘ) জাতিবাচক শব্দ
 সঠিক উত্তর: (ক)

 ৭. সমাসনিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদগুলোর অর্থের অনুযায়ী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ প্রকাশ করে, তাদের কীরূপ শব্দ বলে?
Ο ক) যৌগিক শব্দ
Ο খ) রূঢ়ি শব্দ
Ο গ) যোগরূঢ় শব্দ
Ο ঘ) সাধিত শব্দ
 সঠিক উত্তর: (গ)

 ৮. বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বাংলা শব্দসমূহকে কয়টি শ্রেণিতে ভাগ করা যায়?
Ο ক) তিনটি
Ο খ) চারটি
Ο গ) পাঁচটি
Ο ঘ) ছয়টি
 সঠিক উত্তর: (ক)

 ৯. কোনটি রূঢ়ি শব্দ?
Ο ক) বাঁশি
Ο খ) দৌহিত্র
Ο গ) জলধি
Ο ঘ) গায়ক
 সঠিক উত্তর: (ক)

 ১০. অর্থগতভাবে ‘গবেষণা’ কোন ধরনের শব্দ?
Ο ক) যৌগিক
Ο খ) রূঢ়ি
Ο গ) যোগরূঢ়
Ο ঘ) নবসৃষ্ট
 সঠিক উত্তর: (খ)

 ১১. অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে কয়ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই ভাগে
Ο খ) তিন ভাগে
Ο গ) ছয় ভাগে
Ο ঘ) পাঁচ ভাগে
 সঠিক উত্তর: (খ)

 ১২. এক বা একাধিক বর্ণ মিলে কোনো অর্থ প্রকাশ করলে তাকে কী বলে?
Ο ক) পদ
Ο খ) শব্দ
Ο গ) ধাতু
Ο ঘ) প্রকৃতি
 সঠিক উত্তর: (খ)

 ১৩. অর্থবিশিষ্ট ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে কী বলে?
Ο ক) পদ
Ο খ) বাক্য
Ο গ) শব্দ
Ο ঘ) ধ্বনি
 সঠিক উত্তর: (গ)

 ১৪. ভাষার মূল উপকরণ কী?
Ο ক) অক্ষর
Ο খ) ধ্বনি
Ο গ) বর্ণ
Ο ঘ) শব্দ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫. রূঢ়ি শব্দ কীসের দ্বারা গঠিত?
Ο ক) সমাস দ্বারা
Ο খ) প্রত্যয় দ্বারা
Ο গ) উপসর্গ বা প্রত্যয় দ্বারা
Ο ঘ) কারক প্রত্যয় দ্বারা
 সঠিক উত্তর: (গ)

 ১৬. ‘রাজপুত’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কোনটি?
Ο ক) পুত্রের রাজা
Ο খ) রাজা যে পুত্র
Ο গ) রাজার পুত্র
Ο ঘ) জাতি বিশেষ
 সঠিক উত্তর: (গ)

 ১৭. ‘জলধি’ কোন শব্দ?
Ο ক) যৌগিক শব্দ
Ο খ) মৌলিক শব্দ
Ο গ) রূঢ়ি শব্দ
Ο ঘ) যোগরূঢ় শব্দ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮. ‘সমুদ্র’ শব্দটির প্রতিশব্দ কোনটি?
Ο ক) নিচয়
Ο খ) শর্বরী
Ο গ) অভ্র
Ο ঘ) জলধি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯. ‘মহাযাত্রা’ কোন প্রকারের শব্দ?
Ο ক) যৌগিক
Ο খ) রূঢ়ি
Ο গ) মৌলিক
Ο ঘ) যোগরূঢ়
 সঠিক উত্তর: (ঘ)

 ২০. কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না?
Ο ক) মৌলিক শব্দ
Ο খ) সাধিত শব্দ
Ο গ) মিশ্র শব্দ
Ο ঘ) দেশি শব্দ
 সঠিক উত্তর: (ক)

 ২১. প্র + শাসন = প্রশাসন, এই শব্দটি গঠন অনুসারে -
Ο ক) মৌলিক শব্দ
Ο খ) সাধিত শব্দ
Ο গ) যৌগিক শব্দ
Ο ঘ) যোগরূঢ় শব্দ
 সঠিক উত্তর: (খ)

