জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ৬ষ্ঠ(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ৬ষ্ঠ(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. বাংলাদেশের বেশির ভাগ মানুষ কোথায় বাস করে?
Ο ক) পৌরসভা এলাকায়
Ο খ) সিটি কর্পোরেশনে
Ο গ) প্রামে
Ο ঘ) বিদেশে
 সঠিক উত্তর: (গ)

 ৫২. যারা শারীরিক শ্রম দিয়ে রাষ্ট্র ও সমাজের জন্য সম্পদ তৈরিতে সহায়তা করে তাদের পরিচয় কোনটি?
Ο ক) পেশাজীবী
Ο খ) শ্রমিক
Ο গ) চিকিৎসক
Ο ঘ) প্রকৌশলী
 সঠিক উত্তর: (খ)

 ৫৩. যে খাতটি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়েছে-
i. পরিবহন
ii. সংরক্ষণ
iii. যোগাযোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৪. ২০১১-১২ র্অথবছরে জাতীয় আয়ে কৃষি ও বনজ খাতের অবদান কত ছিল/
Ο ক) ১৫.৬৫ শতাংশ
Ο খ) ১৪.৯০ শতাংশ
Ο গ) ১৪.২৬ শতংশ
Ο ঘ) ১০.৭২ শতাংশ
 সঠিক উত্তর: (খ)

 ৫৫. মোট জাতীয় উৎপাদনের ইংরেজি কোনটি?
Ο ক) Gross National Product
Ο খ) Gross New Product
Ο গ) Gross Net Product
Ο ঘ) Gross Native Product
 সঠিক উত্তর: (ক)

 ৫৬. কোনটিকে মানব সম্পদে পরিণত করা গেলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে?
Ο ক) প্রাকৃতিক সম্পদকে
Ο খ) কৃষিকে
Ο গ) জনসংখ্যাকে
Ο ঘ) প্রযুক্তিকে
 সঠিক উত্তর: (গ)

 ৫৭. শহরাঞ্চলের মানুষের পেশা প্রধানত- i. কৃষিকাজ ii. ব্যবসা-বানিজ্য iii. চাকরি নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৫৮. আমাদের দেশে রাষ্ট্রীয় মালিকানায় চালু রয়েছে- i. রেল ii. সড়ক iii. মসজিদ নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৫৯. ২০০৯ সালে বিশ্বের সর্বোচ্চ রেমিটেন্স প্রাপ্ত সার্কভুক্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল কত তম?
Ο ক) ১ম
Ο খ) ২য়
Ο গ) ৩য়
Ο ঘ) ৫ম
 সঠিক উত্তর: (খ)

 ৬০. দেশের বেকার তরুণ-তরুণীদের জনশক্তিতে পরিণত করা যায়-
i. শিল্প কারখানা প্রতিষ্ঠার মাধ্যমে
ii. স্বল্পমেয়াদী প্রশিক্ষণ দিয়ে
iii. দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৬১. বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির মূলে রয়েছে-
i. প্রবাসীদের আয়
ii. দেশজ উৎপাদন বৃদ্ধি
iii. শিল্পের কাঁচামাল আমদানি বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৬২. মানব সম্পদ উন্নয়নে আমাদের করণীয় হলো-
i. শিক্ষার উন্নয়ন
ii. যুব উন্নয়ন
iii. শ্রম ও কর্মসংস্থান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৩. আমাদের দেশে রাষ্ট্রীয় মালিকানায় চালু রয়েছে- i. রেল ii. সড়ক iii. মসজিদ নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৬৪. মানব সম্পদ উন্নয়নে সরকারকে প্রথমে কোনটি নিশ্চিত করতে হবে?
Ο ক) প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা
Ο খ) কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা প্রতিষ্ঠান
Ο গ) যুব উন্নয়ন
Ο ঘ) নারী শিক্ষার প্রসার
 সঠিক উত্তর: (ক)

