জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ১২তম(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ১২তম(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে রয়েছে-
i. মৎস্য সম্পদ
ii. খনিজ সম্পদ
iii. বনজ সম্পদ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৫২. সম্পদের মাধ্যমে অগ্রগতি ঘটে মানুষের-
i. অর্থনৈতিক জীবনের
ii. সামাজিক জীবনের
iii. রাজনৈতিক জীবনের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৫৩. নিত্যদিনের ব্যবহারের জন্য যার ব্যাপক চাহিদা রয়েছে-
Ο ক) সয়াবিন
Ο খ) কেরোসিন
Ο গ) পানি
Ο ঘ) নারিকেল তেল
 সঠিক উত্তর: (গ)

 ৫৪. জীবনের সাথে জীবিকার সম্পর্ক কেমন?
Ο ক) বিচ্ছেদ্য
Ο খ) অবিভাজ্য
Ο গ) অবিচ্ছেদ্য
Ο ঘ) অনির্দিষ্ট
 সঠিক উত্তর: (গ)

 ৫৫. বর্তমানে বাংলাদেশে বড় ও মাঝারি আকারের কতটি সিমেন্ট কারখানা রয়েছে?
Ο ক) ১২টি
Ο খ) ১৫টি
Ο গ) ২১টি
Ο ঘ) ৩০টি
 সঠিক উত্তর: (ক)

 ৫৬. আখ থেকে প্রাপ্ত দ্রব্য কোনটি?
Ο ক) মিষ্টি
Ο খ) আচার
Ο গ) চিনি
Ο ঘ) ছামা
 সঠিক উত্তর: (গ)

 ৫৭. বাংলাদেশের কোন অঞ্চল জুড়ে রয়েছে বঙ্গোপসাগর?
Ο ক) উত্তর
Ο খ) দক্ষিণ
Ο গ) পূর্ব
Ο ঘ) পশ্চিম
 সঠিক উত্তর: (খ)

 ৫৮. বর্তমানে দশে কয়টি চিনির কল আছে?
Ο ক) ১৫টি
Ο খ) ১৭টি
Ο গ) ১৯টি
Ο ঘ) ২১টি
 সঠিক উত্তর: (খ)

 ৫৯. বাংলাদেশ কোন প্রকৃতির দেশ?
Ο ক) শিল্পসমৃদ্ধ দেশ
Ο খ) শীতপ্রধান দেশ
Ο গ) নদীমাতৃক দেশ
Ο ঘ) বনজসম্পদ সমৃদ্ধ দেশ
 সঠিক উত্তর: (গ)

 ৬০. বাংলাদেশের সাগর তীরে গড়ে উঠেছে কয়টি সমুদ্র বন্দর?
Ο ক) একটি
Ο খ) তিনটি
Ο গ) চারটি
Ο ঘ) দুইটি
 সঠিক উত্তর: (ঘ)

 ৬১. বাংলাদেশে বর্তমানে কতটি ইউরিয়া সার কারখানা চালু আছে?
Ο ক) ৪টি
Ο খ) ৫টি
Ο গ) ৬টি
Ο ঘ) ১২টি
 সঠিক উত্তর: (গ)

 ৬২. প্রাচীনকালে মানুষ বন থেকে-
i. ফলমূল সংগ্রহ করত
ii. পশু শিকার করত
iii. মোম সংগ্রহ করত
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৬৩. বাংলাদেশে কোন শিল্পের সঙ্গে বিপুল সংখ্যক নারী জড়িত?
Ο ক) কুটির শিল্প
Ο খ) গার্মেন্টস শিল্প
Ο গ) আবাসন শিল্প
Ο ঘ) যন্ত্র শিল্প
 সঠিক উত্তর: (খ)

 ৬৪. তাপমাত্রা কমানোর জন্যে কোন সম্পদ অত্যন্ত প্রয়োজন?
Ο ক) খনিজ সম্পদ
Ο খ) বনজ সম্পদ
Ο গ) প্রাণী সম্পদ
Ο ঘ) কৃষি সম্পদ
 সঠিক উত্তর: (খ)

