জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ১ম(২)

ওয়েব স্কুল বিডি : সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জে.এস.সি বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় : ১ম(২) এর খুঁটিনাটি নিয়ে আলোচনা করা হলো

অনলাইন এক্সামের বিভাগসমূহ:
জে.এস.সি
এস.এস.সি
এইচ.এস.সি
সকল শ্রেণির সৃজনশীল প্রশ্ন (খুব শীঘ্রই আসছে)
বিশ্ববিদ্যালয় ভর্তি (খুব শীঘ্রই আসছে)
বিসিএস প্রিলি টেষ্ট

http://www.webschoolbd.com/
৫১. ব্রিটিশ শাসনামলে পৃথিবীর প্রদান ধনী দেশ ছিল কোনটি?
Ο ক) পর্তুগাল
Ο খ) ফ্রান্স
Ο গ) বৃটেন
Ο ঘ) আমেরিকা
 সঠিক উত্তর: (গ)

 ৫২. ব্রিটিশ শাসনকালে বাংলার সমাজে কারা সংখ্যাদরিষ্ঠ ছিল?
Ο ক) কৃষক
Ο খ) জমিদার
Ο গ) বণিক
Ο ঘ) সৈনিক
 সঠিক উত্তর: (ক)

 ৫৩. সুলতানি শাসনামলে বাংলার রাজদরবারের ভাষা ছিল কোনটি?
Ο ক) উর্দু
Ο খ) ফারসি
Ο গ) আরবি
Ο ঘ) পাঞ্জাবি
 সঠিক উত্তর: (খ)

 ৫৪. ব্রিটিশ মন্ত্রিসভা কর্তৃক কয় জন মন্ত্রীকে ভারত সচিব পদে মনোনীত করা হয়?
Ο ক) ১ জন
Ο খ) ২ জন
Ο গ) ৩ জন
Ο ঘ) ৪ জন
 সঠিক উত্তর: (ক)

 ৫৫. বাংলাকে দিল্লির সুবা বা প্রদেশে পরিণত করেন-
i. মুঘল সম্রাট আকবর
ii. মানসিংহ
iii. রাজপুত্র বংশের সামন্ত শাসক পাঠান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৫৬. বঙ্গীয় আইনসভা প্রতিষ্ঠাকালে কতজন সদস্য ছিল?
Ο ক) ১০ জন
Ο খ) ১১ জন
Ο গ) ১২ জন
Ο ঘ) ২১ জন
 সঠিক উত্তর: (গ)

 ৫৭. নবাব সিরাজউদ্দৌলার রাজধানী কোথায় ছিল?
Ο ক) কলকাতা
Ο খ) বিহার
Ο গ) মুর্শিদাবাদ
Ο ঘ) চন্দননগর
 সঠিক উত্তর: (গ)

 ৫৮. বাংলায় যেসব ইউরোপীয় ব্যবসায়ীরা বাণিজ্য করতে এসেছে-
i. ওলন্দাজ
ii. পর্তুগিজ
iii. ফরাসি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৫৯. লক্ষ্মণ সেন সেনবংশের একজন শাসক। তিনি কোথা থেকে এসেছিলেন?
Ο ক) উত্তর ভারত
Ο খ) দক্ষিণ ভারত
Ο গ) পূর্ব ভারত
Ο ঘ) পশ্চিম ভারত
 সঠিক উত্তর: (খ)

 ৬০. লক্ষণ সেনের বংশের লোকেরা কোথায় থেকে এসেছিলেন?
Ο ক) পূর্ব ভারত
Ο খ) পশ্চিম ভারত
Ο গ) উত্তর ভারত
Ο ঘ) দক্ষিণ ভারত
 সঠিক উত্তর: (ঘ)

 ৬১. দক্ষ নাবিক আল বুকার্ক কোন মহাসাগরের কর্তৃত্ব অধিকার করেছিলেন?
Ο ক) প্রশান্ত মহাসাগর
Ο খ) আটলান্টিক মহাসাগর
Ο গ) ভারত মহাসাগর
Ο ঘ) বঙ্গোপসাগর
 সঠিক উত্তর: (গ)

 ৬২. বহিরাগত শাসকদের দীর্ঘ শাসনকালে বাংলার সাধারণ মানুষ শিকার হয়েছে-
i. চরম অর্থনৈতিক শোষণের
ii. নির্যাতনের
iii. চরম দারিদ্র্যের
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৬৩. বার ভুঁইয়ারা প্রায় সবাই কোন বংশের সামন্তশাসক ছিলেন?
Ο ক) পাল বংশের
Ο খ) সেন বংশের
Ο গ) রাজপুত বংশের
Ο ঘ) সৈয়দ বংশের
 সঠিক উত্তর: (গ)