 ৬৫. বাংলাদেশের বেশির ভাগ লোকের জীবিকার প্রধান উপায় কোনটি?
Ο ক) চাকরি
Ο খ) ব্যবসা
Ο গ) কৃষি
Ο ঘ) শিল্প
 সঠিক উত্তর: (গ)

 ৬৬. যে দেশটি অদূর ভবিষ্যতে উৎপাদন ও আয় বৃদ্ধির মাধ্যমে দারিদ্র্য দূল করতে সক্ষম হবে-
Ο ক) চীন
Ο খ) যুক্তরাষ্ট্র
Ο গ) বাংলাদেশ
Ο ঘ) যুক্তরাজ্য
 সঠিক উত্তর: (গ)

 ৬৭. মৎস্য খাতে জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে-
i. অভ্যন্তরীণ উৎস থেকে
ii. বৈদেশিক উৎস থেকে
iii. সামুদ্রিক উৎস থেকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৬৮. বাংলাদেশের জাতীয় আয়ের উৎস হলো-
i. শারীরিক শ্রম
ii. ব্যাংক বীমা
iii. শিল্প
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৬৯. কোনো দেশের মোট জাতীয় উৎপাদনকে সংক্ষেপে কী দিয়ে প্রকাশ করা হয়?
Ο ক) GDP
Ο খ) GNI
Ο গ) PCI
Ο ঘ) GNP
 সঠিক উত্তর: (ঘ)

 ৭০. বর্তমান বিশ্ব-নির্ভর।
Ο ক) শিল্প
Ο খ) প্রযুক্তি
Ο গ) কৃষি
Ο ঘ) মৎস্য
 সঠিক উত্তর: (খ)

 ৭১. শিল্পখাতের অন্তর্ভুক্ত হলো- i. খাদ্যশস্য ii. খনিজ সম্পদ iii. গ্যাস নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৭২. ২০০৯ সালে বিশ্বের সর্বোচ্চ রেমিটেন্স প্রাপ্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল কত তম?
Ο ক) ৫ম
Ο খ) ৭ম
Ο গ) ৮ম
Ο ঘ) ৯ম
 সঠিক উত্তর: (গ)

 ৭৩. ২০১১-১২ অর্থবছরে জিডিপিতে মৎস্য কাতের অবদান কত ছিল?
Ο ক) ৪.৫১ শতাংশ
Ο খ) ২.৩৮ শতাংশ
Ο গ) ৪.৩৯ শতাংশ
Ο ঘ) ২.৪৫ শতাংশ
 সঠিক উত্তর: (গ)

 ৭৪. কোনো দেশের জনপ্রতি বার্ষিক আয়কে কী বলে?
Ο ক) পারিবারিক আয়
Ο খ) মাথাপিছু আয়
Ο গ) ব্যক্তিগত আয়
Ο ঘ) গোষ্ঠীভিত্তিক আয়
 সঠিক উত্তর: (খ)

 ৭৫. ২০০৯-২০১০ অর্থবছরে জাতীয় উৎপাদনে কৃষি ও বনজ খাতের তুলনায় শিল্প খাতের অবদান কত শতাংশ বেশি ছিল?
Ο ক) ৪.৫১
Ο খ) ১০.৭৬
Ο গ) ১৪.৩০
Ο ঘ) ১৫.৬৫
 সঠিক উত্তর: (গ)

 ৭৬. দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়?
Ο ক) ব্যক্তিগত আয়
Ο খ) সমষ্টিগত আয়
Ο গ) মাথাপিছু আয়
Ο ঘ) সমাজকেন্দ্রিক আয়
 সঠিক উত্তর: (গ)

 ৭৭. মানুষের জন্মগত অধিকার কোনটি?
Ο ক) বস্ত্র
Ο খ) বাসস্থান
Ο গ) শিক্ষা
Ο ঘ) বিনোদন
 সঠিক উত্তর: (গ)

