ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বিজ্ঞান অধ্যায় - ৮ম : রাসায়নিক বিক্রিয়া(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. কোন বিক্রিয়ার মাধ্যমে সালফার হতে SO2 উৎপন্ন করা যায়?
Ο ক) দহন
Ο খ) প্রতিস্থাপন
Ο গ) বিশ্লেষণ
Ο ঘ) বিয়োজন
সঠিক উত্তর: (ক)
৫২. তুতেঁর দ্রবণের বর্ণ কেমন?
Ο ক) সবুজ
Ο খ) সাদা
Ο গ) বর্ণহীন
Ο ঘ) নীল
সঠিক উত্তর: (ঘ)
৫৩. চুনাপাথরকে উত্তপ্ত করলে কয়টি যৌগ উৎপন্ন হয়?
Ο ক) 5
Ο খ) 3
Ο গ) 4
Ο ঘ) 2
সঠিক উত্তর: (ঘ)
৫৪. অ্যামোনিয়ার রাসায়নিক সংকেত কোনটি?
Ο ক) HCI
Ο খ) NH3
Ο গ) H2O
Ο ঘ) NH4CI
সঠিক উত্তর: (খ)
৫৫. তুতেঁর টুকরায় তাপ দেওয়া হলে তা কী বর্ণ ধারণ করে?
Ο ক) সাদা
Ο খ) সবুজ
Ο গ) গাঢ় নীল
Ο ঘ) বেগুনী
সঠিক উত্তর: (ক)
৫৬. FeS এর বর্ণ কীরূপ?
Ο ক) গাঢ় ধূসর
Ο খ) লাল
Ο গ) নীল
Ο ঘ) সবুজ
সঠিক উত্তর: (ক)
৫৭. বিশ্লেষণ বিক্রিয়া নিচের কোনটির সাথে সম্পৃক্ত?
Ο ক) সংযোজন
Ο খ) সংশ্লেষণ
Ο গ) প্রশমন
Ο ঘ) বিয়োজন
সঠিক উত্তর: (ঘ)
৫৮. চুনের পানির রাসায়নিক সংকেত কোনটি?
Ο ক) Ca(OH)2
Ο খ) CaO
Ο গ) CaCO3
Ο ঘ) CO2
সঠিক উত্তর: (ক)
৫৯. নিচের কোনটি গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে?
Ο ক) NaCI
Ο খ) গ্লুকোজ
Ο গ) চিনি
Ο ঘ) মোম
সঠিক উত্তর: (ঘ)
৬০. সালফারের বর্ণ কীরূপ?
Ο ক) হলুদ
Ο খ) সবুজ
Ο গ) নীল
Ο ঘ) সর্ণহীন
সঠিক উত্তর: (ক)
৬১. মোমের দহনে রাসায়নিক শক্তি পরিবর্তিত হয়-
i. তাপশক্তি
ii. আলো শক্তি
iii. শব্দ শক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৬২. CaO ও H2O এর বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
Ο ক) CO2
Ο খ) CaCO3
Ο গ) Ca(OH)2
Ο ঘ) H2O
সঠিক উত্তর: (গ)
৬৩. কপার কার্বোনেটের রাসায়নিক সংকেত কোনটি?
Ο ক) CuO
Ο খ) CuCO3
Ο গ) Cu(OH)2
Ο ঘ) Cu
সঠিক উত্তর: (খ)
৬৪. আয়রন সালফাইডের বর্ণ কেমন?
Ο ক) হালকা বাদামী
Ο খ) গাঢ় ধূসর
Ο গ) রক্ত লাল
Ο ঘ) গাঢ় বেগুনী
সঠিক উত্তর: (খ)
৬৫. পদার্থের পরিবর্তন কত প্রকার?
Ο ক) দুই প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) চার প্রকার
Ο ঘ) পাঁচ প্রকার
সঠিক উত্তর: (ক)
৬৬. NH4CI এর বিয়োজনে কোনটি অত্যাবশ্যক?
Ο ক) তাপ
Ο খ) আলো
Ο গ) চাপ
Ο ঘ) পানি
সঠিক উত্তর: (ক)
৬৭. আয়রন সালফেটের বর্ণ কেমন?
