ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বিজ্ঞান অধ্যায় - ২য় : জীবের বৃদ্ধি ও বংশগতি(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫৬. অ্যামাইটোসিস বিভাজনে-
i. নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে
ii. মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়
iii. মাতৃকোষ হতে দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৭. প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে কী গঠন করে?
Ο ক) সেন্ট্রোমিয়ার
Ο খ) ক্রোমাটিড
Ο গ) সেন্ট্রিওল
Ο ঘ) মিউকর
সঠিক উত্তর: (খ)
৫৮. জিনের আদান-প্রদান ঘটে কোন বিভাজনের মাধ্যমে?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (গ)
৫৯. মাইটোসিস বিভাজনকালে কোন প্রক্রিয়াটি প্রথম ঘটে?
Ο ক) নিউক্লিয়াসের আকার বৃদ্ধি
Ο খ) নিউক্লিয়ার পর্দার বিলুপ্তি
Ο গ) ক্রোমাটিড গঠন
Ο ঘ) নিউক্লিয়ার জালিকার ভাঙন
সঠিক উত্তর: (ক)
৬০. জীবদেহে কয় ধরনের কোষ বিবাজন দেখা যায়?
Ο ক) ১ ধরনের
Ο খ) ২ ধরনের
Ο গ) ৩ ধরনের
Ο ঘ) ৪ ধরনের
সঠিক উত্তর: (গ)
৬১. উদ্ভিদের ভাজক টিস্যুর কোষে কোন বিভাজন হয়?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) দ্বিবিভাজন
Ο ঘ) মিয়োসিস
সঠিক উত্তর: (খ)
৬২. জিনতত্ত্বের জনক কে?
Ο ক) লিনিয়াস
Ο খ) মেন্ডেল
Ο গ) জন রে
Ο ঘ) ডারউইন
সঠিক উত্তর: (খ)
৬৩. প্রতিটি জীবের দেহ কী দ্বারা গঠিত?
Ο ক) হাত
Ο খ) ফুসফুস
Ο গ) হৃৎপিন্ড
Ο ঘ) কোষ
সঠিক উত্তর: (ঘ)
৬৪. মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়-
i. ভ্রূণের পরিবর্ধনের সময়
ii. জনন কোষ সৃষ্টির সময়
iii. নিম্নশ্রেণীর প্রাণী ও উদ্ভিদের অযৌন জননের সময়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬৫. মিয়োসিস কোষ বিভাজনে ক্রোমোজোম কয়বার বিভক্ত হয়?
Ο ক) একবার
Ο খ) দুইবার
Ο গ) চারবার
Ο ঘ) পাঁচবার
সঠিক উত্তর: (ক)
৬৬. সাইটোপ্লাজমের বিভাজনকে কী বলে?
Ο ক) ক্যারিওকাইনেসিস
Ο খ) মেটামরফোসিস
Ο গ) হাইড্রোলাইসিস
Ο ঘ) সাইটোকাইনেসিস
সঠিক উত্তর: (ঘ)
৬৭. বৃদ্ধি ও অযৌন জননের জন্য কোন কোষ বিভাজন অপরিহার্য?
Ο ক) মাইটোসিস
Ο খ) মিয়োসিস
Ο গ) অ্যামাইটোসিস
Ο ঘ) অস্বাভাবিক
সঠিক উত্তর: (ক)
৬৮. নিচের কোনটির ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন ঘটে?
Ο ক) উদ্ভিদ
Ο খ) ছত্রাক
Ο গ) ব্যাকটেরিয়া
Ο ঘ) অ্যামিবা
সঠিক উত্তর: (ক)
৬৯. এককোষী জীবে কোন ধরনের কোষ বিভাজন হয়?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (ক)
৭০. মিয়োসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়?
Ο ক) একবার
Ο খ) দুইবার
Ο গ) তিনবার
Ο ঘ) চারবার
সঠিক উত্তর: (খ)
» অধ্যায় - ২য় : জীবের বৃদ্ধি ও বংশগতি
৭১. মাইটোসিস প্রক্রিয়ায়-
i. সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ তৈরি হয়
ii. মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট কোষ তৈরি হয়
iii. মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার বিভাজিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭২. ডিএনএ কী?
Ο ক) ক্রোমোজোম
Ο খ) জাইগোট
Ο গ) নিউক্লিওপ্লাজম
Ο ঘ) নিউক্লিক এসিড
সঠিক উত্তর: (ঘ)
৭৩. কোন দশাতে মাকু আকৃতির তন্তুর আবির্ভাব ঘটে?
