জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ১৩তম(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ১৩তম(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. জাতিসংঘের কোন শাখার সদস্যপদের মধ্যে স্থায়ী ও অস্থায়ী সদস্য রয়েছে?
Ο ক) নিরাপত্তা পরিষদ
Ο খ) অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
Ο গ) সাধারণ পরিষদ
Ο ঘ) অছি পরিষদ
 সঠিক উত্তর: (ক)

 ৫২. বিশ্বজুড়ে বিস্তৃতি নয় কোন সংস্থা?
Ο ক) আসিয়ান
Ο খ) জাতিসংঘ
Ο গ) জোটনিরপেক্ষ আন্দোলন
Ο ঘ) ওআইসি
 সঠিক উত্তর: (ক)

 ৫৩. আফ্রিকান ইউনিয়নের সংক্ষিপ্ত নাম কী?
Ο ক) এ ইউ
Ο খ) ও এইউ
Ο গ) ইউএনও
Ο ঘ) এইউপি
 সঠিক উত্তর: (খ)

 ৫৪. কোন সংস্থার ব্যর্থতায় জাতিসংঘ গড়ে উঠেছিল?
Ο ক) জাতিপুঞ্জ
Ο খ) ইউরোপীয় ইউনিয়ন
Ο গ) জোট নিরপেক্ষ আন্দোলন
Ο ঘ) ন্যাটো
 সঠিক উত্তর: (ক)

 ৫৫. ন্যাম গঠনের সময়ে ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?
Ο ক) জওহরলাল নেহেরু
Ο খ) রাজীব গান্ধী
Ο গ) নরসীমা রাও
Ο ঘ) ইন্দিরা গান্ধী
 সঠিক উত্তর: (ক)

 ৫৬. জাতিসংঘের মোট কয়টি অঙ্গসংগঠন রয়েছে?
Ο ক) ৩টি
Ο খ) ৪টি
Ο গ) ৫টি
Ο ঘ) ৬টি
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৭. তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত সামরিক জোট কোনটি?
Ο ক) ন্যাম
Ο খ) ন্যাটো
Ο গ) ওয়ারশ
Ο ঘ) ফাও
 সঠিক উত্তর: (গ)

 ৫৮. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যসংখ্যা কত?
Ο ক) ৪
Ο খ) ৫
Ο গ) ১০
Ο ঘ) ১৫
 সঠিক উত্তর: (গ)

 ৫৯. বিশ্ব স্বাস্থ সংস্থা বাংলাদেশের শিশুদের কয়টি ঘাতক রোগ প্রতিরোধে অবদান রাখছে?
Ο ক) পাঁচটি
Ο খ) ছয়টি
Ο গ) সাতটি
Ο ঘ) আটটি
 সঠিক উত্তর: (খ)

 ৬০. বিশ্বের সব মানুষের মৌলিক অধিকার রক্ষা করা কোন সংস্থার উদ্দেশ্য
Ο ক) ন্যাম
Ο খ) ইউরোপীয় ইউনিয়ন
Ο গ) জাতিসংঘ
Ο ঘ) সার্ক
 সঠিক উত্তর: (গ)

 ৬১. কোন সংস্থাটির বিস্তৃতি বিশ্বব্যাপী?
Ο ক) জোট নিরপেক্ষ আন্দোলন
Ο খ) আসিয়ান
Ο গ) সার্ক
Ο ঘ) ইউরোপীয় ইউনিয়ন
 সঠিক উত্তর: (ক)

 ৬২. নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত?
Ο ক) ৫
Ο খ) ১০
Ο গ) ১৫
Ο ঘ) ২০
 সঠিক উত্তর: (গ)

 ৬৩. জাতিসংঘের বিশেষ সংস্থা হলো- i. ইউনেস্কো ii. ইউনিসেফ iii. ফাও এবং হু নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৪. আন্তর্জাতিক সংস্থা কোনটি?
Ο ক) সোনালি ব্যাংক
Ο খ) অগ্রণী ব্যাংক
Ο গ) বাংলাদেশ ব্যাংখ
Ο ঘ) বিশ্ব ব্যাংক
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৫. শিশুদের কোন ঘাতক রোগটি প্রতিরোধে বিশ্বস্বাস্থ্য সংস্থা বাংলাদেশে কাজ করছে?
Ο ক) কালাজ্বর
Ο খ) আমাশয়
Ο গ) হাম
Ο ঘ) নিউমোনিয়া
 সঠিক উত্তর: (গ)

 ৬৬. জাতিসংঘের প্রশাসনিক কর্মকর্তাকে বলা হয়-
Ο ক) মহাসচিব
Ο খ) উপ মহাসচিব
Ο গ) চেয়ারম্যান
Ο ঘ) প্রেসিডেন্ট
 সঠিক উত্তর: (ক)

