এস.এস.সি বাংলা ২য় পত্র : পদাশ্রিত নির্দেশক(১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় - ৫ম পরিচ্ছেদ: পদাশ্রিত নির্দেশক(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. কোন পদাশ্রিত নির্দেশকটি নির্দিষ্টতা ও অনির্দিষ্টতা উভয়ই বোঝায়?
Ο ক) কেতা
Ο খ) টো
Ο গ) গাছি
Ο ঘ) গুলিন
 সঠিক উত্তর: (খ)

 ২. ‘খানি’ পদাশ্রিত নির্দেশকটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) নির্দিষ্ট অর্থে
Ο খ) অনির্দিষ্ট অর্থে
Ο গ) নিরর্থক
Ο ঘ) নির্দেশক অর্থে
 সঠিক উত্তর: (ঘ)

 ৩. ‘টো’ পদাশ্রিত নির্দেশকটি কেবল কোন সংখ্যাবাচক শব্দের সাথে ব্যবহৃত হয়?
Ο ক) পাঁচ
Ο খ) তিন
Ο গ) দুই
Ο ঘ) চার
 সঠিক উত্তর: (গ)

 ৪. ‘সারাটি সকাল তোমার আশায় বসে আছি’ - এ বাক্যে ‘সারা’ শব্দের সাথে ‘টি’ যুক্ত হয়ে কোনটি প্রকাশ করেছে?
Ο ক) অর্থপূর্ণভাবে
Ο খ) দ্ব্যর্থহীনভাবে
Ο গ) সার্থকভাবে
Ο ঘ) নিরর্থকভাবে
 সঠিক উত্তর: (ঘ)

 ৫. পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতা হয় কিসের ভেদে?
Ο ক) ক্রিয়া
Ο খ) বাক্য
Ο গ) বচন
Ο ঘ) অর্থ
 সঠিক উত্তর: (গ)

 ৬. ‘এক যে ছিল রাজা’ - এখানে পদাশ্রিত নির্দেশক কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) অনির্দিষ্টতা
Ο খ) নির্দিষ্টতা
Ο গ) নিরর্থকভাবে
Ο ঘ) বাহুল্য অর্থে
 সঠিক উত্তর: (ক)

 ৭. ‘আমি অভাগা এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধনখানি’ - এ বাক্যে ‘খানি’ পদাশ্রিত নির্দেশকটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) নির্দিষ্ট অর্থে
Ο খ) অনির্দিষ্ট অর্থে
Ο গ) নিরর্থক
Ο ঘ) বিশেষ অর্থে নির্দিষ্টার্থে
 সঠিক উত্তর: (ঘ)

 ৮. বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ কোন বাক্যে ব্যবহৃত হয়েছে?
Ο ক) ন্যাকামিটা এখন রাখো
Ο খ) দশ তা কাগজ দাও
Ο গ) এক যে ছিল রাজা
Ο ঘ) দশটি বছর
 সঠিক উত্তর: (খ)

 ৯. “পোয়াটাক দুধ দাও” - এ বাক্যে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক দ্বারা কী প্রকাশ পেয়েছে?
Ο ক) নির্দিষ্টতা
Ο খ) অনির্দিষ্টতা
Ο গ) সুনির্দিষ্টতা
Ο ঘ) অতিনির্দিষ্টতা
 সঠিক উত্তর: (খ)

 ১০. পদাশ্রিত নির্দেশক সর্বনামের পর টা, টি যুক্ত হলে তা কী হয়?
Ο ক) সুনির্দিষ্ট হয়
Ο খ) অনির্দিষ্ট হয়
Ο গ) নিরর্থক হয়
Ο ঘ) সুনির্দিষ্ট ও অনির্দিষ্ট দুই-ই হতে পারে
 সঠিক উত্তর: (ক)

 ১১. দুধটুকু খেয়ে নাও। এখানে ‘টুকু’ ব্যাকরণের কোন নিয়মে ব্যবহৃত হয়েছে?
Ο ক) বচন
Ο খ) প্রত্যয়
Ο গ) পদাশ্রিত নির্দেশক
Ο ঘ) সন্ধি
 সঠিক উত্তর: (গ)

 ১২. পদাশ্রিত নির্দেশক সাধারণত পদের কোথায় বসে?
Ο ক) শেষে
Ο খ) প্রথমে
Ο গ) মাঝে
Ο ঘ) আদি ও অন্তে
 সঠিক উত্তর: (ক)

