জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ৭ম(১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ৭ম(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. আত্মত্যাগের ব্যাখ্যা হলো-
Ο ক) জীবন উৎসর্গ
Ο খ) টাকাপয়সা উৎসর্গ
Ο গ) সম্পদ উৎসর্গ
Ο ঘ) বাড়িগাড়ি উৎসর্গ
 সঠিক উত্তর: (ক)

 ২. সংরক্ষিত আসনের মহিলা সাংসদগণ কীভাবে নির্বাচিত হন?
Ο ক) প্রত্যক্ষভাবে
Ο খ) পরোক্ষভাবে
Ο গ) সরাসরি
Ο ঘ) হ্যাঁ, না ভোটে
 সঠিক উত্তর: (খ)

 ৩. সরকার কর্তৃক পরিচালিত বিভাগ হলো-
i. আইন বিভাগ
ii. শাসন বিভাগ
iii. বিচারবিভাগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪. শাসন বিভাগের প্রধান কে?
Ο ক) রাষ্ট্রপতি
Ο খ) প্রধান বিচারপতি
Ο গ) প্রধানমন্ত্রী
Ο ঘ) স্বরাষ্ট্রমন্ত্রী
 সঠিক উত্তর: (ক)

 ৫. ১৯৭২ সালের সংবিধান অনুযায়ী রাষ্ট্রীয় মূলনীতি কয়টি?
Ο ক) ৩টি
Ο খ) ৪টি
Ο গ) ৫টি
Ο ঘ) ৬টি
 সঠিক উত্তর: (খ)

 ৬. কোনটি রাষ্ট্র গঠনের একটি উপাদান?
Ο ক) রাজনৈতিক দল
Ο খ) সরকার
Ο গ) মন্ত্রিপরিষদ
Ο ঘ) সংবিধান
 সঠিক উত্তর: (খ)

 ৭. যে সরকারের কেন্দ্রের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে তাকে কোন সরকার বরে?
Ο ক) নিয়মতান্ত্রিক
Ο খ) প্রজাতান্ত্রিক
Ο গ) গণতান্ত্রি
Ο ঘ) িএককেন্দ্রিক
 সঠিক উত্তর: (ঘ)

 ৮. জাতীয় সংসদের মেয়াদকাল কোনটি?
Ο ক) ৪ বছর
Ο খ) ৫ বছর
Ο গ) ৬ বছর
Ο ঘ) ৭ বছর
 সঠিক উত্তর: (খ)

 ৯. বাংলাদেশের সংবিধান প্রণীত হয় কোন মাসে?
Ο ক) আগস্ট মাসে
Ο খ) সেপ্টেম্বর মাসে
Ο গ) অক্টোবর মাসে
Ο ঘ) নভেম্বর মাসে
 সঠিক উত্তর: (ঘ)

 ১০. সরকারকে জাহাহের কীসের সঙ্গে তুলনা করা যায়?
Ο ক) মাস্তুল
Ο খ) রাডার
Ο গ) ইঞ্জিন
Ο ঘ) বডি
 সঠিক উত্তর: (গ)

 ১১. কারা বাঙালি নামে পরিচিত হবে না?
Ο ক) মুসলমানরা
Ο খ) হিন্দুরা
Ο গ) বৌদ্ধরা
Ο ঘ) ক্ষুদ্র নৃগোষ্ঠী
 সঠিক উত্তর: (ঘ)

 ১২. বাংলাদেশের জনগণ তাদের সার্বভৌম ক্ষমতা কীভাবে প্রয়োগ করে?
Ο ক) ভোট প্রধানের মাধ্যমে
Ο খ) রাজনৈতিক দলকে সমর্ধন দিয়ে
Ο গ) প্রধানমন্ত্রীননির্বাচন করে
Ο ঘ) শাসনক্ষমতা প্রয়োগ করে
 সঠিক উত্তর: (ক)

 ১৩. পৃথিবীর অধিকাংশ দেশেই কোন ধরনের সরকার রয়েছে?
Ο ক) একনায়কতন্ত্র
Ο খ) রাজতন্ত্র
Ο গ) গণতন্ত্র
Ο ঘ) স্বৈরতন্ত্র
 সঠিক উত্তর: (গ)

 ১৪. একই ধরনের যা বাঙালি জাতির মধ্যে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে-
i. ভাষা
ii. সাহিত্য
iii. সংস্কৃতি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৫. স্পিকারের অবর্তমানে কে সংসদ পরিচালনা করেন?
Ο ক) সরকারি দলের হুইপ
Ο খ) বোধী দলের হুইপ
Ο গ) প্রধানমন্ত্রী
Ο ঘ) ডেপুটি স্পিকার
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬. কোন নীতিমালার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয়?
Ο ক) সরকারী
Ο খ) বেসরকারী
Ο গ) সংবিধানের
Ο ঘ) আিইনজীবীদের
 সঠিক উত্তর: (গ)