 ৬৪. বাংলায় রাজপুতনা থেকে কারা এসেছিলেন?
Ο ক) পাঠানরা
Ο খ) মারওয়াড়িরা
Ο গ) কুর্দিয়া
Ο ঘ) বর্গিরা
 সঠিক উত্তর: (খ)

 ৬৫. রবার্ট ক্লাইভ যেভাবে ক্ষমতা চর্চা করেছিলেন তা হলো-
i. দ্বৈতশাসন
ii. ক্ষমতাহীন নবাব
iii. প্রত্যক্ষ শাসন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৬৬. স্বদেশি আন্দোলনের সূত্র ধরে যা ঘটে তা হলো-
i. স্বরাজ আন্দোলন
ii. অসহযোগ আন্দোলন
iii. সত্যগ্রহ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৬৭. বার্নিয়ের কোন দেশের পর্যটক?
Ο ক) ফরাসি
Ο খ) ইংলিশ
Ο গ) পর্তুগিজ
Ο ঘ) স্প্যানিশ
 সঠিক উত্তর: (ক)

 ৬৮. কোন ইংরেজ সেনাপতি কলকাতা দখল করেন?
Ο ক) ওয়াটসন
Ο খ) হেস্টিংস
Ο গ) রবার্ট হুড
Ο ঘ) ক্লাইভ
 সঠিক উত্তর: (ক)

 ৬৯. কোম্পনির দেওয়ানি লাভের পর রাজস্ব আদায়ের ক্ষমতা কার হাতে চলে যায়?
Ο ক) ফরাসিদের
Ο খ) ইংরেজদের
Ο গ) মারাঠাদের
Ο ঘ) পর্তুগিজদের
 সঠিক উত্তর: (খ)

 ৭০. নবাব সিরাজউদ্দৌলার বড় খালার নাম কী ছিল?
Ο ক) ঘসেটি বেগম
Ο খ) জাহানারা বেগম
Ο গ) আনোয়ারা বেগম
Ο ঘ) ঝোঁধা বাঈ
 সঠিক উত্তর: (ক)

 ৭১. বার ভুঁইয়াদের প্রায় সবাই ছিল-
i. বাঙালি
ii. মোগলদের হাতে পর্যুদস্ত পাঠান
iii. রাজপুত বংশের সামন্ত শাসক
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

 ৭২. ইংরেজদের ক্ষমতা দখলের সময় বাংলার রাজদরবারের ভাষা কী ছিল?
Ο ক) উর্দু
Ο খ) আরবি
Ο গ) ইংরেজি
Ο ঘ) ফারসি
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৩. ১৭৯১ সালে প্রতিষ্ঠিত সংস্কৃত কলেজ ভূমিকা রাখে-
i. সতীদাহ বিলুপ্ত করণে
ii. বিধবা বিবাহ চালুতে
iii. কালকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৪. রবার্ট ক্লাইভ বাংলায় কিছুকাল কোন শাসন চালিয়েছিলেন?
Ο ক) সামরিক শাসন
Ο খ) দ্বৈত শাসন
Ο গ) সামন্ত শাসন
Ο ঘ) একনায়ক শাসন
 সঠিক উত্তর: (খ)

 ৭৫. আল বুকার্ক ছিলেন-
Ο ক) দক্ষ নাবিক
Ο খ) দক্ষ রাজনীতিবিদ
Ο গ) দক্ষ বৈমানিক
Ο ঘ) দক্ষ সাহিত্যিক
 সঠিক উত্তর: (ক)

 ৭৬. বাংলা থেকে পুঁজি পাচার শুরু হওয়ার কারণ-
i. সম্রাটদের বিলাস-বিনোদন বৃদ্ধি
ii. এদেশের শাসকদের সাথে দিল্লির সম্রাটদের সম্পর্কের অবনতি
iii. শাসনকার্য পরিচালনার খরচ বৃদ্ধি পাওয়া
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৭৭. কোম্পানির দেওয়ানি লাভের পর রাজস্ব আদায়ের ক্ষমতা কার হাতে চলে যায়?
Ο ক) ফরাসিদের
Ο খ) পর্তুগিজদের
Ο গ) মারাঠাদের
Ο ঘ) ইংরেজদের
 সঠিক উত্তর: (ঘ)

