এস.এস.সি বাংলা ২য় পত্র : সমাস(১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় - ৬ষ্ঠ পরিচ্ছেদ: সমাস(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. ‘হাসাহাসি’ কোন সমাস?
Ο ক) ব্যতিহার বহুব্রীহি
Ο খ) ব্যধিকরণ বহুব্রীহি
Ο গ) নঞ্ বহুব্রীহি
Ο ঘ) মধ্যপদলোপী বহুব্রীহি
 সঠিক উত্তর: (ক)

 ২. ‘প্রগতি’ কোন সমাসের উদাহরণ?
Ο ক) নিত্য সমাস
Ο খ) অব্যয়ীভাব সমাস
Ο গ) অলুক সমাস
Ο ঘ) প্রাদি সমাস
 সঠিক উত্তর: (ঘ)

 ৩. কোনটি পঞ্চমী তৎপুরুষ সমাস?
Ο ক) শ্রমলব্ধ
Ο খ) জলমগ্ন
Ο গ) ছাত্রবৃন্দ
Ο ঘ) ঋণমুক্ত
 সঠিক উত্তর: (ক)

 ৪. ‘কাজলকালো’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
Ο ক) কাজলের ন্যায় কালো
Ο খ) কাজল রূপ কালো
Ο গ) কাজল ও কালো
Ο ঘ) কালো যে কাজল
 সঠিক উত্তর: (ক)

 ৫. “জীবননাশের আশঙ্কায় যে বীমা = জীবনবীমা” কোন কর্মধারয় সমাস?
Ο ক) উপমান
Ο খ) উপমিত
Ο গ) রূপক
Ο ঘ) মধ্যপদলোপী
 সঠিক উত্তর: (ঘ)

 ৬. কয়টি সমাসের সাথে ‘অলুক’ কথাটি যুক্ত আছে?
Ο ক) ৩
Ο খ) ২
Ο গ) ৪
Ο ঘ) ৬
 সঠিক উত্তর: (ক)

 ৭. ‘জলচর’ কোন তৎপুরুষ সমাস?
Ο ক) সপ্তমী
Ο খ) পঞ্চমী
Ο গ) উপপদ
Ο ঘ) তৃতীয়া
 সঠিক উত্তর: (ক)

 ৮. ‘উপনদী’ সমস্তপদের ‘উপ’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) ক্ষুদ্র
Ο খ) অভাব
Ο গ) সামীপ্য
Ο ঘ) সাদৃশ্য
 সঠিক উত্তর: (ক)

 ৯. ‘রূপক কর্মধারয়’ - এর সমস্তপদ কোনটি?
Ο ক) মহাপুরুষ
Ο খ) ঘনশ্যাম
Ο গ) বিষাদসিন্ধু
Ο ঘ) তুষারশুভ্র
 সঠিক উত্তর: (গ)

 ১০. ‘পঙ্কজ’ কোন তৎপুরুষ নিষ্পন্ন শব্দ?
Ο ক) অলুক
Ο খ) উপপদ
Ο গ) সপ্তমী
Ο ঘ) দ্বিতীয়া
 সঠিক উত্তর: (ক)

 ১১. কোন সমাসবদ্ধ পদটি দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত?
Ο ক) দেশান্তর
Ο খ) গ্রামান্তর
Ο গ) তেপান্তর
Ο ঘ) লোকান্তর
 সঠিক উত্তর: (গ)

 ১২. সমাস কত প্রকার?
Ο ক) সাত প্রকার
Ο খ) ছয় প্রকার
Ο গ) পাঁচ প্রকার
Ο ঘ) তিন প্রকার
 সঠিক উত্তর: (খ)

 ১৩. ‘চিরসুখী’ - এর ব্যাসবাক্য কোনটি?
Ο ক) চিরকাল ব্যাপিয়া সুখী
Ο খ) চিরকাল ব্যাপিয়া সুখ
Ο গ) চিরদিনের জন্য সুখী
Ο ঘ) চিরদিন ধরে সুখী
 সঠিক উত্তর: (ক)

 ১৪. কর্মধারয় সমাসে কোন পদ প্রধান?
Ο ক) পূর্বপদ
Ο খ) উভয়পদ
Ο গ) অন্যপদ
Ο ঘ) পরপদ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫. অর্থ প্রাধান্যের দিক থেকে কর্মধারয় - এর বিপরীত সমাস কোনটি?
Ο ক) তৎপুরুষ
Ο খ) দ্বন্ধ
Ο গ) অব্যয়ীভাব
Ο ঘ) বহুব্রীহি
 সঠিক উত্তর: (গ)

 ১৬. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
Ο ক) মুখচন্দ্র
Ο খ) ক্রোধানল
Ο গ) কাজলকালো
Ο ঘ) চিরসুখী
 সঠিক উত্তর: (গ)

