ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ৪র্থ : আখলাক(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. মদিনা হিজরতের সয় মহানবির (স) বাণী আমাদের শিক্ষা দেয়-
i. দেশের প্রতি ভালোবাসা
ii. দেশ থেকে পালিয়ে যাওয়া
iii. দেশের জন্য মায়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৫২. কারা নিজ নিজ জাতিকে উত্তম চরিত্রের শিক্ষা দিয়েছেন?
Ο ক) সকল নবি
Ο খ) সকল ইহুদি
Ο গ) সকল শিক্ষক
Ο ঘ) সকল মুসলমান
সঠিক উত্তর: (ক)
৫৩. মহানবি (স) কার পায়ের সন্তানের বেহেশত বলেছেন?
Ο ক) বাবার
Ο খ) মায়ের
Ο গ) অভিভাবকের
Ο ঘ) স্বামীর
সঠিক উত্তর: (খ)
৫৪. যামিমা শব্দের অর্থ কী?
Ο ক) নিন্দনীয়
Ο খ) প্রশংসনীয়
Ο গ) মন্দ
Ο ঘ) ভালো
সঠিক উত্তর: (ক)
৫৫. তিনিই ইসলামের দৃষ্টিতে মানবসেবক, যিনি-
i. বৃক্ষরোপণ করেন
ii. সমাজের সুবিধা ভোগ করেন
iii. রুগ্ন ব্যক্তির সেবা করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৫৬. উত্তম চরিত্র ব্যক্তিকে-
i. সুন্দর করে
ii. উন্নত করে
iii. সম্পদশালী করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৫৭. শরিয়তের বিধান পালনে কী দরকার?
Ο ক) অনুশীলন
Ο খ) কাজ
Ο গ) ধৈর্য
Ο ঘ) শিষ্যত্ব
সঠিক উত্তর: (গ)
৫৮. নির্লজ্জ ও কুরূচিপূর্ণ কথা ও কাজকে কী বলে?
Ο ক) লোভ
Ο খ) অহংকার
Ο গ) অশ্লীলতা
Ο ঘ) হিংসা
সঠিক উত্তর: (গ)
৫৯. ইসলামের ঘুষকে কী ঘোষণা করা হয়েছে?
Ο ক) মাকরুহ
Ο খ) মুবাহ
Ο গ) হারাম
Ο ঘ) মুস্তাহাব
সঠিক উত্তর: (গ)
৬০. মানুষ অহংকার করে থাকে-
i. বংশ নিয়ে
ii. সম্পদ নিয়ে
iii. সৌন্দর্য নিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬১. ভ্রাতৃত্বকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) পাঁচ
Ο ঘ) সাত
সঠিক উত্তর: (খ)
৬২. সন্ত্রাস প্রতিরোধে ইসলাম সাধারণত কয় প্রকার ব্যবস্থা গ্রহণ করেছে?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
৬৩. স্বভাব চরিত্রে সুন্দর হলে কোনটি হওয়া যায়?
Ο ক) মুসলিম
Ο খ) খাঁটি মুমিন
Ο গ) সৎ মানুষ
Ο ঘ) সৎ লোক
সঠিক উত্তর: (খ)
৬৪. কারা পরস্পর মিলে একটি ইমারতস্বরূপ?
Ο ক) মুসলিমগণ
Ο খ) মুমিনগণ
Ο গ) মানুষগণ
Ο ঘ) জ্বিন ও মানুষগণ
সঠিক উত্তর: (খ)
৬৫. ভ্রাতৃত্ব শব্দের আরবি প্রতিশব্দ কী?
Ο ক) আখুন
Ο খ) উখওয়াত
Ο গ) আখনুন
Ο ঘ) ইখওয়াতুন
সঠিক উত্তর: (খ)
৬৬. ভ্রাতৃত্ববোধ বলতে বোঝায়-
i. ঔরসজাত
ii. ইসলামি ভ্রাতৃত্ব
iii. বিশ্ব ভ্রাতৃত্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৭. কোনটি ত্যাগ করা মুমিন বান্দার একটি অন্যতম বৈশিষ্ট্য
Ο ক) ঘৃণা
Ο খ) লোভ
Ο গ) অশ্লীলতা
Ο ঘ) সুদ
সঠিক উত্তর: (গ)
৬৮. উন্নত জাতির জীবনীশক্তি কোনটি?
