এস.এস.সি বাংলা ২য় পত্র : তদ্ধিত প্রত্যয়(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় - ১০ম পরিচ্ছেদ: তদ্ধিত প্রত্যয়(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৪১. প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
Ο ক) সুশ্রী
Ο খ) সফল
Ο গ) জেলে
Ο ঘ) মহাত্মা
 সঠিক উত্তর: (গ)

 ৪২. নিচের কোনটি দক্ষ বা বেত্তা অর্থে প্রত্যয়যুক্ত শব্দ?
Ο ক) ধার্মিক
Ο খ) রাবণি
Ο গ) হৈমন্তিক
Ο ঘ) বৈদিক
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৩. নিচের কোনটিতে ‘সই’ প্রত্যয় হিসেবে ব্যবহৃত হয় নি?
Ο ক) জুতসই
Ο খ) মানানসই
Ο গ) চলনসই
Ο ঘ) নামসই
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৪. ‘চোর’ শব্দে ‘আ’ প্রত্যয় যুক্ত হলে কী অর্থ প্রকাশ পায়?
Ο ক) শ্রদ্ধা
Ο খ) অবজ্ঞা
Ο গ) সাদৃশ্য
Ο ঘ) সামীপ্য
 সঠিক উত্তর: (খ)

 ৪৫. বিদেশি তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
Ο ক) মিশুক
Ο খ) মেঘলা
Ο গ) বড়াই
Ο ঘ) পানসে/গিন্নীপনা
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৬. ‘মানব’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Ο ক) মানু + ষ্ণ
Ο খ) মনু + ষ্ণ
Ο গ) মনু + ষ্ণ্য
Ο ঘ) মানু + বতুপ
 সঠিক উত্তর: (খ)

 ৪৭. বৃহদার্থে ‘আনী’ প্রত্যয় যুক্ত হয়েছে কোন শব্দটিতে?
Ο ক) অরণ্যানী
Ο খ) ইন্দ্রানী
Ο গ) মাতুলানী
Ο ঘ) অচার্যানী
 সঠিক উত্তর: (ক)

 ৪৮. বিদেশি তদ্ধিত প্রত্যয়ের দ্বারা গঠিত শব্দ কোনটি?
Ο ক) গিন্নীপনা
Ο খ) মেঘলা
Ο গ) নীলিমা
Ο ঘ) মেধাবী
 সঠিক উত্তর: (ক)

 ৪৯. প্রাতিপাদিক - এর আরেক নাম কী?
Ο ক) কৃৎ প্রত্যয়
Ο খ) ধাতু
Ο গ) বাংলা প্রকৃতি
Ο ঘ) নাম প্রকৃতি
 সঠিক উত্তর: (ঘ)

 ৫০. ‘গরিষ্ঠ’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Ο ক) গরি + ইষ্ঠ
Ο খ) গুরু + ইষ্ঠ
Ο গ) গরি + ষ্ঠ
Ο ঘ) গুরু + ষ্ঠ
 সঠিক উত্তর: (খ)

 ৫১. ধান > ধেনো কী অর্থ প্রত্যয় যুক্ত হয়েছে?
Ο ক) উপজাত
Ο খ) অভিজাত
Ο গ) জাত
Ο ঘ) অপজাত
 সঠিক উত্তর: (গ)

 ৫২. নিচের কোন তদ্ধিতান্ত পদটি ‘ইমন’ প্রত্যয় যোগে গঠিত?
Ο ক) মেঘলা
Ο খ) গুণিন
Ο গ) নীলিমা
Ο ঘ) কুলীন
 সঠিক উত্তর: (গ)

 ৫৩. কোনটিতে বৃত্তি অর্থে ই/ঈ প্রত্যয় হয়েছে?
Ο ক) জমিদার + ঈ = জমিদারী
Ο খ) ভাগলপুর + ঈ = ভাগলপুরী
Ο গ) মোক্তার + ঈ = মোক্তারী
Ο ঘ) দান + ঈ ৎ দানী
 সঠিক উত্তর: (গ)

 ৫৪. শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে -
Ο ক) তদ্ধিত প্রত্যয়
Ο খ) অন্ত প্রত্যয়
Ο গ) কৃৎ প্রত্যয়
Ο ঘ) আন প্রত্যয়
 সঠিক উত্তর: (ক)

 ৫৫. কোনটি তদ্ধিত প্রত্যয়যোগে গঠিত শব্দ?
Ο ক) পাঠক
Ο খ) লাজুক
Ο গ) বালক
Ο ঘ) ডাকু
 সঠিক উত্তর: (খ)

 ৫৬. অর্থহীনভাবে প্রত্যয়যুক্ত শব্দ কোনটি?
Ο ক) মিঠাই
Ο খ) লোনা
Ο গ) লেজুড়
Ο ঘ) সাপুড়ে
 সঠিক উত্তর: (গ)

 ৫৭. জাত অর্থে ‘ঈ’ প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে?
Ο ক) জমিদারী
Ο খ) রেশমী
Ο গ) দোকানী
Ο ঘ) চাষী
 সঠিক উত্তর: (খ)

 ৫৮. ‘বাইশা’ কী অর্থে তদ্ধিত প্রত্যয়?
Ο ক) সমষ্টি
Ο খ) তারিখ
Ο গ) মালিক
Ο ঘ) সাদৃশ্য
 সঠিক উত্তর: (ক)

 ৫৯. ‘বৃত্তি’ অর্থে কোনটি ব্যবহৃত হয়েছে?
Ο ক) দিল্লিওয়ালা
Ο খ) বাড়িওয়ালা
Ο গ) দাড়িওয়ালা
Ο ঘ) দুধওয়ালা
 সঠিক উত্তর: (ঘ)

