জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ৮ম(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ৮ম(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচেয়ে-
Ο ক) বেশি দুর্যোগপ্রবণ এলাকা
Ο খ) কম দুর্যোগপ্রবণ এলাকা
Ο গ) মাঝারি দুর্যোগপ্রবণ এলাকা
Ο ঘ) দুর্যোগমুক্ত এলাকা
 সঠিক উত্তর: (ক)

 ৫২. বাংলাদেশ দুর্যোগপ্রবণ অঞ্চল হওয়ার কারণ কী?
Ο ক) সামাজিক বিশৃঙ্খলা
Ο খ) রাজনৈতিক অস্থিরতা
Ο গ) ভৌগোলিক অবস্থান
Ο ঘ) মানুষের অসাবধানতা
 সঠিক উত্তর: (গ)

 ৫৩. বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হলো-
i. গ্রিন হাউস কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি
ii. গ্রিন হাউস নাইট্রাস অক্সাইডের পরিমাণ বৃদ্ধি
iii. গ্রিন হাউস মিথেন গ্যাসের পরিমাণ বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৪. বাংলাদেশের কোন অঞ্চলটি ভূমিকম্পন প্রবণ এলাকা?
Ο ক) কিশোরগঞ্জ
Ο খ) টাঙ্গাইল
Ο গ) শেরপুর
Ο ঘ) নেত্রকোণা
 সঠিক উত্তর: (খ)

 ৫৫. ভৌগোলিক অবস্থান কোন দুর্যোগ সৃষ্টির সহায়ক?
Ο ক) মানবসৃষ্ট দুর্যোগ
Ο খ) প্রাকৃতিক দুর্যোগ
Ο গ) অভ্যন্তরীণ দুর্যোগ
Ο ঘ) সাংস্কৃতিক দুর্যোগ
 সঠিক উত্তর: (খ)

 ৫৬. ভূমিধসের কারণ হলো-
i. ভারি বৃষ্টিপাত
ii. পাহাড় কেটে ফেলা
iii. বন উজাড় করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৭. ব্যাপকহারে বৃক্ষ নিধনের ফলে বায়ুমন্ডলে কোন গ্যাসের পরিমাণ বেড়ে গেছে?
Ο ক) অক্সিজেন
Ο খ) কার্বন-ডাই-অক্সাইড
Ο গ) মিথেন
Ο ঘ) নাইট্রাস অক্সাইড
 সঠিক উত্তর: (খ)

 ৫৮. জলবায়ুর পরিবর্তনের ফলে-
i. ফসলের উৎপাদন হ্রাস পায়
ii. বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাত হয়
iii. অত্যাধিক খরা হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৯. প্রচন্ডতাপদাহের কারণে কোনো দেশে বৃহৎ বলে অগ্নিকান্ড সংঘটিত হওয়াকে কী বলে?
Ο ক) আগ্নেয়গিরি
Ο খ) দাবানল
Ο গ) ভূমিকম্প
Ο ঘ) সুনামি
 সঠিক উত্তর: (খ)

 ৬০. মনুষ্য সৃষ্ট গ্যাস কোনটি?
Ο ক) অক্সিজেন
Ο খ) মিথেন
Ο গ) সিএফসি
Ο ঘ) কার্বন
 সঠিক উত্তর: (গ)

 ৬১. বিশ্বের তাপমাত্রা নিয়ন্ত্রণে কীসের ভূমিকা গুরুত্বপূর্ণ?
Ο ক) মহাসমুদ্র
Ο খ) হাওর-বাওর
Ο গ) নদীনালা
Ο ঘ) খাল-বিল
 সঠিক উত্তর: (ক)

 ৬২. উষ্ণায়নের ফলে ক্রমাগত উত্তপ্ত হয়ে উঠেছে-
i. বায়ুমন্ডল
ii. পৃথিবী
iii. মঙ্গল গ্রহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৬৩. বর্তমানে বাংলাদেশে শতকরা কত ভাগ বনভূমি রয়েছে?
Ο ক) ১০ ভাগ
Ο খ) ১২ ভাগ
Ο গ) ১৪ ভাগ
Ο ঘ) ১৬ ভাগ
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৪. কোনটিকে তাপবৃদ্ধিকারক গ্যাস বলা হয়?
Ο ক) কার্বন ডাই অক্সাইড
Ο খ) গ্রিন হাউস গ্যাস
Ο গ) মিথেন
Ο ঘ) নাইট্রোজেন
 সঠিক উত্তর: (খ)

 ৬৫. বায়ুর মূল উপাদান হলো- i. নাইট্রোজেন ii. মিথেন iii. অক্সিজেন নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৬৬. পরিবেশের বারসাম্য নষ্ট হচ্ছে-
i. বনায়নের ফলে
ii. বৃক্ষনিধনে
iii. জনসংখ্যার বিস্ফোরণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৬৭. দুর্যোগ কয় ধরনের?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
 সঠিক উত্তর: (ক)