 ২২. সাধিত শব্দগুলো সাধারণত -
Ο ক) বিশেষ শব্দ
Ο খ) বিশেষ অর্থে ব্যবহৃত শব্দ
Ο গ) অর্থবাচক শব্দ
Ο ঘ) মৌলিক শব্দ
 সঠিক উত্তর: (গ)

 ২৩. কোনটি রূঢ়ি শব্দের উদাহরণ?
Ο ক) দৌহিত্র
Ο খ) সন্দেশ
Ο গ) কর্তব্য
Ο ঘ) পঙ্কজ
 সঠিক উত্তর: (খ)

 ২৪. যে সব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থ অনুযায়ী হয়ে থাকে তাদের কী বলে?
Ο ক) মৌলিক শব্দ
Ο খ) যোগরূঢ় শব্দ
Ο গ) রূঢ়ি শব্দ
Ο ঘ) যৌগিক শব্দ
 সঠিক উত্তর: (ঘ)

 ২৫. ‘রাজপুত’ কোন শব্দের উদাহরণ?
Ο ক) যোগরূঢ় শব্দ
Ο খ) মৌলিক শব্দ
Ο গ) রূঢ়ি শব্দ
Ο ঘ) যৌগিক শব্দ
 সঠিক উত্তর: (ক)

 ২৬. যৌগিক শব্দ কোনটি?
Ο ক) গায়ক
Ο খ) প্রবীণ
Ο গ) তৈল
Ο ঘ) জলধি
 সঠিক উত্তর: (ক)

 ২৭. উৎস অনুসারে শব্দকে কত শ্রেণিতে ভাগ করা হয়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮. অর্থগত দিক থেকে যোগরূঢ় শব্দ কোনটি?
Ο ক) সন্দেশ
Ο খ) দৌহিত্র
Ο গ) জলধি
Ο ঘ) নীলাকাশ
 সঠিক উত্তর: (গ)

 ২৯. যৌগিক শব্দের উদাহরণ কোনটি?
Ο ক) মধুর
Ο খ) হস্তী
Ο গ) বাঁশি
Ο ঘ) জলধি
 সঠিক উত্তর: (ক)

 ৩০. যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে কী বলে?
Ο ক) যৌগিক শব্দ
Ο খ) রূঢ়ি শব্দ
Ο গ) যোগরূঢ় শব্দ
Ο ঘ) পরিশব্দ
 সঠিক উত্তর: (খ)

 ৩১. মৌলিক শব্দ কোনটি?
Ο ক) গায়ক
Ο খ) গোলাপি
Ο গ) গোলাপ
Ο ঘ) হরিণ
 সঠিক উত্তর: (গ)

 ৩২. ‘বাঁশি’ কোন ধরনের শব্দ?
Ο ক) রূঢ়ি শব্দ
Ο খ) যোগরূঢ় শব্দ
Ο গ) যৌগিক শব্দ
Ο ঘ) পারিভাষিক শব্দ
 সঠিক উত্তর: (ক)

 ৩৩. ‘পাতি’ ও ‘ইতি’ কোন উপসর্গ?
Ο ক) খাঁটি বাংলা উপসর্গ
Ο খ) তৎসম উপসর্গ
Ο গ) বিদেশি উপসর্গ
Ο ঘ) ফারসি উপসর্গ
 সঠিক উত্তর: (ক)

 ৩৪. ‘প্রবীণ’ কোন প্রকার শব্দ?
Ο ক) নবসৃষ্ট
Ο খ) যৌগিক
Ο গ) যোগরূঢ়
Ο ঘ) রূঢ়ি
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫. কোনটি সাধিত শব্দ?
Ο ক) ভাই
Ο খ) বোন
Ο গ) ঢাকাই
Ο ঘ) গোলাপ
 সঠিক উত্তর: (গ)

 ৩৬. ‘দৌহিত্র’ অর্থ কী?
Ο ক) দুজন হিতাকাঙ্ক্ষী
Ο খ) দেয়ালের লেখন
Ο গ) কন্যার পুত্র
Ο ঘ) ছেলের পুত্র
 সঠিক উত্তর: (গ)

