এস.এস.সি বাংলা ২য় পত্র : তদ্ধিত প্রত্যয়(১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় - ১০ম পরিচ্ছেদ: তদ্ধিত প্রত্যয়(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. শৈশব শব্দটিতে কী অর্থে ‘ষ্ণ’ প্রত্যয় যুক্ত হয়েছে?
Ο ক) অপত্য
Ο খ) ভাব
Ο গ) উপাসক
Ο ঘ) সম্পর্ক
 সঠিক উত্তর: (খ)

 ২. ‘জাত’অর্থে কোনটিতে ‘আই’ প্রত্যয় যুক্ত হয়েছে?
Ο ক) ঢাকাই
Ο খ) মোগলাই
Ο গ) মিঠাই
Ο ঘ) চড়াই
 সঠিক উত্তর: (ক)

 ৩. সদৃশ/সাদৃশ্য অর্থে তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার কোনটি?
Ο ক) চোরা
Ο খ) ডিঙা
Ο গ) বাঘা
Ο ঘ) চাকা
 সঠিক উত্তর: (গ)

 ৪. তদ্ধিত প্রত্যয় কয় প্রকার?
Ο ক) দুই প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) চার প্রকার
Ο ঘ) পাঁচ প্রকার
 সঠিক উত্তর: (খ)

 ৫. যে সব প্রত্যয় নাম শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাদেরকে বলে -
Ο ক) কৃৎপ্রত্যয়
Ο খ) তদ্ধিত প্রত্যয়
Ο গ) অনুসর্গ
Ο ঘ) শব্দ বিভক্তি
 সঠিক উত্তর: (খ)

 ৬. মনু + ষ্ণ = মানব - ষ্ণ প্রত্যয়টি কী অর্থে যুক্ত হয়েছে?
Ο ক) উপাসক
Ο খ) অপত্য
Ο গ) ভাব
Ο ঘ) সম্পর্ক বুঝাতে
 সঠিক উত্তর: (খ)

 ৭. শৈশব - এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Ο ক) শিশু + ষ্ণ
Ο খ) শিশু + ষ্ণ্য
Ο গ) শিশু + শব
Ο ঘ) শৈ + শব
 সঠিক উত্তর: (ক)

 ৮. ‘শৈশব’ এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Ο ক) শিশু + ষ্ণ
Ο খ) শিশু + জ্ঞ্য
Ο গ) শিশু + শয
Ο ঘ) শৈ + শয
 সঠিক উত্তর: (ক)

 ৯. কোনটিতে অপত্য অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?
Ο ক) আগ্নেয়
Ο খ) দাশরথি
Ο গ) হৈমন্তিক
Ο ঘ) সৌর
 সঠিক উত্তর: (খ)

 ১০. বিদেশি প্রত্যয়ের উদাহরণ কোনটি?
Ο ক) হাজিরা
Ο খ) হাতা
Ο গ) জবানবন্দি
Ο ঘ) লঘিষ্ঠ
 সঠিক উত্তর: (গ)

 ১১. অপর্ত্য অর্থে ‘ষ্ণ’ প্রত্যয় কোন শব্দটিতে বিদ্যমান?
Ο ক) মানব
Ο খ) গৌরব
Ο গ) শৈশব
Ο ঘ) চৈত্র
 সঠিক উত্তর: (ক)

 ১২. কোন শব্দে বৃত্তি অর্থে ‘ঈ’ প্রত্যয় যুক্ত হয়েছে?
Ο ক) পোদ্দারী
Ο খ) জমিদারী
Ο গ) সরকারী
Ο ঘ) রেশমী
 সঠিক উত্তর: (ক)

 ১৩. ‘ডিঙি’ শব্দে ‘আ’ প্রত্যয় যুক্ত হলে কী অর্থে ব্যবহৃত হয়?
Ο ক) বৃহদার্থে
Ο খ) ক্ষুদ্রার্থে
Ο গ) সমার্থে
Ο ঘ) ভিন্নার্থে
 সঠিক উত্তর: (ক)

