ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধ্যায় - ২য় : কম্পিউটার নেটওয়ার্ক(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. নেটওয়ার্ক ব্যবহার করা হয়-
i. রাষ্ট্র পরিচালনায়
ii. নিরাপত্তায়
iii. যোগাযোগে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫২. বর্তমান পৃথিবীতে বড় সম্পদ কোনটি?
Ο ক) সোনা
Ο খ) রূপা
Ο গ) তথ্য
Ο ঘ) খনিজ সম্পদ
সঠিক উত্তর: (গ)
৫৩. নেটওয়ার্ক প্রোটোকলে বর্ণিত থাকে কোনটি?
Ο ক) নিয়মনীতি
Ο খ) মিডিয়ার বর্ণনা
Ο গ) এনআইসি
Ο ঘ) ইউজারের বর্ণনা
সঠিক উত্তর: (ক)
৫৪. কম্পিউটার নেটওয়ার্কে মূলত কয়টি উপাদান থাকে?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (খ)
৫৫. কানেক্টরের সংযোগ দেওয়া হয় কোনটির সাথে?
Ο ক) এনআইসি
Ο খ) ক্লায়েন্ট
Ο গ) সার্ভার
Ο ঘ) ইউজার
সঠিক উত্তর: (ক)
৫৬. যে টপোলজিতে একটি মাত্র হাবসুইচের সাথে সব কম্পিউটার যুক্ত থাকে তাকে কী বলে?
Ο ক) রিং টপোলজি
Ο খ) স্টার টপোলজি
Ο গ) মেশ টপোলজি
Ο ঘ) ট্রি টপোলজি
সঠিক উত্তর: (খ)
৫৭. নেটওয়ার্কে তার মাধ্যম কোনটি?
Ο ক) কো-এক্সিয়েল ক্যাবল
Ο খ) ব্লুটুথ
Ο গ) ইনফ্রারেড
Ο ঘ) রেডিও ওয়েভ
সঠিক উত্তর: (ক)
৫৮. একটি সত্যিকার কম্পিউটার নেটওয়ার্কে সাধারণত কতটি কম্পিউটার থাকতে পারে?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) অনেক
সঠিক উত্তর: (ঘ)
৫৯. তথ্য সবার কাছে পৌঁছে দেওয়া সহজ হয়েছে কোনটির প্রভাবে?
Ο ক) ডেটা
Ο খ) মোবাইল
Ο গ) সমাজের
Ο ঘ) নেটওয়ার্ক
সঠিক উত্তর: (ঘ)
৬০. Drop box ব্যবহার করতে নিচের কোনটি প্রয়োজন?
Ο ক) ই-মেইল
Ο খ) ইন্টারনেট সংযোগ
Ο গ) মোবাইল
Ο ঘ) টপোলজি
সঠিক উত্তর: (খ)
৬১. নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যবহার কোনটি?
Ο ক) তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করা
Ο খ) তথ্য প্রসেসিং করা
Ο গ) তথ্য সংগ্রহ করা
Ο ঘ) বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া
সঠিক উত্তর: (ক)
৬২. নিচের কোন টপোলজি অত্যন্ত ব্যয়বহুল?
Ο ক) মেশ
Ο খ) বাস
Ο গ) রিং
Ο ঘ) স্টার
সঠিক উত্তর: (ক)
৬৩. লোকাল এরিয়া নেটওয়ার্কের অন্তর্ভুক্ত কোনটি?
Ο ক) ব্যান্ডউইথ
Ο খ) ক্লাউড কম্পিউটিং
Ο গ) স্যাটেলাইট
Ο ঘ) স্টার টপোলজি
সঠিক উত্তর: (ঘ)
৬৪. নিচের কোনটি সামাজিক নেটওয়ার্ক?
Ο ক) গুগল
Ο খ) ইয়াহু
Ο গ) রিং
Ο ঘ) টুইটার
সঠিক উত্তর: (ঘ)
৬৫. নেটওয়ার্কের সাথে সম্পর্ক আছে নিচের কোন যন্ত্রটির?
Ο ক) মিডিয়া
Ο খ) রেডিও
Ο গ) খবরের কাগজ
Ο ঘ) টেলিভিশন
সঠিক উত্তর: (ক)
৬৬. তুলনামূরক দাম কম কোনটির?