 ৬০. কোনটি নিপাতনে সিদ্ধ প্রত্যয় সাধিত শব্দ?
Ο ক) কাব্য
Ο খ) শীতল
Ο গ) শ্রীমান
Ο ঘ) সৌর
 সঠিক উত্তর: (ঘ)

 ৬১. অভিশায়নে নিচের কোন প্রত্যয়টি ব্যবহৃত হয় না?
Ο ক) ইষ্ট
Ο খ) এর
Ο গ) তম
Ο ঘ) ত্ব
 সঠিক উত্তর: (ঘ)

 ৬২. কোন শব্দে প্রত্যয় ‘উপজীবিকা’ অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) গেঁয়ো
Ο খ) মেছো
Ο গ) টেকো
Ο ঘ) গেছো
 সঠিক উত্তর: (খ)

 ৬৩. ‘দক্ষ’অর্থে ‘বাজ’ কোন প্রত্যয়?
Ο ক) সংস্কৃত প্রত্যয়
Ο খ) হিন্দি প্রত্যয়
Ο গ) কৃৎ প্রত্যয়
Ο ঘ) ফারসি প্রত্যয়
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৪. ‘উমেদারী’ কোন অর্থে তদ্ধিত প্রত্যয়?
Ο ক) মালিক অর্থে
Ο খ) জাত অর্থে
Ο গ) ব্যবসায় অর্থে
Ο ঘ) ভাব অর্থে
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৫. অপত্য অর্থ প্রকাশ করে কোনটি?
Ο ক) মনু + ষ্ণ = মানব
Ο খ) গুরু + ষ্ণ = গৌরব
Ο গ) সুন্দর + ষ্ণ = সৌন্দর্য
Ο ঘ) সাহিত্য + ষ্ণিক = সাহিত্যিক
 সঠিক উত্তর: (ক)

 ৬৬. ‘সুন্দর + ষ্ণ = সৌন্দর্য’ কোন অর্থে প্রত্যয়?
Ο ক) ভাবার্থে
Ο খ) অপর্ত্য অর্থে
Ο গ) নিপুণ অর্থে
Ο ঘ) রূপকার্থে
 সঠিক উত্তর: (ক)

 ৬৭. নিচের কোন উদাহরণে ‘বৃত্তি’ অর্থে ‘আমি’ প্রত্যয়ের ব্যবহার হয়েছে?
Ο ক) বাদরামি
Ο খ) ঘরামি
Ο গ) ছেলেমি
Ο ঘ) জ্যাঠামি
 সঠিক উত্তর: (খ)

 ৬৮. কোনটিতে ‘উপজীবিকা’ অর্থে ‘এ’ তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার হয়েছে?
Ο ক) ভাদুরে
Ο খ) পাথুরে
Ο গ) বেলে
Ο ঘ) জেলে
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৯. ‘ষ্ণেয়’ প্রত্যয় যোগে সাধিত শব্দ কোনটি?
Ο ক) আগ্নেয়
Ο খ) হৈমন্তিক
Ο গ) পার্বত্য
Ο ঘ) মনুষ্য
 সঠিক উত্তর: (ক)

 ৭০. দার ও বাজ প্রত্যয় দুটি যথাক্রমে কোন ভাষার?
Ο ক) উর্দু ও হিন্দি
Ο খ) হিন্দি ও ফারসি
Ο গ) দুটোই ফারসি
Ο ঘ) ফারসি ও উর্দু
 সঠিক উত্তর: (গ)

 ৭১. ‘মেধাবী’ - এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Ο ক) মেধা + বিন্
Ο খ) মেধা + ইন
Ο গ) মেধ + বিন
Ο ঘ) মেধ + আবী
 সঠিক উত্তর: (ক)

 ৭২. ‘সওদাগর’ শব্দের ‘গর’ কোন ভাষা হতে আগত?
Ο ক) ফারসি
Ο খ) ইংরেজি
Ο গ) আরবি
Ο ঘ) হিন্দি
 সঠিক উত্তর: (ক)

 ৭৩. বৃহদার্থে ‘আ’ তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার কোনটি?
Ο ক) ডিঙা
Ο খ) বাঘা
Ο গ) হাতা
Ο ঘ) জলা
 সঠিক উত্তর: (ক)

 ৭৪. কোনটিতে ‘আদর’ অর্থে তদ্ধিত প্রত্যয় ব্যবহার হয়েছে?
Ο ক) ঢাক + আই = ঢাকাই
Ο খ) কানু + আই = কানাই
Ο গ) বাহাদুর + ই = বাহাদুরি
Ο ঘ) লাজ + উক = লাজুক
 সঠিক উত্তর: (খ)

 ৭৫. ‘ইনী’ স্ত্রী প্রত্যয়যোগে গঠিত শব্দ কোনটি?
Ο ক) বাঘিনী
Ο খ) চাকরানী
Ο গ) ভাগনী
Ο ঘ) জেলেনী
 সঠিক উত্তর: (ক)

 ৭৬. তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়?
Ο ক) সান্ধ্য প্রকৃতি
Ο খ) ক্রিয়া প্রকৃতি
Ο গ) নাম প্রকৃতি
Ο ঘ) নৈশ প্রকৃতি
 সঠিক উত্তর: (গ)

 ৭৭. বিশেষণ গঠনে ‘ষ্ণিক’ প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
Ο ক) সাহিত্যিক
Ο খ) সামুদ্রিক
Ο গ) সামাজিক
Ο ঘ) হৈমন্তিক
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৮. কোনটিতে উপকরণ বুঝাতে প্রত্যয় যুক্ত হয়েছে?
Ο ক) পাথুরে
Ο খ) মেছো
Ο গ) গেঁয়ো
Ο ঘ) নেয়ে
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post