ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ৮ম(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. বায়ুমন্ডলের গৌণ গ্যাসগুলোকে কী বলা হয়?
Ο ক) সি এফ সি
Ο খ) গ্রিনহাউস
Ο গ) এইচসিএফসি
Ο ঘ) ওজোন স্তর
সঠিক উত্তর: (ঘ)
২. বিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতি প্রাকৃতিক পরিবেশকে করেছে-
i. স্বাচ্ছন্দ্যময়
ii. ক্ষতিগ্রস্ত
iii. ভারসাম্যহীন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৩. বর্তমান বিশ্বে ব্যাপক হারে কী গড়ে উঠছে?
Ο ক) বন্দর
Ο খ) নগর
Ο গ) শিল্প
Ο ঘ) কারখানা
সঠিক উত্তর: (খ)
৪. সম্পতি ঢাকায় কোথায় রাসায়নিক গুদাম থেকে সৃষ্ট অগ্নিকান্ডে বহুলোকের প্রাণহানি ঘটেছে?
Ο ক) নিমতলি
Ο খ) গাবতলী
Ο গ) গুলিস্তান
Ο ঘ) লালবাগ
সঠিক উত্তর: (ক)
৫. ভূমিকম্পের সময় কী বন্ধ করতে হবে?
Ο ক) দরজা
Ο খ) জানালা
Ο গ) বৈদ্যুতিক সুইচ
Ο ঘ) রেডিও-টিভি
সঠিক উত্তর: (গ)
৬. আমাদের দেশে অগ্নিকান্ডের কারণ-
i. প্রাকৃতিক
ii. মানুষের অসাবধানতা
iii. দুর্ঘটনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৭. শুকনা খাবার কোনটি?
Ο ক) আটা
Ο খ) গুড়
Ο গ) ময়দা
Ο ঘ) চাল
সঠিক উত্তর: (খ)
৮. মাছের আবাসস্থল কোনটি?
Ο ক) সমভূমি
Ο খ) স্থলভূমি
Ο গ) জলাভূমি
Ο ঘ) শিলাভূমি
সঠিক উত্তর: (গ)
৯. বায়ুমন্ডলে গ্রিন হাউস গ্যাস বাড়ছে-
i. প্রাকৃতিক বিপর্যয়ের কারণে
ii. এয়ার কন্ডিশনারের কারণে
iii. রাসায়নিক সার ও কীটনাশক ব্যব্হারের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১০. মানব সৃষ্ট দুর্যোগ যা করে-
i. জীবনযাত্রা বিপর্যস্ত
ii. সমাজের পরিবর্তন
iii. পরিবেশের ভারসাম্য বিনষ্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১১. বৈশ্বিক উষ্ণতা বাংলাদেশের জনগণের জীবনযাত্রার ওপর কী প্রভাব ফেলবে?
Ο ক) জনসংখ্যা বৃদ্ধি পাবে
Ο খ) মিঠা পানির মাছ বাড়বে
Ο গ) পাহাড় পর্বত সৃষ্টি হবে
Ο ঘ) অনেক জীব বিলুপ্ত হবে
সঠিক উত্তর: (ঘ)
১২. মানুষের দূরদৃষ্টির অভাবে কোন দুর্যোগ সৃষ্টি হয়?
Ο ক) মানবসৃষ্ট দুর্যোগ
Ο খ) প্রাকৃতিক দুর্যোগ
Ο গ) সাংস্কৃতিক দুর্যোগ
Ο ঘ) আকস্মিক দুর্যোগ
সঠিক উত্তর: (ক)
১৩. আমরা জলাভূমি থেকে আগে যে মাছ পেতাম বর্তমানে তা না পাওয়ার কারণ কী?
Ο ক) জনসংখ্যার বৃদ্ধি
Ο খ) জলাভূমি ভরাট হওয়ায়
Ο গ) জলাভূমি পতিত থাকায়
Ο ঘ) মাছের বংশবৃদ্ধি কম হওয়ায়
সঠিক উত্তর: (খ)
১৪. গত এক শতাব্দীতে বায়ুমন্ডলে নাইট্রাস অক্সাইডের পরিমাণ বেড়েছে শতকরা কত ভাগ?
