জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ৬ষ্ঠ(১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ৬ষ্ঠ(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. বিশ্বমন্দা সত্ত্বেও ২০০৮-৯ অর্থবছরে বাংরাদেশের অর্থনীতি বড় ধরনের সংকটে না পড়ার অন্যতম কারণ কোনটি?
Ο ক) বাংরাদেশ ব্যাংকের নিপূণ দক্ষতা
Ο খ) প্রবাসীদের পাঠানো বিপুল অঙ্কের রেমিটেন্স
Ο গ) বিপুল বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকা
Ο ঘ) দেশীয় শিল্পের স্বয়ংসম্পূর্ণতা
 সঠিক উত্তর: (খ)

 ২. কোন দেশকে কৃষি প্রধান দেশ বলা হয়?
Ο ক) বাংলাদেশ
Ο খ) ভারত
Ο গ) জাপান
Ο ঘ) নেপাল
 সঠিক উত্তর: (ক)

 ৩. শিক্ষা মানুষের কেমন অধিকার?
Ο ক) জন্মগত অধিকার
Ο খ) নাগরিকগত অধিকার
Ο গ) মানবিক অধিকার
Ο ঘ) সামাজিক অধিকার
 সঠিক উত্তর: (ক)

 ৪. মধ্যপ্রাচ্যের দেশগুলো হলো-
i. কৃয়েত, কাতার
ii. মালয়েশিয়া, সিঙ্গাপুর
iii. লিবিয়া, মিসর
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৫. যাদেরকে দেশের মানব সম্পদ বলা হয় তার যে কোনো খাতে অবদান রাখে-
i. মেধা দিয়ে
ii. অর্থ দিয়ে
iii. শ্রম দিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৬. বাংলাদেশের শ্রমিক ও পেশাজীবীরা কাজ করছে-
i. মিসর, কুয়েত ও লিবিয়ায়
ii. মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ায়
iii. ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭. জনগণের আয় বৃদ্ধি পেলে কী বৃদ্ধি পায়?
Ο ক) জীবনযাত্রার মান
Ο খ) উৎপাদন
Ο গ) রেমিটেন্স
Ο ঘ) মাথাপিছু আয়
 সঠিক উত্তর: (ক)

 ৮. পাইকারি ও খুচরা বাণিজ্যে ২০১১-১২ অর্থবছরে জাতীয় আয়ে অবদান কত ছিল?
Ο ক) ১৯.০১ শতাংশ
Ο খ) ১৪.২৫ শতাংশ
Ο গ) ১০.৭২ শতাংশ
Ο ঘ) ১০.৭৬ শতাংশ
 সঠিক উত্তর: (খ)

 ৯. আমাদের দেশের লক্ষ লক্ষ তরুণ বর্তমানে কোথায় চাকরি করতে যাচ্ছে?
Ο ক) শহরে
Ο খ) গ্রামে
Ο গ) সরকারি প্রতিষ্ঠানে
Ο ঘ) বিদেশে
 সঠিক উত্তর: (ঘ)

 ১০. দেশের মানব সম্পদ বলতে কী বোঝায়?
Ο ক) শ্রমশক্তি সম্পন্ন মানুষ
Ο খ) বুদ্ধিশক্তি সম্পন্ন মানুষ
Ο গ) স্মৃতিশক্তি সম্পন্ন মানুষ
Ο ঘ) পেশিশক্তি সম্পন্ন মানুষ
 সঠিক উত্তর: (ক)

 ১১. ২০১১-১২ অর্থ বছরে জাতীয় উৎপাদনে শিল্প খাতের অবদান কত ছিল?
Ο ক) ১৯.০১ শতাংশ
Ο খ) ১৫.৬৫ শতাংশ
Ο গ) ২৯.৯৫ শতাংশ
Ο ঘ) ১৪.২৬ শতাংশ
 সঠিক উত্তর: (ক)