Ο ক) প্রোফেজ
Ο খ) প্রো-মেটাফেজ
Ο গ) মেটাফেজ
Ο ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (খ)
৭৪. বিভাজনের পূর্বে নিউক্লিয়াসের যে প্রস্তুতমূলক কাজ হয়, সেই দশাকে কী বলে?
Ο ক) বিল্ডিং ফেজ
Ο খ) গ্রোথ ফেজ
Ο গ) ইন্টারফেজ
Ο ঘ) ক্যারিওফেজ
সঠিক উত্তর: (গ)
৭৫. DNA-
i. ক্রোমোজোমে অবস্থিত
ii. বংশগতির ধারক
iii. ক্রোমোজোমে ধ্রুব সংখ্যায় থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৭৬. ব্যাকটেরিয়াতে কোন ধরনের কোষ বিভাজন দেখা যায়?
Ο ক) মিয়োসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) দ্বিবিভাজন
Ο ঘ) অ্যামাইটোসিস
সঠিক উত্তর: (ঘ)
৭৭. প্রোফেজ দশায় কোন প্রক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়ার জালিকা ভেঙে যায়?
Ο ক) পানি সংযোজন
Ο খ) প্রতিস্থাপন
Ο গ) প্রশমন
Ο ঘ) পানি বিয়োজন
সঠিক উত্তর: (ঘ)
৭৮. মাইটোসিস বিভাজন কয় পর্যায়ে সম্পন্ন হয়?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)
৭৯. নিচের কোন কোষে মাইটোসিস বিভাজন ঘটে?
Ο ক) স্নায়ুকোষে
Ο খ) স্থায়ী টিস্যুর কোষে
Ο গ) লোহিত রক্তকণিকা
Ο ঘ) বর্ধনশীল পাতার কোষে
সঠিক উত্তর: (ঘ)
৮০. বংশগতির ধারা অক্ষণ্ন রাখতে ক্রোমোজোম কী হিসেবে কাজ করে?
Ο ক) জিন
Ο খ) বাহক
Ο গ) আরএনএ
Ο ঘ) ডিএনএ
সঠিক উত্তর: (খ)
৮১. কাকে জিনতত্ত্বের জনক বলা হয়?
Ο ক) মেন্ডেল
Ο খ) অ্যারিস্টটল
Ο গ) সালিম আলী
Ο ঘ) রবার্ট হুক
সঠিক উত্তর: (ক)
৮২. মিয়োসিস বিভাজনের ফলে জননকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার কতগুণ হয়?
Ο ক) সমান
Ο খ) অর্ধেক
Ο গ) দ্বিগুণ
Ο ঘ) তিনগুণ
সঠিক উত্তর: (খ)
৮৩. অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটে কোন ধাপে?
Ο ক) মেটাফেজ
Ο খ) প্রো-মেটাফেজ
Ο গ) অ্যানাফেজ
Ο ঘ) প্রোফেজ
সঠিক উত্তর: (খ)
৮৪. জনন কোষ উৎপাদনকালে কোন ধরনের বিবাজন ঘটে?
Ο ক) মাইটোসিস
Ο খ) মিয়োসিস
Ο গ) অ্যামাইটোসিস
Ο ঘ) সবগুলো সঠিক
সঠিক উত্তর: (খ)
৮৫. প্রাণিদেহে মােইটোসিস ঘটে-
i. দেহ কোষে
ii. ভ্রূণের পরিবর্ধনের সময়
iii. মুকুলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i
সঠিক উত্তর: (ক)
৮৬. এক্ষেত্রে ক্রোমোজোম কী পরিবহন করে থাকে?
Ο ক) নিউক্লিয়াস
Ο খ) সাইটোপ্লাজম
Ο গ) জিন
Ο ঘ) রাইবোজোম
সঠিক উত্তর: (গ)
৮৭. বীজ থেকে চারাগাছ তৈরিতে কোন ধরনের কোষ বিভাজন ঘটে?
Ο ক) প্রোফেজ
Ο খ) মেটাফেজ
Ο গ) মাইটোসিস
Ο ঘ) বাডিং
সঠিক উত্তর: (ক)
৮৮. প্রাণিকোষের নিউক্লিয়াস বিভাজনের সাথে সাথে-
i. কোষের মাঝামাঝি অংশে খাঁজ সৃষ্টি হয়
ii. সৃষ্ট খাঁজ নিরক্ষীয় তল বরাবর বিস্তৃত হয়
iii. সৃষ্ট খাঁজ মিলিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৯. প্রতিটি জীবের দেহ কী দ্বারা গঠিত?