Ο ক) সুইচ
Ο খ) রাউটার
Ο গ) হাব
Ο ঘ) ব্রিজ
সঠিক উত্তর: (গ)
৬৭. পৃথিবীর তথ্য ভান্ডার কিসের প্রভাবে সবার জন্য উন্মুক্ত?
Ο ক) তথ্য
Ο খ) মোবাইল
Ο গ) কম্পিউটার
Ο ঘ) নেটওয়ার্ক
সঠিক উত্তর: (ঘ)
৬৮. নতুন পৃথিবীর সম্পদ কী?
Ο ক) তথ্য
Ο খ) উপাত্ত
Ο গ) কম্পিউটার
Ο ঘ) ইন্টারনেট
সঠিক উত্তর: (ঘ)
৬৯. কান টপোলজিতে সর্বশেষ সংযুক্ত কম্পিউটারটি প্রথম কম্পিউটারের সাথে যুক্ত থাকে?
Ο ক) রিং
Ο খ) বাস
Ο গ) ট্রি
Ο ঘ) মেশ
সঠিক উত্তর: (ক)
৭০. কোন টপোলজিতে একটি কম্পিউটার দুটো কম্পিউটারের সাথে যুক্ত থাকে?
Ο ক) মেশ টপোলজি
Ο খ) রিং টপোলজি
Ο গ) স্টার টপোলজি
Ο ঘ) ট্রি টপোলজি
সঠিক উত্তর: (খ)
৭১. কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কি?
Ο ক) তথ্য বিনিময়
Ο খ) টপোলজি তৈরি
Ο গ) সার্ভার রক্ষা করা
Ο ঘ) প্রটোকল তৈরি
সঠিক উত্তর: (ক)
৭২. কোন টপোলজিকে গাছের সাথে তুলনা করা হয়?
Ο ক) স্টার
Ο খ) রিং
Ο গ) ট্রি
Ο ঘ) হাইব্রিড
সঠিক উত্তর: (গ)
৭৩. দুই বা ততোধিক কম্পিউটারের আন্ত:সংযোগকে কী বলে?
Ο ক) কম্পিউটার নেটওয়ার্ক
Ο খ) নেটওয়ার্ক টপোলজি
Ο গ) ইন্টারনেট
Ο ঘ) ই-মেইল
সঠিক উত্তর: (ক)
৭৪. খুব তাড়াতাড়ি একটি কম্পিউটার নেটওয়ার্ক গড়ে তোলা যায় কোন টপোলজিতে?
Ο ক) রিং
Ο খ) স্টার
Ο গ) হাইব্রিড
Ο ঘ) মেশ
সঠিক উত্তর: (খ)
৭৫. কে তথ্য ভান্ডার থেকে তথ্য সংগ্রহ করতে পারে?
Ο ক) সবাই
Ο খ) ক্ষমতাশীল মানুষ
Ο গ) সাধারণ মানুষ
Ο ঘ) সরকার
সঠিক উত্তর: (ক)
৭৬. কাগজের তথ্য খোজার কাজটি- i. নিরানন্দ ii. সময় সাপেক্ষ iii. বিরক্তিকর নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৭. ইনফরমেশন শেয়ারিং কী?
Ο ক) তথ্য ভান্ডার
Ο খ) তথ্য সংরক্ষণ
Ο গ) তথ্য বিনিময়
Ο ঘ) তথ্য প্রদান
সঠিক উত্তর: (গ)
৭৮. বৈদ্যুতিক তার নেটওয়ার্কিং এর ক্ষেত্রে কি হিসেবে কাজ করে?
Ο ক) ইউজার
Ο খ) রিসোর্স
Ο গ) মিডিয়া
Ο ঘ) সার্ভার
সঠিক উত্তর: (গ)
৭৯. কোন টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার অন্য দুটো কম্পিউটারের সাথে যুক্ত থাকে?
Ο ক) মেশ
Ο খ) রিং
Ο গ) স্টার
Ο ঘ) বাস
সঠিক উত্তর: (খ)
৮০. ক্লাউড কম্পিউটিং-এর ক্ষেত্রে কোনটি সম্ভব?