Ο ক) বেগুনি
Ο খ) গাঢ় নীল
Ο গ) হালকা সবুজ
Ο ঘ) বর্ণহীন
সঠিক উত্তর: (গ)
৬৮. জিংক সালফাইডের সংকেত কোনটি?
Ο ক) CuS
Ο খ) FeS
Ο গ) ZnS
Ο ঘ) Nis
সঠিক উত্তর: (গ)
৬৯. মোমের দহনে কোরন যৌগটি উৎপন্ন হবে?
Ο ক) SO2
Ο খ) MgO
Ο গ) CO2
Ο ঘ) CaO
সঠিক উত্তর: (গ)
৭০. ক্লোরিনের যোজনী কত?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (ক)
৭১. কোনটি ক্ষারীয় পদার্থ?
Ο ক) CaO
Ο খ) CH3COOH
Ο গ) HCI
Ο ঘ) C6H8O7
সঠিক উত্তর: (ক)
৭২. বেকিং পাউডার ও সাইট্রিক এসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়-
i. সোডিয়াম সাইট্রেট
ii. কার্বন ডাই-অক্সাইড
iii. পানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৩. Mg� এর দহন বিক্রিয়ায়-
i. MgO উৎপন্ন হয়
ii. Mg রিবন প্রয়োজন
iii. বুনসেন বার্নার প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৪. CaCO3 কে তাপ দিলে নিচের কোনটি উৎপন্ন হয়?
Ο ক) CaO
Ο খ) CO2
Ο গ) Ca
Ο ঘ) ক ও খ সঠিক
সঠিক উত্তর: (ঘ)
৭৫. সালফারে তাপ দিলে-
i. নীল শিখা তৈরি হয়
ii. ধূসর ছাই তৈরি হয়
iii. ঝাঁঝালো পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৭৬. রাসায়নিক শক্তি আলোক শক্তিকে রূপান্তরিত হয়-
i. ড্রাইসেলে
ii. মোমের দহনে
iii. গ্যাসের দহনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৭. ZnS যৌগটির রাসায়নিক নাম কোনটি?
Ο ক) জিংক সালপাইড
Ο খ) আয়রন সালফাইড
Ο গ) ক্যালসিয়াম কার্বোনেট
Ο ঘ) ক্যালসিয়াম অক্সাইড
সঠিক উত্তর: (ক)
৭৮. একটি ক্লোরিন অণুতে কতটি ক্লোরিন পরমাণু থাকে?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 3
Ο ঘ) 4
সঠিক উত্তর: (খ)
৭৯. শুষ্ক কোষের মাঝে বসানো দন্ডটি কিসের তৈরি?
Ο ক) সোডিয়াম
Ο খ) পটাসিয়াম
Ο গ) ক্যালসিয়াম
Ο ঘ) কার্বন
সঠিক উত্তর: (ঘ)
৮০. পদার্থের পরিবর্তন কত প্রকার?
Ο ক) দুই প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) চার প্রকার
Ο ঘ) পাঁচ প্রকার
সঠিক উত্তর: (ক)
৮১. পটাসিয়াম ক্লোরেটকে তাপ দিলে উৎপন্ন হয়- i. KCI ii. O2 iii. CI2 নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৮২. সালফারে অক্সিজেন যোগ করলে কী ধরনের গন্ধ পাওয়া যাবে?
Ο ক) পচা ডিমের েোত
Ο খ) ঝাঁঝালো
Ο গ) সুমিষ্ট
Ο ঘ) উগ্র
সঠিক উত্তর: (খ)
৮৩. রাসায়নিক বিক্রিয়ায় তাপ- i. উৎপন্ন হয় ii. শোষিত হয় iii. পরিবর্তিত হয় না নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৮৪. কোনটি গ্যাসীয় পদার্থ?
