জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ৯ম(১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ৯ম(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. যে কারণে বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কমে এসেছে-
i. শিক্ষার হার বৃদ্ধি
ii. ব্যাপক শহরায়ন
iii. পরিবার পরিকল্পনা কর্মসূচির উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ২. ছেলে হোক মেয়ে হোক ক’টি সন্তান যথেষ্ট?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
 সঠিক উত্তর: (খ)

 ৩. মুন্নী ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে। সে ২০০ টাকা হারে উপবৃত্তি পায়। সে কোন শ্রেণি পর্যন্ত এ উপবৃত্তি পাবে?
Ο ক) ১০ম
Ο খ) দ্বাদশ
Ο গ) ৮০
Ο ঘ) ৫ম
 সঠিক উত্তর: (খ)

 ৪. গ্রাম ও শহরের দরিদ্র জনগোষ্ঠীকে কোনটি গ্রহণে উৎসাহ দেওয়া হয়?
Ο ক) প্রশিক্ষণ কার্যক্রম
Ο খ) সচেতনতা কার্যক্রম
Ο গ) পরিবার পরিকল্পনা পদ্ধতি
Ο ঘ) ইনজেকশন ও পুষ্টি শিক্ষা
 সঠিক উত্তর: (গ)

 ৫. দেশের কোন অবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে জনসংখ্যানীতি প্রণয়ন করা হয়?
Ο ক) অর্থনৈতিক
Ο খ) রাজনৈতিক
Ο গ) সামাজিক
Ο ঘ) আর্থ-সামাজিক
 সঠিক উত্তর: (ঘ)

 ৬. কোন ক্ষেত্রে সাফল্য লাভের জন্যে বাংলাদেশ ২০১০ সালে জাতিসংঘ পুরুস্কার লাভ করেছে?
Ο ক) নারী শিক্ষার হার বৃদ্ধি
Ο খ) জনসংখ্যা হ্রাস
Ο গ) সাক্ষরতার হার বৃদ্ধি
Ο ঘ) শিশুমৃত্যু হ্রাস
 সঠিক উত্তর: (ঘ)

 ৭. গ্রাম ও শহরে কাদের জন্য সহজলভ্য পরিবার পরিকল্পনা ও অত্যাবশ্যক স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করা প্রয়োজন?
Ο ক) সকলের জন্য
Ο খ) উচ্চবিত্তদের জন্য
Ο গ) শিক্ষিতদের জন্য
Ο ঘ) দরিদ্র মানুষের জন্য
 সঠিক উত্তর: (ঘ)

 ৮. সমাজের র্সবস্তরের মানুষের পরিচয় কোনটি?
Ο ক) চাকরিজীবী
Ο খ) ব্যবসায়ী
Ο গ) আমজনতা
Ο ঘ) কৃষক-শ্রমিক
 সঠিক উত্তর: (গ)

 ৯. নিরক্ষরতা দূরীকরণ ও শিক্ষার হার বাড়ানোর জন্যে অগ্রাধিকার দেওয়া হয়েছে-
i. প্রাথমিক শিক্ষাকে
ii. গণশিক্ষাকে
iii. স্বাক্ষরতা কর্মসূচিকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১০. বাংলাদেশে জনসংখ্যাকে সম্পদে পরিণত করার উপায় হচ্ছে-
i. শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ
ii. কৃষি, শিল্প এবং তথ্য যোগাযোগ প্রযুক্তির অগ্রাধিকার
iii. দক্ষ জনশক্তিকে বিদেশে রপ্তানি করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ১১. মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ও উচ্চতর প্রশিক্ষণের জন্যে বৃত্তির ব্যবস্থা করে উন্নত দেশে পাঠানো যায়-
i. ব্যক্তিগত উদ্যোগে
ii. বেসরকারি উদ্যোগে
iii. সরকারি উদ্যোগে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ১২. ক্ষুদ্র ঋণের মাধ্যমে যাদের কর্মসংস্থান সম্ভব-
Ο ক) শহুরে নারীদের
Ο খ) উপজাতিদের
Ο গ) গ্রামীণ নারীদের
Ο ঘ) সকলের
 সঠিক উত্তর: (গ)

 ১৩. সরকার কোন শিক্ষা প্রসারের জন্যে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে?
Ο ক) শিশু শিক্ষা
Ο খ) নারী শিক্ষা
Ο গ) বয়স্ক শিক্ষা
Ο ঘ) গণ শিক্ষা
 সঠিক উত্তর: (খ)

