ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি গণিত অধ্যায় - ৮ : চতুর্ভুজ(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. সামান্তরিকের দুিইটি সন্নিহিত কোণের একটি 1100 হলে অপরটি কত?
Ο ক) 600
Ο খ) 700
Ο গ) 900
Ο ঘ) 1000
সঠিক উত্তর: (খ)
৫২. কোনটি দ্বারা চতুর্জুজ আঁকা যাবে না?
Ο ক) চারটি বাহু
Ο খ) চারটি বাহু একটি কোণ
Ο গ) তিনটি বাহু দুইটি কোণ
Ο ঘ) দুইটি বাহু তিনটি কোণ
সঠিক উত্তর: (ক)
৫৩. সামান্তরিকের বিপরীত কোণের অন্তর্দ্বিখন্ডকদ্বয়-
Ο ক) পরস্পর সমান
Ο খ) পরস্পর সমান্তরাল
Ο গ) পরস্পর একটি বিন্দুতে ছেদ করে
Ο ঘ) পরস্পর লম্ব
সঠিক উত্তর: (গ)
৫৪. যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে তাকে কী বলে?
Ο ক) ঘনবস্তু
Ο খ) চতুর্ভুজ
Ο গ) বর্গ
Ο ঘ) ঘুড়ি
সঠিক উত্তর: (ক)
৫৫. i. চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ।
ii. আয়তের দুইটি সন্নিহিত বাহু সমান হলে তা একটি বর্গ।
iii. প্রত্যেকটি রম্বস একটি সামান্তরিক। নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৫৬. সীমাবদ্ধ সমতল ক্ষেত্রের আকৃতি কত রকম হতে পারে?
Ο ক) এক রকম
Ο খ) দুই রকম
Ο গ) তিন রকম
Ο ঘ) বিভিন্ন রকম
সঠিক উত্তর: (ঘ)
৫৭. একটি রম্বসের ক্ষেত্রফল 32 বর্গ একক হলে, কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক কত বর্গ একক?
Ο ক) 16
Ο খ) 32
Ο গ) 512
Ο ঘ) 1024
সঠিক উত্তর: (খ)
৫৮. দুইটি কর্ণ কোনো রম্বসকে সমান কয়টি ত্রিভুজে বিভক্ত করে?
Ο ক) ২টি
Ο খ) ৪টি
Ο গ) ৫টি
Ο ঘ) ৬টি
সঠিক উত্তর: (খ)
৫৯. i. রম্বসের বাহুগুলো পরস্পর সমান
ii. রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল প্রত্যেকটি কোণ সমকোণ
iii. রম্বসের বিপরীত বাহুগুলো অসমান্তরাল প্রত্যেকটি কোণ অসমকোণ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i
সঠিক উত্তর: (ক)
৬০. সামান্তরিকের কোনটি সঠিক?
Ο ক) চার বাহু সমান
Ο খ) চার কোণ সমান
Ο গ) বিপরীত কোণ সমান
Ο ঘ) কর্ণদ্বয় সমান
সঠিক উত্তর: (গ)
৬১. সামান্তরিকের ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) বিপরীত বাহু সমান ও সমান্তরাল
Ο খ) বাহুগুলো সমান
Ο গ) কোণ সমকোণ
Ο ঘ) কর্ণদ্বয় সমান
সঠিক উত্তর: (ক)
৬২. সমকোণ নয় এমন একটি কোণ এবং দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য জানা থাকলে কোনটি আঁকা যাবে?
Ο ক) বর্গ
Ο খ) আয়ত
Ο গ) ট্রাপিজিয়াম
Ο ঘ) সামান্তরিক
সঠিক উত্তর: (ঘ)
৬৩. কত প্রকার চুতর্ভুজের নাম পাওয়া যায়?
Ο ক) ৩
Ο খ) ৬
Ο গ) ৯
Ο ঘ) ১০
সঠিক উত্তর: (খ)
৬৪. বর্গক্ষেত্র অঙ্কন করতে হলে কোনটি প্রয়োজন?