 ৭৮. ২০০৯-১০ অর্থবছরে মৎস্য আহরণের পরিমাণ কত লক্ষ মেট্রিক টন ছিল?
Ο ক) ২৫.৯০
Ο খ) ২৭.৯৭
Ο গ) ২৮.৯৭
Ο ঘ) ২৯.৯৯
 সঠিক উত্তর: (গ)

 ৭৯. বাংলাদেশের অর্থনৈতিক জীভনধারা বিকশিত হচ্ছে-
i. বৈদেশিক খাতকে নিয়ে
ii. সরকারি খাতকে নিয়ে
iii. বেসরকারি খাতকে নিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৮০. জনগণের আয় বৃদ্ধি পেলে যা হয়-
i. জীবনযাত্রার মান বৃদ্ধি পায়
ii. দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়
iii. ক্ষুধামুক্ত জাতি গঠন করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮১. অদক্ষ মানুষকে শ্রমশক্তিসম্পন্ন করাই হচ্ছে-
Ο ক) শিল্পোন্নয়ন
Ο খ) দক্ষ মানুষ গড়া
Ο গ) মানব উন্নয়ন
Ο ঘ) মানব সম্পদ উন্নয়ন
 সঠিক উত্তর: (ঘ)

 ৮২. ২০০৯-১০ অর্থবছরে জাতীয় আয়ে পরিবহণ ও যোগাযোগ খাতের অবদান কত ছিল?
Ο ক) ১০.৭৬
Ο খ) ১৪.৩০
Ο গ) ১৫.৬৫
Ο ঘ) ৪৯.৯০
 সঠিক উত্তর: (ক)

 ৮৩. গ্রামাঞ্চলের মানুষের পেমা হলো- i. তাঁতি ii. জেলে iii. চাকরি নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৮৪. আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষ কীসের অভাবে অসচেতন ও অদক্ষ?
Ο ক) পুষ্টিহীনতা
Ο খ) শিক্ষা
Ο গ) চিকিৎসা
Ο ঘ) কর্মসংস্থান
 সঠিক উত্তর: (খ)

 ৮৫. বাংলাদেশ যেসব আমদানি-রপ্তানি থেকে প্রতিবছল বিপুল সম্পদ উৎপাদন বা আহরণ করে তা হলো-
i. কৃষি
ii. শিল্প
iii. সেবা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৬. বাংলাদেশকে বলা হয়-
Ο ক) কৃষিপ্রধান দেশ
Ο খ) শিল্পপ্রধান দেশ
Ο গ) বাণিজ্যপ্রধান দেশ
Ο ঘ) পরাশক্তির দেশ
 সঠিক উত্তর: (ক)

 ৮৭. দেশের মোট জাতীয় উৎপাদন বা আয়কে ঐ বছরের জনসংখ্যা দ্বারা ভাগ করা হলে কী পাওয়া যায়?
Ο ক) মাথাপিছু আয়
Ο খ) ব্যক্তিগত আয়
Ο গ) সমষ্টিগত আয়
Ο ঘ) পরিবারকেন্দ্রিক আয়
 সঠিক উত্তর: (ক)

 ৮৮. যুব উন্নয়নে উদ্যোগী ভূমিকা পালন করতে হবে-
i. জনগণকে
ii. সরকারকে
iii. সমাজকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৮৯. মানুষ কখন রাষ্ট্র ও সমাজের শক্তিতে পরিণত হয়?
Ο ক) যখন সে স্বাস্থ্যবান হয়
Ο খ) যখন সে যুদ্ধ শিখে
Ο গ) যখন সে রাজনীতি করে
Ο ঘ) যখন সে রাষ্ট্রের জন্য কিছু করতে পারে
 সঠিক উত্তর: (ঘ)

 ৯০. তুলনামূলক বিচারে ২০০৯-১০ অপেক্ষা ২০১১-১২ অর্থবছরে জিডিপিতে কোন কাতের অবদান বৃদ্ধি পেয়েছ?
Ο ক) কৃষি ও বনজ
Ο খ) শিল্প
Ο গ) স্বাস্থ্য ও সেবা
Ο ঘ) মৎস্য
 সঠিক উত্তর: (গ)

