জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ১১তম(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ১১তম(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. সার্কেল প্রধানকে চাকমারা কী বলেন?
Ο ক) সার্কেল প্রধান
Ο খ) চাকমা রাজা
Ο গ) চাকমা প্রধান
Ο ঘ) চাক্ষুষরাজ
 সঠিক উত্তর: (খ)

 ৫২. চাকমা মেয়েদের পরনের কাপড়ের নাম কী?
Ο ক) দকমান্দা
Ο খ) গান্দো
Ο গ) দক শাড়ি
Ο ঘ) পিনোন
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৩. নানা প্রকারের মাদুর তৈরিতে দক্ষ কারা?
Ο ক) চাকমারা
Ο খ) মারমারা
Ο গ) গারোরা
Ο ঘ) সাঁওতালরা
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৪. দারোদের ভাষায় সালজং এর অর্থ কী?
Ο ক) চন্দ্র
Ο খ) সূর্য
Ο গ) বজ্র
Ο ঘ) মাটি
 সঠিক উত্তর: (খ)

 ৫৫. মাতার বংশ ধরেই নির্ণয় করা হয় গারোদের- i. চাৎচি ii. মাহারি iii. রোয়া নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৫৬. কোন সমাজে একই মাহারির পুরুষ ও মহিলার মধ্যে বিয়ে নিষিদ্ধ?
Ο ক) চাকমা
Ο খ) গারো
Ο গ) সাঁওতাল
Ο ঘ) রাখাইন
 সঠিক উত্তর: (খ)

 ৫৭. গারোদের বিশেষ খাদ্য হচ্ছে-
Ο ক) মাছ
Ο খ) মাংস
Ο গ) পোলাও
Ο ঘ) কচি বাঁশগাছের গুঁড়ি
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৮. কত শতকের প্রথম ভাগে সাঁওতালদের বিদ্রোহ হয়?
Ο ক) আঠারো
Ο খ) বিশ
Ο গ) উনিশ
Ο ঘ) একুশ
 সঠিক উত্তর: (খ)

 ৫৯. কোন সমাজে মৃতদেহ দাহ করা হয়?
Ο ক) রাখাইন সমাজে
Ο খ) সাঁওতাল সমাজে
Ο গ) খাসি সমাজে
Ο ঘ) চাকমা সমাজে
 সঠিক উত্তর: (ঘ)

 ৬০. চাকমাদের শারীরিক বৈমিষ্ট্য হলো-
i. মুখমন্ডল গোলাকার
ii. চুল ইষৎ ঢেউ খেলানো
iii. নাক চ্যাপ্টা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৬১. খাসিয়া ও মণিপুরিরা কোথায় বাস করে?
Ο ক) সিলেটে
Ο খ) চট্টগ্রামে
Ο গ) ময়মনসিংহে
Ο ঘ) ময়নামতিতে
 সঠিক উত্তর: (ক)

 ৬২. অতীতে গারোদের দেবতার নাম ছিল কী?
Ο ক) ইক্ষিত্রা
Ο খ) তাতারা রাবুকা
Ο গ) হাচুকমা
Ο ঘ) সংগ্রাংমা
 সঠিক উত্তর: (খ)

 ৬৩. ‘মান্দি’ বলতে বোঝায়-
Ο ক) ভদ্রলোক
Ο খ) বড় লোক
Ο গ) শিক্ষিত লোক
Ο ঘ) মানুষ
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৪. কারা খুব আমোদ-প্রমোদ প্রিয়?
Ο ক) সাঁওতালরা
Ο খ) চাকমারা
Ο গ) মারমারা
Ο ঘ) গারোরা
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৫. গারোরা পূজা করতো- i. চন্দ্র ii. সূর্য iii. বায়ু নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৬৬. সাঁওতালদের প্রধান জীবিকা কী?
Ο ক) কৃষি
Ο খ) ব্যবসা
Ο গ) চাকরি
Ο ঘ) পোশাক তৈরি
 সঠিক উত্তর: (ক)

 ৬৭. বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোনটি?
Ο ক) ম্রো
Ο খ) মাহালি
Ο গ) কোচ
Ο ঘ) মণিপুরি
 সঠিক উত্তর: (ক)

 ৬৮. চাকমারা কোন ধর্মের অনুসারী?
Ο ক) ইসলাম
Ο খ) বৌদ্ধ
Ο গ) খ্রিষ্টান
Ο ঘ) জৈন
 সঠিক উত্তর: (খ)

