ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ৭ম(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. কার্যকরী অর্থে যে সকলকে নিয়ে শাসন বিভাগ গঠিত-
i. রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রদান
ii. মন্ত্রিপরিষদ
iii. সচিবালয়ের কর্মকর্তারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫২. লিখিত সংবিধানে লিপিবদ্ধ থাকে-
i. সরকারের গঠন
ii. নাগরিক অধিকার
iii. সরকারের বিভিন্ন অঙ্গের ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৩. বাংলাদেশের সরকার ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হলো-
i. দেশটিতে কোনো প্রদেশ নেই
ii. রাষ্ট্রপতি শাসিত সরকার বর্তমান রয়েছে
iii. জনগণ রাষ্ট্রের মালিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৫৪. বাঙালি জাতির মধ্যে ঐক্য সৃষ্টি করেছে নিম্নের কোনটি?
Ο ক) একই ভাষা
Ο খ) সমনৃতাত্ত্বিক বৈশিষ্ট্য
Ο গ) ভৌগোলিক অবস্থা
Ο ঘ) নাতিশীতোষ্ণ জলবায়ু
সঠিক উত্তর: (ক)
৫৫. শাসন বিভাগ বলতে বোঝয়ায়- i. রাষ্ট্রপ্রধান ii. আদালত iii. মন্ত্রিপরিষদ নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৫৬. বাংলাদেশের সংবিধান ২০১১ সাল পর্যন্ত কতবার সংশোধন হয়েছে?
Ο ক) ১১
Ο খ) ১৩
Ο গ) ১৫
Ο ঘ) ১৮
সঠিক উত্তর: (গ)
৫৭. রাষ্ট্রপ্রধানের ক্ষমতা লাভের ওপর ভিত্তি করে গণতান্ত্রি সরকারকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
৫৮. স্পিকারের কাজে সহায়তা করেন?
Ο ক) সহকারী স্পিকার
Ο খ) সাংসদ
Ο গ) ডেপুটি স্পিকার
Ο ঘ) মন্ত্রিসভার সদস্য
সঠিক উত্তর: (গ)
৫৯. ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে গ্রহণ করার উদ্দেশ্য কয়টি?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)
৬০. সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ রয়েছে?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (খ)
৬১. বাংলাদেশের সরকারব্যবস্থার বৈশিষ্ট্য-
Ο ক) একজন শাসক
Ο খ) মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা
Ο গ) নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
Ο ঘ) যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা
সঠিক উত্তর: (খ)
৬২. বাংলাদেশের আইনসভার নাম কী?
Ο ক) জাতীয় সংসদ
Ο খ) সুপ্রিমকোর্ট
Ο গ) সচিবালয়
Ο ঘ) হাইকোর্ট
সঠিক উত্তর: (ক)
৬৩. এক ব্যক্তির বা এক দলের শাসন কোন ধরনের সরকারের বৈমিষ্ট্য?
Ο ক) একনায়কতন্ত্র
Ο খ) রাজতন্ত্র
Ο গ) গণতন্ত্র
Ο ঘ) অভিজাততন্ত্র
সঠিক উত্তর: (ক)
৬৪. সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কতটি?
Ο ক) ১২
Ο খ) ১৩
Ο গ) ১৪
Ο ঘ) ১৫
সঠিক উত্তর: (গ)
৬৫. আমাদের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কয়টি?
Ο ক) ৩০টি
Ο খ) ৩৫টি
Ο গ) ৪৫টি
Ο ঘ) ৫০টি
সঠিক উত্তর: (ঘ)
৬৬. চেয়ারম্যানসহ কত জন সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত?
Ο ক) ২১ জন
Ο খ) ৩২ জন
Ο গ) ৪৩ জন
Ο ঘ) ৫৩ জন
সঠিক উত্তর: (ক)
৬৭. বাংলাদেশের আইনসভার অফিসিয়াল নাম কী?
Ο ক) হাইকোর্ট
Ο খ) সুপ্রিমকোর্ট
Ο গ) কালেক্টরেট
Ο ঘ) জাতীয় সংসদ
সঠিক উত্তর: (ঘ)
৬৮. জাতীয় সংসদ ভবন কোথায় অবস্থিত?
Ο ক) সোনারগাঁও
Ο খ) আগারগা৭ও
Ο গ) শাহবাগ
Ο ঘ) বকশী বাজার
সঠিক উত্তর: (খ)
৬৯. বাংলাদেশের নাগরিকের জাতীয়তা হিসেবে কী পরিচয় হবে?
