জে.এস.সি আইসিটি অধ্যায় - ৪র্থ : স্প্রেডশিটের ব্যবহার(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় - ৪র্থ : স্প্রেডশিটের ব্যবহার(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. স্প্রেডশিট প্যাকেজ প্রোগ্রাম হলো- i. Lotus ii. Excel iii. Access নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৫২. ওয়ার্কশিটে ডেটা বা তথ্য এন্ট্রি করা হয় কিভাবে?
Ο ক) ইন্টারনেটের মাধ্যমে
Ο খ) কীবোর্ড থেকে লেখা টাইপ করে
Ο গ) মোবাইলের সাহায্যে
Ο ঘ) কম্পিউটার থেকে
 সঠিক উত্তর: (খ)

 ৫৩. নিচের কোনটি সারির নাম?
Ο ক) B
Ο খ) A10
Ο গ) 10
Ο ঘ) 12A
 সঠিক উত্তর: (গ)

 ৫৪. আদিকালে মানুষ হিসাব-নিকাশ করতে কোনটি ব্যবহার করতো?
Ο ক) গাছের বাকল
Ο খ) কগজ
Ο গ) ক্যালকুলেটর
Ο ঘ) কলম
 সঠিক উত্তর: (ক)

 ৫৫. কার্সরকে ওয়ার্কশিটের যেকোনো সেলে নেওয়া যায় কোন কী চেপে?
i. অ্যারো কী
ii. ট্যাব কী
iii. এন্টার কী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৬. বর্তমানে কাগজের স্প্রেডশিটের স্থান দখল করেছে কোন প্রোগ্রাম?
Ο ক) মাইক্রোসফট এক্সিস
Ο খ) মাইক্রোসফট এক্সেল
Ο গ) মাইক্রোসফট ওয়ার্ড
Ο ঘ) মাইক্রোসফট পাবলিশার
 সঠিক উত্তর: (খ)

 ৫৭. নিচের কোন সফটওয়্যারে সূত্র ব্যবহারের সুযোগ রয়েছে?
Ο ক) স্প্রেডশিট
Ο খ) পাওয়ার পয়েন্ট
Ο গ) ওয়ার্ড
Ο ঘ) ই-মেইল
 সঠিক উত্তর: (ক)

 ৫৮. গ্রাফ বা চার্ট তৈরি করার পর কোনো ডাটা পরিবর্তন করলে কী ঘটে?
Ο ক) গ্রাফ নিজে পরিবর্তন হয়
Ο খ) গ্রাফ পরিবর্তন হয় না
Ο গ) গ্রাফ মুছে যায়
Ο ঘ) গ্রাফ পরিবর্তন করে দিতে হয়
 সঠিক উত্তর: (ক)

 ৫৯. ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ওয়ার্কশিট দেখার অপশন রয়েছে কোথায়?
Ο ক) রিবনে
Ο খ) অ্যাড্রেস বারে
Ο গ) টােইটেল বারে
Ο ঘ) স্ট্যাটাস বারে
 সঠিক উত্তর: (ঘ)

 ৬০. স্প্রেডশিট প্রোগ্রামের সাহায্যে কোন কাজটি করা হয়?
Ο ক) ডেটা সংগ্রহ
Ο খ) লেখালেখি
Ο গ) ছবি আঁকা
Ο ঘ) উপাত্ত বিশ্লেষণ
 সঠিক উত্তর: (ঘ)

 ৬১. ম্যানুয়ালি যোগ করার জন্য ফলাফল সেলে প্রথমে কোনটি টাইপ করতে হয়?
Ο ক) +
Ο খ) =
Ο গ) সেল অ্যাড্রেস
Ο ঘ) সেল রেঞ্জ
 সঠিক উত্তর: (খ)

 ৬২. অ্যাড্রেস বারের অবস্থান কোথায়?
Ο ক) ওয়ার্কশিটের ডানে
Ο খ) ওয়ার্কশিটৈর বামে
Ο গ) ওয়ার্কশিটৈর নিচে
Ο ঘ) ওয়ার্কশিটের উপরে
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৩. পূর্বে সংরক্ষিত এক্সেল ওয়ার্কবুক খোলা যায় কোনটির সাহায্যে?
Ο ক) টাইটেল বার
Ο খ) স্ট্যাটাস বার
Ο গ) অফিস বাটন
Ο ঘ) শিট ট্যাব
 সঠিক উত্তর: (গ)

 ৬৪. উপরর দিক থেকে নিচের দিকে চলে আসা ঘরগুলোকে কী বলে?
Ο ক) ওয়ার্কশিট
Ο খ) সারি
Ο গ) কলাম
Ο ঘ) সেল
 সঠিক উত্তর: (গ)

 ৬৫. কোন প্রোগ্রামের মাধ্যমে হিসাবের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করা যায়?
Ο ক) ডাটাবেজ
Ο খ) স্প্রেডশিট
Ο গ) ওয়ার্ড প্রসেসিং
Ο ঘ) অ্যানিমেশন প্রোগ্রাম
 সঠিক উত্তর: (খ)

