জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ৯ম(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ৯ম(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. বাংলাদেশের জনসংখ্যানীতির মূল লক্ষ্য হিসেবে দেশের প্রবীণ জনগোষ্ঠীর জন্যে নিশ্চিত করা হয়-
i. নিরাপত্তা
ii. স্বাস্থ্য সেবা
iii. প্রয়োজনীয় খাদ্য
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৫২. সম্পদ যেখানে সীমিত সেখানে একটি দেশের বিশাল জনসংখ্যা তার জন্য বিরাট সমস্যা হয়ে দাঁড়ায়-উক্ত বাক্যটি কোন দেশের জন্য প্রযোজ্য?
Ο ক) বাংলাদেশ
Ο খ) ভারত
Ο গ) ভুটান
Ο ঘ) মিয়ানমার
 সঠিক উত্তর: (ক)

 ৫৩. বাংলাদেশ সরকার কত সালের মধ্যে নিরক্ষরতা দূর করতে অঙ্গীকারবদ্ধ?
Ο ক) ২০০৯
Ο খ) ২০১০
Ο গ) ২০১৪
Ο ঘ) ২০১৫
 সঠিক উত্তর: (গ)

 ৫৪. তথ্য প্রযুক্তি ক্ষেত্রে কোন দেশ বেশ এগিয়ে আছে?
Ο ক) ভারত
Ο খ) নেপাল
Ο গ) ভুটান
Ο ঘ) বাংলাদেশ
 সঠিক উত্তর: (ক)

 ৫৫. জনসংখ্যা নীতিতে থানা ও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে সরবরাহ নিশ্চিত করা-
i. সার্বক্ষণিক ডাক্তারের
ii. সার্বক্ষণিক আইনের
iii. সার্বক্ষণিক নার্সের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৫৬. বেসরকারি সংস্থাগুলো কোন পদ্ধতি গ্রহণে জনগণকে উদ্বগ্ধ করার জন্যে কাজ করছে?
Ο ক) পরিবার পরিকল্পনা
Ο খ) জনসংখ্যা নিয়ন্ত্রণ
Ο গ) টিকাদান
Ο ঘ) শিশু মৃত্যু হ্রাস
 সঠিক উত্তর: (ক)

 ৫৭. নারীরা বর্তমানে বেশি সংখ্যায় অংশ নিচ্ছে-
i. পোশাক শিল্পে
ii. কুটির শিল্পে
iii. কারু শিল্পে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৮. কীসের উন্নতির ফলে এদেশে বিগত বছরগুলোর তুলনায় শিশু ও মাতৃমৃত্যুর হার কমে এসেছে?
Ο ক) চিকিৎসা ব্যবস্থার
Ο খ) শিক্ষা ব্যবস্থার
Ο গ) যোগাযোগ ব্যবস্থার
Ο ঘ) খাদ্য ব্যবস্থার
 সঠিক উত্তর: (ক)

 ৫৯. বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার-
Ο ক) অনেকটা কমেছে
Ο খ) কিছুটা কমেছে
Ο গ) মোটেও কমেনি
Ο ঘ) বৃদ্ধি পেয়েছে
 সঠিক উত্তর: (খ)

 ৬০. বাংলাদেশের জনসংখ্যা নীতির কাঙ্ক্ষিত লক্ষ্য হলো-
i. বর্তমান নাগরিকদের জীবনমান উন্নয়ন
ii. ভবিষ্যৎ নাগরিকদের জীবনমান উন্নয়ন
iii. বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জীবনমানের উৎকর্ষ সাধন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬১. যে কারণে আগের তুলনায় বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কিছুটা কমে এসেছে-
i. বিদেশি সহায়তা
ii. পরিবার পরিকল্পনা কার্যক্রম
iii. মানুষের ক্রমবর্ধমান সচেতনতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৬২. সরকার কত সালের মধ্যে সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ?
Ο ক) ২০১২ সাল
Ο খ) ২০১৫ সাল
Ο গ) ২০২০ সাল
Ο ঘ) ২০২১ সাল
 সঠিক উত্তর: (খ)

 ৬৩. বিশাল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের ক্ষেত্রে আমরা কোন দেশের উদাহরণ দিতে পারি?
Ο ক) ভারত
Ο খ) চীন
Ο গ) পাকিস্তান
Ο ঘ) মায়ানমার
 সঠিক উত্তর: (খ)

