এস.এস.সি বাংলা ২য় পত্র : ধাতু(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় - ৮ম পরিচ্ছেদ: ধাতু(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৪১. মৌলিক ধাতুর অপর নাম কী?
Ο ক) সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতু
Ο খ) ণিজন্ত ধাতু
Ο গ) নাম ধাতু
Ο ঘ) প্রযোজক ধাতু
 সঠিক উত্তর: (ক)

 ৪২. পড়্, চল্ এ দুটি কোন ধাতু?
Ο ক) খাঁটি বাংলা
Ο খ) স্বয়ংসিদ্ধ
Ο গ) সংস্কৃত মূল
Ο ঘ) সাধিত ধাতু
 সঠিক উত্তর: (খ)

 ৪৩. মৌলিক ধাতুর পরে প্রেরণার্থে ‘আ’ প্রত্যয় যোগে যে ধাতু গঠিত হয়, তাকে কী বলে?
Ο ক) সাধিত ধাতু
Ο খ) সংযোগমূলক ধাতু
Ο গ) নাম ধাতু
Ο ঘ) প্রযোজক ধাতু/ণিজন্ত ধাতু
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৪. কোনটি সংস্কৃত মূল ধাতু?
Ο ক) আঁকা
Ο খ) খাদ্
Ο গ) বেতা
Ο ঘ) ফির
 সঠিক উত্তর: (খ)

 ৪৫. ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দু’টো অংশ পাওয়া যায় - কী কী?
Ο ক) মৌলিক ধাতু ও সিদ্ধ ধাতু
Ο খ) ক্রিয়ামূল ও ক্রিয়া বিভক্তি
Ο গ) গম্ ও গঠ্ ধাতু
Ο ঘ) স্বয়ংসিদ্ধ ও মৌলিক ধাতু
 সঠিক উত্তর: (খ)

 ৪৬. কাট্, কাঁদ, জান্, নাচ্ ইত্যাদি কোন ধাতুর উদাহরণ?
Ο ক) সংস্কৃত
Ο খ) সাধিত
Ο গ) বিদেশি
Ο ঘ) খাঁটি বাংলা
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৭. মৌলিক ধাতুর সঙ্গে ‘আ’ প্রত্যয় যোগে কোন ধাতু গঠিত হয়?
Ο ক) সংযোগমূলক ধাতু
Ο খ) বিদেশি ধাতু
Ο গ) তৎসম ধাতু
Ο ঘ) সাধিত ধাতু
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৮. ‘কাট্’ ধাতুর সংস্কৃত ধাতু কী?
Ο ক) কৃৎ
Ο খ) কৃ
Ο গ) ক্রী
Ο ঘ) কথ
 সঠিক উত্তর: (ক)

 ৪৯. নিচের কোন শব্দটি সাধিত ধাতুর উদাহরণ?
Ο ক) পড়্
Ο খ) পড়া
Ο গ) ডা
Ο ঘ) কোন
 সঠিক উত্তর: (খ)

 ৫০. অপভ্রংশের মাধ্যমে কোন ধাতু আমাদের ভাষায় এসে গেছে?
Ο ক) সংস্কৃত ধাতু
Ο খ) মৌলিক ধাতু
Ο গ) সাধিত ধাতু
Ο ঘ) খাঁটি বাংলা ধাতু
 সঠিক উত্তর: (ঘ)

 ৫১. “হের ঐ দুয়ারে দাঁড়িয়ে কে?” - বাক্যে ব্যবহৃত ‘হের’ ধাতুটি কোন ভাষার?
Ο ক) আরবি
Ο খ) হিন্দি
Ο গ) ফারসি
Ο ঘ) অজ্ঞাতমূল
 সঠিক উত্তর: (ঘ)

 ৫২. ‘সমধাতুজ’ কর্মের অপর নাম কী?
Ο ক) পরোক্ষ কর্ম
Ο খ) প্রযোজক কর্ম
Ο গ) ধাত্বর্থক কর্ম
Ο ঘ) প্রযোজ্য কর্ম
 সঠিক উত্তর: (গ)

 ৫৩. ধাতু বা প্রকৃতির অন্ত্যধ্বনির আগের ধ্বনির নাম কী?
Ο ক) অনুধা
Ο খ) ব্যবধা
Ο গ) শতধা
Ο ঘ) উপধা
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৪. ‘ঘৃষ’ ধাতুর বাংলা ধাতু কী?
Ο ক) ঘষা
Ο খ) ঘিষ্
Ο গ) ঘষ্
Ο ঘ) ঘাষ্
 সঠিক উত্তর: (গ)

