জে.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ১ম : আকাইদ(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় - ১ম : আকাইদ(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. আল্লাহ তাআলা যাদের প্রতি আসমানি কিতাব নাযেল করেছেন তাদেরকে কী বলা হয়?
Ο ক) ইমাম
Ο খ) সাহাবি
Ο গ) রাসুল
Ο ঘ) নবি
 সঠিক উত্তর: (গ)

 ৫২. পরকালকে কয়টি পর্যায়ে ভাগ করা হয়েছে?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
 সঠিক উত্তর: (খ)

 ৫৩. তাওহিদের পরে কোনটি স্থান?
Ο ক) পুলসিরাতের
Ο খ) রিসালাতের
Ο গ) হাশরের
Ο ঘ) আসমানি কিতাবের
 সঠিক উত্তর: (খ)

 ৫৪. শাফাআত শব্দের অর্থ কী?
Ο ক) উপস্থাপন করা
Ο খ) সুপারিশ করা
Ο গ) দোয়া করা
Ο ঘ) দয়া করা
 সঠিক উত্তর: (খ)

 ৫৫. আখিরাতের দ্বিতীয় পর্যায়কে কী বলা হয়?
Ο ক) জান্নাত
Ο খ) কিয়ামত
Ο গ) জাহান্নাম
Ο ঘ) কবর
 সঠিক উত্তর: (খ)

 ৫৬. কুরআন মাজিদে কতজন নবি-রাসুলের কথা বলা হয়েছে?
Ο ক) ২৩
Ο খ) ২৪
Ο গ) ২৫
Ο ঘ) ২৬
 সঠিক উত্তর: (গ)

 ৫৭. বাংলার জান্নাতকে কী বলা হয়?
Ο ক) অট্টালিকা
Ο খ) মাঠ
Ο গ) স্বর্গ
Ο ঘ) প্রাসাদ
 সঠিক উত্তর: (গ)

 ৫৮. ঈমানের প্রধান দিকগুলো হচ্ছে-
i. অন্তরে বিশ্বাস করা
ii. মুখে স্বীকার করা
iii. বিশ্বাস অনুযায়ী আমল করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৯. অন্তরে কুফরি রেখে মুখে মুখে ইমানের কথা প্রকাশকে কী বলে?
Ο ক) নিফাক
Ο খ) কুফর
Ο গ) বিদয়াত
Ο ঘ) শিরক
 সঠিক উত্তর: (ক)

 ৬০. ‘আবৃত স্থান’-এর আরবি প্রতিশব্দ কোনটি?
Ο ক) জান্নাত
Ο খ) জাহান্নাম
Ο গ) মিযান
Ο ঘ) হাশর
 সঠিক উত্তর: (ক)

 ৬১. আখিরাতের প্রতি ইমান আনা-
Ο ক) ফরয
Ο খ) ওয়াজিব
Ο গ) মুস্তাহাব
Ο ঘ) সুন্নাত
 সঠিক উত্তর: (ক)

 ৬২. প্রসিদ্ধ ফেরেশতা কয়জন?
Ο ক) দু জন
Ο খ) তিন জন
Ο গ) চার জন
Ο ঘ) পাঁচ জন
 সঠিক উত্তর: (গ)

 ৬৩. আকাইদ শব্দটি-
Ο ক) একবচন
Ο খ) দ্বিবচন
Ο গ) বহুবচন
Ο ঘ) নাম বচন
 সঠিক উত্তর: (গ)

 ৬৪. এক নবির পর অপর নবি সাধারণত কতটি কারণে এসে থাকেন?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
 সঠিক উত্তর: (গ)

 ৬৫. হুসনা শব্দের অর্থ কী?
Ο ক) প্রিয়তম
Ο খ) সুন্দরতম
Ο গ) শ্রেষ্ঠতম
Ο ঘ) নিকৃষ্টতম
 সঠিক উত্তর: (খ)

 ৬৬. ‘আসমাউল হুসনা’ অর্থ কী?
Ο ক) নামসমূহ
Ο খ) সুন্দরতম নামসমূহ
Ο গ) সুন্দর
Ο ঘ) সুন্দরতম
 সঠিক উত্তর: (খ)

