জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ৫ম(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ৫ম(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. আমরা টেলিভিশনের মাধ্যমে ঘরে বসে দেখতে পাই-
i. জাতীয় বিষয়সমূহ
ii. আন্তর্জাতিক বিষয়সমূহ
iii. পারিবারিক কোন্দল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৫২. কখন সমবয়সীদের সঙ্গে ব্যক্তির খেলাধুলার অপ্রতিরোধ্য আকর্ষণ থাকে?
Ο ক) শৈশবে
Ο খ) যৌবনে
Ο গ) বার্ধক্যে
Ο ঘ) প্রৌঢ়ে
 সঠিক উত্তর: (ক)

 ৫৩. ছবি বিনিময় করা যায় কীসের মাধ্যমে?
Ο ক) এস এম এস
Ο খ) ফেসবুক
Ο গ) ভিডিও চ্যাট
Ο ঘ) ই-কমার্স
 সঠিক উত্তর: (খ)

 ৫৪. ইলেক্ট্রনিক কমার্সের সংক্ষিপ্ত রূপ কোনটি?
Ο ক) ই-কমার্স
Ο খ) ই-কে
Ο গ) ই-কিউ
Ο ঘ) ই-কম
 সঠিক উত্তর: (ক)

 ৫৫. ই-মেইল কথাটার পূর্ণরূপ কী?
Ο ক) ইলেকশন মেইল
Ο খ) ইবুক মেইল
Ο গ) ইলেক্রনিক মেইল
Ο ঘ) ইলেক্ট্রনিক মেইল
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৬. ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে কী বলা হয়?
Ο ক) ই-কমার্স
Ο খ) ই-মেইল
Ο গ) টুইটার
Ο ঘ) ইন্টারনেট
 সঠিক উত্তর: (ক)

 ৫৭. ব্যক্তির সামাজিকরণের মাধ্যম হলো-
i. পরিবার, প্রতিবেশী, বিদ্যালয়
ii. গণমাধ্যম ও ধর্মীয় প্রতিষ্ঠান
iii. বিনোদনমূলক প্রতিষ্ঠান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৮. স্থানীয় সমাজের উপাদান কোনটি?
Ο ক) ইউনিয়ন পরিষদ
Ο খ) সিটি কর্পোরেশন
Ο গ) সাহিত্য সমিতি
Ο ঘ) জাতীয় সংসদ
 সঠিক উত্তর: (গ)

 ৫৯. ফেসবুকের মাধ্যমে ব্যক্তি করে থাকে-
i. যোগাযোগ ও ভাব বিনিময়
ii. অর্থের লেনদেন
iii. আবেগ, ইচ্ছা প্রকাশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৬০. রাজনৈতিক দল কীভাবে ব্যক্তির সামাজিকীকরণে ভূমিকা রাখে?
Ο ক) নেতৃত্বদান শেখানোর মাধ্যমে
Ο খ) আচার-আচরণ শেখানোর মাধ্যমে
Ο গ) সচেতন ও সংগঠিত করার মাধ্যমে
Ο ঘ) সংগঠিত করার মাধ্যমে
 সঠিক উত্তর: (গ)

 ৬১. শৈশব হতেই শিশু সংঘভুক্ত সংঘঠনের সদস্যদের সাথে যা করে তা হলো-
i. আমোদ-প্রমোদ ও খেলাধুলা
ii. সাহিত্য-সাংস্কৃতিক কর্মকান্ডে মেতে ওঠা
iii. রাজনৈতিক কর্মকান্ড আলোচনা করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৬২. বেতার মানুষের জীবনে যে ভূমিকা পালন করেছে তা হলো-
i. শিক্ষাদান
ii. আনন্দদান
iii. অসত্য তথ্য প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৬৩. কাঙ্ক্ষিত ও সুস্থ সমাজ জীবনের স্বার্থে ব্যক্তিকে আয়ত্ত করতে হয়-
i. সমাজের নিয়ম নীতি
ii. আদর্শ-অভ্যাস
iii. অসাম্প্রদায়িক কর্মকান্ড
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৬৪. পড়ার সময় বাদে শিশু যেভাবে সময় কাটায় তা হলো-
i. খেলার মাঠে
ii. কাজ করে
iii. গল্পগুজব করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৫. ফেসবুকের মাধ্যমে ব্যক্তি করে থাকে-
i. যোগাযোগ ও ভাব বিনিময়
ii. অর্থের লেনদেন
iii. আবেগ ও ইচ্ছা প্রকাশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৬৬. ফেসবুক ও টুইটার কিসের মাধ্যম?
Ο ক) অর্থনৈতিক যোগাযোগের
Ο খ) সামাজিক যোগাযোগের
Ο গ) ধর্মীয় যোগাযোগের
Ο ঘ) রাজনৈতিক যোগাযোগের
 সঠিক উত্তর: (খ)

 ৬৭. ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার ক্ষতি করতে পারে কোন মাধ্যম?
Ο ক) রেডিও
Ο খ) টেলিভিশন
Ο গ) সংবাদপত্র
Ο ঘ) ফেসবুক
 সঠিক উত্তর: (খ)

