ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বিজ্ঞান অধ্যায় - ৪র্থ : উদ্ভিদে বংশ বৃদ্ধি(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. নিচের কোনটি ফলে পরিণত হয়?
Ο ক) ডিম্বক
Ο খ) গর্ভাশয়
Ο গ) গর্ভদন্ড
Ο ঘ) গর্ভমুন্ড
সঠিক উত্তর: (খ)
৫২. গুচ্ছ ফলের উদাহরণ হচ্ছে-
i. চম্পা
ii. নয়নতারা
iii. আকন্দ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৩. টিউবারের গায়ের কোন অংশটি প্রজনন উপযোগী?
Ο ক) স্টোলন
Ο খ) অফসেট
Ο গ) চোখ
Ο ঘ) ফাইলোক্লেড
সঠিক উত্তর: (গ)
৫৪. নিষেকের ফলে কী সৃষ্টি হয়?
Ο ক) ফুল
Ο খ) পুংরেণু
Ο গ) স্ত্রীস্তবক
Ο ঘ) ফল
সঠিক উত্তর: (ঘ)
৫৫. কিছু কিছু উদ্ভিদে মাটির নিচের শাখার অগ্রভাগে খাদ্য সঞ্চয়ের ফলে ফুলে যে কন্দের সৃষ্টি হয় তাকে কী বলে?
Ο ক) টিউমার
Ο খ) টিউবার
Ο গ) রাইজোম
Ο ঘ) স্টোলন
সঠিক উত্তর: (খ)
৫৬. অফসেট দেখা যায়-
i. কচুরিপানাতে
ii. জলজ উদ্ভিদে
iii. পদ্মফুলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৫৭. উদ্ভিদের অঙ্গজ প্রজনন বলতে বুঝায়-
i. কান্ডের সাহায্যে বংশবৃদ্ধি
ii. জনন কোষ ছাড়া বংশবৃদ্ধি
iii. ফল ও বীজের মাধ্যমে নতুন বংশধর সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৫৮. পতঙ্গপরাগী ফুলের উদাহরণ হচ্ছে- i. কুমড়া ii. ধান iii. জবা নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৫৯. বায়ুপরাগী ফুল- i. হালকা ii. বড় iii. মধুগ্রন্থিহীন নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৬০. কোনটি প্রকৃত ফল?
Ο ক) আম
Ο খ) আপেল
Ο গ) কলা
Ο ঘ) চালতা
সঠিক উত্তর: (ক)
৬১. স্ব-পরাগায়ন ঘটে- i. সরিষায় ii. শিমুলে iii. ধুতুরায় নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৬২. পুংকেশরের দন্ডের ন্যায় অংশকে কী বলে?
Ο ক) পুষ্পদন্ড
Ο খ) ধন্ড
Ο গ) পুংদন্ড
Ο ঘ) পরাগধানী
সঠিক উত্তর: (গ)
৬৩. নিচের কোন উদ্ভিদটি টিউবার প্রকৃতির?
Ο ক) আদা
Ο খ) আলু
Ο গ) কচু
Ο ঘ) টোপাপানা
সঠিক উত্তর: (খ)
৬৪. অফসেট জাতীয় কান্ড কোনটি?
Ο ক) শাপলা
Ο খ) পদ্মা
Ο গ) শালুক
Ο ঘ) কচুরিপানা
সঠিক উত্তর: (ঘ)
৬৫. টিউবারের গায়ের কোন অংশটি প্রজনন উপযোগী?
Ο ক) স্টোলন
Ο খ) অফসেট
Ο গ) চোখ
Ο ঘ) ফাইলোক্লেড
সঠিক উত্তর: (গ)
৬৬. সরল ফলকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (খ)
৬৭. ভ্রূণমূলের উপরের অংশকে কী বলে?
Ο ক) এপিকোটাইল
Ο খ) হাইপোকোটাইল
Ο গ) টেগমেন
Ο ঘ) টেস্টা
সঠিক উত্তর: (খ)
৬৮. স্টোলনের অগ্রভাগে কী উৎপন্ন হয়?
Ο ক) মূল
Ο খ) কান্ড
Ο গ) শাখাকান্ড
Ο ঘ) মুকুল
সঠিক উত্তর: (ঘ)
৬৯. সম্পূর্ণ ফুলে কয়টি কয়টি অংশ থাকে?