 ৬৪. দেশে প্রবীণ জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কেন?
Ο ক) পুষ্টিকর খাবারের উৎপাদন বাড়ায়
Ο খ) প্রবীণরা নিয়মিত ব্যায়াম করায়
Ο গ) প্রজনন ও মৃত্যুহার কমে যাওয়ায়
Ο ঘ) পারিবারিক সেবা অধিক পাওয়ায়
 সঠিক উত্তর: (গ)

 ৬৫. বাংলাদেশের জনসংখ্যানীতির উদ্দেশ্য হলো প্রজনন স্বাস্থসেবার ব্যবস্থা করা-
i. দরিদ্র জনগোষ্ঠীর
ii. বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের
iii. সর্বস্তরের মানুষের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৬৬. প্রতি বছর কোন তারিখ বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদযাপন করা হয়?
Ο ক) ২ রা ফেব্রুয়ারি
Ο খ) ২১ শে ফেব্রুয়ারি
Ο গ) ৮ই মার্চ
Ο ঘ) ১লা মে
 সঠিক উত্তর: (ক)

 ৬৭. এদেশে বিগত বছরগুলোর তুলনায় শিশু ও মাতৃমৃত্যু হার কমে এসছে কেন?
Ο ক) পুষ্টিকর খাদ্যের দাম কমায়
Ο খ) শিক্ষার হার বাড়ায়
Ο গ) চিকিৎসা পদ্ধতি উন্নত হওয়ায়
Ο ঘ) সচেতনতা বৃদ্ধি পাওয়ায়
 সঠিক উত্তর: (গ)

 ৬৮. হাঁস-মুরগি পালন, মাছের চাষ প্রভৃতির ধরন কোনটি?
Ο ক) ব্যয় বৃদ্ধিমূলক প্রকল্প
Ο খ) পুষ্টিবর্ধক প্রকল্প
Ο গ) আয় বৃদ্ধিমূলক প্রকল্প
Ο ঘ) সৌখিন প্রকল্প
 সঠিক উত্তর: (গ)

 ৬৯. জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার ক্ষেত্রে সাফল্য দেখিয়েছে আমাদের প্রতিবেশি দেশ-
i. ভারত
ii. পাকিস্তান
iii. শ্রীলঙ্কা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৭০. সরকার প্রাথমিক ও গণশিক্ষাকে অগ্রাধিকার দিয়েছে কেন?
Ο ক) উচ্চ শিক্ষার হার বৃদ্ধি
Ο খ) মাথাপিছু আয় বৃদ্ধি
Ο গ) নিরক্ষরতা দূরীকরণ
Ο ঘ) স্বাস্থ্য রক্ষা
 সঠিক উত্তর: (গ)

 ৭১. জনসংখ্যাকে সম্পদে রূপান্তরিত করার কৌশল-
i. দক্ষতা বৃদ্ধি ও প্রশিক্ষণমূলক কার্যক্রম সম্প্রসারণ
ii. দক্ষ জনশক্তিকে বিদেশে রপ্তানি করা
iii. ক্ষুদ্র ও কুটির শিল্পের বিস্তার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭২. এদেশে বিগত জনসংখ্যা আয়তনের তুলনায় বেশি?
Ο ক) ভারত
Ο খ) রাশিয়া
Ο গ) ইন্দোনেশিয়া
Ο ঘ) বাংলাদেশ
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৩. কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা প্রকল্পের আওতায় যে সেবা প্রদান করা হয় তা হলো-
i. বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
ii. ইনজেকশন
iii. পুষ্টি শিক্ষা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৭৪. বাংলাদেশ সরকার কোন শক্তিকে সম্পদে রূপান্তরের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে?
Ο ক) নারীশক্তিকে
Ο খ) জনশক্তিকে
Ο গ) প্রাকৃতিক শক্তিকে
Ο ঘ) যুবশক্তিকে
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৫. শিশুমৃত্যুর হার হ্রাসে সাফল্য অর্জনের জন্য কত সালে জাতিসংঘ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পুরস্কার তুলে দেন?
Ο ক) ১৯৯৭ সালে
Ο খ) ১৯৯৯ সালে
Ο গ) ২০০৯ সালে
Ο ঘ) ২০১০ সালে
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৬. যেভাবে শিশু ও নারীর অপুষ্টির হার কমিয়ে আনা সম্ভব-
Ο ক) শিশু ও নারীকে হাসপাতালে রেখে
Ο খ) শিশু ও নারীকে বাড়িতে সেবা করে
Ο গ) প্রজনন স্বাস্থ্যসেবা জোরদার করে
Ο ঘ) শিশু ও নারীকে দুধ পান করিয়ে
 সঠিক উত্তর: (গ)