 ৬৭. কিয়ামত ও দুনিয়ার জীবনের মধ্যবর্তী পর্দা কোনটি?
Ο ক) হাশর
Ο খ) মিযান
Ο গ) বারযাখ
Ο ঘ) পুনরুত্থান
 সঠিক উত্তর: (গ)

 ৬৮. সাত ধরনের জাহান্নামের মধ্যে রয়েছে- i. হাবিয়া ii. সাকার iii. হুতামাহ নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৯. ইমান শব্দের শাব্দিক অর্থ কী?
Ο ক) বিশ্বাস
Ο খ) বিশ্বাসমালা
Ο গ) স্বীকৃতি
Ο ঘ) আমল
 সঠিক উত্তর: (ক)

 ৭০. ‘ইমান’ শব্দের অর্থ কী?
Ο ক) সাধনা
Ο খ) ভাগ্য
Ο গ) বিশ্বাস
Ο ঘ) শান্তি
 সঠিক উত্তর: (গ)

 ৭১. আখিরাত শব্দের অর্থ কী?
Ο ক) শেষদিন
Ο খ) পরকাল
Ο গ) বিচারের দিন
Ο ঘ) পুনরুথানের দিন
 সঠিক উত্তর: (খ)

 ৭২. কিয়ামত ও দুনিয়ার জীবনের মধ্যবর্তী পর্দাস্বরূপ-
Ο ক) হাশর
Ο খ) বারযাখ
Ο গ) মিযান
Ο ঘ) জান্নাত
 সঠিক উত্তর: (খ)

 ৭৩. কয়টি কারণে এক নবির পর অন্য নবি আসতেন?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (খ)

 ৭৪. বেহেশত কোন ভাষার শব্দ?
Ο ক) বাংলা
Ο খ) আরবি
Ο গ) ফরাসি
Ο ঘ) ফারসি
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৫. নবি-রাসুলগণ ছিলেন- i. পথ প্রদর্শক ii. নূরের তৈরি iii. নিষ্পাপ নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৭৬. নিফাকের ফলে সমাজে সৃষ্টি হয়- i. অশান্তি ii. ঝগড়া iii. মতৈক্য নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৭৭. আল্লাহ মানুষকে ক্ষমা করে দেন-
i. পাপ করে অনুতপ্ত হলে
ii. তাওবা করলে
iii. আল্লাহর কাছে ক্ষমা চাইলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৮. হাসিবুন শব্দের অর্থ কী?
Ο ক) হিসাব গ্রহণকারী
Ο খ) ক্ষমাশীল
Ο গ) দয়ালু
Ο ঘ) স্নেহশীল
 সঠিক উত্তর: (ক)

 ৭৯. খতমে নবুয়তে বিশ্বাস করার বিধান কী?
Ο ক) ফরয
Ο খ) ওয়াজিব
Ο গ) সুন্নাত
Ο ঘ) নফল
 সঠিক উত্তর: (ক)

 ৮০. ইসলামের মৌলিক বিষয়গুলোতে বিশ্বাস স্থাপন করাকে কী বলে?
Ο ক) রিসালাত
Ο খ) ইবাদত
Ο গ) ইমান
Ο ঘ) আকাইদ
 সঠিক উত্তর: (গ)

 ৮১. রাসুল শব্দের অর্থ কী?
Ο ক) সংবাদ
Ο খ) সংবাদ বাহন
Ο গ) সংবাদ বাহক
Ο ঘ) পত্র
 সঠিক উত্তর: (গ)

 ৮২. মিথ্যাবাদী কারা?
Ο ক) মুনাফিকরা
Ο খ) কাফিররা
Ο গ) মুসাফিকরা
Ο ঘ) ব্যবসায়ীরা
 সঠিক উত্তর: (ক)

 ৮৩. কে অতি ক্ষমাশীল?
Ο ক) রাসুল (স)
Ο খ) বিচারক
Ο গ) আল্লাহ
Ο ঘ) হযরত আলী (রা)
 সঠিক উত্তর: (গ)

 ৮৪. জাহান্নামের স্তর কয়টি?
Ο ক) পাঁচটি
Ο খ) ছয়টি
Ο গ) সাতটি
Ο ঘ) আটটি
 সঠিক উত্তর: (গ)

