জে.এস.সি বিজ্ঞান অধ্যায় - ১৪তম : পরিবেশ এবং বাস্তুতন্ত্র(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বিজ্ঞান অধ্যায় - ১৪তম : পরিবেশ এবং বাস্তুতন্ত্র(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. সর্বভুক নিচের কোনটি?
Ο ক) বাঘ
Ο খ) শুকর
Ο গ) কচ্ছপ
Ο ঘ) বানর
 সঠিক উত্তর: (ঘ)

 ৫২. একই বাস্তুসংস্থানে একাধিক খাদ্যশৃঙ্খলের সংযুক্তিকে কী বলা হয়?
Ο ক) খাদ্যশৃঙ্খল
Ο খ) খাদ্যজাল
Ο গ) খাদ্য পিরামিড
Ο ঘ) খাদ্য ভান্ডার
 সঠিক উত্তর: (খ)

 ৫৩. পুকুরের বাস্তুসংস্থানে-
i. উৎপাদক বিদ্যমান
ii. ফাইটোপ্লাঙ্কটন উপস্থিত
iii. জুয়োপ্লাঙ্কটন উপস্থিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৪. পৃথিবীতে সকল শক্তির উৎস কী?
Ο ক) খাদ্য
Ο খ) পানি
Ο গ) বায়ু
Ο ঘ) সুর্যালোক
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৫. জলজ বাস্তুতন্ত্র কয় ধরনের?
Ο ক) ২ ধরনের
Ο খ) ৩ ধরনের
Ο গ) ৪ ধরনের
Ο ঘ) ৫ ধরনের
 সঠিক উত্তর: (খ)

 ৫৬. লবণাক্ত পানি সহ্য করার ক্ষমতাসম্পন্ন উদ্ভিদ কোনটি?
Ο ক) গামার
Ο খ) গেওয়া
Ο গ) কড়ই
Ο ঘ) শাল
 সঠিক উত্তর: (খ)

 ৫৭. বাস্তুতন্ত্রে কয় ধরনের খাদক রয়েছে?
Ο ক) ২ ধরনের
Ο খ) ৩ ধরনের
Ο গ) ৪ ধরনের
Ο ঘ) ৫ ধরনের
 সঠিক উত্তর: (খ)

 ৫৮. সুন্দরবনের অবস্থান খুলনা জেলার কোনদিকে?
Ο ক) পূর্ব
Ο খ) পশ্চিম
Ο গ) উত্তর
Ο ঘ) দক্ষিণ
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৯. সুন্দরবনের উৎপাদক কোনটি?
Ο ক) গোলপাতা
Ο খ) হরিণ
Ο গ) বানর
Ο ঘ) বাঘ
 সঠিক উত্তর: (ক)

 ৬০. পানিতে ভাসমান জীবদের কী বলে?
Ο ক) পদ্ম
Ο খ) হাইড্রিলা
Ο গ) ব্যাকটেরিয়া
Ο ঘ) প্ল্যাঙ্কটন
 সঠিক উত্তর: (ঘ)

 ৬১. যে সকল প্রাণী উদ্ভিদভোজী তারা কোন স্তরের খাদক?
Ο ক) প্রথম স্তরের
Ο খ) দ্বিতীয় স্তরের
Ο গ) তৃতীয় স্তরের
Ο ঘ) সর্বোচ্চ স্তরের
 সঠিক উত্তর: (ক)

 ৬২. ম্যানগ্রোভ বানঞ্চলের প্রথম সারির খাদক কোনটি?
Ο ক) হরিণ
Ο খ) সারস
Ο গ) বাঘ
Ο ঘ) শূকর
 সঠিক উত্তর: (ক)

 ৬৩. জীব উপাদান হল- i. উদ্ভিদ ii. কীটপতঙ্গ iii. মৃত দেহ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৬৪. বাস্তুতন্ত্র কার্যকরী রাখতে ভূমিকা রাখে-
i. উৎপাদক
ii. খাদক
iii. বিয়োজক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৫. উৎপাদকের ক্ষেত্রে নিচের কোনটি প্রক্রিয়াটি জরুরী?
Ο ক) সালোকসংশ্লেষণ
Ο খ) শ্বসন
Ο গ) রেচন
Ο ঘ) প্রস্বেদন
 সঠিক উত্তর: (ক)

 ৬৬. প্রাকৃতিক বাস্তুতন্ত্রে কয় ধরনের বাস্তুতন্ত্র রয়েছে?
Ο ক) ২ ধরনের
Ο খ) ৩ ধরনের
Ο গ) ৪ ধরনের
Ο ঘ) ৬ ধরনের
 সঠিক উত্তর: (ক)

