জে.এস.সি বিজ্ঞান অধ্যায় - ৯ম : বর্তনী ও চলবিদ্যুৎ(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বিজ্ঞান অধ্যায় - ৯ম : বর্তনী ও চলবিদ্যুৎ(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. কোন সংযোগের ফলে বর্তনীর প্রতিটি বাল্বই পৃথক পৃথকভাবে জ্বালানো বা নেভানো যায়?
Ο ক) সমান্তরাল
Ο খ) সিরিজ
Ο গ) পর্যায়ক্রমিক
Ο ঘ) সিরিজ ও প্যারালাল
 সঠিক উত্তর: (ক)

 ৫২. ফিউজ তারের-
i. গলনাঙ্ক কম
ii. মধ্য দিয়ে অতিরিক্ত তড়িৎ প্রবাহিত হলে এটি গলে যায়
iii. গলনাঙ্ক বেশি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৫৩. ভোল্টমিটার বর্তনীতে কীভাবে সংযোগ করতে হয়?
Ο ক) সমান্তরালভাবে
Ο খ) আড়াআড়িভাবে
Ο গ) অনুক্রমিকভাবে
Ο ঘ) পাশাপাশিভাবে
 সঠিক উত্তর: (ক)

 ৫৪. বাংলাদেশে পর্যাবৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে কত বার দিক পরিবর্তন করে?
Ο ক) ৫০
Ο খ) ৬০
Ο গ) ১০০
Ο ঘ) ৫০০
 সঠিক উত্তর: (ক)

 ৫৫. কোন সংযোগের ফলে বর্তনীর প্রতিটি বাল্বের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য একই থাকে?
Ο ক) শ্রেণি
Ο খ) শ্রেণী ও সমান্তরাল
Ο গ) সমান্তরাল
Ο ঘ) পর্যায়ক্রমিক
 সঠিক উত্তর: (গ)

 ৫৬. তড়িৎ প্রবাহের প্রকারভেদ হলো-
i. পর্যাবৃত্ত প্রবাহ
ii. সমপ্রবাহ
iii. পরবর্তী প্রবাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৭. কোন সংযোগের কারণে একটি বাল্ব নষ্ট হলে অন্যটি জ্বলে না?
Ο ক) সমান্তরাল
Ο খ) পর্যায়ক্রমিক
Ο গ) শ্রেণি
Ο ঘ) সমান্তরাল বা শ্রেণি
 সঠিক উত্তর: (গ)

 ৫৮. সিরিজ বর্তনীতে সবগুলো তড়িৎ যন্ত্রের জন্য কয়টি সুইচ থাকে?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
 সঠিক উত্তর: (ক)

 ৫৯. ব্যাটারি হলো- i. শুষ্ককোষ ii. একটি তড়িৎকোষ iii. একাধিক কোষের সমবায় নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (গ)

 ৬০. কোন সংযোগের কারণে একটি বাল্ব নষ্ট হলে অন্যটি জ্বলে না?
Ο ক) সমান্তরাল
Ο খ) পর্যায়ক্রমিক
Ο গ) শ্রেণী
Ο ঘ) সমান্তরাল বা শ্রেণী
 সঠিক উত্তর: (গ)

 ৬১. কীসের সাহায্যে তড়িৎ বর্তনী খোলা বা বন্ধ করা হয়
Ο ক) ব্যাটারি
Ο খ) সুইচ
Ο গ) অ্যামিটার
Ο ঘ) ভোল্টমিটার
 সঠিক উত্তর: (খ)

 ৬২. কোনো বর্তনীর রোধ নির্ণয়ের ক্ষেত্রে প্রযোজ্য-
i. তড়িৎ প্রবাহ
ii. বিভব পার্থক্য
iii. ভোল্টমিটার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৩. কোনটি দ্বারা তাড়িৎ প্রবাহকে প্রকাশ করা হয়?
Ο ক) I
Ο খ) J
Ο গ) V
Ο ঘ) A
 সঠিক উত্তর: (ক)

 ৬৪. কোনটির কাঠামোর ওপর ফিউজ তার আটকানো থাকে?
Ο ক) চিনামাটির
Ο খ) ইস্পাতের
Ο গ) পিতলের
Ο ঘ) কাঠের
 সঠিক উত্তর: (ক)

 ৬৫. কোনটি রোধের এস আই একক?
Ο ক) মিটার
Ο খ) নিউট্ন
Ο গ) ওহম
Ο ঘ) বিভ পার্থক্য
 সঠিক উত্তর: (গ)

 ৬৬. তড়িৎ প্রবাহ মাপে-
Ο ক) মিটার
Ο খ) ভোল্টমিটার
Ο গ) এ্যামিটার
Ο ঘ) ব্যাটারি দিয়ে
 সঠিক উত্তর: (গ)