 ৮৫. আল্লাহর গুণবাচক নামসমূহ দ্বারা-
i. মানুষ চরিত্রবান হয়
ii. নৈতিক ও মানবিক মূল্যবোধ সৃষ্টি হয়
iii. তাঁর পরিচয় জানা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৬. ‘হাসিবুন’ শব্দের অর্থ কী?
Ο ক) অমুখাপেক্ষী
Ο খ) হিসাব গ্রহণকারী?
Ο গ) ক্ষমাশীল
Ο ঘ) অতি দয়ালু
 সঠিক উত্তর: (খ)

 ৮৭. মুমিন ব্যক্তির দুনিয়াতে লাভ করে-
i. আল্লাহর ভালোবাসা
ii. কল্যাণ ও সাফল্য
iii. শ্রদ্ধা ও সম্মান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৮. শাফাআত সাধারণত কত প্রকার?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
 সঠিক উত্তর: (ক)

 ৮৯. মুনাফিকদের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
Ο ক) হিংসা করা
Ο খ) ঘৃণা করা
Ο গ) লোভ করা
Ο ঘ) মিথ্যা বলা ও প্রতারণা করা
 সঠিক উত্তর: (ঘ)

 ৯০. সমাপ্ত শব্দের আরবি প্রতিশব্দ কী?
Ο ক) তাম
Ο খ) খতম
Ο গ) সামাদ
Ο ঘ) নবুওয়াত
 সঠিক উত্তর: (খ)

 ৯১. জাহান্নামের শাস্তি- i. যন্ত্রণাময় ii. সহনীয় iii. ভয়ঙ্কর নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৯২. নবি-রাসুলগণ মানুষকে কোনপথে পরিচালিত করেছেন?
Ο ক) তাগুতের
Ο খ) সত্য ও ন্যায়ের
Ο গ) বন্ধুর
Ο ঘ) আলোকময়
 সঠিক উত্তর: (খ)

 ৯৩. ইমানের বহি:প্রকাশ কী?
Ο ক) তাওহিদ
Ο খ) আমল
Ο গ) ইলম
Ο ঘ) ইসলাম
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৪. জান্নাতের স্তর কয়টি?
Ο ক) ৫টি
Ο খ) ৬টি
Ο গ) ৭টি
Ο ঘ) ৮টি
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৫. জাহান্নাম শব্দের অর্থ কী?
Ο ক) আগুনের গর্ত
Ο খ) দোযখ
Ο গ) শাস্তির স্থান
Ο ঘ) উপরের সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৬. কিয়ামতের দিন কয়টি কারণে শাফাআত করা হবে?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
 সঠিক উত্তর: (ক)

 ৯৭. নিফাকের দ্বারা মানুষের মধ্যেক-
i. সন্দেহের সৃষ্টি হয়
ii. মারামারি বাধে
iii. বিশৃঙ্খলা সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৮. কিয়ামতের মাঠে পুণ্যবানদের জন্য শাফাআত করা হবে কেন?
Ο ক) কবরের শান্তির জন্য
Ο খ) দুনিয়ার কাজের জন্য
Ο গ) মর্যাদা বৃদ্ধির জন্য
Ο ঘ) দুনিয়ায় জীবন দানের জন্য
 সঠিক উত্তর: (গ)

 উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: সুলতানার মা একজন ইমানদার মহিলা। তিনি মেয়েকে সব সময় কবর, জান্নাত, জাহান্নাম, সিরাত, হাশর ইত্যাদি সম্পর্কে বলেন। এগুলোকে বিশ্বাস করে দুনিয়ায় সৎকর্ম করার পরামর্শ দেন। সুলতানার মায়ের কথা মতো চলার চেষ্টা করে।

৯৯. অনুচ্ছেদে কোনটির ওপর বিশ্বাসের কথা বলা হয়েছে?
Ο ক) রিসালাতের
Ο খ) কিতাবের
Ο গ) আখিরাতের
Ο ঘ) ফেরেশতার
 সঠিক উত্তর: (গ)

 ১০০. উক্ত বিশ্বাস অনুযায়ী নিজের জীবন গড়লে সুলতানা-
i. উত্তম চরিত্রবান হিসেবে গড়ে উঠবে
ii. দুর্নীতি ও মিথ্যাচার থেকে রক্ষা পাবে
iii. আত্মমর্যাদাশীল হিসেবে গড়ে উঠবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post