 ১৪. বর্তমান বিশ্বে সর্বাধিক গুরুত্বপূর্ণ সম্পদ কোনটি?
Ο ক) জ্বালানি শক্তি
Ο খ) জনশক্তি
Ο গ) দৈবশক্তি
Ο ঘ) পারমাণবিক শক্তি
 সঠিক উত্তর: (খ)

 ১৫. নারী শিক্ষার প্রসারে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ কোনটি?
Ο ক) নারী শিক্ষক নিয়োগ
Ο খ) নতুন বিদ্যালয় নির্মাণ
Ο গ) শিক্ষাক্ষেত্র বাজেট বৃদ্ধি
Ο ঘ) মেয়েদের উপবৃত্তি প্রদান
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬. পরস্পর সম্পর্কিত ধারণা কোনটি?
Ο ক) জনসংখ্যা ও জনসম্পদ
Ο খ) জনসংখ্যা বাংলাদেশ
Ο গ) জনসংখ্যা ও বহির্বিশ্ব
Ο ঘ) রাস্তাঘাট ও জনসম্পদ
 সঠিক উত্তর: (ক)

 ১৭. নারীশিক্ষার প্রসারের লক্ষ্যে বর্তমান সরকারের গৃহীত পদক্ষেপটি হলো-
i. ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত উপবৃত্তি
ii. প্রাথমিক থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত বিনামূল্যে বই প্রদান
iii. উচ্চমাধ্যমিক পর্যায়ে বৃত্তি প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮. রফিকের বয়স ২০ বছর, কিন্তু সে নিরক্ষর। সাক্ষর জ্ঞান লাভের জন্যে যে কোন কার্যক্রমের সাহায্য নিতে পারে?
Ο ক) গণশিক্ষা
Ο খ) প্রাথমিক শিক্ষা
Ο গ) বহুমুখী শিক্ষা
Ο ঘ) কারিগরি শিক্ষা
 সঠিক উত্তর: (ক)

 ১৯. বাংলাদেশ সরকার কত সালের মধ্যে নিরক্ষতা দূর করতে অঙ্গীকারবদ্ধ?
Ο ক) ২০০৯
Ο খ) ২০১০
Ο গ) ২০১৪
Ο ঘ) ২০১৫
 সঠিক উত্তর: (গ)

 ২০. জনসংখ্যার দিক থেকে বাংলাদেশকে যা বলা বাঞ্ছনীয়-
Ο ক) কাম্য জনসংখ্যার দেশ
Ο খ) অধিক জনসংখ্যার দেশ
Ο গ) কম জনসংখ্যার দেশ
Ο ঘ) পরিকল্পিত জনসংখ্যার দেশ
 সঠিক উত্তর: (খ)

 ২১. যে দেশটি তাদের বিশাল জনশক্তিকে সম্পদে পরিণত করতে সক্ষম হয়েছে-
Ο ক) পাকিস্তান
Ο খ) মায়ানমার
Ο গ) বাংলাদেশ
Ο ঘ) ভারত
 সঠিক উত্তর: (ঘ)

 ২২. আমেরিকার তথ্যপ্রযুক্তি খাতের কত ভাগ ভারতীয় দক্ষ জনশক্তির ওপর নির্ভরশীল?
Ο ক) ২০ ভাগ
Ο খ) ২৩ ভাগ
Ο গ) ২৫ ভাগ
Ο ঘ) ২৭ ভাগ
 সঠিক উত্তর: (খ)

 ২৩. বাংলাদেশে প্রতি বর্গকিলোমিটারে কতজন লোক বাস করে?
Ο ক) ৮৯৩ জন
Ο খ) ৮৯৭ জন
Ο গ) ৯৫০ জন
Ο ঘ) ১০১৫ জন
 সঠিক উত্তর: (ঘ)

 ২৪. সরকার নাগরিকদের কোন ধরনের সেবা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে?
Ο ক) স্বাস্থ্যসেবা
Ο খ) চিকিৎসাসেবা
Ο গ) প্রযুক্তিগত সেবা
Ο ঘ) পুষ্টিবিষয়ক সেবা
 সঠিক উত্তর: (খ)

