জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ২য়(১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ২য়(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. বঙ্গবন্ধু পাকিস্তান সরকারের সঙ্গে কী ধরনের আচরণ করার নির্দেশ দেন?
Ο ক) সহযোগিতার
Ο খ) অসহযোগিতার
Ο গ) প্রতিহিংসামুলক
Ο ঘ) বন্ধুত্বের
 সঠিক উত্তর: (খ)

 ২. মুক্তিযুদ্ধকালীন সময় টাঙ্গাইল জেলা কত নম্বর সেক্টরের আওতাধীন ছিল?
Ο ক) আট
Ο খ) নয়
Ο গ) দশ
Ο ঘ) ১১
 সঠিক উত্তর: (ঘ)

 ৩. বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে-
i. ছাত্র দল
ii. ডাকসু
iii. ছাত্রলীগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৪. বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্কিন সরকারি নীতি কেমন ছিল?
Ο ক) নিরপেক্ষ
Ο খ) পাকিস্তানের পক্ষে
Ο গ) বাংলাদেশের পক্ষে
Ο ঘ) উভয় দেশের বিপক্ষে
 সঠিক উত্তর: (খ)

 ৫. মুক্তিযুদ্ধের সময়ে ফরিদপুর জেলার অধিকাংশ কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
Ο ক) সাত
Ο খ) আট
Ο গ) নয়
Ο ঘ) দশ
 সঠিক উত্তর: (খ)

 ৬. কোথায় প্রথম স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়?
Ο ক) পল্টন ময়দানে
Ο খ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে
Ο গ) রেসকোর্স ময়দানে
Ο ঘ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
 সঠিক উত্তর: (খ)

 ৭. কাদেরিয়া বাহিনী কোন অঞ্চলে ছিল?
Ο ক) ঢাকা
Ο খ) টাঙ্গাইল
Ο গ) বরিশাল
Ο ঘ) মাগুরায়
 সঠিক উত্তর: (খ)

 ৮. যাদের মধ্যে আলাপ-আলোচনা ব্যর্থ হয়- i. মুজিব ii. ইয়াহিয়া iii. নিয়াজী নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৯. বাঙারিরা জীবনপণ যুদ্ধ করে কেন?
Ο ক) ভারতকে খুশি করতে
Ο খ) পাকিস্তানের ক্ষমতা নিতে
Ο গ) নিয়াজীকে হত্যা করতে
Ο ঘ) প্রতিরোধ করতে
 সঠিক উত্তর: (ঘ)

 ১০. মুক্তিযুদ্ধের প্রথমদিকে মুজিবনগর সরকার কটি মিশন স্থাপন করে?
Ο ক) ২টি
Ο খ) ৩টি
Ο গ) ৪টি
Ο ঘ) ৫টি
 সঠিক উত্তর: (ক)

 ১১. স্বাধীন সার্বভৌম বাংলাদেশে প্রতিষ্ঠার ঘোষণা দেয় কোন কমিটি?
Ο ক) শান্তি কমিটি
Ο খ) ছাত্রলীগ
Ο গ) ছাত্র সংগ্রাম পরিষদ
Ο ঘ) সর্বদলীয় ছাত্র সংগ্রাম কমিটি
 সঠিক উত্তর: (গ)

 ১২. ক্ষমতা হস্তান্তরের দাবিতে আওয়ামী লীগের সকল কর্মসূচিতে যাদের ভূমিকা ছিল অগ্রণী-
Ο ক) নারী
Ο খ) পুরুষ
Ο গ) সাংবাদিক
Ο ঘ) ছাত্র
 সঠিক উত্তর: (ঘ)

 ১৩. মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের রনাঙ্গনকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়?
Ο ক) ৯টি
Ο খ) ১০টি
Ο গ) ১১টি
Ο ঘ) ১২টি
 সঠিক উত্তর: (গ)

 ১৪. রাজশাহীর সারদা পুলিশ লাইন কবে আক্রমণ করা হয়?
Ο ক) ২৫ মার্চ
Ο খ) ২৬ মার্চ
Ο গ) ২৭ মার্চ
Ο ঘ) ২৮ মার্চ
 সঠিক উত্তর: (গ)

 ১৫. আকবর বাহিনী কোন অঞ্চলের ছিল?
Ο ক) ঢাকার
Ο খ) ময়মনসিংহের
Ο গ) নাটোরের
Ο ঘ) মাগুরায়
 সঠিক উত্তর: (ঘ)

 ১৬. এক পর্যায়ে পাকিস্তানে সাহায্য বন্ধ করে দেয়-
Ο ক) যুক্তরাষ্ট্র
Ο খ) চীন
Ο গ) জাতিসংঘ
Ο ঘ) বিদেশি রাষ্ট্র ও দাতারা
 সঠিক উত্তর: (ঘ)

 ১৭. সাবেক রেসকোর্স ময়দানের বর্তমান নাম কী?
Ο ক) শিশু পার্ক
Ο খ) ভাসানী উদ্যান
Ο গ) সোহরাওয়ার্দী উদ্যান
Ο ঘ) মুজিব উদ্যান
 সঠিক উত্তর: (গ)