Ο ক) ২৫
Ο খ) ১৭
Ο গ) ১৯
Ο ঘ) ২১
সঠিক উত্তর: (গ)
১৫. দুর্ঘটনাজনিত অগ্নিকান্ড সাধারণত যেখানে ঘটতে পারে-
i. শিল্পকারখানা
ii. দোকানপাট
iii. বাণিজ্যিক প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬. বাংলাদেশে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে-
i. কৃষিজমিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে
ii. ম্যানগ্রোভ ফরেস্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে
iii. শহরে জনসংখ্যার চাপ কমছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১৭. দুর্যোগ পরবর্তী প্রথম করণীয় কী?
Ο ক) খরা মোকাবিলার প্রস্তুতি নেয়া
Ο খ) নদী ভাঙন রোধ করা
Ο গ) আশ্রয়কেন্দ্র তরি করা
Ο ঘ) ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা
সঠিক উত্তর: (ঘ)
১৮. গত এক শতাব্দীতে বায়ুমন্ডলে কার্ব-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়েছে শতকরা কত ভাগ?
Ο ক) ২০
Ο খ) ২৫
Ο গ) ৩০
Ο ঘ) ৩২
সঠিক উত্তর: (খ)
১৯. অধিক উৎপাদনের প্রয়োজনে কৃষিতে যা ব্যবহার করা হয়-
i. সেচ
ii. জৈবসার
iii. কীটনাশক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০. পৃথিবীর ফুসফুস কোনটি?
Ο ক) বঙ্গোপসাগর
Ο খ) ভারতসাগর
Ο গ) মহাসমুদ্র
Ο ঘ) উপসাগর
সঠিক উত্তর: (গ)
২১. কোন দুর্ঘটনাটি মানব সৃষ্ট ও প্রাকৃতিক কারণে ঘটতে পারে?
Ο ক) ভূমিকম্প
Ο খ) অগ্নিকান্ড
Ο গ) যুদ্ধবিগ্রহ
Ο ঘ) নদীভাঙন
সঠিক উত্তর: (খ)
২২. কোন ধরনের বর্জ্য পদার্থ সমুদ্রে নিক্ষেপের কারণে বায়ু দূষিত হয়ে ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করছে?
Ο ক) শিল্প বর্জ্য
Ο খ) গৃহস্থালি বর্জ্য
Ο গ) তেজস্ক্রিয় বর্জ্য
Ο ঘ) জীবাশ্ম বর্জ্য
সঠিক উত্তর: (গ)
২৩. পরিবেশ ও জলবায়ু অনুকুল রাখতে সাহায্য করে-
i. গাছপালা
ii. নদী-নালা
iii. বনভূমি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
২৪. শিল্পকারখানার বর্জ্য ও ধোঁয়া থেকে নির্গত হয়-
i. পারদ
ii. মিথেন
iii. আর্সেনিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
২৫. কোনো দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন?
Ο ক) ১৬
Ο খ) ১৯
Ο গ) ২০
Ο ঘ) ২৫
সঠিক উত্তর: (ঘ)
২৬. সমুদ্রের পানিতে সবুজ গাছপালার ক্ষতি হয় কেন?
Ο ক) শ্যাওলাযুক্ত বলে
Ο খ) লবণাক্ত বলে
Ο গ) অপরিষ্কার বলে
Ο ঘ) বর্জ্য থাকে বলে
সঠিক উত্তর: (খ)
২৭. সমুদ্রের পানির স্বাদ কী রকম?
Ο ক) মিঠা
Ο খ) লবণাক্ত
Ο গ) ক্ষারীয়
Ο ঘ) অম্লীয়
সঠিক উত্তর: (খ)
২৮. বন্যায় বাড়িঘর ডুবে গেলে কোথায় আশ্রয় নিতে হবে?
Ο ক) নিকটস্থ আশ্রয়কেন্দ্রে
Ο খ) ঘরের চালে
Ο গ) গাছের ডালে
Ο ঘ) আত্মীয় বাড়িতে
সঠিক উত্তর: (ক)
২৯. জাপানে সংঘটিত ভূমিকম্পের ফলে কতটি পারমানবিক বিদ্যুৎকেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়?
Ο ক) তিনটি
Ο খ) চারটি
Ο গ) পাঁচটি
Ο ঘ) ছয়টি
সঠিক উত্তর: (গ)
৩০. প্রাকৃতিক দুর্যোগ হলো-
i. আইলা
ii. সিডর
iii. যুদ্ধ-বিগ্রহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৩১. বাংলাদেশের কোন অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ এলাকা?