 ২৫. কোনটি একটি দেশের জন্য কখনও বোজা আবার কখনও সম্পদ?
Ο ক) স্বাস্থ্যখাত
Ο খ) রপ্তানি খাত
Ο গ) জনসংখ্যা
Ο ঘ) রেমিটেন্স
 সঠিক উত্তর: (গ)

 ২৬. আমেরিকার তথ্যপ্রযুক্তি খাতে শতকরা কত ভাগ ভারতীয় দক্ষ জনশক্তির ওপর নির্ভরশীল?
Ο ক) ২০ ভাগ
Ο খ) ২১ ভাগ
Ο গ) ২২ ভাগ
Ο ঘ) ২৩ ভাগ
 সঠিক উত্তর: (ঘ)

 ২৭. কিসের অনুপাতে বাংলাদেশের জনসংখ্যা আয়তনের তুলনায় অধিক?
Ο ক) শিক্ষার হার
Ο খ) দক্ষতা
Ο গ) ভূমির
Ο ঘ) অর্থসম্পদ
 সঠিক উত্তর: (গ)

 ২৮. বর্তমান সরকার যে শক্তিকে সম্পদে রূপান্তরের পরিকল্পনা গ্রহণ করেছে-
Ο ক) জনশক্তিকে
Ο খ) নারীশক্তিকে
Ο গ) যুবশক্তিকে
Ο ঘ) শিশুশক্তিকে
 সঠিক উত্তর: (গ)

 ২৯. একটি দেশের উন্নয়নের সঙ্গে কোনটি জড়িত?
Ο ক) জনসংখ্যা
Ο খ) পরিবেশ
Ο গ) প্রশিক্ষণ আয়
Ο ঘ) মাথাপিছু আয়
 সঠিক উত্তর: (ক)

 ৩০. যে দুটি ধারণা একে অপরের সাথে সম্পর্কিত তা হলো-
i. জনসংখ্যা
ii. উন্নয়ন
iii. পরিবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৩১. সরকার নাগরিকদের কোন ধরনের সেবা নিশ্চিত করার পরিকল্পনা নিয়েছে?
Ο ক) তথ্য সেবা
Ο খ) চিকিৎসা সেবা
Ο গ) প্রযুক্তিগত সেবা
Ο ঘ) পুষ্টিবিষয়ক সেবা
 সঠিক উত্তর: (খ)

 ৩২. জনসংখ্যা ও উন্নয়ন এ দুটি ধারণা-
Ο ক) একে অপরের সঙ্গে সম্পর্কিত
Ο খ) একে অপরের প্রতিরূপ
Ο গ) একে অপরের প্রতিচ্ছবি
Ο ঘ) একে অপরের বিপরীত
 সঠিক উত্তর: (ক)

 ৩৩. অদক্ষ জনশক্তি বলতে যা বোঝায়-
Ο ক) কিশোর বয়সী জনশক্তি
Ο খ) যুবক বয়সের জনশক্তি
Ο গ) প্রশিক্ষণবিহীন জনশক্তি
Ο ঘ) কর্মহীন জনশক্তি
 সঠিক উত্তর: (গ)

 ৩৪. বাংলাদেশের জনসংখ্যানীতির মূল লক্ষ্য অনুসারে দেশের কোন পর্যন্ত নারী ও শিশুদের স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হয়েছে?
Ο ক) গ্রাম
Ο খ) ইউনিয়ন
Ο গ) জেলা
Ο ঘ) বিভাগ
 সঠিক উত্তর: (খ)

 ৩৫. কীসের উপর একটি দেশের উন্নয়নে অনেকখানি নির্ভর করে?
Ο ক) নারী শিক্ষার
Ο খ) জনসংখ্যানীতির
Ο গ) জনসংখ্যার
Ο ঘ) প্রযুক্তির
 সঠিক উত্তর: (গ)

 ৩৬. কোনটি নিয়ন্ত্রণে বেসরকারির সংস্থার রয়েছে দক্ষকর্মী?
Ο ক) ডায়াবেটিস
Ο খ) জনসংখ্যা
Ο গ) প্রাকৃতিক দুর্যোগ
Ο ঘ) মহামারি
 সঠিক উত্তর: (খ)