 ৫৫. বিশেষ্য, বিশেষণ বা অনুকার অব্যয়ের পরে ‘আ’ প্রত্যয় যোগ করে যে ধাতু গঠিত হয় তাকে কী বলে?
Ο ক) সাধিত ধাতু
Ο খ) বিদেশি ধাতু
Ο গ) মৌলিক ধাতু
Ο ঘ) নাম ধাতু
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৬. “কথাটা ছড়িয়ে পড়েছে।” যৌগিক ক্রিয়া গঠনে ‘পড়্’ ধাতুটি কোন অর্থে ব্যবহৃতহয়েছে?
Ο ক) সমাপ্তি
Ο খ) আকস্মিকতা
Ο গ) ক্রমশ
Ο ঘ) ব্যাপ্তি
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৭. ‘ফির্’ বিদেশি ধাতুটি কী অর্থে ব্যবহৃত হয়?
Ο ক) গমন
Ο খ) আগমন
Ο গ) পুনরাগমন
Ο ঘ) প্রত্যাগমন
 সঠিক উত্তর: (গ)

 ৫৮. “বাংলা, সংস্কৃত ও বিদেশি” - বাংলা ভাষার কোন ধাতুর শ্রেণিবিভাগ?
Ο ক) সাধিত ধাতু
Ο খ) যৌগিক ধাতু
Ο গ) মৌলিক ধাতু
Ο ঘ) প্রযোজক ধাতু
 সঠিক উত্তর: (গ)

 ৫৯. পূর্ণতা অর্থে ‘দি’ ধাতুর ব্যবহার কোনটি?
Ο ক) আমাকে যেতে দিও
Ο খ) কাজটি শেষ করে দিও
Ο গ) চলতে পথ দেখিয়েদিও
Ο ঘ) কিছু টাকা ধারদিও
 সঠিক উত্তর: (খ)

 ৬০. মৌলিক ধাতুগুলোকে কয় শ্রেণিতে ভাগ করা যায়?
Ο ক) দুই শ্রেণিতে
Ο খ) চার শ্রেণিতে
Ο গ) তিন শ্রেণিতে
Ο ঘ) পাঁচ শ্রেণিতে
 সঠিক উত্তর: (গ)

 ৬১. কোন ধাতুর আলাদা নামকরণের প্রয়োজন নেই?
Ο ক) প্রযোজক ধাতুর
Ο খ) কর্মবাচ্যের ধাতুর
Ο গ) নাম ধাতুর
Ο ঘ) সাধিত ধাতুর
 সঠিক উত্তর: (খ)

 ৬২. “যাকিছু হারায়, গিন্নী বলেন, কেষ্টা বেটাই চোর” - এখানে ‘হারায়’ কোন ধাতু?
Ο ক) নাম ধাতু
Ο খ) সংযোগমূলক ধাতু
Ο গ) কর্মবাচ্যের ধাতু
Ο ঘ) ভাববাচ্যের ধাতু
 সঠিক উত্তর: (গ)

 ৬৩. শিক্ষক ছাত্রটিকে বেতাচ্ছেন - কোন প্রকারের ধাতু দ্বারা গঠিত ক্রিয়াপদ যোগে বাক্যটি গঠিত হয়েছে?
Ο ক) মৌলিক ধাতু
Ο খ) প্রযোজক ধাতু
Ο গ) নামধাতু
Ο ঘ) কর্মবাচ্যের ধাতু
 সঠিক উত্তর: (খ)

 ৬৪. কোনটি অসম্পূর্ণ ধাতু?
Ο ক) রাখ্
Ο খ) উঠ্
Ο গ) বট্
Ο ঘ) কর্
 সঠিক উত্তর: (গ)

 ৬৫. বিদেশগত ধাতুগুলো প্রধানত কোন ভাষা থেকে এসেছে?
Ο ক) ফারসি
Ο খ) হিন্দি
Ο গ) আরবি
Ο ঘ) উর্দু
 সঠিক উত্তর: (খ)

 ৬৬. কৃ, গম, ধৃ, গঠ, স্থ ইত্যাদি -
Ο ক) মৌলিক ধাতু
Ο খ) বিদেশি ধাতু
Ο গ) বাংলা ধাতু
Ο ঘ) সংস্কৃত ধাতু
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৭. “এখন শুয়ে পড়্” - এখানে ‘পড়্’ ধাতু কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) ক্রমশ অর্থে
Ο খ) ব্যাপ্তি অর্থে
Ο গ) আকস্মিকতা অর্থে
Ο ঘ) সমাপ্তি অর্থে
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post