Ο ক) চাঁদা
Ο খ) ত্রিকোণী
Ο গ) কাঁটাকম্পাস
Ο ঘ) রাবার
সঠিক উত্তর: (ক)
৬৫. ABCD সামান্তরিকের 600 কোণের বিপরীপত কোণটির পরিমাপ কত?
Ο ক) 600
Ο খ) 900
Ο গ) 1200
Ο ঘ) 1600
সঠিক উত্তর: (ক)
৬৬. যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে কী বলে?
Ο ক) বর্গক্ষেত্র
Ο খ) আয়তক্ষেত্র
Ο গ) ট্রাপিজিয়াম
Ο ঘ) রম্বসক্ষেত্র
সঠিক উত্তর: (গ)
৬৭. সামান্তরিকের কর্ণ কয়টি?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
৬৮. চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত ডিগ্রি?
Ο ক) 1800
Ο খ) 2700
Ο গ) 3600
Ο ঘ) 5400
সঠিক উত্তর: (গ)
৬৯. বৃত্তস্থ সামান্তরিক একটি-
Ο ক) বর্গক্ষেত্র
Ο খ) আয়তক্ষেত্র
Ο গ) রম্বস
Ο ঘ) ঘুড়ি
সঠিক উত্তর: (খ)
৭০. সামান্তকের ক্ষেত্রফল কোনটি?
Ο ক) দৈর্ঘ্য x প্রস্থ
Ο খ) ভূমি x উচ্চতা
Ο গ) ১/২ x ভূমি x উচ্চতা
Ο ঘ) কর্ণদ্বয়ের গুণফল
সঠিক উত্তর: (খ)
৭১. একটি চতুর্ভুজ আঁকতে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন?
Ο ক) 3টি
Ο খ) 4টি
Ο গ) 5টি
Ο ঘ) 6টি
সঠিক উত্তর: (খ)
৭২. ABCD রম্বসের AC ও BD কর্ণদ্বয় O বিন্দুতে ছেদ করলে-
i. ∠AOB = 900
ii. ∠OAB + ∠OBA = 900
iii. AC = 2AO নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৩. সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর-
Ο ক) অসমান্তরাল
Ο খ) সমান্তরাল
Ο গ) দ্বিগুণ
Ο ঘ) তিনগুণ
সঠিক উত্তর: (খ)
৭৪. ABCD সামান্তরিকের AC ও BD কর্ণ O বিন্দুতে ছেদ করে। AC = 4 সে.মি. হলে, AO = কত সে.মি.?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 4
Ο ঘ) 8
সঠিক উত্তর: (খ)
৭৫. একটি চতুর্ভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 5 সে.মি. ও 3 সে.মি. দেওয়া আছে, কী আঁকা যাবে?
Ο ক) বর্গ
Ο খ) সামন্তরিক
Ο গ) আয়ত
Ο ঘ) ট্রাপিজিয়াম
সঠিক উত্তর: (গ)
৭৬. একটি কর্ণ ও দুইটি সন্নিহিত বাহু দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা যাবে?
Ο ক) আয়তক্ষেত্র
Ο খ) ট্রাপিজিয়াম
Ο গ) রম্বসক্ষেত্র
Ο ঘ) ঘুড়ি
সঠিক উত্তর: (ঘ)
৭৭. একটি রম্বস আঁকতে হলে কমপক্ষে কোন উপাত্তগুলোর প্রয়োজন?
Ο ক) দুইটি বিপরীত বাহু
Ο খ) দুইটি বিপরীত কোণ
Ο গ) কর্ণের দৈর্ঘ্য
Ο ঘ) এক বাহু ও একটি কোণ
সঠিক উত্তর: (ঘ)
৭৮. বর্গ এমন একটি সামান্তরিক যার-
Ο ক) বাহুগুলো সমান
Ο খ) বাহুগুলো সমান ও কোণগুলো সমকোণ
Ο গ) কর্ণ দুইটি সমান
Ο ঘ) কোণগুলো সমকোণ
সঠিক উত্তর: (খ)
৭৯. নিচের কোনটি ঘুড়ির পরিসীমা?