 ১৪. কোনটিতে ‘অপত্য’ অর্থে প্রত্যয় যুক্ত হয়েছে?
Ο ক) জৈন
Ο খ) যাদব
Ο গ) বৈষ্ণব
Ο ঘ) শৌর্য
 সঠিক উত্তর: (খ)

 ১৫. ফারসি প্রত্যয় কোনটি?
Ο ক) কর
Ο খ) আন
Ο গ) ইয়া
Ο ঘ) আমো
 সঠিক উত্তর: (ক)

 ১৬. নৈপুণ্য বুঝাতে ইয়া > এ প্রত্যয়ের উদাহরণ কোনটি?
Ο ক) সুটে
Ο খ) জেলে
Ο গ) খুনে
Ο ঘ) বেলে
 সঠিক উত্তর: (গ)

 ১৭. ‘জাত’ অর্থে ‘আই’ প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে?
Ο ক) ঢাকািই
Ο খ) মোগলাই
Ο গ) মিঠাই
Ο ঘ) চড়াই
 সঠিক উত্তর: (ক)

 ১৮. ‘কাব্যিক’ শব্দটির প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Ο ক) কবি + য
Ο খ) কাব্য + ষ্ণিক
Ο গ) কবি + ইক
Ο ঘ) কাব্য + ইক
 সঠিক উত্তর: (খ)

 ১৯. কোনটি আদরার্থে প্রত্যয়যুক্ত হয়েছে?
Ο ক) বোনাই
Ο খ) কেষ্টা
Ο গ) নিমাই
Ο ঘ) গিন্নিপনা
 সঠিক উত্তর: (গ)

 ২০. ‘নীলিমা’ শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Ο ক) নীল + ইমা
Ο খ) নীল + ইমন
Ο গ) নীল + ঈশন
Ο ঘ) নীল + মা
 সঠিক উত্তর: (খ)

 ২১. উপজীবিকা অর্থে ব্যবহৃত হয় -
Ο ক) ও প্রত্যয়
Ο খ) ই > ঈ প্রত্যয়
Ο গ) উয়া > ও প্রত্যয়
Ο ঘ) উয়া > উষা প্রত্যয়
 সঠিক উত্তর: (গ)

 ২২. ওয়ান > আন কোন ভাষার প্রত্যয়?
Ο ক) হিন্দি
Ο খ) ফারসি
Ο গ) আরবি
Ο ঘ) ইংরেজি
 সঠিক উত্তর: (ক)

 ২৩. ‘জাত’ অর্থে ‘আই’ প্রত্যয় যোগ হয়েছে কোনটিতে?
Ο ক) মিঠাই
Ο খ) পাবনাই
Ο গ) মোগলাই
Ο ঘ) নিমাই
 সঠিক উত্তর: (খ)

 ২৪. তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দটির নাম কী?
Ο ক) প্রত্যয়ান্ত শব্দ
Ο খ) কৃদন্ত শব্দ
Ο গ) তদ্ধিতান্ত শব্দ
Ο ঘ) সাধিত শব্দ
 সঠিক উত্তর: (গ)

 ২৫. ‘কুসুমিত’ এর প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Ο ক) কুসুম + ঈত
Ο খ) কুসম + উত
Ο গ) কুসুম + উত
Ο ঘ) কুসুম + ইত
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬. ঢাকা + আই = ঢাকাই - এখানে ‘আই’ প্রত্যয়টি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) জাত অর্থে
Ο খ) ভাব অর্থে
Ο গ) বৃত্তি অর্থে
Ο ঘ) মালিক অর্থে
 সঠিক উত্তর: (ক)

 ২৭. নিন্দা জ্ঞাপনে প্রত্যয়যুক্ত হয়েছে কোন শব্দে?
Ο ক) ছেলেমি
Ο খ) চোরামি
Ο গ) ঘরামি
Ο ঘ) পাগলামি
 সঠিক উত্তর: (ক)