 ৬৬. ফরমুলাবার কয়টি অংশে বিভক্ত?
Ο ক) তিনটি
Ο খ) একটি
Ο গ) দুটি
Ο ঘ) চারটি
 সঠিক উত্তর: (গ)

 ৬৭. নিচের কোন প্রোগ্রামের সাহায্যে যোগ-বিয়োগ করা যায়?
Ο ক) স্প্রেডশিট প্রোগ্রাম
Ο খ) ওয়ার্ড প্রোগ্রাম
Ο গ) কমান্ড প্রোমট
Ο ঘ) মাইক্রোসফট আউটলুক
 সঠিক উত্তর: (ক)

 ৬৮. মাইক্রোসফট এক্সেলের কমান্ডগুলো কোন গুচ্ছে সাজানো থাকে?
Ο ক) কুইক টুলবার
Ο খ) মেনুবার
Ο গ) রিবন
Ο ঘ) স্ট্যাটাস বার
 সঠিক উত্তর: (গ)

 ৬৯. উপাত্তের চিত্ররূপ দেওয়া যায় কোন সফটওয়্যারের মাধ্যমে?
Ο ক) একসেস
Ο খ) স্প্রেডশিট সফটওয়্যার
Ο গ) ওয়ার্ড
Ο ঘ) আউটলুক
 সঠিক উত্তর: (খ)

 ৭০. সেল অ্যাড্রেস কোনটি?
Ο ক) A10
Ο খ) 10A
Ο গ) A
Ο ঘ) 9
 সঠিক উত্তর: (ক)

 ৭১. নিচের কোনটি আবিষ্কারের পর জটিল ও দীর্ঘ হিসেবের সমস্যা দূর হয়েছে?
Ο ক) রেডিও
Ο খ) রকেট
Ο গ) কম্পিউটার
Ο ঘ) ল্যাপটপ
 সঠিক উত্তর: (গ)

 ৭২. ফর্মুলা লেখার জন্য ফর্মুলা বার প্রথমেই কোনটি টাইপ করতে হয়?
Ο ক) +
Ο খ) =
Ο গ) *
Ο ঘ) -
 সঠিক উত্তর: (খ)

 ৭৩. নিচের কোনটি কলামের নাম?
Ο ক) A
Ο খ) 12
Ο গ) A12
Ο ঘ) 12A
 সঠিক উত্তর: (ক)

 ৭৪. কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে কী বলে?
Ο ক) সেল
Ο খ) সারি
Ο গ) কলাম
Ο ঘ) ওয়ার্কবুক
 সঠিক উত্তর: (ক)

 ৭৫. কোন প্রোগ্রামকে কখনো কখনো ওয়ার্কবুক বলা হয়?
Ο ক) ডাটাবেজ
Ο খ) গ্রাফিক্স
Ο গ) স্প্রেডশিট
Ο ঘ) মাল্টিমিডিয়া
 সঠিক উত্তর: (গ)

 ৭৬. কলাম ও সারির মিলনস্থলকে কী বলে?
Ο ক) রো
Ο খ) ওয়ার্কশিট
Ο গ) সেল
Ο ঘ) কলাম
 সঠিক উত্তর: (গ)

 ৭৭. স্প্রেডশিট প্রোগ্রামে সংখ্যার ভিজুয়্যাল উপস্থাপন হলো কোনটি?
Ο ক) সেল
Ο খ) ফর্মুলা
Ο গ) ফাংশন
Ο ঘ) চার্ট গ্রাফ
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৮. এক্সেল উইন্ডোর উপরের বামদিকের কোনায় থাকে কোনটি?
Ο ক) টাইটেল বার
Ο খ) অফিস বাটন
Ο গ) স্ট্যাটাস বার
Ο ঘ) শিট ট্যাব
 সঠিক উত্তর: (খ)

 ৭৯. স্প্রেডশিট প্রোগ্রাম ওপেন করলে ছোট ছোট ঘরবিশিষ্ট যে পাতাটি দেখা যায় তাকে কী বলে?
Ο ক) সেল
Ο খ) সারি
Ο গ) কলাম
Ο ঘ) ওয়ার্কশিট
 সঠিক উত্তর: (ঘ)

 ৮০. শিট কপি বা মুভ করা যায় কোনটির মাধ্যমে?
Ο ক) রিবন
Ο খ) শিট ট্যাব
Ο গ) Elevator
Ο ঘ) স্টেটাস বার
 সঠিক উত্তর: (গ)

 ৮১. সেলের বিষয়বস্তু দেকানো হয় কোথায়?
Ο ক) ফর্মুলা বারে
Ο খ) টাইটেল বারে
Ο গ) স্ট্যাটাস বারে
Ο ঘ) রিবনে
 সঠিক উত্তর: (ক)

 ৮২. স্প্রেডশিটে নিচের কোনটি থাকে?
Ο ক) সারি
Ο খ) কলাম
Ο গ) ছক
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৩. এক্সেল প্রোগ্রামের সেলে ডাটা রাখা যায়- i. বর্ণ ii. সংখ্যা iii. সিম্বল নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৪. কয়টি পদ্ধতিতে স্প্রেডশিট সফটওয়্যার ওপেন করা যায়?
Ο ক) উইন্ডো
Ο খ) হোমপেজ
Ο গ) স্প্রেডশিট
Ο ঘ) সফটওয়্যার
 সঠিক উত্তর: (খ)

