জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ৫ম(১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ৫ম(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. যে কারণে মানুষকে পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশে ছুটে বেড়াতে হয়-
i. কর্ম ও ব্যবসায় বাণিজ্যের প্রয়োজনে
ii. শিক্ষার প্রয়োজনে
iii. চিকিৎসার প্রয়োজন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২. কোন পদ্ধতিতে অনলাইনে ক্রেতা-বিক্রেতার মধ্যে পণ্য লেনদেন করা যায়?
Ο ক) ইমেইল
Ο খ) ফেসবুক
Ο গ) ই-কমার্স
Ο ঘ) টুইটার
 সঠিক উত্তর: (গ)

 ৩. শিক্ষা প্রতিষ্ঠানে শিশুরা একে অপরকে কী করে?
Ο ক) সহমর্মিতা শেখায়
Ο খ) প্রভাবিত করে
Ο গ) নেতৃত্ব শেখায়
Ο ঘ) মাদকাসক্ত করে
 সঠিক উত্তর: (খ)

 ৪. সামাজিকীকরণ বলতে কোন বিষয়টিকে আয়ত্ত করাকে বোঝায়?
Ο ক) সমাজের নিয়ম-কানুন
Ο খ) রাষ্ট্রের নিয়ম-কানুন
Ο গ) কুসংস্কার
Ο ঘ) রাষ্ট্রীয় বিশ্বাস
 সঠিক উত্তর: (ক)

 ৫. সোহান তার এলাকার ও বিদ্যালয়ের সমবয়সীদের সঙ্গে খেলাধুলা করতে গিয়ে অনেক কিছু শিখে। এর ফলে সোহানের মধ্যে কোন গুণগুলো বিকশিত হবে?
Ο ক) সেওন্দর্যবোধ, সহনশীলতা, মূল্যবোধ
Ο খ) আচার-আচরণ, চালচলন, কথাবার্তা
Ο গ) ভাষা ও অনুকরণ
Ο ঘ) সহযাগিতা, নেতৃত্ব, সহনশীলতা
 সঠিক উত্তর: (ঘ)

 ৬. গণমাধ্যমগুলোর মধ্যে রয়েছে- i. ই-মেইল ii. বেতার iii. টেলিভিশন নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৭. সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনটি?
Ο ক) টেলিভিশন
Ο খ) রেডিও
Ο গ) বেতার
Ο ঘ) সমবয়সী সঙ্গী
 সঠিক উত্তর: (ঘ)

 ৮. কখন হতে শিশু সংঘভুক্ত সংগঠনের সদস্যদের সাথে আমোদ-প্রমোদ ও খেলাধুলায় মেতে ওঠে?
Ο ক) শৈশব থেকে
Ο খ) কৈশোর থেকে
Ο গ) জন্ম থেকে
Ο ঘ) যৌবন থেকে
 সঠিক উত্তর: (ক)

 ৯. সামাজিককরণ কীরূপ প্রক্রিয়া?
Ο ক) স্থিতিশীল
Ο খ) চলমান
Ο গ) জটিল
Ο ঘ) স্থির
 সঠিক উত্তর: (খ)

 ১০. ব্যক্তির সামাজিকীকরণের সহায়ক হিসেবে কাজ করে-
i. চলচ্চিত্র
ii. বেতার
iii. টুইটার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ১১. সংবাদ, মতামত ও বিনোদন প্রভৃতি পরিবেশন করা হয় যার মাধ্যমে-
i. সংবাদপত্র ও বেতার
ii. চলচ্চিত্র
iii. টেলিভিশন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ১২. মানুষের জীবনের শিক্ষা ও আনন্দ দানের জন্য দ্বৈত্য ভূমিকা পালন করছে কোনটি?
Ο ক) তথ্যপ্রযুক্তি
Ο খ) বেতার যন্ত্র
Ο গ) বাংলা সংবাদপত্র
Ο ঘ) ইংরেজি সংবাদপত্র
 সঠিক উত্তর: (খ)