Ο ক) ব্যয় বৃদ্ধি
Ο খ) ব্যয় কমানো
Ο গ) অধিক ক্ষতি থেকে রক্ষা করা
Ο ঘ) দীর্ঘ সময় রক্ষণাবেক্ষণ
সঠিক উত্তর: (খ)
৮১. কোন টপোলজি গোলাকার বৃত্তের মতো?
Ο ক) বাস
Ο খ) স্টার
Ο গ) রিং
Ο ঘ) মেশ
সঠিক উত্তর: (গ)
৮২. হোস্ট কম্পিউটার ব্যবহার করা হয় কোন টপোলজিতে?
Ο ক) রিং
Ο খ) বাস
Ο গ) স্টার
Ο ঘ) মেশ
সঠিক উত্তর: (খ)
৮৩. তথ্যের সুরক্ষা প্রদান কোনটি ব্যবহারে সম্ভব?
Ο ক) মোবাইল
Ο খ) নেটওয়ার্ক
Ο গ) কাগজ
Ο ঘ) ইন্টারনেট
সঠিক উত্তর: (খ)
৮৪. হোস্ট কম্পিউটার কোন টপোলজিতে ব্যবহার করা হয় না?
Ο ক) বাস
Ο খ) ট্রি
Ο গ) স্টার
Ο ঘ) হাইব্রিড
সঠিক উত্তর: (ক)
৮৫. নিচের কোনটি তথ্যপ্রযুক্তির অবদান?
Ο ক) মানুষ
Ο খ) সমাজ
Ο গ) নেটওয়ার্ক
Ο ঘ) সভ্যতা
সঠিক উত্তর: (গ)
৮৬. নেটওয়ার্ক অ্যাডাপ্টর নামে পরিচিত কোনটি?
Ο ক) NIC
Ο খ) Switch
Ο গ) Bridge
Ο ঘ) Hub
সঠিক উত্তর: (ক)
৮৭. কম্পিউটারের সাথে লাগানো প্রিন্টার কি হিসেবে কাজ করে?
Ο ক) মিডিয়া
Ο খ) রিসোর্স
Ο গ) সার্ভার
Ο ঘ) এডপ্টার
সঠিক উত্তর: (খ)
৮৮. রিসোর্সগুলো হচ্ছে- i. তথ্য ii. ফ্যাক্স মেশিন iii. সিডিরম ড্রাইভ নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৯. নেটওয়ার্কের দক্ষতা নির্ভর করে কীসের ওপর?
Ο ক) Hub
Ο খ) Switch
Ο গ) NIC
Ο ঘ) Bridge
সঠিক উত্তর: (গ)
৯০. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে সঠিক সেবা পেতে প্রয়োজন-
i. হার্ডওয়্যার
ii. সফটওয়্যার
iii. দক্ষ লোক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯১. সার্ভারের কাজ কোনটি?
Ο ক) সেবা প্রদান করা
Ο খ) সেবা গ্রহণ করা
Ο গ) সেবা নেওয়া ও সেবা প্রদান করা
Ο ঘ) সমস্ত ক্লায়েন্টকে তার সেবা থেকে দূরে রাখা
সঠিক উত্তর: (ক)
৯২. তথ্য সংরক্ষণ করা হয় কোথায়?
Ο ক) হার্ডওয়্যারে
Ο খ) ডেটাবেসে
Ο গ) টপোলজিতে
Ο ঘ) হাবে
সঠিক উত্তর: (খ)
৯৩. বিভিন্ন কম্পিউটার কোনো যোগাযোগ ব্যবস্থা দ্বারা যুক্ত থাকলে তাকে কি বলে?
Ο ক) Client
Ο খ) ইউজার
Ο গ) প্রটোকল
Ο ঘ) কম্পিউটার নেটওয়ার্ক
সঠিক উত্তর: (ঘ)
৯৪. Drop box কী?
Ο ক) একটি হার্ডওয়্যার
Ο খ) একটি ওয়েব ব্রাউজার
Ο গ) একটি সেবা যা তথ্য সংরক্ষণ করে
Ο ঘ) একটি মোবাইলের নাম
সঠিক উত্তর: (গ)
৯৫. নেটওযার্কর্ভুক্ত কম্পিউটারসমূহের অবস্থানগত এবং সংযোগ বিন্যাসকে কী বলে?