Ο ক) CuO
Ο খ) H2O
Ο গ) NH3
Ο ঘ) KCI
সঠিক উত্তর: (গ)
৮৫. FeS প্রস্তুতির জন্য প্রয়োজন- i. আয়রন ii. সালফার iii. তাপ নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৬. কোনটি চুনের পানিকে ঘোলা করে?
Ο ক) অক্সিজেন
Ο খ) কার্বন
Ο গ) কার্বন ডাইঅক্সাইড
Ο ঘ) অক্সিজেন
সঠিক উত্তর: (গ)
৮৭. Mg এর দহন বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
Ο ক) CO
Ο খ) CaO
Ο গ) MgO
Ο ঘ) SO2
সঠিক উত্তর: (গ)
৮৮. মোমে কী ধরনের শকিত সঞ্চিত থাকে?
Ο ক) রাসায়নিক
Ο খ) তাপ
Ο গ) আলোক
Ο ঘ) শব্দ
সঠিক উত্তর: (ক)
৮৯. কার্বন ডাইঅক্সাইডের সংকেত কোনটি?
Ο ক) CO
Ο খ) CO2
Ο গ) SO2
Ο ঘ) O2
সঠিক উত্তর: (খ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: রনি X পদার্থটি পানিতে মিশিয়ে তাতে দুষ্টুমির ছলে ফুঁ দিল। পানিটি সঙ্গে সঙ্গে ঘোলা হয়ে গেল। উল্লেখ্য, X পদার্থটি সাদা বর্ণের, যা চুনাপাথরকে তাপ দিলে পাওয়া যায়।
৯০. X এর সংকেত কোনটি?
Ο ক) Ca(OH)2
Ο খ) CaO
Ο গ) CaCO3
Ο ঘ) Ca
সঠিক উত্তর: (ক)
৯১. রনি উদ্দীপকের মিশ্রণে ফুঁ দেয়ায়-
i. CaCO3 উৎপন্ন হল
ii. Ca(OH)2 ও CO2 বিক্রিয়া করল
iii. CaO বিয়োজিত হল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. কোন বিক্রিয়ার মাধ্যমে সালফার হতে SO2 উৎপন্ন করা যায়?
Ο ক) দহন
Ο খ) প্রতিস্থাপন
Ο গ) বিশ্লেষণ
Ο ঘ) বিয়োজন
সঠিক উত্তর: (ক)
৫২. তুতেঁর দ্রবণের বর্ণ কেমন?
Ο ক) সবুজ
Ο খ) সাদা
Ο গ) বর্ণহীন
Ο ঘ) নীল
সঠিক উত্তর: (ঘ)
৫৩. চুনাপাথরকে উত্তপ্ত করলে কয়টি যৌগ উৎপন্ন হয়?
Ο ক) 5
Ο খ) 3
Ο গ) 4
Ο ঘ) 2
সঠিক উত্তর: (ঘ)
৫৪. অ্যামোনিয়ার রাসায়নিক সংকেত কোনটি?
Ο ক) HCI
Ο খ) NH3
Ο গ) H2O
Ο ঘ) NH4CI
সঠিক উত্তর: (খ)
৫৫. তুতেঁর টুকরায় তাপ দেওয়া হলে তা কী বর্ণ ধারণ করে?
Ο ক) সাদা
Ο খ) সবুজ
Ο গ) গাঢ় নীল
Ο ঘ) বেগুনী
সঠিক উত্তর: (ক)
৫৬. FeS এর বর্ণ কীরূপ?
Ο ক) গাঢ় ধূসর
Ο খ) লাল
Ο গ) নীল
Ο ঘ) সবুজ
সঠিক উত্তর: (ক)
৫৭. বিশ্লেষণ বিক্রিয়া নিচের কোনটির সাথে সম্পৃক্ত?
Ο ক) সংযোজন
Ο খ) সংশ্লেষণ
Ο গ) প্রশমন
Ο ঘ) বিয়োজন
সঠিক উত্তর: (ঘ)
৫৮. চুনের পানির রাসায়নিক সংকেত কোনটি?
