জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ১৩তম(১)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ১৩তম(১) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
১. বিশ্ব শান্তির প্রধান প্রতিবন্ধক কোনটি?
Ο ক) অসহযোগিতা
Ο খ) যুদ্ধ-সংঘাত
Ο গ) শান্তিরক্ষী বাহিনী গঠন
Ο ঘ) ভেটো ক্ষমতা
 সঠিক উত্তর: (খ)

 ২. বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) এর সদরদপ্তর কোথায়?
Ο ক) জেনেভায়
Ο খ) হেগে
Ο গ) নিউইয়র্ক
Ο ঘ) রোমে
 সঠিক উত্তর: (ক)

 ৩. দুটি বিশ্বযুদ্ধের ক্ষয়ক্ষতি হলো-
i. প্রাকৃতিক সম্পদ রক্ষা
ii. শহর-জনপদ ধ্বংস
iii. কৃত্রিম বিপর্যয়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৪. `UNESCO’ - এর সদর দপ্তর কোথায়?
Ο ক) ঢাকায়
Ο খ) দিল্লিতে
Ο গ) নিউইয়র্কে
Ο ঘ) প্যারিসে
 সঠিক উত্তর: (ঘ)

 ৫. আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোন রাষ্ট্রটিতে অবস্থিত?
Ο ক) নাইজেরিয়া
Ο খ) দক্ষিণ আফ্রিকা
Ο গ) ইথিওপিয়া
Ο ঘ) ক্যামেরুন
 সঠিক উত্তর: (গ)

 ৬. সদরদপ্তর নিউইয়র্ক, প্রতিষ্ঠাকালীন সদস্য ৫০, ১৯৭৪ সালে বাংলাদেশের সদস্য লাভ। এটি কোন সংস্থা?
Ο ক) সার্ক
Ο খ) জাতিসংঘ
Ο গ) আসিয়ান
Ο ঘ) ওআইসি
 সঠিক উত্তর: (খ)

 ৭. আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?
Ο ক) জেনেভা
Ο খ) নেদারল্যান্ড
Ο গ) নিউইয়র্ক
Ο ঘ) প্যারিস
 সঠিক উত্তর: (খ)

 ৮. কোনটি জাতিসংঘের সকল প্রশাসনিক কাজ পরিচালনা করে?
Ο ক) নিরাপত্তা পরিষদ
Ο খ) অছি পরিষদ
Ο গ) জাতিসংঘ সচিবালয়
Ο ঘ) আন্তর্জাতিক আদালত
 সঠিক উত্তর: (গ)

 ৯. জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
Ο ক) নরওয়ে
Ο খ) দক্ষিণ কোরিয়া
Ο গ) কানাডা
Ο ঘ) জাপান
 সঠিক উত্তর: (খ)

 ১০. ওআইসি-এর সদস্যসংখ্যা কত?
Ο ক) ২৭
Ο খ) ৩৭
Ο গ) ৪৭
Ο ঘ) ৫৭
 সঠিক উত্তর: (ঘ)

 ১১. আফ্রিকান ইউনিয়নের গঠনের উদ্দেশ্যক কয়টি?
Ο ক) ৩টি
Ο খ) ৪টি
Ο গ) ৫টি
Ο ঘ) ৬টি
 সঠিক উত্তর: (গ)

 ১২. শিশুদের ঘাতক রোগ কয়টি?
Ο ক) ৪টি
Ο খ) ৬টি
Ο গ) ৮টি
Ο ঘ) ১০টি
 সঠিক উত্তর: (খ)

 ১৩. জাতিসংঘ আন্তর্জাতিক আদালতের বিচারক কত জন?
Ο ক) ১০
Ο খ) ১৫
Ο গ) ২০
Ο ঘ) ২৫
 সঠিক উত্তর: (খ)

 ১৪. বাংলাদেশ কোন ধরনের দেশ?
Ο ক) উন্নয়নশক্তির দেশ
Ο খ) উন্নত দেশ
Ο গ) পরাশক্তির দেশ
Ο ঘ) পারমাণবিক শিক্তির দেশ
 সঠিক উত্তর: (ক)

 ১৫. আসিয়ানের সদস্য দেশ কোনটি?
Ο ক) মালয়েশিয়া
Ο খ) শ্রীলংকা
Ο গ) বাংলাদেশ
Ο ঘ) ভারত
 সঠিক উত্তর: (ক)

 ১৬. বর্তমানে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ο ক) ফ্লোরিডায়
Ο খ) নিউইয়র্কে
Ο গ) প্যারিসে
Ο ঘ) বেলজিয়ামে
 সঠিক উত্তর: (খ)

