এস.এস.সি বাংলা ২য় পত্র : উপসর্গ(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় - ৭ম পরিচ্ছেদ: উপসর্গ(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৪১. ‘মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে’ - এখানে নিম্নরেখ পদে কোন শ্রেণির উপসর্গের প্রয়োগ হয়েছে?
Ο ক) বাংলা
Ο খ) সংস্কৃত
Ο গ) হিন্দি
Ο ঘ) বিদেশি
সঠিক উত্তর: (ক)

 ৪২. ‘অঘা’ কোন প্রকারের উপসর্গ?
Ο ক) সংস্কৃত
Ο খ) খাঁটি বাংলা
Ο গ) ফারসি
Ο ঘ) হিন্দি
 সঠিক উত্তর: (খ)

 ৪৩. ‘অভি’ কোন ভাষার উপসর্গ?
Ο ক) বাংলা
Ο খ) তৎসম
Ο গ) আরবি
Ο ঘ) ফারসি
 সঠিক উত্তর: (খ)

 ৪৪. কয়টি উপসর্গ বাংলা ও তৎসম উভয়েই পাওয়া যায়?
Ο ক) তিনটি
Ο খ) চারটি
Ο গ) পাঁচটি
Ο ঘ) ছয়টি
 সঠিক উত্তর: (খ)

 ৪৫. বিপরীতার্থে ‘পরা’ উপসর্গযুক্ত শব্দ কোনটি?
Ο ক) পরাকাষ্ঠা
Ο খ) পরাভব
Ο গ) পরাক্রান্ত
Ο ঘ) পরায়ণ
 সঠিক উত্তর: (খ)

 ৪৬. বেমালুম শব্দে কোন উপসর্গ যুক্ত হয়েছে?
Ο ক) দেশি
Ο খ) ফারসি
Ο গ) সংস্কৃত
Ο ঘ) হিন্দি
 সঠিক উত্তর: (খ)

 ৪৭. শব্দ বা ধাতুর পূর্বে কোন শব্দাংশ যুক্ত হয়ে সাধিত শব্দে অর্থের পরিবর্তন, সম্প্রসারণ ও সংকোচন ঘটিয়ে থাকে?
Ο ক) উপসর্গ
Ο খ) অব্যয়জাতীয় শব্দাংশ
Ο গ) অনুসর্গ
Ο ঘ) প্রত্যয়জাতীয় শব্দাংশ
 সঠিক উত্তর: (ক)

 ৪৮. “মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে” - এখানে নিম্নরেখ পদে কোন শ্রেণির উপসর্গের প্রয়োগ হয়েছে?
Ο ক) বাংলা
Ο খ) সংস্কৃত
Ο গ) হিন্দি
Ο ঘ) বিদেশি
 সঠিক উত্তর: (ক)

 ৪৯. “সীমার মাঝে অসীম তুমি” - বাক্যে অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) ব্যাপ্তি
Ο খ) ঐকদেশিক
Ο গ) মধ্য
Ο ঘ) নিকট
 সঠিক উত্তর: (গ)

 ৫০. ‘অঘারাম বাস করে অজপাড়াগাঁয়ে’ - ‘অঘা’ ও ‘অজ’ কোন ধরনের উপসর্গ?
Ο ক) বিদেশি
Ο খ) খাঁটি বাংলা
Ο গ) তৎসম
Ο ঘ) আ উপসর্গ
 সঠিক উত্তর: (খ)

 ৫১. ‘নিন্দিত’ অর্থে কোন উপসর্গটির ব্যবহার হয়?
Ο ক) কদ্
Ο খ) কু
Ο গ) আব
Ο ঘ) হা
 সঠিক উত্তর: (ক)

 ৫২. ‘পাতিহাঁস’ - এখানে কী অর্থে উপসর্গের প্রয়োগ হয়েছে?
Ο ক) নিন্দিত
Ο খ) অভাব
Ο গ) পূর্ণতা
Ο ঘ) ক্ষুদ্র
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৩. কোন গুচ্ছের সব কয়টি উপসর্গই খাঁটি বাংলা?
Ο ক) আ, সু, অব, আড়
Ο খ) ফি, নি, বি, সু
Ο গ) অজ, আন, ইতি, পাতি
Ο ঘ) কু, বি, প্র, নি
 সঠিক উত্তর: (গ)

 ৫৪. উপসর্গের প্রভাবে শব্দের কত প্রকার পরিবর্তন হয়?
Ο ক) তিন প্রকার
Ο খ) চার প্রকার
Ο গ) পাঁচ প্রকার
Ο ঘ) ছয় প্রকার
 সঠিক উত্তর: (গ)

 ৫৫. খাঁটি বাংলা উপসর্গ কোন শব্দে ব্যবহৃত হয়েছে?
Ο ক) সুনীল
Ο খ) সুখবর
Ο গ) সুকন্ঠ
Ο ঘ) সুনিপুণ
 সঠিক উত্তর: (খ)

 ৫৬. ‘আমি অবেলাতে দিলাম পাড়ি অথৈ সায়রে।’ বাক্যে কয়টি উপসর্গ রয়েছে?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
 সঠিক উত্তর: (খ)