 ৬৭. কোন রাষ্ট্রটি অবশ্যই জাতিসংঘের অছি পরিষদের সদস্য?
Ο ক) জাপান
Ο খ) জার্মানি
Ο গ) ব্রাজিল
Ο ঘ) চীন
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৮. দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার ফেলা আনবিক বোমার আগুনে পুড়ে কত লক্ষেরও বেশি মানুষের মৃত্যু হয়?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
 সঠিক উত্তর: (খ)

 ৬৯. বিশ্ব স্বাস্থ সংস্থার সদরদপ্তর কোন রাষ্ট্রে অবস্থিত?
Ο ক) আমেরিকায়
Ο খ) ইংল্যান্ডে
Ο গ) সুইজারল্যান্ডে
Ο ঘ) জাপানে
 সঠিক উত্তর: (গ)

 ৭০. ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ο ক) জেদ্দায়
Ο খ) লন্ডনে
Ο গ) প্যারিসে
Ο ঘ) জেনেভায়
 সঠিক উত্তর: (গ)

 ৭১. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্যসংখ্যা কত?
Ο ক) ১২
Ο খ) ১৫
Ο গ) ১৬
Ο ঘ) ১৮
 সঠিক উত্তর: (খ)

 ৭২. ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ο ক) জেদ্দায়
Ο খ) লন্ডনে
Ο গ) প্যারিসে
Ο ঘ) জেনেভায়
 সঠিক উত্তর: (গ)

 ৭৩. ১৯৬১ সালে মিসরের প্রেসিডেন্ট কে ছিলেন?
Ο ক) হোসনি মোবারক
Ο খ) গামাল আবদেল নাসের
Ο গ) আনোয়ার সাদাত
Ο ঘ) সুফী আবু তালেব
 সঠিক উত্তর: (খ)

 ৭৪. জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল কত বছর?
Ο ক) ৫ বছর
Ο খ) ৬ বছর
Ο গ) ৮ বছর
Ο ঘ) ১০ বছর
 সঠিক উত্তর: (ক)

 ৭৫. ওআইসির সদর দপ্তর কোথায়?
Ο ক) ইরাকে
Ο খ) ইরানে
Ο গ) কুয়েতে
Ο ঘ) জেদ্দার
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৬. ইইউ এর প্রধান লক্ষ্য কোনটি?
Ο ক) সামাজিক উন্নয়ন
Ο খ) সামরিক উন্নয়ন
Ο গ) অর্থনৈতিক উন্নয়ন
Ο ঘ) রাজনৈতিক উন্নয়ন
 সঠিক উত্তর: (গ)

 ৭৭. আফ্রিকার কোন দেশটি আফ্রিকান ইউনিয়নের সদস্য নয়?
Ο ক) মরক্কো
Ο খ) লিবিয়া
Ο গ) সুদান
Ο ঘ) মিশর
 সঠিক উত্তর: (ক)

 ৭৮. বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কোন সংস্থাটি গঠন করা হয়?
Ο ক) আসিয়ান
Ο খ) সার্ক
Ο গ) আফ্রিকান ইউনিয়ন
Ο ঘ) জাতিসংঘ
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৯. বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কতটি?
Ο ক) ১৯২
Ο খ) ১৯৩
Ο গ) ১৯৪
Ο ঘ) ১৯৫
 সঠিক উত্তর: (খ)

 ৮০. ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী বিভাগের নাম কী?
Ο ক) ইইউ
Ο খ) ইসি
Ο গ) ওএইউ
Ο ঘ) িউসি
 সঠিক উত্তর: (খ)

 ৮১. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ কোনটি?
Ο ক) ভারত
Ο খ) যুক্তরাজ্য
Ο গ) ব্রাজিল
Ο ঘ) জার্মানি
 সঠিক উত্তর: (খ)

 ৮২. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত?
Ο ক) ৪
Ο খ) ৫
Ο গ) ১০
Ο ঘ) ১৫
 সঠিক উত্তর: (গ)

 ৮৩. বাংলাদেশের শিুশুরা জাতিসংঘের যে সকল বিশেষ সংগঠন থেকে সেবা পেতে পারে তা হলো-
i. ইউনিসেফ
ii. ইউনেস্কো
iii. ডব্লিউএইচও
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৪. ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ο ক) জেদ্দায়
Ο খ) লন্ডনে
Ο গ) প্যারিসে
Ο ঘ) জেনেভায়
 সঠিক উত্তর: (গ)

 ৮৫. কত জন বিচারক নিয়ে আন্তর্জাতিক আদালত গঠিত?
Ο ক) ১০ জন
Ο খ) ১২ জন
Ο গ) ১৫ জন
Ο ঘ) ১৮ জন
 সঠিক উত্তর: (গ)

