ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বিজ্ঞান অধ্যায় - ৬ষ্ঠ : পরমাণুর গঠন(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. Atomos শব্দের অর্থ কী?
Ο ক) স্থিতিশীল
Ο খ) নিস্ক্রিয়
Ο গ) বিভাজ্য
Ο ঘ) অবিভাজ্য
সঠিক উত্তর: (ঘ)
৫২. পরমাণুর কোন শেলে সর্বোচ্চ ১৮টি ইলেকট্রন থাকতে পারে?
Ο ক) L
Ο খ) M
Ο গ) N
Ο ঘ) O
সঠিক উত্তর: (খ)
৫৩. জন ডাল্টন ছিলেন-
Ο ক) একজন ফরাসি রসায়নবিদ
Ο খ) একজন স্কুল শিক্ষক
Ο গ) একজন দার্শনিক
Ο ঘ) একজন গ্রিক দার্শনিক
সঠিক উত্তর: (খ)
৫৪. দুটি আইসোটোপের-সমান নয়।
Ο ক) পারমাণবিক সংখ্যা
Ο খ) ভর সংক্যা
Ο গ) ইলেকট্রন সংখ্যা
Ο ঘ) রাসায়নিক ধর্ম
সঠিক উত্তর: (খ)
৫৫. ক্যাটায়নের চার্জ কেমন?
Ο ক) রিপেক্ষ
Ο খ) ঋণাত্মক
Ο গ) ধনাত্মক
Ο ঘ) শূন্য
সঠিক উত্তর: (গ)
৫৬. নিয়মের ২য় কক্ষপথে কয়টি ইলেকট্রন পূর্ণ অবস্থায় আছে?
Ο ক) হিলিয়াম
Ο খ) সোডিয়াম
Ο গ) হাইড্রোজেন
Ο ঘ) কার্বন
সঠিক উত্তর: (ক)
৫৭. রাদারফোর্ডের পরীক্ষণ থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে-
i. ঋণাত্মক কণাটি ভরহীন
ii. পরমাণুকে ভাঙ্গা যায়
iii. পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৫৮. পরমাণুর সবটুকু ভর কোথায় কেন্দ্রীভূত?
Ο ক) ইলেকট্রন
Ο খ) প্রোটনে
Ο গ) নিউক্লিয়াসে
Ο ঘ) নিউট্রনে
সঠিক উত্তর: (গ)
৫৯. আধুনিক রসায়নের প্রতিষ্ঠাতা কে?
Ο ক) অ্যারিস্টটল
Ο খ) নীলস বোর
Ο গ) চ্যাডউইক
Ο ঘ) জন ডাল্টন
সঠিক উত্তর: (ঘ)
৬০. কে সর্বপ্রথম পরমাণু নামকরণ করেন?
Ο ক) ডাল্টন
Ο খ) বার্জেলিয়াস
Ο গ) ডেমোক্রিটাস
Ο ঘ) রাদারফোর্ড
সঠিক উত্তর: (গ)
৬১. রাদারফোর্ডের পরমাণু মডেল নিচের কোনটির সাথে তুলনীয়?
Ο ক) কক্ষপথ
Ο খ) সৌরজগত
Ο গ) ছায়াপথ
Ο ঘ) নীহারিকা
সঠিক উত্তর: (খ)
৬২. টিট্রিয়ামের ভর সংখ্যা কত?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 3
Ο ঘ) 4
সঠিক উত্তর: (গ)
৬৩. মৌলিক পদার্থের ধর্মমূলত কিসের উপর নির্ভর করে?
Ο ক) ভর সংখ্যা
Ο খ) পারমাণবিক সংখ্যা
Ο গ) ইলেকট্রন সংখ্যা
Ο ঘ) ইলেকট্রন বিন্যাস
সঠিক উত্তর: (ঘ)
৬৪. রাদারফোর্ডের মডেল কিসের মত?
Ο ক) নক্ষত্রপুঞ্জ
Ο খ) গ্যালক্সি
Ο গ) সৌরজগত
Ο ঘ) সূর্য
সঠিক উত্তর: (গ)
৬৫. পদার্থ কী দ্বারা গঠিত?
Ο ক) বৃহত্তম কণা
Ο খ) ক্ষুদ্রতম কণা
Ο গ) অলীক বস্তু
Ο ঘ) সূর্য রশ্মি
সঠিক উত্তর: (খ)
৬৬. আর্গনের ইলেকট্রন বিন্যাস কোনটি?