Ο ক) ধৈর্য
Ο খ) সততা
Ο গ) আখলাক
Ο ঘ) দেশপ্রেম
সঠিক উত্তর: (ঘ)
৬৯. ইসলামে কাদের ঘুষ আদান প্রদান না করার বিশেষ নির্দেশ দিয়েছে?
Ο ক) মুমিনদের
Ο খ) পীরদের
Ο গ) আউলিয়াদের
Ο ঘ) শিক্ষকদের
সঠিক উত্তর: (ক)
৭০. অহংকার থাকে- i. অন্তরে ii. আচরণে iii. কথাবার্তায় নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭১. দেশপ্রেম কীসের অঙ্গ?
Ο ক) ইসলামের
Ο খ) তাকওয়ার
Ο গ) নেক আমলের
Ο ঘ) ইমানের
সঠিক উত্তর: (ঘ)
৭২. আখলাকই উন্নত জাতির-
Ο ক) জীবনীশক্তি
Ο খ) শত্রু
Ο গ) অবলম্বন
Ο ঘ) মেরুদন্ড
সঠিক উত্তর: (ক)
৭৩. কিয়ামতের দিন পরিমাপ পাল্লায় সবচেয়ে ভারী হবে কোনটি?
Ο ক) উত্তম চরিত্র
Ο খ) সত্যবাদিতা
Ο গ) পরোপকার
Ο ঘ) নামায
সঠিক উত্তর: (ক)
৭৪. এইচ আই ভি রোগ ছড়ানোর প্রধান কারণ কয়টি?
Ο ক) তিন
Ο খ) চার
Ο গ) পাঁচ
Ο ঘ) ছয়
সঠিক উত্তর: (খ)
৭৫. পাঠ করতে হবে-
i. প্রতিপালকের নামে
ii. সৃষ্টি কর্তার নামে
iii. মহানবির (স) নামে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৭৬. ‘হুসনুল খুলক’ শব্দের অর্থ কোনটি?
Ο ক) উত্তম চরিত্র
Ο খ) অসৎ চরিত্র
Ο গ) আচরণ
Ο ঘ) ব্যবহার
সঠিক উত্তর: (ক)
৭৭. জনকল্যাণ মূলত-
i. চিত্তবিনোদনের বিকাশে কার্যক্রম
ii. মানবকল্যাণের জন্য কার্যক্রম
iii. মানব উন্নয়নের জন্য কার্যক্রম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৭৮. কোন শহরকে মহানবি (স) অন্তর দিয়ে ভালোবাসতেন?
Ο ক) বাগদাদ
Ο খ) বোখারা
Ο গ) মক্কা
Ο ঘ) সিরিয়া
সঠিক উত্তর: (গ)
৭৯. সন্ত্রাস শব্দের অর্থ কী?
Ο ক) শান্তির পরিবেশ
Ο খ) কাজের পরিবেশ
Ο গ) ভয়ের পরিবেশে
Ο ঘ) সুন্দর পরিবেশ
সঠিক উত্তর: (গ)
৮০. মন্দকাজে ঘৃণা করা কী?
Ο ক) মাকরুহ
Ο খ) অপছন্দনীয়
Ο গ) প্রশংসনীয়
Ο ঘ) হারাম
সঠিক উত্তর: (গ)
৮১. পরশ্রীকাতরতাকে কী বলে আখ্যায়িত করা যায়?
Ο ক) চৌর্যবৃত্তি
Ο খ) সামাজিক অনিয়ম
Ο গ) মানসিক ব্যাধি
Ο ঘ) পারিবারিক শত্রুতা
সঠিক উত্তর: (গ)
৮২. জামিল জান্নাত পেতে চায়। সে কার সেবা করে জান্নাত পাওয়ার আশা করবে?
Ο ক) স্ত্রীর
Ο খ) মায়ের
Ο গ) বন্ধুর
Ο ঘ) বোনের
সঠিক উত্তর: (খ)
৮৩. আল্লাহর বান্দা হিসেবে মানুষ পরস্পর কী?
Ο ক) বন্ধু
Ο খ) ভাই ভাই
Ο গ) আত্মীয়
Ο ঘ) কিছুই নয়
সঠিক উত্তর: (খ)
৮৪. ধৈর্যের স্তর কয়টি?
Ο ক) পাঁচটি
Ο খ) চারটি
Ο গ) তিনটি
Ο ঘ) সাতটি
সঠিক উত্তর: (গ)
৮৫. কোন ধরনের ব্যক্তি নিজেকে উত্তম মনে করে?