 ১৩. অনুকরণের মধ্য দিয়ে শিশু শিখে ফেলে-
i. নাচ, গান
ii. বাচন ভঙ্গি
iii. ভাষা, উচ্চারণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ১৪. রুপা একসময় বদমেজাজী ছিল। কিন্তু শিশু ললিতকলা একাডেমীর সদস্য হওয়ার পর থেকে তার আচরণে ইতিবাচক পরিবর্তন আসে। রুপার আচরণের পরিবর্তনে কোনটি কাজ করেছে?
Ο ক) স্থানীয় সমাজ
Ο খ) খেলার সাথী
Ο গ) সহপাঠী
Ο ঘ) পরিবার
 সঠিক উত্তর: (ক)

 ১৫. জনি স্কুলে তার মেধাবী বন্ধুদের সাথে মেলামেশা করে। এ মেলামেশার দ্বারা কোনটি ঘটবে বলে মনে করো?
Ο ক) কিশোর অপরাধে জড়িয়ে পড়বে
Ο খ) মাদকাসক্ত হয়ে পড়বে
Ο গ) পরীক্ষায় ভালো ফল করবে
Ο ঘ) আক্রমনাত্মক হবে
 সঠিক উত্তর: (গ)

 ১৬. রূপা একসময় বদমেজাজী ছিল। কিন্তু ‘শিশু ললিতকলা একাডেমী’র সদস্য হওয়ার পর থেকে তার আচরণে ইতিবাচক পরিবর্তন আসে। রূপার আচরণের পরিবর্তনে কোনটি কাজ করছে?
Ο ক) স্থানীয় সমাজ
Ο খ) খেলার সাথী
Ο গ) সহপাঠী
Ο ঘ) পরিবার
 সঠিক উত্তর: (ক)

 ১৭. সংবাদ, ধ্যানধারণা ও বিনোদন প্রভৃতি পরিবেশন করা হয় যার মাধ্যমে-
i. সংবাদপত্র ও বেতার
ii. চলচ্চিত্র
iii. টেলিভিশন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ১৮. ব্যক্তির সামাজিকীকরণে যে প্রযুক্তিগুলো অধিক প্রবাব ফেলে তা হলো-
i. ইন্টারনেটের নেতিবাচক ব্যবহার
ii. কম্পিউটার, ইন্টারনেট
iii. টেলিফোন, মোবাইল
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ১৯. সামাজিকীকরণ প্রক্রিয়া শুরু হয় কখন থেকে?
Ο ক) জন্মের পর থেকে
Ο খ) কৈশোর থেকে
Ο গ) মধ্যবয়স থেকে
Ο ঘ) পরিণত বয়স থেকে
 সঠিক উত্তর: (ক)

 ২০. রিয়াদ একটি সাহিত্য সমিতির সদস্য। এর মাধ্যমে তার মধ্যে কোনটি জেগে উঠবে?
Ο ক) বিজ্ঞান মানসিকতা
Ο খ) সুকুমার বৃত্তি
Ο গ) সহনশীলতা
Ο ঘ) নেতৃত্ব
 সঠিক উত্তর: (খ)

 ২১. শৈশবে কাদের আকর্ষণ শিশুদের কাছে অপ্রতিরোধ্য?
Ο ক) বন্ধুদের
Ο খ) আত্মীয়-স্বজনের
Ο গ) মা-বাবার
Ο ঘ) প্রতিবেশীদের
 সঠিক উত্তর: (ক)

 ২২. শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবারের পরে কোনটি ভূমিকা পালন করে?
Ο ক) সমবয়সী সঙ্গী
Ο খ) শিক্ষা প্রতিষ্ঠান
Ο গ) স্থানীয় সমাজ
Ο ঘ) রাজনৈতিক দল
 সঠিক উত্তর: (গ)

 ২৩. ব্যক্তির সামাজিকীকরণ ঘটে-
i. বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্পর্শে
ii. বিভিন্ন উপাদানের সংস্পর্শে
iii. ধর্মীয় নিয়ম-কানুনের মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ২৪. সামাজিকীকরণ আসলে একটি-
Ο ক) গতানুগতিক প্রক্রিয়া
Ο খ) আধুনিক প্রক্রিয়া
Ο গ) চলমান প্রক্রিয়া
Ο ঘ) প্রাচীন প্রক্রিয়া
 সঠিক উত্তর: (গ)