Ο ক) হাত
Ο খ) ফুসফুস
Ο গ) হৃৎপিন্ড
Ο ঘ) কোষ
সঠিক উত্তর: (ঘ)
৯০. জাইগোটের ক্রোমোসোম সংখ্যার অবস্থা কীরূপ?
Ο ক) টেট্রাপ্লয়েড
Ο খ) ট্রিপয়েড
Ο গ) হ্যাপ্লয়েড
Ο ঘ) ডিপ্লয়েড
সঠিক উত্তর: (ঘ)
৯১. মাতৃকোষের নিউক্লিয়াস পর পর দুইবার বিভাজিত হয় কোন বিভাজনে?
Ο ক) দ্বিবিভাজন
Ο খ) মিয়োসিস
Ο গ) অ্যামাইটোসিস
Ο ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (খ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: কোষ বিভাজনের সময় নিউক্লিয়ার জালিকা থেকে নির্দিষ্ট সংখ্যক সুতার মতো অংশ উৎপন্ন হয়। এগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে।
৯২. সুতার মতো অংশগুলো কী?
Ο ক) আরএনএ
Ο খ) স্পিন্ডল তন্তু
Ο গ) ক্রোমোজোম
Ο ঘ) জালিকা তন্তু
সঠিক উত্তর: (গ)
৯৩. প্রতিটি তন্তুর প্রধান অংশ হলো-
i. ক্রোমাটিড
ii. সেন্ট্রোমিয়ার
iii. গলগি বস্তু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ঘ)
» অধ্যায় - ২য় : জীবের বৃদ্ধি ও বংশগতি
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫৬. অ্যামাইটোসিস বিভাজনে-
i. নিউক্লিয়াসটি ডাম্বেলের আকার ধারণ করে
ii. মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়
iii. মাতৃকোষ হতে দুইটি অপত্য কোষের সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৭. প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে কী গঠন করে?
Ο ক) সেন্ট্রোমিয়ার
Ο খ) ক্রোমাটিড
Ο গ) সেন্ট্রিওল
Ο ঘ) মিউকর
সঠিক উত্তর: (খ)
৫৮. জিনের আদান-প্রদান ঘটে কোন বিভাজনের মাধ্যমে?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (গ)
৫৯. মাইটোসিস বিভাজনকালে কোন প্রক্রিয়াটি প্রথম ঘটে?
Ο ক) নিউক্লিয়াসের আকার বৃদ্ধি
Ο খ) নিউক্লিয়ার পর্দার বিলুপ্তি
Ο গ) ক্রোমাটিড গঠন
Ο ঘ) নিউক্লিয়ার জালিকার ভাঙন
সঠিক উত্তর: (ক)
৬০. জীবদেহে কয় ধরনের কোষ বিবাজন দেখা যায়?
Ο ক) ১ ধরনের
Ο খ) ২ ধরনের
Ο গ) ৩ ধরনের
Ο ঘ) ৪ ধরনের
সঠিক উত্তর: (গ)
৬১. উদ্ভিদের ভাজক টিস্যুর কোষে কোন বিভাজন হয়?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) দ্বিবিভাজন
Ο ঘ) মিয়োসিস
সঠিক উত্তর: (খ)
৬২. জিনতত্ত্বের জনক কে?
Ο ক) লিনিয়াস
Ο খ) মেন্ডেল
Ο গ) জন রে
Ο ঘ) ডারউইন
সঠিক উত্তর: (খ)
৬৩. প্রতিটি জীবের দেহ কী দ্বারা গঠিত?
Ο ক) হাত
Ο খ) ফুসফুস
Ο গ) হৃৎপিন্ড
Ο ঘ) কোষ
সঠিক উত্তর: (ঘ)
৬৪. মাইটোসিস কোষ বিভাজন দেখা যায়-
i. ভ্রূণের পরিবর্ধনের সময়
ii. জনন কোষ সৃষ্টির সময়
iii. নিম্নশ্রেণীর প্রাণী ও উদ্ভিদের অযৌন জননের সময়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (খ)
৬৫. মিয়োসিস কোষ বিভাজনে ক্রোমোজোম কয়বার বিভক্ত হয়?