 ৬৮. ওজোন স্তর ক্ষয়ের করিণে ভূপৃষ্ঠে অতিবেগুনি রশ্মির প্রভাব শতকরা কত ভাগ বৃদ্ধি পেয়েছে?
Ο ক) ৩
Ο খ) ৫
Ο গ) ৭
Ο ঘ) ৯
 সঠিক উত্তর: (খ)

 ৬৯. সুনামির অর্থ কী?
Ο ক) ঘূর্ণিঝড়
Ο খ) অতিমাত্রায় ভূমিকম্প
Ο গ) সমুদ্রতীরের ঢেউ
Ο ঘ) জলোচ্ছ্বাস
 সঠিক উত্তর: (গ)

 ৭০. ‘গ্রিন হাউস’ বলতে কী বোঝায়?
Ο ক) সবুজের সমারোহ
Ο খ) সুনির্দিষ্ট একটি মৌলিক গ্যাস
Ο গ) কতকগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত আচ্ছাদন
Ο ঘ) সবুজ চাদর
 সঠিক উত্তর: (গ)

 ৭১. বায়ুমন্ডলের গৌণ গ্যাস হলো-
i. কার্বন-ডাই-অক্সাইড
ii. অক্সিজেন
iii. জলীয় বাষ্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৭২. কোনটি কতকগুলো গ্যাসের সমন্বয়ে গঠিত একটি আচ্ছাদন?
Ο ক) গ্রিনহাউস
Ο খ) বায়ুমন্ডল
Ο গ) ট্রপোস্ফিয়ার
Ο ঘ) ওজোন স্তর
 সঠিক উত্তর: (ক)

 ৭৩. জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ কোনটি?
Ο ক) গ্রিন হাউস গ্যাস
Ο খ) পাহাড়ি ঢল
Ο গ) বৈশ্বিক উষ্ণায়ন
Ο ঘ) সমুদ্রের পানি বৃদ্ধি
 সঠিক উত্তর: (গ)

 ৭৪. পৃথিবীর ফুসফুস হলো-
Ο ক) মানুষ
Ο খ) পাহাড়
Ο গ) মহাসমুদ্র
Ο ঘ) বায়ুমন্ডল
 সঠিক উত্তর: (গ)

 ৭৫. বন কেটে বাড়িঘর নির্মাণ করার ফলে যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে-
i. মনোরম আবাসস্থল
ii. জনবায়ুর ওপর বিরূপ প্রভাব পড়ছে
iii. মরুকরণের ঝুঁকি বাড়ছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৬. বর্তমানে বিশ্বে ব্যাপকহারে কী গড়ে উঠেছে?
Ο ক) জলাশয়
Ο খ) নগর
Ο গ) গ্রাম
Ο ঘ) বনভূমি
 সঠিক উত্তর: (খ)

 ৭৭. গ্রিনহাউস গ্যাসের মধ্যে কোনটি মানুষের সৃষ্টি?
Ο ক) মিথেন
Ο খ) নাইট্রাস
Ο গ) নাইট্রোজেন
Ο ঘ) হ্যালন
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৮. দুর্যোগ কয় ধরনের?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
 সঠিক উত্তর: (খ)

 ৭৯. যার নদীভাঙনের ইতিহাস বিদ্যমান-
Ο ক) পদ্মা
Ο খ) নরসুন্দা
Ο গ) সোয়াইজনি
Ο ঘ) গোড়াউৎরা
 সঠিক উত্তর: (ক)

 ৮০. উষ্ণায়নের কারণে যে রোগের আবির্ভাব ঘটছে-
i. এইডস্‌
ii. ক্যান্সার
iii. চর্মরোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৮১. দুর্যোগের ধরন হলো- i. প্রাকৃতিক ii. রাষ্ট্রীয় iii. মানবসৃষ্ট নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৮২. বর্তমানে বাংলাদেশের বনভূমির শতকরা পরিমাণ কত?
Ο ক) ১০ ভাগ
Ο খ) ১৬ ভাগ
Ο গ) ২৫ ভাগ
Ο ঘ) ২৮ ভাগ
 সঠিক উত্তর: (খ)

 ৮৩. বৈশ্বিক উষ্ণায়নের কারণে যেসব রোগের সৃষ্টি হয় তা হলো-
i. ক্যান্সার
ii. চর্মরোগ
iii. হাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৮৪. জীবনধারণের উপযুক্ত পরিবেশের কারণে বিকাশ ঘটেছে-
i. উদ্ভিদের
ii. প্রাণীর
iii. বিজ্ঞান ও প্রযুক্তির
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৮৫. বাংলাদেশের বনভূমি কম হওয়ার ফলে-
i. খরা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে
ii. নিয়মিত বৃষ্টিপাত হচ্ছে
iii. মরুকরণের ঝুঁকি বাড়ছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৮৬. কোন গাছ বন্যার স্রোত অনেকটা প্রতিরোধ করতে পারে?
Ο ক) কাঁঠাল গাছ
Ο খ) বট গাছ
Ο গ) আম গাছ
Ο ঘ) কলা গাছ
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৭. আকস্মিকভাবে যে দুর্যোগ ঘটে তার নাম কী?
Ο ক) মানব সৃষ্ট দুর্যোগ
Ο খ) তাৎক্ষণিক দুর্যোগ
Ο গ) প্রাকৃতিক দুর্যোগ
Ο ঘ) অপ্রাকৃতিক দুর্যোগ
 সঠিক উত্তর: (গ)