 ১৭. জলপাই পাতা কিসের প্রতীক?
Ο ক) যুদ্ধের
Ο খ) নিরাপত্তার
Ο গ) শান্তির
Ο ঘ) অধিকারের
 সঠিক উত্তর: (গ)

 ১৮. জাতিসংঘের অঙ্গসংগঠন মোট কয়টি?
Ο ক) ৪টি
Ο খ) ৫টি
Ο গ) ৬টি
Ο ঘ) ৭টি
 সঠিক উত্তর: (গ)

 ১৯. জাতিসংঘের প্রধান মহাসচিব ট্রিগভেলি কোন দেশের নাগরিক?
Ο ক) আফ্রিকার
Ο খ) নরওয়ের
Ο গ) আমেরিকার
Ο ঘ) ইতালির
 সঠিক উত্তর: (খ)

 ২০. আঞ্চলিক সংস্থা নয় কোনটি?
Ο ক) সার্ক
Ο খ) আসিয়ান
Ο গ) ওআইসি
Ο ঘ) ইউরোপীয় ইউনিয়ন
 সঠিক উত্তর: (গ)

 ২১. ইউনেস্কো জাতিসংঘের কী ধরনের সংস্থা?
Ο ক) রাজনৈতিক
Ο খ) সাংস্কৃতিক
Ο গ) সামাজিক
Ο ঘ) অর্থনৈতিক
 সঠিক উত্তর: (গ)

 ২২. ইইউ এর ক্ষেত্রে বলা যায়-
i. ইউরো অভিন্ন মুদ্রা
ii. সামরিক চুক্তি
iii. নির্বাহী বিভাগের নাম ইউরোপীয় কমিশন ( ইসি )
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ২৩. জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশণ বছরে কয় বার বসে?
Ο ক) একবার
Ο খ) দুইবার
Ο গ) তিনবার
Ο ঘ) চারবার
 সঠিক উত্তর: (ক)

 ২৪. জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রের কোন অধিকারটি রয়েছে?
Ο ক) পুরস্কারের
Ο খ) ভোটের
Ο গ) পদকের
Ο ঘ) পদবির
 সঠিক উত্তর: (খ)

 ২৫. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যসংখ্যা কয়টি?
Ο ক) ৮টি
Ο খ) ৯টি
Ο গ) ১০টি
Ο ঘ) ১২টি
 সঠিক উত্তর: (গ)

 ২৬. গত শতাব্দীতে প্রথিবীতে কয়টি মহাযুদ্ধ সংঘটিত হয়?
Ο ক) ১টি
Ο খ) ২টি
Ο গ) ৩টি
Ο ঘ) ৪টি
 সঠিক উত্তর: (খ)

 ২৭. বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত?
Ο ক) নিউইয়র্কে
Ο খ) জেনেভায়
Ο গ) প্যারিসে
Ο ঘ) ফ্লোরিডায়
 সঠিক উত্তর: (খ)

 ২৮. পৃথিবীতে মোট কতটি দেশ রয়েছে?
Ο ক) ১৯২টি
Ο খ) ১৯৩টি
Ο গ) ১৯৫টি
Ο ঘ) ১৯৬টি
 সঠিক উত্তর: (ঘ)

 ২৯. জাতিসংঘের উদ্দেশ্য কয়টি?
Ο ক) ৩টি
Ο খ) ৪টি
Ο গ) ৫টি
Ο ঘ) ৬টি
 সঠিক উত্তর: (গ)

 ৩০. ফাও এর প্রধান লক্ষ্য হলো-
i. পুষ্টির মান বৃদ্ধি
ii. জীবনযাত্রার মান বৃদ্ধি
iii. কৃষি উৎপাদন বৃদ্ধি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৩১. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ কোনটি?
Ο ক) ভারত
Ο খ) যুক্তরাজ্য
Ο গ) ব্রাজিল
Ο ঘ) জার্মানি
 সঠিক উত্তর: (খ)

 ৩২. অতিরিক্ত জনসংখ্যা কোন দেশের জন্য বিরাট সমস্যা?
Ο ক) ভারত
Ο খ) বাংলাদেশ
Ο গ) চীন
Ο ঘ) পাকিস্তান
 সঠিক উত্তর: (খ)

 ৩৩. ন্যাম প্রতিষ্ঠিত হয় যাদের উদ্যোগে তারা হলেন-
i. জওহরলাল নেহেরু
ii. গামাল অবদেল নাসের
iii. জিয়াউর রহমান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৩৪. জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টি?
Ο ক) ৪টি
Ο খ) ৫টি
Ο গ) ৬টি
Ο ঘ) ৭টি
 সঠিক উত্তর: (খ)