Ο ক) কিশোরগঞ্জ
Ο খ) টাঙ্গাইল
Ο গ) শেরপুর
Ο ঘ) নেত্রকোনা
সঠিক উত্তর: (খ)
৩২. কোনটি প্রাকৃতিক দুর্যোগ?
Ο ক) টর্নেডো
Ο খ) যুদ্ধ বিগ্রহ
Ο গ) মরুকরণ
Ο ঘ) সাম্প্রদায়িক দাঙ্গা
সঠিক উত্তর: (ক)
৩৩. মানুষের কর্মকান্ডের ফলে যে দুর্যোগ সৃষ্টি হয় তার নাম কী?
Ο ক) কর্ম দুর্যোগ
Ο খ) অকর্ম দুর্যোগ
Ο গ) প্রাকৃতিক দুর্যোগ
Ο ঘ) মানব সৃষ্ট দুর্যোগ
সঠিক উত্তর: (ঘ)
৩৪. গ্রিন হাউস গ্যাস সূর্যের তাপ শোষণ করার ফলে কিসের তাপমাত্রা বাড়ছে?
Ο ক) গ্রহের
Ο খ) উপগ্রহের
Ο গ) পৃথিবীর
Ο ঘ) চাঁদের
সঠিক উত্তর: (গ)
৩৫. পৃথিবীতে নানাবিধ সমস্যা সৃষ্টি হচ্ছে কেন?
Ο ক) টাকাপয়সা বেশি হওয়া
Ο খ) সম্পদ বেড়ে যাওয়া
Ο গ) ভারসাম্য নষ্ট হওয়ায়
Ο ঘ) পারমাণবিক শক্তির আবির্ভাবের
সঠিক উত্তর: (গ)
৩৬. সবুজ উদ্ভিদ দিনের বেলায় কী গ্রহণ করে?
Ο ক) কার্বন মনোক্সাইড
Ο খ) কার্বন ডাইঅক্সাইড
Ο গ) নাইট্রাস অক্সাইড
Ο ঘ) অক্সি অক্সাইড
সঠিক উত্তর: (খ)
৩৭. শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধীদের কত নম্বর বিপদসংকেত শোনার পর আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দিতে হবে?
Ο ক) ৪ নম্বর
Ο খ) ২ নম্বর
Ο গ) ৫ নম্বর
Ο ঘ) ৬ নম্বর
সঠিক উত্তর: (গ)
৩৮. কৃষিতে ব্যবহৃত কীটনাশক উপাদান বায়ুমন্ডলেরর কোন স্তরকে ক্ষতি করেছে?
Ο ক) মেসোস্ফিয়ার
Ο খ) ওজোন স্তর
Ο গ) ট্রপোস্ফিয়ার
Ο ঘ) স্ট্রাটোস্ফিয়ার
সঠিক উত্তর: (খ)
৩৯. অধিক উৎপাদনের জন্যে প্রয়োজন হয়-
i. কৃষিতে সেচের ব্যবহার
ii. জৈব সারের ব্যবহার
iii. সামাজিক উদ্যোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৪০. অগ্নিকান্ড ঘটে থাকে-
i. প্রাকৃতিক কারণে
ii. সামাজিক কারণে
iii. মানবসৃষ্ট কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৪১. সমুদ্রের নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে কীসের তীব্রতা বেড়ে যায়?
Ο ক) সাইক্লোন
Ο খ) টর্নেডো
Ο গ) ঘূর্ণিঝড়
Ο ঘ) জলোচ্ছ্বাস
সঠিক উত্তর: (ক)
৪২. মানুষ কাজের খোঁজে কোথায় ছুটছে?
Ο ক) শহরে
Ο খ) গ্রামে
Ο গ) ধর্মীয় প্রতিষ্ঠানে
Ο ঘ) সরকারি প্রতিষ্ঠানে
সঠিক উত্তর: (ক)
৪৩. ২০১১ সালে জাপানে কত মাত্রার ভূমিকম্পন অনুভুত হয়?
Ο ক) ৯.৮
Ο খ) ৮.৯
Ο গ) ৬.৮
Ο ঘ) ৮.৭
সঠিক উত্তর: (খ)
৪৪. গ্রিন হাউস গ্যাসের সংক্ষিপ্ত রূপ কোনটি?