 ৭৭. কোনটি সচেতনতামূলক কার্যক্রম?
Ο ক) নিউজলেটার
Ο খ) নাটক
Ο গ) সিনেমা
Ο ঘ) শর্ট ফিল্ম
 সঠিক উত্তর: (ক)

 ৭৮. পরিকল্পিত পরিবারের কতজন সন্তান থাকে?
Ο ক) ১ জন
Ο খ) ২ জন
Ο গ) ৩ জন
Ο ঘ) ৪ জন
 সঠিক উত্তর: (খ)

 ৭৯. উপযুক্ত পরিকল্পনা নিয়ে জনসংখ্যাকে কীসে পরিণত করা যায়?
Ο ক) সুযোগ্য নাগরিক হিসেবে
Ο খ) সচেতন মানুষ হিসেবে
Ο গ) আদর্শ মানুষ হিসেবে
Ο ঘ) জনসম্পদে
 সঠিক উত্তর: (ঘ)

 ৮০. মেয়েদের অল্প বয়সে বিয়ে হয় এমন দেশ কোনটি?
Ο ক) আমেরিকা
Ο খ) ইংল্যান্ড
Ο গ) বাংলাদেশ
Ο ঘ) কানাডা
 সঠিক উত্তর: (গ)

 ৮১. আমাদের দেশে মেয়েদের বিবাহের গড় বয়স বৃদ্ধি পেলেও কত বছরের নিচে রয়েছে?
Ο ক) ১৮
Ο খ) ১৯
Ο গ) ২০
Ο ঘ) ২১
 সঠিক উত্তর: (খ)

 ৮২. কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
Ο ক) জনসম্পদ
Ο খ) খনিজ সম্পদ
Ο গ) কৃষিজ সম্পদ
Ο ঘ) শিল্প সম্পদ
 সঠিক উত্তর: (ক)

 ৮৩. প্রতি বছর কোন তারিখ বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস উদ্‌যাপন করা হয়?
Ο ক) ২রা ফেব্রুয়ারি
Ο খ) ২১শে ফেব্রুয়ারি
Ο গ) ৮ই মার্চ
Ο ঘ) ১লা মে
 সঠিক উত্তর: (ক)

 ৮৪. বাংলাদেশের জনসংখ্যা নিয়ন্ত্রণে যে পর্যায়ে এনজিও ভূমিকা পালন করে-
i. স্থানীয়
ii. আন্তর্জাতিক
iii. জাতীয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৫. কোনটি প্রশিক্ষণমূলক কার্যক্রম?
Ο ক) পুষ্টি বিষয়ক শিক্ষা
Ο খ) বাল্য বিবাহ রোধ
Ο গ) ইনজেকশন দেওয়া
Ο ঘ) মা ও শিশুর স্বাস্থ্য সেবা
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৬. জনসংখ্যাকে সম্পদে পরিণত করার কৌশল হলো-
i. জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলা
ii. স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের প্রসার
iii. কর্মমুখী শিক্ষার প্রসার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৭. এদেশটির অতি দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধি লাভের পূর্বশর্ত হলো-
Ο ক) তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান
Ο খ) খনিজ দ্রব্য আহরণ
Ο গ) বিশ্বব্যাংকের শেয়ার ক্রয়
Ο ঘ) উন্নত দেশে শ্রমিক পাঠানো
 সঠিক উত্তর: (ক)

 ৮৮. জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করার উপায় কোনটি?
Ο ক) দক্ষতা বাড়ানোর সুযোগ সৃষ্টি
Ο খ) বেকার ভাতা প্রদানের সুযোগ সৃষ্টি
Ο গ) শিল্প স্থাপনের সুযোগ সৃষ্টি
Ο ঘ) বিদেশে প্রেরণের সুযোগ সৃষ্টি
 সঠিক উত্তর: (ক)

 ৮৯. কোন দেশের জনসংখ্যা আয়তনের তুলনায় বেশি?
Ο ক) ভারত
Ο খ) রাশিয়া
Ο গ) ইন্দোনেশিয়া
Ο ঘ) বাংলাদেশ
 সঠিক উত্তর: (ঘ)

