জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ১০ম(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ১০ম(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. বাংলাদেশে কোনটির প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে?
Ο ক) চুরি
Ο খ) রাহাজানি
Ο গ) জঙ্গিবাদ
Ο ঘ) কিশোর অপরাধ
 সঠিক উত্তর: (ঘ)

 ৫২. মাদক প্রতিরোধে তরুণদের কোন প্রতিজ্ঞায় উদ্বুদ্ধ করতে হবে?
Ο ক) মাদককে রোধ করুন
Ο খ) ধূমপানকে রোধ করুন
Ο গ) ধূমপানকে না বলুন
Ο ঘ) মাদককে না বলুন
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৩. শিশু-কিশোরদের মনে অনেক সময় হতাশা জন্ম নেয়-
i. পিতামাতার স্নেহ বঞ্চিত হলে
ii. ভালো-বন্ধু না পেলে
iii. বিদ্যালয়ের পরিবেশ ভালো না হলে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৫৪. মাদকাসক্তি প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহণ করা যায় তা হচ্ছে-
i. ধর্মীয় শিক্ষায় গুরুত্ব দেওয়া
ii. নৈতিক মূল্যবোধ শেখানো
iii. মাদকজাতীয় দ্রব্যের উৎপাদন নিষিদ্ধ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৫. থাইল্যান্ডের কিশোরদের বয়সসীমা হলো-
Ο ক) ৭ থেকে ১৮ বছর
Ο খ) ৭ থেকে ১৭ বছর
Ο গ) ৭ থেকে ১৬ বছর
Ο ঘ) ৭ থেকে ২২ বছর
 সঠিক উত্তর: (ক)

 ৫৬. বর্তমান সমাজব্যবস্থায় পিতামাতার কর্মক্ষেত্রে কী দেখা যায়?
Ο ক) স্বজনপ্রীতি
Ο খ) দুর্নীতি
Ο গ) অনিয়ম
Ο ঘ) অধিক ব্যস্ততা
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৭. পর্যাপ্ত চিত্তবিনোদনের সাথে কিসের সম্পর্ক রয়েছে?
Ο ক) হাসি তামাশার
Ο খ) মানসিক প্রশান্তির
Ο গ) বিকারগ্রস্ততার
Ο ঘ) ব্যথা বেদনার
 সঠিক উত্তর: (খ)

 ৫৮. ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ শেকানোর জন্যে কাদের সচেষ্ট হতে হবে?
Ο ক) অভিভাবকদের
Ο খ) প্রতিবেশীদের
Ο গ) খেলার সাথিদের
Ο ঘ) শিক্ষকদের
 সঠিক উত্তর: (ক)

 ৫৯. যেসব পিতামাতার সন্তানরা পরিবারে অসংগত আচরণ করে এবং অপরাধী হয়ে বেড়ে উঠে-
i. কর্মব্যস্ত
ii. সংসারত্যাগী
iii. উদাসীন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৬০. আজকাল যার মধ্যে ধূমপানসহ অন্যান্য নেশার দ্রব্য গ্রহণের হার বেড়েছে-
i. কিশোর
ii. বৃদ্ধ
iii. যুব সমাজ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৬১. শিশু-কিশোরদের মানসিক বিকাশের জন্য কী স্থাপন করা প্রয়োজন?
Ο ক) চিত্তবিনোদন কেন্দ্র
Ο খ) গ্রামীণ টিভি সেন্টার
Ο গ) ভূউপগ্রহ কেন্দ্র
Ο ঘ) গ্রামীণ জাদুঘর
 সঠিক উত্তর: (ক)

 ৬২. জাপানে কিশোর অপরাধের বয়সসীমা কত?
Ο ক) ১২ থেকে ১৮ বছর
Ο খ) ১৩ থেকে ১৮ বছর
Ο গ) ১৪ থেকে ২০ বছর
Ο ঘ) ১৪ থেকে ২২ বছর
 সঠিক উত্তর: (গ)

