এস.এস.সি বাংলা ২য় পত্র : উপসর্গ(১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় - ৭ম পরিচ্ছেদ: উপসর্গ(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. নিচের কোন শব্দটি ফারসি উপসর্গ যোগে গঠিত?
Ο ক) বাজে খরচ
Ο খ) কারখানা/বদনাম
Ο গ) আকন্ঠ
Ο ঘ) অবগাহন
 সঠিক উত্তর: (খ)

 ২. ‘উৎক্ষিপ্ত’ শব্দে ‘উৎ’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) ঊর্ধ্বে
Ο খ) আতিশয্য
Ο গ) প্রস্তুতি
Ο ঘ) নিশ্চয়তা
 সঠিক উত্তর: (ক)

 ৩. ‘বদ্’ কোন ভাষার উপসর্গ?
Ο ক) আরবি
Ο খ) হিন্দি
Ο গ) ফারসি
Ο ঘ) উর্দু
 সঠিক উত্তর: (গ)

 ৪. ‘বিজ্ঞান’ শব্দে ‘বি’ উপসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) অভাব
Ο খ) গতি
Ο গ) সাধারণ
Ο ঘ) বিশেষ
 সঠিক উত্তর: (ঘ)

 ৫. উপসর্গের কাজ কী?
Ο ক) বর্ণ সংস্করণ
Ο খ) নতুন শব্দ গঠন
Ο গ) ভাবের পার্থক্য নিরূপণ
Ο ঘ) যতি সংস্থাপন
 সঠিক উত্তর: (খ)

 ৬. তৎসম উপসর্গ কোনটি?
Ο ক) গর
Ο খ) অনা
Ο গ) লা
Ο ঘ) সম
 সঠিক উত্তর: (ঘ)

 ৭. গরমিল শব্দের ‘গর’ উপসর্গ কোন অর্থ প্রকাশ করেছে?
Ο ক) বিশেষ
Ο খ) মন্দ
Ο গ) না
Ο ঘ) অভাব
 সঠিক উত্তর: (ঘ)

 ৮. উপসর্গ কত প্রকার?
Ο ক) দুই প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) চার প্রকার
Ο ঘ) পাঁচ প্রকার
 সঠিক উত্তর: (খ)

 ৯. কোনটিতে খাঁটি বাংলা উপসর্গের ব্যবহার হয়েছে?
Ο ক) অকাজ
Ο খ) পরিশেষ
Ο গ) নিষেধ
Ο ঘ) বিবর্ণ
 সঠিক উত্তর: (ক)

 ১০. নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও, নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে কোনটির?
Ο ক) অনুসর্গের
Ο খ) বিভক্তির
Ο গ) উপসর্গের
Ο ঘ) পদাশ্রিত অব্যয়ের
 সঠিক উত্তর: (গ)

 ১১. ‘খাসখবর’ শব্দটিতে কী অর্থে ‘খাস’ উপসর্গটি যুক্ত হয়েছে?
Ο ক) সাধারণ
Ο খ) বিশেষ
Ο গ) অভাব
Ο ঘ) স্বল্প
 সঠিক উত্তর: (খ)

 ১২. নিচের কোন দুটি খাঁটি বাংলা উপসর্গ?
Ο ক) অনা, কদ
Ο খ) সম, গর
Ο গ) কু, নি
Ο ঘ) অজ, অভি
 সঠিক উত্তর: (ক)

 ১৩. ‘উত্তম’ অর্থে ‘সু’ উপসর্গের ব্যবহার কোনটি?
Ο ক) সুনীল
Ο খ) সুলভ
Ο গ) সুতীক্ষ্ণ
Ο ঘ) সুচতুর
 সঠিক উত্তর: (ক)

 ১৪. কোনটিতে বিদেশি উপসর্গ আছে?
Ο ক) চোরটি বমাল ধরা পড়েছে
Ο খ) অনুকরণ করো না
Ο গ) সমাগত সুধী
Ο ঘ) কুজনে কুবর করে
 সঠিক উত্তর: (ক)