 ৯০. টিকাদান কোন ধরনের কার্যক্রম?
Ο ক) প্রশিক্ষণ কার্যক্রম
Ο খ) সচেতনতা কার্যক্রম
Ο গ) কমিউনিটি ভিত্তিক প্রকল্প
Ο ঘ) ধর্মীয় নেতাদের উদ্বুদ্ধকরণ কর্মসূচি
 সঠিক উত্তর: (ক)

 ৯১. বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা ও গণশিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে কেন?
Ο ক) নিরক্ষরতা দূরীকরণসহ শিক্ষার হার বৃদ্ধির জন্য
Ο খ) বৈদেশিক অনুদানকে কাজে লাগানোর জন্য
Ο গ) দাতা সংস্থার মনোযোগ আকৃষ্টের জন্য
Ο ঘ) বহির্বিশ্বে পরিচিতি পাওয়ার জন্য
 সঠিক উত্তর: (ক)

 ৯২. সরকার কর্তৃক গৃহীত আমাদের দেশের জনসংখ্যাকে সম্পদে পরিণত করার অন্যতম কৌশলটি হলো-
i. প্রযুক্তি ও কারিগরি শিক্ষার প্রসার
ii. নারীশিক্ষার প্রসার
iii. সম্পদভিত্তিক সমাজ গড়ে তোলা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৯৩. জনসংখ্যা উন্নয়নে যে পরিকল্পনা গৃহীত হয় তাকে কী বলে?
Ο ক) পরিবার পরিকল্পনা
Ο খ) উন্নয়ন পরিকল্পনা
Ο গ) জনসংখ্যা নীতি
Ο ঘ) পরিবেশ নীতি
 সঠিক উত্তর: (গ)

 ৯৪. দেশ দ্রুত অর্থনৈতিক সমৃদ্ধির পথে এগিয়ে যাবে-
i. উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা করলে
ii. কারিগরি শিক্ষার ব্যবস্থা করলে
iii. অধিক সদস্যের গঠনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৯৫. আমেরিকায় প্রতি বর্গকিলোমিটারে কত জন লোক বাস করে?
Ο ক) ৩০জন
Ο খ) ৩২ জন
Ο গ) ৩৫ জন
Ο ঘ) ৩৭ জন
 সঠিক উত্তর: (খ)

 ৯৬. প্রশিক্ষণের ব্যাখ্যা হলো-
Ο ক) হাতে-কলমে শিক্ষা প্রদান
Ο খ) একাডেমিক শিক্ষা প্রদান
Ο গ) বিশেষ বিষয়ে শিক্ষা প্রদান
Ο ঘ) যেকোনো বিষয়ে শিক্ষা প্রদান
 সঠিক উত্তর: (ক)

 ৯৭. বেরকারি সংস্থাসমূহের গুরুত্বপূর্ণ কার্যক্রম হচ্ছে-
i. জনসংখ্যা নিয়ন্ত্রণ
ii. পরিবার পরিকল্পনা
iii. শিশু মৃত্যু হ্রাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: এলিজা আক্তার আবালপুর গ্রামে একটি এনজিও-এর কর্মী হিসেবে গ্রামের মা ও শিশুদের স্বাস্থ্য, শিক্ষা সম্পর্কে বিভিন্ন উপকরণের মাধ্যমে ধারণা দিয়ে থাকেন। এলিজার বাবা ধর্মীয় ব্যক্তি হলেও পরিবার পরিকল্পনা সম্পর্কে এলিজার মাধ্যমে ধারণা পাল্টিয়েছেন।

৯৮. এলিজা আক্তার কী ধরনের প্রতিষ্ঠানে কর্মরত আছেন?
Ο ক) সামরিক সংস্থা
Ο খ) আধা সরকারি সংস্থা
Ο গ) সরকারি সংস্থা
Ο ঘ) বেরকারি সংস্থা
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৯. এলিজা কোন প্রকল্পের আওতায় কাজ করছেন?
Ο ক) বাল্যবিবাহ নিরোধ
Ο খ) পরিবার পরিকল্পনা
Ο গ) প্রশিক্ষণ প্রকল্প
Ο ঘ) পুনর্বাসন প্রকল্প
 সঠিক উত্তর: (খ)

 ১০০. এলিজা আক্তার গ্রামের মা ও শিশুদের স্বাস্থ্য ধারণা দিতে উপকরণ হিসেবে দিয়েছিল-
i. ক্যালেন্ডার
ii. পোস্টার
iii. বস্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post