Ο ক) অহংকারী
Ο খ) ধনী
Ο গ) ব্যবসায়ী
Ο ঘ) সমাজসেবী
সঠিক উত্তর: (খ)
৮৬. ঘৃণা অর্থ কী?
Ο ক) শত্রুতা
Ο খ) বিদ্বেষ
Ο গ) হিংসা
Ο ঘ) অবজ্ঞা
সঠিক উত্তর: (ঘ)
৮৭. পাঠ করতে হবে সেই প্রবুর নামে যিনি-
Ο ক) সৃষ্টি করেছেন
Ο খ) খাদ্য দিয়েছেন
Ο গ) শিক্ষা দিয়েছেন
Ο ঘ) দয়া করেছেন
সঠিক উত্তর: (ক)
৮৮. আখলাক কয়ভাগে বিভক্ত?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
৮৯. আমাদের সবার কিসের বন্ধুনে আবদ্ধ থাকা উচিত?
Ο ক) ভ্রাতৃত্বের
Ο খ) ইসলামের
Ο গ) রক্তের
Ο ঘ) যুক্তির
সঠিক উত্তর: (ক)
৯০. পরকালের সুখ কোনটির ওপর নির্ভরশীল?
Ο ক) ফ্যাসাদ সৃষ্টির
Ο খ) অসৎ কর্মের
Ο গ) সৎকর্মের
Ο ঘ) মিথ্যাবাদিতার
সঠিক উত্তর: (গ)
৯১. আখলাক-
Ο ক) দু প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) চার প্রকার
Ο ঘ) পাঁচ প্রকার
সঠিক উত্তর: (ক)
৯২. ইসলাম একটি-
Ο ক) গ্রন্থ
Ο খ) পূর্ণাঙ্গ জীবন আদর্শ
Ο গ) হাদিস
Ο ঘ) উল্লিখিত কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ)
৯৩. অশ্লীলতা মানুষের চরিত্রকে-
Ο ক) ত্রুটিযুক্ত করে
Ο খ) অপছন্দনীয় করে
Ο গ) দুর্বল করে
Ο ঘ) প্রতিক্রিয়াশীল করে
সঠিক উত্তর: (ক)
৯৪. অহংকারের ফলাফল-
i. সমাজের নেতা হতে পারা
ii. দুনিয়ার ঘৃণিত হওয়া
iii. আখিরাতে ঘৃণিত হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৯৫. গরিবরা কোথায় তাদের আর্থিক সমস্যার সুরাহা করবে?
Ο ক) পরিবারে
Ο খ) সরকারের কাছে
Ο গ) অর্থশালী ব্যক্তির প্রতিষ্ঠানে
Ο ঘ) সমাজে
সঠিক উত্তর: (গ)
৯৬. সবরের বিপরীত বাংলা শব্দ কী?
Ο ক) অধৈর্য
Ο খ) অশ্লীলতা
Ο গ) অবিশ্বাস
Ο ঘ) অনাচার
সঠিক উত্তর: (ক)
৯৭. আখলাক কী ধরনের সম্পদ?
Ο ক) অর্থনৈতিক সম্পদ
Ο খ) মানবসম্পদ
Ο গ) মৌলিক গুণসম্পন্ন সম্পদ
Ο ঘ) মৌলিক মানবীয় গুণ এবং জীবনের শ্রেষ্ঠ সম্পদ
সঠিক উত্তর: (ঘ)
৯৮. নিচের কোনটি মানুষের পাপকে খন্ডন করে দেয়?
Ο ক) মহানুভবতা
Ο খ) দানশীলতা
Ο গ) উত্তম চরিত্র
Ο ঘ) ক্ষমাশীলতা
সঠিক উত্তর: (গ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: মামুন সাহেব ধনী লোক। তিনি সিদ্ধান্ত নিলেন এলাকায় একটি কলেজ প্রতিষ্ঠা করবেন।
৯৯. মামুন সাহেবের কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী?
Ο ক) সুনাম অর্জন
Ο খ) সমাজ সেবা
Ο গ) নির্বাচন করা
Ο ঘ) সম্মান অর্জন
সঠিক উত্তর: (খ)
১০০. মামুন সাহেবের এরুপ উদ্যোগে সমাজ থেকে দূরীভূত হবে কোনটি?
