জে.এস.সি আইসিটি অধ্যায় - ৩য় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় - ৩য় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. একজন ব্যক্তির কয়টি অনলাইন পরিচয় থাকতে পারে?
Ο ক) একটি
Ο খ) দুটি
Ο গ) অনেক
Ο ঘ) তিনটি
 সঠিক উত্তর: (গ)

 ৫২. কম্পিউটার ভাইরাস হলো-
i. অ্যানাকুর্নিকোভ
ii. কোড রেড ওয়ার্ম
iii. নিমডা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৩. নিচের কোনটিকে ম্যালওয়্যার বলা হয়?
Ο ক) এডওয়্যার
Ο খ) মরিসওয়ার্ম
Ο গ) স্পাইওয়্যার
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৪. পাসওয়ার্ড কেমন হওয়া উচিত?
Ο ক) কারো মোবাইল নাম্বার
Ο খ) কারো নাম
Ο গ) সহজে অনুমানযোগ্য নয়
Ο ঘ) সহজে অনুমানযোগ্য
 সঠিক উত্তর: (গ)

 ৫৫. কম্পিউটার ভাইরাসের কারণে যা হতে পারে-
i. কম্পিউটারের গতি হ্রাস
ii. কম্পিউটার বন্ধ
iii. হার্ডডিস্ক ফর্মেট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৬. কম্পিউটারের মেমোরিতে স্থায়ীভাবে অবস্থান করে কোন ভাইরাস?
Ο ক) সিআইএস
Ο খ) ডায়ালার
Ο গ) নিবাসী
Ο ঘ) অনিবাসী
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৭. অ্যাপ্লিকেশন সফটওয়্যার হলো-
i. মাইক্রোসফট অফিস
ii. ওরাকল
iii. গুগলক্রোম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৮. বিনা অনুমতিতে যারা অন্যের কম্পিউটারে প্রবেশ করে তাদেরকে কী বলে?
Ο ক) হ্যাকিং
Ο খ) হ্যাকার
Ο গ) ক্র্যাকার
Ο ঘ) ক্র্যাক
 সঠিক উত্তর: (খ)

 ৫৯. কম্পিউটার ভাইরাস হলো-
i. জেনজালেম
ii. রিপার
iii. ডার্ক এভেঙ্কার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৬০. কোনটি ডেটাবেজ সফটওয়্যার?
Ο ক) মাইক্রোসফট অফিস
Ο খ) মাই এসকিউএল
Ο গ) ফটোশপ
Ο ঘ) পাওয়ার পয়েন্ট
 সঠিক উত্তর: (খ)

 ৬১. কীসের কারণে মানুষ একে অপরের সাথে যুক্ত?
Ο ক) রেডিও
Ο খ) মোবাইল প্রযুক্তি
Ο গ) নেটওয়ার্ক
Ο ঘ) কম্পিউটার
 সঠিক উত্তর: (গ)

 ৬২. কীসের সাহায্যে মানুষ তার জীবনকে দক্ষভাবে পরিচালিত করতে পারে?
Ο ক) রেডিও প্রযুুক্তি
Ο খ) মোবাইল প্রযুুুুক্তি
Ο গ) তথ্য প্রযুক্তি
Ο ঘ) কম্পিউটার
 সঠিক উত্তর: (গ)

 ৬৩. কম্পিউটারের কার্যক্ষমতাকে নষ্ট করতে পারে-
i. কম্পিউটার ভাইরাস
ii. এন্টিভাইরাস
iii. ট্রোজান হর্স
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৬৪. কোনটি মানুষকে বিভ্রান্ত করে?
Ο ক) প্রযুক্তিবিষয়ক তথ্য
Ο খ) রাজনৈতিক তথ্য
Ο গ) ভূল বা মিথ্যা তথ্য
Ο ঘ) সঠিক তথ্য
 সঠিক উত্তর: (গ)

 ৬৫. জনপ্রিয় কম্পিউটার এন্টিভাইরাস হলো-
i. পিংপং
ii. অ্যাভাস্ট
iii. ক্যাসপারেস্কি
নিচের কোনটি সঠ্কি?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৬৬. কম্পিউটার ভাইরাস কী ধরনের সফটওয়্যার?
Ο ক) উপকারী
Ο খ) ক্ষতিকারক
Ο গ) দৃশ্যমান
Ο ঘ) নিষ্ক্রিয়
 সঠিক উত্তর: (খ)

 ৬৭. কোন প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
Ο ক) রেডিও প্রযুক্তি
Ο খ) তথ্য প্রযুুক্তি
Ο গ) কম্পিউটার
Ο ঘ) মোবাইল প্রযুক্তি
 সঠিক উত্তর: (খ)

