জে.এস.সি আইসিটি অধ্যায় - ৫ম : শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় - ৫ম : শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. কোনটির মাধ্যমে বাংলায় তথ্য খোঁজা যায়?
Ο ক) পিপীলিকা
Ο খ) bdjobs
Ο গ) কনবার্ট অনলাইন
Ο ঘ) আমার দেম
 সঠিক উত্তর: (ক)

 ৫২. সবচেয়ে ছোট কোন যন্ত্রটি দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যায়?
Ο ক) নোটবুক
Ο খ) স্মর্টফোন
Ο গ) ডেস্কটপ কম্পিউটার
Ο ঘ) টেলিফোন
 সঠিক উত্তর: (খ)

 ৫৩. কোন খেলার মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা তৈরি হয়?
Ο ক) ফুটবল
Ο খ) ক্রিকেট
Ο গ) ভলিবল
Ο ঘ) কম্পিউটার গেম
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৪. প্রথম থেকে দশম শ্রেণির সকল বই কীসের ওয়েবসাইটে রাখা আছে?
Ο ক) শিক্ষা মন্ত্রণালয়ের
Ο খ) শিক্ষা বোর্ডের
Ο গ) এনসিটিবির
Ο ঘ) কারিগরি বোর্ডের
 সঠিক উত্তর: (গ)

 ৫৫. জিপিএস নিচের কোন যন্ত্রে লাগানো থাকে?
Ο ক) গাড়ি
Ο খ) টেলিভিশন
Ο গ) মডেম
Ο ঘ) রেডিও
 সঠিক উত্তর: (ক)

 ৫৬. সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেটের ব্যবহার কোনটি?
Ο ক) ই-মেইল
Ο খ) সামাজিক নেটওয়ার্ক
Ο গ) জিপিএস
Ο ঘ) ভিডিও দেখা
 সঠিক উত্তর: (খ)

 ৫৭. বিভিন্ন তথ্য ছড়িয়ে ছিটিয়ে থাকে-
Ο ক) ওয়েবসাইটে
Ο খ) খবরের কাগজে
Ο গ) ইন্টারনেটে
Ο ঘ) ম্যাগাজিনে
 সঠিক উত্তর: (গ)

 ৫৮. এখন ছাত্ররা শিখতে পারছে-
i. ক্লাস রুম থেকে
ii. স্কুলের শিক্ষকদের থেকে
iii. ইন্টারনেট থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৯. কোনটি আবিষ্কারের ফলে নতুন কোথাও ভ্রমণের ক্ষেত্রে পথঘাট চিনতে সুবিধা হয়?
Ο ক) কম্পিউটার
Ο খ) ইন্টারনেট
Ο গ) মোবাইল ফোন
Ο ঘ) জিপিএস
 সঠিক উত্তর: (ঘ)

 ৬০. তোমাকে ই-মেইল ঠিকানা খুলতে ভাষাটি ব্যবহৃত করতে হবে?
Ο ক) বাংলা
Ο খ) ইংরেজি
Ο গ) জার্মান
Ο ঘ) উর্দু
 সঠিক উত্তর: (খ)

 ৬১. ই-মেইল ঠিকানায় @ এর পরে কী থাকে?
Ο ক) ইউজার নেম
Ο খ) হোস্ট নেম
Ο গ) ডোমেইন নেম
Ο ঘ) প্রতিষ্ঠানের নাম
 সঠিক উত্তর: (খ)

 ৬২. ই-মেইল ঠিকানা খুলতে কোন ভাষা ব্যবহার করতে হবে?
Ο ক) বাংলা
Ο খ) ফ্রান্স
Ο গ) চীনা
Ο ঘ) ইংরেজি
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৩. এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য পাঠানোকে কী বলে?
Ο ক) ই-মেইল
Ο খ) ল্যান
Ο গ) ইন্টারনেট
Ο ঘ) নেটওয়ার্ক
 সঠিক উত্তর: (ক)

 ৬৪. ইন্টারনেটে প্রশ্ন করলে কে উত্তর দিবে?
Ο ক) সফটওয়্যার
Ο খ) ওয়েবসাইট
Ο গ) ই-মেইল
Ο ঘ) এক বা একাধিক মানুষ
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৫. কীসের মাধ্যমে মানুষ অসংখ্য লাইব্রেরির সাথে যোগাযোগ রক্ষা করতে পারে?
Ο ক) ইন্টারনেট
Ο খ) কম্পিউটার
Ο গ) স্মার্টফোন
Ο ঘ) টেলিভিশন
 সঠিক উত্তর: (ক)

 ৬৬. তথ্য যোগাযোগ প্রযুক্তিতে কোনটি এখন তরুণদের মধ্যে বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে?
Ο ক) রেডিও
Ο খ) টেলিভিশন
Ο গ) স্মার্টফোন
Ο ঘ) ভিডিও প্রযুক্তি
 সঠিক উত্তর: (গ)