Ο ক) বাঙালি
Ο খ) ইসলাম
Ο গ) বাংলাদেশি
Ο ঘ) পাঞ্জাবি
সঠিক উত্তর: (গ)
৭০. ক্ষমতা বন্টনের নীতির ওপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই ভাগে
Ο খ) তিন ভাগে
Ο গ) চার বাগে
Ο ঘ) পাঁচ ভাগে
সঠিক উত্তর: (ক)
৭১. রাষ্ট্র পরিচালিত হয় কিসের ভিত্তিতে?
Ο ক) সরকারের
Ο খ) সংবিধানের
Ο গ) সমাজের
Ο ঘ) জনগণের
সঠিক উত্তর: (খ)
৭২. বিচার বিভাগ সংবিধান সংক্রান্ত যে সকল কাজ করে তা হলো-
i. সংবিধান প্রণয়ন
ii. সংবিধানের ব্যাখ্যা
iii. সংবিধান রক্ষা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৭৩. আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) ২ ভাগে
Ο খ) ৩ ভাগে
Ο গ) ৪ ভাগে
Ο ঘ) ৮ ভাগে
সঠিক উত্তর: (ক)
৭৪. একক সরকারের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে কোন ধরনের সরকারে?
Ο ক) এককেন্দ্রিক সরকারে
Ο খ) যুক্তরাষ্ট্রীয় সরকারে
Ο গ) প্রেজাতন্ত্রে
Ο ঘ) একদলীয় সরকারে
সঠিক উত্তর: (ক)
৭৫. বাংলাদেশের সংবিধান কয়ভাগে বিভক্ত?
Ο ক) ১১ ভাগে
Ο খ) ১২ ভাগে
Ο গ) ১৩ ভাগে
Ο ঘ) ১৪ ভাগে
সঠিক উত্তর: (ক)
৭৬. নিম্নদিক থেকে গ্রামাঞ্চলের কততম স্তর ইউনিয়ন পরিষদ?
Ο ক) প্রথম
Ο খ) দ্বিতীয়
Ο গ) তৃতীয়
Ο ঘ) চতুর্থ
সঠিক উত্তর: (খ)
৭৭. বিচার বিভাগের সর্বোচ্চ আদালতের নাম কী?
Ο ক) কালেক্টরেট
Ο খ) জজ আদালত
Ο গ) হাইকোর্ট
Ο ঘ) সুপ্রিমকোর্ট
সঠিক উত্তর: (ঘ)
৭৮. বিচার বিভাগের কাজ হলো-
i. আইন তৈরি করা
ii. দুষ্টের দমন করা
iii. অপরাধীর শাস্তি প্রদান করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৭৯. সুপ্রিমকোর্টের কয়টি বিভাগ রয়েছে?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)
৮০. রাষ্ট্র একটি কী ধরনের প্রতিষ্ঠান?
Ο ক) সামাজিক
Ο খ) অর্থিনৈতিক
Ο গ) সেবামূলক
Ο ঘ) রাজনৈতিক
সঠিক উত্তর: (ঘ)
৮১. কে প্রধান বিচারপতিকে নিয়োগ দেন?
Ο ক) প্রধানমন্ত্রী
Ο খ) মন্ত্রিপরিষদ
Ο গ) রাষ্ট্রপতি
Ο ঘ) আইনমন্ত্রী
সঠিক উত্তর: (গ)
৮২. কী অনুযায়ী রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিচালিত হয়?
Ο ক) সংবিধান
Ο খ) প্রচলিত প্রথা
Ο গ) সংসদীয় বৈঠক
Ο ঘ) সংষদ নেতার রুলিং
সঠিক উত্তর: (ক)
৮৩. একনায়কতন্ত্র বলতে কী বোঝায়?
Ο ক) রাষ্ট্রপতির শাসন
Ο খ) এক ব্যক্তির শাসন
Ο গ) দু ব্যক্তির শাসন
Ο ঘ) কৌশলগত শাসন
সঠিক উত্তর: (খ)
৮৪. বাংলাদেশ জাতীয় সংসদ কোথায় অবস্থিত?
Ο ক) সাভার
Ο খ) আগারগাঁও
Ο গ) ধানমন্ডি
Ο ঘ) সোনারগাঁও
সঠিক উত্তর: (খ)
৮৫. দেশের জেলার সংখ্যা কত?