Ο ক) ডিভাইস
Ο খ) টপোলজি
Ο গ) ইন্টারনেট
Ο ঘ) মিডিয়া
সঠিক উত্তর: (খ)
৯৬. ক্লাউড কম্পিউটিং ব্যবহৃত হয় যে ওয়েবসাইটগুলোতে তা হলো-
i. Pipilika
ii. google
iii. bing
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৭. যে টপোলজিতে কম্পিউটারগুলো লজিক্যাল বৃত্তের মতো সাজানো থাকে তাকে কী বলে?
Ο ক) বাস টপোলজি
Ο খ) রিং টপোলজি
Ο গ) স্টার টপোলজি
Ο ঘ) মেশ টপোলজি
সঠিক উত্তর: (খ)
৯৮. তথ্য কাদের জন্য উন্মুক্ত?
Ο ক) বিশেষ কোনো প্রতিষ্ঠানের জন্য
Ο খ) সবার জন্য
Ο গ) নিজেদের জন্য
Ο ঘ) সরকারের জন্য
সঠিক উত্তর: (খ)
মাহী, অর্ণব ও সামী তিন ভাই। তাদের বাসায় মোট ৪টি কম্পিউটার ও একটি প্রিন্টার আছে। তাদের বাসায় নেটওয়ার্ক স্থাপনের জন্য জামীকে ডেকে নিয়ে গেল। জামী তাদের বাসায় একটি নেটওয়ার্ক স্থাপন করে দিল এবং প্রিন্টারটি মাহীর কম্পিউটারে সংযোগ করে শেয়ার করে দিল।
৯৯. উক্ত নেটওয়ার্কে বসে সামী একই সময়ে কয়টি কম্পিউটার ব্যবহার করতে পারবে?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (ঘ)
১০০. প্রিন্টার দিয়ে-
i. সামী প্রিন্ট করতে পারবে
ii. মাহী প্রিন্ট করতে পারবে
iii. অর্ণব প্রিন্ট করতে পারবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. নেটওয়ার্ক ব্যবহার করা হয়-
i. রাষ্ট্র পরিচালনায়
ii. নিরাপত্তায়
iii. যোগাযোগে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫২. বর্তমান পৃথিবীতে বড় সম্পদ কোনটি?
Ο ক) সোনা
Ο খ) রূপা
Ο গ) তথ্য
Ο ঘ) খনিজ সম্পদ
সঠিক উত্তর: (গ)
৫৩. নেটওয়ার্ক প্রোটোকলে বর্ণিত থাকে কোনটি?
Ο ক) নিয়মনীতি
Ο খ) মিডিয়ার বর্ণনা
Ο গ) এনআইসি
Ο ঘ) ইউজারের বর্ণনা
সঠিক উত্তর: (ক)
৫৪. কম্পিউটার নেটওয়ার্কে মূলত কয়টি উপাদান থাকে?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (খ)
৫৫. কানেক্টরের সংযোগ দেওয়া হয় কোনটির সাথে?
Ο ক) এনআইসি
Ο খ) ক্লায়েন্ট
Ο গ) সার্ভার
Ο ঘ) ইউজার
সঠিক উত্তর: (ক)
৫৬. যে টপোলজিতে একটি মাত্র হাবসুইচের সাথে সব কম্পিউটার যুক্ত থাকে তাকে কী বলে?
Ο ক) রিং টপোলজি
Ο খ) স্টার টপোলজি
Ο গ) মেশ টপোলজি
Ο ঘ) ট্রি টপোলজি
সঠিক উত্তর: (খ)
৫৭. নেটওয়ার্কে তার মাধ্যম কোনটি?
Ο ক) কো-এক্সিয়েল ক্যাবল
Ο খ) ব্লুটুথ
Ο গ) ইনফ্রারেড
Ο ঘ) রেডিও ওয়েভ
সঠিক উত্তর: (ক)
৫৮. একটি সত্যিকার কম্পিউটার নেটওয়ার্কে সাধারণত কতটি কম্পিউটার থাকতে পারে?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) অনেক
সঠিক উত্তর: (ঘ)
৫৯. তথ্য সবার কাছে পৌঁছে দেওয়া সহজ হয়েছে কোনটির প্রভাবে?