Ο ক) 4 x সন্নিহিত বাহুর দৈর্ঘ্যর যোগফল
Ο খ) 2 x সন্নিহিত বাহুদ্বয়ের যোগফল
Ο গ) সন্নিহিত বাহুদ্বয়ের যোগফল
Ο ঘ) সন্নিহিত বাহুর গুণফল
সঠিক উত্তর: (খ)
৮০. কোনন ঘনকের বাহুর দৈর্ঘ্য a একক হলে-
i. প্রতিটি পৃষ্ঠের ক্ষেত্রফল a2 বর্গ একক
ii. ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল 6a2 বর্গ একক
iii. ঘনকের আয়তন a3 ঘন একক নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮১. i. যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাই আয়ত
ii. আয়তের চারটি কোণ অসমকোণ
iii. আয়তের বিপরীত বাহু সমান ও সমান্তরাল নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৮২. চতুর্ভুজের চার কোণে সমষ্টি কয় সমকোণ?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
সঠিক উত্তর: (ঘ)
৮৩. সামান্তরিকের চারটি বাহু সমান হলে কী উৎপন্ন করে?
Ο ক) আয়তন
Ο খ) রম্বস
Ο গ) বর্গ
Ο ঘ) ঘুড়ি
সঠিক উত্তর: (খ)
৮৪. একটি ঘুড়ির একটি শীর্ষ কোণ 1200 হলে এর বিপরীত কোণ কত ডিগ্রি হবে?
Ο ক) 1200
Ο খ) 900
Ο গ) 600
Ο ঘ) 300
সঠিক উত্তর: (গ)
৮৫. একটি বাহু ও কর্ণ দেওয়া থাকলে নিচের কোনটি আ৭াক সম্ভব নয়?
Ο ক) রম্বস
Ο খ) আয়তক্ষেত্র
Ο গ) ঘুড়ি
Ο ঘ) বর্গক্ষেত্র
সঠিক উত্তর: (গ)
৮৬. নিচের কোনটি রম্বসের বৈশিষ্ট?
Ο ক) কর্ণদ্বয় পরস্পর সমান
Ο খ) প্রত্যেক কোণই সমকোণ
Ο গ) বিপরীত কোণদ্বয় অসমান
Ο ঘ) প্রত্যেকটি বাহুই সমান
সঠিক উত্তর: (ঘ)
৮৭. ABCD চতুর্ভুজের-
i. সন্নিহিত বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 8
ii. কর্ণদুটির দৈর্ঘ্যের সমষ্টি (AC + BD
iii. পরিসীমা 14 নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৮৮. আয়তক্ষেত্র এমন একটি সামান্তরিক ডার প্রত্যেকটি কোণ-
Ο ক) সূক্ষ্মকোণ
Ο খ) সমকোণ
Ο গ) সরলকোণ
Ο ঘ) স্থূলকোণ
সঠিক উত্তর: (খ)
৮৯. যে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা পরস্পর সমান তাকে কী বলে?
Ο ক) ঘনক
Ο খ) আয়তাকার ঘনবস্তু
Ο গ) রম্বস
Ο ঘ) বর্গ
সঠিক উত্তর: (ক)
৯০. ABCD চতুর্ভুজের তিনটি কোণের সমষ্টি 2500 হলে চতুর্থ কোণটির পরিমাপ কত?
Ο ক) 1100
Ο খ) 1200
Ο গ) 1300
Ο ঘ) 1600
সঠিক উত্তর: (ক)
৯১. একটি ঘনকের দৈর্ঘ্য 2 সে. মি. হলে আয়তন কত?
Ο ক) 8 ঘন সে. মি.
Ο খ) 4 ঘন সে. মি.
Ο গ) 8 বর্গমিটার
Ο ঘ) 8 বর্গ সে. মি.
সঠিক উত্তর: (ক)
৯২. আয়তক্ষেত্রের কর্ণদ্বয় কেমন থাকে?
Ο ক) সমান
Ο খ) সমান নয়
Ο গ) অসমান
Ο ঘ) সমান্তরাল
সঠিক উত্তর: (ক)
৯৩. একটি মাত্র বাহুর দৈর্ঘ্য জানা থাকলে নিচের কোনটি আঁকা যাবে?
Ο ক) বর্গ
Ο খ) ট্রাপিজিয়াম
Ο গ) আয়ত
Ο ঘ) সামান্তরিক
সঠিক উত্তর: (ক)
৯৪. দুইটি অসমান সন্নিহিত বাহু ও অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা যাবে?