 ১৮. বঙ্গবন্ধু-ভুট্টো-ইয়াহিয়া কোথায় আলোচনায় বসেন?
Ο ক) করাচি
Ο খ) ইসলামাবাদে
Ο গ) ঢাকায়
Ο ঘ) লাহোরে
 সঠিক উত্তর: (গ)

 ১৯. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
Ο ক) এম মনসুর আলী
Ο খ) এএইচএম কামারুজ্জামান
Ο গ) তাজউদ্দিন আহমদ
Ο ঘ) আবু সাঈদ চৌধুরী
 সঠিক উত্তর: (গ)

 ২০. ১৯৭১ সালের কোন তারিখে মুজিবনগর সরকার গঠিত হয়?
Ο ক) ১০ই এপ্রিল
Ο খ) ২৭ শে মার্চ
Ο গ) ২৬ শে মার্চ
Ο ঘ) ১৭ই এপ্রিল
 সঠিক উত্তর: (ক)

 ২১. কোন বৈঠকে আওয়ামী লীগ সর্বাত্মক আন্দোলন কর্মসূচি ঘোষণা করে?
Ο ক) কেন্দ্রীয় পার্টির
Ο খ) পার্লামেন্টারি পার্টির,
Ο গ) প্রাদেশিক পার্টির
Ο ঘ) প্রেসিডিয়াম টার্টির
 সঠিক উত্তর: (খ)

 ২২. কার্জন হল বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন অনুষদের অংশ-
Ο ক) আইন
Ο খ) বাণিজ্য
Ο গ) বিজ্ঞান
Ο ঘ) সামাজিক বিজ্ঞান
 সঠিক উত্তর: (গ)

 ২৩. ছাত্রলীগের বাছাইকৃত কর্মীদের নিয়ে গঠিত হয়-
Ο ক) কমান্ডো বাহিনী
Ο খ) গেরিলা বাহিনী
Ο গ) মুজিব বাহিনী
Ο ঘ) বিশেষ বাহিনী
 সঠিক উত্তর: (গ)

 ২৪. ২৫ শে মার্চ জাতীয় পরিষদের অধিবেশনে যোগদানের ব্যাপারে বঙ্গবন্ধু কয়টি পূর্বশর্ত দেন?
Ο ক) ৪টি
Ο খ) ৭টি
Ο গ) ১১টি
Ο ঘ) ৬টি
 সঠিক উত্তর: (ক)

 ২৫. মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকার নিয়মিত বাহিনী হিসেবে গড়ে তোলে-
i. সেনাবাহিনীকে
ii. বিমান বাহিনীকে
iii. শ্রমিক বাহিনীকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ২৬. বঙ্গবন্ধুর বক্তৃতার শেষ কথা হলো-
i. রক্ত যকন দিয়েছি রক্ত আরও দেবো
ii. এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম
iii. এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ২৭. কে ক্ষমতার বৈধ দাবিদার ছিলেন?
Ο ক) ইয়াহিয়া
Ο খ) ভুট্টো
Ο গ) শেখ মুজিব
Ο ঘ) মওলানা ভাসানী
 সঠিক উত্তর: (গ)

 ২৮. আওয়ামী লীগের তৎকালীন কর্মসূচিতে ছাত্র ছাড়াও এগিয়ে আসে-
i. শিক্ষক
ii. পেশাজীবী
iii. মহিলা সংগঠন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯. অনিয়মিত বাহিনীর সরকারি নামকরণ ছিল কোনটি?
Ο ক) মুক্তিফৌজ
Ο খ) মুক্তিযোদ্ধা
Ο গ) মুজিব বাহিনী
Ο ঘ) গেরিলা বাহিনী
 সঠিক উত্তর: (খ)

 ৩০. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেয়- i. ছাত্র ii. কৃষক iii. আলশামস নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৩১. শিল্পী জর্জ হ্যারিসন কোন দেশের?
Ο ক) ইংল্যান্ডের
Ο খ) আমেরিকার
Ο গ) ফ্রান্সের
Ο ঘ) চীনের
 সঠিক উত্তর: (খ)

 ৩২. সর্বাত্মক আন্দোলন কর্মসূচি ঘোষণা করে কোন রাজনৈতিক দল?
Ο ক) আওয়ামী লীগ
Ο খ) কমিউনিস্ট পার্ট
Ο গ) পাকিস্তান পিপলস পার্টি
Ο ঘ) মুসলিম লীগ
 সঠিক উত্তর: (ক)

 ৩৩. আওয়ামী লীগ ৭১ সালের কত তারিখে সারা দেশে হরতালের ডাক দেয়?
Ο ক) ১ মার্চ
Ο খ) ২ মার্চ
Ο গ) ৩ মার্চ
Ο ঘ) ৪ মার্চ
 সঠিক উত্তর: (গ)