Ο ক) এইচসিএফসি
Ο খ) সিএইচএফসি
Ο গ) এফসিএইচসি
Ο ঘ) সিএইচসিএফ
সঠিক উত্তর: (ক)
৪৫. যানবাহনের নির্গত কালো ধোঁয়া হচ্ছে-
Ο ক) কার্বন ডাইঅক্সাইড
Ο খ) কার্বন মনোক্সাইড
Ο গ) নাইট্রোজেন
Ο ঘ) সিএফসি গ্যাস
সঠিক উত্তর: (ক)
৪৬. সুনামির ফলে যা ধ্বংস হয়ে যেতে পারে-
i. উপকূলীয় ঘরবাড়ি
ii. রাস্তাঘাট
iii. বৈদ্যুতিক যোগাযোগ ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৭. জাপানের উত্তর-পূর্ব এলাকায় কত সালে ভয়াবহ সুনামি সংঘটিত হয়?
Ο ক) ২০০৭ সালে
Ο খ) ২০০৯ সালে
Ο গ) ২০১০ সালে
Ο ঘ) ২০১১ সালে
সঠিক উত্তর: (ঘ)
৪৮. সমুদ্রের বিস্তৃত এলাকা জুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়-
i. সমুদ্র তলদেশে প্রচন্ড ভূমিকম্পের ফলে
ii. অগ্ন্যুৎপাতের ফলে
iii. জোয়ার এলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৪৯. ‘সুনামি’ কোন ভাষার শব্দ?
Ο ক) বাংলা
Ο খ) জাপানি
Ο গ) তুর্কি
Ο ঘ) ফরাসি
সঠিক উত্তর: (খ)
৫০. দুর্যোগকে অনেকে কী বলে?
Ο ক) বিপদ
Ο খ) আপদ
Ο গ) জনপদ
Ο ঘ) উত্তরীয় পদ
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
১. বায়ুমন্ডলের গৌণ গ্যাসগুলোকে কী বলা হয়?
Ο ক) সি এফ সি
Ο খ) গ্রিনহাউস
Ο গ) এইচসিএফসি
Ο ঘ) ওজোন স্তর
সঠিক উত্তর: (ঘ)
২. বিজ্ঞানের বিস্ময়কর অগ্রগতি প্রাকৃতিক পরিবেশকে করেছে-
i. স্বাচ্ছন্দ্যময়
ii. ক্ষতিগ্রস্ত
iii. ভারসাম্যহীন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৩. বর্তমান বিশ্বে ব্যাপক হারে কী গড়ে উঠছে?
Ο ক) বন্দর
Ο খ) নগর
Ο গ) শিল্প
Ο ঘ) কারখানা
সঠিক উত্তর: (খ)
৪. সম্পতি ঢাকায় কোথায় রাসায়নিক গুদাম থেকে সৃষ্ট অগ্নিকান্ডে বহুলোকের প্রাণহানি ঘটেছে?
Ο ক) নিমতলি
Ο খ) গাবতলী
Ο গ) গুলিস্তান
Ο ঘ) লালবাগ
সঠিক উত্তর: (ক)
৫. ভূমিকম্পের সময় কী বন্ধ করতে হবে?
Ο ক) দরজা
Ο খ) জানালা
Ο গ) বৈদ্যুতিক সুইচ
Ο ঘ) রেডিও-টিভি
সঠিক উত্তর: (গ)
৬. আমাদের দেশে অগ্নিকান্ডের কারণ-
i. প্রাকৃতিক
ii. মানুষের অসাবধানতা
iii. দুর্ঘটনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৭. শুকনা খাবার কোনটি?
Ο ক) আটা
Ο খ) গুড়
Ο গ) ময়দা
Ο ঘ) চাল
সঠিক উত্তর: (খ)
৮. মাছের আবাসস্থল কোনটি?