Ο ক) আয়তক্ষেত্র
Ο খ) বর্গক্ষেত্র
Ο গ) রম্বসক্ষেত্র
Ο ঘ) ট্রাপিজিয়াম
সঠিক উত্তর: (ক)
৯৫. আয়তক্ষেত্রের যেকোনো একটি কণ সমান কয়টি ত্রিভুজ গঠন করে?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (খ)
৯৬. আয়তাকার ঘনকের-
i. তিনটি বাহু ছয়টি কোণ থাকে
ii. ৬টি তল থাকে
iii. বিপরীত তলগুলো পরস্পর সমান নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৯৭. নিচের কোনটি দেওয়া থাকলে বর্গ আঁকা সম্ভব?
Ο ক) সূক্ষ্মকোণ
Ο খ) স্থূলকোণ
Ο গ) সমকোণ
Ο ঘ) কর্ণ
সঠিক উত্তর: (ঘ)
নিচের তথ্যের আলোকে তিনটি প্রশ্নের উত্তর দাও: একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 3 মিটার, উচ্চতা 1 মিটার।
৯৮. ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য কত?
Ο ক) √46 মিটার
Ο খ) √18 মিটার
Ο গ) √39 মিটার
Ο ঘ) √36 মিটার
সঠিক উত্তর: (ক)
৯৯. ঘনবস্তুটির আয়তন কত?
Ο ক) 18 ঘন মিটার
Ο খ) 36 বর্গমিটার
Ο গ) 9 ঘন মিটার
Ο ঘ) 18 বর্গমিটার
সঠিক উত্তর: (ক)
১০০. ঘনবস্তুটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
Ο ক) 25 মিটার
Ο খ) 54 বর্গমিটার
Ο গ) 100 বর্গমিটার
Ο ঘ) 25 বর্গমিটার
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. সামান্তরিকের দুিইটি সন্নিহিত কোণের একটি 1100 হলে অপরটি কত?
Ο ক) 600
Ο খ) 700
Ο গ) 900
Ο ঘ) 1000
সঠিক উত্তর: (খ)
৫২. কোনটি দ্বারা চতুর্জুজ আঁকা যাবে না?
Ο ক) চারটি বাহু
Ο খ) চারটি বাহু একটি কোণ
Ο গ) তিনটি বাহু দুইটি কোণ
Ο ঘ) দুইটি বাহু তিনটি কোণ
সঠিক উত্তর: (ক)
৫৩. সামান্তরিকের বিপরীত কোণের অন্তর্দ্বিখন্ডকদ্বয়-
Ο ক) পরস্পর সমান
Ο খ) পরস্পর সমান্তরাল
Ο গ) পরস্পর একটি বিন্দুতে ছেদ করে
Ο ঘ) পরস্পর লম্ব
সঠিক উত্তর: (গ)
৫৪. যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে তাকে কী বলে?
Ο ক) ঘনবস্তু
Ο খ) চতুর্ভুজ
Ο গ) বর্গ
Ο ঘ) ঘুড়ি
সঠিক উত্তর: (ক)
৫৫. i. চতুর্ভুজের চার কোণের সমষ্টি চার সমকোণ।
ii. আয়তের দুইটি সন্নিহিত বাহু সমান হলে তা একটি বর্গ।
iii. প্রত্যেকটি রম্বস একটি সামান্তরিক। নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৫৬. সীমাবদ্ধ সমতল ক্ষেত্রের আকৃতি কত রকম হতে পারে?
Ο ক) এক রকম
Ο খ) দুই রকম
Ο গ) তিন রকম
Ο ঘ) বিভিন্ন রকম
সঠিক উত্তর: (ঘ)
৫৭. একটি রম্বসের ক্ষেত্রফল 32 বর্গ একক হলে, কর্ণদ্বয়ের গুণফলের অর্ধেক কত বর্গ একক?
Ο ক) 16
Ο খ) 32
Ο গ) 512
Ο ঘ) 1024
সঠিক উত্তর: (খ)
৫৮. দুইটি কর্ণ কোনো রম্বসকে সমান কয়টি ত্রিভুজে বিভক্ত করে?