 ১৩. নির্দিষ্টতা বোঝাতে সংখ্যাবাচক শব্দের সঙ্গে কোনটি যুক্ত হয়?
Ο ক) এক
Ο খ) গোটা
Ο গ) টা
Ο ঘ) টি
 সঠিক উত্তর: (গ)

 ১৪. পদাশ্রিত নির্দেশক এর অপর নাম -
Ο ক) অনন্বয়ী অব্যয়
Ο খ) পদাশ্রিত অব্যয়
Ο গ) পদান্বয়ী অব্যয়
Ο ঘ) সমুচ্চয়ী অব্যয়
 সঠিক উত্তর: (খ)

 ১৫. “ওটি যেন কার তৈরি?” এ বাক্যে কী অর্থে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার হয়েছে?
Ο ক) নির্দিষ্টতা
Ο খ) অনির্দিষ্টতা
Ο গ) বিশিষ্টতা
Ο ঘ) সুনির্দিষ্টতা
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬. ‘এক’ ব্যতীত অন্য কোন সংখ্যাবাচক শব্দের সাথে টা, টি যুক্ত হলে কী বোঝায়?
Ο ক) নির্দিষ্টতা
Ο খ) অনির্দিষ্টতা
Ο গ) সুনির্দিষ্টতা
Ο ঘ) সংখ্যা
 সঠিক উত্তর: (ক)

 ১৭. পদের পূর্বে এক, এক যে, গোটা ইত্যাদি বসে কোন অর্থ প্রকাশ করে?
Ο ক) সংকীর্ণতা
Ο খ) সীমাবদ্ধতা
Ο গ) অনির্দিষ্টতা
Ο ঘ) অবরুদ্ধতা
 সঠিক উত্তর: (গ)

 ১৮. ‘ছেলেটা অঙ্কে কাঁচা’ - এ বাক্যে ‘টা’ ---- প্রকাশক।
Ο ক) সমার্থকতা
Ο খ) নিরর্থকতা
Ο গ) নির্দিষ্টতা
Ο ঘ) অনির্দিষ্টতা
 সঠিক উত্তর: (গ)

 ১৯. বিশেষ অর্থে নির্দিষ্টতা জ্ঞাপক শব্দ কোনগুলো?
Ο ক) কেতা, পাটি
Ο খ) গোটা, টা
Ο গ) খানা, টুকু
Ο ঘ) গুলো, গুলি
 সঠিক উত্তর: (ক)

 ২০. অনির্দিষ্টতা প্রকাশ করছে কোন বাক্যটিতে?
Ο ক) গোটা দুই কমলা আছে
Ο খ) দু’খানা কম্বল দরকার
Ο গ) সবটুকু ওষুধই খেয়ে ফেল
Ο ঘ) সেইটিই ছিল আমার প্রিয় কলম
 সঠিক উত্তর: (ক)

 ২১. ‘ছুঁয়োনা ছুঁয়োনা ওটি লজ্জাবতী লতা’ - এই বাক্যে কোন শব্দটি পদাশ্রিত নির্দেশক?
Ο ক) ছুয়োনা
Ο খ) ওটি
Ο গ) লজ্জাবতী
Ο ঘ) লতা
 সঠিক উত্তর: (খ)

 ২২. নিরর্থকভাবে পদাশ্রিত নির্দেশক টা, টি - এর ব্যবহার কোনটি?
Ο ক) তিনটি টাকা দাও
Ο খ) এটা নয় ওটা আন
Ο গ) এটাই ছিল প্রিয় বই
Ο ঘ) সারাটি বিকাল বসে আছি
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩. পদাশ্রিত নির্দেশক কীসের নির্দিষ্টতা জ্ঞাপন করে?
Ο ক) বচনের
Ο খ) ব্যক্তি বা বস্তুর
Ο গ) সংখ্যার
Ο ঘ) পদের
 সঠিক উত্তর: (খ)

 ২৪. ‘একখানা বই কিনে নিও’ - এখানে ‘একখানা’ কোন অর্থ প্রকাশ করেছে?
Ο ক) নির্দিষ্ট
Ο খ) সুনির্দিষ্ট
Ο গ) অনির্দিষ্ট
Ο ঘ) অস্পষ্ট
 সঠিক উত্তর: (গ)