Ο ক) ৫
Ο খ) ৪
Ο গ) ৩
Ο ঘ) ২
সঠিক উত্তর: (ক)
৭০. কোনটি মূলের মাধ্যমে বংশবিস্তার করে?
Ο ক) কচু
Ο খ) পটল
Ο গ) ফণিমনসা
Ο ঘ) চুপড়ি আলু
সঠিক উত্তর: (খ)
» অধ্যায় - ৪র্থ : উদ্ভিদে বংশ বৃদ্ধি (১- ৫০)
৭১. কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে কোনটি?
Ο ক) মিউকর
Ο খ) ঈস্ট
Ο গ) পেনিসিলিয়াম
Ο ঘ) এগারিকাস
সঠিক উত্তর: (গ)
৭২. কন্দের মাধ্রমে প্রজনন হয়-
i. পিঁয়াজ
ii. রসুন
iii. পুদিনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৭৩. প্রাণিপরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) উজ্জল বর্ণের হয়
Ο খ) পরাগরেণু হালকা
Ο গ) আকৃতি বড় হয়
Ο ঘ) সুগন্ধ যুক্ত হয়
সঠিক উত্তর: (গ)
৭৪. কাটিং পদ্ধতিতে অঙ্গ প্রজনন হয় কোনটিতে?
Ο ক) গোলাপ
Ο খ) আলু
Ο গ) মিষ্টি আলু
Ο ঘ) কমলা
সঠিক উত্তর: (ক)
৭৫. একটি অণুবীজ থলিতে সাধারণত কয়টি অর্ণুবীজ থাকে?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) অসংখ্য
সঠিক উত্তর: (ঘ)
৭৬. টিউবারের গায়ের কোন অংশটি প্রজনন উপযোগী?
Ο ক) স্টোলন
Ο খ) অফসেট
Ο গ) চোখ
Ο ঘ) ফাইলোক্লেড
সঠিক উত্তর: (গ)
৭৭. কৃত্রিম অঙ্গজ প্রজনন কত প্রকার?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (খ)
৭৮. ফুলের একটি মাত্র গর্ভাশয় থেকে উৎপন্ন ফলকে কী বলে?
Ο ক) সরল ফল
Ο খ) গুচ্ছ ফল
Ο গ) যৌগিক ফল
Ο ঘ) মিশ্র ফল
সঠিক উত্তর: (ক)
৭৯. কোন ফুলে উপবৃতি থাকে?
Ο ক) ধুতুরা
Ο খ) কুমড়া
Ο গ) জবা
Ο ঘ) লাউ
সঠিক উত্তর: (গ)
৮০. কোনটি মূলের মাধ্যমে বংমবিস্তার করে?
Ο ক) কচু
Ο খ) পটল
Ο গ) ফণিমনসা
Ο ঘ) চুপড়ি আলু
সঠিক উত্তর: (খ)
৮১. কোনটি বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য?
Ο ক) আকারে ক্ষুদ্র এবং হালকা
Ο খ) পুং ফুলের শাখান্বিত
Ο গ) পরাগরেণু আঁঠাল
Ο ঘ) সুগন্ধ আছে
সঠিক উত্তর: (খ)
৮২. কোন উদ্ভিদে অসংখ্য অণুবীজ থলি থাকে?
Ο ক) এগারিকাস
Ο খ) ফার্ন
Ο গ) মিউকর
Ο ঘ) সপুষ্পক
সঠিক উত্তর: (গ)
৮৩. কোন গুলোতে স্ব-পরাপগায়ন ঘটে?
Ο ক) সরিষা, কদম
Ο খ) কুমড়া, শিমুল
Ο গ) ধুতুরা, জবা
Ο ঘ) পেঁপে, ধুতুরা
সঠিক উত্তর: (গ)
৮৪. মূলের মাধ্যমে প্রজনন হয়- i. Mucor-এ ii. সেগুনে iii. পটলে নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৮৫. টিউবার জাতীয় রূপান্তরিত কান্ড কোনটি?
Ο ক) আলু
Ο খ) পিঁয়াজ
Ο গ) আদা
Ο ঘ) হলুদ
সঠিক উত্তর: (ক)
৮৬. দলমন্ডলের কাজ হল-
i. কীট-পতঙ্গ আকৃষ্ট করা
ii. পরাগায়নে সাহায্য করা
iii. ফুলের অন্য অংশকে রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৭. পরাগায়নের ফলে পরাগরেণু কোথায় স্থানান্তরিত হয়?