Ο ক) ২টি
Ο খ) ৪টি
Ο গ) ৫টি
Ο ঘ) ৬টি
সঠিক উত্তর: (খ)
৫৯. i. রম্বসের বাহুগুলো পরস্পর সমান
ii. রম্বসের বিপরীত বাহুগুলো সমান্তরাল প্রত্যেকটি কোণ সমকোণ
iii. রম্বসের বিপরীত বাহুগুলো অসমান্তরাল প্রত্যেকটি কোণ অসমকোণ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i
সঠিক উত্তর: (ক)
৬০. সামান্তরিকের কোনটি সঠিক?
Ο ক) চার বাহু সমান
Ο খ) চার কোণ সমান
Ο গ) বিপরীত কোণ সমান
Ο ঘ) কর্ণদ্বয় সমান
সঠিক উত্তর: (গ)
৬১. সামান্তরিকের ক্ষেত্রে কোনটি সঠিক?
Ο ক) বিপরীত বাহু সমান ও সমান্তরাল
Ο খ) বাহুগুলো সমান
Ο গ) কোণ সমকোণ
Ο ঘ) কর্ণদ্বয় সমান
সঠিক উত্তর: (ক)
৬২. সমকোণ নয় এমন একটি কোণ এবং দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য জানা থাকলে কোনটি আঁকা যাবে?
Ο ক) বর্গ
Ο খ) আয়ত
Ο গ) ট্রাপিজিয়াম
Ο ঘ) সামান্তরিক
সঠিক উত্তর: (ঘ)
৬৩. কত প্রকার চুতর্ভুজের নাম পাওয়া যায়?
Ο ক) ৩
Ο খ) ৬
Ο গ) ৯
Ο ঘ) ১০
সঠিক উত্তর: (খ)
৬৪. বর্গক্ষেত্র অঙ্কন করতে হলে কোনটি প্রয়োজন?
Ο ক) চাঁদা
Ο খ) ত্রিকোণী
Ο গ) কাঁটাকম্পাস
Ο ঘ) রাবার
সঠিক উত্তর: (ক)
৬৫. ABCD সামান্তরিকের 600 কোণের বিপরীপত কোণটির পরিমাপ কত?
Ο ক) 600
Ο খ) 900
Ο গ) 1200
Ο ঘ) 1600
সঠিক উত্তর: (ক)
৬৬. যে চতুর্ভুজের একজোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে কী বলে?
Ο ক) বর্গক্ষেত্র
Ο খ) আয়তক্ষেত্র
Ο গ) ট্রাপিজিয়াম
Ο ঘ) রম্বসক্ষেত্র
সঠিক উত্তর: (গ)
৬৭. সামান্তরিকের কর্ণ কয়টি?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
সঠিক উত্তর: (ক)
৬৮. চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত ডিগ্রি?
Ο ক) 1800
Ο খ) 2700
Ο গ) 3600
Ο ঘ) 5400
সঠিক উত্তর: (গ)
৬৯. বৃত্তস্থ সামান্তরিক একটি-
Ο ক) বর্গক্ষেত্র
Ο খ) আয়তক্ষেত্র
Ο গ) রম্বস
Ο ঘ) ঘুড়ি
সঠিক উত্তর: (খ)
৭০. সামান্তকের ক্ষেত্রফল কোনটি?
Ο ক) দৈর্ঘ্য x প্রস্থ
Ο খ) ভূমি x উচ্চতা
Ο গ) ১/২ x ভূমি x উচ্চতা
Ο ঘ) কর্ণদ্বয়ের গুণফল
সঠিক উত্তর: (খ)
৭১. একটি চতুর্ভুজ আঁকতে কয়টি অনন্য নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন?
Ο ক) 3টি
Ο খ) 4টি
Ο গ) 5টি
Ο ঘ) 6টি
সঠিক উত্তর: (খ)
৭২. ABCD রম্বসের AC ও BD কর্ণদ্বয় O বিন্দুতে ছেদ করলে-
i. ∠AOB = 900
ii. ∠OAB + ∠OBA = 900
iii. AC = 2AO নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৩. সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর-
Ο ক) অসমান্তরাল
Ο খ) সমান্তরাল
Ο গ) দ্বিগুণ
Ο ঘ) তিনগুণ
সঠিক উত্তর: (খ)
৭৪. ABCD সামান্তরিকের AC ও BD কর্ণ O বিন্দুতে ছেদ করে। AC = 4 সে.মি. হলে, AO = কত সে.মি.?
Ο ক) 1
Ο খ) 2
Ο গ) 4
Ο ঘ) 8
সঠিক উত্তর: (খ)
৭৫. একটি চতুর্ভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 5 সে.মি. ও 3 সে.মি. দেওয়া আছে, কী আঁকা যাবে?
