এস.এস.সি বাংলা ২য় পত্র : বচন(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় - ৪র্থ পরিচ্ছেদ: বচন(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৪১. কী ভেদে বাংলায় ক্রিয়ার রূপের কোনো পরিবর্তন হয় না?
Ο ক) বচনভেদে
Ο খ) পুরুষভেদে
Ο গ) বচন ও পুরুষভেদে
Ο ঘ) কালভেদে
 সঠিক উত্তর: (ক)

 ৪২. কোন বাক্যটির ব্যবহার সঠিক?
Ο ক) সকল মানুষেরা মরণশীল
Ο খ) জগতের সমস্ত শিশুরা নিষ্পাপ
Ο গ) আজকাল অনেক গরুরপালগুলো মাঠে দেখা যায় না
Ο ঘ) সকল মানুষ মরণশীল
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৩. বচনবাচক শব্দের আগে কী বসে?
Ο ক) গোটা
Ο খ) খানা
Ο গ) টুকু
Ο ঘ) পাটি
 সঠিক উত্তর: (ক)

 ৪৪. কোনটি শুদ্ধ বচনবোধক শব্দ?
Ο ক) জনগণ
Ο খ) হস্তিদাম
Ο গ) ডাকাতবৃন্দ
Ο ঘ) কুসুমাবলি
 সঠিক উত্তর: (ক)

 ৪৫. ব্যাকরণের কোন কোন পদের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বচন বলে?
Ο ক) বিশেষ্য ও সর্বনাম পদ
Ο খ) বিশেষ্য ও বিশেষণ পদ
Ο গ) সর্বনাম ও ক্রিয়াপদ
Ο ঘ) সর্বনাম ও বিশেষণ পদ
 সঠিক উত্তর: (ক)

 ৪৬. কোন বহুবচনবাচক প্রত্যয়টি কেবল উন্নত প্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
Ο ক) ফুল
Ο খ) দাম
Ο গ) গুচ্ছ
Ο ঘ) বৃন্দ
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৭. কোনটি একবচন বোঝায়?
Ο ক) লোকে বলে
Ο খ) মাঠে মাঠে ধান
Ο গ) শুনবে যদি গল্পটি
Ο ঘ) পাখি সব করে রব
 সঠিক উত্তর: (গ)

 ৪৮. কোনটি অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
Ο ক) বৃন্দ
Ο খ) কুল
Ο গ) বর্গ
Ο ঘ) দাম
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৯. ‘হস্তী’ এর বহুবচন কী?
Ο ক) হস্তিরা
Ο খ) হস্তির পাল
Ο গ) হস্তির দল
Ο ঘ) হস্তিযূথ
 সঠিক উত্তর: (ঘ)

 ৫০. ‘কুল’ কোন শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
Ο ক) প্রাণিবাচক
Ο খ) সমষ্টিবাচক
Ο গ) ইতর প্রাণিবাচক
Ο ঘ) প্রাণী ও অপ্রাণিবাচক
 সঠিক উত্তর: (ঘ)

 ৫১. কোনটি সঠিক বহুবচন?
Ο ক) হস্তিযূথ
Ο খ) মন্ত্রিসকল
Ο গ) তারকাবৃন্দ
Ο ঘ) কবিতারাজি
 সঠিক উত্তর: (ক)

 ৫২. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহু বচন?
Ο ক) লাল লাল ফুল
Ο খ) বাজারে লোক জমেছে
Ο গ) এটাই করিমদের বাড়ি
Ο ঘ) পোকার আক্রমণে ফসল নষ্ট হয়
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৩. ‘বচন’ ব্যাকরণের কী জাতীয় শব্দ?
Ο ক) তৎসম
Ο খ) পারিভাষিক
Ο গ) অর্ধ-তৎসম
Ο ঘ) বিদেশি
 সঠিক উত্তর: (খ)

 ৫৪. কোনটি কেবল অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়?
Ο ক) রা
Ο খ) বর্গ
Ο গ) কূল
Ο ঘ) মালা
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৫. ‘খানা’ বচনবাচক প্রত্যয় শব্দের কোথায় বসে?
Ο ক) আগে
Ο খ) পরে
Ο গ) মাঝে
Ο ঘ) আগে ও মাঝে
 সঠিক উত্তর: (খ)