 ৬৭. কোনটির সাহায্যে বর্তনীতে তড়িৎ প্রবাহের অস্তিত্ত্ব ও পরিমাণ নির্ণয় করা যায়?
Ο ক) থার্মোমিটার
Ο খ) পটেনশিওমিটার
Ο গ) ভোল্টমিটার
Ο ঘ) গ্যালভানোমিটার
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৮. পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে বিদ্যুৎ চলাচল বাধাগ্রস্ত হয় তাকে কী বলে?
Ο ক) বৈদ্যুতিক বিভব
Ο খ) চার্জ
Ο গ) রোধ
Ο ঘ) কুলম্ব
 সঠিক উত্তর: (গ)

 ৬৯. কোনটি ডিসি জেনারেটরের সাহায্যে উৎপন্ন হয়?
Ο ক) চৌম্বক প্রবাহ
Ο খ) দ্বিমুখী প্রবাহ
Ο গ) পরিবর্তী প্রবাহ
Ο ঘ) একমুখী প্রবাহ
 সঠিক উত্তর: (ঘ)

 ৭০. কোনটি দ্বারা তড়িৎ প্রবাহকে প্রকাশ করা হয়?
Ο ক) I
Ο খ) J
Ο গ) V
Ο ঘ) A
 সঠিক উত্তর: (ক)

 ৭১. কোন দেশে পরিবর্তী প্রবাহ প্রতি সেকেন্ডে ষাট বার দিক পরিবর্তন করে?
Ο ক) কানাডায়
Ο খ) যুক্তরাজ্যে
Ο গ) যুক্তরাষ্ট্রে
Ο ঘ) বাংলাদেশে
 সঠিক উত্তর: (গ)

 ৭২. কোনটি পরিবাহীর নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়?
Ο ক) প্রোটন
Ο খ) ইলেকট্রন
Ο গ) নিউট্রন
Ο ঘ) বিভব পার্থক্য
 সঠিক উত্তর: (খ)

 ৭৩. বর্তনীতে তড়িৎ প্রবাহ মাপার জন্য কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) অ্যামিটার
Ο খ) পটেনশিওমিটার
Ο গ) ভোল্টমিটার
Ο ঘ) থার্মোমিটার
 সঠিক উত্তর: (ক)

 ৭৪. তড়িৎ প্রবাহ চলার সম্পূর্ণ পথকে কী বলা হয়?
Ο ক) বৈদ্যুতিক যন্ত্র
Ο খ) তড়িৎ বর্তনী
Ο গ) রোধ
Ο ঘ) প্রবাহ তার
 সঠিক উত্তর: (খ)

 ৭৫. বিভ পার্থক্যের একক কোনটি?
Ο ক) ভোল্ট
Ο খ) অ্যাম্পিয়ার
Ο গ) কুলম্ব
Ο ঘ) ওহম
 সঠিক উত্তর: (ক)

 ৭৬. বৈদ্যুতিক দুর্ঘটনা রোধ করতে হলে-
i. ঠিক মানের ফিউজ তার ব্যবহার করতে হবে
ii. উন্নত মানের তার ব্যবহার করতে হবে
iii. কখনো আর্থ সংযোগ দেওয়া যাবে না
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৭৭. পর্যাবৃত্ত প্রবাহের উৎস কোনটি?
Ο ক) ব্যাটারি
Ο খ) ডিসি জেনারেটর
Ο গ) জেনারেটর
Ο ঘ) বিদ্যুৎকোষ
 সঠিক উত্তর: (গ)

 ৭৮. বাতি, পাখা, ফ্যান ইত্যাদির জন্য কত অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করতে হয়?
Ο ক) ৫ অ্যাম্পিয়ার
Ο খ) ১০ অ্যাম্পিয়ার
Ο গ) ১৫ অ্যাম্পিয়ার
Ο ঘ) ৩০ অ্যাম্পিয়ার
 সঠিক উত্তর: (ক)

 ৭৯. যে তড়িৎ প্রবাহ সব সময় িএকই দিকে প্রবাহিত হয় তাকে কী বলে?
Ο ক) সমপ্রবাহ
Ο খ) পরিবর্তী প্রবাহ
Ο গ) পর্যাবৃত্ত প্রবাহ
Ο ঘ) দ্বিমুখী প্রবাহ
 সঠিক উত্তর: (ক)

 ৮০. কোনটিতে ৫ অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করা হয়?
Ο ক) ইস্ত্রিতে
Ο খ) ইলেকট্রিক কেটলিতে
Ο গ) টিভিতে
Ο ঘ) বাড়ির মেইন সুইচ
 সঠিক উত্তর: (গ)

 ৮১. কোনটি পর্যাবৃত্ত প্রবাহের উৎস?
Ο ক) বৈদ্যুতিক চুল্লী
Ο খ) রাডার
Ο গ) ডায়নামো
Ο ঘ) হ্যারিকেন
 সঠিক উত্তর: (গ)