Ο ক) গর্ভমুন্ডে
Ο খ) গর্ভদন্ডে
Ο গ) গর্ভাশয়ে
Ο ঘ) পুংদন্ডে
সঠিক উত্তর: (ক)
৮৮. রূপান্তরিত কান্ড সৃষ্টি হয়-
i. প্রতিকূলতা প্রতিরোধের জন্য
ii. খাদ্য সঞ্চয়ের জন্য
iii. জীবনকাল বৃদ্ধির জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৮৯. পরাগায়নের ফলে পরাগরেণু কোথায় স্থানান্তরিত হয়?
Ο ক) গর্ভমুন্ডে
Ο খ) গর্ভদন্ডে
Ο গ) গর্ভাশয়ে
Ο ঘ) পুংদন্ডে
সঠিক উত্তর: (ক)
৯০. দেহের খন্ডায়ন দ্বারা প্রজনন হয় কোনটিতে?
Ο ক) মিউকর
Ο খ) এগারিকাস
Ο গ) সাইকাস
Ο ঘ) পাইনাস
সঠিক উত্তর: (ক)
৯১. উদ্ভিদের রাইজোম-
i. মাটির সমান্তরালে অবস্থি
ii. স্পষ্ট পর্বসন্ধি যুক্ত
iii. মোটা ও রসালো হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯২. কোনটিতে ফাইলোক্ল্যাড দেখা যায়?
Ο ক) পুদিনায়
Ο খ) গোলাপে
Ο গ) ফণিমনসায়
Ο ঘ) কচুতে
সঠিক উত্তর: (গ)
৯৩. যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরুপ সৃষ্টি করে তাকে কী বলে?
Ο ক) স্পোর উৎপাদন
Ο খ) পরাগায়ন
Ο গ) প্রজাতি নিয়ন্ত্রণ
Ο ঘ) প্রজনন
সঠিক উত্তর: (ঘ)
৯৪. নিচের কোন উদ্ভিদের ক্ষেত্রে স্বাভাবিক অঙ্গজ প্রজনন ঘটে?
Ο ক) কলা আম
Ο খ) কমলা
Ο গ) লেবু
Ο ঘ) 1
সঠিক উত্তর:
৯৫. পুংস্তবকের কয়টি অংশ থাকে?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (গ)
৯৬. পর্ণকান্ডের বৈশিষ্ট্য হলো-
i. এরা সবুজ
ii. এরা নিজেই পাতার কাজ করে
iii. এদের পাতা কন্টকে রূপান্তরিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৭. কচুর প্রজনন অঙ্গ কোনটি?
Ο ক) স্টোলন
Ο খ) কন্দ
Ο গ) রাইজোম
Ο ঘ) অফসেট
সঠিক উত্তর: (ক)
৯৮. একটি মঞ্জুরীর সম্পূর্ণ অংশ ফলে পরিণত হলে তাকে কী বলে?
Ο ক) সরল পল
Ο খ) গুচ্ছ ফল
Ο গ) যৌগিক ফল
Ο ঘ) রসাল ফল
সঠিক উত্তর: (গ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: জিহাদ তার জমির শস্য রক্ষা করার জন্য বেড়া দেওয়ার সময় সজিনার ডাল খুটি হিসেবে মাটিতে পুতে দেয়। কয়েকদিন পর সে দেখল সজিনা গাছে ফুল, ফল ধরেছে।
৯৯. জিহাদের সজিনার ডালের কী ধরনের প্রজনন হয়েছে?
Ο ক) স্বাভাবিক অঙ্গজ
Ο খ) কৃত্রিম অঙ্গজ
Ο গ) যৌন
Ο ঘ) অযৌন
সঠিক উত্তর: (ক)
১০০. জিহাদের সজিনার ডাল পোতার ফলে-
i. সজিনার নতুন কুঁড়ি উৎপন্ন হয়েছে
ii. নতুন সজিনা গাছ উৎপন্ন হয়েছে
iii. সজিনার ডালটি শুকিয়ে গেছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
» অধ্যায় - ৪র্থ : উদ্ভিদে বংশ বৃদ্ধি (১- ৫০)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. নিচের কোনটি ফলে পরিণত হয়?