 ৫৬. ‘পাল’ ও ‘যূথ’ শব্দ দুটি কোথায় ব্যবহৃত হয়?
Ο ক) উন্নত প্রাণীর বহুবচনে
Ο খ) জন্তুদের একবচনে
Ο গ) অপ্রাণিবাচক শব্দের বহুবচনে
Ο ঘ) জন্তুর বহুবচনে
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৭. কোনটি ভেদে ক্রিয়ার রূপের পার্থক্য হয় না?
Ο ক) কালভেদে
Ο খ) পুরুষভেদে
Ο গ) বচনভেদে
Ο ঘ) বাচ্যভেদে
 সঠিক উত্তর: (গ)

 ৫৮. সর্বনামের বহুল বহুবচন কোনটি?
Ο ক) তোমরা
Ο খ) ফুলদল
Ο গ) মেঘমালা
Ο ঘ) দ্বীপপুঞ্জ
 সঠিক উত্তর: (ক)

 ৫৯. কোনটি বিশেষ্য পদের একবচন রূপে ব্যবহৃত হয়েছে?
Ο ক) বাগানে ফুল ফুটেছে
Ο খ) মানুষ মরণশীল
Ο গ) আকাশে চাঁদ উঠেছে
Ο ঘ) বনে বাঘ আছে
 সঠিক উত্তর: (গ)

 ৬০. কেবল ইতর প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয় এমন বহুবচনবোধক শব্দ কোনগুলো?
Ο ক) রাজি, রাশি
Ο খ) কূল, বৃন্দ
Ο গ) সব, সমূহ
Ο ঘ) পাল, যূথ
 সঠিক উত্তর: (ঘ)

 ৬১. কোন বাক্যটি শুদ্ধ?
Ο ক) একদিন বাংলার সকল ঘরে ঘরে সুখ ছিল
Ο খ) হেথা গাঁয়ে আমাদের মায়েদের হাট
Ο গ) সকল ছাত্র-ছাত্রীগণ আজ সভায় উপস্থিত
Ο ঘ) মেঘনিচয় আকাশে ভেসে বেড়াচ্ছে
 সঠিক উত্তর: (ঘ)

 ৬২. নিচের কোন শব্দটির সাথে ‘মন্ডলী’ ব্যবহৃত হয়?
Ο ক) পাখি
Ο খ) বৃক্ষ
Ο গ) শিক্ষক
Ο ঘ) পর্বত
 সঠিক উত্তর: (গ)

 ৬৩. কোন বহুবচনবোধক শব্দটি শুধু বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়?
Ο ক) নিকর
Ο খ) দাম
Ο গ) পাল
Ο ঘ) পালা
 সঠিক উত্তর: (খ)

 ৬৪. সমষ্টিবোধক শব্গুলোর বেশির ভাগই কোন ভাষা থেকে এসেছে?
Ο ক) হিন্দি
Ο খ) প্রাকৃত
Ο গ) সংস্কৃত
Ο ঘ) খাঁটি বাংলা
 সঠিক উত্তর: (গ)

 ৬৫. কোন দুটি পদের বচনভেদ হয়?
Ο ক) বিশেষ্য ও সর্বনাম
Ο খ) বিশেষ্য ও বিশেষণ
Ο গ) সর্বনাম ও ক্রিয়া
Ο ঘ) ক্রিয়া ও অব্যয়
 সঠিক উত্তর: (ক)

 ৬৬. ‘কুসুম’ - শব্দটির শেষে কোন বহুবচনবোধক শব্দটি বসবে?
Ο ক) নিচয়
Ο খ) নিকর
Ο গ) মালা
Ο ঘ) রাজি
 সঠিক উত্তর: (ক)

 ৬৭. একবচন ও বহুবচন ভেদে বিভক্তিগুলোর কী ধরনের পার্থক্য দেখা যায়?
Ο ক) উচ্চারণগত
Ο খ) অর্থগত
Ο গ) অবস্থানগত
Ο ঘ) আকৃতিগত
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৮. কেবল অপ্রানিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ কোনটি?
Ο ক) কুল
Ο খ) বর্গ
Ο গ) রাজি
Ο ঘ) সব
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post