 ৯১. একটি দেশের নাগরিকগণ যার সাহায্যে দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদন করে-
i. প্রাকৃতিক সম্পদ
ii. শ্রম
iii. মূলধন ও সংগঠন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯২. শাহ সিমেন্ট কারখানা একটি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটি আবুল খায়ের গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান। এটি কোন ধরনের সংস্থা?
Ο ক) রাষ্ট্রীয় মালিকানাধীন
Ο খ) ব্যক্তি উদ্যোগে পরিচালিত
Ο গ) বেসরকারি সংস্থা
Ο ঘ) অংশীদারিত্বমূলক সংস্থা
 সঠিক উত্তর: (গ)

 ৯৩. অদক্ষ মানুষকে মানব সম্পদে রূপান্তরিত করা যায়-
i. শিক্ষার মাধ্যমে
ii. প্রশিক্ষণের মাধ্যমে
iii. কর্মসংস্থানের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৪. স্বাস্থ্য খাতের সাথে সম্পৃক্ত কোনটি?
Ο ক) কমিউনিটি সেন্টার
Ο খ) কমিউনিটি হাসপাতাল
Ο গ) বিপণন কেন্দ্র
Ο ঘ) ব্যক্তিগত সেবাকেন্দ্র
 সঠিক উত্তর: (খ)

 ৯৫. রেমিটেন্স এর সঠিক প্রতিশব্দ কোনটি?
Ο ক) Remittance
Ο খ) Ramitance
Ο গ) Ramittance
Ο ঘ) Remitance
 সঠিক উত্তর: (ক)

 ৯৬. বিকাশ বেড়ে উঠেছে জেলে পরিবারে। মাছ ধরেই সে জীবিকা নির্বাহ করে। যে দেশের কোন খাতে অবদান রাখছে?
Ο ক) কৃষি
Ο খ) মৎস্য
Ο গ) শিল্প
Ο ঘ) সেবা
 সঠিক উত্তর: (খ) 

৯৭. মধ্যপ্রাচ্যের যে দেশে বাংলাদেশের প্রশজীবী ও পেশাজীবীরা কাজ করছেন-
i. সৌদি আরব ও কাতার
ii. আরব আমিরাত
iii. কুয়েত ও মিসর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: ইকরাম তার ছোট ভাইকে বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে ধারণা দিতে গিয়ে বরে, দেশের কৃষি, শিল্প ও সেবাসহ যাবতীয় উৎপাদন বৃদ্ধির প্রদান লক্ষ্য হলো জনগণের আর বৃদ্ধি করা। আয় বৃদ্ধি পেরে জীবনযাত্রার মান বৃদ্ধি পায়। জনগণের নির্দিষ্ট সময়ের মধ্যে দেশের অভ্যন্তরে ও বাইরে যত চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যের সমষ্টিকে এক ধরনের উৎপাদন বলা হয়।

৯৮. উদ্দীপকে কোন উৎপাদন সম্পর্কে বলা হয়েছে?
Ο ক) মোট অভ্যন্তরীণ উৎপাদন
Ο খ) মোট জাতীয় উৎপাদন
Ο গ) মাথাপিছু আয়
Ο ঘ) মাথাপিছু ব্যয়
 সঠিক উত্তর: (খ)

 ৯৯. উক্ত উৎপাদনের ক্ষেত্রে প্রযোজ্য তথ্য-
i. দেশের সামগ্রিক সম্পদের ব্যবহার
ii. জাতীয় উৎপাদন আর্থিক মূল্যে পরিণত
iii. আমদানি রপ্তানি খাত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১০০. এ উৎপাদনের খাত হলো-
i. শুধুমাত্র অভ্যন্তরীণ উৎপাদনে ব্রবহৃত মূলধন, শ্রম, শিল্প
ii. দেশের বাইরে চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন
iii. প্রাকৃতিক সম্পদ, শ্রম ও মূলধন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post