Ο ক) ডেটা
Ο খ) মোবাইল
Ο গ) সমাজের
Ο ঘ) নেটওয়ার্ক
সঠিক উত্তর: (ঘ)
৬০. Drop box ব্যবহার করতে নিচের কোনটি প্রয়োজন?
Ο ক) ই-মেইল
Ο খ) ইন্টারনেট সংযোগ
Ο গ) মোবাইল
Ο ঘ) টপোলজি
সঠিক উত্তর: (খ)
৬১. নেটওয়ার্কের সবচেয়ে বড় ব্যবহার কোনটি?
Ο ক) তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করা
Ο খ) তথ্য প্রসেসিং করা
Ο গ) তথ্য সংগ্রহ করা
Ο ঘ) বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া
সঠিক উত্তর: (ক)
৬২. নিচের কোন টপোলজি অত্যন্ত ব্যয়বহুল?
Ο ক) মেশ
Ο খ) বাস
Ο গ) রিং
Ο ঘ) স্টার
সঠিক উত্তর: (ক)
৬৩. লোকাল এরিয়া নেটওয়ার্কের অন্তর্ভুক্ত কোনটি?
Ο ক) ব্যান্ডউইথ
Ο খ) ক্লাউড কম্পিউটিং
Ο গ) স্যাটেলাইট
Ο ঘ) স্টার টপোলজি
সঠিক উত্তর: (ঘ)
৬৪. নিচের কোনটি সামাজিক নেটওয়ার্ক?
Ο ক) গুগল
Ο খ) ইয়াহু
Ο গ) রিং
Ο ঘ) টুইটার
সঠিক উত্তর: (ঘ)
৬৫. নেটওয়ার্কের সাথে সম্পর্ক আছে নিচের কোন যন্ত্রটির?
Ο ক) মিডিয়া
Ο খ) রেডিও
Ο গ) খবরের কাগজ
Ο ঘ) টেলিভিশন
সঠিক উত্তর: (ক)
৬৬. তুলনামূরক দাম কম কোনটির?
Ο ক) সুইচ
Ο খ) রাউটার
Ο গ) হাব
Ο ঘ) ব্রিজ
সঠিক উত্তর: (গ)
৬৭. পৃথিবীর তথ্য ভান্ডার কিসের প্রভাবে সবার জন্য উন্মুক্ত?
Ο ক) তথ্য
Ο খ) মোবাইল
Ο গ) কম্পিউটার
Ο ঘ) নেটওয়ার্ক
সঠিক উত্তর: (ঘ)
৬৮. নতুন পৃথিবীর সম্পদ কী?
Ο ক) তথ্য
Ο খ) উপাত্ত
Ο গ) কম্পিউটার
Ο ঘ) ইন্টারনেট
সঠিক উত্তর: (ঘ)
৬৯. কান টপোলজিতে সর্বশেষ সংযুক্ত কম্পিউটারটি প্রথম কম্পিউটারের সাথে যুক্ত থাকে?
Ο ক) রিং
Ο খ) বাস
Ο গ) ট্রি
Ο ঘ) মেশ
সঠিক উত্তর: (ক)
৭০. কোন টপোলজিতে একটি কম্পিউটার দুটো কম্পিউটারের সাথে যুক্ত থাকে?
Ο ক) মেশ টপোলজি
Ο খ) রিং টপোলজি
Ο গ) স্টার টপোলজি
Ο ঘ) ট্রি টপোলজি
সঠিক উত্তর: (খ)
৭১. কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য কি?
Ο ক) তথ্য বিনিময়
Ο খ) টপোলজি তৈরি
Ο গ) সার্ভার রক্ষা করা
Ο ঘ) প্রটোকল তৈরি
সঠিক উত্তর: (ক)
৭২. কোন টপোলজিকে গাছের সাথে তুলনা করা হয়?
Ο ক) স্টার
Ο খ) রিং
Ο গ) ট্রি
Ο ঘ) হাইব্রিড
সঠিক উত্তর: (গ)
৭৩. দুই বা ততোধিক কম্পিউটারের আন্ত:সংযোগকে কী বলে?