 ৩৪. নন্দন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। মুক্তিযুদ্ধের সময় তার মতো ছাত্ররাই-
i. স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে
ii. মুক্তিযুদ্ধের সক্রিয়ভাবে অংশ নেয়
iii. হানাদারদের গুলিতে নিহত হয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৫. অনিয়মিত বাহিনীতে ছিল- i. ছাত্ররা ii. যুবকরা iii. কৃষকরা নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৬. ১৯৭১ সালের ২ ফেব্রুয়ারির ক্ষেত্রে বলা য়ায়-
i. ঢাকায় হরতাল ছিল
ii. জাতীয় পতাকা উত্তোলন
iii. বঙ্গবন্ধুকে গার্ড অব অনার প্রদান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৭. বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালিকে-
i. স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে
ii. ঐক্যবদ্ধ করে
iii. বীরের জাতিতে রূপান্তরিত করে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩৮. মুজিবনগর সরকারের কার্যক্রমকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) ২ ভাগে
Ο খ) ৩ ভাগে
Ο গ) ৪ ভাগে
Ο ঘ) ৫ ভাগে
 সঠিক উত্তর: (ক)

 ৩৯. ১৯৭০ সালে কীসের ভিত্তিতে আওয়ামী লীগ ক্ষমতা হস্তান্তারের দাবি জানায়?
Ο ক) আলোচনার
Ο খ) গণরায়ের
Ο গ) সমঝোতার
Ο ঘ) আন্দোলনের
 সঠিক উত্তর: (খ)

 ৪০. ১৯৭১ সালের কত তারিখে ইয়াহিয়া খান ঢাকা সফরে আসেন?
Ο ক) ১২ মার্চ
Ο খ) ১৩ মার্চ
Ο গ) ১৪ মার্চ
Ο ঘ) ১৪ মার্চ
 সঠিক উত্তর: (ঘ)

 ৪১. বাংলাদেশ কনসার্ট-এর আয়োজন করেন-
Ο ক) জর্জ হ্যারিসন
Ο খ) মার্কটালি
Ο গ) সাইমান ড্রিং
Ο ঘ) এন্তনি ম্যাসকারেনহাস
 সঠিক উত্তর: (ক)

 ৪২. বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন-
i. মেজর রব
ii. আব্দুল হান্নান
iii. মেজর জিয়াউর রহমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৪৩. আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নিলে ষড়যন্ত্র শুরু করেন-
i. নেওয়াজ শাহ
ii. ইয়াহিয়া খান
iii. জুলফিকার আলী ভুট্টো
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৪৪. হতাহতের ব্যাখ্যা হলো-
Ο ক) অঙ্গহানি
Ο খ) হাত-পা-ভেঙে যাওয়া
Ο গ) নিহত ও আহত
Ο ঘ) শুধুমাত্র আহত
 সঠিক উত্তর: (গ)

 ৪৫. সুমির বাড়ি রংপুরে। মুক্তিযুদ্ধের সময় তার বাড়িটি মুক্তিযুদ্ধের কত নম্বর সেক্টরের অধীনে ছিল?
Ο ক) চার নম্বর
Ο খ) পাঁচ নম্বরে
Ο গ) ছয় নম্বর
Ο ঘ) সাত নম্বর
 সঠিক উত্তর: (গ)

 ৪৬. ১৯৭১ সালের কোন তারিখে বাঙালির ওপর চরম আঘাত নেমে আসে?
Ο ক) ৭ মার্চ
Ο খ) ১০ মার্চ
Ο গ) ১৫ মার্চ
Ο ঘ) ২৫ মার্চ
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৭. বাঙালির অবিসংবাদিত নেতা কে ছিলেন?
Ο ক) মোজাফফর আহমদ
Ο খ) শেখ মুজিবুর রহমান
Ο গ) হোসেন শহীদ সোহরাওয়ার্দী
Ο ঘ) মওলানা ভাসানী
 সঠিক উত্তর: (খ)

 ৪৮. যেভাবে মুক্তিযুদ্ধ শুরু হয়-
Ο ক) গেরিলা হামলার মাধ্যমে
Ο খ) সশস্ত্র প্রতিরোধের মাধ্যমে
Ο গ) বিমান হামলার মাধ্যমে
Ο ঘ) গোপন হামলার মাধ্যমে
 সঠিক উত্তর: (খ)

 ৪৯. ১৯৭১ সালের ৭ই মার্চের জনসভায় কত লোকের উপস্থিতি ছিল?
Ο ক) ৫ লক্ষ
Ο খ) ৮ লক্ষ
Ο গ) ১০ লক্ষ
Ο ঘ) ১৫ লক্ষ
 সঠিক উত্তর: (গ)

 ৫০. অপারেশন সার্চলাইট অনুযায়ী বঙ্গবন্ধুকে গ্রেফতারের সময় কোনটি?
Ο ক) রাত সাড়ে বারোটা
Ο খ) রাত দেড়টা
Ο গ) রাত দুটো
Ο ঘ) রাত আড়াইটা
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post