 ১২. নিকট ও দূরপ্রাচ্যের দেশগুলো হলো-
i. সৌদি আরব, মরক্কো
ii. মালয়েশিয়া, সিঙ্গাপুর
iii. ব্রুনাই, দক্ষিণ কোরিয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ১৩. জনগণের জীবনমানের উন্নয়নে সহায়ক হবে-
i. সুষ্ঠু পরিকল্পনা
ii. বিভিন্ন খাতের মধ্যে সমন্বয়
iii. আয়ের ভারসাম্য রাখা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১৪. কোন পেশাটি ব্যক্তি উদ্যোগের উদাহরণ?
Ο ক) চিকিৎসক
Ο খ) ব্যাংকার
Ο গ) মুদি দোকানদার
Ο ঘ) স্বাস্থ্যকর্মী
 সঠিক উত্তর: (গ)

 ১৫. যে খাত থেকে দেশের বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে-
i. শিল্প কারখানা
ii. কৃষি
iii. ব্যবসা প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ১৬. আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষ কোন সুযোগ থেকে বঞ্চিত?
Ο ক) প্রযুক্তির
Ο খ) স্বাস্থ্রের
Ο গ) কর্মসংস্থানের
Ο ঘ) শিক্ষার
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭. GDP এর সঠিক ইংরেজি কোনটি?
Ο ক) Gross Domestic Progect
Ο খ) Gross Distribute Product
Ο গ) Grand Domestic Production
Ο ঘ) Gross Domestic Product
 সঠিক উত্তর: (ঘ)

 ১৮. ২০০৯-১০ অর্থবছরের তুলনায় ২০১১-১২ অর্থবছরে শিল্পখাতের অবদান কত শতাংশ কমে যায়?
Ο ক) প্রায় এক তৃতীয়াংশ
Ο খ) প্রায় দুই-তৃতীয়াংশ
Ο গ) প্রায় এক-চতুর্থাংশ
Ο ঘ) প্রায় এক পঞ্চমাংশ
 সঠিক উত্তর: (ক)

 ১৯. আমাদের জাতীয় উন্নয়নকে ত্বরান্বিত করতে পারি-
i. কৃষি, শিল্প খাতের উন্নয়নের মাধ্যমে
ii. প্রযুক্তির বিকাশকে কাজে লাগিয়ে
iii. রাজনৈতিক অস্থিতিশীলতার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ২০. বিদেশে চাকরি করতে যায়-
i. দক্ষ ও অদক্ষ শ্রমিক
ii. ডাক্তার ও ইঞ্জিনিয়ার
iii. শিক্ষক ও আইনজীবী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২১. বাংলাদেশের মোট জাতীয় আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এমন অন্যতম কাত হলো-
i. কৃষি ও বনজ সম্পদ
ii. পাট সম্পদ
iii. বনজ সম্পদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২২. কোন পেশাটি ব্যক্তি উদ্যোগের উদাহরণ?
Ο ক) চিকিৎসক
Ο খ) ব্যাংকার
Ο গ) মুদি দোকানদার
Ο ঘ) স্বাস্থ্য কর্মী
 সঠিক উত্তর: (গ)

 ২৩. ২০১০ সালের মার্চ মাস পর্যন্ত বিদেশে বাংলাদেশের কত সংখ্যক লোক কর্মরত আছেন?
Ο ক) ৫৫ লাখ
Ο খ) ৫৯ লাখ
Ο গ) ৬১ লাখ
Ο ঘ) ৬৬ লাখ
 সঠিক উত্তর: (খ)

 ২৪. বার্ষিক অভ্যন্তরীণ দেশজ উৎপাদনের ইংরেজি কোনটি?
Ο ক) Gross Due Production
Ο খ) Gross Daily Product
Ο গ) Gross Domestic Product
Ο ঘ) Gross Duel Production
 সঠিক উত্তর: (গ)

 ২৫. অদক্ষ মানুষকে কীভাবে সম্পদে পরিণত করা যায়?
Ο ক) শিক্ষা ও সেবা দিয়ে
Ο খ) শিক্ষা ও প্রশিক্ষণ দিয়ে
Ο গ) কর্মসংস্থানের সুযোগ দিয়ে
Ο ঘ) ঋণের ব্যবস্থা করে
 সঠিক উত্তর: (খ)

 ২৬. বর্তমানে বাংলাদেশের কত মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে?
Ο ক) শত শত
Ο খ) হাজার হাজার
Ο গ) লক্ষ লক্ষ
Ο ঘ) কোটি কোটি
 সঠিক উত্তর: (গ)

