এস.এস.সি বাংলা ২য় পত্র : সমাস(৩)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় - ৬ষ্ঠ পরিচ্ছেদ: সমাস(৩) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১০১. দ্বিগু সমাসের উদাহরণ -
Ο ক) তিন কালের সমাহার - ত্রিকাল
Ο খ) দু’দিকে অপ যার = দ্বীপ
Ο গ) একদিকে চোখ যার = একচোখা
Ο ঘ) অক্ষির অগোচরে = পরোক্ষ
 সঠিক উত্তর: (ক)

 ১০২. যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কী?
Ο ক) সমস্যমান পদ
Ο খ) ব্যাসবাক্য
Ο গ) সমাসবাক্য
Ο ঘ) নতুন বাক্য
 সঠিক উত্তর: (ক)

 ১০৩. নিত্য সমাসের উদাহরণ কোনটি?
Ο ক) উপনদী
Ο খ) মনমাঝি
Ο গ) নরপশু
Ο ঘ) গ্রামান্তর
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৪. ‘দা-কুমড়া’ কোন দ্বন্ধ সমাসের উদাহরণ?
Ο ক) বিপরীতার্থক দ্বন্ধ
Ο খ) মিলনার্থক দ্বন্ধ
Ο গ) বিরোধার্থক দ্বন্ধ
Ο ঘ) সমার্থক দ্বন্ধ
 সঠিক উত্তর: (গ)

 ১০৫. কোনটি প্রাদি সমাসের উদাহরণ?
Ο ক) গৃহস্থ
Ο খ) ছা-পোষা
Ο গ) উপকূল
Ο ঘ) প্রগতি
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৬. কোনটি ব্যধিকরণ বহুব্রীহি সমাসের উদাহরণ?
Ο ক) কোলাকুলি
Ο খ) ঊনপাঁজুরে
Ο গ) হাতেখড়ি
Ο ঘ) কথাসর্বস্ব
 সঠিক উত্তর: (ঘ)

 ১০৭. ‘জনৈক’ কোন সমাসের উদাহরণ?
Ο ক) কর্মধারয়
Ο খ) বহুব্রীহি
Ο গ) অলুক দ্বন্ধ
Ο ঘ) নঞ্ বহুব্রীহি
 সঠিক উত্তর: (ক)

 ১০৮. কুলার আকৃতিবিশিষ্ট কান যে রমণীর = কুলাকানী - কোন সমাস?
Ο ক) মধ্যপদলোপী বহুব্রীহি
Ο খ) দ্বন্ধ সমাস
Ο গ) মধ্যপদলোপী কর্মধারয়
Ο ঘ) নিত্য সমাস
 সঠিক উত্তর: (ক)

 ১০৯. ‘গজনীর রাজা = গজনীরাজ’ এটি কোন সমাসের উদাহরণ?
Ο ক) পঞ্চমী তৎপুরুষ সমাস
Ο খ) ষষ্ঠী তৎপুরুষ সমাস
Ο গ) উপপদ তৎপুরুষ সমাস
Ο ঘ) বহুব্রীহি সমাস
 সঠিক উত্তর: (ঘ)

 ১১০. পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে কেন বহুব্রীহি সমাস হয়?
Ο ক) ব্যধিকরণ
Ο খ) সমানাধিকরণ
Ο গ) প্রত্যয়ান্ত
Ο ঘ) মধ্যপদলোপী
 সঠিক উত্তর: (খ)

 ১১১. ‘গাছপাকা’ কোন সমাস?
Ο ক) ষষ্ঠী তৎপুরুষ
Ο খ) সপ্তমী তৎপুরুষ
Ο গ) চতুর্থী তৎপুরুষ
Ο ঘ) পঞ্চমী তৎপুরুষ
 সঠিক উত্তর: (খ)

 ১১২. ‘অহি-নকুল’ কোন শ্রেণির দ্বন্ধ সমাসের উদাহরণ?
Ο ক) বিরোধার্থক
Ο খ) বিপরীতার্থক
Ο গ) সমার্থক
Ο ঘ) মিলনার্থক
 সঠিক উত্তর: (ক)

 ১১৩. কোনটি প্রাদি ও অব্যয়ীভাব এই উভয় সমাসই হয়?
Ο ক) পরিভ্রমণ
Ο খ) প্রভাব
Ο গ) অতিমানব
Ο ঘ) উদ্বেল
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৪. ‘বেসুর’ কোন সমাস?
Ο ক) অব্যয়ীভাব
Ο খ) কর্মধারয়
Ο গ) বহুব্রীহি
Ο ঘ) তৎপুরু৯ষ
 সঠিক উত্তর: (গ)

 ১১৫. পূর্বপদে বিভক্তি লোপে কোন সমাস হয়?
Ο ক) অব্যয়ীভাব
Ο খ) তৎপুরুষ
Ο গ) কর্মধারয়
Ο ঘ) দ্বিগু
 সঠিক উত্তর: (খ)