Ο ক) ৬১টি
Ο খ) ৬২টি
Ο গ) ৬৩টি
Ο ঘ) ৬৪টি
সঠিক উত্তর: (ঘ)
৮৬. আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) পাঁচ
Ο ঘ) ছয়
সঠিক উত্তর: (ক)
৮৭. নাগরিক হিসেবে রাষ্ট্র আমাদের জন্য যা করে-
i. কৃষিজমির ব্যবস্থা
ii. আইন প্রণয়ন
iii. আইন ভঙ্গ করলে শাস্তির ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৮৮. সরকার ব্যতীত রাষ্ট্রের উপাদান হচ্ছে-
i. নির্দিষ্ট ভূখন্ড
ii. রাজনৈতিক দল
iii. সার্বভৌমত্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৮৯. কোনটি সকল ক্ষমতার মূল উৎস?
Ο ক) সরকার
Ο খ) রাজনৈতিক দল
Ο গ) জনগণ
Ο ঘ) বিরোধী দল
সঠিক উত্তর: (গ)
৯০. বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র। কারণ-
i. জনগণই সকল ক্ষমতার উৎস
ii. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা প্রাপ্ত
iii. সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৯১. বাংলাদেশের পরিচয় হলো- i. পরাধীন দেশ ii. সার্বভোম দেশ iii. স্বাধীন দেশ নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৯২. শাসন বিভাগের প্রধান কে?
Ο ক) প্রধানমন্ত্রী
Ο খ) রাষ্ট্রপতি
Ο গ) সংস্থাপন সচিব
Ο ঘ) মন্ত্রিপরিষদ সচিব
সঠিক উত্তর: (খ)
৯৩. যুগে যুগে পরিবর্তন ও পরিবর্তন ঘটেছে সরকারের-
i. কার্যাবলির
ii. ধরনের
iii. ধারণার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৯৪. বাংলাদেশ সরকারের আইন বিভাগের অপর নাম কী?
Ο ক) সচিবালয়
Ο খ) মন্ত্রণালয়
Ο গ) জাতীয় সংসদ
Ο ঘ) জেলা পরিষদ
সঠিক উত্তর: (গ)
৯৫. জাতীয় সংসদে ক’জন স্পিকার থাকেন?
Ο ক) ১ জন
Ο খ) ২ জন
Ο গ) ৩ জন
Ο ঘ) ৪ জন
সঠিক উত্তর: (ক)
৯৬. রাষ্ট্রের অপরিহার্য মৌলিক উপাদান কয়টি?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (ঘ)
৯৭. জাতীয় সংসদের অধিবেশন পরিচালনা করেন কে?
Ο ক) রাষ্ট্রপতি
Ο খ) স্পিকার
Ο গ) প্রধানমন্ত্রী
Ο ঘ) প্রধান বিচারপতি
সঠিক উত্তর: (খ)
উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: আলপনা আপনকে বলল, প্রত্যেক রাষ্ট্রের একটি নিজস্ব দলিল থাকে। আর এটিই হলো রাষ্ট্র পরিচালনার চালিকাশক্তি। একটি বিল্ডিং অথবা ইমারত যেমন এর নকশা দেখে তৈরি করা হয় তেমনি একটি দলিল অনুযায়ী রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত। সরকার ও জনগণের সার্বিক দিক এতে লিপিবদ্ধ হয়।
৯৮. উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রের দলিলকে কী বলা হয়?
Ο ক) ম্যনিফেস্টো
Ο খ) সংবিধান
Ο গ) আইনগ্রন্থ
Ο ঘ) ধর্মীয় গ্রন্থ
সঠিক উত্তর: (খ)
৯৯. রাষ্ট্রের ক্ষেত্রে উক্ত দলিলের কাজ হলো-
i. নাগরিকের অধিকার ও কর্তব্য নিশ্চিত করা
ii. স্বাধীনতা রক্ষা করা
iii. সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতা বণ্টন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১০০. এ দলিলের তাৎপর্য হলো-
i. পরিবর্তনশীল বিষয়
ii. রাষ্ট্রভেদে প্রকৃতি পরিবর্তন হয়
iii. অপরিবর্তনশীল বিষয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট
৫১. কার্যকরী অর্থে যে সকলকে নিয়ে শাসন বিভাগ গঠিত-
i. রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রদান
ii. মন্ত্রিপরিষদ
iii. সচিবালয়ের কর্মকর্তারা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫২. লিখিত সংবিধানে লিপিবদ্ধ থাকে-
i. সরকারের গঠন
ii. নাগরিক অধিকার
iii. সরকারের বিভিন্ন অঙ্গের ক্ষমতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)
৫৩. বাংলাদেশের সরকার ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হলো-
i. দেশটিতে কোনো প্রদেশ নেই
ii. রাষ্ট্রপতি শাসিত সরকার বর্তমান রয়েছে
iii. জনগণ রাষ্ট্রের মালিক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৫৪. বাঙালি জাতির মধ্যে ঐক্য সৃষ্টি করেছে নিম্নের কোনটি?