Ο ক) একবার
Ο খ) দুইবার
Ο গ) চারবার
Ο ঘ) পাঁচবার
সঠিক উত্তর: (ক)
৬৬. সাইটোপ্লাজমের বিভাজনকে কী বলে?
Ο ক) ক্যারিওকাইনেসিস
Ο খ) মেটামরফোসিস
Ο গ) হাইড্রোলাইসিস
Ο ঘ) সাইটোকাইনেসিস
সঠিক উত্তর: (ঘ)
৬৭. বৃদ্ধি ও অযৌন জননের জন্য কোন কোষ বিভাজন অপরিহার্য?
Ο ক) মাইটোসিস
Ο খ) মিয়োসিস
Ο গ) অ্যামাইটোসিস
Ο ঘ) অস্বাভাবিক
সঠিক উত্তর: (ক)
৬৮. নিচের কোনটির ক্ষেত্রে মাইটোসিস কোষ বিভাজন ঘটে?
Ο ক) উদ্ভিদ
Ο খ) ছত্রাক
Ο গ) ব্যাকটেরিয়া
Ο ঘ) অ্যামিবা
সঠিক উত্তর: (ক)
৬৯. এককোষী জীবে কোন ধরনের কোষ বিভাজন হয়?
Ο ক) অ্যামাইটোসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) মিয়োসিস
Ο ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (ক)
৭০. মিয়োসিস কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়?
Ο ক) একবার
Ο খ) দুইবার
Ο গ) তিনবার
Ο ঘ) চারবার
সঠিক উত্তর: (খ)
» অধ্যায় - ২য় : জীবের বৃদ্ধি ও বংশগতি
৭১. মাইটোসিস প্রক্রিয়ায়-
i. সমগুণ সম্পন্ন দুটি অপত্য কোষ তৈরি হয়
ii. মাতৃকোষের অর্ধেক ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট কোষ তৈরি হয়
iii. মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার বিভাজিত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭২. ডিএনএ কী?
Ο ক) ক্রোমোজোম
Ο খ) জাইগোট
Ο গ) নিউক্লিওপ্লাজম
Ο ঘ) নিউক্লিক এসিড
সঠিক উত্তর: (ঘ)
৭৩. কোন দশাতে মাকু আকৃতির তন্তুর আবির্ভাব ঘটে?
Ο ক) প্রোফেজ
Ο খ) প্রো-মেটাফেজ
Ο গ) মেটাফেজ
Ο ঘ) টেলোফেজ
সঠিক উত্তর: (খ)
৭৪. বিভাজনের পূর্বে নিউক্লিয়াসের যে প্রস্তুতমূলক কাজ হয়, সেই দশাকে কী বলে?
Ο ক) বিল্ডিং ফেজ
Ο খ) গ্রোথ ফেজ
Ο গ) ইন্টারফেজ
Ο ঘ) ক্যারিওফেজ
সঠিক উত্তর: (গ)
৭৫. DNA-
i. ক্রোমোজোমে অবস্থিত
ii. বংশগতির ধারক
iii. ক্রোমোজোমে ধ্রুব সংখ্যায় থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৭৬. ব্যাকটেরিয়াতে কোন ধরনের কোষ বিভাজন দেখা যায়?
Ο ক) মিয়োসিস
Ο খ) মাইটোসিস
Ο গ) দ্বিবিভাজন
Ο ঘ) অ্যামাইটোসিস
সঠিক উত্তর: (ঘ)
৭৭. প্রোফেজ দশায় কোন প্রক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়ার জালিকা ভেঙে যায়?
Ο ক) পানি সংযোজন
Ο খ) প্রতিস্থাপন
Ο গ) প্রশমন
Ο ঘ) পানি বিয়োজন
সঠিক উত্তর: (ঘ)
৭৮. মাইটোসিস বিভাজন কয় পর্যায়ে সম্পন্ন হয়?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)
৭৯. নিচের কোন কোষে মাইটোসিস বিভাজন ঘটে?
Ο ক) স্নায়ুকোষে
Ο খ) স্থায়ী টিস্যুর কোষে
Ο গ) লোহিত রক্তকণিকা
Ο ঘ) বর্ধনশীল পাতার কোষে
সঠিক উত্তর: (ঘ)
৮০. বংশগতির ধারা অক্ষণ্ন রাখতে ক্রোমোজোম কী হিসেবে কাজ করে?