 ৬৩. খেলাধুলা বা অন্যকোনো উপকরণের অভাবে শিশু-কিশোররা হয়ে ওঠে-
Ο ক) চোর
Ο খ) ডাকাত
Ο গ) খুনি
Ο ঘ) অপরাধী
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৪. ধূমপান বলতে কী বোঝায়?
Ο ক) ধোঁয়া জাতীয় দ্রব্য সেবন
Ο খ) তরল দ্রব্য সেবন
Ο গ) কঠিন জাতীয় দ্রব্য সেবন
Ο ঘ) ধূমমিশ্রিত দ্রব্য সেবন
 সঠিক উত্তর: (ক)

 ৬৫. ভিন্ন দেশের সংস্কৃতির প্রভাবে বাংলাদেশের যুব সমাজ কীভাবে মাদকে আকৃষ্ট হয়?
Ο ক) কৌতূহলী হয়ে
Ο খ) বিভ্রান্ত হয়ে
Ο গ) বিভ্রান্ত ও পথভ্রষ্ট হয়ে
Ο ঘ) পথভ্রষ্ট হয়ে
 সঠিক উত্তর: (গ)

 ৬৬. শিশু কিশোর অপরাধের সাথে নতুন যে মাত্রা যুক্ত হয়েছে তা হলো-
i. মোবাইল এর অপব্যবহার
ii. প্রযুক্তির সুষ্ঠু ব্যবহার
iii. ইন্টারনেটের অপব্যবহার
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৬৭. অদক্ষ জনশক্তি বলতে যা বোঝায়-
Ο ক) কিশোর বয়সী জনশক্তি
Ο খ) যুবক বয়সী জনশক্তি
Ο গ) প্রশিক্ষণবিহীন জনশক্তি
Ο ঘ) কর্মহীন জনশক্তি
 সঠিক উত্তর: (গ)

 ৬৮. হতাশা সৃষ্টির অন্যতম কারণ কোনটি?
Ο ক) বিবাহ করা
Ο খ) টাকাপয়সা খরচ করা
Ο গ) প্রেমে ব্যর্থ হওয়া
Ο ঘ) বিদেশ গমন করা
 সঠিক উত্তর: (গ)

 ৬৯. মাদকাসক্তি প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহণ করা যায় তা হচ্ছে-
i. ধর্মীয় শিক্ষায় গুরুত্ব দেওয়া
ii. নৈতিক মূল্যবোধ শেখানো
iii. মাদকজাতীয় দ্রব্যের উৎপাদন নিষিদ্ধ করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭০. মাদকাসক্তি প্রতিরোধে সবচেয়ে কার্যকরী ব্যবস্থা-
Ο ক) প্রতিরোধমূলক
Ο খ) প্রতিকারমূলক
Ο গ) পুনর্বাসনমূলক
Ο ঘ) নিরীক্ষামূলক
 সঠিক উত্তর: (ক)

 ৭১. আমাদের চারপাশে অনেককে যা সেবন করতে দেখি-
i. বিড়ি
ii. সিগারেট
iii. তামাকের ধোঁয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭২. বাংলাদেশে কিশোর অপরাধের অন্যতম প্রধান কারণ?
Ο ক) অসৎ সঙ্গ
Ο খ) দারিদ্র
Ο গ) বিনোদনের অভাব
Ο ঘ) শিক্ষার অভাব
 সঠিক উত্তর: (খ)

 ৭৩. কিশোর অপাধ কোন ধরনের সমস্যা?
Ο ক) রাজনৈতিক
Ο খ) সামাজিক
Ο গ) অর্থনৈতিক
Ο ঘ) মানবিক
 সঠিক উত্তর: (খ)

 ৭৪. বাংলাদেশের কিশোররা সাধারণত যেসব অপরাধ করে থাকে তা হলো-
i. বিনা টিকিটে রেলভ্রমণ
ii. ডাকাতি
iii. চাঁদা আদায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৫. যে কর্মকান্ডের সঙ্গে জড়িত শিশু কিশোরেরা সাধারণত আনন্দময় পরিবেশে বেড়ে ওঠে-
i. শরীরচর্চা
ii. স্কুল পালানো
iii. ছবি আঁকা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৭৬. অষ্টম শ্রেণির ছাত্র লিটন এলাকার বখাটে বন্ধুদের সাথে মিশে মাদকাসক্ত হয়ে পড়ে। লিটনের সমস্যা কোন ধরনের?
Ο ক) পারিবারিক
Ο খ) সামাজিক
Ο গ) রাজনৈতিক
Ο ঘ) অর্থনৈতিক
 সঠিক উত্তর: (খ)