Ο ক) Ca(OH)2
Ο খ) CaO
Ο গ) CaCO3
Ο ঘ) CO2
সঠিক উত্তর: (ক)
৫৯. নিচের কোনটি গলিত বা দ্রবীভূত অবস্থায় বিদ্যুৎ পরিবহন করে?
Ο ক) NaCI
Ο খ) গ্লুকোজ
Ο গ) চিনি
Ο ঘ) মোম
সঠিক উত্তর: (ঘ)
৬০. সালফারের বর্ণ কীরূপ?
Ο ক) হলুদ
Ο খ) সবুজ
Ο গ) নীল
Ο ঘ) সর্ণহীন
সঠিক উত্তর: (ক)
৬১. মোমের দহনে রাসায়নিক শক্তি পরিবর্তিত হয়-
i. তাপশক্তি
ii. আলো শক্তি
iii. শব্দ শক্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৬২. CaO ও H2O এর বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
Ο ক) CO2
Ο খ) CaCO3
Ο গ) Ca(OH)2
Ο ঘ) H2O
সঠিক উত্তর: (গ)
৬৩. কপার কার্বোনেটের রাসায়নিক সংকেত কোনটি?
Ο ক) CuO
Ο খ) CuCO3
Ο গ) Cu(OH)2
Ο ঘ) Cu
সঠিক উত্তর: (খ)
৬৪. আয়রন সালফাইডের বর্ণ কেমন?
Ο ক) হালকা বাদামী
Ο খ) গাঢ় ধূসর
Ο গ) রক্ত লাল
Ο ঘ) গাঢ় বেগুনী
সঠিক উত্তর: (খ)
৬৫. পদার্থের পরিবর্তন কত প্রকার?
Ο ক) দুই প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) চার প্রকার
Ο ঘ) পাঁচ প্রকার
সঠিক উত্তর: (ক)
৬৬. NH4CI এর বিয়োজনে কোনটি অত্যাবশ্যক?
Ο ক) তাপ
Ο খ) আলো
Ο গ) চাপ
Ο ঘ) পানি
সঠিক উত্তর: (ক)
৬৭. আয়রন সালফেটের বর্ণ কেমন?
Ο ক) বেগুনি
Ο খ) গাঢ় নীল
Ο গ) হালকা সবুজ
Ο ঘ) বর্ণহীন
সঠিক উত্তর: (গ)
৬৮. জিংক সালফাইডের সংকেত কোনটি?
Ο ক) CuS
Ο খ) FeS
Ο গ) ZnS
Ο ঘ) Nis
সঠিক উত্তর: (গ)
৬৯. মোমের দহনে কোরন যৌগটি উৎপন্ন হবে?
Ο ক) SO2
Ο খ) MgO
Ο গ) CO2
Ο ঘ) CaO
সঠিক উত্তর: (গ)
৭০. ক্লোরিনের যোজনী কত?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (ক)
৭১. কোনটি ক্ষারীয় পদার্থ?
Ο ক) CaO
Ο খ) CH3COOH
Ο গ) HCI
Ο ঘ) C6H8O7
সঠিক উত্তর: (ক)
৭২. বেকিং পাউডার ও সাইট্রিক এসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয়-
i. সোডিয়াম সাইট্রেট
ii. কার্বন ডাই-অক্সাইড
iii. পানি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৩. Mg� এর দহন বিক্রিয়ায়-
i. MgO উৎপন্ন হয়
ii. Mg রিবন প্রয়োজন
iii. বুনসেন বার্নার প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৪. CaCO3 কে তাপ দিলে নিচের কোনটি উৎপন্ন হয়?
Ο ক) CaO
Ο খ) CO2
Ο গ) Ca
Ο ঘ) ক ও খ সঠিক
সঠিক উত্তর: (ঘ)
৭৫. সালফারে তাপ দিলে-
i. নীল শিখা তৈরি হয়
ii. ধূসর ছাই তৈরি হয়
iii. ঝাঁঝালো পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৭৬. রাসায়নিক শক্তি আলোক শক্তিকে রূপান্তরিত হয়-
i. ড্রাইসেলে
ii. মোমের দহনে
iii. গ্যাসের দহনে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৭. ZnS যৌগটির রাসায়নিক নাম কোনটি?