 ৮৮. আমাদের দেশে বর্ষাকালে প্রায়শই ভূমিধস হয়ে ব্যাপক প্রাণহানি ঘটে এমন স্থান কোনটি?
Ο ক) কিশোরগঞ্জ
Ο খ) নেত্রকোণা
Ο গ) ব্রাহ্মণবাড়ীয়া
Ο ঘ) নরসিংদী
 সঠিক উত্তর: (খ)

 ৮৯. কিসের বিস্ময়কর অগ্রগতির মাধ্যমে এ পৃথিবীতে মানুষ তার জীবনকে করে সুখ ও স্বাচ্ছন্দ্যময়?
Ο ক) অর্থনৈতিক অবস্থায়
Ο খ) বিজ্ঞানের
Ο গ) সভ্যতার
Ο ঘ) সংস্কৃতির
 সঠিক উত্তর: (খ)

 ৯০. ২০১১ সালে জাপানের উত্তর-পূর্ব এলাকায় সংঘটিত ভয়াবহ সুনামিতে ভূকম্পনের মাত্রা কত ছিল?
Ο ক) ৭.৯
Ο খ) ৮.২
Ο গ) ৮.৭
Ο ঘ) ৮.৯
 সঠিক উত্তর: (ঘ)

 ৯১. টর্নেডো, সাইক্লোন ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ হওয়ার কারণ কোনটি?
Ο ক) ভূমিকম্প
Ο খ) জলাবদ্ধতা
Ο গ) জলবায়ু পরিবর্তন
Ο ঘ) ঋতু পরিবর্তন
 সঠিক উত্তর: (গ)

 ৯২. কোনটি থেকে এইচসিএফসি গ্যাস উৎপন্ন হয়?
Ο ক) রেফ্রিজারেটর
Ο খ) মোটর গাড়ি
Ο গ) কল কারখানার ধোঁয়া
Ο ঘ) ডিজেল চালিত ইঞ্জিন
 সঠিক উত্তর: (ক)

 ৯৩. বনভূমির বৃক্ষ নিধনের ফলে-
i. বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাচ্ছে
ii. পৃথিবী মরুময় হয়ে যাচ্ছে
iii. সুনামির সৃষ্টি হচ্ছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৯৪. কোনো দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন?
Ο ক) ১৬
Ο খ) ১৯
Ο গ) ২০
Ο ঘ) ২৫
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৫. বাংলাদেশের কোন জেলাটিতে প্রায়ই ভূমিধস হয়ে মানুষের প্রাণহানি ও বাড়িঘর নষ্ট হয়?
Ο ক) বরিশাল
Ο খ) চট্টগ্রাম
Ο গ) যশোর
Ο ঘ) খুলনা
 সঠিক উত্তর: (খ)

 ৯৬. মানব সৃষ্ট দুর্যোগের উদাহরণ কোনটি?
Ο ক) বন্যা
Ο খ) খরা
Ο গ) ঝড়
Ο ঘ) দাঙ্গা
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৭. জলাভূমি ভরাট হওয়ার সাথে সম্পৃক্ত কোনটি?
Ο ক) মৎস্য চাষ বেড়ে যাওয়া
Ο খ) দরিদ্রতা কমে যাওয়া
Ο গ) লোকালয় প্লাবিত হওয়া
Ο ঘ) জনশূন্যতা হ্রাস পাওয়া
 সঠিক উত্তর: (গ)

 উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: তিশা তার বন্ধুকে দুর্যোগ বিষয়ে একটি লেখা ই-মেইল করে। তাতে সে লেখে ২০১১ সালে জাপানের উত্তরপূর্ব এলাকায় ভয়াবহ এক দুর্যোগ সংঘটিত হয়। এ অঞ্চলে ৮.৯ মাত্রার ভূমিকম্পের সৃষ্টি হয়। এ দুর্যোগ টোকিও শহরের প্রায় ৪০০ কিলোমিটার উত্তর-পূর্বে আঘাত হেনেছিল।

৯৮. উদ্দীপকে উল্লিখিত দুর্যোগের নাম কী?
Ο ক) ভূমিধস
Ο খ) বন্যা
Ο গ) সুনামি
Ο ঘ) ঘূর্ণিঝড়
 সঠিক উত্তর: (গ)

 ৯৯. উক্ত দুর্যোগের ক্ষয়ক্ষতি হলো-
i. ইন্টারনেট ব্যবহারে সমস্যা হয়
ii. হাজার হাজার ট্রেনযাত্রী নিখোঁজ হয়
iii. সমুদ্র জাহাজ সমুদ্রগর্ভে তলিয়ে যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ১০০. উক্ত দুর্যোগটি ঘটে-
i. সমুদ্র তলদেশে প্রচন্ড ভূমিকম্প হলে
ii. সমুদ্র তলদেশে অগ্নুৎপাতের ফলে
iii. জোয়ার এলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post