 ২৫. ছেলেমেয়েরা পরস্পরের সাথে মিলিত হওয়ার পর্যাপ্ত সুযোগ পায় কোথায়?
Ο ক) বাড়িতে
Ο খ) হাট-বাজারে
Ο গ) শিক্ষা প্রতিষ্ঠানে
Ο ঘ) ঈদগাহ মাঠে
 সঠিক উত্তর: (গ)

 ২৬. কী নিয়ে গঠিত চলচ্চিত্র ব্যক্তির জ্ঞানের ক্ষেত্রকে বর্ধিত করে?
Ο ক) ধর্মীয় জীবন
Ο খ) রাজনৈতিক জীবন
Ο গ) সামাজিক জীবন
Ο ঘ) ছন্নছাড়া জীবন
 সঠিক উত্তর: (গ)

 ২৭. শহরে সবচেয়ে শক্তিশালী ভূমিকা রাখে নিচের কোনটি ?
Ο ক) গণমাধ্যম
Ο খ) সেনাবাহিনী
Ο গ) জনগণ
Ο ঘ) সরকার
 সঠিক উত্তর: (ক)

 ২৮. মানুষ কীভাব সমাজের রীতি-নীতি সহজেই শিখে যায়?
Ο ক) রাষ্ট্রের নাগরিকদের দেখে
Ο খ) চারপাশের মানুষের আচার-আচরণ দেখে
Ο গ) সহকর্মীদের আচরণ দেখে
Ο ঘ) সমবয়সীদের আচরণ দেখে
 সঠিক উত্তর: (খ)

 ২৯. আজকের দিনে সারা পৃথিবীতে শক্তিশালী ও জনপ্রিয় গণমাধ্যম কোনটি?
Ο ক) বেতার
Ο খ) চলচ্চিত্র
Ο গ) টেলিভিশন
Ο ঘ) সংবাদপত্র
 সঠিক উত্তর: (গ)

 ৩০. সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যমের নাম কী?
Ο ক) সভা সমাবেশ
Ο খ) পত্রিকা
Ο গ) রেডিও
Ο ঘ) টেলিভিশন
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১. মনিরের বাবা একটি রাজনৈতিক দলের কর্মী। মনিরের বাবা যেভাবে সামাজিকীকরণে ভূমিকা রাখে তা হলো-
i. সন্ত্রাসী কার্য কলাপের মাধ্যমে
ii. মানুষকে সচেতন করার মাধ্যমে
iii. মানুষকে সংগঠিত করার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৩২. কথাবার্তা, আচার-আচরণ ও চালচলনের ক্ষেত্রে কারা একে অপরকে প্রভাবিত করে?
Ο ক) ভাই-বোন
Ο খ) সমবয়সী সঙ্গী
Ο গ) চাচা-চাচী
Ο ঘ) বাবা-মা
 সঠিক উত্তর: (খ)

 ৩৩. সফিক একটি সাহিত্য সমিতির সদস্য। এর মাধ্যমে তার মধ্যে কোনটি জেগে ওঠে?
Ο ক) সহনশীলতা
Ο খ) বিজ্ঞান মানসিকতা
Ο গ) সুকুমার বৃত্তি
Ο ঘ) নেতৃত্ব
 সঠিক উত্তর: (গ)

 ৩৪. ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে কী বলা হয়?
Ο ক) ই-কমার্স
Ο খ) ই-মেইল
Ο গ) টুইটার
Ο ঘ) ইন্টারনেট
 সঠিক উত্তর: (ক)

 ৩৫. মানুষ এখন নিজ সমাজ ও সংস্কৃতিক আটকে নেই কেন?
Ο ক) তথ্যপ্রযুক্তির প্রসারের জন্য
Ο খ) জনসংখ্যা বৃদ্ধির জন্য
Ο গ) শিক্ষার হার বাড়ার জন্য
Ο ঘ) অধিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের জন্য
 সঠিক উত্তর: (ক)

 ৩৬. সমাজিকীকরণের বাহন হিসেবে কীসের গুরুত্ব অপরিসীম?
Ο ক) তথ্য চিত্র
Ο খ) প্রজেক্টর
Ο গ) সংবাদপত্র
Ο ঘ) বায়োষ্পোপ
 সঠিক উত্তর: (গ)