Ο ক) 2,8
Ο খ) 2,8,2
Ο গ) 2,8,6
Ο ঘ) 2,8,8
সঠিক উত্তর: (ঘ)
৬৭. লিথিয়ামের প্রতীক কোনটি?
Ο ক) Lu
Ο খ) Li
Ο গ) Le
Ο ঘ) Lr
সঠিক উত্তর: (খ)
৬৮. পরমাণু গঠনকারী উপাদান হল- i. ইলেকট্রন ii. পজিট্রন iii. প্রোটন নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৬৯. পদার্থের ক্ষুদ্র কণা কয় প্রকার?
Ο ক) ২ প্রকার
Ο খ) ৩ প্রকার
Ο গ) ৪ প্রকার
Ο ঘ) ৫ প্রকার
সঠিক উত্তর: (ক)
৭০. ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি কোনটি?
Ο ক) পরমাণু অবিভাজ্য
Ο খ) পরমাণু সবচেয়ে ক্ষুদতম কণা
Ο গ) পরমাণু বিভাজ্য
Ο ঘ) অণু পরমাণু অপেক্ষা বড়
সঠিক উত্তর: (ক)
৭১. কোন মৌলের সর্বশেষ ২য় শক্তিস্তরে ৭টি ইলেকট্রন আছে?
Ο ক) ক্লোরিন
Ο খ) ফ্লোরিন
Ο গ) ব্রোমিন
Ο ঘ) সালফার
সঠিক উত্তর: (খ)
৭২. নিউক্লিয়াসে থাকে- i. ধনাত্মক আধান ii. ঋণাত্মক আধান iii. সমগ্র ভর নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৩. একটি হাইড্রোজেন পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা কত?
Ο ক) 0
Ο খ) 1
Ο গ) 2
Ο ঘ) 3
সঠিক উত্তর: (ক)
৭৪. ভর সংখ্যাকে কোন প্রতীকে প্রকাশ করা হয়?
Ο ক) P
Ο খ) A
Ο গ) Z
Ο ঘ) R
সঠিক উত্তর: (খ)
৭৫. পরমাণুর প্রায় সবটুকু ভর কোথায় থাকে?
Ο ক) ইলেকট্রন
Ο খ) প্রোটন
Ο গ) নিউক্লিয়াস
Ο ঘ) নিউট্রন
সঠিক উত্তর: (গ)
৭৬. ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 3
Ο ঘ) 4
সঠিক উত্তর: (খ)
৭৭. পরমাণুতে নিচের কোন কণাটি উপস্থিত?
Ο ক) ইলেকট্রন
Ο খ) প্রোটন
Ο গ) নিউট্রন
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
৭৮. নিচের কোন কণাটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে?
Ο ক) ইলেকট্রন
Ο খ) প্রোটন
Ο গ) নিউট্রন
Ο ঘ) অ্যাটম
সঠিক উত্তর: (ক)
৭৯. কোন পরমাণুর তৃতীয় শক্তিস্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে?
Ο ক) 8টি
Ο খ) 9টি
Ο গ) 16টি
Ο ঘ) 18টি
সঠিক উত্তর: (ঘ)
৮০. ক্লোরিন পরমাণুর ভর সংখ্যা কত?
Ο ক) ৩৫
Ο খ) ১৩
Ο গ) ১২
Ο ঘ) ৮
সঠিক উত্তর: (ক)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: N2 + 3H2 = 2NH3 2Na + H2 = 2NaH
৮১. প্রথম বিক্রিয়ার উৎপাদে নাইট্রোজেন পরমাণুর সর্ববহিঃস্থ স্তরে কয়টি ইরেকট্রন রয়েছে?
Ο ক) 5টি
Ο খ) 6টি
Ο গ) 7টি
Ο ঘ) 8টি
সঠিক উত্তর: (ঘ)
৮২. দ্বিতীয় বিক্রিয়ায়-
i. Na পরমাণু 1টি ইলেকট্রন ত্যাগ করে
ii. উৎপন্ন যৌগটি আয়নিক প্রকৃতির
iii. H+ আয়ন উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. Atomos শব্দের অর্থ কী?