Ο ক) দারিদ্র্য
Ο খ) হানাহানি
Ο গ) নিরক্ষরতা
Ο ঘ) চাঁদাবাজি
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. মদিনা হিজরতের সয় মহানবির (স) বাণী আমাদের শিক্ষা দেয়-
i. দেশের প্রতি ভালোবাসা
ii. দেশ থেকে পালিয়ে যাওয়া
iii. দেশের জন্য মায়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৫২. কারা নিজ নিজ জাতিকে উত্তম চরিত্রের শিক্ষা দিয়েছেন?
Ο ক) সকল নবি
Ο খ) সকল ইহুদি
Ο গ) সকল শিক্ষক
Ο ঘ) সকল মুসলমান
সঠিক উত্তর: (ক)
৫৩. মহানবি (স) কার পায়ের সন্তানের বেহেশত বলেছেন?
Ο ক) বাবার
Ο খ) মায়ের
Ο গ) অভিভাবকের
Ο ঘ) স্বামীর
সঠিক উত্তর: (খ)
৫৪. যামিমা শব্দের অর্থ কী?
Ο ক) নিন্দনীয়
Ο খ) প্রশংসনীয়
Ο গ) মন্দ
Ο ঘ) ভালো
সঠিক উত্তর: (ক)
৫৫. তিনিই ইসলামের দৃষ্টিতে মানবসেবক, যিনি-
i. বৃক্ষরোপণ করেন
ii. সমাজের সুবিধা ভোগ করেন
iii. রুগ্ন ব্যক্তির সেবা করেন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৫৬. উত্তম চরিত্র ব্যক্তিকে-
i. সুন্দর করে
ii. উন্নত করে
iii. সম্পদশালী করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৫৭. শরিয়তের বিধান পালনে কী দরকার?
Ο ক) অনুশীলন
Ο খ) কাজ
Ο গ) ধৈর্য
Ο ঘ) শিষ্যত্ব
সঠিক উত্তর: (গ)
৫৮. নির্লজ্জ ও কুরূচিপূর্ণ কথা ও কাজকে কী বলে?
Ο ক) লোভ
Ο খ) অহংকার
Ο গ) অশ্লীলতা
Ο ঘ) হিংসা
সঠিক উত্তর: (গ)
৫৯. ইসলামের ঘুষকে কী ঘোষণা করা হয়েছে?
Ο ক) মাকরুহ
Ο খ) মুবাহ
Ο গ) হারাম
Ο ঘ) মুস্তাহাব
সঠিক উত্তর: (গ)
৬০. মানুষ অহংকার করে থাকে-
i. বংশ নিয়ে
ii. সম্পদ নিয়ে
iii. সৌন্দর্য নিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬১. ভ্রাতৃত্বকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) পাঁচ
Ο ঘ) সাত
সঠিক উত্তর: (খ)
৬২. সন্ত্রাস প্রতিরোধে ইসলাম সাধারণত কয় প্রকার ব্যবস্থা গ্রহণ করেছে?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (খ)
৬৩. স্বভাব চরিত্রে সুন্দর হলে কোনটি হওয়া যায়?
Ο ক) মুসলিম
Ο খ) খাঁটি মুমিন
Ο গ) সৎ মানুষ
Ο ঘ) সৎ লোক
সঠিক উত্তর: (খ)
৬৪. কারা পরস্পর মিলে একটি ইমারতস্বরূপ?
Ο ক) মুসলিমগণ
Ο খ) মুমিনগণ
Ο গ) মানুষগণ
Ο ঘ) জ্বিন ও মানুষগণ
সঠিক উত্তর: (খ)
৬৫. ভ্রাতৃত্ব শব্দের আরবি প্রতিশব্দ কী?
Ο ক) আখুন
Ο খ) উখওয়াত
Ο গ) আখনুন
Ο ঘ) ইখওয়াতুন
সঠিক উত্তর: (খ)
৬৬. ভ্রাতৃত্ববোধ বলতে বোঝায়-
i. ঔরসজাত
ii. ইসলামি ভ্রাতৃত্ব
iii. বিশ্ব ভ্রাতৃত্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৬৭. কোনটি ত্যাগ করা মুমিন বান্দার একটি অন্যতম বৈশিষ্ট্য
Ο ক) ঘৃণা
Ο খ) লোভ
Ο গ) অশ্লীলতা
Ο ঘ) সুদ
সঠিক উত্তর: (গ)
৬৮. উন্নত জাতির জীবনীশক্তি কোনটি?
Ο ক) ধৈর্য
Ο খ) সততা
Ο গ) আখলাক
Ο ঘ) দেশপ্রেম
সঠিক উত্তর: (ঘ)
৬৯. ইসলামে কাদের ঘুষ আদান প্রদান না করার বিশেষ নির্দেশ দিয়েছে?