 ২৮. ‘সই’ কোন প্রত্যয়?
Ο ক) বাংলা কৃৎ
Ο খ) বাংলা তদ্ধিত
Ο গ) বিদেশি তদ্ধিত
Ο ঘ) সংস্কৃত তদ্ধিত
 সঠিক উত্তর: (গ)

 ২৯. ‘বৈজ্ঞানিক’ শব্দটিতে কী অর্থে ষ্ণিক প্রত্যয় যুক্ত হয়েছে?
Ο ক) দক্ষ বা বেত্তা অর্থে
Ο খ) বিষয়ক অর্থে
Ο গ) ভাবার্থে
Ο ঘ) বিশেষণ গঠনে
 সঠিক উত্তর: (ক)

 ৩০. ‘মহিমা’ শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Ο ক) মহি + মা
Ο খ) মহা + ইমা
Ο গ) মহা + ইমন
Ο ঘ) মহৎ + ইমন
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১. শব্দমূল বা শব্দ প্রকৃতির সঙ্গে যুক্ত হয় -
Ο ক) তদ্ধিত প্রত্যয়
Ο খ) অন্ত প্রত্যয়
Ο গ) কৃৎ প্রত্যয়
Ο ঘ) আন প্রত্যয়
 সঠিক উত্তর: (ক)

 ৩২. ‘সার্বভৌম’ এর প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
Ο ক) সর্বভূমি + ষ্ণ
Ο খ) সর্ব + ভৌম
Ο গ) সার্বভূমি + ষ্ণ
Ο ঘ) সার্বভূমি + ষ্ণিক
 সঠিক উত্তর: (ক)

 ৩৩. কোন শব্দে প্রত্যয় অবজ্ঞার্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) নিমাই
Ο খ) কেষ্টা চোরা
Ο গ) মুটে
Ο ঘ) কানাই
 সঠিক উত্তর: (খ)

 ৩৪. উপকরণজাত বিশেষণ গঠনে কোন সংস্কৃত তদ্ধিত প্রত্যয় ব্যবহৃত হয়?
Ο ক) ইমন্
Ο খ) ইত
Ο গ) ইল
Ο ঘ) ইষ্ট
 সঠিক উত্তর: (খ)

 ৩৫. ‘অপত্যার্থে ইষ্ণ্য’ প্রত্যয় যুক্ত হয়েছে কোনটিতে?
Ο ক) মনুষ্য
Ο খ) পার্বত্য
Ο গ) কৌমার্য্য
Ο ঘ) দাশরথি
 সঠিক উত্তর: (ক)

 ৩৬. ‘সৌভাগ্য’ শব্দটির সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
Ο ক) সুভগ + ষ্ণ্য
Ο খ) সুভগ + ষ্ণ
Ο গ) সৌভগ + ষ্ণ্য
Ο ঘ) সৌভগ + ষ্ণ
 সঠিক উত্তর: (ক)

 ৩৭. অর্থহীনভাবে প্রত্যয় যুক্ত শব্দ কোনটি?
Ο ক) মিঠাই
Ο খ) লোনা
Ο গ) লেজুড়
Ο ঘ) সাপুড়ে
 সঠিক উত্তর: (গ)

 ৩৮. টাক + উয়া = টেকো - কোন ধরনের তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ?
Ο ক) বাংলা তদ্ধিত
Ο খ) বিদেশি তদ্ধিত
Ο গ) সংস্কৃত তদ্ধিত
Ο ঘ) বাংলা কৃ/
 সঠিক উত্তর: (ক)

 ৩৯. বিশেষ্য পদ গঠনে ‘র’ প্রত্যয় ব্যবহৃত হয়েছে কোনটিতে?
Ο ক) মধুর
Ο খ) চামড়া
Ο গ) ডাক্তার
Ο ঘ) আমার
 সঠিক উত্তর: (ক)

 ৪০. বৃত্তি অর্থে কোনটি ব্যবহৃত হয়েছে?
Ο ক) বাড়িওয়ালা
Ο খ) দুধওয়ালা
Ο গ) দাঁড়িওয়ালা
Ο ঘ) দিল্লিওয়ালা
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post