 ৩৭. মানুষের মনের সংকীর্ণতা দূর করে কোন মাধ্যম?
Ο ক) চলচ্চিত্র
Ο খ) সংভাদপত্র
Ο গ) টেলিভিশন
Ο ঘ) রেডিও
 সঠিক উত্তর: (খ)

 ৩৮. কোনটির মাধ্যমে কম খরচে দেশে-বিদেশে তথ্য আদান-প্রদান করা যায়?
Ο ক) ই-মেইল
Ο খ) ই-কমার্স
Ο গ) ফেসবুক
Ο ঘ) টুইটার
 সঠিক উত্তর: (ক)

 ৩৯. সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি?
Ο ক) স্থানীয় সমাজ
Ο খ) ব্যক্তি নিজে
Ο গ) বইপুস্তক
Ο ঘ) ভাইবোন
 সঠিক উত্তর: (ক)

 ৪০. সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে-
i. স্থানীয় সমাজ
ii. প্রেস মিডিয়া
iii. স্থানীয় সম্প্রদায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৪১. রাসেল নিয়মিত তাদের বাড়ির পাশের মাঠে সমবয়সী শিশুদের সাথে খেলাধুলা করে। রাসেলের মধ্যে যে গুণগুলো দেখা যাবে তা হলো-
i. নেতৃত্ব
ii. সৌন্দর্যবোধ
iii. সহমর্মিতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৪২. অল্প সময়ে কম খরচে দেশ-বিদেশে চিঠি ও তথ্য আদান-প্রদান করা যায়?
Ο ক) ইন্টারনেট দ্বারা
Ο খ) ই-মেইল দ্বারা
Ο গ) ফ্যাক্স দ্বারা
Ο ঘ) ফেসবুক দ্বারা
 সঠিক উত্তর: (খ)

 ৪৩. চলচ্চিত্র সামাজিকীকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-
i. মূল্যবোধ জাগিয়ে
ii. মানবিকতাবোধ জাগিয়ে
iii. সহমর্মিতাবোধ জাগিয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৪. শিশু যখন বড় হতে থাকে তখন কারা তাকে নানাভাবে প্রভাবিত করে?
Ο ক) পিতামাতা
Ο খ) ভাইবোন
Ο গ) আত্মীয়স্বজন
Ο ঘ) সঙ্গীসাথী
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৫. স্থানীয়ভাবে প্রতিষ্ঠিত বিধিনিষেধ ব্যক্তির মধ্যে কী তৈরি করে?
Ο ক) ব্যক্তিত্ববোধ
Ο খ) মূল্যবোধ
Ο গ) নৈতিকতা
Ο ঘ) পরহেজগারিতা
 সঠিক উত্তর: (খ)

 ৪৬. কোনটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্তর্ভুক্ত?
Ο ক) সংবাদপত্র
Ο খ) বেতার
Ο গ) ইন্টারনেট
Ο ঘ) চলচ্চিত্র
 সঠিক উত্তর: (গ)

 ৪৭. মেধা ও চিন্তার বিকাশ ও পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে চলতে বর্তমানে কীসের কোনো বিকল্প নেই?
Ο ক) টেলিভিশনের
Ο খ) সংবাদপত্রের
Ο গ) ই-মেইলের
Ο ঘ) চলচ্চিত্রের
 সঠিক উত্তর: (গ)

 ৪৮. কোনটি স্থানীয় সমাজের উপাদান?
Ο ক) খেলাধুলার ক্লাব
Ο খ) শিক্ষা প্রতিষ্ঠান
Ο গ) রাজনৈতিক দল
Ο ঘ) শ্রমিক ইউনিয়ন
 সঠিক উত্তর: (ক)

 ৪৯. কোন প্রযুক্তি বর্তমানে দেশ বা দেশের বাইরে এক মানুষের সঙ্গে অন্য মানুষের যোগাযোগকে খুবই সহজ করে দিয়েছে?
Ο ক) টেলিফোন
Ο খ) টেলিভিশন
Ο গ) চলচ্চিত্র
Ο ঘ) ইন্টারনেট
 সঠিক উত্তর: (ঘ)

 ৫০. জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের কোন প্রক্রিয়া চলতে থাকে?
Ο ক) অনুসরণ
Ο খ) শারিরীক বৃদ্ধি
Ο গ) অনুকরণ
Ο ঘ) সামাজিকীকরণ
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post