জে.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ৩য় : কুরআন ও হাদিস শিক্ষা(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ৩য় : কুরআন ও হাদিস শিক্ষা(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. ইদগামের হরফ কয়টি?
Ο ক) দুই
Ο খ) চার
Ο গ) ছয়
Ο ঘ) পনেরো
 সঠিক উত্তর: (গ)

 ৫২. আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহ প্রকাশ করে তাঁর-
i. ক্ষমতা
ii. পরিচয়ের স্বরূপ
iii. কঠোরতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৫৩. কুরআনে প্রথম কত আয়াত নাযিল হয়?
Ο ক) ৩
Ο খ) ৪
Ο গ) ৫
Ο ঘ) ৬
 সঠিক উত্তর: (গ)

 ৫৪. মাক্কি সুরার বিষয়বস্তু হলো- i. তাওহিদ ii. রিসালাত iii. হালাল-হারাম নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৫৫. সালাম অর্থ কী?
Ο ক) শান্তি
Ο খ) দোয়া
Ο গ) বরকত
Ο ঘ) উত্তম
 সঠিক উত্তর: (ক)

 ৫৬. ইসলামি শরিয়তের প্রধান উৎস কোনটি?
Ο ক) তাওহিদ
Ο খ) ইজমা
Ο গ) কুরআন
Ο ঘ) কিয়াস
 সঠিক উত্তর: (গ)

 ৫৭. জযমযুক্ত নুনকে কী বলা হয়?
Ο ক) মীম সাকিন
Ο খ) নুন সাকিন
Ο গ) তানবিন
Ο ঘ) তাশদীদ
 সঠিক উত্তর: (খ)

 ৫৮. মহানবি (স)-এর সবসময়ের কাজ কী ছিল?
Ο ক) যুদ্ধ করা
Ο খ) বক্তৃতা দেওয়া
Ο গ) মানব কল্যাণ
Ο ঘ) ভ্রমণ করা
 সঠিক উত্তর: (গ)

 ৫৯. মিম সাকিনের নিয়ম কয়টি?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
 সঠিক উত্তর: (খ)

 ৬০. আল-ফিলের আয়াত সংখ্যা কত?
Ο ক) চার
Ο খ) পাঁচ
Ο গ) ছয়
Ο ঘ) সাত
 সঠিক উত্তর: (খ)

 ৬১. কে সর্বপ্রথম আমাদের কুরআনের শিক্ষা দেন?
Ο ক) দাউদ (আ)
Ο খ) সুলাইমান (আ)
Ο গ) ইবরাহিম (আ)
Ο ঘ) মুহাম্মদ (স)
 সঠিক উত্তর: (ঘ)

 ৬২. এক হরফকে অন্য হরফের সাথে মিলিয়ে সন্ধি করে পড়াকে কী বলে?
Ο ক) ইখফা
Ο খ) ইযহার
Ο গ) ইদগাম
Ο ঘ) কালব
 সঠিক উত্তর: (গ)

 ৬৩. আমরা চর্চা করব-
Ο ক) আরবি সাহিত্যের
Ο খ) আল্লাহর গুণের
Ο গ) সাহাবিদের দক্ষতার
Ο ঘ) কঠিন কাজের
 সঠিক উত্তর: (খ)

 ৬৪. কুরআন শব্দটি কোন শব্দমূল থেকে উদ্ভূত?
Ο ক) কারিউন
Ο খ) কারউন
Ο গ) কারাউন
Ο ঘ) কারাআ
 সঠিক উত্তর: (খ)

 ৬৫. আল কুরআনে সর্বমোট কতটি সিজদার আয়াত রয়েছে?
Ο ক) ১১টি
Ο খ) ১২টি
Ο গ) ১৩টি
Ο ঘ) ১৪টি
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৬. কালব-এর অর্থ কী?
Ο ক) অস্পষ্ট করে পড়া
Ο খ) এক সাথে পড়া
Ο গ) পরিবর্তন করে পড়া
Ο ঘ) প্রকাশ্যে পড়া
 সঠিক উত্তর: (গ)

 ৬৭. আল কুরআন অনুসরণ করলে দূরীভূত হবে- i. অন্যায় ii. অনাচার iii. দুর্নীতি নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৮. সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটি?
Ο ক) আল-কুরআন
Ο খ) বাইবেল
Ο গ) ইঞ্জিল
Ο ঘ) তাওরাত
 সঠিক উত্তর: (ক)