Ο ক) বর্গ
Ο খ) সামন্তরিক
Ο গ) আয়ত
Ο ঘ) ট্রাপিজিয়াম
সঠিক উত্তর: (গ)
৭৬. একটি কর্ণ ও দুইটি সন্নিহিত বাহু দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা যাবে?
Ο ক) আয়তক্ষেত্র
Ο খ) ট্রাপিজিয়াম
Ο গ) রম্বসক্ষেত্র
Ο ঘ) ঘুড়ি
সঠিক উত্তর: (ঘ)
৭৭. একটি রম্বস আঁকতে হলে কমপক্ষে কোন উপাত্তগুলোর প্রয়োজন?
Ο ক) দুইটি বিপরীত বাহু
Ο খ) দুইটি বিপরীত কোণ
Ο গ) কর্ণের দৈর্ঘ্য
Ο ঘ) এক বাহু ও একটি কোণ
সঠিক উত্তর: (ঘ)
৭৮. বর্গ এমন একটি সামান্তরিক যার-
Ο ক) বাহুগুলো সমান
Ο খ) বাহুগুলো সমান ও কোণগুলো সমকোণ
Ο গ) কর্ণ দুইটি সমান
Ο ঘ) কোণগুলো সমকোণ
সঠিক উত্তর: (খ)
৭৯. নিচের কোনটি ঘুড়ির পরিসীমা?
Ο ক) 4 x সন্নিহিত বাহুর দৈর্ঘ্যর যোগফল
Ο খ) 2 x সন্নিহিত বাহুদ্বয়ের যোগফল
Ο গ) সন্নিহিত বাহুদ্বয়ের যোগফল
Ο ঘ) সন্নিহিত বাহুর গুণফল
সঠিক উত্তর: (খ)
৮০. কোনন ঘনকের বাহুর দৈর্ঘ্য a একক হলে-
i. প্রতিটি পৃষ্ঠের ক্ষেত্রফল a2 বর্গ একক
ii. ঘনকের পৃষ্ঠের ক্ষেত্রফল 6a2 বর্গ একক
iii. ঘনকের আয়তন a3 ঘন একক নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮১. i. যে সামান্তরিকের একটি কোণ সমকোণ তাই আয়ত
ii. আয়তের চারটি কোণ অসমকোণ
iii. আয়তের বিপরীত বাহু সমান ও সমান্তরাল নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৮২. চতুর্ভুজের চার কোণে সমষ্টি কয় সমকোণ?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
সঠিক উত্তর: (ঘ)
৮৩. সামান্তরিকের চারটি বাহু সমান হলে কী উৎপন্ন করে?
Ο ক) আয়তন
Ο খ) রম্বস
Ο গ) বর্গ
Ο ঘ) ঘুড়ি
সঠিক উত্তর: (খ)
৮৪. একটি ঘুড়ির একটি শীর্ষ কোণ 1200 হলে এর বিপরীত কোণ কত ডিগ্রি হবে?
Ο ক) 1200
Ο খ) 900
Ο গ) 600
Ο ঘ) 300
সঠিক উত্তর: (গ)
৮৫. একটি বাহু ও কর্ণ দেওয়া থাকলে নিচের কোনটি আ৭াক সম্ভব নয়?
Ο ক) রম্বস
Ο খ) আয়তক্ষেত্র
Ο গ) ঘুড়ি
Ο ঘ) বর্গক্ষেত্র
সঠিক উত্তর: (গ)
৮৬. নিচের কোনটি রম্বসের বৈশিষ্ট?