 ১৭. দ্বন্ধ সমাসের বিপরীত অর্থ প্রাধান্য সমাস কোনটি?
Ο ক) কর্মধারয় সমাস
Ο খ) বহুব্রীহি সমাস
Ο গ) দ্বিগু সমাস
Ο ঘ) তৎপুরুষ সমাস
 সঠিক উত্তর: (খ)

 ১৮. ‘কানে কানে যে কথা = কানাকানি’ - এটি কোন সমাসের উদাহরণ?
Ο ক) অব্যয়ীভাব
Ο খ) সপ্তমী তৎপুরুষ
Ο গ) অলুক বহুব্রীহি
Ο ঘ) ব্যতিহার বহুব্রীতি
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯. ‘চাঁদমুখ’ - এর ব্যাসবাক্য কোনটি?
Ο ক) চাঁদ মুখ যার
Ο খ) চাঁদের ন্যায় মুখ
Ο গ) মুখের ন্যায় চাঁদ
Ο ঘ) চাঁদ যে মুখ
 সঠিক উত্তর: (খ)

 ২০. দ্বিগু সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয়?
Ο ক) বিশেষ্য
Ο খ) বিশেষণ
Ο গ) সর্বনাম
Ο ঘ) কৃদন্ত
 সঠিক উত্তর: (ক)

 ২১. ‘আশীবিষ’ - কোন সমাস?
Ο ক) সমানাধিকরণ বহুব্রীহি
Ο খ) ব্যতিহার বহুব্রীহি
Ο গ) নঞ্ বহুব্রীহি
Ο ঘ) ব্যাধিকরণ বহুব্রীহি
 সঠিক উত্তর: (ঘ)

 ২২. কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ?
Ο ক) সিংহাসন
Ο খ) অরুণরাঙা
Ο গ) বিষাদসিন্ধু
Ο ঘ) মুখচন্দ্র
 সঠিক উত্তর: (খ)

 ২৩. সমাসের রীতি বাংলায় এসেছে কোন ভাষা থেকে?
Ο ক) হিন্দি
Ο খ) সংস্কৃত
Ο গ) প্রাকৃত
Ο ঘ) ফারসি
 সঠিক উত্তর: (খ)

 ২৪. মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?
Ο ক) পলান্ন
Ο খ) ঘনশ্যাম
Ο গ) নরাধম
Ο ঘ) খেচর
 সঠিক উত্তর: (ক)

 ২৫. নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাসের উদাহরণ কোনটি?
Ο ক) দ্বিপ
Ο খ) দীপ
Ο গ) দ্বীপ
Ο ঘ) দিপ
 সঠিক উত্তর: (গ)

 ২৬. কোনটিতে উপমান ও উপমেয়ের মধ্যে অভিন্নতা কল্পনা করা হয়?
Ο ক) উপমান কর্মধারয়
Ο খ) উপমিত কর্মধারয়
Ο গ) রূপক কর্মধারয়
Ο ঘ) মধ্যপদলোপী কর্মধারয়
 সঠিক উত্তর: (গ)

 ২৭. কোন উদাহরণটি অলুক তৎপুরুষ সমাসের?
Ο ক) গায়ে পড়া
Ο খ) চা-বাগান
Ο গ) খাঁচা ছাড়া
Ο ঘ) মাল গুদাম
 সঠিক উত্তর: (ক)

 ২৮. ‘ফুলকুমারী’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
Ο ক) ফুলের ন্যায় কুমারী
Ο খ) কুমারী ফুলের ন্যায়
Ο গ) ফুলের ন্যায় সুন্দর কুমারী
Ο ঘ) ফুলের কুমারী
 সঠিক উত্তর: (ক)

 ২৯. ‘কমলাক্ষ’ - এর সঠিক ব্যাসবাক্য হলো-
Ο ক) কমল অক্ষির ন্যায়
Ο খ) কমল অক্ষের ন্যায়
Ο গ) কমলের ন্যায় অক্ষি যার
Ο ঘ) কমলের ন্যায় অক্ষ যার
 সঠিক উত্তর: (গ)

 ৩০. ‘নীল যে পদ্ম = নীলপদ্ম’ কোন সমাস?
Ο ক) দ্বিগু সমাস
Ο খ) প্রাদি সমাস
Ο গ) বহুব্রীহি সমাস
Ο ঘ) কর্মধারয় সমাস
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১. তৃতীয়া তৎপুরুষ সমাসের ‘সমস্তপদ’ কোনটি?
Ο ক) গা-ঢাকা
Ο খ) তালকানা
Ο গ) মনগড়া
Ο ঘ) দেশসেবা
 সঠিক উত্তর: (গ)