 ৩৫. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
Ο ক) ডথান্ট
Ο খ) ট্রিগভেলি
Ο গ) ড. কোড ওয়াল্ডহেম
Ο ঘ) ম্যান্ডেলা
 সঠিক উত্তর: (খ)

 ৩৬. আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত?
Ο ক) জেনেভা
Ο খ) নেদারল্যান্ড
Ο গ) নিউইয়র্ক
Ο ঘ) প্যারিস
 সঠিক উত্তর: (খ)

 ৩৭. কোন সামরিক জোটটি সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে গঠিত হয়েছিল?
Ο ক) ওয়ারশ
Ο খ) ন্যাটো
Ο গ) সিয়াটো
Ο ঘ) নোরাদ
 সঠিক উত্তর: (ক)

 ৩৮. ইসি যে সকল কাজ করে তার মধ্যে অন্যতম হলো-
i. সামাজিক চুক্তি সম্পাদন
ii. নীতি বাস্তবায়ন
iii. তহবিল বরাদ্দ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৩৯. ইউরোপীয় কমিশন যে কাজ করে-
i. নীতি বাস্তবায়ন
ii. তহবিল বরাদ্দ
iii. ব্যয়সংক্রান্ত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৪০. পৃথিবীতে সর্বশেষ আণবিক বোমার আক্রমণ কোথায় হয়েছিল?
Ο ক) আফগানিস্তানে
Ο খ) ইরাকে
Ο গ) জাপানে
Ο ঘ) লিবিয়ায়
 সঠিক উত্তর: (গ)

 ৪১. বাংলাদেশের সদস্যপদ থাকলেও ভারতের কোন প্রতিষ্ঠানের সদস্য পদ নেই?
Ο ক) সার্ক
Ο খ) ওআইসি
Ο গ) কমনওয়েলথ
Ο ঘ) ন্যাম
 সঠিক উত্তর: (খ)

 ৪২. জাতিসংঘের নতুন সদস্য গ্রহণ বাজেট পাস, মহাসচিব নিয়োগ করে-
Ο ক) সাধারণ পরিষদ
Ο খ) নিরাপত্তা পরিষদ
Ο গ) অছি পরিষদ
Ο ঘ) সচিবালয়
 সঠিক উত্তর: (ক)

 ৪৩. কোনটি আঞ্চলিক সংস্থাটি উদাহরণ?
Ο ক) জাতিসংঘ
Ο খ) ওআইসি
Ο গ) আফ্রিকান ইউনিয়ন
Ο ঘ) জোট রিপেক্ষ আন্দোলন
 সঠিক উত্তর: (গ)

 ৪৪. জাতিসংঘ জনসংখ্যা তহবিল-এর সদর দপ্তর কোন শহরে অবস্থিত?
Ο ক) জেনেভায়
Ο খ) ব্রাসেলসে
Ο গ) নিউইর্কে
Ο ঘ) স্টকহোমে
 সঠিক উত্তর: (গ)

 ৪৫. দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা ইংরেজি কোন নামে পরিচিত?
Ο ক) সার্ক
Ο খ) আসিয়ান
Ο গ) সাফটা
Ο ঘ) জি-এইট
 সঠিক উত্তর: (খ)

 ৪৬. আফ্রিকান ইউনিয়নের সদরদপ্তর কোন শহরে অবস্থিত?
Ο ক) বেনগাজি
Ο খ) ক্যাপটাউন
Ο গ) আদ্দিস আবাবা
Ο ঘ) হারারে
 সঠিক উত্তর: (গ)

 ৪৭. বিশ্ব খাদ্য সংস্থার (ফাও) কত সালে প্রতিষ্ঠিত হয়?
Ο ক) ১৮৭টি
Ο খ) ১৮৮টি
Ο গ) ১৯০টি
Ο ঘ) ১৯৮টি
 সঠিক উত্তর: (ক)

 ৪৮. কোনটি বিশ্বশান্তির প্রধান প্রতিবন্ধক?
Ο ক) মানবাধিকার লংঘন
Ο খ) মৌলিক অধিকার লংঘন
Ο গ) স্বৈরতন্ত্র
Ο ঘ) যুদ্ধসংঘাত
 সঠিক উত্তর: (ঘ)

 ৪৯. কত বছর অন্তর নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়?
Ο ক) এক
Ο খ) দুই
Ο গ) তিন
Ο ঘ) চার
 সঠিক উত্তর: (খ)

 ৫০. বর্তমানে কতটি রাষ্ট্র ইউনেস্কোর সদস্য?
Ο ক) ৫৭টি
Ο খ) ১৪০টি
Ο গ) ১৮৭টি
Ο ঘ) ১৮৯টি
 সঠিক উত্তর: (ঘ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post