 ৮২. যে বিদ্যুৎ প্রবাহের দিক নির্দিষ্ট সময় পর পর পরিবর্তিত হয় তা-
i. পর্যাবৃত্ত প্রবাহ
ii. এসি তড়িৎ প্রবাহ
iii. পরিবর্তী তড়িৎ প্রবাহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৩. সমপ্রবাহ তড়িৎ প্রবাহ-
i. সব সময় একই দিকে প্রবাহিত হয়
ii. একক সময় একেক দিকে প্রবাহিত হয়
iii. এর জন্য কোষ বা ব্যাটারী ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৮৪. তড়িৎপ্রবাহ কয় প্রকার?
Ο ক) ২
Ο খ) ৪
Ο গ) ৩
Ο ঘ) ৫
 সঠিক উত্তর: (ক)

 ৮৫. গৃহে বিদ্যুতায়নের জন্য কোনটি সুবিধাজনক?
Ο ক) সমান্তরাল বর্তনী
Ο খ) শ্রেণী সংযোগ বর্তনী
Ο গ) সিরিজ বর্তনী
Ο ঘ) তড়িৎ বর্তনী
 সঠিক উত্তর: (ক)

 ৮৬. পর্যাবৃত্ত প্রবাহের উৎবাহের উৎস কোনটি?
Ο ক) ব্যাটারি
Ο খ) ডিসি জেনারেটর
Ο গ) জেনারেটর
Ο ঘ) বিদ্যুৎকোষ
 সঠিক উত্তর: (গ)

 ৮৭. জর্জ সাইমন ওহম কত সালে মারা যান?
Ο ক) ১৮৫৪
Ο খ) ১৮৭৯
Ο গ) ১৮৯৯
Ο ঘ) ২০০০
 সঠিক উত্তর: (ক)

 ৮৮. বিদ্যুৎ প্রবাহের একক কী?
Ο ক) কুলম্ব
Ο খ) অ্যাম্পিয়ার
Ο গ) ভোল্ট
Ο ঘ) ও’ম
 সঠিক উত্তর: (খ)

 ৮৯. পর্যাবৃত্ত প্রবাহের সাহায্যে কোনটি চালানো হয়?
Ο ক) রেডিও
Ο খ) ফ্রিজ
Ο গ) ঘড়ি
Ο ঘ) ক্যালকুলেটর
 সঠিক উত্তর: (খ)

 ৯০. কোনটির প্রবাহের জন্য বিদ্যুৎ প্রবাহিত হয়?
Ο ক) ইলেকট্রনের
Ο খ) নিউট্রনের
Ο গ) প্রোটনের
Ο ঘ) নিউক্লিয়াসের
 সঠিক উত্তর: (ক)

 ৯১. ফিউজ সাধারণত কোনটির সংকর ধাতু?
Ο ক) সীসা ও তামা
Ο খ) টিন ও তামা
Ο গ) টিন ও সীসা
Ο ঘ) তামা ও দস্তা
 সঠিক উত্তর: (ক)

 ৯২. বর্তনীর যে কোন দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য পরিমাপক যন্ত্রের নাম কী?
Ο ক) অ্যামিটার
Ο খ) গ্যালভানোমিটার
Ο গ) পটেনশিওমিটার
Ο ঘ) ভোল্টমিটার
 সঠিক উত্তর: (খ)

 ৯৩. বৈদ্যুতিক চার্জের প্রবাহ কিসের ওপর নির্ভর করে?
Ο ক) বিভব পার্থক্য
Ο খ) প্রোটনের প্রবাহ
Ο গ) পরিবাহীর দৈর্ঘ্য
Ο ঘ) পরিবাহীর প্রস্থ
 সঠিক উত্তর: (ক)

 ৯৪. কোনটি বর্তনীর ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে প্রবাহিত হয়?
Ο ক) আলো
Ο খ) প্রোটন
Ο গ) তড়িৎ
Ο ঘ) বিভব পার্থক্য
 সঠিক উত্তর: (গ)

 ৯৫. কোনটি রোধকের দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপের জন্য ব্যবহৃত হয়?
Ο ক) অ্যামিটার
Ο খ) থার্মোমিটার
Ο গ) ভোল্টমিটার
Ο ঘ) পটেনশিওমিটার
 সঠিক উত্তর: (গ)

 উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: মিনার পড়ার ঘরে ২টি বাল্ব ও ১টি ফ্যানের সংযোগ দেওয়া আছে। অন্যদিকে তাদের খাবার ঘরে ২টি টিউবলাইট, ১টি ফ্যান ও ১টি ইলেকট্রিক কেটলির সংযোগ দেওয়া আছে।

৯৬. মিনার পড়ার ঘরে কত অ্যাম্পিয়ারের ফিউজ ব্রবহার করতে হবে?
Ο ক) ৫
Ο খ) ১০
Ο গ) ১৫
Ο ঘ) ৩০
 সঠিক উত্তর: (গ)

 ৯৭. মিনাদের খাবার ঘরে ৫ অ্যাম্পিয়ারের ফিউজ ব্যবহার করলে-
i. বিদ্যুৎ খরচ কম হবে
ii. প্রায়ই বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটবে
iii. সুইচ অন করা মাত্র গলে যাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post