Ο ক) মুমিনদের
Ο খ) পীরদের
Ο গ) আউলিয়াদের
Ο ঘ) শিক্ষকদের
সঠিক উত্তর: (ক)
৭০. অহংকার থাকে- i. অন্তরে ii. আচরণে iii. কথাবার্তায় নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭১. দেশপ্রেম কীসের অঙ্গ?
Ο ক) ইসলামের
Ο খ) তাকওয়ার
Ο গ) নেক আমলের
Ο ঘ) ইমানের
সঠিক উত্তর: (ঘ)
৭২. আখলাকই উন্নত জাতির-
Ο ক) জীবনীশক্তি
Ο খ) শত্রু
Ο গ) অবলম্বন
Ο ঘ) মেরুদন্ড
সঠিক উত্তর: (ক)
৭৩. কিয়ামতের দিন পরিমাপ পাল্লায় সবচেয়ে ভারী হবে কোনটি?
Ο ক) উত্তম চরিত্র
Ο খ) সত্যবাদিতা
Ο গ) পরোপকার
Ο ঘ) নামায
সঠিক উত্তর: (ক)
৭৪. এইচ আই ভি রোগ ছড়ানোর প্রধান কারণ কয়টি?
Ο ক) তিন
Ο খ) চার
Ο গ) পাঁচ
Ο ঘ) ছয়
সঠিক উত্তর: (খ)
৭৫. পাঠ করতে হবে-
i. প্রতিপালকের নামে
ii. সৃষ্টি কর্তার নামে
iii. মহানবির (স) নামে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৭৬. ‘হুসনুল খুলক’ শব্দের অর্থ কোনটি?
Ο ক) উত্তম চরিত্র
Ο খ) অসৎ চরিত্র
Ο গ) আচরণ
Ο ঘ) ব্যবহার
সঠিক উত্তর: (ক)
৭৭. জনকল্যাণ মূলত-
i. চিত্তবিনোদনের বিকাশে কার্যক্রম
ii. মানবকল্যাণের জন্য কার্যক্রম
iii. মানব উন্নয়নের জন্য কার্যক্রম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৭৮. কোন শহরকে মহানবি (স) অন্তর দিয়ে ভালোবাসতেন?
Ο ক) বাগদাদ
Ο খ) বোখারা
Ο গ) মক্কা
Ο ঘ) সিরিয়া
সঠিক উত্তর: (গ)
৭৯. সন্ত্রাস শব্দের অর্থ কী?
Ο ক) শান্তির পরিবেশ
Ο খ) কাজের পরিবেশ
Ο গ) ভয়ের পরিবেশে
Ο ঘ) সুন্দর পরিবেশ
সঠিক উত্তর: (গ)
৮০. মন্দকাজে ঘৃণা করা কী?
Ο ক) মাকরুহ
Ο খ) অপছন্দনীয়
Ο গ) প্রশংসনীয়
Ο ঘ) হারাম
সঠিক উত্তর: (গ)
৮১. পরশ্রীকাতরতাকে কী বলে আখ্যায়িত করা যায়?
Ο ক) চৌর্যবৃত্তি
Ο খ) সামাজিক অনিয়ম
Ο গ) মানসিক ব্যাধি
Ο ঘ) পারিবারিক শত্রুতা
সঠিক উত্তর: (গ)
৮২. জামিল জান্নাত পেতে চায়। সে কার সেবা করে জান্নাত পাওয়ার আশা করবে?
Ο ক) স্ত্রীর
Ο খ) মায়ের
Ο গ) বন্ধুর
Ο ঘ) বোনের
সঠিক উত্তর: (খ)
৮৩. আল্লাহর বান্দা হিসেবে মানুষ পরস্পর কী?
Ο ক) বন্ধু
Ο খ) ভাই ভাই
Ο গ) আত্মীয়
Ο ঘ) কিছুই নয়
সঠিক উত্তর: (খ)
৮৪. ধৈর্যের স্তর কয়টি?
Ο ক) পাঁচটি
Ο খ) চারটি
Ο গ) তিনটি
Ο ঘ) সাতটি
সঠিক উত্তর: (গ)
৮৫. কোন ধরনের ব্যক্তি নিজেকে উত্তম মনে করে?
Ο ক) অহংকারী
Ο খ) ধনী
Ο গ) ব্যবসায়ী
Ο ঘ) সমাজসেবী
সঠিক উত্তর: (খ)
৮৬. ঘৃণা অর্থ কী?