 ১৫. বাংলা উপসর্গের মধ্যে কোন তিনটি উপসর্গ তৎসম শব্দেও ব্যবহৃত হয়?
Ο ক) অ, অঘা, অজা
Ο খ) আ, উপ, আপ
Ο গ) সু, বি, নি
Ο ঘ) কু, অনা, ইতি
 সঠিক উত্তর: (গ)

 ১৬. কোনটি খাঁটি বাংলা উপসর্গ সাধিত শব্দ?
Ο ক) ইতিহাস
Ο খ) অনুবাদ
Ο গ) অভিযান
Ο ঘ) গরমিল
 সঠিক উত্তর: (ক)

 ১৭. ফুল, হাফ কোন ধরনের উপসর্গ?
Ο ক) তৎসম
Ο খ) ইংরেজি
Ο গ) ফারসি
Ο ঘ) বাংলা
 সঠিক উত্তর: (খ)

 ১৮. ফুল, হাফ - কোন ধরনের উপসর্গ?
Ο ক) তৎসম
Ο খ) ইংরেজি
Ο গ) ফারসি
Ο ঘ) বাংলা
 সঠিক উত্তর: (খ)

 ১৯. ‘সু’ উপসর্গযোগে গঠিত তৎসম শব্দ কোনটি?
Ο ক) সুনজর
Ο খ) সুদিন
Ο গ) সুনাম
Ο ঘ) সুকন্ঠ
 সঠিক উত্তর: (ঘ)

 ২০. কোনটি বাংলা উপসর্গ?
Ο ক) আধ
Ο খ) উৎ
Ο গ) নিম
Ο ঘ) আড়/হা
 সঠিক উত্তর: (ঘ)

 ২১. ‘রামদা’ শব্দে ‘রাম’ কোন অর্থের সহায়ক?
Ο ক) উৎকৃষ্ট
Ο খ) তুচ্ছ
Ο গ) বড়
Ο ঘ) বিশিষ্ট
 সঠিক উত্তর: (গ)

 ২২. ‘নিখুঁত’ শব্দে ‘নি’ উপসর্গটি কোন প্রকারের?
Ο ক) অর্ধ-তৎসম
Ο খ) বিদেশি
Ο গ) সংস্কৃত
Ο ঘ) খাঁটি বাংলা
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩. বাংলা বা খাঁটি বাংলা উপসর্গ মোট কয়টি?
Ο ক) এগারোটি
Ο খ) একুশটি
Ο গ) বাইশটি
Ο ঘ) আঠারোটি
 সঠিক উত্তর: (খ)

 ২৪. “নিজস্ব কোনো অর্থবাচকতা না থাকলেও নতুন শব্দ সৃজনের ক্ষমতা আছে” - কোনটির?
Ο ক) অনুসর্গের
Ο খ) বিভক্তির
Ο গ) উপসর্গের
Ο ঘ) পদাশ্রিত অব্যয়ের
 সঠিক উত্তর: (গ)

 ২৫. ‘অজমূর্খ’ শব্দের ‘অজ’ কোন জাতের উপসর্গ?
Ο ক) বাংলা
Ο খ) সংস্কৃত
Ο গ) দেশি
Ο ঘ) বিদেশি
 সঠিক উত্তর: (ক)

 ২৬. ‘উপ’ কোন ক্ষেত্রে ক্ষুদ্র অর্থ জ্ঞাপক?
Ο ক) উপকন্ঠ
Ο খ) উপকূল
Ο গ) উপস্থিত
Ο ঘ) উপনেতা
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭. ‘প্রতি’ কোন ভাষার উপসর্গ?
Ο ক) সংস্কৃত
Ο খ) আরবি
Ο গ) ফারসি
Ο ঘ) বাংলা
 সঠিক উত্তর: (ক)