৩৭. বেসরকারি সংস্থাগুলোর বিশেষজ্ঞরা মা ও শিশুর স্বাস্থ্য সেবা, টিকাদান ও পরিবার পদ্ধতি সম্পর্কে জনগণকে প্রশিক্ষিত করছে। এটি তাদের কোন ধরনের কার্যক্রম?
Ο ক) সচেতনতা কার্যক্রম
Ο খ) প্রশিক্ষণ কার্যক্রম
Ο গ) টিকাদান কার্যক্রম
Ο ঘ) পুষ্টি বিষয়ক কার্যক্রম
 সঠিক উত্তর: (খ)

 ৩৮. কোন দেশটি আজ তথ্যপ্রযুক্তিতে অগ্রসর?
Ο ক) বাংলাদেশ
Ο খ) ভারত
Ο গ) পাকিস্তান
Ο ঘ) মায়ানমার
 সঠিক উত্তর: (খ)

 ৩৯. জনসংখ্যা নিয়ন্ত্রণে সরকারি উদ্যোগ হলো-
i. নিরক্ষরতা দূরীকরণ
ii. শিক্ষার হার বাড়ানো
iii. নারী শিক্ষার প্রসার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪০. কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা কোথায় গড়ে উঠেছে?
Ο ক) শুধু শহরে
Ο খ) শুধু গ্রামে
Ο গ) শহর ও গ্রামে
Ο ঘ) হাওড় অঞ্চলে
 সঠিক উত্তর: (গ)

 ৪১. দেশের জনসংখ্যা বিষয়ে জাতীয় পর্যায়ে গৃহীত পরিকল্পনাকে বলা হয়?
Ο ক) জনসংখ্যা কার্যক্রম
Ο খ) জনসংখ্যানীতি
Ο গ) জনসংখ্যা পরিকল্পনা
Ο ঘ) জনসংখ্যা প্রকল্প
 সঠিক উত্তর: (খ)

 ৪২. কোন তারিখে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়?
Ο ক) ১০ জানুয়ারি
Ο খ) ২ ফেব্রুয়ারি
Ο গ) ১১ নভেম্বর
Ο ঘ) ১২ ডিসেম্বর
 সঠিক উত্তর: (খ)

 ৪৩. রহিমা গ্রামের দরিদ্র পরিবারের বধু। সে অন্ত:সত্ত্বা হয়েছে। চিকিৎসার জন্যে সে যাবে-
i. স্বাস্থসেবা কেন্দ্রে
ii. থানা স্বাস্থ্যসেবা কেন্দ্রে
iii. ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৪৪. বেসরকারি সংস্থাগুলো জনগণকে সচেতন করার জন্য যেসব উপকরণ ব্যবহার করে-
i. পোস্টার
ii. ডকুমেন্টারি ফিল্ম
iii. ডায়েরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৫. বেসরকারি সংস্থাগুলো জনগণকে সচেতন করার জন্যে যেসব উপকরণ ব্যবহার করে-
i. নিউজলেটার
ii. ডকুমেন্টারি ফিল্ম
iii. ডায়েরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৬. প্রতিটি থানা ও ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে যা সরবরাহ নিশ্চিত করা হয়েছে-
i. ডাক্তার
ii. নার্স
iii. প্রয়োজনীয় ওষুধ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৭. বাংলাদেশ সরকার কয়টি সন্তানের পরিবার গড়ার জাতীয় লক্ষ্য নির্ধারণ করেছে?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
 সঠিক উত্তর: (খ)

 ৪৮. কোন তারিখে বাংলাদেশে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয়?
Ο ক) ২রা জানুয়ারি
Ο খ) ২রা ফেব্রুয়ারি
Ο গ) ২রা মার্চ
Ο ঘ) ২রা এপ্রিল
 সঠিক উত্তর: (ক)

 ৪৯. আমেরিকার তথ্যপ্রযুক্তি খাত কত ভাগ ভারতীয় দক্ষ জনশক্তির ওপর নির্ভরশীল?
Ο ক) ২০ ভাগ
Ο খ) ২৩ ভাগ
Ο গ) ২৭ ভাগ
Ο ঘ) ৩০ ভাগ
 সঠিক উত্তর: (খ)

 ৫০. রিতা সপ্তম শ্রেণিতে পড়ে। সে সরকার থেকে উপবৃত্তি পায়। রিতা কোন শ্রেণি পর্যন্ত উপবৃত্তি পাবে?
Ο ক) অষ্টম
Ο খ) নবম
Ο গ) দশম
Ο ঘ) দ্বাদশ
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post