 ৭৭. বস্তির শিশু-কিশোররা অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে-
i. শারীরিক ত্রুটির কারণে
ii. সঙ্গদোষের কারণে
iii. অভাবের কারণে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৭৮. কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও আর্থিক অবস্থার উন্নতি ঘটাতে এগিয়ে আসতে হবে-
i. সরকারকে
ii. ধনী ব্যক্তিদের
iii. বেসরকারি সংস্থাকে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৭৯. মদ্য বা মদ বলতে বোঝায়-
Ο ক) বোতলজাত পানীয়
Ο খ) ঘুম পাড়ানি পানীয়
Ο গ) নেশাযুক্ত পানীয়
Ο ঘ) শক্তির যোগানদাতা পানীয়
 সঠিক উত্তর: (গ)

 ৮০. সন্তানদের সাথে কিরূপ সম্পর্ক গড়ে তুলতে হবে?
Ο ক) শিক্ষকসুলভ
Ο খ) কঠোর
Ο গ) শত্রুতামূলক
Ο ঘ) সহজ ও স্বাভাবিক
 সঠিক উত্তর: (ঘ)

 ৮১. কেমন পারিবারিক পিতামাতার অশান্তি ও ঝগড়াঝাঁটি লেগেই থাকে?
Ο ক) যে পরিবারে কিশোর রয়েছে
Ο খ) যে পরিবারে মাদকাসক্ত রয়েছে
Ο গ) যে পরিবারে অভাব রয়েছে
Ο ঘ) যে পরিবারে মেহমান রয়েছে
 সঠিক উত্তর: (খ)

 ৮২. মাদক সেবনকারীরা যে রোগে আক্রান্ত হয় তা হলো-
i. ক্যান্সার
ii. হৃদরোগ
iii. মাথা ব্যাথা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৮৩. পারিবারিক জীবনে কিসের প্রভাব জটিল?
Ο ক) ঝগড়াঝাঁটির
Ο খ) অসুখ-বিসুখের
Ο গ) মাদকের
Ο ঘ) পারস্পরিক ভুলত্রুটির
 সঠিক উত্তর: (গ)

 ৮৪. ভয়ানক সামাজিক ব্যাধি ও সমস্যা কোনটি?
Ο ক) চুরি
Ο খ) ডাকাতি
Ο গ) রাহাজানি
Ο ঘ) কিশোর অপরাধ
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৫. শিশু কিশোরের মানসিক বিকাশের জন্যে প্রয়োজন-
i. পাঠাগার
ii. চিত্ত বিনোদন কেন্দ্র স্থাপন
iii. বিশৃঙ্খল পরিবেশ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৮৬. কোথায় সন্তানদের সুস্থ মানসিক বিকাশের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে?
Ο ক) রাষ্ট্রে
Ο খ) পরিবারে
Ο গ) সমাজে
Ο ঘ) সংঘে
 সঠিক উত্তর: (খ)

 ৮৭. শিশু শ্রম বলতে যা বোঝায়-
Ο ক) বিবাহের পূর্বে কাজে যোগদান
Ο খ) লেখাপড়া শেষ না করে কাজে যোগদান
Ο গ) কিশোর বয়সে কাজে যোগদান
Ο ঘ) বিবাহের পর কাজে যোগদান
 সঠিক উত্তর: (গ)

 ৮৮. আমাদের দেশে কিশোর অপরাধের প্রধান কারণ কী?
Ο ক) দারিদ্র্য
Ο খ) বিবাহবিচ্ছেদ
Ο গ) আদর-যত্নের অভাব
Ο ঘ) চিত্তবিনোদনের অভাব
 সঠিক উত্তর: (ক)