 ২৭. মধ্যপ্রাচ্যের দেশ কোনটি?
Ο ক) ব্রুনাই
Ο খ) সিঙ্গাপুর
Ο গ) লিবিয়া
Ο ঘ) দক্ষিণ কোরিয়া
 সঠিক উত্তর: (গ)

 ২৮. বাংলাদেশের মোট জাতীয় উৎপাদনের হিসাব করে কোন ব্যাংক?
Ο ক) বৈদেশিক ব্যাংক
Ο খ) বাংলাদেশ ব্যাংক
Ο গ) কর্মসংস্থান ব্যাংক
Ο ঘ) কৃষি ব্যাংক
 সঠিক উত্তর: (খ)

 ২৯. জনগণের আয় বৃদ্ধি পেলে যা হয়-
i. জীবনযাত্রা মান বৃদ্ধি পায়
ii. দারিদ্র্য থেকে মুক্তি পাওয়া সম্ভব হয়
iii. ক্ষুধামুক্ত জাতি গঠন করা যায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩০. কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বাংরাদেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থসেবা দেওয়া হয়। কমিউনিটি ক্লিনিক সরকারের কোন খাতের অন্তর্গত?
Ο ক) আর্থিক খাত
Ο খ) সেবা খাত
Ο গ) শিক্ষা খাত
Ο ঘ) লাভজনক খাত
 সঠিক উত্তর: (খ)

 ৩১. মানুষ কখন সমাজ বা রাষ্ট্রের শক্তিতে পরিণত হয়?
Ο ক) যখন সে শিক্ষিত হয়
Ο খ) যখন সে সমাজ বা রাষ্ট্রের জন্যে কিছু করতে পারে
Ο গ) যখন সে বেকার থাকে
Ο ঘ) যখন সে অধিকার আদায় করতে শেখে
 সঠিক উত্তর: (খ)

 ৩২. মানুষের জন্মগত অধিকার কোনটি?
Ο ক) বস্ত্র
Ο খ) বাসস্থান
Ο গ) শিক্ষা
Ο ঘ) বিনোদন
 সঠিক উত্তর: (গ)

 ৩৩. মানব সম্পদ উন্নয়নের লক্ষ্যে দরিদ্র ও নিম্নবিত্তদের জন্যে বৃদ্ধি করতে হবে-
i. আর্থিক সহযোগিতা
ii. উপবৃত্তির সুযোগ
iii. উচ্চশিক্ষার সুযোগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i
 সঠিক উত্তর: (ক)

 ৩৪. ২০০৯-২০১০ অর্থবছরে আমাদের খাদ্যশস্যের পরিমাণ কত ছিল?
Ο ক) ৩৬৯.৩৬ লক্ষ মেট্রিক টন
Ο খ) ৩৭০.৩৩ লক্ষ মেট্রিক টন
Ο গ) ৩৭৫.৩১ লক্ষ মেট্রিক টন
Ο ঘ) ৩৭৭.৩১ লক্ষ মেট্রিক টন
 সঠিক উত্তর: (ক)

 ৩৫. কয়টি খাত নিয়ে বাংলাদেশের অর্থনৈতিক জীবনধারা বিকশিত হচ্ছে?
Ο ক) একটি
Ο খ) দুইটি
Ο গ) তিনটি
Ο ঘ) পাঁচটি
 সঠিক উত্তর: (খ)

 ৩৬. আমরা কীভাবে জাতীয় আয় বৃদ্ধি করতে পারি?
Ο ক) জনসংখ্যাকে জনসম্পদে রুপান্তরিত করে
Ο খ) দারিদ্র্য হ্রাস করে
Ο গ) কৃষি ও শিল্পখাতের উন্নয়নের মাধ্যমে
Ο ঘ) কৃষি, শিল্প, যোগাযোগ, সেবাখাতে প্রযুক্তির ব্যবহার করে
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৭. প্রবৃদ্ধির সূচক আমাদের দেশ অনেক এগিয়ে যাবে: যদি-
i. বেকারত্ব হ্রাস পায়
ii. জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রিত হয়
iii. দুর্নীতি হ্রাস পায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৮. দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে কী পাওয়া যায়?
Ο ক) ব্যক্তিগত আয়
Ο খ) সমষ্টিগত আয়
Ο গ) মাথাপিছু আয়
Ο ঘ) সমাজকেন্দ্রিক আয়
 সঠিক উত্তর: (গ)