 ৬৯. লাইলাতুল কাদর রাতে আল্লাহ কোন গ্রন্থটি নাযিল করেন?
Ο ক) তাওরাত
Ο খ) যাবুর
Ο গ) ইনজিল
Ο ঘ) কুরআন
 সঠিক উত্তর: (ঘ)

 ৭০. পবিত্র কুরআন মজিদ-
Ο ক) মুসলমানদের ধর্মগ্রন্থ
Ο খ) মুসলিম জাতির দিশারি
Ο গ) মানবজাতির দিশারি
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (গ)

 ৭১. ইলম শব্দের অর্থ কী?
Ο ক) জ্ঞান
Ο খ) জ্ঞানী
Ο গ) শ্রেষ্ঠ
Ο ঘ) চিরঞ্জীব
 সঠিক উত্তর: (ক)

 ৭২. মিসকাল শব্দের অর্থ কী?
Ο ক) আমল
Ο খ) পরিমাণ
Ο গ) সুযোগ
Ο ঘ) উতম
 সঠিক উত্তর: (খ)

 ৭৩. হিজারাতুন অর্থ কী?
Ο ক) কংকর
Ο খ) পাথর
Ο গ) বালি
Ο ঘ) তৃণ
 সঠিক উত্তর: (খ)

 ৭৪. ফিল শব্দের অর্থ কী?
Ο ক) ঘোড়া
Ο খ) গাঁধা
Ο গ) উট
Ο ঘ) হাতি
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৫. ব্যক্তি, সমাজ ও জাতির উন্নতি হতে পারে-
i. উত্তম চরিত্রে
ii. নীতি-নৈতিকতায়
iii. মানবিক মূল্যবোধে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৬. ইযহারের হরফগুলোকে কী বলা হয়?
Ο ক) হালকি
Ο খ) হাকিম
Ο গ) নাকিম
Ο ঘ) কামিল
 সঠিক উত্তর: (ক)

 ৭৭. সুরা আল-ফিল এ বর্ণিত ইয়ামান প্রদেশের শাসনকর্তার নাম কী ছিল?
Ο ক) আরহারা
Ο খ) আবরাহা
Ο গ) আরমান
Ο ঘ) আরাকাস
 সঠিক উত্তর: (খ)

 ৭৮. বিশুদ্ধভাবে ধীরে ধীরে পড়াকে কী বলে?
Ο ক) তাজবিদ
Ο খ) তারতীল
Ο গ) তাকদির
Ο ঘ) তানযিল
 সঠিক উত্তর: (খ)

 ৭৯. পাপ ও অনৈতিক কাজের জন্য ধ্বংস করা হয়েছিল-
i. আদ জাতিকে
ii. ছামুদ জাতিকে
iii. বনি ইসরাইলকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৮০. ‘আন-নুর’ অর্থ-
Ο ক) আলোচনা
Ο খ) আলো
Ο গ) উপদেশ
Ο ঘ) করুণা
 সঠিক উত্তর: (খ)

 ৮১. সুরা আল-ফিল কোথায় অবতীর্ণ হয়েছে?
Ο ক) মক্কায়
Ο খ) মদিনায়
Ο গ) তায়েফে
Ο ঘ) সিরিয়ায়
 সঠিক উত্তর: (ক)

 ৮২. আবরাহ কোন ধর্মের অনুসারী ছিল?
Ο ক) ইসলাম
Ο খ) হিন্দু
Ο গ) খ্রিস্টান
Ο ঘ) বৌদ্ধ
 সঠিক উত্তর: (গ)

 ৮৩. ইখফা অর্থ কী?
Ο ক) গোপন করে পড়া
Ο খ) মিলিয়ে পড়া
Ο গ) স্পষ্ট করে পড়া
Ο ঘ) প্রকাশ্যে পড়া
 সঠিক উত্তর: (ক)

 ৮৪. পুরো কুরআন কত বছরে নাযিল হয়?
Ο ক) ২৩
Ο খ) ২৪
Ο গ) ২৫
Ο ঘ) ২৬
 সঠিক উত্তর: (ক)