 ৬৫. প্রকৃতির মধ্যে ভারসাম্য বজায় রেখে বেঁচে থাকে- i. মানুষ ii. প্রাণী iii. উদ্ভিদ নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৬. সবুজ গাছপালা বাতাসে কোন গ্যাস ছেড়ে দিচ্ছে?
Ο ক) অক্সিজেন
Ο খ) নাইট্রোজেন
Ο গ) কার্বন-ডাই-অক্সাইড
Ο ঘ) মিথেন
 সঠিক উত্তর: (ক)

 ৬৭. বাংলাদেশের তৃতীয় ঋতু কোনটি?
Ο ক) বর্ষা
Ο খ) শরৎ
Ο গ) হেমন্ত
Ο ঘ) বসন্ত
 সঠিক উত্তর: (খ)

 ৬৮. বাংলাদেশে অতি অল্প সময়ে কোন শিল্পটি বৃহত্তম রপ্তানিমুখী শিল্পে পরিণত হয়েছে?
Ο ক) বস্ত্র শিল্প
Ο খ) পোশাক শিল্প
Ο গ) চিনি শিল্প
Ο ঘ) কাগজ শিল্প
 সঠিক উত্তর: (খ)

 ৬৯. বাতাসে অক্সিজেন দিচ্ছে কোনটি?
Ο ক) নদী
Ο খ) সাগর
Ο গ) মহাসাগর
Ο ঘ) সবুজ গাছপালা
 সঠিক উত্তর: (ঘ)

 ৭০. কোন দেশের মাটি মহামূল্যবান সম্পদ?
Ο ক) সৌদি আরব
Ο খ) ইরান
Ο গ) ইরাক
Ο ঘ) বাংলাদেশ
 সঠিক উত্তর: (ঘ)

 ৭১. প্রাণীরা বাতাসে কী ছেড়ে দেয়?
Ο ক) অক্সিজেন
Ο খ) কার্বন-ডাই-অক্সাইড
Ο গ) নাইট্রোজেন
Ο ঘ) মিথেন
 সঠিক উত্তর: (খ)

 ৭২. ১৯৭৪ সালে বাংলাদেশে কতটি বস্ত্রকল ছিল?
Ο ক) ৫টি
Ο খ) ৬টি
Ο গ) ৭টি
Ο ঘ) ৮টি
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৩. প্রাণিজ সম্পদকে কয় ভাগে ভাগ করা যায়?
Ο ক) ২ ভাগে
Ο খ) ৩ ভাগে
Ο গ) ৪ ভাগে
Ο ঘ) ৫ ভাগে
 সঠিক উত্তর: (খ)

 ৭৪. বাড়িঘর তৈরি এবং আসবাবপত্র নির্মাণের জন্যে আমরা কোন সম্পদ ব্যবহার করি?
Ο ক) শক্তি সম্পদ
Ο খ) কনিজ সম্পদ
Ο গ) বনজ সম্পদ
Ο ঘ) পশু সম্পদ
 সঠিক উত্তর: (গ)

 ৭৫. আমাদের প্রাকৃতিক সম্পদ সীমিত হলেও যার সংখ্যা বেশি তা হলো-
Ο ক) কলকারখানা
Ο খ) দোকানপাট
Ο গ) লোকসংখ্যা
Ο ঘ) হাটবাজার
 সঠিক উত্তর: (গ)

 ৭৬. নদীর পানি প্রবাহ থেকে কী উৎপাদন করা যায়?
Ο ক) গ্যাস
Ο খ) বিদ্যুৎ
Ο গ) লবণ
Ο ঘ) পাথর
 সঠিক উত্তর: (খ)

 ৭৭. সুষম খাদ্যের অভাব পুরণ হচ্ছে-
Ο ক) সমুদ্র সম্পদের মাধ্যমে
Ο খ) মৎস্য সম্পদদের মাধ্যমে
Ο গ) প্রাণিজ সম্পদের মাধ্যমে
Ο ঘ) বনজ সম্পদের মাধ্যমে
 সঠিক উত্তর: (গ)