Ο ক) সমভূমি
Ο খ) স্থলভূমি
Ο গ) জলাভূমি
Ο ঘ) শিলাভূমি
সঠিক উত্তর: (গ)
৯. বায়ুমন্ডলে গ্রিন হাউস গ্যাস বাড়ছে-
i. প্রাকৃতিক বিপর্যয়ের কারণে
ii. এয়ার কন্ডিশনারের কারণে
iii. রাসায়নিক সার ও কীটনাশক ব্যব্হারের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১০. মানব সৃষ্ট দুর্যোগ যা করে-
i. জীবনযাত্রা বিপর্যস্ত
ii. সমাজের পরিবর্তন
iii. পরিবেশের ভারসাম্য বিনষ্ট
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১১. বৈশ্বিক উষ্ণতা বাংলাদেশের জনগণের জীবনযাত্রার ওপর কী প্রভাব ফেলবে?
Ο ক) জনসংখ্যা বৃদ্ধি পাবে
Ο খ) মিঠা পানির মাছ বাড়বে
Ο গ) পাহাড় পর্বত সৃষ্টি হবে
Ο ঘ) অনেক জীব বিলুপ্ত হবে
সঠিক উত্তর: (ঘ)
১২. মানুষের দূরদৃষ্টির অভাবে কোন দুর্যোগ সৃষ্টি হয়?
Ο ক) মানবসৃষ্ট দুর্যোগ
Ο খ) প্রাকৃতিক দুর্যোগ
Ο গ) সাংস্কৃতিক দুর্যোগ
Ο ঘ) আকস্মিক দুর্যোগ
সঠিক উত্তর: (ক)
১৩. আমরা জলাভূমি থেকে আগে যে মাছ পেতাম বর্তমানে তা না পাওয়ার কারণ কী?
Ο ক) জনসংখ্যার বৃদ্ধি
Ο খ) জলাভূমি ভরাট হওয়ায়
Ο গ) জলাভূমি পতিত থাকায়
Ο ঘ) মাছের বংশবৃদ্ধি কম হওয়ায়
সঠিক উত্তর: (খ)
১৪. গত এক শতাব্দীতে বায়ুমন্ডলে নাইট্রাস অক্সাইডের পরিমাণ বেড়েছে শতকরা কত ভাগ?
Ο ক) ২৫
Ο খ) ১৭
Ο গ) ১৯
Ο ঘ) ২১
সঠিক উত্তর: (গ)
১৫. দুর্ঘটনাজনিত অগ্নিকান্ড সাধারণত যেখানে ঘটতে পারে-
i. শিল্পকারখানা
ii. দোকানপাট
iii. বাণিজ্যিক প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
১৬. বাংলাদেশে বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে-
i. কৃষিজমিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে
ii. ম্যানগ্রোভ ফরেস্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে
iii. শহরে জনসংখ্যার চাপ কমছে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও ii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
১৭. দুর্যোগ পরবর্তী প্রথম করণীয় কী?
Ο ক) খরা মোকাবিলার প্রস্তুতি নেয়া
Ο খ) নদী ভাঙন রোধ করা
Ο গ) আশ্রয়কেন্দ্র তরি করা
Ο ঘ) ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা
সঠিক উত্তর: (ঘ)
১৮. গত এক শতাব্দীতে বায়ুমন্ডলে কার্ব-ডাই-অক্সাইডের পরিমাণ বেড়েছে শতকরা কত ভাগ?
Ο ক) ২০
Ο খ) ২৫
Ο গ) ৩০
Ο ঘ) ৩২
সঠিক উত্তর: (খ)
১৯. অধিক উৎপাদনের প্রয়োজনে কৃষিতে যা ব্যবহার করা হয়-
i. সেচ
ii. জৈবসার
iii. কীটনাশক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
২০. পৃথিবীর ফুসফুস কোনটি?
Ο ক) বঙ্গোপসাগর
Ο খ) ভারতসাগর
Ο গ) মহাসমুদ্র
Ο ঘ) উপসাগর
সঠিক উত্তর: (গ)
২১. কোন দুর্ঘটনাটি মানব সৃষ্ট ও প্রাকৃতিক কারণে ঘটতে পারে?
Ο ক) ভূমিকম্প
Ο খ) অগ্নিকান্ড
Ο গ) যুদ্ধবিগ্রহ
Ο ঘ) নদীভাঙন
সঠিক উত্তর: (খ)
২২. কোন ধরনের বর্জ্য পদার্থ সমুদ্রে নিক্ষেপের কারণে বায়ু দূষিত হয়ে ওজোন স্তরকে ক্ষতিগ্রস্ত করছে?