 ১৭. রাষ্ট্র পরিচালনার সকল কাজ যার মাধ্যমে সম্পাদিত হয়-
Ο ক) প্রধানমন্ত্রী
Ο খ) সরকার
Ο গ) রাষ্ট্রপতি
Ο ঘ) মন্ত্রিপরিষদ
 সঠিক উত্তর: (খ)

 ১৮. রাষ্ট্রের শাসনসংক্রান্ত কার্যাবলি পরিচালনার দায়িত্ব কোন বিভাগের?
Ο ক) আইন বিভাগ
Ο খ) বিচার বিভাগ
Ο গ) আইন সভা
Ο ঘ) শাসনবিভাগ
 সঠিক উত্তর: (ঘ)

 ১৯. সরকারের বিভাগ হলো- i. আইন বিভাগ ii. শাসন বিভাগ iii. বিচার বিভাগ নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২০. কে চরম শাস্তি বা মৃত্যুদন্ড মওকুফ করতে পারেন?
Ο ক) প্রধানমন্ত্রী
Ο খ) প্রধান বিচারপতি
Ο গ) আইনমন্ত্রী
Ο ঘ) রাষ্ট্রপতি
 সঠিক উত্তর: (ঘ)

 ২১. বাংলাদেশের সংবিধানে কয় কক্ষবিশিষ্ট আইন সভার ব্যবস্থা রাখা হয়েছে?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
 সঠিক উত্তর: (ক)

 ২২. সরকারের কয়কটি অঙ্গ থাকার কারণ কী?
Ο ক) ক্ষমতা বন্টনের সুবিধা
Ο খ) বিভিন্নমূখী কাজ পরিচালনা
Ο গ) বিকেন্দ্রীকরণ করা
Ο ঘ) সহযোগিতা সৃষ্টি
 সঠিক উত্তর: (খ)

 ২৩. সংবিধান রাষ্ট্র পরিচালনার কী?
Ο ক) হাতিয়ার
Ο খ) দলিল
Ο গ) বই
Ο ঘ) গ্রন্থ
 সঠিক উত্তর: (খ)

 ২৪. আমাদের আইনসভার নির্বাচিত সদস্যসংখ্যা কত?
Ο ক) ২৫০ জন
Ο খ) ২৭৫ জন
Ο গ) ৩০০ জন
Ο ঘ) ৩৩০ জন
 সঠিক উত্তর: (গ)

 ২৫. জাতি হিসেবে বাংলাদেশের জনগণ কী নামে পরিচিত হবে?
Ο ক) বাংলাদেশি
Ο খ) বাঙালি
Ο গ) ইসলামী
Ο ঘ) আর্য
 সঠিক উত্তর: (খ)

 ২৬. রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান?
Ο ক) সামাজিক
Ο খ) রাজনৈতিক
Ο গ) সরকারি
Ο ঘ) বেসরকারি
 সঠিক উত্তর: (খ)

 ২৭. জনগণের ভোটে পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে কী বলা হয়?
Ο ক) নিমতন্ত্র
Ο খ) প্রজাতন্ত্র
Ο গ) গণতন্ত্র
Ο ঘ) একনায়কতন্ত্র
 সঠিক উত্তর: (খ)

 ২৮. রাষ্ট্রের মূল চালিকা শক্তি কোনটি?
Ο ক) সার্বভৌমত্ব
Ο খ) সরকার
Ο গ) ভূখন্ড
Ο ঘ) রাজনৈতিক দল
 সঠিক উত্তর: (খ)

 ২৯. কোন দেশের সরকারের সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও প্রদেশের মধ্যে ক্ষমতা বন্টন করা হয়?
Ο ক) ইতালি
Ο খ) যুক্তরাষ্ট্র
Ο গ) যুক্তরাজ্য
Ο ঘ) কানাডা
 সঠিক উত্তর: (খ)

 ৩০. সরকারের ধরনগুলোর ভিত্তিতে বাংলাদেশের সরকারব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য কয়টি?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
 সঠিক উত্তর: (গ)

 ৩১. সরকার রাষ্ট্রের একটি কততম উপাদান?
Ο ক) ১ম
Ο খ) ২য়
Ο গ) ৩য়
Ο ঘ) ৪র্থ
 সঠিক উত্তর: (গ)