Ο ক) স্থিতিশীল
Ο খ) নিস্ক্রিয়
Ο গ) বিভাজ্য
Ο ঘ) অবিভাজ্য
সঠিক উত্তর: (ঘ)
৫২. পরমাণুর কোন শেলে সর্বোচ্চ ১৮টি ইলেকট্রন থাকতে পারে?
Ο ক) L
Ο খ) M
Ο গ) N
Ο ঘ) O
সঠিক উত্তর: (খ)
৫৩. জন ডাল্টন ছিলেন-
Ο ক) একজন ফরাসি রসায়নবিদ
Ο খ) একজন স্কুল শিক্ষক
Ο গ) একজন দার্শনিক
Ο ঘ) একজন গ্রিক দার্শনিক
সঠিক উত্তর: (খ)
৫৪. দুটি আইসোটোপের-সমান নয়।
Ο ক) পারমাণবিক সংখ্যা
Ο খ) ভর সংক্যা
Ο গ) ইলেকট্রন সংখ্যা
Ο ঘ) রাসায়নিক ধর্ম
সঠিক উত্তর: (খ)
৫৫. ক্যাটায়নের চার্জ কেমন?
Ο ক) রিপেক্ষ
Ο খ) ঋণাত্মক
Ο গ) ধনাত্মক
Ο ঘ) শূন্য
সঠিক উত্তর: (গ)
৫৬. নিয়মের ২য় কক্ষপথে কয়টি ইলেকট্রন পূর্ণ অবস্থায় আছে?
Ο ক) হিলিয়াম
Ο খ) সোডিয়াম
Ο গ) হাইড্রোজেন
Ο ঘ) কার্বন
সঠিক উত্তর: (ক)
৫৭. রাদারফোর্ডের পরীক্ষণ থেকে সিদ্ধান্ত নেওয়া যায় যে-
i. ঋণাত্মক কণাটি ভরহীন
ii. পরমাণুকে ভাঙ্গা যায়
iii. পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৫৮. পরমাণুর সবটুকু ভর কোথায় কেন্দ্রীভূত?
Ο ক) ইলেকট্রন
Ο খ) প্রোটনে
Ο গ) নিউক্লিয়াসে
Ο ঘ) নিউট্রনে
সঠিক উত্তর: (গ)
৫৯. আধুনিক রসায়নের প্রতিষ্ঠাতা কে?
Ο ক) অ্যারিস্টটল
Ο খ) নীলস বোর
Ο গ) চ্যাডউইক
Ο ঘ) জন ডাল্টন
সঠিক উত্তর: (ঘ)
৬০. কে সর্বপ্রথম পরমাণু নামকরণ করেন?
Ο ক) ডাল্টন
Ο খ) বার্জেলিয়াস
Ο গ) ডেমোক্রিটাস
Ο ঘ) রাদারফোর্ড
সঠিক উত্তর: (গ)
৬১. রাদারফোর্ডের পরমাণু মডেল নিচের কোনটির সাথে তুলনীয়?
Ο ক) কক্ষপথ
Ο খ) সৌরজগত
Ο গ) ছায়াপথ
Ο ঘ) নীহারিকা
সঠিক উত্তর: (খ)
৬২. টিট্রিয়ামের ভর সংখ্যা কত?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 3
Ο ঘ) 4
সঠিক উত্তর: (গ)
৬৩. মৌলিক পদার্থের ধর্মমূলত কিসের উপর নির্ভর করে?
Ο ক) ভর সংখ্যা
Ο খ) পারমাণবিক সংখ্যা
Ο গ) ইলেকট্রন সংখ্যা
Ο ঘ) ইলেকট্রন বিন্যাস
সঠিক উত্তর: (ঘ)
৬৪. রাদারফোর্ডের মডেল কিসের মত?
Ο ক) নক্ষত্রপুঞ্জ
Ο খ) গ্যালক্সি
Ο গ) সৌরজগত
Ο ঘ) সূর্য
সঠিক উত্তর: (গ)
৬৫. পদার্থ কী দ্বারা গঠিত?
Ο ক) বৃহত্তম কণা
Ο খ) ক্ষুদ্রতম কণা
Ο গ) অলীক বস্তু
Ο ঘ) সূর্য রশ্মি
সঠিক উত্তর: (খ)
৬৬. আর্গনের ইলেকট্রন বিন্যাস কোনটি?