 ২৫. নিরর্থকভাবে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার -
Ο ক) জামাটি লাল
Ο খ) গানটি শুনেছি
Ο গ) বিকালটা সুন্দর
Ο ঘ) পড়াটা ভালো লাগে না
 সঠিক উত্তর: (গ)

 ২৬. যে প্রত্যয় নির্দিষ্টতা বোঝায় তার নাম কী?
Ο ক) সংখ্যা
Ο খ) পদাশ্রিত নির্দেশক
Ο গ) লিঙ্গ
Ο ঘ) উপসর্গ
 সঠিক উত্তর: (খ)

 ২৭. টা, টি, খানা, খানি - পদাশ্রিত নির্দেশকের কোন বচনে ব্যবহৃত হয়?
Ο ক) বহুবাচক সর্বনামে
Ο খ) ‘মনুষ্য’ শব্দের একবচনে
Ο গ) একবচনে
Ο ঘ) বহুবচনে
 সঠিক উত্তর: (গ)

 ২৮. ‘এক’ শব্দের সঙ্গে টা, টি যুক্ত হলে কী বোঝায়?
Ο ক) নির্দিষ্টতা
Ο খ) অনির্দিষ্টতা
Ο গ) নিরর্থকতা
Ο ঘ) বিশেষ অর্থ
 সঠিক উত্তর: (খ)

 ২৯. তা, পাটি প্রভৃতি কী অর্থে যুক্ত হয়?
Ο ক) নিরর্থকভাবে
Ο খ) অনির্দিষ্টতা জ্ঞাপনে
Ο গ) নির্দিষ্টতা জ্ঞাপনে
Ο ঘ) দ্ব্যর্থকতা জ্ঞাপনে
 সঠিক উত্তর: (গ)

 ৩০. ‘সারাটি সকাল/বিকেল তোমার আশায় বসে আছি’ - এখানে ‘সারাটি’ কোন অর্থ প্রকাশ করেছে?
Ο ক) নিরর্থক ভাব
Ο খ) অনির্দিষ্টতা
Ο গ) নির্দিষ্টতা
Ο ঘ) সামান্যতা
 সঠিক উত্তর: (ক)

 ৩১. গোটা সাতেক আম এনো। বাক্যটিতে ‘গোটা’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
Ο ক) নির্দিষ্ট অর্থে
Ο খ) অনির্দিষ্ট অর্থে
Ο গ) স্বল্পার্থে
Ο ঘ) অধিক অর্থে
 সঠিক উত্তর: (খ)

 ৩২. ‘নির্দেশক সর্বনাম’ - এর সঙ্গে টা, টি যুক্ত হলে তা কী হয়?
Ο ক) উৎকৃষ্ট
Ο খ) সুনির্দিষ্ট
Ο গ) নিকৃষ্ট
Ο ঘ) অস্পষ্ট
 সঠিক উত্তর: (খ)

 ৩৩. - পদাশ্রিত নির্দেশকেরও বিভিন্নতা প্রযুক্ত হয়?
Ο ক) বচনভেদে
Ο খ) লিঙ্গভেদে
Ο গ) অর্থভেদে
Ο ঘ) কারকভেদে
 সঠিক উত্তর: (ক)

 ৩৪. বাংলায় পদাশ্রিত নির্দেশক বলতে বোঝায় -
Ο ক) A-কে
Ο খ) An-কে
Ο গ) The-কে
Ο ঘ) A, An ও The-কে
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫. পদাশ্রিত নির্দেশক - এর অপর নাম কী?
Ο ক) অনন্বয়ী অব্যয়
Ο খ) পদাশ্রিত অব্যয়
Ο গ) পদান্বয়ী অব্যয়
Ο ঘ) সমুচ্চয়ী অব্যয়
 সঠিক উত্তর: (খ)

 ৩৬. ‘ন্যাকামিটা এখন রাখো’ - বাক্যে ‘ন্যাকামি’ শব্দের সঙ্গে ‘টা’ যুক্ত হয়ে কোন অর্থ প্রকাশ করেছে?
Ο ক) নির্থকতা
Ο খ) সার্থকতা
Ο গ) দ্ব্যর্থকতা
Ο ঘ) ভিন্নার্থকতা
 সঠিক উত্তর: (ক)

 ৩৭. পরিমাণের স্বল্পতা বুঝাতে কোন পদাশ্রিত নির্দেশকটি ব্যবহৃত হয়?
Ο ক) টুকু
Ο খ) টা
Ο গ) গুলো
Ο ঘ) এক
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post