 ৬৮. ভুল পরিচয় ও তথ্য দ্বারা সংঘটিত অপরাধকে কী বলে?
Ο ক) স্প্যাম
Ο খ) সাইবার যুদ্ধ
Ο গ) প্রতারণা
Ο ঘ) ক্রাকার
 সঠিক উত্তর: (গ)

 ৬৯. অনেকে ইন্টারনেটে ভুল তথ্য দিয়ে মানুষকে কী করে?
Ο ক) বিভ্রান্ত করে
Ο খ) ক্ষতি করে
Ο গ) বিরক্ত করে
Ο ঘ) জ্ঞানী করে
 সঠিক উত্তর: (ক)

 ৭০. কোন প্রোগ্রাম নিজের কপি তৈরি করতে পারে?
Ο ক) আভাস্ট
Ο খ) নরটন
Ο গ) ভাইরাস
Ο ঘ) পান্ডা
 সঠিক উত্তর: (গ)

 ৭১. কীসের মাধ্যমে ম্যালও্যোরকে ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে?
Ο ক) ইন্টারনেট
Ο খ) কম্পিউটার
Ο গ) মোবাইল
Ο ঘ) ফ্যাক্স
 সঠিক উত্তর: (ক)

 ৭২. কোনো কম্পিউটারে রক্ষিত তথ্য চুরি করে কোনটি?
Ο ক) ব্রাউজার
Ο খ) ডাটাবেজ
Ο গ) ম্যালওয়্যার
Ο ঘ) এন্টিভাইরাস
 সঠিক উত্তর: (গ)

 ৭৩. কোনটি নেটওয়ার্ক ম্যালওয়্যার?
Ο ক) ওয়ার্ম
Ο খ) মজিলা
Ο গ) ভাইরাস
Ο ঘ) স্কাইপি
 সঠিক উত্তর: (ক)

 ৭৪. প্রত্যেকটা নেটওয়ার্কের নিজস্ব কী থাকে?
Ο ক) রেডিও প্রযুক্তি
Ο খ) নিরাপত্তা ব্যবস্থা
Ο গ) রোবট
Ο ঘ) মোবাইল প্রযুক্তি
 সঠিক উত্তর: (খ)

 ৭৫. ম্যালওয়্যার হলো-
i. কম্পিউটার ভাইরাস
ii. কম্পিউটার ওয়ার্ম
iii. ট্রোজান হর্স
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৬. Captcha পদ্ধতিতে তৈরি বিশেষ লেখাটি পড়ে সেটি টােইপ করতে পারে না-
i. মানুষ
ii. কম্পিউটার
iii. বোরট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৭৭. বেশির ভাগ অনলাইনে কীসের শক্তিমাত্রা যাচাই এর সুযোগ থাকে?
Ο ক) কম্পিউটারের
Ο খ) মোবাইলের
Ο গ) প্রতীকের
Ο ঘ) পাসওয়ার্ডের
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৮. নিচের কোনটি পাসওয়ার্ডে ম্যানেজার?
Ο ক) Ms Word
Ο খ) Lastpass
Ο গ) Windows - xp
Ο ঘ) Unix
 সঠিক উত্তর: (খ)

 ৭৯. কোনটির মাধ্যমে বর্তমানে ম্যালওয়্যার দ্রুত ছড়িয়ে পড়ছে?
Ο ক) ওয়ার্ম
Ο খ) কম্পিউটার
Ο গ) ইন্টারনেট
Ο ঘ) স্যাটেলাইট
 সঠিক উত্তর: (গ)

 ৮০. মজিলা ফায়ারফক্স কী?
Ο ক) ওয়েবসােইট দেখার ব্রাউজার
Ο খ) ওয়েবসাইট
Ο গ) ডেটাবেজ
Ο ঘ) অফিস ব্যবস্থাপনা সফটওয়্যার
 সঠিক উত্তর: (ক)

 ৮১. যতই দিন যাচ্ছে ততই বেশি আমরা নির্ভর করছি-
i. রোবট এর ওপর
ii. তথ্য প্রযুক্তির ওপর
iii. নেটওয়ার্ক এর ওপর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৮২. পাসওয়ার্ড ম্যানেজারের জন্য প্রয়োজন- i. শব্দ ii. বাক্য iii. প্রতীক নিচের কোনটি সঠ্কি?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৩. নিচের কোনটি এন্টিভাইরাস?
Ο ক) নরটন
Ο খ) আভাস্ট
Ο গ) পান্ডা
Ο ঘ) সবগুলো
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৪. ব্যক্তির অনলােইন পরিচয় কেমন হওয়া উচিত?
Ο ক) ভুল
Ο খ) মিথ্যা
Ο গ) বিশ্বাসজ্ঞাপক এবং সঠিক
Ο ঘ) অবিশ্বাসের
 সঠিক উত্তর: (গ)