 ৬৮. টেরিভিশনে প্রচারিত অনুষ্ঠান সূচি হলো-
i. নাটক ও সিনেমা
ii. গান-কবিতা, কৌতুক
iii. সাধারন মানুষের ব্যক্তিজীবন আলোচনা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৬৯. শিশুর মূল্যবোধ ও মানবিকতাবোধ জাগিয়ে তোলার মাধ্যমে সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কোন মাধ্যমটি?
Ο ক) সংবাদপত্র
Ο খ) বেতার
Ο গ) টেলিভিশন
Ο ঘ) চলচ্চিত্র
 সঠিক উত্তর: (ঘ)

 ৭০. প্রত্যেক সমাজের রয়েছে-
i. নিয়ম-রীতি
ii. বিশ্বাস ও আদর্শ
iii. সরকার ব্যবস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৭১. নিয়মরীতি, মূল্যবোধ, বিশ্বাস ও আদর্শ আয়ত্ত করলে হয়-
Ο ক) সামাজিকীকরণ
Ο খ) রাজনীতিকরণ
Ο গ) সাময়িকীকরণ
Ο ঘ) রাজনীতি
 সঠিক উত্তর: (ক)

 ৭২. শহরে সবচেয়ে শক্তিশালী ভূমিকা রাখে কী?
Ο ক) গণমাধ্যম
Ο খ) সেনাবাহিনী
Ο গ) জনগণ
Ο ঘ) সরকার
 সঠিক উত্তর: (ক)

 ৭৩. গণমাধ্যমে কী প্রচারিত হয়?
Ο ক) যুদ্ধ
Ο খ) বিবাহ অনুষ্ঠান
Ο গ) তথ্য
Ο ঘ) জন্মদিনের অনুষ্ঠান
 সঠিক উত্তর: (গ)

 ৭৪. কার আকর্ষণ শিশুর কাছে অপ্রতিরোধ্য
Ο ক) পিতা
Ο খ) মাতা
Ο গ) বন্ধু
Ο ঘ) ভাই
 সঠিক উত্তর: (গ)

 ৭৫. কম মূল্যে ও স্বল্প সময়ে বার্তা বা তথ্য পাঠানোর মাধ্যমে কোনটি?
Ο ক) ফোন
Ο খ) ফ্যাক্স
Ο গ) ই-মেইল
Ο ঘ) ই-কমার্স
 সঠিক উত্তর: (গ)

 ৭৬. প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যক্তি মনের কোনটি প্রকাশ করে?
Ο ক) স্বাধীনতা
Ο খ) সুখ
Ο গ) দু:খ
Ο ঘ) উল্লাস
 সঠিক উত্তর: (ক)

 ৭৭. কোনটি মানুষের চিন্তাভাবনা ও জীবনযাপনকে নানাভাবে প্রভাবিত করে?
Ο ক) টেলিভিশন
Ο খ) প্রেস মিডিয়া
Ο গ) রেডিও
Ο ঘ) চলচ্চিত্র
 সঠিক উত্তর: (ক)

 ৭৮. যে প্রযুক্তির সাহায্যে তথ্যসংরক্ষণ ও ব্যবহার করা যায় তাকে কী বলে?
Ο ক) গণমাধ্যমে
Ο খ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
Ο গ) তথ্য প্রযুক্তি
Ο ঘ) বেতার প্রযুক্তি
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৯. শিশু যেসব উপকরণের সাথে পরিচিত হয়-
i. ছবির সাথে
ii. বিভিন্ন খেলনার সাথে
iii. পরিবারের সাথে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৮০. কাঙ্ক্ষিত ও সুস্থ সমাজ জীবনের স্বার্থে ব্যক্তিকে সমাজের যা আয়ত্ত করতে হয়-
i. নিয়মনীতি
ii. আদর্শ
iii. বদঅভ্যাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৮১. সংবাদপত্র মানুষের কোন জীবন হতে সমাজ জীবনের ওপর প্রভাব ফেলে?
Ο ক) পরিবারিক
Ο খ) ব্যক্তিগত
Ο গ) রাষ্ট্রীয়
Ο ঘ) অফিসিয়াল
 সঠিক উত্তর: (খ)

 ৮২. সামাজিকীকরণের মধ্য দিয়ে ব্যক্তি কীসের উপযোগী হয়ে গড়ে উঠে?
Ο ক) শিক্ষা গ্রহণের
Ο খ) নেতৃত্বের
Ο গ) প্রত্যাশিত আচরণের
Ο ঘ) সামাজিক শৃঙ্খলার
 সঠিক উত্তর: (গ)

 ৮৩. মানুষের জীবনে শিক্ষা ও আনন্দদানের জন্য দ্বৈত ভূমিকা পালন করছে কোনটি?
Ο ক) তথ্যপ্রযুক্তি
Ο খ) বেতার যন্ত্র
Ο গ) বাংলা সংভাদপত্র
Ο ঘ) ইংরেজি সংবাদপত্র
 সঠিক উত্তর: (খ)