 ২৮. ‘নিদাঘ’ শব্দে কী অর্থে উপসর্গ ব্যবহার হয়েছে?
Ο ক) নিতান্ত অর্থে
Ο খ) ন্যূন অর্থে
Ο গ) নঞ অর্থে
Ο ঘ) সামান্য অর্থে
 সঠিক উত্তর: (ক)

 ২৯. ‘আনচান’ শব্দের ‘আন’ কী অর্থ প্রকাশ করছে?
Ο ক) বিশিষ্ট
Ο খ) বিচিত্র
Ο গ) বিকল্প
Ο ঘ) বিক্ষিপ্ত
 সঠিক উত্তর: (ঘ)

 ৩০. ‘রামছাগল’ - এর ‘রাম’ উপসর্গটি কোন প্রকার?
Ο ক) ক্ষুদ্র
Ο খ) নিকৃষ্ট
Ο গ) উৎকৃষ্ট
Ο ঘ) সম্যক
 সঠিক উত্তর: (গ)

 ৩১. শব্দের আগে বসে কোনটি?
Ο ক) অনুসর্গ
Ο খ) উপসর্গ
Ο গ) প্রত্যয়
Ο ঘ) বিভক্তি
 সঠিক উত্তর: (খ)

 ৩২. কোনটি তৎসম উপসর্গযোগে গঠিত শব্দ?
Ο ক) বিফল
Ο খ) আলুনি
Ο গ) নিলাজ
Ο ঘ) সুনজর
 সঠিক উত্তর: (ক)

 ৩৩. বিপরীতার্থে ‘পরা’ উপসর্গ যুক্ত শব্দ কোনটি?
Ο ক) পরাকাষ্ঠা
Ο খ) পরাভব
Ο গ) পরাক্রান্ত
Ο ঘ) পরায়ণ
 সঠিক উত্তর: (খ)

 ৩৪. কোন বাক্যটিতে অতি উপসর্গ হিসেবে ব্যবহৃত হয় নি?
Ο ক) এত অত্যাচার আর সহ্য হয় না
Ο খ) এটি একটি অতিপ্রাকৃত গল্প
Ο গ) অতিকায় হস্তী লোপ পেয়েছে
Ο ঘ) অতি চালাকের গলায় দড়ি
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫. বিদেশি উপসর্গযোগে গঠিত শব্দ কোনটি?
Ο ক) প্রহার
Ο খ) খাসকামরা
Ο গ) আগ্রহ
Ο ঘ) উপকার
 সঠিক উত্তর: (খ)

 ৩৬. ‘গমন’অর্থে উপসর্গের ব্যবহার কোনটি?
Ο ক) অভিযান
Ο খ) অভিভূত
Ο গ) অভিব্যক্তি
Ο ঘ) অভিবাদন
 সঠিক উত্তর: (ক)

 ৩৭. “অঘারাম বাস করে অজ পাঁড়াগায়ে” - ‘অঘা’ ও ‘অজ’ কোন ধরনের উপসর্গ?
Ο ক) বিদেশি
Ο খ) খাঁটি বাংলা
Ο গ) তৎসম
Ο ঘ) আরবি উপসর্গ
 সঠিক উত্তর: (খ)

 ৩৮. ‘নিদার্ঘ’ শব্দে ‘নি’ উপসর্গ কী অর্থদ্যোতনার সৃষ্টি হয়েছে?
Ο ক) গভীর
Ο খ) না
Ο গ) অল্পতা
Ο ঘ) আতিশয্য
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৯. খাঁটি বাংলা উপসর্গ কোনটি?
Ο ক) আম
Ο খ) রাম
Ο গ) সম
Ο ঘ) নিম
 সঠিক উত্তর: (খ)

 ৪০. ‘দরপাট্টা’ শব্দে কী অর্থে উপসর্গের ব্যবহার হয়েছে?
Ο ক) আধা
Ο খ) অধীন
Ο গ) প্রতি
Ο ঘ) স্বল্প
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post