ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বিজ্ঞান অধ্যায় - ৭ম : পৃথিবী ও মহাকর্ষ(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. কোন বস্তুতে পদার্থের মোট পরিমাণকে কী বলে?
Ο ক) ওজন
Ο খ) ভর
Ο গ) নিউটন
Ο ঘ) কিলোগ্রাম
সঠিক উত্তর: (খ)
৫২. কোন বিজ্ঞানী মহাকর্ষ সম্পর্কে ধারণা দেন?
Ο ক) প্লাঙ্ক
Ο খ) অ্যারিস্টটল
Ο গ) আইনস্টাইন
Ο ঘ) নিউটন
সঠিক উত্তর: (ঘ)
৫৩. বস্তুর মধ্যকার পদার্থের পরিমাণকে কী বলে?
Ο ক) শক্তি
Ο খ) ক্ষমতা
Ο গ) ভর
Ο ঘ) নিউটন
সঠিক উত্তর: (গ)
৫৪. মহাকর্ষ বল নিচের কোনটির ওপর নির্ভর করে?
Ο ক) বস্তুর ভর
Ο খ) মাধ্যমের প্রকৃতি
Ο গ) বস্তুর আকৃতি
Ο ঘ) বস্তুর প্রকৃতি
সঠিক উত্তর: (ক)
৫৫. পৃথিবীর কোথায় g- এর মান শূণ্য?
Ο ক) মেরু অঞ্চল
Ο খ) পৃথিবীর কেন্দ্রে
Ο গ) পর্বতের চূড়ায়
Ο ঘ) বিষুবীয় অঞ্চলে
সঠিক উত্তর: (খ)
৫৬. পৃথিবীর কোন অঞ্চলে g এর মান সবচেয়ে বেশি?
Ο ক) বিষুবীয় অঞ্চলে
Ο খ) ক্রান্তীয় অঞ্চলে
Ο গ) মেরু অঞ্চলে
Ο ঘ) পৃথিবীর কেন্দ্রে
সঠিক উত্তর: (গ)
৫৭. কোনটির কারণে একটি বস্তুর ওজনের তারতম্য ঘটে?
Ο ক) পৃথিবীর আকৃতির জন্য
Ο খ) পৃথিবীর বার্ষিক গতির জন্য
Ο গ) তাপমাত্রার জন্য
Ο ঘ) বস্তুর ভরের জন্য
সঠিক উত্তর: (ক)
৫৮. ভূপৃষ্ঠে এবং ভূপৃষ্ঠের সন্নিকটস্থ স্থানসমূহে বস্তুর ওজনের বিভিন্নতার কারণ হলো-
i. পৃথিবীর আকৃতি
ii. পৃথিবীর বার্ষিক গতি
iii. ভূপৃষ্ঠ হতে উচ্চতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৫৯. এ মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে?
Ο ক) মহাকর্ষ
Ο খ) অভিকর্ষ
Ο গ) মাধ্যাকর্ষণ
Ο ঘ) স্থিতিস্থাপকতা
সঠিক উত্তর: (ক)
৬০. যে সকল কারণে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন ঘটে সে সকল কারণে বস্তুর কীসের পরিবর্তন হয়?
Ο ক) ওজন
Ο খ) ভর
Ο গ) বেগ
Ο ঘ) শক্তি
সঠিক উত্তর: (ক)
৬১. বস্তুর ভর কী রাশি?
Ο ক) সদিক রাশি
Ο খ) ভেক্টর রাশি
Ο গ) ধ্রুব রাশি
Ο ঘ) ঋণাত্মক রাশি
সঠিক উত্তর: (গ)
৬২. মহাবিশ্বের যে কোন দুটি বস্তুর মধ্য বলকে কী বলে?
Ο ক) অভিকর্ষ
Ο খ) অভিকর্ষজ ত্বরণ
Ο গ) মহাকর্ষ
Ο ঘ) ওজন
সঠিক উত্তর: (গ)
৬৩. মহাকর্ষীয় ধ্রুবকের প্রকাশক প্রতীক কোনটি?