 ৩৭. প্রত্যেকটি সাধিত পদের কয়টি অংশ থাকে?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
 সঠিক উত্তর: (খ)

 ৩৮. ‘সন্দেশ’ অর্থগত দিক থেকে কোন প্রকারের শব্দ?
Ο ক) যৌগিক শব্দ
Ο খ) যোগরূঢ় শব্দ
Ο গ) রূঢ়ি শব্দ
Ο ঘ) তদ্ভব শব্দ
 সঠিক উত্তর: (গ)

 ৩৯. দৌহিত্র কোন শব্দ?
Ο ক) রূঢ়ি শব্দ
Ο খ) যৌগিক শব্দ
Ο গ) যোগরূঢ় শব্দ
Ο ঘ) তদ্ভব শব্দ
 সঠিক উত্তর: (খ)

 ৪০. মিষ্টান্ন অর্থে ‘সন্দেশ’ কোন শ্রেণির শব্দ?
Ο ক) যৌগিক শব্দ
Ο খ) রূঢ়ি শব্দ
Ο গ) দেশী শব্দ
Ο ঘ) যোগরূঢ় শব্দ
 সঠিক উত্তর: (খ)

 ৪১. কোন রূঢ়ি শব্দটি উপসর্গযোগে গঠিত হয়েছে?
Ο ক) বাঁশি
Ο খ) তৈল
Ο গ) পাঞ্জাবি
Ο ঘ) প্রবীণ
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২. ‘গবেষণা’ - কোন শ্রেণির শব্দ?
Ο ক) যৌগিক
Ο খ) রূঢ়
Ο গ) মৌলিক
Ο ঘ) যোগরূঢ়
 সঠিক উত্তর: (খ)

 ৪৩. ‘ভাগিনেয়’ কোন প্রকার শব্দের উদাহরণ?
Ο ক) মৌলিক
Ο খ) যৌগিক
Ο গ) রূঢ়ি
Ο ঘ) যোগরূঢ়
 সঠিক উত্তর: (খ)

 ৪৪. ‘পঙ্কজ’ শব্দটি একমাত্র পদ্মফুল অর্থেই ব্যবহৃত হয়। তাই শব্দটি -
Ο ক) বিভক্তিযুক্ত শব্দ
Ο খ) যোগরূঢ় শব্দ
Ο গ) যৌগিক শব্দ
Ο ঘ) বিদেশি শব্দ
 সঠিক উত্তর: (খ)

 ৪৫. কোনটি যৌগিক শব্দ?
Ο ক) বাঁশি
Ο খ) পাঞ্জাবি
Ο গ) পঙ্কজ
Ο ঘ) বাবুয়ানা
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৬. যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম সে সকল শব্দকে কী বলে?
Ο ক) মৌলিক শব্দ
Ο খ) যৌগিক শব্দ
Ο গ) রূঢ়ি শব্দ
Ο ঘ) যৌগিক শব্দ
 সঠিক উত্তর: (খ)

 ৪৭. কোনটি যোগরূঢ় শব্দ?
Ο ক) মধুর
Ο খ) বাঁশি
Ο গ) পঙ্কজ
Ο ঘ) প্রবীণ
 সঠিক উত্তর: (গ)

 ৪৮. ‘গায়ক’ কোন শব্দ?
Ο ক) রূঢ়ি শব্দ
Ο খ) যৌগিক শব্দ
Ο গ) যোগরূঢ় শব্দ
Ο ঘ) পরিশব্দ
 সঠিক উত্তর: (খ)

 ৪৯. গায়ক = গৈ + ণক (অক) অর্থ গান করে যে, কোন শব্দের উদাহরণ?
Ο ক) যোগরূঢ় শব্দের
Ο খ) নবসৃষ্ট শব্দের
Ο গ) যৌগিক শব্দের
Ο ঘ) রূঢ়ি শব্দের
 সঠিক উত্তর: (গ)

 ৫০. যৌগিক শব্দ নয় কোনটি?
Ο ক) দৌহিত্র
Ο খ) বাবুয়ানা
Ο গ) কর্তব্য
Ο ঘ) রাজপুত
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post