Ο ক) শত্রুতা
Ο খ) বিদ্বেষ
Ο গ) হিংসা
Ο ঘ) অবজ্ঞা
সঠিক উত্তর: (ঘ)
৮৭. পাঠ করতে হবে সেই প্রবুর নামে যিনি-
Ο ক) সৃষ্টি করেছেন
Ο খ) খাদ্য দিয়েছেন
Ο গ) শিক্ষা দিয়েছেন
Ο ঘ) দয়া করেছেন
সঠিক উত্তর: (ক)
৮৮. আখলাক কয়ভাগে বিভক্ত?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
৮৯. আমাদের সবার কিসের বন্ধুনে আবদ্ধ থাকা উচিত?
Ο ক) ভ্রাতৃত্বের
Ο খ) ইসলামের
Ο গ) রক্তের
Ο ঘ) যুক্তির
সঠিক উত্তর: (ক)
৯০. পরকালের সুখ কোনটির ওপর নির্ভরশীল?
Ο ক) ফ্যাসাদ সৃষ্টির
Ο খ) অসৎ কর্মের
Ο গ) সৎকর্মের
Ο ঘ) মিথ্যাবাদিতার
সঠিক উত্তর: (গ)
৯১. আখলাক-
Ο ক) দু প্রকার
Ο খ) তিন প্রকার
Ο গ) চার প্রকার
Ο ঘ) পাঁচ প্রকার
সঠিক উত্তর: (ক)
৯২. ইসলাম একটি-
Ο ক) গ্রন্থ
Ο খ) পূর্ণাঙ্গ জীবন আদর্শ
Ο গ) হাদিস
Ο ঘ) উল্লিখিত কোনোটিই নয়
সঠিক উত্তর: (খ)
৯৩. অশ্লীলতা মানুষের চরিত্রকে-
Ο ক) ত্রুটিযুক্ত করে
Ο খ) অপছন্দনীয় করে
Ο গ) দুর্বল করে
Ο ঘ) প্রতিক্রিয়াশীল করে
সঠিক উত্তর: (ক)
৯৪. অহংকারের ফলাফল-
i. সমাজের নেতা হতে পারা
ii. দুনিয়ার ঘৃণিত হওয়া
iii. আখিরাতে ঘৃণিত হওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৯৫. গরিবরা কোথায় তাদের আর্থিক সমস্যার সুরাহা করবে?
Ο ক) পরিবারে
Ο খ) সরকারের কাছে
Ο গ) অর্থশালী ব্যক্তির প্রতিষ্ঠানে
Ο ঘ) সমাজে
সঠিক উত্তর: (গ)
৯৬. সবরের বিপরীত বাংলা শব্দ কী?
Ο ক) অধৈর্য
Ο খ) অশ্লীলতা
Ο গ) অবিশ্বাস
Ο ঘ) অনাচার
সঠিক উত্তর: (ক)
৯৭. আখলাক কী ধরনের সম্পদ?
Ο ক) অর্থনৈতিক সম্পদ
Ο খ) মানবসম্পদ
Ο গ) মৌলিক গুণসম্পন্ন সম্পদ
Ο ঘ) মৌলিক মানবীয় গুণ এবং জীবনের শ্রেষ্ঠ সম্পদ
সঠিক উত্তর: (ঘ)
৯৮. নিচের কোনটি মানুষের পাপকে খন্ডন করে দেয়?
Ο ক) মহানুভবতা
Ο খ) দানশীলতা
Ο গ) উত্তম চরিত্র
Ο ঘ) ক্ষমাশীলতা
সঠিক উত্তর: (গ)
উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: মামুন সাহেব ধনী লোক। তিনি সিদ্ধান্ত নিলেন এলাকায় একটি কলেজ প্রতিষ্ঠা করবেন।
৯৯. মামুন সাহেবের কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কী?
Ο ক) সুনাম অর্জন
Ο খ) সমাজ সেবা
Ο গ) নির্বাচন করা
Ο ঘ) সম্মান অর্জন
সঠিক উত্তর: (খ)
১০০. মামুন সাহেবের এরুপ উদ্যোগে সমাজ থেকে দূরীভূত হবে কোনটি?
Ο ক) দারিদ্র্য
Ο খ) হানাহানি
Ο গ) নিরক্ষরতা
Ο ঘ) চাঁদাবাজি
সঠিক উত্তর: (গ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
JSC Religion