 ৩২. রূপক কর্মধারয় সমাসের ব্যাসবাক্যে কোনটি থাকে?
Ο ক) ও
Ο খ) এ
Ο গ) ই
Ο ঘ) ন্যায়
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩. ‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্ধ সমাস?
Ο ক) মিলনার্থে
Ο খ) বিরোধার্থে
Ο গ) বিপরীতার্থে
Ο ঘ) সমার্থে
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৪. সমাস সাধিত পদ কোনটি?
Ο ক) চাষী
Ο খ) বোনাই
Ο গ) মানব
Ο ঘ) দম্পতি
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫. ‘পঞ্চনদ’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
Ο ক) পঞ্চ ও নদ
Ο খ) পঞ্চ নামক নদ
Ο গ) পঞ্চ নদের সমাহার
Ο ঘ) পঞ্চ নদীর সমাহার
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬. দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কোন সমাসের অন্তর্ভুক্ত করেছেন?
Ο ক) তৎপুরুষ
Ο খ) দ্বন্ধ
Ο গ) কর্মধারয়
Ο ঘ) অব্যয়ীভাব
 সঠিক উত্তর: (গ)

 ৩৭. ‘মহারাজ’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
Ο ক) রাজা যে মহৎ
Ο খ) মহান যে রাজা
Ο গ) মহতের রাজা
Ο ঘ) মহা যে রাজা
 সঠিক উত্তর: (খ)

 ৩৮. ‘চন্দ্রমুখ’ - শব্দের ব্যাসবাক্য কোনটি?
Ο ক) চন্দ্রের ন্যায় মুখ
Ο খ) চন্দ্র রূপ মুখ
Ο গ) মুখ চন্দ্রের ন্যায়
Ο ঘ) মুখ ও চন্দ্র
 সঠিক উত্তর: (গ)

 ৩৯. ‘মন মাঝি’ - এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
Ο ক) মন যে মাঝি
Ο খ) মন মাঝির ন্যায়
Ο গ) মনরূপ মাঝি
Ο ঘ) মন ও মাঝি
 সঠিক উত্তর: (গ)

 ৪০. বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয় তবে তাকে কী বলে?
Ο ক) সমানাধিকরণ বহুব্রীহি
Ο খ) ব্যধিকরণ বহুব্রীহি
Ο গ) ব্যাতিহার বহুব্রীহি
Ο ঘ) প্রত্যয়ান্ত বহুব্রীহি
 সঠিক উত্তর: (খ)

 ৪১. কোনটি খাঁটি বাংলা কর্মধারয় সমাসের উদাহরণ?
Ο ক) সিংহাসন
Ο খ) মনমাঝি
Ο গ) নরাধম
Ο ঘ) অনল
 সঠিক উত্তর: (গ)

 ৪২. দিল্লীশ্বর কিসের উদাহরণ?
Ο ক) কর্মধারয়
Ο খ) তৎপুরুষ
Ο গ) অলুকদ্বন্ধ
Ο ঘ) দ্বন্ধ
 সঠিক উত্তর: (খ)

 ৪৩. পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎপ্রত্যয় যুক্ত হয়ে কোন সমাস গঠিত হয়?
Ο ক) তৎপুরুষ
Ο খ) উপপদ তৎপুরুষ
Ο গ) উপমিত কর্মধারয়
Ο ঘ) উপমান কর্মধারয়
 সঠিক উত্তর: (খ)

 ৪৪. সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমানবাচক পদের যে সমাস হয় তাকে কোন কর্মধারয় বলে?
Ο ক) সাধারণ কর্মধারয়
Ο খ) রূপক কর্মধারয়
Ο গ) উপমিত কর্মধারয়
Ο ঘ) উপমান কর্মধারয়
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৫. তৎপুরুষ সমাস কয় প্রকার?
Ο ক) আট
Ο খ) নয়
Ο গ) দশ
Ο ঘ) এগার
 সঠিক উত্তর: (খ)

 ৪৬. কোনটি সমার্থক দ্বন্ধ সমাস?
Ο ক) দুধে-ভাতে
Ο খ) কাগজ-পত্র
Ο গ) ভাই-বোন
Ο ঘ) জমা-খরচ
 সঠিক উত্তর: (খ)

 ৪৭. ‘বিশ্ববিখ্যাত’ সমস্তপদটি কোন সমাস নির্দেশ করে?
Ο ক) মধ্যপদলোপী বহুব্রীহি
Ο খ) সপ্তমী তৎপুরুষ
Ο গ) চতুর্থী তৎপুরুষ
Ο ঘ) উপমান কর্মধারয়
 সঠিক উত্তর: (খ)

 ৪৮. কর্মধারয় সমাস নয় কোনটি?
Ο ক) কদাচার
Ο খ) মহারাজ
Ο গ) মুখচন্দ্র
Ο ঘ) মধুমাখা
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৯. পূর্বপদের প্রাধান্য থাকে কোন সমাসে?
Ο ক) দ্বন্ধ সমাসে
Ο খ) বহুব্রীহি সমাসে
Ο গ) কর্মধারয় সমাসে
Ο ঘ) অব্যয়ীভাব সমাসে
 সঠিক উত্তর: (ঘ)

 ৫০. যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে কী বলে?
Ο ক) দ্বন্ধ সমাস
Ο খ) কর্মধারয়সমাস
Ο গ) দ্বিগু সমাস
Ο ঘ) বহুব্রীহি সমাস
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post