Ο ক) F
Ο খ) M
Ο গ) D
Ο ঘ) G
সঠিক উত্তর: (ঘ)
৬৪. রবির ভর ১০ kg হলে ওজন কত?
Ο ক) ৯.৮ নিউটন
Ο খ) ৯৮ নিউটন
Ο গ) ৯৮০ নিউটন
Ο ঘ) ৯৮০০ নিউটন
সঠিক উত্তর: (গ)
৬৫. কোন বলের জন্য ছুড়ে দেওয়া বস্তু পুনরায় ফিরে আসে?
Ο ক) ধ্রুব বল
Ο খ) স্থানিক বল
Ο গ) অভিকর্ষ
Ο ঘ) কৌনিক বল
সঠিক উত্তর: (গ)
৬৬. অভিকর্ষজ ত্বরণ প্রকাশের প্রতীক কোনটি?
Ο ক) F
Ο খ) M
Ο গ) S
Ο ঘ) g
সঠিক উত্তর: (ঘ)
৬৭. ভূ-পৃষ্ঠ থেকে যত গভীরে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণের মান তত-
Ο ক) কমতে থাকে
Ο খ) অপরিবর্তিত থাকে
Ο গ) বাড়তে থাকে
Ο ঘ) ক ও গ উভয়ই
সঠিক উত্তর: (ক)
৬৮. কোন বিজ্ঞানী মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন?
Ο ক) কেপলার
Ο খ) নিউটন
Ο গ) গ্যালিলিও
Ο ঘ) কোপার্নিকাস
সঠিক উত্তর: (খ)
৬৯. বস্তুর ওজনের একক কোনটি?
Ο ক) মিটার
Ο খ) গ্রাম
Ο গ) কিলোগ্রাম
Ο ঘ) নিউটন
সঠিক উত্তর: (ঘ)
৭০. দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল বস্তুদ্বয়ের-
i. ভরের গুণফলের সমানুপাতিক
ii. মধ্যবর্তী দূরত্বের ব্যস্তাুনুপাতিক
iii. মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৭১. পৃথিবী ও একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে?
Ο ক) মহাকর্ষ
Ο খ) অভিকর্ষ
Ο গ) অভিকর্ষজ ত্বরণ
Ο ঘ) মহাকর্ষীয় ধ্রুবক
সঠিক উত্তর: (খ)
৭২. কীসের সাহায্যে বস্তুর ওজন পরিমাপ করা হয়?
Ο ক) সাধারণ নিক্তি
Ο খ) দাড়িপাল্লা
Ο গ) ওয়েট মেশিন
Ο ঘ) স্পিং নিক্তি
সঠিক উত্তর: (ঘ)
৭৩. কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে বস্তুটি কিসের প্রভাবে ভূমিতে পৌছাঁয়?
Ο ক) বাতাসের চাপ
Ο খ) ঘর্ষণ বল
Ο গ) অভিকর্ষ বল
Ο ঘ) মহাকর্ষীয় ধ্রুবক
সঠিক উত্তর: (গ)
৭৪. ভূ-পৃষ্ঠে যদি একটি বস্তুর ওজন ৫০ নিউটন হয় তাহলে ভর কত কেজি হবে?
Ο ক) ৫০
Ο খ) ০
Ο গ) ৯.৮
Ο ঘ) ৫.১
সঠিক উত্তর: (ঘ)
৭৫. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
Ο ক) মেরু অঞ্চল
Ο খ) ভূ-পৃষ্ঠে
Ο গ) বিষুবীর অঞ্চলে
Ο ঘ) পাহাড়ের উপরে
সঠিক উত্তর: (ক)
৭৬. ভূ-পৃষ্ঠে বা ভূ-পৃষ্ঠের উপরে বস্তুর অবস্থানের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় এরূপ রাশি হলো বস্তুর-
i. ভর
ii. ওজন
iii. অভিকর্ষজ ত্বরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৭৭. কোথায় বস্তুর ওপর পৃথিবীর কোনো আকর্ষণ থাকে না?