 ৮৬. পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আনবিক বোমার আক্রমণ কোতায় হয়েছিল?
Ο ক) আফগানিস্তানে
Ο খ) ইরাকে
Ο গ) জাপানে
Ο ঘ) লিবিয়ায়
 সঠিক উত্তর: (গ)

 ৮৭. কোনটি ইউনেস্কোর মূল কাজের ক্ষেত্র?
Ο ক) বিজ্ঞান
Ο খ) অর্থনীতি
Ο গ) খাদ্য
Ο ঘ) জনসংখ্যা
 সঠিক উত্তর: (ক)

 ৮৮. ১৯৬১ সালে তৎকালীন যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট কে ছিলেন?
Ο ক) নেতানিয়াহু
Ο খ) লুথার কিং
Ο গ) ব্রজ টিটো
Ο ঘ) নেদভেদ
 সঠিক উত্তর: (গ)

 ৮৯. ইইউ দেশগুলোর মধ্যে যে একক মুদ্রা চালু হয়েছে তার নাম কী?
Ο ক) টাকা
Ο খ) ডলার
Ο গ) দিনার
Ο ঘ) ইউরো
 সঠিক উত্তর: (ঘ)

 ৯০. নিরক্ষর বলতে কোনটি বোঝায়?
Ο ক) মূর্খ
Ο খ) অক্ষরজ্ঞানহীন
Ο গ) অল্প শিক্ষিত
Ο ঘ) বোকা
 সঠিক উত্তর: (খ)

 ৯১. জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য সংখ্যা কত?
Ο ক) ১০
Ο খ) ১৫
Ο গ) ৫৪
Ο ঘ) ৬৫
 সঠিক উত্তর: (গ)

 ৯২. গঠনকালে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা কত ছিল?
Ο ক) ৪টি
Ο খ) ৬টি
Ο গ) ৮টি
Ο ঘ) ১০টি
 সঠিক উত্তর: (খ)

 ৯৩. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম কী?
Ο ক) ট্রিগভেলি
Ο খ) কফি আনান
Ο গ) বান কি মুন
Ο ঘ) বিল গেটস
 সঠিক উত্তর: (গ)

 ৯৪. পৃথিবী নামের গ্রহটিতে কয়টি দেশ রয়েছে?
Ο ক) ১৮৭টি
Ο খ) ১৯৩টি
Ο গ) ১৯৬টি
Ο ঘ) ১৯৮টি
 সঠিক উত্তর: (গ)

 ৯৫. জাকার্তা কোন দেশের রাজধানী?
Ο ক) ফিলিপাইনের
Ο খ) মালয়েশিয়ার
Ο গ) ভিয়েতনামের
Ο ঘ) ইন্দোনেশিয়ার
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৬. আসিয়ানের সদস্যসংখ্যা কত?
Ο ক) ৮
Ο খ) ১০
Ο গ) ১২
Ο ঘ) ১৪
 সঠিক উত্তর: (খ)

 ৯৭. কয়টি উদ্দেশ্যকে সামনে রেখে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল?
Ο ক) দুটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) পাঁচটি
 সঠিক উত্তর: (ঘ)

 উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল ১৯৭১ সালে। কিন্তু জাতিসংঘের সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে। জাতিসংঘের এ সদস্যপদ লাভে দেরি হয় চীনের ভেটো ক্ষমতা প্রয়োগের কারণে। অবশ্য বাংলাদেশ জাতিসংঘের সদস্য ক্ষমতা প্রয়োগের কারণে। অবশ্য বাংলাদেশ জাতিসংঘের সদস্য লাভের পূর্বেই এর একটি বিশেষ সংগঠনের সদস্যপদ লাভ করেছিল।

৯৮. বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভে দেরি হওয়ার কারণ কী?
Ο ক) সাধারণ পরিষদের ভেটো
Ο খ) নিরাপত্তা পরিষদের ভেটো
Ο গ) অছি পরিষদের ভেটো
Ο ঘ) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ভেটো
 সঠিক উত্তর: (খ)

 ৯৯. উদ্দীপকে উল্লিখিত জাতিসংঘের বিশেষ সংগঠনটির নাম কী?
Ο ক) ইউনিসেফ
Ο খ) বিশ্ব খাদ্য সংস্থা
Ο গ) বিশ্ব স্বাস্থ্য সংস্থা
Ο ঘ) ইউনেস্কো
 সঠিক উত্তর: (ঘ)

 ১০০. জাতিসংঘের সদস্যপদ লাভে দেরি হয় যে সংস্থাটির কারণে সেটি ভূমিকা পালন করে-
i. বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষায়
ii. সামাজিক সমস্যা মোকাবিলায়
iii. আন্তর্জাতিক বিরোধ মীমাংসায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post