Ο ক) কম্পিউটার নেটওয়ার্ক
Ο খ) নেটওয়ার্ক টপোলজি
Ο গ) ইন্টারনেট
Ο ঘ) ই-মেইল
সঠিক উত্তর: (ক)
৭৪. খুব তাড়াতাড়ি একটি কম্পিউটার নেটওয়ার্ক গড়ে তোলা যায় কোন টপোলজিতে?
Ο ক) রিং
Ο খ) স্টার
Ο গ) হাইব্রিড
Ο ঘ) মেশ
সঠিক উত্তর: (খ)
৭৫. কে তথ্য ভান্ডার থেকে তথ্য সংগ্রহ করতে পারে?
Ο ক) সবাই
Ο খ) ক্ষমতাশীল মানুষ
Ο গ) সাধারণ মানুষ
Ο ঘ) সরকার
সঠিক উত্তর: (ক)
৭৬. কাগজের তথ্য খোজার কাজটি- i. নিরানন্দ ii. সময় সাপেক্ষ iii. বিরক্তিকর নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৭৭. ইনফরমেশন শেয়ারিং কী?
Ο ক) তথ্য ভান্ডার
Ο খ) তথ্য সংরক্ষণ
Ο গ) তথ্য বিনিময়
Ο ঘ) তথ্য প্রদান
সঠিক উত্তর: (গ)
৭৮. বৈদ্যুতিক তার নেটওয়ার্কিং এর ক্ষেত্রে কি হিসেবে কাজ করে?
Ο ক) ইউজার
Ο খ) রিসোর্স
Ο গ) মিডিয়া
Ο ঘ) সার্ভার
সঠিক উত্তর: (গ)
৭৯. কোন টপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার অন্য দুটো কম্পিউটারের সাথে যুক্ত থাকে?
Ο ক) মেশ
Ο খ) রিং
Ο গ) স্টার
Ο ঘ) বাস
সঠিক উত্তর: (খ)
৮০. ক্লাউড কম্পিউটিং-এর ক্ষেত্রে কোনটি সম্ভব?
Ο ক) ব্যয় বৃদ্ধি
Ο খ) ব্যয় কমানো
Ο গ) অধিক ক্ষতি থেকে রক্ষা করা
Ο ঘ) দীর্ঘ সময় রক্ষণাবেক্ষণ
সঠিক উত্তর: (খ)
৮১. কোন টপোলজি গোলাকার বৃত্তের মতো?
Ο ক) বাস
Ο খ) স্টার
Ο গ) রিং
Ο ঘ) মেশ
সঠিক উত্তর: (গ)
৮২. হোস্ট কম্পিউটার ব্যবহার করা হয় কোন টপোলজিতে?
Ο ক) রিং
Ο খ) বাস
Ο গ) স্টার
Ο ঘ) মেশ
সঠিক উত্তর: (খ)
৮৩. তথ্যের সুরক্ষা প্রদান কোনটি ব্যবহারে সম্ভব?
Ο ক) মোবাইল
Ο খ) নেটওয়ার্ক
Ο গ) কাগজ
Ο ঘ) ইন্টারনেট
সঠিক উত্তর: (খ)
৮৪. হোস্ট কম্পিউটার কোন টপোলজিতে ব্যবহার করা হয় না?
Ο ক) বাস
Ο খ) ট্রি
Ο গ) স্টার
Ο ঘ) হাইব্রিড
সঠিক উত্তর: (ক)
৮৫. নিচের কোনটি তথ্যপ্রযুক্তির অবদান?
Ο ক) মানুষ
Ο খ) সমাজ
Ο গ) নেটওয়ার্ক
Ο ঘ) সভ্যতা
সঠিক উত্তর: (গ)
৮৬. নেটওয়ার্ক অ্যাডাপ্টর নামে পরিচিত কোনটি?
Ο ক) NIC
Ο খ) Switch
Ο গ) Bridge
Ο ঘ) Hub
সঠিক উত্তর: (ক)
৮৭. কম্পিউটারের সাথে লাগানো প্রিন্টার কি হিসেবে কাজ করে?