Ο ক) পৃথিবীর কেন্দ্রে
Ο খ) পৃথিবীর উপরে
Ο গ) মেরু অঞ্চলে
Ο ঘ) বিষুবীয় অঞ্চলে
সঠিক উত্তর: (ক)
৭৮. আহ্নিক গতির জন্য বিভিন্ন স্থানে বস্তুর কীসের পরিবর্তন হয়?
Ο ক) ভরের
Ο খ) ওজনের
Ο গ) ত্বরণের
Ο ঘ) সরণের
সঠিক উত্তর: (খ)
৭৯. বস্তুর মৌলিক ধর্ম হলো- i. ভর ii. আধান iii. অভিকর্ষজ ত্বরণ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৮০. বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রবককে কোনটি দ্বারা প্রকাশ করা হয়?
Ο ক) G
Ο খ) g
Ο গ) F
Ο ঘ) d
সঠিক উত্তর: (ক)
৮১. মহাকর্ষ বলের ক্রিয়াপথের প্রকৃতি কীরূপ?
Ο ক) বৃত্তাকার
Ο খ) সরলরৈখিক
Ο গ) চক্রাকার
Ο ঘ) বেলনাকার
সঠিক উত্তর: (খ)
৮২. কোন স্থানে কোনো বস্তুর ওজন শূন্য?
Ο ক) পৃথিবীর কেন্দ্রে
Ο খ) চাঁদে
Ο গ) বিমানে
Ο ঘ) মঙ্গলগ্রহে
সঠিক উত্তর: (ক)
৮৩. কোনটির ওপর বস্তুর ওজন নির্ভরশীল?
Ο ক) অভিকর্ষজ ত্বরণ
Ο খ) ত্বরণ
Ο গ) বেগ
Ο ঘ) সময়
সঠিক উত্তর: (ক)
৮৪. কোনটি বস্তুর মৌলিক ধর্ম?
Ο ক) ওজন
Ο খ) ভর
Ο গ) আয়তন
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)
৮৫. চাঁদে কত কেজি ভরের বস্তুর ওজন হবে ১.৬ নিউটন?
Ο ক) ০.৫ কেজি
Ο খ) ১ কেজি
Ο গ) ২ কেজি
Ο ঘ) ৩ কেজি
সঠিক উত্তর: (খ)
৮৬. ওজন কোন ধরনের রাশি?
Ο ক) মৌলিক রাশি
Ο খ) ভেক্টর রাশি
Ο গ) স্কেলার রাশি
Ο ঘ) ভেক্টর গুণন রাশি
সঠিক উত্তর: (খ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: একটি স্প্রিংকে এক সেন্টিমিটার প্রসারিত করতে এক নিউটন বলে প্রয়োজন হয়। এর এক প্রান্তে ২ কেজি ভরের একটি বস্তু ঝুলিয়ে দিলে স্প্রিংটি 19.6 সেন্টিমিটার প্রসারিত হলো।
৮৭. ঐ স্থানের অভিকর্ষজ ত্বরণের মান কত?
Ο ক) ৯.৭৮ মিটার/সেকেন্ড২
Ο খ) ৯.৮ মিটার/সেকেন্ড২
Ο গ) ৯.৮১ মিটার/সেকেন্ড২
Ο ঘ) ৯.৮৩ মিটার/সেকেন্ড২
সঠিক উত্তর: (খ)
৮৮. স্প্রিংটিকে বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলে নেয়া হলে স্প্রিংয়ের প্রসারণ-
Ο ক) হ্রাস পাবে
Ο খ) বৃদ্ধি পাবে
Ο গ) অপরিবর্তিত থাকবে
Ο ঘ) শূন্য হবে
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. কোন বস্তুতে পদার্থের মোট পরিমাণকে কী বলে?