 ৬৭. ফেসবুক কিসের উদাহরণ?
Ο ক) ইন্টারনেটের
Ο খ) সামাজিক নেটওয়ার্কের
Ο গ) ইন্টারসীডের
Ο ঘ) কম্পিউটার নেটওয়ার্কের
 সঠিক উত্তর: (খ)

 ৬৮. বিশ্বের জনপ্রিয় তথ্য খোঁজার সাইট কোনটি?
Ο ক) মাই সার্চ
Ο খ) গুগল
Ο গ) টর্চ
Ο ঘ) মজিলা ফায়ারফক্স
 সঠিক উত্তর: (খ)

 ৬৯. বাংলা সার্চ ইঞ্জিন কোনটি?
Ο ক) বিং
Ο খ) গুগল
Ο গ) ইয়াহু
Ο ঘ) পিপীলিকা
 সঠিক উত্তর: (ঘ)

 ৭০. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে-
i. ব্যাংকের লেনদেন করা যায়
ii. গেম খেলা যায়
iii. খবরের কাগজ পড়া যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭১. বর্তমানে NCTB বই তৈরিতে কোনটির ব্যাপক সাহায্য নেওয়া হয়?
Ο ক) রেডিও
Ο খ) মোবাইল ফোন
Ο গ) ইন্টারনেট
Ο ঘ) টেলিফোন
 সঠিক উত্তর: (গ)

 ৭২. কোনটি আবিষ্কারের ফলে পথঘাট চিনতে সুবিধা হয়?
Ο ক) কম্পিউটার
Ο খ) ইন্টারনেট
Ο গ) মোবাইল ফোন
Ο ঘ) জিপিএস
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৩. বর্তমানে বিনোদনের ক্ষেত্রে কোন মাধ্যমটি ভূমিকা রাখছে?
Ο ক) ইন্টারনেট
Ο খ) পত্রিকা
Ο গ) রেডিও
Ο ঘ) টেলিভিশন
 সঠিক উত্তর: (ক)

 ৭৪. দিনের প্রতিটি মুহূর্ত ইন্টারনেটেরন সাথে যুক্ত থাকা যায় কোনটিরন কারণে?
Ο ক) স্মর্টফোন
Ο খ) ডেস্কটপ
Ο গ) ল্যাপটপ
Ο ঘ) নোটবুক
 সঠিক উত্তর: (ক)

 ৭৫. সামাজিক নেটওয়ার্ক কোনটি?
Ο ক) জি-মেইল
Ο খ) ইয়াহু মেইল
Ο গ) ফেসবুক
Ο ঘ) গুগল
 সঠিক উত্তর: (গ)

 ৭৬. যে সমস্ত দেশ প্রযুক্তিতে এগিয়ে তারা কোনটি ছাড়া এক মুহূর্তও চলতে পারে না?
Ο ক) নেটওয়ার্ক
Ο খ) ইন্টারনেট
Ο গ) ডেস্কটপ কম্পিউটার
Ο ঘ) ল্যাপটপ
 সঠিক উত্তর: (খ)

 ৭৭. দৈনন্দিন কাজে নতুন মাত্রা যোগ করেছে কোন মাধ্যমটি?
Ο ক) ইন্টারনেট
Ο খ) রেডিও
Ο গ) টেলিফোন
Ο ঘ) পত্রিকা
 সঠিক উত্তর: (ক)

 ৭৮. তোমার পরীক্ষার ফলাফল সরাসরি কোথা থেকে পাওয়া যায়?
Ο ক) কম্পিউটার
Ο খ) টেলিফোন
Ο গ) ইন্টারনেট
Ο ঘ) নেটওয়ার্ক
 সঠিক উত্তর: (গ)

 ৭৯. নিচের কোনটির দাম যেকোনো মানুষের সাধ্যের মধ্যে?
Ο ক) ডেস্কটপ কম্পিউটার
Ο খ) ল্যাপটপ
Ο গ) স্মার্টফোন
Ο ঘ) নোটবুক
 সঠিক উত্তর: (গ)

 ৮০. ইন্টারনেটের খবরের কাগজকে কি বলা হয়?
Ο ক) ই-মেইল
Ο খ) অনলাইন পত্রিকা
Ο গ) ই-পত্রিকা
Ο ঘ) খবরের কাগজ
 সঠিক উত্তর: (খ)

 ৮১. কোনটির সাহায্যে বাচ্চারা ঘরে বসে গেম খেলতে পারে?
Ο ক) স্মার্টফোন
Ο খ) টেলিফোন
Ο গ) মাইক্রোওয়েভ
Ο ঘ) ইন্টারনেট
 সঠিক উত্তর: (ক)

 ৮২. বই ডাউনলোড করা যায় কোন মাধ্যম থেকে?
Ο ক) ইন্টারনেট
Ο খ) ইন্টারকম
Ο গ) মডেম
Ο ঘ) ওয়েব ব্রাউজার
 সঠিক উত্তর: (ক)