 ৮৯. কিশোর অপরাধীরা অনেক সময় লিপ্ত থাকে-
i. নারী পাচারে
ii. ব্যবসায়ীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ে
iii. দলবেঁধে ডাকাতিতে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৯০. মাদক সেবনকারী রোগী ভোগে-
i. হতাশা ও উৎকন্ঠায়
ii. মানসিক প্রশান্তিতে
iii. হিনম্মন্যতায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৯১. বাংলাদেশের কোন সমস্যাটি উদ্বেগের বিষয়?
Ο ক) স্কুল পালানো
Ο খ) পরীক্ষায় নকল
Ο গ) বোমাবাজি
Ο ঘ) কিশোর অপরাধ
 সঠিক উত্তর: (ঘ)

 ৯২. আমাদের সমাজজীবনে বর্তমানে ভয়াবহ সমস্যা কোনটি?
Ο ক) মাদকাসক্তি
Ο খ) কিশোর অপরাধ
Ο গ) ভিক্ষাবৃত্তি
Ο ঘ) আর্সেনিক
 সঠিক উত্তর: (ক)

 ৯৩. মাদক গ্রহণকারীরা নিজের ক্ষতি করে এবং সমাজে নৈরাজ্য সৃষ্টি করে-
i. ভয়ের শিকার হয়ে
ii. উৎকণ্ঠায় শিকার হয়ে
iii. উত্তেজনার শিকার হয়ে
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৯৪. কাদের সাথে মেলামেশার মাধ্যমে মাদকাসক্তের প্রথম সূত্রপাট ঘটে?
Ο ক) সহপাঠীদের
Ο খ) মাদকাসক্ত সঙ্গীদের
Ο গ) বড়দের
Ο ঘ) ছোট্টদের
 সঠিক উত্তর: (খ)

 ৯৫. মাদকাসক্তির পেছনে বড় কারণ হিসেবে কাজ করে কোনটি?
Ο ক) অপসংস্কৃতিক প্রভাব
Ο খ) চলচ্চিত্র
Ο গ) ইন্টারনেট
Ο ঘ) টিভি চ্যানেল
 সঠিক উত্তর: (ক)

 ৯৬. আজকাল একদেশের সংস্কৃতি সহজেই অন্য দেশের সংস্কৃতিকে প্রভাবিত করছে-
i. চলচ্চিত্র
ii. ইন্টারনেট
iii. রেডিও
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৯৭. কাদের মন কৌতূহলপ্রবণ হয়ে থাকে?
Ο ক) শিশুদের
Ο খ) কিশোরদের
Ο গ) যুবকদের
Ο ঘ) ছাত্রদের
 সঠিক উত্তর: (খ)

 ৯৮. কিশোরদের যে আচরণকে আমরা কিশোর অপরাধ বলতে পারি-
i. আইন ভঙ্গমূলক আচরণ
ii. অসংগতিপূর্ণ আচরণ
iii. সমাজ কর্তৃক স্বীকৃত নয় এমন আচরণ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: রাজিবের পিতামাতার মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটায় রাজিব মা ছাড়া নি:সঙ্গ হয়ে পড়ে। বাবার ব্যস্ততা রাজিবকে বাবার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। এভাবে একদিন রাজিব বন্ধুদের কু-পরামর্শে মাদক দ্রব্য গ্রহণ করতে শেখে ও মাদকাসক্ত হয়ে পড়ে।

৯৯. রাজিবের মাদকাসক্তির পেছনে মূল কারণ কোনটি?
i. পিতামাতার বিচ্ছেদ ও নি:সঙ্গতা
ii. রাজিবের প্রতি পিতামাতার মনোযোগের অভাব
iii. রাজিবের বন্দুপ্রবণতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১০০. রাজিব কুপরামর্শে জড়িয়ে পড়ল কেন?
Ο ক) কৌতূহলী হয়ে
Ο খ) হতাশা থেকে মুক্তি লাভের আশায়
Ο গ) পিতা-মাতার প্রতি অসহ্য হয়ে
Ο ঘ) পিতার প্রতি ক্ষোভ প্রকাশে
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – (+8809602111125) (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post