 ৭৮. বাংলাদেশের ভূ-ভাগের কত ভাগ হচ্ছে বন?
Ο ক) ১৪ ভাগ
Ο খ) ১৫ ভাগ
Ο গ) ১৬ ভাগ
Ο ঘ) ১৭ ভাগ
 সঠিক উত্তর: (গ)

 ৭৯. কোন খনিজ সম্পদটি বাংলাদেশে পাওয়া যায়?
Ο ক) লোহা
Ο খ) রূপা
Ο গ) ব্রোঞ্জ
Ο ঘ) সিলিকা বালি
 সঠিক উত্তর: (ঘ)

 ৮০. অসংখ্য নদীনালা, খালবিল ও পুকুরের দেশ কোনটি?
Ο ক) কানাডা
Ο খ) নেদারল্যান্ড
Ο গ) সুদান
Ο ঘ) বাংলাদেশ
 সঠিক উত্তর: (ঘ)

 ৮১. বাংলাদেশের নদ-নদীতে কোন সম্পদটি বিপুল পরিমাণ রয়েছে?
Ο ক) খনিজ সম্পদ
Ο খ) বনজ সম্পদ
Ο গ) মৎস্য সম্পদ
Ο ঘ) কৃষিজ সম্পদ
 সঠিক উত্তর: (গ)

 ৮২. নিচের কোনটি বেসরকারি পর্যায়ের কাগজ শিল্প প্রতিষ্ঠান?
Ο ক) খুলনা হার্ডবোর্ড মিল
Ο খ) মাগুরা পেপার মিল
Ο গ) খুলনা নিউজপ্রিন্ট মিল
Ο ঘ) কর্ণফুলি মিল
 সঠিক উত্তর: (খ)

 ৮৩. কোনটি বাংলাদেশের মূল্যবান প্রাকৃতিক সম্পদ?
Ο ক) মাটি
Ο খ) নদ-নদী
Ο গ) বনভূমি
Ο ঘ) গ্যাস
 সঠিক উত্তর: (ক)

 ৮৪. বাংলাদেশের উল্লেখযোগ্য খনিজ সম্পদ হলো- i. কয়লা ii. বালি iii. চুনাপাথর নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৮৫. পুঁটি মাছ বাংলাদেশের খাল-বিল নদ-নদীতে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এটি কোন পানির মাছ?
Ο ক) মিঠা পানির মাছ
Ο খ) সামুদ্রিক মাছ
Ο গ) উপসাগরীয় মাছ
Ο ঘ) লবণাক্ত পানির মাছ
 সঠিক উত্তর: (ক)

 ৮৬. কিসের ব্যবহারে পোকামাকড়ের বংশবিস্তার বাধাগ্রস্ত হচ্ছে-
Ο ক) জৈবসার
Ο খ) রাসায়নিক সার
Ο গ) স্যালুমেশিনের সেচ
Ο ঘ) ছাই-গোবর
 সঠিক উত্তর: (খ)

 ৮৭. বাংলাদেশের কোনটি সর্বোচ্চ হুমকির মুখে রয়েছে?
Ο ক) স্বাস্থ্যসেবা
Ο খ) জনসংখ্যা ব্যবস্থা
Ο গ) জীববৈচিত্র্য
Ο ঘ) প্রাকৃতিক সম্পদ
 সঠিক উত্তর: (গ)

 ৮৮. কীসের উন্নতি দেশের জনগণের অবস্থার পরিবর্তন ঘটাতে সহায়তা করে?
Ο ক) রাজনীতির
Ο খ) মানবিক দৃষ্টিভঙ্গির
Ο গ) অর্থনৈতিক
Ο ঘ) শিল্পের
 সঠিক উত্তর: (গ)