 ৮৫. কোনটিতে সেল রেফারেন্স প্রদর্শন করা হয়?
Ο ক) শিট ট্যাবে
Ο খ) কুইক অ্যাকসেস টুলবারে
Ο গ) ফরমুলা বারে
Ο ঘ) save বাটনে
 সঠিক উত্তর: (গ)

 ৮৬. ভিসিক্যালক কখন উদ্ভাবিত হয়?
Ο ক) নব্বই দশকে
Ο খ) ষাট দশকে
Ο গ) সত্তর দশকের শেষের দিকে
Ο ঘ) একুশ শতকে
 সঠিক উত্তর: (গ)

 ৮৭. বর্তমানে ব্যবহৃত ও জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার কোনটি?
Ο ক) ভিসিক্যালক
Ο খ) এক্সিস
Ο গ) ওপেন অফিস ক্যালক
Ο ঘ) মাইক্রোসফট এক্সেল
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৮. বর্তমানে সবচেয়ে জনপ্রিয় স্প্রেডশিট সফটওয়্যার কোনটি?
Ο ক) একসেস
Ο খ) ড্রিমওয়েভার
Ο গ) নেটবিনস
Ο ঘ) এক্সেল
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৯. নিচের কোনটির অাভিধানিক অর্থ ছড়ানো বড় মাপের কাগজ?
Ο ক) স্প্রেডশিট
Ο খ) মাইক্রোসফট এক্সেল
Ο গ) ক্যালক
Ο ঘ) ওপেন অফিস ক্যালক
 সঠিক উত্তর: (ক)

 ৯০. কোনটি সেলের অবস্থান ও সেলের বিষয়বস্তু দেকানোর বার?
Ο ক) ফরমুলা বার
Ο খ) শিট ট্যাব
Ο গ) টাইটেল বার
Ο ঘ) অফিস বাটন
 সঠিক উত্তর: (ক)

 ৯১. ক্যালকুলেটর এর সাহায্যে কোন কাজটি করা যায় না?
Ο ক) যোগ
Ο খ) বিয়োগ
Ο গ) সহজ হিসাব
Ο ঘ) জটিল ও দীর্ঘ হিসাব
 সঠিক উত্তর: (ঘ)

 ৯২. অ্যাবাকাস আবিষ্কারের পিছনে কারণ কী?
Ο ক) গান শোনা
Ο খ) কথা বলা
Ο গ) হিসাব রাখা
Ο ঘ) বেড়ানো
 সঠিক উত্তর: (গ)

 ৯৩. এক্সেলে প্রতিটি মেনুর অধীনে কি থাকে?
Ο ক) কমান্ডঅপশন
Ο খ) ফাইল
Ο গ) ওয়ার্কশিট
Ο ঘ) শিরোনাম
 সঠিক উত্তর: (ক)

 ৯৪. এক্সেল স্প্রেডশিট প্রোগ্রাম তৈরি করে কোন কোম্পানি?
Ο ক) অ্যাপল
Ο খ) সান
Ο গ) মাইক্রোসফট
Ο ঘ) আইবিএম
 সঠিক উত্তর: (গ)

 ৯৫. রিবনের ঠিক নিচেই কোনটির অবস্থান?
Ο ক) ফর্মুলা
Ο খ) স্ট্যাটাস বার
Ο গ) শিট ট্যাব
Ο ঘ) টাইটেল বার
 সঠিক উত্তর: (ক)

 ৯৬. একটি স্প্রেডশিট প্রোগ্রামের ওয়ার্কশিটে থাকে- i. সারি ii. কলাম iii. সেল নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৭. অফিস বাটনের পাশেই কোনটি থাকে?
Ο ক) শিট ট্যাব
Ο খ) স্ট্যাটাস বার
Ο গ) ফর্মুলাবার
Ο ঘ) কুইক অ্যাক্সেস টুলবার
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৮. আর্থিক হিসাব সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়?
Ο ক) একসেস প্রোগ্রাম
Ο খ) ইন্টারনেট
Ο গ) আউটলুক
Ο ঘ) স্প্রেডশিট
 সঠিক উত্তর: (ক)

 উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: তামান্না এন্টারপ্রাইজের রড সিমেন্টের ব্যবসা আছে। প্রতিদিন তাদের লেনদেন খাতায় লিখে হিসাব মেলাতে হিমশিম খেতে হয়।

৯৯. তামান্না এন্টারপ্রাইজ সহজে হিসাব মেলানোর জন্য কোনর সফটওয়্যার ব্যবহার করবে?
Ο ক) ডাটাবেজ
Ο খ) স্প্রেডশিট
Ο গ) গ্রাফিক্স ডিজাইন
Ο ঘ) ওয়ার্ড প্রসেসিং
 সঠিক উত্তর: (খ)

 ১০০. উক্ত সফটওয়্যার কাজ করে- i. দ্রুত ii. নির্ভুল iii. স্বয়ংক্রিয়ভাবে নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post