Ο ক) একই ভাষা
Ο খ) সমনৃতাত্ত্বিক বৈশিষ্ট্য
Ο গ) ভৌগোলিক অবস্থা
Ο ঘ) নাতিশীতোষ্ণ জলবায়ু
সঠিক উত্তর: (ক)
৫৫. শাসন বিভাগ বলতে বোঝয়ায়- i. রাষ্ট্রপ্রধান ii. আদালত iii. মন্ত্রিপরিষদ নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৫৬. বাংলাদেশের সংবিধান ২০১১ সাল পর্যন্ত কতবার সংশোধন হয়েছে?
Ο ক) ১১
Ο খ) ১৩
Ο গ) ১৫
Ο ঘ) ১৮
সঠিক উত্তর: (গ)
৫৭. রাষ্ট্রপ্রধানের ক্ষমতা লাভের ওপর ভিত্তি করে গণতান্ত্রি সরকারকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) চার
Ο ঘ) পাঁচ
সঠিক উত্তর: (ক)
৫৮. স্পিকারের কাজে সহায়তা করেন?
Ο ক) সহকারী স্পিকার
Ο খ) সাংসদ
Ο গ) ডেপুটি স্পিকার
Ο ঘ) মন্ত্রিসভার সদস্য
সঠিক উত্তর: (গ)
৫৯. ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রীয় মূলনীতি হিসেবে গ্রহণ করার উদ্দেশ্য কয়টি?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)
৬০. সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ রয়েছে?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (খ)
৬১. বাংলাদেশের সরকারব্যবস্থার বৈশিষ্ট্য-
Ο ক) একজন শাসক
Ο খ) মন্ত্রিপরিষদ শাসিত সরকারব্যবস্থা
Ο গ) নিয়মতান্ত্রিক রাজতন্ত্র
Ο ঘ) যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা
সঠিক উত্তর: (খ)
৬২. বাংলাদেশের আইনসভার নাম কী?
Ο ক) জাতীয় সংসদ
Ο খ) সুপ্রিমকোর্ট
Ο গ) সচিবালয়
Ο ঘ) হাইকোর্ট
সঠিক উত্তর: (ক)
৬৩. এক ব্যক্তির বা এক দলের শাসন কোন ধরনের সরকারের বৈমিষ্ট্য?
Ο ক) একনায়কতন্ত্র
Ο খ) রাজতন্ত্র
Ο গ) গণতন্ত্র
Ο ঘ) অভিজাততন্ত্র
সঠিক উত্তর: (ক)
৬৪. সংবিধানের প্রধান বৈশিষ্ট্য কতটি?
Ο ক) ১২
Ο খ) ১৩
Ο গ) ১৪
Ο ঘ) ১৫
সঠিক উত্তর: (গ)
৬৫. আমাদের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন কয়টি?
Ο ক) ৩০টি
Ο খ) ৩৫টি
Ο গ) ৪৫টি
Ο ঘ) ৫০টি
সঠিক উত্তর: (ঘ)
৬৬. চেয়ারম্যানসহ কত জন সদস্য নিয়ে জেলা পরিষদ গঠিত?
Ο ক) ২১ জন
Ο খ) ৩২ জন
Ο গ) ৪৩ জন
Ο ঘ) ৫৩ জন
সঠিক উত্তর: (ক)
৬৭. বাংলাদেশের আইনসভার অফিসিয়াল নাম কী?
Ο ক) হাইকোর্ট
Ο খ) সুপ্রিমকোর্ট
Ο গ) কালেক্টরেট
Ο ঘ) জাতীয় সংসদ
সঠিক উত্তর: (ঘ)
৬৮. জাতীয় সংসদ ভবন কোথায় অবস্থিত?
Ο ক) সোনারগাঁও
Ο খ) আগারগা৭ও
Ο গ) শাহবাগ
Ο ঘ) বকশী বাজার
সঠিক উত্তর: (খ)
৬৯. বাংলাদেশের নাগরিকের জাতীয়তা হিসেবে কী পরিচয় হবে?
