জে.এস.সি বিজ্ঞান অধ্যায় - ৫ম : সমন্বয় ও নিঃসরণ(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বিজ্ঞান অধ্যায় - ৫ম : সমন্বয় ও নিঃসরণ(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. নিউরনের কাজ হলো-
i. উদ্দীপনা বহন করা
ii. কাজের সমন্বয় সাধন করা
iii. চিন্তা করা ও বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫২. স্নায়ুতন্ত্র কয় প্রকার?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
 সঠিক উত্তর: (খ)

 ৫৩. আজ্ঞাবাহী ও অনুভূতিবাহী স্নায়ুতন্তু যাতায়াত করে কোনটির ভেতর দিয়ে?
Ο ক) পনস
Ο খ) মেডুলা
Ο গ) শ্বেতপদার্থ
Ο ঘ) ধূসর পদার্থ
 সঠিক উত্তর: (গ)

 ৫৪. জিব্বোরেলিন দেখা যায়-
i. চারাগাছ, বীজপত্রে
ii. বীজপত্র, মূলে
iii. চারাগাছ, পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৫৫. স্নায়ুতাড়নার তাৎক্ষণিক কার্যকারিতার ফলে কোনটি ঘটে?
Ο ক) দর্শনানুভূতি
Ο খ) শ্রবণানুভূতি
Ο গ) প্রতিবর্ত ক্রিয়া
Ο ঘ) ক্রোধ, লজ্জা
 সঠিক উত্তর: (গ)

 ৫৬. জিবেরেলিনের উপস্থিতি দেখা যায়-
Ο ক) বীজপত্রে
Ο খ) মূলে
Ο গ) ফলে
Ο ঘ) ফুলে
 সঠিক উত্তর: (ক)

 ৫৭. উদ্ভিদের বৃদ্ভিবর্ধক পদার্থ নয় কোনটি?
Ο ক) ডরমিন
Ο খ) অক্সিন
Ο গ) সাইটোকাইনিন
Ο ঘ) জিবেরেলিন
 সঠিক উত্তর: (ক)

 ৫৮. নিঃশ্বাসের বায়ুতে কার্বন ডাই-অক্সাইডের সাথে আর কী থাকে?
Ο ক) জলীয় বাষ্প
Ο খ) পানি
Ο গ) নাইট্রোজেন
Ο ঘ) অক্সিজেন
 সঠিক উত্তর: (ক)

 ৫৯. গুরুমিস্তিষ্ক ও পনস এর মাঝখানে কোনটি অবস্থিত?
Ο ক) লঘুমস্তিষ্ক
Ο খ) মধ্যমস্তিষ্ক
Ο গ) সেরিবেলাম
Ο ঘ) মেডুলা
 সঠিক উত্তর: (খ)

 ৬০. বৃদ্ধি সহায়ক হরমোন- i. অক্সিন ii. জিবেরেলিন iii. ইলিথিন নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৬১. মেরুরজ্জুর শ্বেতপদার্থ কোথায় অবস্থিত?
Ο ক) বাইরে
Ο খ) ভেতরে
Ο গ) মাঝকানে
Ο ঘ) সামনে
 সঠিক উত্তর: (ক)

 ৬২. ডেনড্রন হতে সৃষ্ট শাখাগুলোকে কী বলে?
Ο ক) অ্যাক্সন
Ο খ) ডেনড্রােইট
Ο গ) সিন্যাপস্‌
Ο ঘ) কোষদেহ
 সঠিক উত্তর: (খ)

 ৬৩. ফলের অকালে ঝরে পড়া রোধ হয় কোন হরমোনের প্রভাবে?
Ο ক) ইথিলিন
Ο খ) সাইটোকাইনিন
Ο গ) অক্সিন
Ο ঘ) জিব্বেরেলিন
 সঠিক উত্তর: (গ)

 ৬৪. স্নায়ুতন্তুর রং কী?
Ο ক) ধূসর
Ο খ) কালো
Ο গ) সাদা
Ο ঘ) লাল
 সঠিক উত্তর: (গ)

 ৬৫. নিউরনের প্রলম্বিত অংশ হলো-
i. অ্যাক্সন
ii. ডেনড্রন
iii. কোষদেহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৬৬. মূত্র তৈরির কারখানা কোনটি?
Ο ক) যকৃত
Ο খ) বক্ক
Ο গ) ফুসফুস
Ο ঘ) অগ্ন্যাশয়
 সঠিক উত্তর: (খ)

 ৬৭. নিচের কোনটি আমাদের রেচন অঙ্গ?
Ο ক) হৃৎপিন্ড
Ο খ) যকৃত
Ο গ) অগ্ন্যাশয়
Ο ঘ) ফুসফুস
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৮. মানুষের মস্তিষ্কের প্রধান অংশ কয়টি?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
 সঠিক উত্তর: (খ)

 ৬৯. লঘুমস্তিষ্কের অংশ-
i. সেরিবেলাম
ii. সেরিব্রাম
iii. পনস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৭০. স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কোনটি?
Ο ক) স্নায়ুরজ্জু
Ο খ) নিউরন
Ο গ) মস্তিষ্ক
Ο ঘ) মেরুরজ্জু
 সঠিক উত্তর: (গ)

 ৭১. আমাদের দেহে বর্জ্য তৈরি করে কোনটি?
Ο ক) বৃক্ক
Ο খ) যকৃত
Ο গ) অগ্ন্যাশয়
Ο ঘ) ফুসফুস
 সঠিক উত্তর: (খ)