 ৩৯. বাংলাদেশের জাতীয় আয়ের অন্যতম প্রধান খাত কোনটি?
Ο ক) বনজ
Ο খ) শিল্প
Ο গ) খনিজ
Ο ঘ) মৎস্য সম্পদ
 সঠিক উত্তর: (খ)

 ৪০. শফিক রাতদিন পরিশ্রম করে বিভিন্ন শিল্পজাত দ্রব্য উৎপাদন করে। অর্থনীতির ভাষায় তাক কী বলা হবে?
Ο ক) দক্ষ শ্রমিক
Ο খ) মানবসম্পদ
Ο গ) প্রশিক্ষিত ব্যক্তি
Ο ঘ) পরনির্ভরশীল ব্যক্তি
 সঠিক উত্তর: (খ)

 ৪১. কৃষিকাজে উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে-
i. উৎপাদন বৃদ্ধি পাবে
ii. নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে
iii. শহরমুখিতা হ্রাস পাবে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪২. রেমিটেন্স বলতে বোঝায়-
Ο ক) প্রবাসীদের প্রেরিত অর্থ
Ο খ) ব্যাংকে গচ্ছিত অর্থ
Ο গ) বিনিয়োগকৃত অর্থ
Ο ঘ) মুনাফা বাবদ প্রাপ্ত অর্থ
 সঠিক উত্তর: (ক)

 ৪৩. কোনটি মোট জাতীয় উৎপাদনের ইংরেজি?
Ο ক) Gross Net Product
Ο খ) Gross National Product
Ο গ) Gross Native Product
Ο ঘ) Gross New Product
 সঠিক উত্তর: (খ)

 ৪৪. বিশ্বব্যাংকের হিসেব মতে ২০০৮ সালে বিশ্বের সর্বোচ্চ রেমিটেন্স প্রাপ্ত দেশের মধ্যে বাংরাদেশের অবস্থান ছিল কত তম?
Ο ক) ১০তম
Ο খ) ১২তম
Ο গ) ১৪তম
Ο ঘ) ১৬তম
 সঠিক উত্তর: (খ)

 ৪৫. কৃষি ও বনজ খাতের অন্তর্ভুক্ত হলো-
i. খাদ্যশস্য
ii. শাকসবজি
iii. বিদ্যুৎ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৪৬. বাংলাদেশের জাতীয় আয়ের বৃহৎ খাত কোনটি?
Ο ক) স্বাস্থসেবা খাত
Ο খ) মৎস্য খাত
Ο গ) শিল্প কাত
Ο ঘ) পরিবহন ও যোগাযোগ
 সঠিক উত্তর: (গ)

 ৪৭. যাবতীয় উৎপাদন বৃদ্ধির প্রধান লক্ষ্য কী?
Ο ক) দুর্নীতি করা
Ο খ) স্বজনপ্রীতি করা
Ο গ) জনগণের আয় বৃদ্ধি করা
Ο ঘ) দানখয়রাত করা
 সঠিক উত্তর: (গ)

 ৪৮. আমাদের দেশের বিপুল সংখ্যক মানুষের সমাজ ও দেশের উন্নয়নে সঠিক ভূমিকা রাখতে না পারার কারণ কী?
Ο ক) খাদ্যের অভাব
Ο খ) কর্মসংস্থানের অভাব
Ο গ) সচেতনতার অভাব
Ο ঘ) শিক্ষার অভাব
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৯. দেশজ উৎপাদন বলতে কী বোঝায়?
Ο ক) দেশের অভ্যন্তরীণ বার্ষিক উৎপাদন
Ο খ) কৃষিবজবার্ষিক উৎপাদন
Ο গ) শিল্পজ বার্ষিক উৎপাদন
Ο ঘ) সেবামূলক বার্ষিক উৎপাদন
 সঠিক উত্তর: (ক)

 ৫০. দক্ষতার জন্য প্রয়োজন বলে তুমি মনে কর-
i. সুস্বাস্থ্যের অধিকারী
ii. শিক্ষা
iii. প্রশিক্ষণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post