 ৬৯. সাঁওতালদের ধর্মগুরু হিসাব গণ্য করে কাকে?
Ο ক) মাঝিহারামকে
Ο খ) জগমাঝিকে
Ο গ) নায়েককে
Ο ঘ) গোভেৎকে
 সঠিক উত্তর: (গ)

 ৭০. গারো পুরুষদের ঐতিহ্যবাহী পোশাকের নাম কী?
Ο ক) গাউন
Ο খ) গান্দো
Ο গ) হাদি
Ο ঘ) পিনোন
 সঠিক উত্তর: (খ)

 ৭১. মঙ্গোলিয় জনগোষ্ঠীর লোক কারা?
Ο ক) গারোরা
Ο খ) সাঁওতালরা
Ο গ) হিন্দুরা
Ο ঘ) মুসলমানরা
 সঠিক উত্তর: (ক)

 ৭২. বর্তমানে কাদের মধ্যে জুম চাষের প্রচলন নেই?
Ο ক) গারোদের
Ο খ) সমতলের গারোদের
Ο গ) সাঁওতালদের
Ο ঘ) মারমাদের
 সঠিক উত্তর: (খ)

 ৭৩. সাঁওদালদের দেহের রং কেমন?
Ο ক) কালো
Ο খ) ফর্সা
Ο গ) সামান্য কালো
Ο ঘ) সামান্য ফর্সা
 সঠিক উত্তর: (ক)

 ৭৪. সাঁওতালরা বাস করে- i. রাজশাহী জেলায় ii. রংপুর জেলায় iii. ঝিনাইদহ জেলায় নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৭৫. বাংলাদেশের গারোরা কীভাবে জীবিকা নির্বাহ করে?
Ο ক) কৃষি কাজ করে
Ο খ) মৎস্য চাষ করে
Ο গ) হাঁস মুরগী পালন করে
Ο ঘ) ব্যবসা-বাণিজ্য করে
 সঠিক উত্তর: (ক)

 ৭৬. চাকমাদের প্রদান জীবিকার উপায় কী?
Ο ক) চাকুরী
Ο খ) ব্যবসা
Ο গ) কৃষিকাজ
Ο ঘ) পমুপালন
 সঠিক উত্তর: (গ)

 ৭৭. চাকমারা খেলতে ভালোবাসে এমন খেলা কোনটি?
Ο ক) ফুটবল
Ο খ) ক্রিকেট
Ο গ) এক্কাদোক্কা
Ο ঘ) হা-ডু-ডু
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৮. চাকমাদের শ্রেষ্ঠ উৎসব কোনটি?
Ο ক) ওয়ানগালা
Ο খ) সাংগ্রাই
Ο গ) বিজু
Ο ঘ) সান্দ্রে
 সঠিক উত্তর: (গ)

 ৭৯. মাঘী পূর্নিমার রাতে কিয়াং বা প্যাগোডার প্রাঙ্গনে গৌতম বুদ্ধের সম্মানে কারা ফানুস ওড়ায়?
Ο ক) গারো
Ο খ) চাকমা
Ο গ) মাহালি
Ο ঘ) খুমি
 সঠিক উত্তর: (খ)

 ৮০. চাকমা, মারমা খুমি ইত্যাদি জনগোষ্ঠী বসবাস করে-
i. রাঙামাটি জেলায়
ii. রংপুর জেলায়
iii. খাগড়াছড়ি জেলায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৮১. চাকমাদের ধর্ম কোনটি?
Ο ক) সনাতন
Ο খ) বৌদ্ধ
Ο গ) ইসলাম
Ο ঘ) খ্রিস্ট
 সঠিক উত্তর: (খ)

 ৮২. গারো পরিবারে কে সংসার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে?
Ο ক) পিতা
Ο খ) মাতা
Ο গ) কন্যা
Ο ঘ) পুত্র
 সঠিক উত্তর: (ক)

 ৮৩. গারো মহিলাদের নিজেদের তৈরি পোশাকের নাম কী?
Ο ক) দশশাড়ি
Ο খ) দকশাড়ি
Ο গ) দামাশাড়ি
Ο ঘ) মাদামাশড়ি
 সঠিক উত্তর: (খ)

 ৮৪. অন্যান্য ক্ষুদ্র জাতিসত্তার তুলনায় কারা বেশি শিক্ষিত?
Ο ক) গারোরা
Ο খ) চাকমারা
Ο গ) খাসিয়ারা
Ο ঘ) মণিপুরিরা
 সঠিক উত্তর: (খ)