 ৫৭. নিচের কোন শব্দটিতে বিদেশি উপসর্গ আছে?
Ο ক) সাব-জজ
Ο খ) উপাধ্যক্ষ
Ο গ) সহযোগী
Ο ঘ) উপকূল
 সঠিক উত্তর: (ক)

 ৫৮. বিশেষ অর্থে ‘উপ’ উপসর্গের ব্যবহার হয়েছে কোন শব্দটিতে?
Ο ক) উপকূল
Ο খ) উপভোগ
Ο গ) উপবন
Ο ঘ) উপকন্ঠ
 সঠিক উত্তর: (খ)

 ৫৯. ‘খাসমহল’ শব্দের খাস কোন দেশি উপসর্গ?
Ο ক) আরবি
Ο খ) ফারসি
Ο গ) উর্দু
Ο ঘ) হিন্দি
 সঠিক উত্তর: (ক)

 ৬০. পরাকাষ্ঠা শব্দের ‘পরা’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) সম্যক
Ο খ) অভাব
Ο গ) অল্পতা
Ο ঘ) আতিশয্য
 সঠিক উত্তর: (ঘ)

 ৬১. উপসর্গ কী?
Ο ক) ভাষায় ব্যবহৃত সর্বনাম
Ο খ) ভাষায় ব্যবহৃত ক্রিয়াবাচক শব্দাংশ
Ο গ) ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশ
Ο ঘ) ভাষায় ব্যবহৃত অব্যয়
 সঠিক উত্তর: (গ)

 ৬২. বিদেশি উপসর্গ কতটি?
Ο ক) তিনটি
Ο খ) বিশটি
Ο গ) একুশটি
Ο ঘ) অনির্দিষ্ট
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৩. কোনটি খাঁটি বাংলা উপসর্গযুক্ত শব্দ?
Ο ক) বিশুদ্ধ
Ο খ) বিজ্ঞান
Ο গ) বিশুষ্ক
Ο ঘ) বিপথ
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৪. ‘নিম’ কোন ভাষার উপসর্গ?
Ο ক) আরবি
Ο খ) হিন্দি
Ο গ) ফারসি
Ο ঘ) উর্দু
 সঠিক উত্তর: (গ)

 ৬৫. কোন উপসর্গগুলো বাংলা এবং সংস্কৃত উভয় ভাষায় প্রচলিত?
Ο ক) রাম, সু, পরি
Ο খ) বি, নি, দুর
Ο গ) সু, বি, নি
Ο ঘ) নি, অব, সু
 সঠিক উত্তর: (গ)

 ৬৬. সাজিরা ও সাজোয়ান শব্দ দুটিতে ‘সা’ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) উৎকৃষ্ট
Ο খ) বিশিষ্ট
Ο গ) সঙ্গে
Ο ঘ) নিকৃষ্ট
 সঠিক উত্তর: (ক)

 ৬৭. ‘সুনিপুণ’ শব্দের ‘সু’ উপসর্গটি কী অর্থে ব্যবহৃত হচ্ছে?
Ο ক) আতিশয্য
Ο খ) বিশেষ
Ο গ) নিশ্চয়
Ο ঘ) নিষেধ
 সঠিক উত্তর: (ক)

 ৬৮. তৎসম উপসর্গ কয়টি?
Ο ক) ১৯টি
Ο খ) ২০টি
Ο গ) ২১টি
Ο ঘ) ২২টি
 সঠিক উত্তর: (খ)

 ৬৯. ‘লাপাত্তা’ শব্দের ‘লা’ কোন শ্রেণির উপসর্গ?
Ο ক) ফারসি
Ο খ) উর্দু
Ο গ) আরবি
Ο ঘ) হিন্দি
 সঠিক উত্তর: (গ)

 ৭০. ওসমান রণক্ষেত্রে বীরত্বের পরাকাষ্ঠা প্রদর্শন করেও পরাজিত হলেন - এ বাক্যে উপসর্গ রয়েছে কয়টি?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
 সঠিক উত্তর: (খ)

 ৭১. কোনটির অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে?
Ο ক) শব্দ বিভক্তি
Ο খ) ক্রিয়া বিভক্তি
Ο গ) প্রত্যয়
Ο ঘ) উপসর্গ
 সঠিক উত্তর: (ঘ)

 ৭২. কোন চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়?
Ο ক) অ, অজ, অনা, আ
Ο খ) সু, বি, নি, আ
Ο গ) কু, ইতি, রাম, আ
Ο ঘ) সা, আন, আব, আ
 সঠিক উত্তর: (খ)

 ৭৩. ‘অপকর্ম’ শব্দে ‘অপ’ উপসর্গটি কী অর্থ প্রকাশ করে?
Ο ক) উৎকৃষ্ট
Ο খ) আকৃষ্ট
Ο গ) নিকৃষ্ট
Ο ঘ) বিশিষ্ট
 সঠিক উত্তর: (গ)

 ৭৪. নিচের কোন শব্দটি ফারসি উপসর্গযোগে গঠিত?
Ο ক) লাপাত্তা
Ο খ) বকলম
Ο গ) আমদরবার
Ο ঘ) অবগাহন
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post