 ৩২. বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূলনীতির অন্তর্ভুক্ত হলো-
i. মৌলিক অধিকার
ii. সমাজতন্ত্র
iii. ধর্মনিরপেক্ষতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৩. বাংলাদেশের সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য হচ্ছে-
i. যুক্তরাষ্ট্রীয় সরকার
ii. গণতান্ত্রিক রাষ্ট্র
iii. মন্ত্রিপরিষদ শাসিত সরকার
নিচের কোনটি সঠিক?
Ο ক) ii
Ο খ) i
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৩৪. রাষ্ট্রের উপাদান কোনটি?
Ο ক) মন্ত্রণালয়
Ο খ) সচিবালয়
Ο গ) প্রধানমন্ত্রীর কার্যালয়
Ο ঘ) সরকার
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫. জাতীয় সংসদ বলতে কী বোঝায়?
Ο ক) আইন বিভাগ
Ο খ) বিচার বিভাগ
Ο গ) শাসন বিভাগ
Ο ঘ) শিক্ষা বিভাগ
 সঠিক উত্তর: (ক)

 ৩৬. ১৯৭২ সারের কোন মাসে বাংলাদেশের সংবিধান প্রণীত হয়?
Ο ক) মার্চ
Ο খ) আগস্ট
Ο গ) এপ্রিল
Ο ঘ) নভেম্বর
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭. বাংলাদেশের জনমতকে প্রকাশ করে সরকারের কোন বিভাগ?
Ο ক) শাসন বিভাগ
Ο খ) আইন বিভাগ
Ο গ) বিচার বিভাগ
Ο ঘ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়
 সঠিক উত্তর: (খ)

 ৩৮. বাংলাদেশের আইন বিভাগ কোন দায়িত্বটি পালন করে?
Ο ক) আইন প্রণয়ন ও সংস্কার
Ο খ) শাস্তি ও বিধান ও ন্যায় প্রতিষ্ঠা
Ο গ) ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ
Ο ঘ) শান্তি-শৃঙ্খলা রক্ষা
 সঠিক উত্তর: (ক)

 ৩৯. পঞ্চদশ সংশোধনী অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি হলো-
i. জাতীয়তাবাদ
ii. একনায়কতন্ত্র
iii. সমাজতন্ত্র
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৪০. রাষ্ট্রের মূল চালিকা শক্তি?
Ο ক) সরকার
Ο খ) জনগণ
Ο গ) আইন বিভাগ
Ο ঘ) শাসন বিভাগ
 সঠিক উত্তর: (ক)

 ৪১. কোন উপাদানটি রাষ্ট্রের চালিকাশক্তি?
Ο ক) সরকার
Ο খ) জনসমষ্টি
Ο গ) সাবৃভৌমত্ব
Ο ঘ) নির্দিষ্ট ভূখন্ড
 সঠিক উত্তর: (ক)

 ৪২. পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে সংবিধানের মাধ্যমে কেন্দ্র ও অঙ্গরাজ্যসমূহের ক্ষমতা বন্টনের করা হয়?
Ο ক) এককেন্দ্রিক
Ο খ) যুক্তরাষ্ট্রীয়
Ο গ) প্রজাতান্ত্রিক
Ο ঘ) কানাডাগণতান্ত্রিক
 সঠিক উত্তর: (খ)

 ৪৩. বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র পরিচালনার কয়টি নীতি নির্ধারাণ করা হয়েছে?
Ο ক) দুইটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
 সঠিক উত্তর: (গ)

 ৪৪. সংবিধান রচনা কমিটি কয় মাসের মধ্যে খসড়া সংবিধান প্রণয়ন করে?
Ο ক) চার
Ο খ) ছয়
Ο গ) আট
Ο ঘ) নয়
 সঠিক উত্তর: (খ)

 ৪৫. জাতীয় সংসদের মেয়াদকাল কত বছর?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৬. বিচার বিভাগ কাদের নিয়ে গঠিত?
Ο ক) সংসদ সদস্যদের
Ο খ) আইনজীবীদের
Ο গ) বিচারপতিদের
Ο ঘ) আইন প্রয়োগকারীদের
 সঠিক উত্তর: (গ)

 ৪৭. আমাদের সংবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচলনার মূলনীতি কয়টি?
Ο ক) ৩টি
Ο খ) ৪টি
Ο গ) ৫টি
Ο ঘ) ৭টি
 সঠিক উত্তর: (খ)

 ৪৮. ঐক্যবদ্ধ ও সংকরবদ্ধ সংগ্রাম করে বাঙালি অর্জন করেছে-
i. অর্থনৈতিক মুক্তি
ii. সার্বভৌমত্ব
iii. স্বাধীনতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৪৯. বাংলাদেশে কেমন সরকার বর্তমান রয়েছে?
Ο ক) এককেন্দ্রিক
Ο খ) রাষ্ট্রপতিশাসিত
Ο গ) মন্ত্রিপরিষদশাসিত
Ο ঘ) একনায়কতান্ত্রিক
 সঠিক উত্তর: (গ)

 ৫০. গণতন্ত্রের কয়টি অঙ্গ?
Ο ক) ২
Ο খ) ৩
Ο গ) ৪
Ο ঘ) ৫
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post