 ৮৪. ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য কী প্রয়োজন?
Ο ক) খাদ্য
Ο খ) বস্ত্র
Ο গ) বাসস্থান
Ο ঘ) সামাজিকীকরণ
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৫. বাংলাদেশের মতো উন্নয়শীল দেশের কোন মাধ্যম জনশিক্ষার একটি প্রধান মাধ্যমে?
Ο ক) টেলিভিশন
Ο খ) রেডিও
Ο গ) সংভাদপত্র
Ο ঘ) চলচ্চিত্র
 সঠিক উত্তর: (গ)

 ৮৬. সামাজিকীকরণ প্রক্রিয়া চলতে থাকে-
Ο ক) শৈশব থেকে কৈশোর পর্যন্ত
Ο খ) শৈশব থেকে যৌবন পর্যন্ত
Ο গ) কৈশোর থেকে যৌবন পর্যন্ত
Ο ঘ) শৈশব থেকে মৃত্যু পর্যন্ত
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৭. বড়দের সালাম দেওয়া বাংলাদেশের সমাজের একটি রীতি। এ রীতি আয়ত্ব করার প্রক্রিয়াকে কী বলা হয়?
Ο ক) সামাজিক মূল্যবোধ
Ο খ) সামাজিকীকরণ
Ο গ) সামাজিক আদর্শ
Ο ঘ) সামাজিক শিষ্টাচার
 সঠিক উত্তর: (খ)

 ৮৮. ব্যক্তির সামাজিকীকরণে ব্যাপক প্রভাব ফেলে-
i. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
ii. গণমাধ্যম
iii. আন্তর্জাতিক সংস্থা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৮৯. স্থানীয় সমাজের মধ্যে লক্ষ করা যায়-
i. ভাষাগত মিল
ii. ধর্মীয় মিল
iii. আচরণগত মিল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯০. বর্তমান বিশ্বে জনপ্রিয় গণমাধ্যম কোনটি?
Ο ক) রেডিও
Ο খ) সিনেমা
Ο গ) টেলিভিশন
Ο ঘ) সংবাদপত্র
 সঠিক উত্তর: (গ)

 ৯১. নিজের রুচি অনুযায়ী আদর্শ মূল্যবোধ সৃষ্টি করতে পারে মানুষ যেভাবে-
i. সংবাদপত্র পাঠ করে
ii. ধনসম্পদ অর্জন করে
iii. টেলিভিশন দেখে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৯২. আজকের দিনে সারা পৃথিবীতে শক্তিশালী ও জনপ্রিয় গণমাধ্যম কোনটি?
Ο ক) বেতার
Ο খ) চলচ্চিত্র
Ο গ) টেলিভিশন
Ο ঘ) সংবাদপত্র
 সঠিক উত্তর: (গ)

 ৯৩. সামাজিকীকরণ কেমন প্রক্রিয়া?
Ο ক) চলমান
Ο খ) ধীরগতি
Ο গ) স্থির
Ο ঘ) জটিল
 সঠিক উত্তর: (ক)

 ৯৪. ই-মেইল কথাটির পূর্ণরূপ কী?
Ο ক) ইলেকশন মেইল
Ο খ) ইবুক মেইল
Ο গ) ইলেকট্রিক মেইল
Ο ঘ) ইলেকট্রনিক মেইল
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৫. বেতার প্রভাবিত কর- i. রাজনৈতিক জীবন ii. ব্যক্তিজীবন iii. সামাজিক জীবন নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৯৬. সমবয়সীদের মধ্যে লক্ষ করা যায় একই ধরনের-
i. চিন্তা
ii. পোশাক
iii. ভাবাবেগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৯৭. গণমাধ্যমে পরিবেশন করা হয়- i. সংবাদ ii. বিনোদন iii. সামাজিক সম্পর্ক নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: নাফিস তার বাবা মায়ের সাথে ঢাকা শহরে থাকে। সে নিয়মিত স্কুলে যায়, কম্পিউটার চালায়, টিভিতে দেশি-বিদশি অনক মজার মজার প্রেগ্রাম দেখে । যার ফলে নাফিস সমকালীন সমাজ ও জ্ঞান-বিজ্ঞানকে সহজে গ্রহণ করে এবং দ্রুত বহির্বিশ্বের সাথে নিজেকে খাপ খাওয়াতে পারে।

৯৮. উদ্দীপকে কোন বিষয়টি ফুটে উঠেছে?
Ο ক) শিক্ষণ প্রক্রিয়া
Ο খ) সামাজিকীকরণ
Ο গ) সাধারণ জ্ঞান শিক্ষা
Ο ঘ) সাংস্কৃতিক জ্ঞান লাভ
 সঠিক উত্তর: (খ)

 ৯৯. নাফিসের এ বিষয়টিতে সবচেয়ে বেশি ভূমিকা রাখে-
i. শিক্ষা প্রতিষ্ঠান
ii. রাজনৈতিক দল
iii. গণমাধ্যম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ১০০. উক্ত প্রক্রিয়াটি বাস্তবায়নে প্রভাব বিস্তার করে-
i. শিক্ষা প্রতিষ্ঠান
ii. বিনোদনমূলক প্রতিষ্ঠান
iii. পরিবার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post