এস.এস.সি বাংলা ২য় পত্র : বচন(১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের এস.এস.সি বাংলা ২য় পত্র ৩য় অধ্যায় - ৪র্থ পরিচ্ছেদ: বচন(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ কোনগুলো?
Ο ক) দাম, নিকর, রাশি
Ο খ) কুল, সকল, সব
Ο গ) গণ, বৃন্দ, বর্গ
Ο ঘ) গুলি, গুলা, গুলো
 সঠিক উত্তর: (ক)

 ২. ‘রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না’ - এটি কোন নিয়মে বহুবচন হয়েছে?
Ο ক) বিভক্তিযোগে
Ο খ) বিশেষ নিয়মে
Ο গ) দ্বিত্ব প্রয়োগে
Ο ঘ) প্রত্যয়যোগে
 সঠিক উত্তর: (ঘ)

 ৩. কেবল জন্তুর বহুবচনে কোন শব্দটি বসে?
Ο ক) বর্গ
Ο খ) দাম
Ο গ) পুঞ্জ
Ο ঘ) যূথ
 সঠিক উত্তর: (ঘ)

 ৪. যে শব্দ দ্বারা কোন প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয়তাকে --- বলে।
Ο ক) একবচন
Ο খ) বহুবচন
Ο গ) প্রাণিবাচক বহুবচন
Ο ঘ) বাংলায় বহুবচন
 সঠিক উত্তর: (খ)

 ৫. কোনটি একবচনের উদাহরণ?
Ο ক) মানুষ মরণশীল
Ο খ) শিক্ষক ছাত্র পড়াচ্ছেন
Ο গ) লোকে বলে
Ο ঘ) বনে বাঘ থাকে
 সঠিক উত্তর: (খ)

 ৬. ‘কমল’ শব্দটির শেষে কোন বহুবচনবোধক শব্দটি বসবে?
Ο ক) নিচয়
Ο খ) আবলি
Ο গ) নিকর
Ο ঘ) রাজি
 সঠিক উত্তর: (গ)

 ৭. কেবল অপ্রাণিবাচক বহুবচনের প্রত্যয় কোনটি?
Ο ক) কুল
Ο খ) মালা
Ο গ) সমাজ
Ο ঘ) মন্ডলী
 সঠিক উত্তর: (খ)

 ৮. সমষ্টিবোধক শব্দগুলোর বেশির ভাগই কোন ভাষা থেকে এসেছে?
Ο ক) হিন্দি
Ο খ) প্রাকৃত
Ο গ) সংস্কৃত
Ο ঘ) খাঁটি বাংলা
 সঠিক উত্তর: (গ)

 ৯. ‘রচনা’ শব্দটির বহুবচন কোনটি?
Ο ক) রচনাবৃন্দ
Ο খ) রচনারাজি
Ο গ) রচনাবলি
Ο ঘ) রচনাসকল
 সঠিক উত্তর: (গ)

 ১০. অপ্রাণিবাচক বিশেষ্যে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ কোনগুলো?
Ο ক) পাল, যূথ
Ο খ) সকল, সমূহ
Ο গ) গন, বৃন্দ
Ο ঘ) রাশি, রাজি
 সঠিক উত্তর: (ঘ)

 ১১. ইতর প্রাণিবাচক শব্দের বহুবচনে কোন শব্দ যুক্ত হয়?
Ο ক) রাশি
Ο খ) বর্গ
Ο গ) গুচ্ছ
Ο ঘ) গুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ১২. ‘হস্তি’ - এর সাথে কোন বহুবচন প্রত্যয় যুক্ত হবে?
Ο ক) নিকর
Ο খ) আবলি
Ο গ) রা
Ο ঘ) যূথ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩. বিশেষ নিয়মে সাধিত ‘বহুবচন’ নিচের কোন বাক্যটিকে নির্দেশ করে?
Ο ক) পোকার আক্রমণে ফসল নষ্ট হয়
Ο খ) ঘরে বহু মেহমান এসেছে
Ο গ) সকলে সব জানে না
Ο ঘ) মানুষেরা মরণশীল
 সঠিক উত্তর: (ক)

 ১৪. বচন অর্থ কী?
Ο ক) সংখ্যার ধারণা
Ο খ) গণনার ধারণা
Ο গ) ক্রমের ধারণা
Ο ঘ) পরিমাণের ধারণা
 সঠিক উত্তর: (ক)