Ο ক) ডিম্বক
Ο খ) গর্ভাশয়
Ο গ) গর্ভদন্ড
Ο ঘ) গর্ভমুন্ড
সঠিক উত্তর: (খ)
৫২. গুচ্ছ ফলের উদাহরণ হচ্ছে-
i. চম্পা
ii. নয়নতারা
iii. আকন্দ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৩. টিউবারের গায়ের কোন অংশটি প্রজনন উপযোগী?
Ο ক) স্টোলন
Ο খ) অফসেট
Ο গ) চোখ
Ο ঘ) ফাইলোক্লেড
সঠিক উত্তর: (গ)
৫৪. নিষেকের ফলে কী সৃষ্টি হয়?
Ο ক) ফুল
Ο খ) পুংরেণু
Ο গ) স্ত্রীস্তবক
Ο ঘ) ফল
সঠিক উত্তর: (ঘ)
৫৫. কিছু কিছু উদ্ভিদে মাটির নিচের শাখার অগ্রভাগে খাদ্য সঞ্চয়ের ফলে ফুলে যে কন্দের সৃষ্টি হয় তাকে কী বলে?
Ο ক) টিউমার
Ο খ) টিউবার
Ο গ) রাইজোম
Ο ঘ) স্টোলন
সঠিক উত্তর: (খ)
৫৬. অফসেট দেখা যায়-
i. কচুরিপানাতে
ii. জলজ উদ্ভিদে
iii. পদ্মফুলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৫৭. উদ্ভিদের অঙ্গজ প্রজনন বলতে বুঝায়-
i. কান্ডের সাহায্যে বংশবৃদ্ধি
ii. জনন কোষ ছাড়া বংশবৃদ্ধি
iii. ফল ও বীজের মাধ্যমে নতুন বংশধর সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৫৮. পতঙ্গপরাগী ফুলের উদাহরণ হচ্ছে- i. কুমড়া ii. ধান iii. জবা নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৫৯. বায়ুপরাগী ফুল- i. হালকা ii. বড় iii. মধুগ্রন্থিহীন নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৬০. কোনটি প্রকৃত ফল?
Ο ক) আম
Ο খ) আপেল
Ο গ) কলা
Ο ঘ) চালতা
সঠিক উত্তর: (ক)
৬১. স্ব-পরাগায়ন ঘটে- i. সরিষায় ii. শিমুলে iii. ধুতুরায় নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৬২. পুংকেশরের দন্ডের ন্যায় অংশকে কী বলে?
Ο ক) পুষ্পদন্ড
Ο খ) ধন্ড
Ο গ) পুংদন্ড
Ο ঘ) পরাগধানী
সঠিক উত্তর: (গ)
৬৩. নিচের কোন উদ্ভিদটি টিউবার প্রকৃতির?
Ο ক) আদা
Ο খ) আলু
Ο গ) কচু
Ο ঘ) টোপাপানা
সঠিক উত্তর: (খ)
৬৪. অফসেট জাতীয় কান্ড কোনটি?
Ο ক) শাপলা
Ο খ) পদ্মা
Ο গ) শালুক
Ο ঘ) কচুরিপানা
সঠিক উত্তর: (ঘ)
৬৫. টিউবারের গায়ের কোন অংশটি প্রজনন উপযোগী?
Ο ক) স্টোলন
Ο খ) অফসেট
Ο গ) চোখ
Ο ঘ) ফাইলোক্লেড
সঠিক উত্তর: (গ)
৬৬. সরল ফলকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
সঠিক উত্তর: (খ)
৬৭. ভ্রূণমূলের উপরের অংশকে কী বলে?
Ο ক) এপিকোটাইল
Ο খ) হাইপোকোটাইল
Ο গ) টেগমেন
Ο ঘ) টেস্টা
সঠিক উত্তর: (খ)
৬৮. স্টোলনের অগ্রভাগে কী উৎপন্ন হয়?
Ο ক) মূল
Ο খ) কান্ড
Ο গ) শাখাকান্ড
Ο ঘ) মুকুল
সঠিক উত্তর: (ঘ)
৬৯. সম্পূর্ণ ফুলে কয়টি কয়টি অংশ থাকে?
Ο ক) ৫
Ο খ) ৪
Ο গ) ৩
Ο ঘ) ২
সঠিক উত্তর: (ক)
৭০. কোনটি মূলের মাধ্যমে বংশবিস্তার করে?