 ৭৮. ইংরেজ গভর্নরদের প্রধান প্রধান কাজ হলো-
i. বাংলায় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি
ii. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন
iii. ঢাকাকে বাংলার রাজধানী করা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৭৯. বাংলায় স্বাধীন সুলতানি আমল কত বছল স্থায়ী হয়েছিল?
Ο ক) একশ বছর
Ο খ) দুইশ বছর
Ο গ) তিনশ বছর
Ο ঘ) চারশ বছর
 সঠিক উত্তর: (খ)

 ৮০. ১৬৮৬ সালে ইংল্যান্ডের রাজা কে ছিলেন?
Ο ক) প্রথম জেমস
Ο খ) দ্বিতীয় জেমস
Ο গ) প্রথম উইলিয়াম
Ο ঘ) দ্বিতীয় উইলিয়াম
 সঠিক উত্তর: (খ)

 ৮১. ভারত শাসন জারির ফলে বাংলায় যে বিষয়গুলো ঘটে তা হলো-
i. কোম্পানি শাসনের অবসান
ii. ব্রিটিশ রামশাসন জারি হয়
iii. ভাইসরয় নিয়োগ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮২. বাংলার শাসক ছিলেন কিন্তু বাঙালি ছিলেন না-
i. ঈসা খান
ii. সুবেদার সুজাউদ্দিন
iii. নূরুল আমিন
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ৮৩. বাংলায় অসহযোগ আন্দোলনের মূলসূত্র কী ছিল?
Ο ক) স্বদেশি আন্দোলন
Ο খ) সশস্ত্র আন্দোলন
Ο গ) বঙ্গভঙ্গ আন্দোলন
Ο ঘ) স্বরাজ আন্দোলন
 সঠিক উত্তর: (ক)

 ৮৪. কোন শাসকের আমলে জিনিসপত্রের দাম অত্যন্ত সস্তা ছিল?
Ο ক) শায়েস্তা খানের
Ο খ) আকবরের
Ο গ) শেরশাহের
Ο ঘ) আলীবর্দী খানের
 সঠিক উত্তর: (ক)

 ৮৫. ভারতকে ভেঙে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্র হওয়ার কারণ হলো-
i. ভাগ করো ও শাসন করো নীতি
ii. দ্বিজাতিতত্ত্ব
iii. সাম্প্রদায়িকতা
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৬. সেনরা কোথা থেকে এসেছিল?
Ο ক) উত্তর ভারত
Ο খ) দক্ষিণ ভারত
Ο গ) তুরস্ক
Ο ঘ) আফগানিস্তান
 সঠিক উত্তর: (খ)

 ৮৭. ভাইসরয় সম্পর্কিত তথ্য হলো-
i. ব্রিটিশ রাজ প্রতিনিধি
ii. হেস্টিংস প্রথম ভাইসরয়
iii. ভারত শাসন আইনের দ্বারা সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) i ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৮৮. ব্রিটিশদের শাসন মূলত ছিল শোষণ। তাদের শোষণের প্রমাণ বহন করে-
i. কৃষি ব্যবস্থার অবনতি
ii. তাঁত বিশ্লের অবনতি
iii. অর্থনীতিতে দুর্বলতা সৃষ্টি
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) iii
Ο ঘ) i, ii ও iii
 সঠিক উত্তর: (ঘ)

 ৮৯. স্বাধীন সুলতানি আমলের সুলতানরা কেউই কী ছিলেন না?
Ο ক) ভারতীয়
Ο খ) বাঙালি
Ο গ) মঙ্গোলীয়
Ο ঘ) আফগানি
 সঠিক উত্তর: (খ)

 ৯০. নবাব সিরাজউদ্দৌলার রাজধানী কোথায় ছিল?
Ο ক) কলকাতা
Ο খ) বিহার
Ο গ) মুর্শিদাবাদ
Ο ঘ) চন্দননগর
 সঠিক উত্তর: (গ)

 ৯১. বাংলার মারওয়াড়িরা ক্ষমতাবান ছিলেন। এরা কোথা থেকে এসেছিলেন?
Ο ক) আফগান
Ο খ) রাজপুতনা
Ο গ) পাঞ্জাব
Ο ঘ) সিন্ধু
 সঠিক উত্তর: (খ)