 ১১৬. ‘অভাব’ অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটি?
Ο ক) নির্ভাবনা
Ο খ) উচ্ছৃঙ্খল
Ο গ) অনুক্ষণ
Ο ঘ) প্রতিপক্ষ
 সঠিক উত্তর: (ক)

 ১১৭. ‘উপশহর’ কোন সমাসের উদাহরণ?
Ο ক) বহুব্রীহি
Ο খ) প্রাদি
Ο গ) অব্যয়ীভাব
Ο ঘ) নিত্য সমাস
 সঠিক উত্তর: (গ)

 ১১৮. সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম কী?
Ο ক) ব্যাসবাক্য
Ο খ) বিগ্রহবাক্য
Ο গ) সমস্যমান পদ
Ο ঘ) সমস্তপদ
 সঠিক উত্তর: (ঘ)

 ১১৯. ক্রিয়ার পারস্পরিক অর্থে কোন বহুব্রীহি সমাস হয়?
Ο ক) সমানাধিকরণ বহুব্রীহি
Ο খ) ব্যতিহার বহুব্রীহি
Ο গ) ব্যধিকরণ বহুব্রীহি
Ο ঘ) প্রত্যয়ান্ত বহুব্রীহি
 সঠিক উত্তর: (খ)

 ১২০. ‘দশানন’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
Ο ক) দশ ও আনন
Ο খ) দশ সংখ্যক আনন
Ο গ) দশ আননের সমাহার
Ο ঘ) দশ আনন আছে যার
 সঠিক উত্তর: (ঘ)

 ১২১. বিশেষণের সাথে বিশেষ্যের যে সমাস হয়, তাকে কী বলে?
Ο ক) দ্বন্ধ
Ο খ) বহুব্রীহি
Ο গ) তৎপুরুষ
Ο ঘ) কর্মধারয়
 সঠিক উত্তর: (ঘ)

 ১২২. ‘স্মৃতিসৌধ’ কোন কর্মধারয় সমাস?
Ο ক) মধ্যপদলোপী কর্মধারয়
Ο খ) উপমান কর্মধারয়
Ο গ) রূপক কর্মধারয়
Ο ঘ) উপমিত কর্মধারয়
 সঠিক উত্তর: (ক)

 ১২৩. সমাসের সাথে কোনটির কিছুটা মিল আছে?
Ο ক) কারক
Ο খ) ধাতু
Ο গ) প্রকৃতি
Ο ঘ) সন্ধি
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৪. ব্যাপ্তি অর্থে কোন সমাস হয়?
Ο ক) ২য়া তৎপুরুষ
Ο খ) তৃতীয়া তৎপুরুষ
Ο গ) ৫মী তৎপুরুষ
Ο ঘ) ৬ষ্ঠী তৎপুরুষ
 সঠিক উত্তর: (ক)

 ১২৫. ‘মেহেদীরাঙা’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
Ο ক) রাঙা যে মেহেদী
Ο খ) মেহেদী যে রাঙা
Ο গ) মেহেদী ও রাঙা
Ο ঘ) মেহেদী রূপ রাঙা
 সঠিক উত্তর: (ঘ)

 ১২৬. ‘পকেটমার’ কোন তৎপুরুষ সমাসের উদাহরণ?
Ο ক) অলুক তৎপুরুষ
Ο খ) উপপদ তৎপুরুষ
Ο গ) সপ্তমী তৎপুরুষ
Ο ঘ) তৃতীয়া তৎপুরুষ
 সঠিক উত্তর: (খ)

 ১২৭. ‘সামীপ্যে’ অর্থে কোথায় অব্যয়ীভাব সমাস হয়েছে?
Ο ক) উপকূল
Ο খ) আগত
Ο গ) গরমিল
Ο ঘ) উপদ্বীপ
 সঠিক উত্তর: (ক)

 ১২৮. সমপ্তপদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম কী?
Ο ক) সরলবাক্য
Ο খ) মিশ্রবাক্য
Ο গ) ব্যাসবাক্য
Ο ঘ) জটিলবাক্য
 সঠিক উত্তর: (গ)

 ১২৯. উপমান কর্মধারয় সমাস কোনটি?
Ο ক) মুখচন্দ্র
Ο খ) ক্রোধানল
Ο গ) তুষারশুভ্র
Ο ঘ) মনমাঝি
 সঠিক উত্তর: (গ)

 ১৩০. কোন সমাসে সাধারণ ধর্মের উল্লেখ থাকে?
Ο ক) উপমান কর্মধারয়
Ο খ) উপমিত কর্মধারয়
Ο গ) রূপক কর্মধারয়
Ο ঘ) মধ্যপদলোপী কর্মধারয়
 সঠিক উত্তর: (ক)