Ο ক) কচু
Ο খ) পটল
Ο গ) ফণিমনসা
Ο ঘ) চুপড়ি আলু
সঠিক উত্তর: (খ)
» অধ্যায় - ৪র্থ : উদ্ভিদে বংশ বৃদ্ধি (১- ৫০)
৭১. কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে কোনটি?
Ο ক) মিউকর
Ο খ) ঈস্ট
Ο গ) পেনিসিলিয়াম
Ο ঘ) এগারিকাস
সঠিক উত্তর: (গ)
৭২. কন্দের মাধ্রমে প্রজনন হয়-
i. পিঁয়াজ
ii. রসুন
iii. পুদিনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৭৩. প্রাণিপরাগী ফুলের বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) উজ্জল বর্ণের হয়
Ο খ) পরাগরেণু হালকা
Ο গ) আকৃতি বড় হয়
Ο ঘ) সুগন্ধ যুক্ত হয়
সঠিক উত্তর: (গ)
৭৪. কাটিং পদ্ধতিতে অঙ্গ প্রজনন হয় কোনটিতে?
Ο ক) গোলাপ
Ο খ) আলু
Ο গ) মিষ্টি আলু
Ο ঘ) কমলা
সঠিক উত্তর: (ক)
৭৫. একটি অণুবীজ থলিতে সাধারণত কয়টি অর্ণুবীজ থাকে?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) অসংখ্য
সঠিক উত্তর: (ঘ)
৭৬. টিউবারের গায়ের কোন অংশটি প্রজনন উপযোগী?
Ο ক) স্টোলন
Ο খ) অফসেট
Ο গ) চোখ
Ο ঘ) ফাইলোক্লেড
সঠিক উত্তর: (গ)
৭৭. কৃত্রিম অঙ্গজ প্রজনন কত প্রকার?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (খ)
৭৮. ফুলের একটি মাত্র গর্ভাশয় থেকে উৎপন্ন ফলকে কী বলে?
Ο ক) সরল ফল
Ο খ) গুচ্ছ ফল
Ο গ) যৌগিক ফল
Ο ঘ) মিশ্র ফল
সঠিক উত্তর: (ক)
৭৯. কোন ফুলে উপবৃতি থাকে?
Ο ক) ধুতুরা
Ο খ) কুমড়া
Ο গ) জবা
Ο ঘ) লাউ
সঠিক উত্তর: (গ)
৮০. কোনটি মূলের মাধ্যমে বংমবিস্তার করে?
Ο ক) কচু
Ο খ) পটল
Ο গ) ফণিমনসা
Ο ঘ) চুপড়ি আলু
সঠিক উত্তর: (খ)
৮১. কোনটি বায়ুপরাগী ফুলের বৈশিষ্ট্য?
Ο ক) আকারে ক্ষুদ্র এবং হালকা
Ο খ) পুং ফুলের শাখান্বিত
Ο গ) পরাগরেণু আঁঠাল
Ο ঘ) সুগন্ধ আছে
সঠিক উত্তর: (খ)
৮২. কোন উদ্ভিদে অসংখ্য অণুবীজ থলি থাকে?
Ο ক) এগারিকাস
Ο খ) ফার্ন
Ο গ) মিউকর
Ο ঘ) সপুষ্পক
সঠিক উত্তর: (গ)
৮৩. কোন গুলোতে স্ব-পরাপগায়ন ঘটে?
Ο ক) সরিষা, কদম
Ο খ) কুমড়া, শিমুল
Ο গ) ধুতুরা, জবা
Ο ঘ) পেঁপে, ধুতুরা
সঠিক উত্তর: (গ)
৮৪. মূলের মাধ্যমে প্রজনন হয়- i. Mucor-এ ii. সেগুনে iii. পটলে নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৮৫. টিউবার জাতীয় রূপান্তরিত কান্ড কোনটি?
Ο ক) আলু
Ο খ) পিঁয়াজ
Ο গ) আদা
Ο ঘ) হলুদ
সঠিক উত্তর: (ক)
৮৬. দলমন্ডলের কাজ হল-
i. কীট-পতঙ্গ আকৃষ্ট করা
ii. পরাগায়নে সাহায্য করা
iii. ফুলের অন্য অংশকে রক্ষা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৭. পরাগায়নের ফলে পরাগরেণু কোথায় স্থানান্তরিত হয়?