Ο ক) শিল্প বর্জ্য
Ο খ) গৃহস্থালি বর্জ্য
Ο গ) তেজস্ক্রিয় বর্জ্য
Ο ঘ) জীবাশ্ম বর্জ্য
সঠিক উত্তর: (গ)
২৩. পরিবেশ ও জলবায়ু অনুকুল রাখতে সাহায্য করে-
i. গাছপালা
ii. নদী-নালা
iii. বনভূমি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
২৪. শিল্পকারখানার বর্জ্য ও ধোঁয়া থেকে নির্গত হয়-
i. পারদ
ii. মিথেন
iii. আর্সেনিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
২৫. কোনো দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন?
Ο ক) ১৬
Ο খ) ১৯
Ο গ) ২০
Ο ঘ) ২৫
সঠিক উত্তর: (ঘ)
২৬. সমুদ্রের পানিতে সবুজ গাছপালার ক্ষতি হয় কেন?
Ο ক) শ্যাওলাযুক্ত বলে
Ο খ) লবণাক্ত বলে
Ο গ) অপরিষ্কার বলে
Ο ঘ) বর্জ্য থাকে বলে
সঠিক উত্তর: (খ)
২৭. সমুদ্রের পানির স্বাদ কী রকম?
Ο ক) মিঠা
Ο খ) লবণাক্ত
Ο গ) ক্ষারীয়
Ο ঘ) অম্লীয়
সঠিক উত্তর: (খ)
২৮. বন্যায় বাড়িঘর ডুবে গেলে কোথায় আশ্রয় নিতে হবে?
Ο ক) নিকটস্থ আশ্রয়কেন্দ্রে
Ο খ) ঘরের চালে
Ο গ) গাছের ডালে
Ο ঘ) আত্মীয় বাড়িতে
সঠিক উত্তর: (ক)
২৯. জাপানে সংঘটিত ভূমিকম্পের ফলে কতটি পারমানবিক বিদ্যুৎকেন্দ্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়?
Ο ক) তিনটি
Ο খ) চারটি
Ο গ) পাঁচটি
Ο ঘ) ছয়টি
সঠিক উত্তর: (গ)
৩০. প্রাকৃতিক দুর্যোগ হলো-
i. আইলা
ii. সিডর
iii. যুদ্ধ-বিগ্রহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৩১. বাংলাদেশের কোন অঞ্চলটি ভূমিকম্পপ্রবণ এলাকা?
Ο ক) কিশোরগঞ্জ
Ο খ) টাঙ্গাইল
Ο গ) শেরপুর
Ο ঘ) নেত্রকোনা
সঠিক উত্তর: (খ)
৩২. কোনটি প্রাকৃতিক দুর্যোগ?
Ο ক) টর্নেডো
Ο খ) যুদ্ধ বিগ্রহ
Ο গ) মরুকরণ
Ο ঘ) সাম্প্রদায়িক দাঙ্গা
সঠিক উত্তর: (ক)
৩৩. মানুষের কর্মকান্ডের ফলে যে দুর্যোগ সৃষ্টি হয় তার নাম কী?
Ο ক) কর্ম দুর্যোগ
Ο খ) অকর্ম দুর্যোগ
Ο গ) প্রাকৃতিক দুর্যোগ
Ο ঘ) মানব সৃষ্ট দুর্যোগ
সঠিক উত্তর: (ঘ)
৩৪. গ্রিন হাউস গ্যাস সূর্যের তাপ শোষণ করার ফলে কিসের তাপমাত্রা বাড়ছে?
Ο ক) গ্রহের
Ο খ) উপগ্রহের
Ο গ) পৃথিবীর
Ο ঘ) চাঁদের
সঠিক উত্তর: (গ)
৩৫. পৃথিবীতে নানাবিধ সমস্যা সৃষ্টি হচ্ছে কেন?
Ο ক) টাকাপয়সা বেশি হওয়া
Ο খ) সম্পদ বেড়ে যাওয়া
Ο গ) ভারসাম্য নষ্ট হওয়ায়
Ο ঘ) পারমাণবিক শক্তির আবির্ভাবের
সঠিক উত্তর: (গ)
৩৬. সবুজ উদ্ভিদ দিনের বেলায় কী গ্রহণ করে?