Ο ক) জিংক সালপাইড
Ο খ) আয়রন সালফাইড
Ο গ) ক্যালসিয়াম কার্বোনেট
Ο ঘ) ক্যালসিয়াম অক্সাইড
সঠিক উত্তর: (ক)
৭৮. একটি ক্লোরিন অণুতে কতটি ক্লোরিন পরমাণু থাকে?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 3
Ο ঘ) 4
সঠিক উত্তর: (খ)
৭৯. শুষ্ক কোষের মাঝে বসানো দন্ডটি কিসের তৈরি?
Ο ক) সোডিয়াম
Ο খ) পটাসিয়াম
Ο গ) ক্যালসিয়াম
Ο ঘ) কার্বন
সঠিক উত্তর: (ঘ)
৮০. পদার্থের পরিবর্তন কত প্রকার?
Ο ক) দুই প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) চার প্রকার
Ο ঘ) পাঁচ প্রকার
সঠিক উত্তর: (ক)
৮১. পটাসিয়াম ক্লোরেটকে তাপ দিলে উৎপন্ন হয়- i. KCI ii. O2 iii. CI2 নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৮২. সালফারে অক্সিজেন যোগ করলে কী ধরনের গন্ধ পাওয়া যাবে?
Ο ক) পচা ডিমের েোত
Ο খ) ঝাঁঝালো
Ο গ) সুমিষ্ট
Ο ঘ) উগ্র
সঠিক উত্তর: (খ)
৮৩. রাসায়নিক বিক্রিয়ায় তাপ- i. উৎপন্ন হয় ii. শোষিত হয় iii. পরিবর্তিত হয় না নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৮৪. কোনটি গ্যাসীয় পদার্থ?
Ο ক) CuO
Ο খ) H2O
Ο গ) NH3
Ο ঘ) KCI
সঠিক উত্তর: (গ)
৮৫. FeS প্রস্তুতির জন্য প্রয়োজন- i. আয়রন ii. সালফার iii. তাপ নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৬. কোনটি চুনের পানিকে ঘোলা করে?
Ο ক) অক্সিজেন
Ο খ) কার্বন
Ο গ) কার্বন ডাইঅক্সাইড
Ο ঘ) অক্সিজেন
সঠিক উত্তর: (গ)
৮৭. Mg এর দহন বিক্রিয়ায় কোনটি উৎপন্ন হয়?
Ο ক) CO
Ο খ) CaO
Ο গ) MgO
Ο ঘ) SO2
সঠিক উত্তর: (গ)
৮৮. মোমে কী ধরনের শকিত সঞ্চিত থাকে?
Ο ক) রাসায়নিক
Ο খ) তাপ
Ο গ) আলোক
Ο ঘ) শব্দ
সঠিক উত্তর: (ক)
৮৯. কার্বন ডাইঅক্সাইডের সংকেত কোনটি?
Ο ক) CO
Ο খ) CO2
Ο গ) SO2
Ο ঘ) O2
সঠিক উত্তর: (খ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: রনি X পদার্থটি পানিতে মিশিয়ে তাতে দুষ্টুমির ছলে ফুঁ দিল। পানিটি সঙ্গে সঙ্গে ঘোলা হয়ে গেল। উল্লেখ্য, X পদার্থটি সাদা বর্ণের, যা চুনাপাথরকে তাপ দিলে পাওয়া যায়।
৯০. X এর সংকেত কোনটি?
Ο ক) Ca(OH)2
Ο খ) CaO
Ο গ) CaCO3
Ο ঘ) Ca
সঠিক উত্তর: (ক)
৯১. রনি উদ্দীপকের মিশ্রণে ফুঁ দেয়ায়-
i. CaCO3 উৎপন্ন হল
ii. Ca(OH)2 ও CO2 বিক্রিয়া করল
iii. CaO বিয়োজিত হল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
JSC Science