 ১৫. কোনটি একবচন বুঝায়?
Ο ক) লোকে বলে
Ο খ) মাঠে মাঠে ধান
Ο গ) শুনবে যদি গল্পটি
Ο ঘ) বনে বাঘ আছে
 সঠিক উত্তর: (গ)

 ১৬. প্রাণিবাচক বহুবচন কোনটি?
Ο ক) মেঘমালা
Ο খ) গল্পগুচ্ছ
Ο গ) রচনাবলী
Ο ঘ) শিক্ষকবৃন্দ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭. ‘সাহেব’ শব্দের বহুবচন কোনটি?
Ο ক) সাহেবা
Ο খ) সাহেবকুল
Ο গ) সাহেবগণ
Ο ঘ) সাহেবান
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮. বিশেষ নিয়মে বহুবচন সাধিত হয়েছে কোনটিতে?
Ο ক) রবীন্দ্রনাথরা প্রতিদিন জন্মায় না
Ο খ) লাল লাল ফুল
Ο গ) বড় বড় মাঠ
Ο ঘ) অজস্র লোক
 সঠিক উত্তর: (ক)

 ১৯. নিচের কোনটি বিশেষ নিয়মে সাধিত বহুবচন?
Ο ক) এটাই করিমদের বাড়ি
Ο খ) সিংহ বনে থাকে
Ο গ) বড় বড় মাঠ
Ο ঘ) পাখি সব করে রব
 সঠিক উত্তর: (ক)

 ২০. অনেক সময় বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে কী সাধিত হয়?
Ο ক) বহুবচন
Ο খ) একবচন
Ο গ) সন্ধি
Ο ঘ) লিঙ্গ
 সঠিক উত্তর: (খ)

 ২১. ‘পর্বত’ শব্দের বহুবচন -
Ο ক) পর্বতগুচ্ছ
Ο খ) পর্বতমালা
Ο গ) পর্বতপুঞ্জ
Ο ঘ) পর্বতসমূহ
 সঠিক উত্তর: (খ)

 ২২. নিচের কোনটি বিদেশি মূল ভাষার অনুসরণে বহুবচন করা হয়েছে?
Ο ক) আলেমদল
Ο খ) শিক্ষকবৃন্দ
Ο গ) কুসুমনিচয়
Ο ঘ) সাহেবান
 সঠিক উত্তর: (ঘ)

 ২৩. কোন বাক্যে বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে বহুবচন হয়েছে?
Ο ক) অজস্র লোক
Ο খ) লাল লাল ফুল
Ο গ) দেখে দেখে যেও
Ο ঘ) বাগানে ফুল ফুটেছে
 সঠিক উত্তর: (খ)

 ২৪. ‘ঊর্মি’ শব্দের সঙ্গে কোনটি যুক্ত করলে এর বহুবচন সাধিত হয়?
Ο ক) গুলো
Ο খ) রাজি
Ο গ) মালা
Ο ঘ) রাশি
 সঠিক উত্তর: (গ)

 ২৫. কোনটি সঠিক বহুবচনবোধক শব্দের উদাহরণ?
Ο ক) মনুষ্যযূথ
Ο খ) পক্ষীবৃন্দ
Ο গ) জলরাজি
Ο ঘ) মাতৃকুল
 সঠিক উত্তর: (ঘ)

 ২৬. প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় -
Ο ক) সকল
Ο খ) আবলি
Ο গ) গুচ্ছ
Ο ঘ) বৃন্দ
 সঠিক উত্তর: (ক)

 ২৭. কোন বহুবচনবোধক শব্দগুলি প্রাণী বা অপ্রাণিবাচকের বেলায় ব্যবহৃত হয়?
Ο ক) মন্ডলী, বর্গ
Ο খ) গণ, বৃন্দ
Ο গ) নিচয়, মালা
Ο ঘ) কুল, সব
 সঠিক উত্তর: (ঘ)