Ο ক) মিডিয়া
Ο খ) রিসোর্স
Ο গ) সার্ভার
Ο ঘ) এডপ্টার
সঠিক উত্তর: (খ)
৮৮. রিসোর্সগুলো হচ্ছে- i. তথ্য ii. ফ্যাক্স মেশিন iii. সিডিরম ড্রাইভ নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৮৯. নেটওয়ার্কের দক্ষতা নির্ভর করে কীসের ওপর?
Ο ক) Hub
Ο খ) Switch
Ο গ) NIC
Ο ঘ) Bridge
সঠিক উত্তর: (গ)
৯০. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে সঠিক সেবা পেতে প্রয়োজন-
i. হার্ডওয়্যার
ii. সফটওয়্যার
iii. দক্ষ লোক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯১. সার্ভারের কাজ কোনটি?
Ο ক) সেবা প্রদান করা
Ο খ) সেবা গ্রহণ করা
Ο গ) সেবা নেওয়া ও সেবা প্রদান করা
Ο ঘ) সমস্ত ক্লায়েন্টকে তার সেবা থেকে দূরে রাখা
সঠিক উত্তর: (ক)
৯২. তথ্য সংরক্ষণ করা হয় কোথায়?
Ο ক) হার্ডওয়্যারে
Ο খ) ডেটাবেসে
Ο গ) টপোলজিতে
Ο ঘ) হাবে
সঠিক উত্তর: (খ)
৯৩. বিভিন্ন কম্পিউটার কোনো যোগাযোগ ব্যবস্থা দ্বারা যুক্ত থাকলে তাকে কি বলে?
Ο ক) Client
Ο খ) ইউজার
Ο গ) প্রটোকল
Ο ঘ) কম্পিউটার নেটওয়ার্ক
সঠিক উত্তর: (ঘ)
৯৪. Drop box কী?
Ο ক) একটি হার্ডওয়্যার
Ο খ) একটি ওয়েব ব্রাউজার
Ο গ) একটি সেবা যা তথ্য সংরক্ষণ করে
Ο ঘ) একটি মোবাইলের নাম
সঠিক উত্তর: (গ)
৯৫. নেটওযার্কর্ভুক্ত কম্পিউটারসমূহের অবস্থানগত এবং সংযোগ বিন্যাসকে কী বলে?
Ο ক) ডিভাইস
Ο খ) টপোলজি
Ο গ) ইন্টারনেট
Ο ঘ) মিডিয়া
সঠিক উত্তর: (খ)
৯৬. ক্লাউড কম্পিউটিং ব্যবহৃত হয় যে ওয়েবসাইটগুলোতে তা হলো-
i. Pipilika
ii. google
iii. bing
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৯৭. যে টপোলজিতে কম্পিউটারগুলো লজিক্যাল বৃত্তের মতো সাজানো থাকে তাকে কী বলে?
Ο ক) বাস টপোলজি
Ο খ) রিং টপোলজি
Ο গ) স্টার টপোলজি
Ο ঘ) মেশ টপোলজি
সঠিক উত্তর: (খ)
৯৮. তথ্য কাদের জন্য উন্মুক্ত?
Ο ক) বিশেষ কোনো প্রতিষ্ঠানের জন্য
Ο খ) সবার জন্য
Ο গ) নিজেদের জন্য
Ο ঘ) সরকারের জন্য
সঠিক উত্তর: (খ)
মাহী, অর্ণব ও সামী তিন ভাই। তাদের বাসায় মোট ৪টি কম্পিউটার ও একটি প্রিন্টার আছে। তাদের বাসায় নেটওয়ার্ক স্থাপনের জন্য জামীকে ডেকে নিয়ে গেল। জামী তাদের বাসায় একটি নেটওয়ার্ক স্থাপন করে দিল এবং প্রিন্টারটি মাহীর কম্পিউটারে সংযোগ করে শেয়ার করে দিল।
৯৯. উক্ত নেটওয়ার্কে বসে সামী একই সময়ে কয়টি কম্পিউটার ব্যবহার করতে পারবে?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
সঠিক উত্তর: (ঘ)
১০০. প্রিন্টার দিয়ে-
i. সামী প্রিন্ট করতে পারবে
ii. মাহী প্রিন্ট করতে পারবে
iii. অর্ণব প্রিন্ট করতে পারবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
JSC ICT