 ৯২. বাংলায় দ্বৈতশাসনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো-
i. ইংরেজদের ক্ষমতা হ্রাস
ii. ইংরেজদের ক্ষমতা বৃদ্ধি
iii. নবাবের ক্ষমতা হ্রাস
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৯৩. কলকাতা ও নোয়াখালীর দাঙ্গা অসম্ভব করে তোলে-
i. ব্রিটিশ শাসনের অবসান
ii. অবিভক্ত ভারতবর্ষ
iii. অসাম্প্রদায়িক ভারতবর্ষ
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) ii
Ο গ) ii ও iii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (গ)

 ৯৪. নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে সিংহাসনে বসেন?
Ο ক) ২০ বছর
Ο খ) ২২ বছর
Ο গ) ২৪ বছর
Ο ঘ) ২৬ বছর
 সঠিক উত্তর: (খ)

 ৯৫. কে মুঘল সম্রাট আকবরের ছিলেন?
Ο ক) ইয়ার লতিফ
Ο খ) জাহাঙ্গীর
Ο গ) বাবর
Ο ঘ) হৃমায়ুন
 সঠিক উত্তর: (খ)

 ৯৬. দিল্লিতে আকবরের পরে মসনদে বসেন কে?
Ο ক) শাহজাহান
Ο খ) জাহাঙ্গীর
Ο গ) সুজাউদ্দিন
Ο ঘ) হুমায়ুন
 সঠিক উত্তর: (খ)

 ৯৭. লর্ড ক্লাইভ কে ছিলেন?
Ο ক) ভারতীয় প্রধানমন্ত্রী
Ο খ) ইংরেজ সেনাপতি
Ο গ) ভারতীয় রাষ্ট্রপতি
Ο ঘ) মার্কিন সেনাপতি
 সঠিক উত্তর: (খ)

 উদ্দীপকটি পড় এবং নিচের তিনটি প্রশ্নের উত্তর দাও: শুভ ইতিহাস বই পড়ে জানতে পারল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর দিল্লির শাসন দুর্বল হয়ে পড়ে। আলিবর্দী খাঁর মৃত্যুর পরে ১৭৫৬ সালে বাংলায় নতুন শাসনকর্তা নিযুক্ত হন। কিন্তু তাকে অনেকে সহ্য করতে না পেরে তার বিরদ্দে ষড়যন্ত্র শুরু করে।

৯৮. উদ্দীপকে উল্লিখিত বাংলায় নিযুক্ত নতুন শাসনকর্তাকে ছিলেন?
Ο ক) নবাব শাহ নেওয়াজ
Ο খ) নবাব সিরাজউদ্দৌলা
Ο গ) নবাব মীর জুমলা
Ο ঘ) নবাব শেরকুলি খাঁ
 সঠিক উত্তর: (খ)

 ৯৯. বাংলার নতুন শাসনকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা হলো-
i. নবাবের খালা
ii. ইংরেজ বণিক গোষ্ঠী
iii. নবাবের স্ত্রী
নিচের কোনটি সঠিক?
Ο ক) i ও ii
Ο খ) i
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (ক)

 ১০০. বাংলার নতুন শাসকের বিরুদ্ধে ষড়যন্ত্রের ফলাফল-
i. পলাশী যুদ্ধে নবাবের পতন
ii. বাংলা শত্রুমুক্ত হওয়া
iii. বাংলার স্বাধীনতার অবসান
নিচের কোনটি সঠিক?
Ο ক) i
Ο খ) i ও iii
Ο গ) ii
Ο ঘ) iii
 সঠিক উত্তর: (খ)

অনলাইন এ ক্লাস করুন একদম ফ্রী. …
প্রতিদিন রাত ৯টা থেকে ১০.৩০টা পর্যন্ত
Skype id - wschoolbd


বি.দ্র.: ওয়েব স্কুল বিডি থেকে বিদেশে পড়াশোনা সংক্রান্ত বিভিন্ন পরামর্শ প্রদান করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের সাথে যোগাযোগ – 01571769905 (সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত)।

Web School BD

বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক ট্রেনিং সেন্টার "Web School BD". ওয়েব স্কুল বিডি : https://www.webschool.com.bd

Post a Comment

আপনার কোন কিছু জানার থাকলে কমেন্টস বক্স এ লিখতে পারেন। আমরা যথাযত চেস্টা করব আপনার সঠিক উত্তর দিতে। ভালো লাগলে ধন্যবাদ দিতে ভুলবেন না। শিক্ষার্থীরা নোট ,সাজেশান্স ও নতুন নতুন ভিডিও সবার আগে পেতে আমাদের Web School BD চ্যানেলটি সাবস্ক্রাইব SUBSCRIBE করতে পারো।
- শুভকামনায় ওয়েব স্কুল বিডি

Previous Post Next Post