Ο ক) ওজন
Ο খ) ভর
Ο গ) নিউটন
Ο ঘ) কিলোগ্রাম
সঠিক উত্তর: (খ)
৫২. কোন বিজ্ঞানী মহাকর্ষ সম্পর্কে ধারণা দেন?
Ο ক) প্লাঙ্ক
Ο খ) অ্যারিস্টটল
Ο গ) আইনস্টাইন
Ο ঘ) নিউটন
সঠিক উত্তর: (ঘ)
৫৩. বস্তুর মধ্যকার পদার্থের পরিমাণকে কী বলে?
Ο ক) শক্তি
Ο খ) ক্ষমতা
Ο গ) ভর
Ο ঘ) নিউটন
সঠিক উত্তর: (গ)
৫৪. মহাকর্ষ বল নিচের কোনটির ওপর নির্ভর করে?
Ο ক) বস্তুর ভর
Ο খ) মাধ্যমের প্রকৃতি
Ο গ) বস্তুর আকৃতি
Ο ঘ) বস্তুর প্রকৃতি
সঠিক উত্তর: (ক)
৫৫. পৃথিবীর কোথায় g- এর মান শূণ্য?
Ο ক) মেরু অঞ্চল
Ο খ) পৃথিবীর কেন্দ্রে
Ο গ) পর্বতের চূড়ায়
Ο ঘ) বিষুবীয় অঞ্চলে
সঠিক উত্তর: (খ)
৫৬. পৃথিবীর কোন অঞ্চলে g এর মান সবচেয়ে বেশি?
Ο ক) বিষুবীয় অঞ্চলে
Ο খ) ক্রান্তীয় অঞ্চলে
Ο গ) মেরু অঞ্চলে
Ο ঘ) পৃথিবীর কেন্দ্রে
সঠিক উত্তর: (গ)
৫৭. কোনটির কারণে একটি বস্তুর ওজনের তারতম্য ঘটে?
Ο ক) পৃথিবীর আকৃতির জন্য
Ο খ) পৃথিবীর বার্ষিক গতির জন্য
Ο গ) তাপমাত্রার জন্য
Ο ঘ) বস্তুর ভরের জন্য
সঠিক উত্তর: (ক)
৫৮. ভূপৃষ্ঠে এবং ভূপৃষ্ঠের সন্নিকটস্থ স্থানসমূহে বস্তুর ওজনের বিভিন্নতার কারণ হলো-
i. পৃথিবীর আকৃতি
ii. পৃথিবীর বার্ষিক গতি
iii. ভূপৃষ্ঠ হতে উচ্চতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৫৯. এ মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে?
Ο ক) মহাকর্ষ
Ο খ) অভিকর্ষ
Ο গ) মাধ্যাকর্ষণ
Ο ঘ) স্থিতিস্থাপকতা
সঠিক উত্তর: (ক)
৬০. যে সকল কারণে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন ঘটে সে সকল কারণে বস্তুর কীসের পরিবর্তন হয়?
Ο ক) ওজন
Ο খ) ভর
Ο গ) বেগ
Ο ঘ) শক্তি
সঠিক উত্তর: (ক)
৬১. বস্তুর ভর কী রাশি?
Ο ক) সদিক রাশি
Ο খ) ভেক্টর রাশি
Ο গ) ধ্রুব রাশি
Ο ঘ) ঋণাত্মক রাশি
সঠিক উত্তর: (গ)
৬২. মহাবিশ্বের যে কোন দুটি বস্তুর মধ্য বলকে কী বলে?
Ο ক) অভিকর্ষ
Ο খ) অভিকর্ষজ ত্বরণ
Ο গ) মহাকর্ষ
Ο ঘ) ওজন
সঠিক উত্তর: (গ)
৬৩. মহাকর্ষীয় ধ্রুবকের প্রকাশক প্রতীক কোনটি?