 ৭২. নিচের কোনটি ছোট দিনের উদ্ভিদ?
Ο ক) আম
Ο খ) কাঁঠাল
Ο গ) চন্দ্রমল্লিকা
Ο ঘ) আলু
 সঠিক উত্তর: (গ)

 ৭৩. নিচের কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের পর্বমধ্যগুলোর দৈর্ঘ্য বৃদ্ধি পায়?
Ο ক) অক্সিন
Ο খ) জিব্বেরেলিন
Ο গ) ইথিলিন
Ο ঘ) ফ্লোরিজেন
 সঠিক উত্তর: (খ)

 ৭৪. শাখা কলমে মূল সৃষ্টিতে সহায়তা করে- i. অক্সিন ii. জিবেরেলিন iii. ইথিলিন নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৭৫. নিউরনের প্রধান অংশ কোনটি?
Ο ক) ডেনড্রন
Ο খ) অ্যাক্সন
Ο গ) কাষদেহে
Ο ঘ) সাইন্যাপস
 সঠিক উত্তর: (গ)

 ৭৬. নিউরন-
i. স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক
ii. মানবদেহের ক্ষুদ্রতম কোষ
iii. প্রধান দু’টি অংশ নিয়ে গঠিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৭৭. মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি?
Ο ক) নিউরনে
Ο খ) যকৃত
Ο গ) হৃৎপিন্ড
Ο ঘ) চুল
 সঠিক উত্তর: (ক)

 ৭৮. আগাছা দমনে কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) অক্সিন
Ο খ) জিবেরেলিন
Ο গ) সাইটোকাইনিন
Ο ঘ) অ্যাবসিসিক এসিড
 সঠিক উত্তর: (ক)

 ৭৯. কোনটি স্নায়ুকোষ?
Ο ক) ডেনড্রন
Ο খ) সিন্যাপস
Ο গ) নিউরন
Ο ঘ) অ্যাক্সন
 সঠিক উত্তর: (গ)

 ৮০. শ্বসন ক্রিয়ার সময় আমাদের দেহকোষ বর্জ্য হিসেবে কোন গ্যাস তৈরি করে?
Ο ক) অক্সিজেন
Ο খ) নাইট্রোজেন
Ο গ) কার্বন মনো অক্সাইড
Ο ঘ) কার্বন ডাই-অক্সাইড
 সঠিক উত্তর: (গ)

 ৮১. কীসের মাধ্যমে স্নায়ুতাড়না এক স্নায়ুকোষ থেকে অন্য স্নায়ুকোষে পরিবাহিত হয়?
Ο ক) অ্যাক্সন
Ο খ) ডেনড্রন
Ο গ) সিন্যাপস
Ο ঘ) কোষদেহ
 সঠিক উত্তর: (গ)

 ৮২. নিউরনের প্রলম্বিত অংশ কয় প্রকার?
Ο ক) দুই প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) চার প্রকার
Ο ঘ) পাঁচ প্রকার
 সঠিক উত্তর: (ক)

 ৮৩. মস্তিষ্ক অসংখ্য বিশেষ কোষ দ্বারা গঠিত, এদের নাম কী?
Ο ক) নিউরন
Ο খ) অ্যাক্সন
Ο গ) ডেনড্রন
Ο ঘ) স্নায়ুরজ্জু
 সঠিক উত্তর: (ক)

 ৮৪. মূত্র তৈরির কারখানা কোনটি?
Ο ক) বৃক্ক
Ο খ) মূত্রথলি
Ο গ) ইউরেটর
Ο ঘ) মূত্রনালি
 সঠিক উত্তর: (ক)

 ৮৫. উদ্ভিদের জীবনচক্রের পর্যায় হল-
i. অঙ্কুরোদগম
ii. ফল সৃষ্টি
iii. বাধক্য প্রাপ্তি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৬. কোনটি হৃদস্পন্দন ও শ্বসনকাজ নিয়ন্ত্রণ করে?
Ο ক) সেরিবেলাম
Ο খ) মেডুলা
Ο গ) নিউরন
Ο ঘ) পনস
 সঠিক উত্তর: (খ)

 ৮৭. জিবেরেলিনের উপস্থিতি দেখা যায়-
i. চারাগাছে
ii. বীজপত্রে
iii. পত্রের বর্ধিষ্ণু অঞ্চলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৮. নিচের কোনটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ?
Ο ক) মস্তিষ্ক
Ο খ) প্রান্তীয় রজ্জু
Ο গ) পনস
Ο ঘ) মেডুলা
 সঠিক উত্তর: (ক)

 উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: ফুয়াদ বাসায় সন্ধ্যায় স্কুলের পড়া রেডি করছিল। এমন সময় তার পায়ে মশা কামড় দিলে সে ব্যথা পায় এবং দ্রুত পা সরিয়ে নেয়।

৮৯. নিচের কোনটির কারণে ফুয়াদ পায়ে ব্যথা পায়ও পা সরিয়ে নেয়?
Ο ক) প্রতিবর্ত ক্রিয়া
Ο খ) পোলারায়ন
Ο গ) আবেশ ক্রিয়া
Ο ঘ) সংবন্ধন ক্রিয়া
 সঠিক উত্তর: (ক)

 ৯০. নিচের কোনটি মশার কামড়ের যন্ত্রণা গ্রহণ করে?
Ο ক) আজ্ঞাবাহী কোষ
Ο খ) অনূভূতিবাহী স্নায়ু
Ο গ) প্রতিবর্ত চক্র
Ο ঘ) পেশি কোষ
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post