 ১৩১. ‘বিপদাপন্ন’ সমস্তপদটি কোন সমাসের উদাহরণ?
Ο ক) অলুক দ্বন্ধ
Ο খ) দ্বিতীয়া তৎপুরুষ
Ο গ) তৃতীয়া তৎপুরুষ
Ο ঘ) চতুর্থী তৎপুরুষ
 সঠিক উত্তর: (খ)

 ১৩২. কোনটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ?
Ο ক) আমৃত্যু
Ο খ) দর্শনমাত্র
Ο গ) জীবন্মৃত
Ο ঘ) সফল
 সঠিক উত্তর: (ক)

 ১৩৩. ‘সমাস’ শব্দের অর্থ কী?
Ο ক) বিশ্লেষণ
Ο খ) সংক্ষেপণ
Ο গ) সংযোজন
Ο ঘ) সংশ্লেষণ
 সঠিক উত্তর: (খ)

 ১৩৪. কোনটি মধ্যপদলোপী কর্মধারয় সমাসের উদাহরণ?
Ο ক) শিশু সাহিত্য
Ο খ) সাহিত্য সভা
Ο গ) অরুণ রাঙ্গা
Ο ঘ) সকাল সন্ধ্যা
 সঠিক উত্তর: (খ)

 ১৩৫. ‘সুকাজ’ শব্দটির ‘সু’ কোন প্রকার উপসর্গ?
Ο ক) হিন্দি
Ο খ) তৎসম
Ο গ) আরবি
Ο ঘ) খাঁটি বাংলা
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৬. ‘অকেজো’ সমস্তপদটি কোন সমাসেরউদাহরণ?
Ο ক) নঞ্ তৎপুরুষ
Ο খ) নঞ্ বহুব্রীহি
Ο গ) প্রত্যয়ান্ত বহুব্রীহি
Ο ঘ) সবগুলো সঠিক
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩৭. ‘মহাকীর্ত’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
Ο ক) মহান যে কীর্তি
Ο খ) মহা যে কীর্তি
Ο গ) মহতী যে কীর্তি
Ο ঘ) মহা কীর্তি যার
 সঠিক উত্তর: (গ)

 ১৩৮. বহুব্রীহি সমাসের নিষ্পন্ন পদটি কোন পদ প্রধান?
Ο ক) পূর্বপদ
Ο খ) অন্যপদ
Ο গ) পরপদ
Ο ঘ) উভয়পদ
 সঠিক উত্তর: (খ)

 ১৩৯. বহুব্রীহি কত প্রকার?
Ο ক) ৮
Ο খ) ৯
Ο গ) ৬
Ο ঘ) ৭
 সঠিক উত্তর: (ক)

 ১৪০. কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তার নাম কী?
Ο ক) অলুক তৎপুরুষ
Ο খ) উপপদ তৎপুরুষ
Ο গ) নিত্য সমাস
Ο ঘ) নঞ্ তৎপুরুষ
 সঠিক উত্তর: (খ)

 ১৪১. কোন সমাসে ‘সমাহার’ ব্যাসবাক্য থাকে?
Ο ক) দ্বন্ধ
Ο খ) প্রাদি
Ο গ) নিত্য
Ο ঘ) দ্বিগু
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪২. ‘পদ্ম নাভিতে যার = পদ্মনাভ’ - এটি কোন সমাস?
Ο ক) কর্মধারয়
Ο খ) তৎপুরুষ
Ο গ) বহুব্রীহি
Ο ঘ) দ্বিগু
 সঠিক উত্তর: (গ)

 ১৪৩. জমা-খরচ কোন শব্দযোগে দ্বন্ধ সমাস?
Ο ক) সমার্থক
Ο খ) বিরোধার্থক
Ο গ) বিপরীতার্থক
Ο ঘ) মিলনার্থক
 সঠিক উত্তর: (গ)

 ১৪৪. ‘জমা-খরচ’ এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
Ο ক) জমার খরচ
Ο খ) জমাকে খরচ
Ο গ) জমা ও খরচ
Ο ঘ) জমা হতে খরচ
 সঠিক উত্তর: (গ)

 ১৪৫. ‘মহানবি’ শব্দটি কোন সমাস?
Ο ক) তৎপুরুষ
Ο খ) অব্যয়ীভাব
Ο গ) বহুব্রীহি
Ο ঘ) কর্মধারয়
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৬. ‘ছাগদুগ্ধ’ এ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
Ο ক) ছাগের দুগ্ধ
Ο খ) ছাগ ও দুগ্ধ
Ο গ) ছাগী হতে দুগ্ধ
Ο ঘ) ছাগীর দুগ্ধ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪৭. উপমান কর্মধারয় সমাস কাকে বলে?
Ο ক) দৃশ্যমান বস্তুর সাথে অদৃশ্যমান বস্তুর মিল থাকলে
Ο খ) অদৃশ্য বস্তুর সাথে দৃশ্যমান বস্তুর মিল থাকলে
Ο গ) সাধারণ গুণের উল্লেখ থাকলে
Ο ঘ) দুটি বিশেষ পদের একটিকে বুঝায়
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post