Ο ক) F
Ο খ) M
Ο গ) D
Ο ঘ) G
সঠিক উত্তর: (ঘ)
৬৪. রবির ভর ১০ kg হলে ওজন কত?
Ο ক) ৯.৮ নিউটন
Ο খ) ৯৮ নিউটন
Ο গ) ৯৮০ নিউটন
Ο ঘ) ৯৮০০ নিউটন
সঠিক উত্তর: (গ)
৬৫. কোন বলের জন্য ছুড়ে দেওয়া বস্তু পুনরায় ফিরে আসে?
Ο ক) ধ্রুব বল
Ο খ) স্থানিক বল
Ο গ) অভিকর্ষ
Ο ঘ) কৌনিক বল
সঠিক উত্তর: (গ)
৬৬. অভিকর্ষজ ত্বরণ প্রকাশের প্রতীক কোনটি?
Ο ক) F
Ο খ) M
Ο গ) S
Ο ঘ) g
সঠিক উত্তর: (ঘ)
৬৭. ভূ-পৃষ্ঠ থেকে যত গভীরে যাওয়া যায় অভিকর্ষজ ত্বরণের মান তত-
Ο ক) কমতে থাকে
Ο খ) অপরিবর্তিত থাকে
Ο গ) বাড়তে থাকে
Ο ঘ) ক ও গ উভয়ই
সঠিক উত্তর: (ক)
৬৮. কোন বিজ্ঞানী মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন?
Ο ক) কেপলার
Ο খ) নিউটন
Ο গ) গ্যালিলিও
Ο ঘ) কোপার্নিকাস
সঠিক উত্তর: (খ)
৬৯. বস্তুর ওজনের একক কোনটি?
Ο ক) মিটার
Ο খ) গ্রাম
Ο গ) কিলোগ্রাম
Ο ঘ) নিউটন
সঠিক উত্তর: (ঘ)
৭০. দুটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল বস্তুদ্বয়ের-
i. ভরের গুণফলের সমানুপাতিক
ii. মধ্যবর্তী দূরত্বের ব্যস্তাুনুপাতিক
iii. মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৭১. পৃথিবী ও একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে কী বলে?
Ο ক) মহাকর্ষ
Ο খ) অভিকর্ষ
Ο গ) অভিকর্ষজ ত্বরণ
Ο ঘ) মহাকর্ষীয় ধ্রুবক
সঠিক উত্তর: (খ)
৭২. কীসের সাহায্যে বস্তুর ওজন পরিমাপ করা হয়?
Ο ক) সাধারণ নিক্তি
Ο খ) দাড়িপাল্লা
Ο গ) ওয়েট মেশিন
Ο ঘ) স্পিং নিক্তি
সঠিক উত্তর: (ঘ)
৭৩. কোনো বস্তুকে উপর থেকে ছেড়ে দিলে বস্তুটি কিসের প্রভাবে ভূমিতে পৌছাঁয়?
Ο ক) বাতাসের চাপ
Ο খ) ঘর্ষণ বল
Ο গ) অভিকর্ষ বল
Ο ঘ) মহাকর্ষীয় ধ্রুবক
সঠিক উত্তর: (গ)
৭৪. ভূ-পৃষ্ঠে যদি একটি বস্তুর ওজন ৫০ নিউটন হয় তাহলে ভর কত কেজি হবে?
Ο ক) ৫০
Ο খ) ০
Ο গ) ৯.৮
Ο ঘ) ৫.১
সঠিক উত্তর: (ঘ)
৭৫. বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি?
Ο ক) মেরু অঞ্চল
Ο খ) ভূ-পৃষ্ঠে
Ο গ) বিষুবীর অঞ্চলে
Ο ঘ) পাহাড়ের উপরে
সঠিক উত্তর: (ক)
৭৬. ভূ-পৃষ্ঠে বা ভূ-পৃষ্ঠের উপরে বস্তুর অবস্থানের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় এরূপ রাশি হলো বস্তুর-
i. ভর
ii. ওজন
iii. অভিকর্ষজ ত্বরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৭৭. কোথায় বস্তুর ওপর পৃথিবীর কোনো আকর্ষণ থাকে না?