 ৮৫. যারা হ্যাকিং-এর সাথে জড়িত তাদের কী বলে?
Ο ক) হকার
Ο খ) হ্যাকার
Ο গ) রাউটার
Ο ঘ) ফিল্টার
 সঠিক উত্তর: (খ)

 ৮৬. কোনটি ক্ষতিকর সফটওয়্যার?
Ο ক) মাইক্রোসফট ওয়ার্ড
Ο খ) ট্রোজান হর্স
Ο গ) গুগল ক্রোম
Ο ঘ) মজিলা ফায়ারফক্স
 সঠিক উত্তর: (খ)

 ৮৭. ম্যালওয়্যার কী?
Ο ক) ভালো সফটওয়্যার
Ο খ) হার্ডওয়্যার
Ο গ) ভাইরাস
Ο ঘ) ক্ষতিকর সফটওয়্যার
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৮. কোন ম্যালওয়্যারের পুনরুৎপাদনের ক্ষমতা নেই?
Ο ক) এডওয়্যার
Ο খ) রুটকিটস
Ο গ) ডায়ালার
Ο ঘ) ওয়ার্ম
 সঠিক উত্তর: (ক)

 ৮৯. বিধ্বংসী আচরণের ভাইরাস কোনটি?
Ο ক) এলক ক্লোজার
Ο খ) ব্রেইন
Ο গ) রুটকিটস
Ο ঘ) রিপার
 সঠিক উত্তর: (খ)

 ৯০. কোনটি ছদ্মবেশী সফটওয়্যার?
Ο ক) ট্রোজান হর্স
Ο খ) ডেটাবেজ
Ο গ) ফটোশপ
Ο ঘ) নরটন
 সঠিক উত্তর: (ক)

 ৯১. ব্রেইন ভাইরাস তৈরি হয় কোন দেশে?
Ο ক) ভারত
Ο খ) পাকিস্তান
Ο গ) আমেরিকা
Ο ঘ) জাপান
 সঠিক উত্তর: (খ)

 ৯২. দুর্নীতি করা হয় কীভাবে?
Ο ক) ইন্টারনেটে
Ο খ) গোপনে
Ο গ) প্রকাশ্যে
Ο ঘ) ই-মেইলে
 সঠিক উত্তর: (খ)

 ৯৩. কম্পিউটার ভাইরাস বহনকারী মাধ্যম নিচের কোনটি?
Ο ক) নেটওয়ার্ক
Ο খ) মডেম
Ο গ) পেনড্রাইভ
Ο ঘ) রাউটার
 সঠিক উত্তর: (গ)

 ৯৪. মাইকেল ক্যালসি কে?
Ο ক) সিস্টেম ইঞ্জিনিয়ার
Ο খ) ডেভেলপার
Ο গ) একজন হ্যাকার
Ο ঘ) হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার
 সঠিক উত্তর: (গ)

 ৯৫. তথ্য প্রযুক্তির সাহায্যে নেওয়ার ফলে মানুষেল জীবনকে পরিচালনা করা যায়-
i. সুন্দরভাবে
ii. সহজভাবে
iii. দক্ষভাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৬. Captcha কে পড়তে পারে?
Ο ক) মানুষ
Ο খ) কম্পিউটার
Ο গ) যন্ত্র
Ο ঘ) রোবট
 সঠিক উত্তর: (ক)

 ৯৭. কম্পিউটার ভাইরাস বিষয়ে সর্বপ্রথম আলোকপাত করেন কে?
Ο ক) প্রেসপার একার্ট
Ο খ) উইলিয়াম রিচি
Ο গ) জন ভন নিউম্যান
Ο ঘ) লেডি এডা
 সঠিক উত্তর: (গ)

 ৯৮. একটা বিশেষ লেখা পড়ে সেটি টাইপ করতে পারে-
i. মানুষ
ii. কম্পিউটার
iii. রোবট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: সুমন তার ভাইয়ের কম্পিউটারের সাহায্যে নিজের ই-মেইল অ্যাকাউন্টে প্রবেশ করেন। সুমন নিজের মেইল বক্সে অনেক আপত্তিকর মেইল দেখে কিচুটা বিব্রত হলেন। তার ভাই সুমনকে অপ্রয়োজনীয় মেইলগুলো সরাসরি মুছে দিতে বলল।

৯৯. সুমনের মেইল বক্সের ই-মেইলগুলো হলো-
i. অপ্রয়োজনীয়
ii. উদ্দেশ্যমূলক
iii. আপত্তিকর
নিচের কোনটি সঠ্কি?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১০০. সুমনের মেইল বক্সের ই-মেইলগুলোকে কী বলে?
Ο ক) ভাইরাস
Ο খ) সাইবার যুদ্ধ
Ο গ) হ্যাকিং
Ο ঘ) স্প্যাম
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post