Ο ক) বাঙালি
Ο খ) ইসলাম
Ο গ) বাংলাদেশি
Ο ঘ) পাঞ্জাবি
সঠিক উত্তর: (গ)
৭০. ক্ষমতা বন্টনের নীতির ওপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই ভাগে
Ο খ) তিন ভাগে
Ο গ) চার বাগে
Ο ঘ) পাঁচ ভাগে
সঠিক উত্তর: (ক)
৭১. রাষ্ট্র পরিচালিত হয় কিসের ভিত্তিতে?
Ο ক) সরকারের
Ο খ) সংবিধানের
Ο গ) সমাজের
Ο ঘ) জনগণের
সঠিক উত্তর: (খ)
৭২. বিচার বিভাগ সংবিধান সংক্রান্ত যে সকল কাজ করে তা হলো-
i. সংবিধান প্রণয়ন
ii. সংবিধানের ব্যাখ্যা
iii. সংবিধান রক্ষা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৭৩. আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) ২ ভাগে
Ο খ) ৩ ভাগে
Ο গ) ৪ ভাগে
Ο ঘ) ৮ ভাগে
সঠিক উত্তর: (ক)
৭৪. একক সরকারের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে কোন ধরনের সরকারে?
Ο ক) এককেন্দ্রিক সরকারে
Ο খ) যুক্তরাষ্ট্রীয় সরকারে
Ο গ) প্রেজাতন্ত্রে
Ο ঘ) একদলীয় সরকারে
সঠিক উত্তর: (ক)
৭৫. বাংলাদেশের সংবিধান কয়ভাগে বিভক্ত?
Ο ক) ১১ ভাগে
Ο খ) ১২ ভাগে
Ο গ) ১৩ ভাগে
Ο ঘ) ১৪ ভাগে
সঠিক উত্তর: (ক)
৭৬. নিম্নদিক থেকে গ্রামাঞ্চলের কততম স্তর ইউনিয়ন পরিষদ?
Ο ক) প্রথম
Ο খ) দ্বিতীয়
Ο গ) তৃতীয়
Ο ঘ) চতুর্থ
সঠিক উত্তর: (খ)
৭৭. বিচার বিভাগের সর্বোচ্চ আদালতের নাম কী?
Ο ক) কালেক্টরেট
Ο খ) জজ আদালত
Ο গ) হাইকোর্ট
Ο ঘ) সুপ্রিমকোর্ট
সঠিক উত্তর: (ঘ)
৭৮. বিচার বিভাগের কাজ হলো-
i. আইন তৈরি করা
ii. দুষ্টের দমন করা
iii. অপরাধীর শাস্তি প্রদান করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৭৯. সুপ্রিমকোর্টের কয়টি বিভাগ রয়েছে?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
সঠিক উত্তর: (ক)
৮০. রাষ্ট্র একটি কী ধরনের প্রতিষ্ঠান?
Ο ক) সামাজিক
Ο খ) অর্থিনৈতিক
Ο গ) সেবামূলক
Ο ঘ) রাজনৈতিক
সঠিক উত্তর: (ঘ)
৮১. কে প্রধান বিচারপতিকে নিয়োগ দেন?
Ο ক) প্রধানমন্ত্রী
Ο খ) মন্ত্রিপরিষদ
Ο গ) রাষ্ট্রপতি
Ο ঘ) আইনমন্ত্রী
সঠিক উত্তর: (গ)
৮২. কী অনুযায়ী রাষ্ট্রের শাসনব্যবস্থা পরিচালিত হয়?
Ο ক) সংবিধান
Ο খ) প্রচলিত প্রথা
Ο গ) সংসদীয় বৈঠক
Ο ঘ) সংষদ নেতার রুলিং
সঠিক উত্তর: (ক)
৮৩. একনায়কতন্ত্র বলতে কী বোঝায়?
Ο ক) রাষ্ট্রপতির শাসন
Ο খ) এক ব্যক্তির শাসন
Ο গ) দু ব্যক্তির শাসন
Ο ঘ) কৌশলগত শাসন
সঠিক উত্তর: (খ)
৮৪. বাংলাদেশ জাতীয় সংসদ কোথায় অবস্থিত?
Ο ক) সাভার
Ο খ) আগারগাঁও
Ο গ) ধানমন্ডি
Ο ঘ) সোনারগাঁও
সঠিক উত্তর: (খ)
৮৫. দেশের জেলার সংখ্যা কত?