Ο ক) পৃথিবীর কেন্দ্রে
Ο খ) পৃথিবীর উপরে
Ο গ) মেরু অঞ্চলে
Ο ঘ) বিষুবীয় অঞ্চলে
সঠিক উত্তর: (ক)
৭৮. আহ্নিক গতির জন্য বিভিন্ন স্থানে বস্তুর কীসের পরিবর্তন হয়?
Ο ক) ভরের
Ο খ) ওজনের
Ο গ) ত্বরণের
Ο ঘ) সরণের
সঠিক উত্তর: (খ)
৭৯. বস্তুর মৌলিক ধর্ম হলো- i. ভর ii. আধান iii. অভিকর্ষজ ত্বরণ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৮০. বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রবককে কোনটি দ্বারা প্রকাশ করা হয়?
Ο ক) G
Ο খ) g
Ο গ) F
Ο ঘ) d
সঠিক উত্তর: (ক)
৮১. মহাকর্ষ বলের ক্রিয়াপথের প্রকৃতি কীরূপ?
Ο ক) বৃত্তাকার
Ο খ) সরলরৈখিক
Ο গ) চক্রাকার
Ο ঘ) বেলনাকার
সঠিক উত্তর: (খ)
৮২. কোন স্থানে কোনো বস্তুর ওজন শূন্য?
Ο ক) পৃথিবীর কেন্দ্রে
Ο খ) চাঁদে
Ο গ) বিমানে
Ο ঘ) মঙ্গলগ্রহে
সঠিক উত্তর: (ক)
৮৩. কোনটির ওপর বস্তুর ওজন নির্ভরশীল?
Ο ক) অভিকর্ষজ ত্বরণ
Ο খ) ত্বরণ
Ο গ) বেগ
Ο ঘ) সময়
সঠিক উত্তর: (ক)
৮৪. কোনটি বস্তুর মৌলিক ধর্ম?
Ο ক) ওজন
Ο খ) ভর
Ο গ) আয়তন
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (খ)
৮৫. চাঁদে কত কেজি ভরের বস্তুর ওজন হবে ১.৬ নিউটন?
Ο ক) ০.৫ কেজি
Ο খ) ১ কেজি
Ο গ) ২ কেজি
Ο ঘ) ৩ কেজি
সঠিক উত্তর: (খ)
৮৬. ওজন কোন ধরনের রাশি?
Ο ক) মৌলিক রাশি
Ο খ) ভেক্টর রাশি
Ο গ) স্কেলার রাশি
Ο ঘ) ভেক্টর গুণন রাশি
সঠিক উত্তর: (খ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: একটি স্প্রিংকে এক সেন্টিমিটার প্রসারিত করতে এক নিউটন বলে প্রয়োজন হয়। এর এক প্রান্তে ২ কেজি ভরের একটি বস্তু ঝুলিয়ে দিলে স্প্রিংটি 19.6 সেন্টিমিটার প্রসারিত হলো।
৮৭. ঐ স্থানের অভিকর্ষজ ত্বরণের মান কত?
Ο ক) ৯.৭৮ মিটার/সেকেন্ড২
Ο খ) ৯.৮ মিটার/সেকেন্ড২
Ο গ) ৯.৮১ মিটার/সেকেন্ড২
Ο ঘ) ৯.৮৩ মিটার/সেকেন্ড২
সঠিক উত্তর: (খ)
৮৮. স্প্রিংটিকে বিষুব অঞ্চল থেকে মেরু অঞ্চলে নেয়া হলে স্প্রিংয়ের প্রসারণ-
Ο ক) হ্রাস পাবে
Ο খ) বৃদ্ধি পাবে
Ο গ) অপরিবর্তিত থাকবে
Ο ঘ) শূন্য হবে
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
JSC Science