Ο ক) 2,8
Ο খ) 2,8,2
Ο গ) 2,8,6
Ο ঘ) 2,8,8
সঠিক উত্তর: (ঘ)
৬৭. লিথিয়ামের প্রতীক কোনটি?
Ο ক) Lu
Ο খ) Li
Ο গ) Le
Ο ঘ) Lr
সঠিক উত্তর: (খ)
৬৮. পরমাণু গঠনকারী উপাদান হল- i. ইলেকট্রন ii. পজিট্রন iii. প্রোটন নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৬৯. পদার্থের ক্ষুদ্র কণা কয় প্রকার?
Ο ক) ২ প্রকার
Ο খ) ৩ প্রকার
Ο গ) ৪ প্রকার
Ο ঘ) ৫ প্রকার
সঠিক উত্তর: (ক)
৭০. ডাল্টনের পরমাণুবাদের ত্রুটি কোনটি?
Ο ক) পরমাণু অবিভাজ্য
Ο খ) পরমাণু সবচেয়ে ক্ষুদতম কণা
Ο গ) পরমাণু বিভাজ্য
Ο ঘ) অণু পরমাণু অপেক্ষা বড়
সঠিক উত্তর: (ক)
৭১. কোন মৌলের সর্বশেষ ২য় শক্তিস্তরে ৭টি ইলেকট্রন আছে?
Ο ক) ক্লোরিন
Ο খ) ফ্লোরিন
Ο গ) ব্রোমিন
Ο ঘ) সালফার
সঠিক উত্তর: (খ)
৭২. নিউক্লিয়াসে থাকে- i. ধনাত্মক আধান ii. ঋণাত্মক আধান iii. সমগ্র ভর নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৩. একটি হাইড্রোজেন পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা কত?
Ο ক) 0
Ο খ) 1
Ο গ) 2
Ο ঘ) 3
সঠিক উত্তর: (ক)
৭৪. ভর সংখ্যাকে কোন প্রতীকে প্রকাশ করা হয়?
Ο ক) P
Ο খ) A
Ο গ) Z
Ο ঘ) R
সঠিক উত্তর: (খ)
৭৫. পরমাণুর প্রায় সবটুকু ভর কোথায় থাকে?
Ο ক) ইলেকট্রন
Ο খ) প্রোটন
Ο গ) নিউক্লিয়াস
Ο ঘ) নিউট্রন
সঠিক উত্তর: (গ)
৭৬. ডিউটেরিয়ামের ভর সংখ্যা কত?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 3
Ο ঘ) 4
সঠিক উত্তর: (খ)
৭৭. পরমাণুতে নিচের কোন কণাটি উপস্থিত?
Ο ক) ইলেকট্রন
Ο খ) প্রোটন
Ο গ) নিউট্রন
Ο ঘ) সবগুলো
সঠিক উত্তর: (ঘ)
৭৮. নিচের কোন কণাটি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে?
Ο ক) ইলেকট্রন
Ο খ) প্রোটন
Ο গ) নিউট্রন
Ο ঘ) অ্যাটম
সঠিক উত্তর: (ক)
৭৯. কোন পরমাণুর তৃতীয় শক্তিস্তরে সর্বোচ্চ কয়টি ইলেকট্রন থাকতে পারে?
Ο ক) 8টি
Ο খ) 9টি
Ο গ) 16টি
Ο ঘ) 18টি
সঠিক উত্তর: (ঘ)
৮০. ক্লোরিন পরমাণুর ভর সংখ্যা কত?
Ο ক) ৩৫
Ο খ) ১৩
Ο গ) ১২
Ο ঘ) ৮
সঠিক উত্তর: (ক)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: N2 + 3H2 = 2NH3 2Na + H2 = 2NaH
৮১. প্রথম বিক্রিয়ার উৎপাদে নাইট্রোজেন পরমাণুর সর্ববহিঃস্থ স্তরে কয়টি ইরেকট্রন রয়েছে?
Ο ক) 5টি
Ο খ) 6টি
Ο গ) 7টি
Ο ঘ) 8টি
সঠিক উত্তর: (ঘ)
৮২. দ্বিতীয় বিক্রিয়ায়-
i. Na পরমাণু 1টি ইলেকট্রন ত্যাগ করে
ii. উৎপন্ন যৌগটি আয়নিক প্রকৃতির
iii. H+ আয়ন উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
JSC Science