Ο ক) কার্বন মনোক্সাইড
Ο খ) কার্বন ডাইঅক্সাইড
Ο গ) নাইট্রাস অক্সাইড
Ο ঘ) অক্সি অক্সাইড
সঠিক উত্তর: (খ)
৩৭. শিশু, বৃদ্ধ, প্রতিবন্ধীদের কত নম্বর বিপদসংকেত শোনার পর আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দিতে হবে?
Ο ক) ৪ নম্বর
Ο খ) ২ নম্বর
Ο গ) ৫ নম্বর
Ο ঘ) ৬ নম্বর
সঠিক উত্তর: (গ)
৩৮. কৃষিতে ব্যবহৃত কীটনাশক উপাদান বায়ুমন্ডলেরর কোন স্তরকে ক্ষতি করেছে?
Ο ক) মেসোস্ফিয়ার
Ο খ) ওজোন স্তর
Ο গ) ট্রপোস্ফিয়ার
Ο ঘ) স্ট্রাটোস্ফিয়ার
সঠিক উত্তর: (খ)
৩৯. অধিক উৎপাদনের জন্যে প্রয়োজন হয়-
i. কৃষিতে সেচের ব্যবহার
ii. জৈব সারের ব্যবহার
iii. সামাজিক উদ্যোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৪০. অগ্নিকান্ড ঘটে থাকে-
i. প্রাকৃতিক কারণে
ii. সামাজিক কারণে
iii. মানবসৃষ্ট কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৪১. সমুদ্রের নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণে কীসের তীব্রতা বেড়ে যায়?
Ο ক) সাইক্লোন
Ο খ) টর্নেডো
Ο গ) ঘূর্ণিঝড়
Ο ঘ) জলোচ্ছ্বাস
সঠিক উত্তর: (ক)
৪২. মানুষ কাজের খোঁজে কোথায় ছুটছে?
Ο ক) শহরে
Ο খ) গ্রামে
Ο গ) ধর্মীয় প্রতিষ্ঠানে
Ο ঘ) সরকারি প্রতিষ্ঠানে
সঠিক উত্তর: (ক)
৪৩. ২০১১ সালে জাপানে কত মাত্রার ভূমিকম্পন অনুভুত হয়?
Ο ক) ৯.৮
Ο খ) ৮.৯
Ο গ) ৬.৮
Ο ঘ) ৮.৭
সঠিক উত্তর: (খ)
৪৪. গ্রিন হাউস গ্যাসের সংক্ষিপ্ত রূপ কোনটি?
Ο ক) এইচসিএফসি
Ο খ) সিএইচএফসি
Ο গ) এফসিএইচসি
Ο ঘ) সিএইচসিএফ
সঠিক উত্তর: (ক)
৪৫. যানবাহনের নির্গত কালো ধোঁয়া হচ্ছে-
Ο ক) কার্বন ডাইঅক্সাইড
Ο খ) কার্বন মনোক্সাইড
Ο গ) নাইট্রোজেন
Ο ঘ) সিএফসি গ্যাস
সঠিক উত্তর: (ক)
৪৬. সুনামির ফলে যা ধ্বংস হয়ে যেতে পারে-
i. উপকূলীয় ঘরবাড়ি
ii. রাস্তাঘাট
iii. বৈদ্যুতিক যোগাযোগ ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৪৭. জাপানের উত্তর-পূর্ব এলাকায় কত সালে ভয়াবহ সুনামি সংঘটিত হয়?
Ο ক) ২০০৭ সালে
Ο খ) ২০০৯ সালে
Ο গ) ২০১০ সালে
Ο ঘ) ২০১১ সালে
সঠিক উত্তর: (ঘ)
৪৮. সমুদ্রের বিস্তৃত এলাকা জুড়ে প্রবল ঢেউয়ের সৃষ্টি হয়-
i. সমুদ্র তলদেশে প্রচন্ড ভূমিকম্পের ফলে
ii. অগ্ন্যুৎপাতের ফলে
iii. জোয়ার এলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (ক)
৪৯. ‘সুনামি’ কোন ভাষার শব্দ?
Ο ক) বাংলা
Ο খ) জাপানি
Ο গ) তুর্কি
Ο ঘ) ফরাসি
সঠিক উত্তর: (খ)
৫০. দুর্যোগকে অনেকে কী বলে?
Ο ক) বিপদ
Ο খ) আপদ
Ο গ) জনপদ
Ο ঘ) উত্তরীয় পদ
সঠিক উত্তর: (খ)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
JSC BGS