 ৬৭. পরিবেশের বাস্তুতন্ত্রে ক্রিয়াশীল থাকে-
i. অজীব উপাদান
ii. সজীব উপাদান
iii. উপাদানগুলির পারস্পরিক ক্রিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৮. জৈব পদার্থ কোনটির মাধ্যমে পুষ্টি ভান্ডারে জমা হয়?
Ο ক) উৎপাদক
Ο খ) খাদক
Ο গ) বিয়োজক
Ο ঘ) খাদ্যশৃঙ্খল
 সঠিক উত্তর: (গ)

 ৬৯. জোয়ার ভাটার কারণে সুন্দরবনের মাটি কীরূপ হয়?
Ο ক) কম লবণাক্ত
Ο খ) অধিক লবণাক্ত
Ο গ) কম ক্ষারীয়
Ο ঘ) অধিক ক্ষারীয়
 সঠিক উত্তর: (খ)

 ৭০. যে সকল প্রাণী উদ্ভিদ থেকে পাওয়া জৈব পদার্থ খাদ্য হিসাবে ব্যবহার করে তাদের কী বলা হয়?
Ο ক) উৎপাদক
Ο খ) খাদক
Ο গ) বিয়োজক
Ο ঘ) খাদ্য
 সঠিক উত্তর: (খ)

 ৭১. কোনটি পচনকারী নামে পরিচিত?
Ο ক) উৎপাদক
Ο খ) বিয়োজক
Ο গ) ইউরিয়া
Ο ঘ) খাদক
 সঠিক উত্তর: (খ)

 ৭২. অজীব উপাদানের অন্তর্ভুক্ত কোনটি?
Ο ক) হরিণ
Ο খ) বাঘ
Ο গ) সাপ
Ο ঘ) মাটি
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৩. কোন স্তরর খাদক মাংসাশী নামে পরিচিত?
Ο ক) ১ম স্তরের
Ο খ) ২য় স্তরের
Ο গ) ৩য় স্তরের
Ο ঘ) শিকারী প্রাণী
 সঠিক উত্তর: (খ)

 ৭৪. মানুষ যখন মাংস খায় তখন মানুষ কোন স্তরের খাদক?
Ο ক) প্রথম
Ο খ) দ্বিতীয়
Ο গ) তৃতীয়
Ο ঘ) খ ও গ উভয়
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৫. সুন্দরবনের প্রথম স্তরের খাদক কোনটি?
Ο ক) বানর
Ο খ) পাখি
Ο গ) সারস
Ο ঘ) কচ্ছপ
 সঠিক উত্তর: (খ)

 ৭৬. সৌরশক্তি নিজ গেতে প্রথম সঞ্চয় করে কে?
Ο ক) অনুঘটক
Ο খ) বিয়োজক
Ο গ) উৎপাদক
Ο ঘ) খাদক
 সঠিক উত্তর: (গ)

 ৭৭. কোন প্রক্রিয়ায় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপা্তিরিত হয়?
Ο ক) অভিস্রবণ
Ο খ) প্রস্বেদন
Ο গ) সালোকসংশ্লেষণ
Ο ঘ) শ্বসন
 সঠিক উত্তর: (গ)

 ৭৮. নিচের কোন জেলাটি সুন্দরবনের সাথে সম্পৃক্ত?
Ο ক) ঢাকা
Ο খ) যশোর
Ο গ) নাটোর
Ο ঘ) খুলনা
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৯. জুয়োপ্লাঙ্কটন কোনটি?
Ο ক) শৈবাল
Ο খ) প্রাণীকণা
Ο গ) ছোট মাছ
Ο ঘ) জলজ প্রাণী
 সঠিক উত্তর: (খ)

 ৮০. পরিবেশের সজীব উপাদানের বেঁচে থাকা নির্ভর করে কিসের ওপর?
Ο ক) অজৈব ও জৈব উপাদান
Ο খ) অজৈব ও ভৌত উপাদান
Ο গ) জৈব ও খনিজ উপাদান
Ο ঘ) অজৈব ও প্রাকৃতিক উপাদান
 সঠিক উত্তর: (ক)

 ৮১. জীবনধারণের জন্য একে অপরের সাথে সম্পর্কযুক্ত-
Ο ক) পাখি ও ব্যাঙ
Ο খ) জীব ও জড়
Ο গ) মাছ ও মানুষ
Ο ঘ) উদ্ভিদ ও প্রাণী
 সঠিক উত্তর: (ঘ)