 ৮৩. ই-মেইলের নিরাপত্তা রক্ষায় কি প্রদান করতে হয়?
Ο ক) পাসওয়ার্ড
Ο খ) ID
Ο গ) মোবাইল নাম্বার
Ο ঘ) বাড়ির ঠিকানা
 সঠিক উত্তর: (ক)

 ৮৪. তথ্য প্রকাশে সহায়তা করে কোন মাধ্যমটি?
Ο ক) ইন্টারনেট
Ο খ) SMS
Ο গ) মোবাইল
Ο ঘ) কম্পিউটার
 সঠিক উত্তর: (ক)

 ৮৫. আন্তর্জাতিক যোগাযোগে কম্পিউটার ব্যবহারের উল্লেখযোগ্য ক্ষেত্র কোনটি?
Ο ক) ই-মেইল
Ο খ) টিভি
Ο গ) ফ্যাক্স
Ο ঘ) ভিডিও করা
 সঠিক উত্তর: (ক)

 ৮৬. ই-মেইল অ্যাকাউন্ট খোলার সময় ফর্ম পূরণের আগে কোনটিতে ক্লিক করতে হয়?
Ο ক) Create account
Ο খ) Create New account
Ο গ) password text box
Ο ঘ) yahoo ID
 সঠিক উত্তর: (খ)

 ৮৭. গুগলে কোন ভাষাতে তথ্য কুঁজে বের করা যায়?
Ο ক) শুধু বাংলা
Ο খ) শুধু ইংরেজি
Ο গ) শুধু আরবি
Ο ঘ) ইংরেজি ও বাংলা
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৮. ই-মেইল পড়তে কোন মাধ্যমটি প্রয়োজন?
Ο ক) টেলিফোন
Ο খ) ইন্টারনেট
Ο গ) ইন্টরকম
Ο ঘ) ওয়াইফাই
 সঠিক উত্তর: (খ)

 ৮৯. পিপীলিকাতে তথ্য খোঁজার জন্যে লিখতে হয়-
i. বাংলা ভাষাতে
ii. ইংরেজি ভাষাতে
iii. চাইনিজ ভাষাতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৯০. ব্যক্তির কোন পরিচয়টি তার একক সত্তা প্রকাশ করে?
Ο ক) নাম
Ο খ) বাড়ির ঠিকানা
Ο গ) ই-মেইল
Ο ঘ) অফিস ঠিকানা
 সঠিক উত্তর: (গ)

 ৯১. একই সাথে একই একাউন্ট থেকে কতটি ই-মেইল পাঠানো যায়?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) তিনটি
Ο ঘ) অনেক
 সঠিক উত্তর: (ঘ)

 ৯২. একটি ই-মেইল একাউন্টে কয়টি মেইল বক্স থাকে?
Ο ক) পাঁচটি
Ο খ) একটি
Ο গ) দুইটি
Ο ঘ) দশটি
 সঠিক উত্তর: (খ)

 ৯৩. স্কুল পরিচালনা করার জন্য ব্যবহৃত হতে পারে কোনটি?
Ο ক) ইন্টারনেট
Ο খ) মোবাইল ফোন
Ο গ) কম্পিউটার
Ο ঘ) টেলিফোন
 সঠিক উত্তর: (ক)

 ৯৪. প্রত্যেকটি ই-মেইলের জন্য একটি করে কী থাকে?
Ο ক) মেইল বক্স
Ο খ) মেইল
Ο গ) ব্রাউজার
Ο ঘ) স্মার্টফোন
 সঠিক উত্তর: (ক)

 ৯৫. স্মার্টফোনের অনেক উপকারের মধ্যে আছে-
i. অ্যালার্ম
ii. জিপিএস
iii. সময় ও তারিখ দেখা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৬. অবস্থান নির্ণয়ে স্মার্ট মোবাইল ফোনে কোন যন্ত্রটি লাগানো থাকে?
Ο ক) GPS
Ο খ) রেডিও
Ο গ) এসি
Ο ঘ) ইন্টারনেট
 সঠিক উত্তর: (ক)

 ৯৭. ই-বুক রিডারের সাহায্যে জাফরিন-
i. বই পড়তে পারে
ii. গান শুনতে পারে
iii. পরীক্ষার ফলাফল ক্যালকুলেশন করতে পারে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৯৮. সামাজিক সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত হয়-
i. ব্লগ
ii. ফেসবুক
iii. ইয়াহু মেইল সার্ভিস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: আনান এবার JSC পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সে হঠাৎ করে মোবাইল ফোনে তার বন্ধুর কাছ থেকে শুনতেদ পেল আজ তার পরীক্ষার রেজাল্ট বের হয়েছে।

৯৯. আনান তার রেজাল্ট পেতে পারে-
i. মোবাইল ফোনের মাধ্যমে
ii. ইন্টারনেটের মাধ্যমে
iii. টেলিফোনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১০০. এ প্রযুক্তি ব্যবহারের সুবিধা-
i. অর্থ সাশ্রয়
ii. ঘরে বসে রেজাল্ট পাওয়া
iii. শ্রম লাঘব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post