Ο ক) জিন
Ο খ) বাহক
Ο গ) আরএনএ
Ο ঘ) ডিএনএ
সঠিক উত্তর: (খ)
৮১. কাকে জিনতত্ত্বের জনক বলা হয়?
Ο ক) মেন্ডেল
Ο খ) অ্যারিস্টটল
Ο গ) সালিম আলী
Ο ঘ) রবার্ট হুক
সঠিক উত্তর: (ক)
৮২. মিয়োসিস বিভাজনের ফলে জননকোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার কতগুণ হয়?
Ο ক) সমান
Ο খ) অর্ধেক
Ο গ) দ্বিগুণ
Ο ঘ) তিনগুণ
সঠিক উত্তর: (খ)
৮৩. অ্যাস্টার রশ্মির আবির্ভাব ঘটে কোন ধাপে?
Ο ক) মেটাফেজ
Ο খ) প্রো-মেটাফেজ
Ο গ) অ্যানাফেজ
Ο ঘ) প্রোফেজ
সঠিক উত্তর: (খ)
৮৪. জনন কোষ উৎপাদনকালে কোন ধরনের বিবাজন ঘটে?
Ο ক) মাইটোসিস
Ο খ) মিয়োসিস
Ο গ) অ্যামাইটোসিস
Ο ঘ) সবগুলো সঠিক
সঠিক উত্তর: (খ)
৮৫. প্রাণিদেহে মােইটোসিস ঘটে-
i. দেহ কোষে
ii. ভ্রূণের পরিবর্ধনের সময়
iii. মুকুলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i
সঠিক উত্তর: (ক)
৮৬. এক্ষেত্রে ক্রোমোজোম কী পরিবহন করে থাকে?
Ο ক) নিউক্লিয়াস
Ο খ) সাইটোপ্লাজম
Ο গ) জিন
Ο ঘ) রাইবোজোম
সঠিক উত্তর: (গ)
৮৭. বীজ থেকে চারাগাছ তৈরিতে কোন ধরনের কোষ বিভাজন ঘটে?
Ο ক) প্রোফেজ
Ο খ) মেটাফেজ
Ο গ) মাইটোসিস
Ο ঘ) বাডিং
সঠিক উত্তর: (ক)
৮৮. প্রাণিকোষের নিউক্লিয়াস বিভাজনের সাথে সাথে-
i. কোষের মাঝামাঝি অংশে খাঁজ সৃষ্টি হয়
ii. সৃষ্ট খাঁজ নিরক্ষীয় তল বরাবর বিস্তৃত হয়
iii. সৃষ্ট খাঁজ মিলিত হয়ে অপত্য কোষ সৃষ্টি করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i ও iii
Ο গ) ii ও iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৯. প্রতিটি জীবের দেহ কী দ্বারা গঠিত?
Ο ক) হাত
Ο খ) ফুসফুস
Ο গ) হৃৎপিন্ড
Ο ঘ) কোষ
সঠিক উত্তর: (ঘ)
৯০. জাইগোটের ক্রোমোসোম সংখ্যার অবস্থা কীরূপ?
Ο ক) টেট্রাপ্লয়েড
Ο খ) ট্রিপয়েড
Ο গ) হ্যাপ্লয়েড
Ο ঘ) ডিপ্লয়েড
সঠিক উত্তর: (ঘ)
৯১. মাতৃকোষের নিউক্লিয়াস পর পর দুইবার বিভাজিত হয় কোন বিভাজনে?
Ο ক) দ্বিবিভাজন
Ο খ) মিয়োসিস
Ο গ) অ্যামাইটোসিস
Ο ঘ) দ্বিবিভাজন
সঠিক উত্তর: (খ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: কোষ বিভাজনের সময় নিউক্লিয়ার জালিকা থেকে নির্দিষ্ট সংখ্যক সুতার মতো অংশ উৎপন্ন হয়। এগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে।
৯২. সুতার মতো অংশগুলো কী?
Ο ক) আরএনএ
Ο খ) স্পিন্ডল তন্তু
Ο গ) ক্রোমোজোম
Ο ঘ) জালিকা তন্তু
সঠিক উত্তর: (গ)
৯৩. প্রতিটি তন্তুর প্রধান অংশ হলো-
i. ক্রোমাটিড
ii. সেন্ট্রোমিয়ার
iii. গলগি বস্তু
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
সঠিক উত্তর: (ঘ)
» অধ্যায় - ২য় : জীবের বৃদ্ধি ও বংশগতি
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
JSC Science