Ο ক) ৬১টি
Ο খ) ৬২টি
Ο গ) ৬৩টি
Ο ঘ) ৬৪টি
সঠিক উত্তর: (ঘ)
৮৬. আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) দুই
Ο খ) তিন
Ο গ) পাঁচ
Ο ঘ) ছয়
সঠিক উত্তর: (ক)
৮৭. নাগরিক হিসেবে রাষ্ট্র আমাদের জন্য যা করে-
i. কৃষিজমির ব্যবস্থা
ii. আইন প্রণয়ন
iii. আইন ভঙ্গ করলে শাস্তির ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৮৮. সরকার ব্যতীত রাষ্ট্রের উপাদান হচ্ছে-
i. নির্দিষ্ট ভূখন্ড
ii. রাজনৈতিক দল
iii. সার্বভৌমত্ব
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৮৯. কোনটি সকল ক্ষমতার মূল উৎস?
Ο ক) সরকার
Ο খ) রাজনৈতিক দল
Ο গ) জনগণ
Ο ঘ) বিরোধী দল
সঠিক উত্তর: (গ)
৯০. বাংলাদেশ একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র। কারণ-
i. জনগণই সকল ক্ষমতার উৎস
ii. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতা প্রাপ্ত
iii. সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (খ)
৯১. বাংলাদেশের পরিচয় হলো- i. পরাধীন দেশ ii. সার্বভোম দেশ iii. স্বাধীন দেশ নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৯২. শাসন বিভাগের প্রধান কে?
Ο ক) প্রধানমন্ত্রী
Ο খ) রাষ্ট্রপতি
Ο গ) সংস্থাপন সচিব
Ο ঘ) মন্ত্রিপরিষদ সচিব
সঠিক উত্তর: (খ)
৯৩. যুগে যুগে পরিবর্তন ও পরিবর্তন ঘটেছে সরকারের-
i. কার্যাবলির
ii. ধরনের
iii. ধারণার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
৯৪. বাংলাদেশ সরকারের আইন বিভাগের অপর নাম কী?
Ο ক) সচিবালয়
Ο খ) মন্ত্রণালয়
Ο গ) জাতীয় সংসদ
Ο ঘ) জেলা পরিষদ
সঠিক উত্তর: (গ)
৯৫. জাতীয় সংসদে ক’জন স্পিকার থাকেন?
Ο ক) ১ জন
Ο খ) ২ জন
Ο গ) ৩ জন
Ο ঘ) ৪ জন
সঠিক উত্তর: (ক)
৯৬. রাষ্ট্রের অপরিহার্য মৌলিক উপাদান কয়টি?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) চারটি
সঠিক উত্তর: (ঘ)
৯৭. জাতীয় সংসদের অধিবেশন পরিচালনা করেন কে?
Ο ক) রাষ্ট্রপতি
Ο খ) স্পিকার
Ο গ) প্রধানমন্ত্রী
Ο ঘ) প্রধান বিচারপতি
সঠিক উত্তর: (খ)
উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: আলপনা আপনকে বলল, প্রত্যেক রাষ্ট্রের একটি নিজস্ব দলিল থাকে। আর এটিই হলো রাষ্ট্র পরিচালনার চালিকাশক্তি। একটি বিল্ডিং অথবা ইমারত যেমন এর নকশা দেখে তৈরি করা হয় তেমনি একটি দলিল অনুযায়ী রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত। সরকার ও জনগণের সার্বিক দিক এতে লিপিবদ্ধ হয়।
৯৮. উদ্দীপকে উল্লিখিত রাষ্ট্রের দলিলকে কী বলা হয়?
Ο ক) ম্যনিফেস্টো
Ο খ) সংবিধান
Ο গ) আইনগ্রন্থ
Ο ঘ) ধর্মীয় গ্রন্থ
সঠিক উত্তর: (খ)
৯৯. রাষ্ট্রের ক্ষেত্রে উক্ত দলিলের কাজ হলো-
i. নাগরিকের অধিকার ও কর্তব্য নিশ্চিত করা
ii. স্বাধীনতা রক্ষা করা
iii. সরকারের বিভিন্ন বিভাগের ক্ষমতা বণ্টন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
সঠিক উত্তর: (গ)
১০০. এ দলিলের তাৎপর্য হলো-
i. পরিবর্তনশীল বিষয়
ii. রাষ্ট্রভেদে প্রকৃতি পরিবর্তন হয়
iii. অপরিবর্তনশীল বিষয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i
সঠিক উত্তর: (ক)
অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd
বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।
Tags
JSC BGS