 ৮৫. সুরা আল-বায়্যিনাহ আল কুরআনের কততম সুরা?
Ο ক) ৯৫
Ο খ) ৯৬
Ο গ) ৯৭
Ο ঘ) ৯৮
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৬. কুরআন মাজিদ কতটি ভাগে বিভক্ত?
Ο ক) ২৯টি
Ο খ) ৩০টি
Ο গ) ৩১টি
Ο ঘ) ৩২টি
 সঠিক উত্তর: (খ)

 ৮৭. ‘আল-নূর’ শব্দের অর্থ কী?
Ο ক) জ্যোতি
Ο খ) দয়া
Ο গ) করুণা
Ο ঘ) রহমত
 সঠিক উত্তর: (ক)

 ৮৮. পবিত্র কুরআনের সুরাগুলেঅ কয় ভাগে বিভক্ত?
Ο ক) দু ভাগে
Ο খ) তিন বাগে
Ο গ) চার ভাগে
Ο ঘ) পাঁচ ভাগে
 সঠিক উত্তর: (খ)

 ৮৯. সুরা যিলযালে আছে-
i. পৃথিবীর প্রবল কম্পনের কথা
ii. খনিজ সম্পদ প্রাপ্তির কথা
iii. মানুষের আমলনামা দেখার কথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৯০. কুরআনের সুরাসমূহ কয় ভাগে বিভক্ত?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (ক)

 ৯১. কুরআন শব্দটি কোন শব্দমূল থেকে উদ্ভূত?
Ο ক) কারউন
Ο খ) কিয়াস
Ο গ) কারিস
Ο ঘ) কাউন
 সঠিক উত্তর: (ক)

 ৯২. ‘ইসমুল মুখাসামা’ অর্থ-
Ο ক) বিধিবিধান
Ο খ) বিতর্ক শাস্ত্র
Ο গ) পরকাল সংক্রান্ত বিজ্ঞান
Ο ঘ) ফিকহ শাস্ত্র
 সঠিক উত্তর: (খ)

 ৯৩. কুরআন দেখায়- i. জান্নাতের পথ ii. কল্যাণের পথ iii. পান্ডিত্যের পথ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৯৪. ‘লাইলাতুল কাদর’ শব্দের অর্থ কী?
Ο ক) মহিমান্বিত সন্ধ্যা
Ο খ) মহিমান্বিত বিকাল
Ο গ) মহিমান্বিত রাত
Ο ঘ) মহিমান্বিত দিন
 সঠিক উত্তর: (গ)

 ৯৫. কুরআন মাজিদ হলো-
i. নৈতিকতার আধার
ii. মানবিক শিক্ষার আধার
iii. নৈতিকতাবিরোধী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৯৬. কুরআন মাজিদে মোট কতটি সুরা রয়েছে?
Ο ক) ১১০টি
Ο খ) ১১২টি
Ο গ) ১১৪টি
Ο ঘ) ১১৬টি
 সঠিক উত্তর: (গ)

 ৯৭. কুরআন পড়তে হবে- i. শুদ্ধভাবে ii. তাজবিদ অনুসারে iii. নিজের মতো করে নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৯৮. আল কুরআনে সর্বমোট কতটি রুকু রয়েছে?
Ο ক) ৪৪৪টি
Ο খ) ৫৫৪টি
Ο গ) ৩৪৫টি
Ο ঘ) ৩২০টি
 সঠিক উত্তর: (খ)

 উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: সাদিয়া মহানবি (স)-এর হাদিস অনুসারে নিয়মিত তিনটি আয়াত তিলাওয়াত করে। শুরুতে সে তিনবার পাঠ করে আউযু বিল্লাহিস সামিইল আলিমি মিনাশ শািইতানির রাজিম।’

৯৯. সাদিয়া কুরআনের কোন তিনটি আয়াত তিলাওয়াত করে?
Ο ক) সুরা হাশরের শেষ তিন আয়াত
Ο খ) সুরা হাশরের প্রথম তিন আয়াত
Ο গ) সুরা নূরের শেষ তিন আয়াত
Ο ঘ) সুরা বাকারার শেষ তিন আয়াত
 সঠিক উত্তর: (ক)

 ১০০. সাদিয়া আয়াতগুলো পাঠ করে- i. দুপুরে ii. ভোরে iii. সন্ধ্যায় নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post