 ৮৯. বাংলাদেশের সমতলভূমি কেমন?
Ο ক) খুবই উর্বর
Ο খ) বালুময়
Ο গ) ফসল উৎপাদনে অনুপযোগী
Ο ঘ) অপেক্ষাকৃত কম উর্বর
 সঠিক উত্তর: (ক)

 ৯০. দক্ষতা অর্জনের জন্যে লেখাপড়ার পর কীসের প্রয়োজন হয়?
Ο ক) প্রশিক্ষণের
Ο খ) উন্নত প্রযুক্তির
Ο গ) প্রচুর অর্থের
Ο ঘ) বিদেশ ভ্রমণের
 সঠিক উত্তর: (ক)

 ৯১. যেখানে শিল্পকারখানা তৈরি হচ্ছে-
Ο ক) গ্রামে
Ο খ) উপশহরে
Ο গ) ইউনিয়নে
Ο ঘ) ওয়ার্ডে
 সঠিক উত্তর: (খ)

 ৯২. রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে বংশবিস্তার বাধাগ্রস্ত হচ্ছে-
i. মাছের
ii. পাখির
iii. পোকা-মাকড়ের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৩. কোথায় চা প্রচুর পরিমাণে উৎপাদিত হয়?
Ο ক) রাজশাহীতে
Ο খ) নাটোরে
Ο গ) কুমিল্লায়
Ο ঘ) সিলেটে
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৪. প্রাকৃতিক বস্তুর উদাহরণ কোনটি?
Ο ক) হাসপাতাল
Ο খ) বিদ্যালয়
Ο গ) খনিজাগার
Ο ঘ) উপাসনালয়
 সঠিক উত্তর: (গ)

 ৯৫. মাটি তার উর্বরা শক্তি হারায় কোনটির ব্যবহারে?
Ο ক) রাসায়নিক সার
Ο খ) জৈব সার
Ο গ) সেচ
Ο ঘ) হাইব্রিড ফসলের চাষ
 সঠিক উত্তর: (ক)

 ৯৬. কোন কাজের ওপর ভিত্তি করেই সমাজ ব্যবস্থা গড়ে ওঠে?
Ο ক) রাজনৈতিক
Ο খ) অর্থনৈতিক
Ο গ) সামাজিক
Ο ঘ) নৈতিক
 সঠিক উত্তর: (খ)

 ৯৭. বাংলাদেশে একসময় কৃষকের প্রধান অর্থকরী ফসল ছিল কোনটি?
Ο ক) চা
Ο খ) তামাক
Ο গ) পাট
Ο ঘ) আখ
 সঠিক উত্তর: (গ)

 ৯৮. দেশজ উৎপাদনে কোন খাতের অবদান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে?
Ο ক) কৃষি
Ο খ) শিল্প
Ο গ) মৎস্য
Ο ঘ) স্বাস্থ্য ও সেবা
 সঠিক উত্তর: (খ)

 উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: পাট রপ্তানিতে সুবিধা করতে না পারায় গত কয়েক বছর ধরে পাট চায়ে সমৃদ্ধ সুলতানাবাদ গ্রামের কৃষকরা দরিদ্রতার মধ্য দিয়ে দিন যাপন করছে। বর্তমানে সেখানে একটি কারখানা স্থাপন করায় কৃষকদের মধ্যে সচ্ছলতা ফিরে আসছে।

৯৯. উদ্দীপকে নিচের কোন জিনিসটির অবদানের ইঙ্গিত রয়েছে?
Ο ক) পাটের
Ο খ) কৃষির
Ο গ) শিল্পের
Ο ঘ) সম্পদের
 সঠিক উত্তর: (গ)

 ১০০. উদ্দীপকে উল্লেখিত কারখানা স্থাপননের মতো উদ্যোগগুলোর অন্যতম সহায়ক হিসেবে কাজ করে-
Ο ক) কৃষির উন্নয়নে
Ο খ) চাহিদা কমাতে
Ο গ) জীবনযাত্রার মান উন্নয়নে
Ο ঘ) রোগ নিরাময়ে
 সঠিক উত্তর: (গ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post