Ο ক) কর্ণদ্বয় পরস্পর সমান
Ο খ) প্রত্যেক কোণই সমকোণ
Ο গ) বিপরীত কোণদ্বয় অসমান
Ο ঘ) প্রত্যেকটি বাহুই সমান
সঠিক উত্তর: (ঘ)
৮৭. ABCD চতুর্ভুজের-
i. সন্নিহিত বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 8
ii. কর্ণদুটির দৈর্ঘ্যের সমষ্টি (AC + BD
iii. পরিসীমা 14 নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৮৮. আয়তক্ষেত্র এমন একটি সামান্তরিক ডার প্রত্যেকটি কোণ-
Ο ক) সূক্ষ্মকোণ
Ο খ) সমকোণ
Ο গ) সরলকোণ
Ο ঘ) স্থূলকোণ
সঠিক উত্তর: (খ)
৮৯. যে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা পরস্পর সমান তাকে কী বলে?
Ο ক) ঘনক
Ο খ) আয়তাকার ঘনবস্তু
Ο গ) রম্বস
Ο ঘ) বর্গ
সঠিক উত্তর: (ক)
৯০. ABCD চতুর্ভুজের তিনটি কোণের সমষ্টি 2500 হলে চতুর্থ কোণটির পরিমাপ কত?
Ο ক) 1100
Ο খ) 1200
Ο গ) 1300
Ο ঘ) 1600
সঠিক উত্তর: (ক)
৯১. একটি ঘনকের দৈর্ঘ্য 2 সে. মি. হলে আয়তন কত?
Ο ক) 8 ঘন সে. মি.
Ο খ) 4 ঘন সে. মি.
Ο গ) 8 বর্গমিটার
Ο ঘ) 8 বর্গ সে. মি.
সঠিক উত্তর: (ক)
৯২. আয়তক্ষেত্রের কর্ণদ্বয় কেমন থাকে?
Ο ক) সমান
Ο খ) সমান নয়
Ο গ) অসমান
Ο ঘ) সমান্তরাল
সঠিক উত্তর: (ক)
৯৩. একটি মাত্র বাহুর দৈর্ঘ্য জানা থাকলে নিচের কোনটি আঁকা যাবে?
Ο ক) বর্গ
Ο খ) ট্রাপিজিয়াম
Ο গ) আয়ত
Ο ঘ) সামান্তরিক
সঠিক উত্তর: (ক)
৯৪. দুইটি অসমান সন্নিহিত বাহু ও অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে নিচের কোনটি আঁকা যাবে?
Ο ক) আয়তক্ষেত্র
Ο খ) বর্গক্ষেত্র
Ο গ) রম্বসক্ষেত্র
Ο ঘ) ট্রাপিজিয়াম
সঠিক উত্তর: (ক)
৯৫. আয়তক্ষেত্রের যেকোনো একটি কণ সমান কয়টি ত্রিভুজ গঠন করে?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (খ)
৯৬. আয়তাকার ঘনকের-
i. তিনটি বাহু ছয়টি কোণ থাকে
ii. ৬টি তল থাকে
iii. বিপরীত তলগুলো পরস্পর সমান নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৯৭. নিচের কোনটি দেওয়া থাকলে বর্গ আঁকা সম্ভব?
Ο ক) সূক্ষ্মকোণ
Ο খ) স্থূলকোণ
Ο গ) সমকোণ
Ο ঘ) কর্ণ
সঠিক উত্তর: (ঘ)
নিচের তথ্যের আলোকে তিনটি প্রশ্নের উত্তর দাও: একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 3 মিটার, উচ্চতা 1 মিটার।
৯৮. ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য কত?
Ο ক) √46 মিটার
Ο খ) √18 মিটার
Ο গ) √39 মিটার
Ο ঘ) √36 মিটার
সঠিক উত্তর: (ক)
৯৯. ঘনবস্তুটির আয়তন কত?
Ο ক) 18 ঘন মিটার
Ο খ) 36 বর্গমিটার
Ο গ) 9 ঘন মিটার
Ο ঘ) 18 বর্গমিটার
সঠিক উত্তর: (ক)
১০০. ঘনবস্তুটির সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
Ο ক) 25 মিটার
Ο খ) 54 বর্গমিটার
Ο গ) 100 বর্গমিটার
Ο ঘ) 25 বর্গমিটার
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
JSC Math