 ৮২. বাস্তুতন্ত্রের প্রাণহীন উপাদান কী নামে পরিচিত?
Ο ক) উৎপাদক
Ο খ) খাদক
Ο গ) অজীব
Ο ঘ) সজীব
 সঠিক উত্তর: (গ)

 ৮৩. দ্বিতীয় স্তরের খাদক নিচের কোনটি?
Ο ক) পাখি
Ο খ) গরু
Ο গ) সাপ
Ο ঘ) ছাগল
 সঠিক উত্তর: (ক)

 ৮৪. সুন্দরবনের মাটি- i. পলিযুক্ত ii. কর্দমাক্ত iii. লবণাক্ত নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৮৫. কোনটি সবুজ উদ্ভিদের প্রাথমিক উৎপাদক?
Ο ক) পানি
Ο খ) লবণ
Ο গ) অক্সিজেন
Ο ঘ) নাইট্রোজেন
 সঠিক উত্তর: (গ)

 ৮৬. বাস্তুতন্ত্রে সকল প্রাণী নিচের কোনটির উপর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নির্ভরশীল?
Ο ক) সালোকসংশ্লেষণ
Ο খ) শ্বসন
Ο গ) প্রস্বেদন
Ο ঘ) অভিস্রবণ
 সঠিক উত্তর: (ক)

 ৮৭. কোনটি উৎপাদক?
Ο ক) ব্যাকটেরিয়া
Ο খ) ছত্রাক
Ο গ) শৈবাল
Ο ঘ) ভাইরাস
 সঠিক উত্তর: (গ)

 ৮৮. বাস্তুতন্ত্রের খাদকেরা কীভাবে শক্তি লাভ করে?
Ο ক) খাদ্যশৃঙ্খলের মাধ্যমে
Ο খ) খাদ্যজালের মাধ্যমে
Ο গ) খাদ্য পিরামিডের মাধ্যমে
Ο ঘ) উৎপাদকের মাধ্যমে
 সঠিক উত্তর: (ক)

 ৮৯. সুন্দরবনের উদ্ভিদের মূলের আগায় কী থাকে?
Ο ক) কাটা
Ο খ) বায়ুথলি
Ο গ) ছিদ্র
Ο ঘ) শাখামূল
 সঠিক উত্তর: (গ)

 ৯০. সুন্দরবনের অবস্থান বাংলাদেশের-
Ο ক) পূর্বে
Ο খ) পশ্চিমে
Ο গ) দক্ষিণ-পশ্চিমে
Ο ঘ) উত্তরে
 সঠিক উত্তর: (গ)

 ৯১. বাস্তুসংস্থানের শক্তির প্রধান উৎস কী?
Ο ক) উৎপাদক
Ο খ) খাদক
Ο গ) সৌরশক্তি
Ο ঘ) বিয়োজক
 সঠিক উত্তর: (গ)

 ৯২. বিয়োজক কিরূপ?
Ο ক) স্বভোজী
Ο খ) পরজীবী
Ο গ) মৃতজীবী
Ο ঘ) পরভোজী
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৩. বাস্তুসংস্থানে শক্তির প্রবাহ কেমন?
Ο ক) একমুখী
Ο খ) দ্বিমুখী
Ο গ) ত্রিমুখী
Ο ঘ) বহুমুখী
 সঠিক উত্তর: (ক)

 ৯৪. কোন বাস্তুতন্ত্রে খাদ্যশৃঙ্খলের পরিধি ছোট?
Ο ক) পুকুর
Ο খ) নদ-নদী
Ο গ) সমুদ্র
Ο ঘ) বনভূমি
 সঠিক উত্তর: (খ)

 উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: একটি বাস্তুতন্ত্রে প্রাণহীন ও সজীব দু’ধরনের উপাদান পারস্পরিক ক্রিয়া-বিক্রিয়ায় ক্রিয়াশীল থাকে এবং ইহার গতি প্রবাহকে সচল রাখে।

৯৫. উদ্দীপকের দ্বিতীয় উপাদানটি-
i. শর্করা তৈরি করে
ii. সৌরশক্তি ব্যবহার করে
iii. খাদক নামে পরিচিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৬. উদ্দীপকের প্রথম উপাদানটি ক্রিয়াশীল না থাকলে কী ঘটত?
Ο ক) কাদ্যশৃঙ্খল ব্যাহত হত
Ο খ) খাদ্যজাল তৈরি হত না
Ο গ) প্রাণিকূল ধ্বংস হত
Ο ঘ) উৎপাদক জন্মাত না
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post