Ο ক) গর্ভমুন্ডে
Ο খ) গর্ভদন্ডে
Ο গ) গর্ভাশয়ে
Ο ঘ) পুংদন্ডে
সঠিক উত্তর: (ক)
৮৮. রূপান্তরিত কান্ড সৃষ্টি হয়-
i. প্রতিকূলতা প্রতিরোধের জন্য
ii. খাদ্য সঞ্চয়ের জন্য
iii. জীবনকাল বৃদ্ধির জন্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৮৯. পরাগায়নের ফলে পরাগরেণু কোথায় স্থানান্তরিত হয়?
Ο ক) গর্ভমুন্ডে
Ο খ) গর্ভদন্ডে
Ο গ) গর্ভাশয়ে
Ο ঘ) পুংদন্ডে
সঠিক উত্তর: (ক)
৯০. দেহের খন্ডায়ন দ্বারা প্রজনন হয় কোনটিতে?
Ο ক) মিউকর
Ο খ) এগারিকাস
Ο গ) সাইকাস
Ο ঘ) পাইনাস
সঠিক উত্তর: (ক)
৯১. উদ্ভিদের রাইজোম-
i. মাটির সমান্তরালে অবস্থি
ii. স্পষ্ট পর্বসন্ধি যুক্ত
iii. মোটা ও রসালো হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯২. কোনটিতে ফাইলোক্ল্যাড দেখা যায়?
Ο ক) পুদিনায়
Ο খ) গোলাপে
Ο গ) ফণিমনসায়
Ο ঘ) কচুতে
সঠিক উত্তর: (গ)
৯৩. যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরুপ সৃষ্টি করে তাকে কী বলে?
Ο ক) স্পোর উৎপাদন
Ο খ) পরাগায়ন
Ο গ) প্রজাতি নিয়ন্ত্রণ
Ο ঘ) প্রজনন
সঠিক উত্তর: (ঘ)
৯৪. নিচের কোন উদ্ভিদের ক্ষেত্রে স্বাভাবিক অঙ্গজ প্রজনন ঘটে?
Ο ক) কলা আম
Ο খ) কমলা
Ο গ) লেবু
Ο ঘ) 1
সঠিক উত্তর:
৯৫. পুংস্তবকের কয়টি অংশ থাকে?
Ο ক) ১
Ο খ) ২
Ο গ) ৩
Ο ঘ) ৪
সঠিক উত্তর: (গ)
৯৬. পর্ণকান্ডের বৈশিষ্ট্য হলো-
i. এরা সবুজ
ii. এরা নিজেই পাতার কাজ করে
iii. এদের পাতা কন্টকে রূপান্তরিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৭. কচুর প্রজনন অঙ্গ কোনটি?
Ο ক) স্টোলন
Ο খ) কন্দ
Ο গ) রাইজোম
Ο ঘ) অফসেট
সঠিক উত্তর: (ক)
৯৮. একটি মঞ্জুরীর সম্পূর্ণ অংশ ফলে পরিণত হলে তাকে কী বলে?
Ο ক) সরল পল
Ο খ) গুচ্ছ ফল
Ο গ) যৌগিক ফল
Ο ঘ) রসাল ফল
সঠিক উত্তর: (গ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: জিহাদ তার জমির শস্য রক্ষা করার জন্য বেড়া দেওয়ার সময় সজিনার ডাল খুটি হিসেবে মাটিতে পুতে দেয়। কয়েকদিন পর সে দেখল সজিনা গাছে ফুল, ফল ধরেছে।
৯৯. জিহাদের সজিনার ডালের কী ধরনের প্রজনন হয়েছে?
Ο ক) স্বাভাবিক অঙ্গজ
Ο খ) কৃত্রিম অঙ্গজ
Ο গ) যৌন
Ο ঘ) অযৌন
সঠিক উত্তর: (ক)
১০০. জিহাদের সজিনার ডাল পোতার ফলে-
i. সজিনার নতুন কুঁড়ি উৎপন্ন হয়েছে
ii. নতুন সজিনা গাছ উৎপন্ন হয়েছে
iii. সজিনার ডালটি শুকিয়ে গেছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
» অধ্যায় - ৪র্থ : উদ্ভিদে বংশ বৃদ্ধি (১- ৫০)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
JSC Science