 ২৮. কোনটি ভুল বাক্য?
Ο ক) সব মানুষই মরণশীল
Ο খ) মানুষ মরণশীল
Ο গ) মানুষেরা মরণশীল
Ο ঘ) সকল মানুষেরাই মরণশীল
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯. কোনটি বিশেষ্য পদের একবচনরূপে ব্যবহৃত হয়েছে?
Ο ক) বাগানে ফুল ফুটেছে
Ο খ) মানুষ মরণশীল
Ο গ) আকাশে চাঁদ উঠেছে
Ο ঘ) বনে বাঘ আছে
 সঠিক উত্তর: (গ)

 ৩০. অ-প্রাণিবাচক শব্দে ব্যবহৃত বহুবচন বাচক শব্দ কোনগুলো?
Ο ক) মালা, রাজি, রাশি
Ο খ) গণ, বৃন্দ, বর্গ
Ο গ) কূল, সকল, সব
Ο ঘ) গুলি, গুলা, গুলো
 সঠিক উত্তর: (ক)

 ৩১. কোন বহুবচনবোধক শব্দগুলো কেবল অপ্রাণিবাচক শব্দে ব্যবহৃত হয়?
Ο ক) কুল, সমূহ, বৃন্দ
Ο খ) আবলি, পুঞ্জ, রাশি
Ο গ) বর্গ, বৃন্দ, মালা
Ο ঘ) রাজি, নিচয়, কুল
 সঠিক উত্তর: (খ)

 ৩২. প্রাণী ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে কোনটি বসবে?
Ο ক) বর্গ
Ο খ) কুল
Ο গ) পাল
Ο ঘ) মালা
 সঠিক উত্তর: (খ)

 ৩৩. নিচের কোন শব্দে বহুবচনের ঠিক প্রয়োগ হয় নি?
Ο ক) তারকারাশি
Ο খ) মেঘপুঞ্জ
Ο গ) কমলনিকর
Ο ঘ) কুসুমদাম
 সঠিক উত্তর: (ক)

 ৩৪. উন্নত প্রাণিবাচক ‘মনুষ্য’ শব্দের বহুবচনে ব্যবহৃত শব্দ কোনগুলো?
Ο ক) বৃন্দ, মন্ডলী
Ο খ) কুল, সকল
Ο গ) মালা, রাজি
Ο ঘ) গুলা, রা
 সঠিক উত্তর: (ক)

 ৩৫. নিম্নের কোনটি বিশেষ্য ও বিশেষণ পদের দ্বিত্ব প্রয়োগে বহুবচন সাধিত হয়েছে?
Ο ক) হাঁড়ি হাঁড়ি সন্দেশ
Ο খ) বাগানে ফুল ফুটেছে
Ο গ) অঢেল টাকা পয়সা
Ο ঘ) অজস্র লোক
 সঠিক উত্তর: (ক)

 ৩৬. কেবল বিশেষ অর্থ প্রকাশে কোন বিশেষ্যের বহুবচন হয়?
Ο ক) গুণবাচক
Ο খ) ভাববাচক
Ο গ) সমষ্টিবাচক
Ο ঘ) সংজ্ঞাবাচক
 সঠিক উত্তর: (খ)

 ৩৭. কোন বহুবচনগুলো সঠিক?
Ο ক) তরুরাজি, পুষ্পদাম
Ο খ) মানুষগণ, মানুষবৃন্দ
Ο গ) সভ্যসকল, সভ্যসমূহ
Ο ঘ) ছাত্রীনিচয়, শিক্ষকবৃন্দৃ
 সঠিক উত্তর: (ক)

 ৩৮. কেবল জন্তুর ক্ষেত্রে ব্যবহৃত বহুবচনবোধক শব্দ কোনগুলো?
Ο ক) পাল ও পুঞ্জ
Ο খ) যূথ ও মালা
Ο গ) পাল ও যূথ
Ο ঘ) নিকর ও রাজি
 সঠিক উত্তর: (গ)

 ৩৯. ‘বৃন্দ’ - এর সঠিক প্রয়োগ হবে কোনটিতে?
Ο ক) পক্ষী
Ο খ) টাকা
Ο গ) ছাত্র
Ο ঘ) পর্বত
 সঠিক উত্তর: (গ)

 ৪০. ‘শৈবাল’ শব্দের সঙ্গে বহুবচনের কোন রূপটি মানানসই?
Ο ক) নিকর
Ο খ) মালা
Ο গ) দাম
Ο ঘ) রাজি
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post