 ৮৫. নৃ-তাত্ত্বিক বিচারে চাকমারা কোন জনেগোষ্ঠীর লোক?
Ο ক) দ্রাবিড়
Ο খ) আর্য
Ο গ) অনার্য
Ο ঘ) মঙ্গোলিয়
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৬. বাংলাদেশের কোন জাতিসত্তার ভাষার নাম-‘মান্দি খুসিক’?
Ο ক) চাকমা
Ο খ) মারমা
Ο গ) গারো
Ο ঘ) সাঁওতাল
 সঠিক উত্তর: (গ)

 ৮৭. চাকমাদের কৃষি পদ্ধতিকে কী বলে?
Ο ক) মিশ্র চাষ
Ο খ) নিবিড় চাষ
Ο গ) আধা নিবিড় চাষ
Ο ঘ) জুম
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৮. বাংলাদেশের উত্তর-পূর্বাংশে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠী কোনটি?
Ο ক) বম
Ο খ) ত্রিপুরা
Ο গ) হাজং
Ο ঘ) মুন্ডা
 সঠিক উত্তর: (গ)

 ৮৯. সাঁওতালদের পঞ্চায়েত পরিচালনা করে- i. হেডম্যান ii. গোডেৎ iii. মাঝিহারাম নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৯০. ‘মিউয়া’ কাদের জনপ্রিয় খাবার?
Ο ক) চাকমাদের
Ο খ) হাজংদের
Ο গ) গারোদের
Ο ঘ) সাঁওতালদের
 সঠিক উত্তর: (গ)

 ৯১. গারোরা ‘মাটিকে’ কী বলে ডাকে?
Ο ক) মেন
Ο খ) গোয়ারা
Ο গ) সালজং
Ο ঘ) ছোছুম
 সঠিক উত্তর: (ক)

 ৯২. গারো, হাজং ও কোচ কোথায় বসবাস করে?
Ο ক) সিলেটে
Ο খ) চট্টগ্রামে
Ο গ) কুমিল্লায়
Ο ঘ) ময়মনসিংহে
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৩. গারোদের আদি বাস্থান কোথায় ছিল?
Ο ক) মিজোরাম
Ο খ) তিব্বত
Ο গ) চম্পকনগর
Ο ঘ) কৈলাশপুর
 সঠিক উত্তর: (খ)

 ৯৪. চাকমাদের জীবিকার প্রধান উপায় হচেছ-
Ο ক) ব্যবসায়
Ο খ) বাণিজ্য
Ο গ) কুটির শিল্প
Ο ঘ) কৃষিকাজ
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৫. গারোদের আদি ধর্মের নাম কী ছিল?
Ο ক) সাংসারেক
Ο খ) গারোসারেক
Ο গ) গারসারেং
Ο ঘ) সংসারেঙ
 সঠিক উত্তর: (ক)

 ৯৬. ‘ঘিলাখারা’ খেলা কারা খেলতে ভালোবাসে?
Ο ক) রাখাইনরা
Ο খ) চাকমারা
Ο গ) গারোরা
Ο ঘ) মারমারা
 সঠিক উত্তর: (খ)

 ৯৭. গারো সমাজে একই মাহারীর মধ্যে কোনটি নিষিদ্ধ?
Ο ক) বন্ধুত্ব
Ο খ) বিয়ে
Ο গ) নিমন্ত্রণ
Ο ঘ) আমন্ত্রণ
 সঠিক উত্তর: (খ)

 ৯৮. চাকমা পরিবারের প্রধান কে?
Ο ক) মা
Ο খ) ভাই
Ο গ) বোন
Ο ঘ) পিতা
 সঠিক উত্তর: (ঘ)

 উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: বার্ষিক পরীক্ষা শেষে সুমাইয়া বাবা-মায়ের সঙ্গে কক্সবাজার বেড়াতে গিয়েছে। এখানে বেড়াতে বের হয়ে সে দেখতে পেল এক বিশেষ জনগআষ্ঠীর মানুষ মাচা পেতে ঘর তৈরি করে বাস করছে। তাদের মুখের আকৃতি গোল, দেহের রং ফরসা।

৯৯. সুমাইয়ার দেখা জনগোষ্ঠীর নাম কী?
Ο ক) চাকমা
Ο খ) মারকা
Ο গ) সাঁওতাল
Ο ঘ) রাখাইন
 সঠিক উত্তর: (ঘ)

 ১০০. সুমাইয়ার দেখা জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্য হচ্ছে-
i. পরিবারের প্রধান হলেন বাবা
ii. প্রধান জীবিকা কৃষি
iii. ঘরবাড়ি বাঁশ ও ছনের তৈরি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i ও ii
 সঠিক উত্তর: (ক)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post